কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দুরে One Day Trip From Kolkata | Weekend Trip Near Kolkata | Madpur Tour

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • #onedaytournearkolkata #madpur #travel
    One Day Tour Near Kolkata 😍Madpur Manasa Mandir 😍One Day Trip
    History of Madpur Mansa Temple😍উই ঢিপি তে শুরু করে মা মানস দেবীর পুজা😲 jakpur Manasa Mandir😍Madpur
    History of Madpur Mansa 🛕 মনসা মা সাপের ঢিপির ভেতরেই অবস্থান করেন🙏জাগ্রত মনসা
    মন্দিরের ইতিহাস😲
    দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার জকপুর ও মাদপুর স্টেশনের মাঝে মহিশা গ্রাম। এই গ্রামে ধান জমির মাঝখানে ছিল উই এর ঢিপি। আর সেখানে মাঝে মাঝেই সাপের উপদ্রব হয়। তাই গ্রামের চাষিরা জমিতে আবাদ করতে যাওয়ার সময় সাপের অঘটন থেকে বাঁচার জন্য ভয় আর ভক্তি থেকেই
    এখানে ওই উই ঢিপি তে শুরু করে মা মানস দেবীর পুজো।
    নদীমাতৃক দক্ষিণবঙ্গের অন্যতম জেলা পশ্চিম মেদিনীপুর । সেখানে যেমন আছে নদীর জলে পুষ্ট সবুজ গভীর জঙ্গল ঠিক তেমনি আছে ঐ জঙ্গলের স্যাঁতস্যাঁতে জমিতে অগুন্তি সরীসৃপের পরিবার । ছোট বড় নদীর জল , ঝোপঝাড়ে বেড়ে ওঠা এই সরীসৃপদের মধ্যে বাংলার বিখ্যাত সব সাপেরা গড়ে তুলেছে এক সুন্দর ইকোসিস্টেম । তাদের খুব পছন্দের জায়গা পশ্চিমবাংলার এই স্থানটি । ঘন জঙ্গলের মধ্যে সূর্যালোক প্রবেশ করেনা, বানভাসি শ্রাবণ-ভাদ্রের থৈ থৈ নদীর দুকুল ছাপিয়ে জল ও চলে আসে সেই জঙ্গলে আর মনের সুখে দিন যাপন করে শঙ্খচূড়, কালনাগিনী, গোখরো, খরিস, চন্দ্রবোড়া সমেত আরো নানা অজানা সাপেরা । এদিকে এই বিশাল জেলায় আছে অঢেল চাষযোগ্য জমি । তাই কৃষকেরা রোজ মা মনসাকে স্মরণ করে ক্ষেতে যায় চাষ করতে । শীতে একটু আরাম । সাপেরা তখন হাইবারনেট করে, গর্তের নীচে শীতঘুম দেয় কিন্তু প্রচন্ড গরমের দাবদাহে বাইরে চলে আসে । বর্ষায় দেখায় উদ্দাম নৃত্য।
    পূজা দেওয়ার নিয়মাবলী-:👇
    ১ ) এই মন্দিরে বছরের সমস্ত দিনই মায়ের পূজা দেওয়ার প্রচলন আছে, তবে যেকোন শনিবার বা মঙ্গলবার হাজার হাজার পূণ্যার্থী পূজা দিতে আসেন । এছাড়া বছরের বিশেষ বিশেষ দিনে পূণ্যাথীর ভিড়ে মন্দির প্রাঙ্গণ ক্ষুদ্র মেলার রুপ ধারন করে ।
    ২) এই মনসা মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য হিন্দু, মুসলমান, খ্রীষ্টান সহ যে কোন ধর্মের মানুষ মায়ের পূজা করতে পারেন । নারী পুরুষ সকলেরই মন্দিরে প্রবেশাধিকার আছে ।
    ৩) মায়ের মন্দিরে পূজা দিতে গেলে সমস্ত পূণ্যাথীগণকে অবশ্যই স্নান বহ্বতে হবে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে ।
    ৪ ) এই মন্দিরে কোন ব্রাহ্মণ দ্বারা পূজার ব্যবস্থা নাই । তাই পূণ্যার্থীগনকে নিজের হাতেই মায়ের পূজা করতে হয় ।
    a) দক্ষিণার জন্য কমিটির পক্ষ থেকে কোন প্রকার জুলুম নইি ৷ পূণ্যার্থীগন স্বেচ্ছায় যা প্রনামী দেন এবং অর্থদান করেন,তাতেই সারা বছর মায়ের নানা প্রকার উন্নয়নমূলক কাজকম হয় ।
    ৬) এই মন্দিরে কোন পণ্ডা নাই এবং পূজা বা মানত করার জন্য বাধ্যতামূলক কোন নিয়ম নাই ৷ পূণ্যাথীগনের যা মন চায়,তইি দিয়েই পূজা ও মানত করতে পারেন । মাত্র দূ-টাকার ধুপ, সিঁন্দুর ও পূজার ফুল দিয়েও কোন ভক্ত মায়ের পূজা বা মানত করতে পারেন ।
    ৭) মায়ের ভোগ রান্নার প্রচলন আছে এবং পূণ্যার্থীরা নিজেরাই রান্না করেন ।
    Keyword :
    madpur mansa mandir, madpur maa manasa mandir, madpur mansa mandir history, madpur & jakpur er maa monosha mondir, madpur manasa mandir, jakpur madpur manasa mandir, madpur mansa mandir dikhao, madpur mansa mandir dekhte chai, manasa mandir madpur, madpur manasha mandir, jakpur & madpur manasa mandir darshan, madpur manasa mandir near jakpur, jakpur manasa mondir, maa manasa mandir, jakpur manasha mandir, madpur mansa mela, jakpur manasa mandir
    manasa puja 2024, manasa puja 2024 date, manasa puja 2024 kobe, manasha puja, manasa puja, manasa puja mantra, monsa puja 2024, pachariya manasha puja 2024, 2024 manasa puja, manasa puja gaan song, manasa puja 2024 date time, manasa puja 2024 date and time, manasa puja gaan video, monsa puja, manasa puja gaan bangla, manasa puja gaan bengali, manasa puja gaan purulia, pachariya manasha puja, manasa puja 2024 date time bengali, maa manasa puja, manasa puja vidhi
    Dmgodtemple
    Hashtags-:-
    #madpurmonosatemple
    #historyofmadpurmansatemple
    #Madpurmansatemple#HistoricalMansaTemple
    #monosha #bengali_vlog #tamlukvloggersonu
    #bangla_vlog #traveling #travelvlog
    #travelvlog #bengalivlog #bengalivlog#travelvlog #traveling #travel #dmgodtemple #onedaytourfromkolkata #onedaytournearkolkata
    #onedaytrip

Комментарии • 15

  • @avijitkumar3047
    @avijitkumar3047 Месяц назад +1

    আমাদের এখানে এই মন্দির টা মাদপুর মনসা মন্দির প্রতি বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মেলা বসে ❤❤❤ আমি যায় প্রতি বছর ❤❤

  • @sumanabhunia8106
    @sumanabhunia8106 3 месяца назад

    জয় মা মনসা।
    অসম্ভব সুন্দর লাগলো ভিডিওটি। বিস্তারিতভাবে সবকিছু জানিয়েছেন। ভালো থাকবেন।

  • @bijoymaji3456
    @bijoymaji3456 3 месяца назад +1

    Joy Maa Manasa

  • @kaushikshaw6129
    @kaushikshaw6129 2 месяца назад +1

    জয় মা মনসা ।

  • @AshokManna-y4n
    @AshokManna-y4n 3 месяца назад +1

    ❤ Nice

  • @PratimaManna-f7x
    @PratimaManna-f7x 3 месяца назад +1

    Joy maa

  • @supriyasahoo9489
    @supriyasahoo9489 Месяц назад

    কৃষ্ণ জয় জগৎ কারু মনি পত্নী মনসা দেবী নমো নমো🎉 জয় মনসা দেবী কি জয়

  • @RahulDalapati370
    @RahulDalapati370 3 месяца назад +1

    Jay maa monosa

  • @shyamsundarsamanta5068
    @shyamsundarsamanta5068 17 дней назад +1

    Joy maa monosha 🙏🙏🙏