খুব সুন্দর। তবে গানের কথাগুলো আগে লিখে নিলে মনেহয় ভাল হয়। দুই জায়গায় একটু ভুল হয়েছে। 'মায়ামৃগ' এর স্থলে 'মায়ামেঘ' এবং 'মন যে দিল না' এর স্থলে 'মন যে ছিল না' হয়েছে। আশাকরি ভবিষ্যতে সঠিক বানীর গান শুনতে পাবো। লিরিক: "পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? নীরব সুরে রামধানু শুধু দিগন্তে ছবি আঁকে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? ফুলের সুরভি মায়া উদাসী হাওয়ায় মন ভরে দেয় অরণ্যে কাঁপে ছায়া ফুলের সুরভি মায়া উদাসী হাওয়ায় মন ভরে দেয় অরণ্যে কাঁপে ছায়া অরুণ আলোয় ব্যথিত প্রেমের কোমলিনী মুখ ঢাকে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? ওগো প্রেম তুমি স্বপনের মায়ামৃগ আজও বনপথে মায়া হরিণীর ঠিকানা দেবে নাকি গো ওগো প্রেম তুমি স্বপনের মায়ামৃগ আজও বনপথে মায়া হরিণীর ঠিকানা দেবে নাকি গো ফিরে এসো তবে গানে আকাশ কাঁপানো, বাতাস কাঁপানো সুরভিত অভিমানে ফিরে এসো তবে গানে আকাশ কাঁপানো, বাতাস কাঁপানো সুরভিত অভিমানে মন যে দিল না, একি পরিহাস মন দিতে যাওয়া তাকে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? পৃথিবীর গান আকাশ কি মনে রাখে?
আমি তার সব গান শুনেছি,কেন জানি মনে হয় বার বার শুনতে মন চায়। দাদা ভাইর জন্য আশীর্বাদ রইলো।
ধন্যবাদ।স্বাগতম আপনাকে। আপনার জন্য রইল বুকভরা ভালবাসা।
খুব সুন্দর 💖
ধন্যবাদ
খুব সুন্দর 👍👍👍
ধন্যবাদ
অপূর্ব।
ধন্যবাদ
Very very very nice ❤❤❤❤❤
Many many thanks
খুব ভালো লাগলো।
ধন্যবাদ
অনেক সুন্দর হয়েছে ❤❤
ধন্যবাদ আপনাকে।
Khub sundor
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Fantastic song
Many many thanks
সুণ্দর
ধন্যবাদ
Apurbo
ধন্যবাদ
ঠিকানা /পরিচয় জানতে পারলে
ভাল লাগতো।
ঠিকানা-
বাগমারা, রাজশাহী, বাংলাদেশ।
পরিচয়- সাধারণ একজন মানুষ (কৃষক)
এই গায়ক বলেছেন-- উনি কৃষক, কথাটা সত্যধরে জানতে চাই
উনি লেখাপড়া কতটুকু করেছেন?
উনি কৃষক এবং পড়া শোনা ৫ম শ্রেনী পযর্ন্ত।
খুব সুন্দর। তবে গানের কথাগুলো আগে লিখে নিলে মনেহয় ভাল হয়। দুই জায়গায় একটু ভুল হয়েছে। 'মায়ামৃগ' এর স্থলে 'মায়ামেঘ' এবং 'মন যে দিল না' এর স্থলে 'মন যে ছিল না' হয়েছে। আশাকরি ভবিষ্যতে সঠিক বানীর গান শুনতে পাবো।
লিরিক:
"পৃথিবীর গান আকাশ কি মনে রাখে?
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে?
নীরব সুরে রামধানু শুধু
দিগন্তে ছবি আঁকে
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে?
ফুলের সুরভি মায়া
উদাসী হাওয়ায় মন ভরে দেয়
অরণ্যে কাঁপে ছায়া
ফুলের সুরভি মায়া
উদাসী হাওয়ায় মন ভরে দেয়
অরণ্যে কাঁপে ছায়া
অরুণ আলোয় ব্যথিত প্রেমের
কোমলিনী মুখ ঢাকে
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে?
ওগো প্রেম তুমি স্বপনের মায়ামৃগ
আজও বনপথে মায়া হরিণীর
ঠিকানা দেবে নাকি গো
ওগো প্রেম তুমি স্বপনের মায়ামৃগ
আজও বনপথে মায়া হরিণীর
ঠিকানা দেবে নাকি গো
ফিরে এসো তবে গানে
আকাশ কাঁপানো, বাতাস কাঁপানো
সুরভিত অভিমানে
ফিরে এসো তবে গানে
আকাশ কাঁপানো, বাতাস কাঁপানো
সুরভিত অভিমানে
মন যে দিল না, একি পরিহাস
মন দিতে যাওয়া তাকে
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে?
পৃথিবীর গান আকাশ কি মনে রাখে?
আপনার মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংশোধন করার চেষ্টা করব। ভাল থাকবেন।