ব্যারিস্টার সুমনকে চোর বললেন প্রতিমন্ত্রী মাহবুব সাহেব || barrister Sumon vs Mehboob Alam || Bd News

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • ব্যারিস্টার সুমনকে চোর বললেন প্রতিমন্ত্রী মাহবুব সাহেব || barrister Sumon vs Mehboob Alam || Bd News
    _______________________________
    #barristersumon #mahbubalam #bdnews
    _______________________________
    সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত মুখ সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে ধরাশায়ী হলেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
    জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ আসন গঠিত। এই আসনে ৮ জন প্রার্থী ছিলেন।
    আজ রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা যায়, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রায় ১ লাখ ভোটের ব্যবধানে জয়ী হন। ঈগল প্রতীক নিয়ে তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট।
    এ ছাড়া অপর ছয় প্রার্থী হলেন আবু ছালেহ (ইসলামী ঐক্য জোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল মমিন (বাংলাদেশ কংগ্রেস), মো. মোখলেছুর রহমান (বিএনএম), মো. রাশেদুল ইসলাম খোকন (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট), সৈয়দ মো. আল আমিন (বাংলাদেশ কংগ্রেস)। এই আসনের মোট ভোটার ৪ লাখ ২৭ হাজার ৫৫৭ ভোট। মোট কেন্দ্র ছিল ১৭৭টি।

Комментарии • 146