আপনার ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে।ভারতের পশ্চিমবঙ্গে নদীয়া জেলার এক গ্রামে বসে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মনমুগ্ধ কর সবুজে ঘেরা নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে লাগলাম।কাঁচা মাটির রাস্তা দিয়ে হেটে যাবার সময় তার গন্ধ এক অন্যরকম উল্মাদনা অনুভুতি জোগায়। অসংখ্য ধন্যবাদ।ভারতের পশ্চিমবঙ্গে আমন্ত্রণ রইল।
আমাদের ঘিলাছড়া! ২০০৮ সালের ছবি গুলো দেখে হারিয়ে গেছি সে সময়ে।প্রতিটা ফেইসই পরিচিত। শায়েরী আপুর উপস্থাপনা অসম্ভব ভালো লাগে। আমার ইউনিয়নকে যেনো নতুনভাবে আবিষ্কার করলাম। যিনি সমন্বয় করেছেন শায়েরী আপুর সাথে ,তিনি আমার মামা।ধন্যবাদ সাবাইকে ,বিশেষ ধন্যবাদ প্যানোরোমা টিম কে।
দাদা ব্যাপারটা তা নয়।আমার মনে হয় আপনি ভাষার সৌন্দর্যর কথা বুঝিয়েছেন। আসলে উপস্হাপনের সময় কিছু স্ক্রিপ্ট লেখা থাকে , সুলিখিত, সুপঠিত ও সুকন্ঠে উপস্থাপন করলেই সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়।
ছোটবেলায় ভূগোলে পরেছিলাম বাংলাদেশের পার্বত্য চট্রগ্ৰাম ও সিলেটে চায়ের বাগান আছে ,সেই ব্রিটিশরা এখানে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আসাম ছাড়াও এখানেও চায়ের বাগান গড়ে তুলেছিলো ব্রিটিশরা । দেশ ভাগ হবার পরে তা পরে যায় বাংলাদেশের মধ্যে । জানিনা কেমন মানের চা উৎপন্য হয় এই হব বাগান গুলিতে । ইস্পাহাহানীর এক কাপ গোল্ড ডাষ্ট চায়ের সেই বিজ্ঞাপন সেই ছোটবেলায় দেখতাম বাংলাদেশ টিভিতে ।
হয়তো নারীর টান হয়তোবা ঐতিহ্যের শেকড় হাজার বছরের ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্য্য বোধ মিলানো এই জনপদ আঁকড়ে ধরে আছে জীবনের সাথে যেন নদীর মতই ওরা বয়ে চলছে। জীবন সংস্কৃতির বর্ণাঢ্য এক ধারা সেই ধারার অপরান ঐশ্বর্যে অনন্য গড়িমায় পোয়মন্ত এ আমার বাংলাদেশ।
This my village apu im uk basinda watching from there its changed lots now more developed it's true north part of union hilly n jungle areas south part hakaluki haor 2 types of invironment very exciting n interesting place to live. Back in the days 80 s 90 s 2000 it wasn't very safe bcoze of wild animals. n dacoits but all that's changed now anyways take care n thanks for the upload
choto belay BTV te jokon ei program ta hoto tokon channel i paltaia feltam... Kintu ekhon boyosh howar sathe sathe ei Program dekhle mone hoy issh ekhon jodi ager moto poribesh thakto.. R voiceover ta shunlei ekta nostalgic feel ashe
ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো। আমি ভারতের আসাম রাজ্যে থেকে দেখেছি। ধন্যবাদ সবাইকে। ,, আমি পৃথিবীর বেকার ছেলে,, কারণ আমি প্রতিবন্ধী।
আপনার ভিডিও গুলো দেখতে খুব ভালো লাগে।ভারতের পশ্চিমবঙ্গে নদীয়া জেলার এক গ্রামে বসে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মনমুগ্ধ কর সবুজে ঘেরা নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে লাগলাম।কাঁচা মাটির রাস্তা দিয়ে হেটে যাবার সময় তার গন্ধ এক অন্যরকম উল্মাদনা অনুভুতি জোগায়। অসংখ্য ধন্যবাদ।ভারতের পশ্চিমবঙ্গে আমন্ত্রণ রইল।
অপূর্ব। এসব দৃশ্য দেখে মন জুড়িয়ে যায়
Ekdom thik bolechen dada
Oparup prakriti
বাংলাদেশের প্রকীতি অসাধারণ। পশ্চিমবঙ্গ থেকে 🧡
আপনার পোগ্রাম আমার খুব ভালো লাগে একটি অপূর্ব এক দৃশ্য
আপুর মতো এতো সুন্দর উপস্থাপনা আজ পর্যন্ত দেখি নাই, ফেঞ্চুগঞ্জ আবার আসবেন।😍❤️
এই সকাল গুলো আমাদেরকে প্রানবন্ত করে যা প্রকৃতি আমাদের শিক্ষা দিয়ে যায় প্রকৃতিও একটা ভাষা আছে যা আমরা অনেকেই শুনতে পারি না...আই মিস উ
আপু আপনাকে ধন্যবাদ বাংলাদেশের সৌন্দর্য দেখানোর জন্য , যদি পারতাম এভাবে ঘুরে ঘুরে প্রাকৃতিক অপূর্ব সুন্দর দৃশ্য গুলো দেখতে
আপু যেমন সুন্দর ঠিকই তেমনি সুন্দর দৃশ্য সব মিলিয়ে অনেক মানিয়েছে।। কি মধুর কন্ঠ তোমার আপু।। বেচে থাকো হাজার বছর।।
শায়েরী আপু বেঁচে থাকুন এই বাংলায় অনন্তকাল,, মুগ্ধ আমি সদা আপনার মায়াবী কথার উপস্থাপনায়।।অসাধারণ আমাদের সিলেটের ঐতিহ্যবাহী এলাকা ঘিলাছড়া।
শায়েরী আপার ধারা বর্ননা অতি চমৎকার।
আগে দেখতাম বিটিভিতে রাত আটটার সংবাদের পরে।খুব ভালো লাগতো! সেই ছোটবেলার অনুভূতি গেলাম
মনোমুগ্ধকর এক উপস্থাপনা ধন্যবাদ গ্রাম বাংলার চিত্র আমাদের মাঝে তুলে ধরার জন্য।
সুন্দর ও মায়াবী এই প্রকৃতি সত্যি অতুলনীয়,, এই সুন্দর প্রকৃতিকে আরো সুন্দর করেছে আপনার চমৎকার ও সুন্দর ধারাবর্ণনায়... শুভ কামনা রইলো আপনার জন্য আপু
আপুর উপস্থাপনা খুব সুন্দর।
Lots of love from Silchar, Assam , India🇮🇳🇮🇳🇮🇳😁
আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য কৃষ্টি সত্যি অসাধারণ। সাথে আপনার উপস্থাপনা আরো সুন্দর করে তুলে আমাদের গ্রামীণ ঐতিহ্যকে।
এক কথায় অসাধারণ....আপনাদের ভিডিও দেখে দেশের অনেক কিছু জানা এবং চেনা হয়েছে আপানার ভিডিও দেখে অনেক ঙ্গান অর্জন করায় ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Beautiful presentation..🥰
Love from Kolkata India 🇮🇳
খুব ভালো লাগে এইসব গ্রাম্য পরিবেশ দেখতে ❤️
আমাদের ঘিলাছড়া! ২০০৮ সালের ছবি গুলো দেখে হারিয়ে গেছি সে সময়ে।প্রতিটা ফেইসই পরিচিত।
শায়েরী আপুর উপস্থাপনা অসম্ভব ভালো লাগে।
আমার ইউনিয়নকে যেনো নতুনভাবে আবিষ্কার করলাম।
যিনি সমন্বয় করেছেন শায়েরী আপুর সাথে ,তিনি আমার মামা।ধন্যবাদ সাবাইকে ,বিশেষ ধন্যবাদ প্যানোরোমা টিম কে।
Mam, apnader video joto dekhi toto mone hoi Bangladesh prakritir afuronto vandar. Panorama documentary teams k anek anek dhanobad from Andaman
আমিই সর্বপ্রথম এই ভিডিও টি দেখলাম
মহাশয়া আপনি বর্তমান বাংলাদেশের একমাত্র বাঙ্গালী 🙏🙏🙏🙏
দাদা ব্যাপারটা তা নয়।আমার মনে হয় আপনি ভাষার সৌন্দর্যর কথা বুঝিয়েছেন। আসলে উপস্হাপনের সময় কিছু স্ক্রিপ্ট লেখা থাকে , সুলিখিত, সুপঠিত ও সুকন্ঠে উপস্থাপন করলেই সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়।
ভিডিও গুলো দেখলে এখন মনে হয় আগের ওই দিনে যদি আবার ফিরে যাওয়া যেত 😢😢😢😢 কতই না ভালো হতো😊😊😊😊
ভিডিওগুলো অনেক ভালো লাগে
আমাদের প্রাণপ্রিয় ফেঞ্চুগঞ্জ উপজেলা
সুন্দর একটি ভিডিও।উপস্থাপনা অসাধারন👍
কুমিল্লা বুড়িচং থেকে সুন্দর একটা ভিডিও ধন্যবাদ
এই ভিডিও টা অনেকদিন আছে ছোটো বেলায় বি টিভি তে দেখছিলাম আমি ভারত পশ্চিমবঙ্গ থেকে বলছি।
মালিহা আপার উপস্থাপনা ভালো লাগে
upnar konto atoh sundor atoh sundor kore kohta bolen so nice sisther
আমাদের গ্রামগঞ্জও যে কত সুন্দর তা এই ভিডিও না দেখলে বুঝা যায় না।
সবুজ শ্যামল গ্রামের দৃশ্য তুলে ধরা জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমাদের সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা খুব মিস করি
মালিহা মেম, এতো সুন্দর শুদ্ধ বাংলায় কথা বলেন 😍
ছোটবেলায় বিটিভি তে আপনাকে শুনতাম।
আধুনিক হয়ে হারিয়ে গেছে ঐতিহ্য, কাদার মধ্যে হারানো,,
খুব সুন্দর লাগজে মায়াবি এই প্যাকিতিক দৃশ্য
আগের দিন অনেক সুন্দর ছিল।😓❤️
ছোটবেলার কথা মনে পরে গেলো😥😥
মেহনাজ আপু অসংখ্য অসংখ্য সালাম আপনাকে । অসাধারণ সুন্দরী আমার জন্মভূমি বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি অনন্তহিন ইউরোপের রোম মহানগরী হতে ।
পানরোমা ডকুমেন্টারীর উত্তোরত্তর সফলতা কামনা করি।
ছান্দিক গাঁথুনি আপনার ধারা বর্ণনাকে করে তোলে মনোমুগ্ধকর।
Frenchi gunjer ghila chharar uper video ti darun laglo. Asha kori apni valo achen. From Andaman
আমার মন চায় শায়রিী আপুর সাথে ঘুরে বেড়াতে।
Wow.
So beautiful. God bless every one.
অনেক সুন্দর একটা ভিডিও😍
Sotti khub balo lage.eirokom video aro chai
মালিহা আপু আপনাকে অসংখ্য অসংখ্য সালাম ও শুভেচ্ছা রইল ।
খুবই সুন্দর দেখলে মন ভরে
I spent little bit of my childhood time over there thank you Panoroma little bit nostalgic
মনটা জুড়িয়ে যায় ভিডিও গুলো দেখলে
আমাদের পাশের এলাকা 💝💝
Didi tumi kamon acho tomer vedior opekkhai chilam
I like your background music love from odisha
❤❤ খুব সুন্দর অনুষ্ঠান
অনিক সূনদর আহা আমার সোনার বাংলা দেশ
Apni ki apur naamti churi korchen naki..🙃🙃🙃
বহুদিন পর এই রেল ইঞ্জিন টি দেখে ১৯৬০ এর দশকের কথা মনে পরে গেল,
আপনার ভিডিও গুলো দেখলে মন ভরে যায়
আমার গ্রাম ঘিলাছড়া
আপু আপনার কথা এবং ঘটনাবলী সবকিছুই খুব ভাল লাগে । আপনার ভিডিও ফুটেজ দেখে খুবই ভালো লাগে । চাঁপাইনবাবগন্জ, রাজশাহীর কোন ভিডিও ফুটেজ বানানো হয়েছে
ছোটবেলায় ভূগোলে পরেছিলাম বাংলাদেশের পার্বত্য চট্রগ্ৰাম ও সিলেটে চায়ের বাগান আছে ,সেই ব্রিটিশরা এখানে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আসাম ছাড়াও এখানেও চায়ের বাগান গড়ে তুলেছিলো ব্রিটিশরা ।
দেশ ভাগ হবার পরে তা পরে যায় বাংলাদেশের মধ্যে ।
জানিনা কেমন মানের চা উৎপন্য হয় এই হব বাগান গুলিতে ।
ইস্পাহাহানীর এক কাপ গোল্ড ডাষ্ট চায়ের সেই বিজ্ঞাপন সেই ছোটবেলায় দেখতাম বাংলাদেশ টিভিতে ।
Love from india... Lv u mehnj
এসব গ্রামের মানুষ খুব শান্তিতে থাকে
গ্রাম বাংলার দৃশ্য গুলো অনেক ভাললাগে।
অসম্ভব সুন্দর বিডিও
কালা পাহাড় নিয়ে প্রতিবেদন দেখতে চাই ।
Maleha,opurbo opurbo.pran dhala dhonnobad.
আপনাদের ভীডিও দেখলে মনে হয় আমি অতীতে চলে জায় ...মাসুদ রানা .৫.১২.২়০২১
আমার শৈশব ও কৈশোর এখানে কেটেছে l খুবই প্রাণবন্ত উপস্থাপন
হয়তো নারীর টান হয়তোবা ঐতিহ্যের শেকড় হাজার বছরের ইতিহাস ঐতিহ্য আর সৌন্দর্য্য বোধ মিলানো এই জনপদ আঁকড়ে ধরে আছে জীবনের সাথে যেন নদীর মতই ওরা বয়ে চলছে। জীবন সংস্কৃতির বর্ণাঢ্য এক ধারা সেই ধারার অপরান ঐশ্বর্যে অনন্য গড়িমায় পোয়মন্ত এ আমার বাংলাদেশ।
গ্রামটি যেমন সুন্দর আপনার উপস্থাপনা তেমনি সুন্দর 👌
আপনার ধারাভাষ্য উপস্থাপন খুব সুন্দর চা বাগান দেখতে খুবই সুন্দর কিন্তু ওখান লোকের কথা বললে আরো ভালো লাগতো ভালো থাকবেন শিলিগুড়ি ভারত থেকে
Tomar Beautiful presentation manjoy korenay.
আপু আপনি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায় ধন্যবাদ
আমাদের ভোলা জেলায় একদিন আসুন।
নিমন্ত্রণ রইলো ❤❤
তোমাদের ভোলা জেলায় সমতল ভূমি ছাড়া দেখার মতো কিছু নেই 😂😂😂😂 তো গিয়ে ও লাভ নেই।
অসাধারণ কিছু সময়ের জন্য দেশে চলে গিয়েছিলাম। আমি সিলেটের মেয়ে । tnx apu.
আপনি প্রথমে প্রবেশ করেছেন মণীপুর চা বাগান। এর পাশে আশিঘর আমার নানাবাড়ি।
মনমুগ্ধকর পরিবেশ
আমাদের প্রিয় ঘিলাছড়া 😍😍😍😍
🤩🤩
এটা আমার এলাকার দৃশ্য দেখে অনেক ভালো লাগলো প্রবাস থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি
ধন্যবাদ
দেশের অর্ধেক সুন্দর সিলেট বিভাগে।
Your description about the idyllic beauty of the village is excellent
মালিদা আপু,,,অনেকদিন পরে আপনার ভিডিও পেলাম
মালিদা নয়,মালিহা আপু।
Amazing...Sylhet is awesome when there is Miss Maliha...
আহ! মুগ্ধ 💙
Amar bario ghilasorar pase dektesi k.s.a theke
Ekhane jawar easy way ki ? Vallagse amar.
Amii 90 mw theke
আপনার প্রতিটা ডকুমেন্টারী খুব ভাল লাগে। আপনার ভিডিও খুব কমই মিছ করি।
এই ব্যকগ্রাউন্ড মিউসিক আর আপি আপনার উপস্থাপনা❣️❣️
This my village apu im uk basinda watching from there its changed lots now more developed it's true north part of union hilly n jungle areas south part hakaluki haor 2 types of invironment very exciting n interesting place to live. Back in the days 80 s 90 s 2000 it wasn't very safe bcoze of wild animals. n dacoits but all that's changed now anyways take care n thanks for the upload
দারুন লাগছে আপু আপনার সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য শুভকামনা রইলো আমাদের বগুড়ার সোনাতলা থানার ভিডিও উপহার দিবেন
choto belay BTV te jokon ei program ta hoto tokon channel i paltaia feltam... Kintu ekhon boyosh howar sathe sathe ei Program dekhle mone hoy issh ekhon jodi ager moto poribesh thakto.. R voiceover ta shunlei ekta nostalgic feel ashe
অসাধারন 😊
অনেক সুন্দর ❤️
Your documentary is excellent I saw full vedio without escaping. Even tho I don't know bangoli .
You and your voice is so beautiful.
মেহনাজ আমি সুন্দর দৃশ্যের সাথে তোমাকে ও মিলিত রেখে দেখি। তোমার তুলনা হয়না
দারুন 💐
Very nice video my home town sreemongali watching from England
You did the great job as always. Love your presentation and content ❤️
Excellent presentation !!! Go ahead.
Thank you! 🙂
Sundor
Wonderful......No 1 ❤🙏