776-সংসার সুখের হয় রমনীর গুনে- র.ই মানিক চিত্রপুরী। R.I.Manik,Chitrapuri,Krishichitra

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025
  • সংসার সুখের হয় রমনীর গুনে,
    বাংলার নারী একটি পরিবারে কখনো মা, কখনো বোন, কখনো মেয়ে, আবার কখনো গৃহবধু হয়ে আসে।
    একটি সংসার যেমন হাজারো সুখ-শান্তিতে ভরিয়ে দেবার জন্য বাংলার নারী অর্থাৎ গৃহবধুর তুলনা হয়না, আবার অনেক সময় একটি সুন্দর সাজানো গোছানো সুখী পরিবারকে জাহান্নাম বানাতেও বেশি সময় লাগেনা বাংলার নারীর অর্থাৎ সেই গৃহবধুর।
    গিয়েছিলাম কুমিল্লা, চান্দিনাতে পবিত্র ঈদ-ঊল-আযহা ২০২৩ সালের কোরবানীর গরু দেখতে। সেখানে গিয়ে সন্ধান পাই এক প্রতিবন্ধীর মাছ চাষ সম্পর্কে । মাছ চাষ এর ভিডিও ধারন করার পর দুপুরে তার বাসায় খাবারের জন্য নিয়ে গেলে সেখানে এক অসাধারন ঘটনা আমার সামনে চলে আসে। এই ভিডিওতে সেই বিষয়টাই উপস্থাপন করা হয়েছে।
    ভিডিওতে প্রদর্শিত মেয়েটি মাছ চাষীকে প্রায় ১০ বছর আগে বিয়ে করেন।
    দীর্ঘদিনের এই সংসারে কোনো সন্তান নিয়ে আসতে পারেননি স্বামীর প্রতিবন্ধী হবার কারনে। পরবর্তীতে একটি মেয়ে সন্তান অনেক টাকা দিয়ে দত্তক নেন পরিবারটি। বর্তমানে মেয়েটি স্বামী, সন্তান এর যত্ন নেওয়ার পাশাপাশি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে রান্নার ভিডিও আপলোড করে থাকেন। এতে করে তার পরিবারে অল্প কিছু হলেও অর্থের চাহিদা মেটাতে পারেন তিনি।
    তার ইউটিউব চ্যানেল এর লিংক- / @hobbiscook
    উল্লেখিত গৃহবধুর ইউটিউব চ্যানেলটি যদি আমরা সবাই মিলে এগিয়ে নিতে পারি তাহলে সল্প পরিসরে হলেও আমাদের দ্বারা তার উপকার হবে বলে আমি মনে করি।
    প্রয়োজনে- 01712 250700
    চিত্রপুরী ফেজবুক ​পেইজ -
    ​ / r.i.manik.krishi
    চিত্রপুরী কৃষিচিত্র- / @chitrapurikrishichita
    chitrapuri Village Cooking- / chitrapurivillagecooking

Комментарии • 552

  • @anishossain3889
    @anishossain3889 Год назад +72

    এটাই তো প্রকৃত ভালোবাসা যেটাতে নেই কোন স্বার্থ লোভ লালসা তাদের সকলের ভালোবাসা যেন এমন ভাবেই অমর হয়ে থাকে যেন এমন ভালোবাসার মানুষ যেন প্রতিটি ঘরে ঘরে জন্মায়

  • @rafiuddin9157
    @rafiuddin9157 Год назад +8

    এই আপার জন্য আমার পক্ষ থেকে হাজার সালাম। দোয়া করি সারা জীবন এভাবেই সুখে শান্তিতে থাকুক।একটা কথা খুব ভালো লাগলো, তার চোখে তার স্বামীই সবচেয়ে সুন্দর।

  • @nasirnasir2882
    @nasirnasir2882 Год назад +55

    কি বলবো কাকা, ভিডিও টি দেখে চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এই রকম ভালোবাসার মানুষ পৃথিবীতে আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে। আল্লাহর কাছে দুয়া করি তাদের এই ভালোবাসা যেন মৃত্যুর আগ পর্যন্ত অটুট থাকে। এবং মৃত্যুর পরে জান্নাতে একসাথে থাকতে পারে।

  • @rmsmom4702
    @rmsmom4702 Год назад +19

    মাশাল্লা অনেক ভালো লাগলো।দোয়া করি পৃথিবীর সকল প্রতিবন্ধী মানুষ গুলোর প্রতি অশুভকামনা রইল

  • @abosaddam9275
    @abosaddam9275 Год назад +5

    আসসালামুয়ালাইকুম আমার প্রিয় স্যার আপনার অনুষ্ঠানগুলো থেকে অনেক অনুপ্রেরণা পায় আলহামদুলিল্লাহ

  • @MohamadAmin-qf1os
    @MohamadAmin-qf1os Год назад +2

    আসসালামু আলাইকুম সঠিক কথা বলেছেন ধন্যবাদ জানাচ্ছি ♥️🇧🇩♥️🌹♥️

  • @mdmosabberrahman4064
    @mdmosabberrahman4064 Год назад +21

    মানিক ভাই অনেক দিন পর প্রকৃত একজন ভালোবাসার মানুষকে দেখলাম। দোয়া করি আল্লাহ যেন তাদের পরিবারের সদস্যদের ভালো রাখে।

  • @ojananidorshon
    @ojananidorshon Год назад +140

    বাবার ব্যস্ততার কারনে ভিডিওটা আমাকেই এডিট করতে হয়েছে, এডিট করতে গিয়ে বার বার আমার গা শিউরে উঠেছে স্বামীর প্রতি স্ত্রীর এরকম ভালোবাসা দেখে, সত্যি আল্লাহ তা’য়ালার রহমত বড়ই কঠিন একটা জিনিস। আল্লাহতা’য়ালার কাছে শুধু একটি মাত্রই দোয়া, আল্লাহতা’য়ালা যেনো প্রতিটি ঘরে ঘরে এমন গৃহবধু পাঠান এবং প্রতিটি ঘরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, আমিন। 😢😢

    • @hobbiscook
      @hobbiscook Год назад +13

      আপনার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল, যত দিন দুনিয়ায় থাকবো আপনাদের পরিবারের জন্য দোয়া করে যাব

    • @mojannelhossin6070
      @mojannelhossin6070 Год назад +1

    • @shahjajahankarim1705
      @shahjajahankarim1705 8 месяцев назад +1

      Appu you are good. I like you❤

    • @-vai6834
      @-vai6834 8 месяцев назад

      Amin🤲

    • @Nabil-k5b
      @Nabil-k5b 7 месяцев назад

      Amin ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abusayed2128
    @abusayed2128 Год назад +38

    এই বোনটি একটি মায়ের গুণে গুণান্বিত বোন আল্লাহ যেন সকল অসহায় অসুস্থ মানুষের সেবায় এরকম মা বোনদের কে সেবায় নিয়োজিত রাখেন আল্লাহ যেন ওই বোনকে উত্তম জাযা দান করে

  • @alauddinalam-js6rq
    @alauddinalam-js6rq Год назад +7

    এ-ই দম্পতি প্রতি আল্লাহ সহায় হোক।
    এবং তাদের প্রতি সমবেদনা জানাই।
    ভালো থাকুন আপনারা।

  • @mituthalukder4148
    @mituthalukder4148 Год назад +10

    ওয়ান্ডারফুল একটা এপিসোড করার জন্য মানিক সরকার অনেক অনেক ধন্যবাদ দোয়া এবং আশীর্বাদ

  • @jahangiralam1019
    @jahangiralam1019 Год назад +16

    এই বােনের জন্য অন্তুর থেকে দােয়া করি পাক সােদি আড়ব থেকে আল্লাহ যেন এই সংসার টি সুখি করে দেই আমিন

  • @mdrepon2505
    @mdrepon2505 Год назад +10

    মাসাআল্লাহ, দেখে কলিজা জুরিড়ে গেলো,উনাকে সেলুুট জানাই

    • @Foodofthepoor
      @Foodofthepoor Год назад +1

      আলহামদুলিল্লাহ

  • @Mishabibia8407
    @Mishabibia8407 Год назад +6

    দুনিয়ায় মনের মতো মন পাওয়া বড় কঠিন। আজকের ভিডিও দেখে মনে শান্তি পেলাম। আজকের ভিডিও টা সবচেয়ে সেরা ❤❤❤

  • @VillageLifeBangladesh88
    @VillageLifeBangladesh88 Год назад +49

    এই বোনকে দেখে মায়েদের প্রতি সন্মান বেড়ে গেলো, উনাদের আল্লাহ ভালো রাখুন ❤️

  • @abdullahabdurrashid1762
    @abdullahabdurrashid1762 Год назад +12

    সত্যি অসাধারন পৃথিবীতে যদি সুখি দম্পতি থাকলে আমার মনে হয় এরা আছে আল্লাহ যেনো এই পরিবারটি ভালো ভালো রাখে

  • @karimahmed4064
    @karimahmed4064 Год назад +36

    মানবতার অনন্য উদাহরণ, মানবতার ভিতরের মানবতার।

  • @jahurulislam8390
    @jahurulislam8390 Год назад +57

    এরকম নারী বাংলার জমিনে পাওয়া দূস্কর। আল্লাহ এই নারীকে উত্তম নেয়ামত দান করুন।

  • @AnarulIslam-ws5km
    @AnarulIslam-ws5km Год назад +6

    আসসালামুয়ালাইকুম মানিক ভাই, দোয়া করি মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন ও সামনের দিনগুলিতে সেবামূলক কাজ করার তৌফিক দান করুন, আমীন।

  • @dadasgoppo4148
    @dadasgoppo4148 Год назад +6

    এরকম মেয়েদের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন।

  • @mdrafique-cr1xz
    @mdrafique-cr1xz Год назад +10

    আমি দোয়া করি। ওনাদের দাম্পত্য জীবনে সুখী হউক।আর ঐ বাচ্চা টার জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি, বাচ্চা টার ভবিষ্যতে তোমার রহমতে ওর জীবনটা সুন্দর করে সাজিয়ে দাও আমিন। ধন্যবাদ রফিকুল ইসলাম মানিক ভাই কে।

  • @mannanbd0011
    @mannanbd0011 Год назад +10

    আল্লাহ বোনটাকে মনের আশা পুরন করে দিন উনার স্বামী কে সুস্থ করে দিন নেক হায়াত দান করুন আমিন

  • @mdabdulaziz2761
    @mdabdulaziz2761 Год назад +16

    এই বোনটার জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা য়েন সব সময় সুস্ত রাখেন সুন্দর রাখেন দোয়া করি

  • @mdsayemmdsayem3897
    @mdsayemmdsayem3897 Год назад +42

    আলহামদুলিল্লাহ যা শুনলাম অবিশ্বাস্য অনেকে বিশ্বাস করবে না, আমি বিশ্বাস করেছি তাই দোয়া করি বোন তোমাকে আল্লাহ যেন চিরসুখী করেন আমীন। ❤

  • @mdayub912
    @mdayub912 Год назад +5

    জাজাকাল্লাহ খাইরান, নিজের প্রতিবব্দি বাচ্ছার মত শশুর, শশুড়িকে পরম মমতায় সেবা যত্ন করা এক বিধবা বোনের ভিড়িও দিয়েছিলেন এখনও চোখে লেগে আছে।আজকে আরেক বোনের এক কল্পনাতীত ভিডিও উপহার দিলেন।আল্লাহ আপনার কাজগুলো কবুল করুন আমিন।

  • @asiffakir
    @asiffakir Год назад +12

    অসাধারণ একটি সংসার, মাশাআ'ল্লাহ

  • @NazrulIslam-sp3lg
    @NazrulIslam-sp3lg Год назад +8

    চোখে পানি দরে রাখতে পারলাম না।😢😢😢

  • @abdullahalosman
    @abdullahalosman Год назад +17

    আলহামদুলিল্লাহ্
    আল্লাহ্ আমাদের সকল কে এমন একটা জীবন সঙ্গী দিয়েন❤

  • @md.foridulislam5014
    @md.foridulislam5014 Год назад +4

    আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি সংসার।

  • @hillncer1
    @hillncer1 Год назад +1

    হালিমা বোনটির সব কথা শুনলাম। মানিক ভাই আপনার মতো আমারো প্রশ্ন মনে যে সত্যিই কি এমন দেখা যায় আজকালকার যুগে!
    বেশি কথা না বলে শুধু এতটুটুকুই বলবো যে দুআ থাকলো সোনা বোনটির জন্যে সেই মহান রাব্বুল আলামিনের দরবারে যেন শেষ বিচারের দিনে তার হাশর হয় আমাদের প্রানপ্রিয় নবী মুহাম্মদ (সা:) এর দুধমাতা হজরত হালিমার সাথে। আর দুনিয়াতেও যেন সে সুখে থাকে তার স্বামী এবং সন্তানকে নিয়ে যেটার সে হকদার।
    সেইসাথে দুআ আপনার জন্যেও মানিক ভাই যে আপনার কল্যানেই আমরা দর্শকেরা দেখতে পেলাম এই ব্যাতিক্রমী অসাধারণ একটি ভিডিও।

  • @mobizone3735
    @mobizone3735 Год назад +3

    মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দোয়া রইল, 💖💖🤲🤲

  • @mdrubel-pm9fs
    @mdrubel-pm9fs Год назад +16

    আলহামদুলিল্লাহ বোনটির জন্য দোয়া রইল তাদের সংসার যেন সব সময় হাসিখুশি থাকে

  • @hasanmehedi4695
    @hasanmehedi4695 Год назад +5

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।।। ভাই ও ভাবির জন্য দোয়া ও ভালোবাসা ❤❤❤❤❤এমন মানুষ পাওয়া বড়ই কঠিন।

  • @hussainmokbul6621
    @hussainmokbul6621 Год назад +8

    সুবহানাল্লাহ,আপনি অসাধারণ বোন, আল্লাহ আপনি নেক হায়াৎ দান করুন, আমিন✌️🌺🥀

  • @mschampa2682
    @mschampa2682 Год назад +2

    বিবি,হালিমা,আপু,আপনার,জেই,আত,বিসাস,একদম,ঠিক,কিন্তূ,এইজোগে,পরিপুন্তাইথেকেও,অপরিপুন্তা,ছেলে, অনেক, ভালো,এইটা❤, আল্লালাহর,কাছে,কুটি,শোকরীয়া,জানাই, আল্লালাহ জেন,আপনাদে,জীবনটা, অনেক অনেক 🤲🤲🤲🌺🌺🌺🌺🌺❤️🌹🌹🌹🌹 ভালো রাখে, আমিন,চুম্মা,আমিন

  • @mdjulsah4388
    @mdjulsah4388 Год назад +10

    অনেক দোয়া রইল আমার কান্নার দুই চোখ দিয়ে পানি আসছে।

  • @mdrepon2505
    @mdrepon2505 Год назад +28

    উনাকে দেখে মায়েদের পতি সম্মান বেড়ে গেলো, উনাদের আল্লাহ ভালো রাখুক

  • @imranho7075
    @imranho7075 Год назад +6

    মাশাআল্লাহ আল্লাহ তোমাদের জীবনের সুখ শান্তি দান করুক আমিন

  • @sadikafarazi1474
    @sadikafarazi1474 Год назад +1

    এ বোনকে দেখে মনটা স্নিগ্ধ হয়ে গেলো আমার আর কিছু বলার ভাষা খুজে পেলাম না হতো ভাগ হয়ে গেলাম বাবুর কথা শুনে ❤❤❤❤

  • @mdrocky1033
    @mdrocky1033 Год назад +20

    ওনি একজন মা হালিমা, একজন বোন হালিমা, একজন মানুষ হালিমা❤

  • @mohammedyeaqub1961
    @mohammedyeaqub1961 Год назад +2

    আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বড় ভাই আপনি কেমন আছেন, র, ই মানিক ভাই, আমাদের বৃহত্তর কুমিল্লার ভিজিট করার জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আমাদের কুমিল্লা থেকে অভিনন্দন জানাই আপনাকে❤❤❤❤

  • @mohonmohon457
    @mohonmohon457 Год назад +2

    চখে পানি ধরে আর রাখতে পারলাম না।আল্লাহ সবাই কে হেদায়েত করুন সাথে মানিক ভাইয়ের দোয়া ও শুভ কামনা রইলো আল্লাহ আপনাকে সুস্থ ও সুন্দর এবং হায়াত বৃদ্ধি করুন।

  • @ashrafulalamtutul3481
    @ashrafulalamtutul3481 Год назад +10

    ফি আমানিল্লাহ
    আল্লাহ যেন উনাদের সংসার টাকে সুখের মধ্যে স্হায়ী রাখেন আমিন।

  • @MotherFather-vt8ik
    @MotherFather-vt8ik Год назад +6

    আপনাদের জন্য মনের ভেতর থেকে দুয়া করি।
    দাম্পত্য জীবন সুখের হোক।

  • @begumshahnaz3538
    @begumshahnaz3538 Год назад +3

    সেক্রিফাইজ করার মানসিকতা সবারই থাকে না, অনন্য মানুষের মাজেই থাকে শুধু মাত্র। আল্লাহর কাছে দোয়া রইল, তার এ উদারচিন্তার বরকতময় হউক দুনিয়ায় ও আখেরাতে সাফল্যের চুড়ায় পৌঁছাতে সক্ষম হউক।

  • @anowarhossain3023
    @anowarhossain3023 Год назад +6

    এখনি এই বোনের চ্যানেল টা সাবস্ক্রাইব করলাম সেই সাথে এই বোনের জন্যো দোয়া ও স্বুভকামনা রইল ।

  • @khasrubarbhuiyaofficial3088
    @khasrubarbhuiyaofficial3088 Год назад +9

    মাশাল্লাহ পোড়ামন্ত্রী খুবই ভালো খুব বড় মনের মানুষ আল্লাহ যেন তাকে ভালো রাখে তো মনের আশা পূর্ণ করেন❤❤

  • @mahmudafatima3866
    @mahmudafatima3866 Год назад +20

    আল্লাহ এই অসুস্থ ভাইয়ের জন্য বোন হালিমা কে পাঠিয়েছেন, আর বোন হালিমা কে পুরষ্কার স্বরূপ এই ফুটফুটে বাচ্চাটাকে দিয়েছেন। ইনশাআল্লাহ আখিরাতে ও আল্লাহ তাকে পুরস্কৃত করবেন।

  • @suvrodev4252
    @suvrodev4252 Год назад +1

    খুব ভালো লাগলো কাকা ভিডিও টি❤❤

  • @AyshaAkter-o5x
    @AyshaAkter-o5x 7 месяцев назад +1

    সত্যি কথা ভিডিও টা অনেক বেশি ভালো লাগলো দোয়া রইলো আপনার জন্য ভবিষ্যতে আরও হেপি থাকবেন ❤❤❤❤❤❤❤

  • @MdImran2985
    @MdImran2985 Год назад +3

    মাশা-আল্লাহ দেখে মন ভরে গেলো ভাই ওমান থেকে দেখছি

  • @shukhersongshar28
    @shukhersongshar28 Год назад +1

    সুন্দর একটা ভিডিও দেখলাম

  • @mdsulaiman4509
    @mdsulaiman4509 Год назад +12

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ।

  • @ARIYANSART
    @ARIYANSART Год назад +7

    আল্লাহ এই দম্পতির সংসার সুখী সুন্দর আর রহমতময় করুন,সবাই মিলে এই দুয়া করি❤❤❤

  • @VillageLifeBDCOM
    @VillageLifeBDCOM Год назад +7

    আলহামদুললিহ বোন টির জন্য অনেক দুওয়া আর ভালোবাসা রইলো হে আল্লাহ তুমি এই বোন টুকে চিরো সুখী করে দিন দুনিয়া ও আখিরাতে ও আমিন❤❤ এই বোনটির মুখে হাসি দেখে আমি মুগ্ধ এই টা তুমি চিরস্থায়ী করে দিয়ো এমন মানুষ দুনিয়েত এখন খুবই কম প্রতিটি বোন যদি এমন হতো দুনিয়া টা কতই না সুন্দর হতো

  • @Safuwnhasan
    @Safuwnhasan Год назад +5

    ❤❤❤❤❤❤❤
    মাশাআল্লাহ
    এই দম্পতির জন্য দোয়া ও শুভ কামনা রইল

  • @shaminurrahman1812
    @shaminurrahman1812 6 месяцев назад +1

    বোন আপনাকে হাজার সালাম ,আপনি সব নারী জাতির মুখ উজজল করেছেন।

  • @tarekuddin8404
    @tarekuddin8404 Год назад

    এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤

  • @mdmonshur9956
    @mdmonshur9956 Год назад +7

    আজকের ভিডিও টি কলিজায় দাগ লাগিয়েছে ❤❤❤❤

  • @shahinahamedraj9749
    @shahinahamedraj9749 Год назад +1

    উনি হলেন বাস্তবে শাবানা.....❤️যিনি শুধু ত্যাগ করেন পরিবারের জন্য।আল্লাহ উনাদের ভালো রাখুক।

  • @MdRoky-v5q
    @MdRoky-v5q Год назад +4

    কিছু বলার ভাষা নেই ❤❤❤❤

  • @hobbiscook
    @hobbiscook Год назад +1

    আমার প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ,,,আপনার জন্য দোয়া রইল,,,, Hobbi's Cook apu

    • @rimanikchitrapuri
      @rimanikchitrapuri  Год назад

      দোয়া রইল বোন, দেখবেন এক সপ্তাহে কত সাবস্ক্রাইব হয় ।আমার পেইজেও আপলোড করেছি দেইখেন ।

    • @rimanikchitrapuri
      @rimanikchitrapuri  Год назад

      facebook.com/r.i.manik.krishi?mibextid=ZbWKwL

  • @MdArifulIslam-j6e
    @MdArifulIslam-j6e Год назад +1

    And again it's proft ..... Songsar soki hoi romonir gone..❤❤❤

  • @hdbangla5453
    @hdbangla5453 Год назад +2

    অনেক দিন পর এরকম ভিডিও দেখলাম অসাধারণ

    • @hdbangla5453
      @hdbangla5453 Год назад +2

      আসসালামু য়ালাইকুম আজ আমি অনেক খুশি ভালো কাজে সারা দেয়া ঈমানি দায়িত্ব thank you

    • @hdbangla5453
      @hdbangla5453 Год назад

      😑👌

  • @alialiahmed9165
    @alialiahmed9165 Год назад +23

    আমরা যারা এখনও সুস্থ আছি বলি আলহামদুলিল্লাহ

  • @nuralomnuralom9884
    @nuralomnuralom9884 Год назад +3

    মন থেকে দোয়া করি আললা জেন আপনাদের একটা সুস্থ বেবি দেয়।

  • @khorshedalam3455
    @khorshedalam3455 Год назад +2

    আল্লাহ এই তুমি এই বোন টা কে সুস্থ রাখিও । এ পৃথিবীতে এরকম মহিলা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার ।

  • @shajahan6584
    @shajahan6584 Год назад +10

    আল্লাহ তুমি এই বইটাকে জান্নাত নসিব কর

  • @beautifullife7094
    @beautifullife7094 Год назад +1

    মাশাআল্লাহ মানিক ভাই আপনার তুলনা হয়না দোয়া ও শুভেচ্ছা সবসময় আপনার জন্য বরিশালের বিউটিফুল লাইফ চ্যানেলের পক্ষ থেকে ❤️❤️❤️❤️❤️❤️

  • @maybejinnat1276
    @maybejinnat1276 Год назад +1

    আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানায়

  • @MdSihab-v1m
    @MdSihab-v1m 8 месяцев назад

    হে আল্লাহ এমন একটি ভালো মেয়ে অসাধারণ লাগছে। তার ভবিষ্যতে সফল হবে এবং আশা করছি মহান আল্লাহর দরবারে দোয়া করতেছি সাফল্য অর্জন হউক।

  • @MdAbdullah-jr5tf
    @MdAbdullah-jr5tf 8 месяцев назад +1

    Assalamualaikum mash Allah Alhamdulillah Allah bless those family

  • @sujonmia8113
    @sujonmia8113 Год назад +2

    মাশাল্লাহ খুব সুন্দর ভিডিও

  • @md.amirali3918
    @md.amirali3918 Год назад +2

    আমি এই বোনের কথা শুনে এতো মহান কাজের কথা শুনে চোখে পানি আসলো বোনকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না

  • @mominali302
    @mominali302 Год назад +13

    এমন রমনী বাংলার পতি ঘরে ঘরে হোক,,,

  • @OmarAli-lc8pm
    @OmarAli-lc8pm Год назад +1

    মহান আল্লাহ্ পাক যেন এমন অসহায় দম্পত্তির জন্য প্রান খুলে দোয়া করি আজীবন পর্যন্ত তাদের সুখি ময় জীবন যাপন করতে পারে ছোট্ট বাবুর জন্যও দোয়া রইল এবং দীর্ঘ হায়াত দান করেন।

  • @julkernayeen9471
    @julkernayeen9471 Год назад +1

    একটু অন্য type ভিডিও ভালো লাগলো।

  • @mybonsaigardensantanu1599
    @mybonsaigardensantanu1599 Год назад +1

    আপনার প্রতিবেদন খুবই হৃদয়ছোঁয়া।

  • @Mdkamrul-do7yz
    @Mdkamrul-do7yz 5 месяцев назад

    শুকরিয়া এই বোনকে জানাই হাজার সালাম সর্বোপরি শুভকামনা রইল

  • @makjilany
    @makjilany Год назад +6

    চোখের জল আটকে রাখা যায় না, এরকম একজন মহীয়সী কে দেখে..... ❤❤💚💚❤❤💚💚

  • @mdabbas1844
    @mdabbas1844 Год назад +1

    আলহামদুলিল্লাহ,, মাশাআল্লাহ ভাই ও আপুর জন্য দোয়া রইল

  • @shahryarahmedrajib7542
    @shahryarahmedrajib7542 Год назад +3

    আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তায়ালার কাছে

  • @monjurhossain6219
    @monjurhossain6219 Год назад

    অসংখ্য ধন্যবাদ এমন ভিডিও তৈরি করার জন্য।

  • @hosamrasul8257
    @hosamrasul8257 Год назад

    Bhaa... Onak valo laglo... Salaam jainai ai bon take ...

  • @RuhulAminRRR-nd9xc
    @RuhulAminRRR-nd9xc 2 месяца назад

    অসাধারণ মন মানসিকতা আপুর❤🎉😊

  • @AshrafulIslamSharif-h5b
    @AshrafulIslamSharif-h5b Год назад +10

    মাশাহ্ আল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করি সকল এর জন্য আমীন ❤

  • @antorakash6418
    @antorakash6418 Год назад +5

    শুভ কামনা এই দম্পতির জন্য । ❤❤❤

  • @mdsobur551
    @mdsobur551 Год назад +2

    মাশাল্লাহ দোয়া করি তোমার জন্যহাজার বছর বেঁচে থাকুক আমাদের ভালোবাসা

  • @monirhosen3735
    @monirhosen3735 Год назад

    আসসালামু আলাইকুম মানিক ভাই অনেক সুন্দর একটা ভিডিও করেছেন ওনাদের দম্পতি যাতে সুন্দর হয় একটা সুন্দর ভাবে সাজিয়ে তাকে নিয়ে চলাফেরা করতে পারে আল্লাহ যেন উনাদেরকে নেক হায়াত দান করে এই কথা বলে এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ

  • @fatemakhalequ7864
    @fatemakhalequ7864 5 месяцев назад

    বোন আপনাকে কিছু বলার ভাষা নেই।

  • @mohiuddinahmed4014
    @mohiuddinahmed4014 Год назад

    ধন্যবাদ আপনাকে সুন্দর একটা প্রতিবেদন করার জন্য

  • @fgffggfghffgghh5981
    @fgffggfghffgghh5981 Год назад +6

    বিবাহ আগে থেকেই হয়ে গেছে দুনিয়া শুধু পরিচয় আল্লাহ এই ফেমেলি কে কবুল করুন আমীন

  • @globalvillageictpark5605
    @globalvillageictpark5605 Год назад +1

    এত স্বাদ ক্যারে? সেই স্বাদ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @oliullaholiullahbhuiyan
    @oliullaholiullahbhuiyan Год назад +2

    মানিক ভাই আপনার ভিডিও অনেক ভাল লাগে

  • @OppoOppo-pq1nh
    @OppoOppo-pq1nh 4 месяца назад

    দোয়া ও শুভকামনা রইলো। মালোশিয়া প্রবাসী।

  • @bannyhoews9802
    @bannyhoews9802 Год назад +1

    আস্ সালামু আলাইকুম,,, আপুর জন্য দোয়া ও ভালবাসা অবিরাম,,,,

  • @hossainqatar6087
    @hossainqatar6087 Год назад +4

    আলহামদুলিল্লাহ ভাই দোয়া করছি এই বোনটি যেন এই ভাইকে নিয়ে সুখে শান্তিতে তার জীবন কাটাতে পারে এবং আল্লাহ যেন বায়োটিকে সুস্থতা দান করেন এবং আমি আপনার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করলাম ভাই

  • @foridarangpur
    @foridarangpur Год назад +8

    সংসার সুখের হয় রমনির গুনে যদি ভালো সামি হয় তার সনে।

    • @Jayack-x2s
      @Jayack-x2s Год назад +2

      সেটাই আপু। সবাই মহিলাকে প্রশংসা করছে কিন্তু মহিলার স্বামীরও প্রশংসা পাওয়ার যোগ্য। স্বামী প্রতিবন্ধী হলেও কাজে কর্মে উদ‍্যমী। সুতরাং আমি মনে করি অর্ধেক প্রশংসা স্বামীরও প্রাপ‍্য।

  • @motiarrahman3440
    @motiarrahman3440 Год назад +1

    অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপু ❤❤❤

  • @zakirdon9399
    @zakirdon9399 Год назад

    আলহামদুলিল্লাহ আমি ও করে দিলাম হালিমা আপুর চেনেল 💖💖💖