কেন এত বিরোধিতা? || Why So Much Opposition?

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии •

  • @niluferfouzy3252
    @niluferfouzy3252 3 года назад +8

    নবিজীর বিষয়ে এতো এতো চমৎকার, জীবনঘনিষ্ঠ ইনফরমেশন কোথাও থেকে পাইনা, একমাত্র ব্যাতিক্রম গুরুজী। শুকরিয়া আল্লাহর কাছে।

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад

      শোকর আলহামদুলিল্লাহ্‌!

  • @19tarian
    @19tarian 3 года назад +15

    জীবনের গভীর দৃষ্টিভঙ্গি লুকিয়ে আছে এই আলোচনা গুলোর মাঝে। যে যত নিতে পারবে এর ভেতর থেকে সে তত সত্যের বানীকে মানার জন্য প্রস্তুত হতে পারবেন।

  • @delrubataher285
    @delrubataher285 3 года назад +1

    আলহামদুলিল্লাহ জীবন ঘনিষ্ঠ আলোচনা।মহান আল্লাহ আমাদের সত্যের পথে চলারতাওফিক দান করুন

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад

      আমীন। ধন্যবাদ, আপনার চমৎকার মন্তব্যের জন্য ।

  • @rafiqulislam4494
    @rafiqulislam4494 2 года назад +1

    অবাক করা বিষয় তুলে ধরেছেন । অবশ্যই জীবনের প্রকৃত সত্য । ধন্যবাদ

    • @QuantumMethod
      @QuantumMethod  2 года назад

      ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য শুকরিয়া, আপনার জন্য দোআ ও শুভকামনা রইল
      গুরুজীর জীবনধর্মী আরও আলোচনার ভিডিও পাবেন আমাদের অপর একটি চ্যানেলেও
      ruclips.net/channel/UCNmuHi_Fj111Kwysoy0vtUg

  • @mohammedmomin7536
    @mohammedmomin7536 3 года назад +4

    খুব সুন্দর ইনফরমেশন যুক্তি আলোচনা পযালোচনা করেন যা আমাদের সমাজের কেহ এ-ই সত্য আলোচনা কে করেন না। যেটা গুরুজি করে।

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад

      জ্বি ধন্যবাদ।

  • @AbdulKader-mb9dl
    @AbdulKader-mb9dl 7 месяцев назад

    Honorable gurujee. I appreciate you because your speeches open the door of the mind .From India. Subhanallah. Ameen.

    • @QuantumMethod
      @QuantumMethod  7 месяцев назад

      Thanks for your thoughtful comment. Thanks Allah

  • @rafiqulislam4494
    @rafiqulislam4494 2 года назад

    জীবনের প্রয়োজনীয় একটি টপিক । ধন্যবাদ

  • @AnamulMya
    @AnamulMya 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤

  • @winnertv8050
    @winnertv8050 3 года назад +2

    আলহামদুলিল্লাহ , লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ 🇧🇩🇧🇩🕋🕋

  • @shamsdew9627
    @shamsdew9627 3 года назад +4

    শোকর আলহামদুলিল্লাহ
    কোয়ান্টাম ফাউন্ডেশনের সাথে যুক্ত থেকে অনেক ভালো আছি।

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад +1

      শোকর আলহামদুলিল্লাহ !

  • @joynulabedin2614
    @joynulabedin2614 3 года назад +4

    Thanks guru ji

  • @Dubai84
    @Dubai84 3 года назад +1

    جزك الله خيرا 🤲💚

  • @AbdulHalim-bc8xm
    @AbdulHalim-bc8xm Год назад

    আলহামদুলিল্লাহ।

  • @alinour9070
    @alinour9070 3 года назад

    সুন্দর আলোচনা ভালো লেগেছে

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад

      শোকর আলহামদুলিল্লাহ! অনুষ্ঠানটি আপনার ভাল লেগেছে জেনে আমরা আনন্দিত।

  • @muslimrifa7712
    @muslimrifa7712 3 года назад +1

    ১০০% সঠিক কথা বলেছেন বস

  • @সবুজবাংলা-র৮ভ

    আমি এক মুর্খ জানি না কি ভাবে গুরু জির ছায়ায় আশ্রয় নিতে হয় কিন্তু তারপর আমি সত্যি অনুভব করতে পারি গুরু জির প্রেমে আমি উম্মাদের মতো ছটপট করে আমার ভিতর যদি আমিও সবার মতো গুরু জির কাছে থাকতে পারতাম তাহলে মনে হয় আমার অন্ধকার একটু হলেও লাঘব করতে পারতাম তারপরও আশা করি আমার এই দুর্দশা যখন কমবে তখনই আমি ছটে জাবো সালাম সালাম গুরুজি

    • @fahminarakhi6679
      @fahminarakhi6679 3 года назад

      ঢাকা র শান্তিনগরের
      ইষ্টার্নান প্লাস মার্কেট এর পাশে
      কোয়ান্টাম অফিসে চলে যান

  • @Anam-l7n
    @Anam-l7n 3 года назад

    গুরুজীর আলোচনা খুব ভালো লাগে।

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад

      শোকর আলহামদুলিল্লাহ্‌!

  • @mahboobmahboob2303
    @mahboobmahboob2303 3 года назад +2

    Allah bless him.

  • @remedyhomeo2189
    @remedyhomeo2189 3 года назад +1

    Thanks guruji

  • @thethinhobbies9263
    @thethinhobbies9263 3 года назад +2

    Excellent ❤️❤️❤️

  • @winnertv8050
    @winnertv8050 3 года назад

    Wonderful 🌹🌹🌹🇧🇩🇧🇩🕋🕋

  • @mohammadhumayunkabir2577
    @mohammadhumayunkabir2577 3 года назад +1

    Long live our dearest Guruji.

  • @md.shahidulislam5151
    @md.shahidulislam5151 3 года назад +1

    excelent

  • @s.m.raashel4596
    @s.m.raashel4596 3 года назад

    ❤️❤️❤️❤️❤️❤️

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад

      সাথে থাকার জন্য ধন্যবাদ।

  • @rezwanahmedchowdhury3614
    @rezwanahmedchowdhury3614 3 года назад +1

    Subhanallah

  • @expressentertainmenthd5431
    @expressentertainmenthd5431 3 года назад

    শোকর আলহামদুলিল্লাহ

  • @smsaydulislamislam1833
    @smsaydulislamislam1833 3 года назад +1

    Thanks Bangladesh quantum method and thanks guru ji

  • @palashkumarsutradhar3523
    @palashkumarsutradhar3523 3 года назад +1

    গুরুজীর কথা ভাষা দিয়ে বললে কম বলা হয়। তাই অনুভব করার চেষ্টা করি।কোয়ান্টাম তো কোয়ান্টামই।বিকল্প হবে না।

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад

      চমৎকার উপলব্ধি! ধন্যবাদ।

  • @rokeyabegum8625
    @rokeyabegum8625 Год назад

    Sokor Alhamdulillah

    • @QuantumMethod
      @QuantumMethod  Год назад

      ধন্যবাদ, আপনার আগ্রহের জন্যে।

  • @naffesuddin99
    @naffesuddin99 3 года назад +1

    Guruji ,Jazakallahhukhairan adada khaki hi wa ridwa nafse he wa zinata arshe he wa midada kalimatehe wa beadadi kulli zaratin Alfa Alfa Marwa wa adada mafi ilmillahe salatan dae matan be dawa me mulkillah Amin wasilate hazrat Muhammad sallallah-hu-aliehe-wasallam Amin

  • @binimoyelectricbd7005
    @binimoyelectricbd7005 3 года назад +1

    গুরুজি মেডিটেশন কোর্স ফি কত? আর এটা কোথায় করান? লোকেশন জানাবেন প্লীজ !

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад +2

      কোর্স ফি ১১,৫০০/- টাকা। কোর্স ঢাকায় হয়, কাকরাইলের আইডিইবি ভবনে।

    • @binimoyelectricbd7005
      @binimoyelectricbd7005 3 года назад +1

      @@QuantumMethod ধন্যবাদ আপনাদেরকে

  • @jaforkhan1685
    @jaforkhan1685 3 года назад +1

    Love

  • @sayemkhandoker6358
    @sayemkhandoker6358 3 года назад

    Meditation করে আমার joint pain komse na

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад

      সাইকোসোম্যাটিক রোগ, মানে যেগুলোর বহিঃপ্রকাশ দেহের রোগের মধ্য দিয়ে হলেও প্রকৃত কারণ মনের জট, সেগুলোর ক্ষেত্রে মেডিটেশন অত্যন্ত কার্যকর। কিন্তু সমস্যা যদি পুরোপুরি দেহের হয় তাহলে বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হতে হবে। তবে সেক্ষেত্রেও মেডিসিনের সাথে সাথে মেডিটেশন যুক্ত করলে নিরাময় প্রক্রিয়া ত্বরন্বিত হবে। আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। পাশাপাশি কিছুদিন টানা হিলিং মেডিটেশনটি করুন। আর কোর্স করে না থাকলে এটি একবার করে দেখতে পারেন। ইনশাআল্লাহ্‌ আপনি সেরে উঠবেন।

  • @expressentertainmenthd5431
    @expressentertainmenthd5431 3 года назад

    Assalamuyalaikum guruji

  • @nasseruddin83
    @nasseruddin83 3 года назад +3

    চেহারায় সুন্নতের কোন চিহ্ন নেই! নবীর আশেক হবে কিভাবে?

    • @livelonghappystrong3143
      @livelonghappystrong3143 3 года назад +6

      মুখে দাঁড়ি থাকলেই নবীর আশেক হওয়া যায়? জীবনাচারে নবীর শিক্ষার প্রতিফলন দরকার নেই?
      উনি নবীজীর যতগুলো সুন্নত ওনার জীবনে বাস্তবায়ন করেছেন তার ধারেকাছে আমরা নেই, ভাই!
      আসলে আমরা দাঁড়ি-টুপির মধ্যে নবীর আশেক খুঁজি বলেই তো দাঁড়িওয়ালা প্রতারক দিন দিন বাড়ছে। দোষটা অবশ্য তাদের না, দোষটা আমাদের। কারণ আমরা জ্ঞানের কদর করতে পারি না। আজ মুসলমান কাউকে অন্য ধর্মের কেউ যখন কটাক্ষ করে যে, তোমার নবী তো যুদ্ধবাজ ছিল, কিংবা তোমার নবী তো ১১টা বিয়ে করেছেন তখন সংশ্লিষ্ট 'মুমিন' ব্যক্তি সবার আগে হাত চালাতে চায় জিহাদের ন্যায় পবিত্রকর্ম সম্পাদনের নিয়তে। অথচ একটু স্টাডি করলেই সে জানতে পারত নবীজীর (স) মাহাত্ম কী।
      তিনি যা করেছেন সেটাকে যুদ্ধ বলা যায় না, বড়জোর গ্রাম্য কাইজ্জা সেগুলো। ১০ বছরের যুদ্ধে যদি দুই পক্ষের ৫০০-র কম মানুষ মারা যায় তো সেটা যুদ্ধ হয় কী করে? আর নবীজী নিজে থেকে যুদ্ধ করেন নাই, যুদ্ধ তার ওপর চাপিয়ে দেয়া হয়েছে, তিনি যা কিছু করেছেন তা আত্মরক্ষার খাতিরে।
      আর ১১ বিয়ে নিয়ে মূর্খতা আমাদের আছে বলেই তো এই বিষয় হীনম্মন্যতায় ভুগি। অথচ বিয়েগুলোর প্রেক্ষাপট জানলে এটা হত না।
      গুরুজী নবীজীকে (স) অন্তরে ধারণ করেছেন, তার শিক্ষাগুলোকে তিনি নিজে পালন করার পরে আমাদের পালন করতে উদ্বুদ্ধ করেন। তিনি বুকে হাত দিয়ে বলতে পারেন, প্রিয় নবীকে (স) তিনি ভালবাসেন। এটা বলার যোগ্যতা যেদিন আমার আপনার হবে সেদিন গুরুজীর মাহাত্ম বুঝতে পারব আমরা।
      প্রভু আমাদের লেবাস না দেখে ভালো-মন্দ বিচারের জ্ঞান দান করুন (আমীন)।

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад +3

      @Live Long Happy Strong ধন্যবাদ আপনার বিশ্লেষণী মন্তব্যের জন্যে।

    • @DoodleDoo
      @DoodleDoo 3 года назад +1

      apnar sobiteo nai. ar dari tupi porlei alem hoa jay na.

  • @BackToG
    @BackToG 3 года назад

    Unar name ta ki keu bolte paren?

    • @alarafsajal9481
      @alarafsajal9481 3 года назад

      Amader guruji and founder of Quantum method "শহীদ আল বোখারী মহাজাতক" উনার নাম

  • @kobirhossain6481
    @kobirhossain6481 3 года назад +2

    আমি 475 তম ব্যাচ ,
    এখন দেখছি কিছু মানুষ কোন্টাম ফাউন্ডেশন এর অপপ্রচার চালাচ্ছে অনলাইনে।
    ।তাদেরই কিছু বলেন , কিছু ভিডিও তৈরি করেন। আমাদের তো মনোবল ভেঙে যাচ্ছে,

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад +17

      কোয়ান্টামের বিরুদ্ধে অপপ্রচার তো নতুন কিছু না! প্রথম থেকেই চলছে। কোয়ান্টাম বিশ্বাস করে অপপ্রচারও এক ধরণের প্রচার! আপনিই দেখুন, অবিশ্বাসীরা নবীজীকে (স) পাগল বলে অপপ্রচার চালিয়েছিল, বহু মানুষ কৌতূহলী হয়ে তাঁকে দেখতে এসে অপপ্রচারের অসারতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করে।
      কোয়ান্টামের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের সত্যতা জানতে এসে বহু মানুষ কোর্স করে সদস্য হয়েছে। আসলে অপপ্রচার ছিল, আছে এবং থাকবে। কোনো ভালো কাজই এর আওতামুক্ত নয়। কোয়ান্টাম অপপ্রচারে কান না দিয়ে কর্তব্যকর্ম চালিয়ে যাওয়ায় বিশ্বাসী। অতএব আপনিও বিভ্রান্ত হবেন না। আপনি সৎসঙ্ঘে আছেন; অতএব কে কী বলছে তাতে কান না দিয়ে আত্মোন্নয়নে লেগে থাকুন।

    • @yiopti
      @yiopti 3 года назад +5

      ভাই, আসলেরই নকল হয়,সত্যিরই মিথ্যা রটায়। নকল ও মিথ্যার কখনো বিতর্ক হয় না। আপনি সবার কথায় কান না দিয়ে, নিয়মিত মেডিটেশন ও প্রোগ্রাম করে যান। তখন বুঝবেন মানুষ কত ভ্রান্ত ধারণা লালন করে। সবার কথায় কান দিলে আপনি সামনে এগুতে পারবেন না। আর ফাউন্ডেশন এই যামানার সবচেয়ে শ্রেষ্ট সংগঠন।

    • @basarrng5240
      @basarrng5240 3 года назад +2

      আল্লাহ বলেন-
      কথায় কে উত্তম হতে পারে ঐ ব্যক্তি অপেক্ষা, যে আল্লাহর দিকে আহ্বানন করে, সৎ কর্ম করে এবং বলে আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভূক্ত। ভালো এবং মন্দ সমান হতে পারে না। (মন্দ) প্রতিহত কর উৎকৃষ্টতর (আচরণ) দ্বারা। ফলে তোমার সাথে যার শত্রুতা আছে, সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। এ গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই, যারা ধৈর্যশীল। এ গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকেই যারা মহা সৌভাগ্যবান। (সুরা ফুসসিলাত : আয়াত ৩৩-৩৫)
      অন্য আয়াতে আল্লাহ বলেন-
      মন্দের মোকাবিলা কর, যা উৎকৃষ্টতর, তা দিয়ে; তারা যা বলে আমি সে সম্পর্কে বিশেষ অবহিত। (সুরা মুমিনুন : ৯৬)

    • @kobirhossain6481
      @kobirhossain6481 3 года назад +3

      @@QuantumMethod আলহামদুলিল্লাহ, আমি আমি সৎসঙ্গে আছি ।ইনশাল্লাহ থাকবো কোন্টাম এর সাথে ।
      কোন অপপ্রচারই আমার মনোবল ভেঙ্গে দিতে পারবে না ।কোয়ান্টাম পরিবার যদি আমার সাথে থাকে, আমার জন্য দোয়া করবেন।

    • @kobirhossain6481
      @kobirhossain6481 3 года назад +1

      @@yiopti আসসালামুয়ালাইকুম ভাইজান দোয়া করবেন

  • @jashimuddin1228
    @jashimuddin1228 3 года назад

    আমি বিরোধিতা করছি না আমি কোনধরনের উপকার পাইনি।

    • @livelonghappystrong3143
      @livelonghappystrong3143 3 года назад +7

      জানেন, আমারও প্রথম প্রথম মনে হত কোর্স করে কোনো উপকার পাই নি! কিন্তু প্রত্যাশা নিয়ে মেডিটেশন চালিয়ে গেছি। কয়েক মাস পর চারপাশের মানুষ, যারা আমার মধ্যে অস্থিরতা ও বিষণ্ণতা দেখেছে তারা বলেছে যে আমার মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন।
      মনের অস্থিরতা আর ডিপ্রেশনের কারণে একটা পর্যায়ে চাকুরি ছেড়ে দেয়ার কথা ভাবছিলাম, সিনিয়র কলিগদের বলেছিলামও। শোকর আলহামদুলিল্লাহ্‌, চাকুরিটা ছাড়তে হয় নি। আমার এক কলিগ বছর দুই আগে কোর্স করেছেন, ওনাকে সেভাবে মোটিভেট করতে হয় নি। পরে উনি বলেছেন, আমার ভেতর পরিবর্তন না দেখলে উনি কোর্স করতেন না।
      যে মানুষগুলো আমার অগোছালোভাবের কারণে আগে আমাকে অ্যাভয়েড করত তাদের সাথে এখন আমার সুসম্পর্ক।
      আসলে কোর্স করেই কেউ কেউ নগদে এমন সব উপকার পান, যাকে মিরাকল মনে হয়। কিন্তু সব পাওয়া হয়ে গেছে ভেবে তারা মেডিটেশন কন্টিনিউ করেন না, বা কোয়ান্টামে আসেন না।
      আবার কেউ কেউ তাৎক্ষণিক আহামরি উপকার না পেলেও মেডিটেশন চর্চা চালিয়ে যান। ফলে সময়ের সাথে সাথে তাদের উপকার বাড়তে থাকে। উপকার টেকসইও হয়।

  • @nayanahmed3568
    @nayanahmed3568 3 года назад

    গুরুজীর নাম কি

    • @QuantumMethod
      @QuantumMethod  3 года назад +2

      শহীদ আল বোখারী মহাজাতক

  • @monzurhossain7437
    @monzurhossain7437 3 года назад

    যার সুরতে নবীর সুন্নতের চিন্য নাই, সে আবার নবী সম্মন্ধে কি বলবে।

    • @livelonghappystrong3143
      @livelonghappystrong3143 3 года назад +2

      নবীজীর (স) সম্পর্কে বলতে হলে জ্ঞান লাগে। সেটা ওনার পর্যাপ্ত আছে। জ্ঞানের কথা বুঝতে গেলেও জ্ঞান লাগে। আমি বিশ্বাস করি একদিন আপনার সেই জ্ঞান হবে, এই নবীপ্রেমিক মানুষটিকে বুঝতে পারবেন!

    • @DoodleDoo
      @DoodleDoo 3 года назад

      apnar sobiteo nai. ar dari tupi porlei alem hoa jay na.

    • @zerinzinia8660
      @zerinzinia8660 3 года назад

      @@livelonghappystrong3143 well said

  • @jaberahmad1020
    @jaberahmad1020 3 года назад

    হাদিসে আছে, দাড়িকে বড়ো করো, আর মোচকে ছোট করো,

    • @zerinzinia8660
      @zerinzinia8660 3 года назад

      Hoyto allergy ache gale. Gal chulkay mone hoy ey karone hoyto daari rakhe nai.