অপূর্ব উপস্থাপনা ও ভ্রমণ বৃত্তান্ত l ঋদ্ধ হই প্রতিটি এপিসোড দেখেই l মার্জিত সুললিত ভাষার ব্যবহার, আপনাদের পারস্পরিক কথাবার্তা, চমৎকার সব ছবি, এই ট্রাভেলগটিকে এক অন্য মাত্রা দিয়েছে l আপনারা খুব ভালো থাকবেন আর এমন সব মানসভ্রমণের সুযোগ করে দেবেন আমাদের, এই প্রার্থনা করি l শুভেচ্ছা রইলো l
অসাধারণ লাগল, কথা বলার ধরণ দেখে মনে হচ্ছে যেন কোন শিক্ষক, কি সুন্দর করে গুছিয়ে, সব কিছু বুঝিয়ে দিলেন, আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম, খুব খুব ভালো লাগলো।
আপনার সাথে অনেকদিন পরে খুব সুন্দরভাবে বেনারস ভ্রমন করলাম। আপনার বাচনভঙ্গি ও উপস্হাপনা অতি চমৎকার আর সেইসঙ্গে background music এর collection টাও খুব ভালো লাগলো। 🙏
আপনার মধ্য প্রদেশ সিরিজের ভিডিওগুলো দেখেছি। সেখানে ধর্মীয় ও ঐতিহাসিক জায়গাগুলোর অতি সুন্দর বর্ণনা উপভোগ করেছি। একই রকম ভাবে সারনাথের ইতিহাসের বর্ণনা এত সুন্দরভাবে করেছেন যে প্রশংসা করবার কোনো ভাষা নেই।
Apnar sarnath er bornona durdanto. R paan khawa dekhe khub lobh holo. Bubudi r apnake 2 to kore paan khete dekhei bujhlam ki darun swad hobe. Khub valo laglo.
ভ্রমণ মানে মন যেখানে চায় সেখানে ঘোরা আর লাগাম ছাড়া খাওয়া দাওয়া। আপনি যখন পর্যটন স্থান গুলোকে ইতিহাসের রস মিশিয়ে সিক্ত করেন তখন সেই স্থানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। একটি সুন্দর ও অনবদ্য ভিডিও।
আপনার বুদ্ধি দৃপ্ত বাচন ভঙ্গী, বিশ্লেষণ এক কথায় অনবদ্য । মনের ক্লান্তি কাটাতে, আমি আপনার ব্লগ গুলো দেখি । ভগবান আপনাদের সুস্থ এবং শান্তিতে রাখুন , যাতে আমরা আপনার কাছ থেকে আরও আকর্ষণীয় ব্লগ উপহার পাই । নমস্কার নেবেন ।
Ekhon o eisob historical jaygagulo dekher sath aache kuntu saddho nei. Apner ei ashadharon video dekhe mind ta refresh hoyegelo. Khub sundor hoyeche.God bless you Bhai.🌼🌿🙏
বাহ আপনার বলার ভঙ্গিমা দর্শনীয় স্থান সম্পর্কে জ্ঞান অসাধারণ, জানিনা এতো বর্ননা কিভাবে করছেন, বাহবা যোগ্য, আমি বেনারস গিয়েছি ও সারনাথ গিয়েছি কিন্তু সারনাথ সম্পর্কে এতো কিছু জানতাম না, আপনার ব্লগ দেখে ভ্রমণে গেলে গাইডের প্রয়োজন হবে না, খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
Duranta videography ar itihaas er monikotha theke chayan kora tathya diye sajano apnar ei porba atyanta sundar laglo...amar antarik abhinandan o shubhechha neben...darun laglo...apekhhai roilaam porer porber janye...🙏🙏🙏🙏
প্রতি বারের মত অসাধারণ। অনেক কিছু জানতে পারি আপনার কাছ থেকে।অসাধারণ উপস্থাপনা।দারুন। অনবদ্য লাগলো। খুব উপভোগ করলাম।পরের পর্বের অপেক্ষায় রইলাম ।👍👍👍 Anindya's Travelogue
বাই বাই বেনারস। সারনাথের পুরো বিবরণটা খুব ভালো লাগলো। খানা-পিনা সব অসাধারণ। লখনউ এর episide এর জন্য অপেক্ষায় রইলাম। আর একটা কথা, আমার জানাশোনা অনেকের কাছে আপনি জনপ্রিয় হয়ে উঠছেন। ভালো থাকবেন। 🙏🙏
১৯৮৭তে কাশী viswanath expressএ new delhi থেকে বেনাৱস এসেছিলাম দুপুৱে ছেড়ে পৱেৱ দিন সকালে পৌঁছেছিলাম অনেকেই বেনাৱস video বানিয়েছেন তবে আপনাৱটা থাকবে এক নম্বৱে
পুরাব অঙ্গ ঠুমরী, যা লক্ষ্ণৌ তে জন্ম নিলেও, মূলত পুরোপুরি আকার পায় এই বেনারসে এসে, সেই পুরব অঙ্গের বিখ্যাত ঠুমরী - ' बाबुल मोरा ' আপনি ব্যবহার করলেন এই video - এর শেষে। যে ঘরানার ঠুমরী এক সময় লক্ষ্ণৌ থেকে যাত্রা করে বেনারসে এসেছিলো, সেই বেনারস থেকেই আপনার হাত ধরে যেন এই ঠুমরীও আবার যাত্রা করে ফিরে যেতে চাইলো তার ইতিহাস, লক্ষ্ণৌ তে। কি অদ্ভুত ভালো একটা জায়গায় ওই ঠুমরী টা আপনি ব্যাবহার করেছেন দাদা! ভারতীয় রাগ সঙ্গীতের একজন ছাত্র হিসাবে এই ব্যাপার টি বিশেষ করে আমার মনকে বড় উদ্বুদ্ধ করলো। অনেক ধন্যবাদ আপনাকে! সর্বদা সাথে আছি, আমরা সবাই ❤
@@AnindyasTravelogue খুব করে দেখছি দাদা। লক্ষ্ণৌর series টাও দেখছিলাম, ওখানেও দেখলাম আপনি ভীষণ ভাবে সারেঙ্গীর ধুন ব্যাবহার করেছেন। সবটাই এত পরিপূরক লাগছে, বলাই বাহুল্য ❤️🙏
আমি 76 batch BHU থেকে পাশ করেছি । আপনার চোখে নতুন করে বেনারস দেখলাম। খুব ভাল লাগল 🎉। পুরোনো জায়গায় নতূন রূপ দেখে মুগ্ধ হলাম। সবটাই আপনার কৃতিত্ব 🎉 । ভাল থাকবেন। নমস্কার নেবেন।
স্মৃতির ভান্ডার পরিপূর্ণ হয়ে গেল। তবে, সারনাথের সর্বোচ্চ বুদ্ধমূর্তি, চীনা ও জাপানি বৌদ্ধ মন্দির দেখা গেল না। আপনার সুখাদ্য গ্রহণের অনুভূতি ও বর্ণনা জিভে জল এনে দিল।
সর্বোচ্চ বুদ্ধমূর্তি একটু দূর থেকে খুব সামান্য দেখিয়েছি । আর আমার বর্ণনার পরে পরেই যে মন্দিরটি দেখলেন সেটি জাপানি বৌদ্ধ মন্দির আর দেবাশীষ নামের ছেলেটি যে মন্দিরটি সম্পর্কে বলছিল সেটি হলো চীনা বৌদ্ধ মন্দির । অনেক ধন্যবাদ । সঙ্গে থাকবেন 😊
দারুন উপস্থাপনা , দারুন দারুন লাগলো দাদা। বেনারসে আগেই গেছি, সবে যায়নি। যেসব জায়গাগুলিতে আপনি গেছেন সেখানে আমরা ১০বছর আগে এসেছিলাম। এখন একদম নতুন রূপে দেখছি। এবার যাবো। ধন্যবাদ আপনাকে। খীর সাগরের সোনারপুরে ব্রাঞ্চ আছে। মঘাই পান এখানে বানানো হয়। চুরাসিয়া পরিবাররা এখানে পানের ব্যাবসা করে।
Ahha...khub bhalo presentation...you visited the best places for food..tobe Nawabi Zaika r naam ami schunini..never mind..next time will go to Biriyani Mahal..tobe mishtir dokane , almond ke pista bola ekdom uchit hui ni...😈..Keshav Tambool ta overhyped..ami nije paan khayi but i never go to that place..hai..maghai paan er etai bisheshotwo je mukh e miliye jaye..tai banarasi paan eto famous...anyways thank you once again for showing my city..looking forward to your lko trip with Tundey Galawati Kabab and Hamid Biriyani..also try Kulfi and khasta at Rattilal..all the best
বেনারসের অন্যান্য সকল এপিসোডগুলির Playlist LinK : ruclips.net/p/PLKA_QKcJDDQi4bgLuWdF7dfdXUmgF3zWY
বাংলা র যতজন ব্লগার আছে তার মধ্যে আপনি সবথেকে মার্জিত ও রুচিশীল। আপনার উপস্হাপনা অবর্ণনীয়। 🙏🙏🙏
সঙ্গে থাকবেন 😊 অনেক ধন্যবাদ 🙏
I agree
এইভাবে চালিয়ে যান। খুব শীগ্রই আপনি 100k হচ্ছেন
Akdom thik..ami just 3 te video dekhlm darun lglo
♥️ from #TravelWithAniruddha
খুব ভালো লাগলো। বেনারসের হোটেলের কোনো ব্লগ পেলাম না।
বেনারস হোটেলের বিষয়ে part 2 ভিডিওতে দেওয়া আছে । বেনারসের playlist link দেওয়া রইল ।
ruclips.net/p/PLKA_QKcJDDQi4bgLuWdF7dfdXUmgF3zWY
অসাধারণ মিষ্ট ব্যক্তিত্বের সুমিষ্ট কথাপূর্ণ দারুণ পোস্ট।। তথ্যপূর্ণ পোস্ট।। আবারও সমৃদ্ধ হলাম।।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
অনবদ্য।পরের পর্বের জন্য বেশিদিন অপেক্ষা করাবেন না কিন্তু।
♥️ from #TravelWithAniruddha
আবার একটা মন কাড়া ভিডিও দেখলাম.....শেষের shot....ট্রেন ছুটছে, background এ গানটা ভেসে আসছে.....মন ভীষনভাবে আন্দোলিত হলো আরো একবার।।🌈🌈🌈🌈💕💕💕💕👍👍👍🙏🙏🙏🙏🙏
😊😊🌹🌹🙏🙏
কি সুন্দর করে আপনি সব কিছু বুঝিয়ে বলেন অনেক ঐতিহাসিক তথ্য জানতে পারি আপনার ব্লগ থেকে ভালো লাগলো
অনেক ধন্যবাদ 🙏
অসাধারণ লাগল, স্বভাবত আরেকটি দূর্দান্ত উপস্থাপনা। অনেক শুভেচ্ছা আপনাকে।🙏🙏
অসংখ্য ধন্যবাদ 🙏
কি বলবো,, অতি মনোরম লাগলো,, ভাষা হারিয়ে ফেলছি,, মনে হলো আমি নিজেই গিয়েছি,, ধন্যবাদ আপনি সুস্থ থাকবেন
অপূর্ব আপনার উপস্থাপনা। রুচিশীল, পরিমার্জিত, তথ্যপূর্ন , সহজ, সরল, সাবলীল উপস্থাপনা।
অনেক ধন্যবাদ আপনাকে এত বিশেষণ ব্যবহারের জন্য 🙏
খুব খুউব অন্যরকম ভ্রমণবৃত্তান্ত!! এত সুন্দর উপস্থাপনা....... প্রশংসা করার ভাষা নেই।।
এইভাবেই আমাদের ভারতদর্শন করান দাদা👏👏👏
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
ঘরে বসে খুব ভালোভাবে বেনারস দর্শন করলাম। সারনাথের ইতিহাসটা সুন্দরভাবে বললেন। আপনার কণ্ঠস্বরটাও খুব সুন্দর। সবমিলিয়ে এককথায় অপূর্ব।
অনেক ধন্যবাদ 🙏
মুগ্ধ হয়ে গেলাম.. অপূর্ব , আর আপনার জ্ঞান এর তারিফ করতেই হচ্ছে.. Sarnath এর বর্ণনা ইতিহাস যা বললেন দারুণ knowledge ..
Thank You so much
অতীত, বর্তমান সব মিলেমিশে এক অসাধারণ প্রাপ্তি....,👌👌
অপূর্ব উপস্থাপনা ও ভ্রমণ বৃত্তান্ত l ঋদ্ধ হই প্রতিটি এপিসোড দেখেই l মার্জিত সুললিত ভাষার ব্যবহার, আপনাদের পারস্পরিক কথাবার্তা, চমৎকার সব ছবি, এই ট্রাভেলগটিকে এক অন্য মাত্রা দিয়েছে l আপনারা খুব ভালো থাকবেন আর এমন সব মানসভ্রমণের সুযোগ করে দেবেন আমাদের, এই প্রার্থনা করি l শুভেচ্ছা রইলো l
ভিডিওগুলি দেখে ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍
মুগ্ধতারও একটা সীমা থাকা উচিত। আপনার এই ভ্রমণ কাহিনী মুগ্ধতার সব সীমাকে অতিক্রম করে চলেছে। লক্ষ্ণৌ পর্বের অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 অনুগ্ৰহ করে সঙ্গে থাকবেন ❤️
🌄মন্ত্রমুগ্ধের মত আপনার উপস্থাপনা উপভোগ কোরলাম..... 💕
🌿শেষে ভৈরবী রাগে "বাবুল মোরা নইহর ছুটো হি যায়....." এক অদ্ভুত রোমাঞ্চ জাগিয়ে গেল.........🎶🎶🎵🎵
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 আশাকরি বেনারসের অন্যান্য ভিডিওগুলিও দেখেছেন ।
কলকাতার বাইরে ছিলাম প্রায় তিন সপ্তাহ। আপনার ইউটিউব ভিডিও দেখা হয়নি। আজ ফিরেই আপনার ভিডিও দেখলাম। খুব ভাল লাগল।
অনেক ধন্যবাদ । অন্যান্য পর্বগুলোও দেখবেন । আশা করি ভালো লাগবে 😊❤️
নমস্কার 🙏 আপনার ব্লগ গুলো দেখছি। আপনার presentation অসাধারণ লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে আবহসঙ্গীত।
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন । মতামত জানাবেন ।
Awesome coverage and excellent presentation. Superb recollection of history of Buddhism 👍❤️🙏🏻
অনেক ধন্যবাদ 🙏
Khub sundor hoyeche👌 ❤
Khub sundar laglo apnar Benaras vlog, r khub valo laglo apnar Sarnath samparke deoa tathya gulo, Lukhno dekhar apkhyay railam.
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
Darun hayeche vedio Dada ....
👌 for the next one from Debabrata.
অনেক ধন্যবাদ 🙏
Darun laglo, apni eto sundor kore sob kichu bolchilen , khub bhalo lagelo
Dada, durdanto mythological describe regarding SARANATH. khub durdanto & informative hoyeche apnar BENARAS blog.
অসংখ্য ধন্যবাদ 🙏 ভালো থাকবেন ।
Sangeet ,Apner Vdo .sabaike Benarash pouche diyeche. Darun darun.
অসাধারন লাগলো, দেখে মুগ্ধ হয়ে গেলাম❤❤
অসাধারণ লাগল, কথা বলার ধরণ দেখে মনে হচ্ছে যেন কোন শিক্ষক, কি সুন্দর করে গুছিয়ে, সব কিছু বুঝিয়ে দিলেন, আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম, খুব খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ 🙏 আশাকরি বেনারসের অন্যান্য পর্বগুলোও দেখবেন ও মতামত জানাবেন 😊
আপনার সাথে অনেকদিন পরে খুব সুন্দরভাবে বেনারস ভ্রমন করলাম। আপনার বাচনভঙ্গি ও উপস্হাপনা অতি চমৎকার আর সেইসঙ্গে background music এর collection টাও খুব ভালো লাগলো। 🙏
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
বেনারসের ক্ষীর সাগরের মিষ্টির মতোই আপনার vlog টাও অপূর্ব 👌🏻👌🏻
Benaras er vlog gulo dekhe mon vore galo dada tar opor apnar uposthapona r khabar gulor to tulona nei. Porer gulo dakhar jonno opoekkhay roilam.
অনেক ধন্যবাদ 🙏 পরবর্তী পর্বগুলোতেও সঙ্গে থাকবেন 🌹
Asambhab sundar presentation darun informative amar man pran bharie dilo. Apnake hats off.
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
কি বলব! কিছু বলার নেই! আপনার উপস্থাপনা থেকে ব্যাকগ্ৰাউন্ড মিউজিক, অসাধারন!just অসাধারন!
অনেক ধন্যবাদ 😍
আপনার মধ্য প্রদেশ সিরিজের ভিডিওগুলো দেখেছি। সেখানে ধর্মীয় ও ঐতিহাসিক জায়গাগুলোর অতি সুন্দর বর্ণনা উপভোগ করেছি। একই রকম ভাবে সারনাথের ইতিহাসের বর্ণনা এত সুন্দরভাবে করেছেন যে প্রশংসা করবার কোনো ভাষা নেই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍 সঙ্গে থাকবেন ।
Apnar sarnath er bornona durdanto. R paan khawa dekhe khub lobh holo. Bubudi r apnake 2 to kore paan khete dekhei bujhlam ki darun swad hobe. Khub valo laglo.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙏 অনুগ্ৰহ করে সঙ্গে থাকবেন।
এত সুন্দর ভাবে প্রতিটি জায়গার বিবরণ দিয়েছেন যা পুরো ভ্রমণ কে এক অন্য মাত্রা দিয়েছে।
ধন্যবাদ 🙏
Apurbo hoyeche..!! Last a aapnar Hindi bola ta .....just ashadharon..👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌😁😁😁😁😁😁😁😁😁😁
😁😁
ভ্রমণ মানে মন যেখানে চায় সেখানে ঘোরা আর লাগাম ছাড়া খাওয়া দাওয়া। আপনি যখন পর্যটন স্থান গুলোকে ইতিহাসের রস মিশিয়ে সিক্ত করেন তখন সেই স্থানটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। একটি সুন্দর ও অনবদ্য ভিডিও।
অনেক ধন্যবাদ 🙏 ভালো থাকবেন ।
সত্যি দাদা ভীষণ ভালো লাগলো। অসাধারন উপস্থাপনা 👌👌👌👌🙏
কি অপূর্ব। শেষ টুকু মনে থাকবে অনেক দিন। ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ 🙏
আপনার বুদ্ধি দৃপ্ত বাচন ভঙ্গী, বিশ্লেষণ এক কথায় অনবদ্য । মনের ক্লান্তি কাটাতে, আমি আপনার ব্লগ গুলো দেখি । ভগবান আপনাদের সুস্থ এবং শান্তিতে রাখুন , যাতে আমরা আপনার কাছ থেকে আরও আকর্ষণীয় ব্লগ উপহার পাই । নমস্কার নেবেন ।
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন । ভালো থাকবেন 🌹
Onobodyo anubhuti dada...khub sundor laglo Benaras series 👌💯
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 অনুগ্ৰহ করে সঙ্গে থাকবেন।
Saranath ta khub sundor bujhieachen. Darun hoeache Benaras Blog ta
ধন্যবাদ 🙏
Dhanyobad jaygagulor oitihasik description er jonyo👏👏🙏👍
ধন্যবাদ 🙏
Ekhon o eisob historical jaygagulo dekher sath aache kuntu saddho nei. Apner ei ashadharon video dekhe mind ta refresh hoyegelo. Khub sundor hoyeche.God bless you Bhai.🌼🌿🙏
অনেক ধন্যবাদ 🙏 এই সিরিজের অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 🌹
Khub bhalo legeche.
Banaras berate jachhi eti kaaje lagabo.
Aapnake anek dhanyobad gaapon kaari
অনেক ধন্যবাদ 🙏
puro varanasi series dekhlam. khub valo lago. ai bar nababy lucknow dekhtay chai. ok all the best 🙏🏿🙏🏿🙏🏿
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😊
Apni aamar chotobala jibanta kare dilen aage amra okhne thaktam tae puro ta amer khub bhalo laglo thank you
খুব ভাল বর্ননা করেন। আপনি এত্ত ভাল বোঝান বেড়ান, নানান রকমের খাওয়া দাওয়া, প্রতিটা যায়গার বেড়ান, খাবারের স্বাদের বর্ননা এক কথায় অনবদ্য ভীষণ ভীষণ ভাল লাগল। আবার আপনার বর্ননা শোনার অপেক্ষায় রইলাম ভাল থাকবেন নমস্কার।
ধন্যবাদ আপনাকে 🙏 অনুগ্ৰহ করে সঙ্গে থাকবেন।
অসাধারণ মার্জিত উপস্থাপনা। যদিও আমার বেনারস ঘোরা কিন্তু আবার যাব একদম আপনার 5টি vlog অনুযায়ী।
অনেক ধন্যবাদ 🙏
খুব ভালো লাগলো আপনার presentation , আর ভীষণ help করবে সবাইকে
ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
Khub sundor hoye6e virtual vabe Benaras puro gure nilam .
ধন্যবাদ 🙏
আমার তো খুব ভালো লাগল, এত সুন্দর ভাবে আপনি ইতিহাস টা সরল ভাবে বললেন,খুব ভালো লাগল👌👌
অনেক ধন্যবাদ 😊🌹
Extraordinary presentation,banarsi pan,rabri,malai Lassi,para atulanio
Apnar samasta barnana eta bhalo& authentic. Mane hoi ukhane chala gachi.Darun4.
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍
বাহ আপনার বলার ভঙ্গিমা দর্শনীয় স্থান সম্পর্কে জ্ঞান অসাধারণ, জানিনা এতো বর্ননা কিভাবে করছেন, বাহবা যোগ্য, আমি বেনারস গিয়েছি ও সারনাথ গিয়েছি কিন্তু সারনাথ সম্পর্কে এতো কিছু জানতাম না, আপনার ব্লগ দেখে ভ্রমণে গেলে গাইডের প্রয়োজন হবে না, খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
আপনাকেও অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
খুব প্রানবন্ত, খুব সুন্দর। লখ্নৌ-র জন্য অপেক্ষায় রইলাম।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে 🙏।
Khub Sundor Laglo Puro Varanasi Series
Many many thanks to you 😊
Khub khub valo laglo Benaras,
Ak kothay osadharon, Pan Banarasi wala, to jome khir.
Ar music ar byabohar tao excellent.
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
খুব ভালো লাগলো, ঐতিহাসিক এক্সপ্ল্যানেশন অনবদ্য। আশায় থাকলাম আরও একটির।
অনেক ধন্যবাদ 🙏
খুব সুন্দর presentation
সত্যিই খুব সুন্দর। যেমন photography তেমন সব কিছুই নিখুঁত সুন্দর করে বর্ননা। খুব ভাল লাগল next video o jonno wait korchi amra
অনেক ধন্যবাদ 🙏
Duranta videography ar itihaas er monikotha theke chayan kora tathya diye sajano apnar ei porba atyanta sundar laglo...amar antarik abhinandan o shubhechha neben...darun laglo...apekhhai roilaam porer porber janye...🙏🙏🙏🙏
অসংখ্য ধন্যবাদ 🙏 ভালো থাকবেন । সঙ্গে থাকবেন 😊🌹
প্রতি বারের মত অসাধারণ। অনেক কিছু জানতে পারি আপনার কাছ থেকে।অসাধারণ উপস্থাপনা।দারুন। অনবদ্য লাগলো। খুব উপভোগ করলাম।পরের পর্বের অপেক্ষায় রইলাম ।👍👍👍
Anindya's Travelogue
অসংখ্য ধন্যবাদ 🙏 এর পরের লখনৌ সিরিজের ভিডিওগুলি চ্যানেলে দেওয়া আছে । সেগুলি দেখবেন 😍
বাই বাই বেনারস। সারনাথের পুরো বিবরণটা খুব ভালো লাগলো। খানা-পিনা সব অসাধারণ। লখনউ এর episide এর জন্য অপেক্ষায় রইলাম। আর একটা কথা, আমার জানাশোনা অনেকের কাছে আপনি জনপ্রিয় হয়ে উঠছেন। ভালো থাকবেন। 🙏🙏
অনেক ধন্যবাদ ভিডিওগুলি শেয়ার করার জন্য । ভালো থাকবেন । সঙ্গে থাকবেন 😊🌹
অনেক ধন্যবাদ দাদা।আপনি খুব সুন্দর ভাবে বেনারস দর্শন স্থানগুলো বলেছেন।আমি পরের মাসে ফ্যামিলি নিয়ে যাবো,ভালো থাকবেন 🙏
ধন্যবাদ 🙏। ঘুরে আসুন মন ভরে যাবে।
আপনার কথা শুনে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে
অদ্ভুত এক আবেশ রেখে গেল এই শেষের গানটি ।পরের পর্বের জন্য অপেক্ষায় থাকলাম প্রণাম নেবেন।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
আপনার উপস্থাপনা অপূর্ব, অনেক ধন্যবাদ আপনাকে
Apnar Commentry sathe video ta khoob bhalo lagche thanks
অনেক ধন্যবাদ 🙏
১৯৮৭তে কাশী viswanath expressএ new delhi থেকে বেনাৱস এসেছিলাম দুপুৱে ছেড়ে পৱেৱ দিন সকালে পৌঁছেছিলাম অনেকেই বেনাৱস video বানিয়েছেন তবে আপনাৱটা থাকবে এক নম্বৱে
ধন্যবাদ আপনাকে 🙏
খুব ভালো লাগল আপনার বিশ্লেষন।
Banaras ki baat hi nirali hai.... এগিয়ে চলুন 🙏🙏
Thanks 😊
Extraordinary presentations. I am watching all the places with your eyes. Awesome 👌
Thank you so much 😇
পুরাব অঙ্গ ঠুমরী, যা লক্ষ্ণৌ তে জন্ম নিলেও, মূলত পুরোপুরি আকার পায় এই বেনারসে এসে, সেই পুরব অঙ্গের বিখ্যাত ঠুমরী - ' बाबुल मोरा ' আপনি ব্যবহার করলেন এই video - এর শেষে। যে ঘরানার ঠুমরী এক সময় লক্ষ্ণৌ থেকে যাত্রা করে বেনারসে এসেছিলো, সেই বেনারস থেকেই আপনার হাত ধরে যেন এই ঠুমরীও আবার যাত্রা করে ফিরে যেতে চাইলো তার ইতিহাস, লক্ষ্ণৌ তে।
কি অদ্ভুত ভালো একটা জায়গায় ওই ঠুমরী টা আপনি ব্যাবহার করেছেন দাদা!
ভারতীয় রাগ সঙ্গীতের একজন ছাত্র হিসাবে এই ব্যাপার টি বিশেষ করে আমার মনকে বড় উদ্বুদ্ধ করলো।
অনেক ধন্যবাদ আপনাকে!
সর্বদা সাথে আছি,
আমরা সবাই ❤
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 আমাদের অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 🌹
@@AnindyasTravelogue খুব করে দেখছি দাদা।
লক্ষ্ণৌর series টাও দেখছিলাম,
ওখানেও দেখলাম আপনি ভীষণ ভাবে সারেঙ্গীর ধুন ব্যাবহার করেছেন।
সবটাই এত পরিপূরক লাগছে, বলাই বাহুল্য ❤️🙏
সত্যি দারুণ ভাবে বর্ননা করেন প্রত্যেক টা বিষয় 🙏🙏পান খাওয়া র দৃশ্য 🤩🤩👌👌আপনার vlog এর মাধ্যমে banaras দেখা হয়ে গেলো 🙏🙏
অনেক ধন্যবাদ । সঙ্গে থাকবেন 😊
আপনার সব vdo এক কথায় অনবদ্য 🙏🙏🙏
অনেক ধন্যবাদ ❤️
Appurba uposthapana Dada.
Eai vlog dekhe Amara wridhyo holam.
Appanake anek dhanyobad.
Anek suvhechhya railo.
1992 saale saparibare Benaras gechilam.
Ai blog ta dekker par abar Jabar khub echya jagche r er puro krititwo aapnar
Khub bhalo thakben
ভীষণ ভালো লাগলো বেনারস ভ্রমণ ।পরের পর্বের অপেক্ষায় রইলাম ।
ধন্যবাদ 🙏
আমি 76 batch BHU থেকে পাশ করেছি । আপনার চোখে নতুন করে বেনারস দেখলাম। খুব ভাল লাগল 🎉। পুরোনো জায়গায় নতূন রূপ দেখে মুগ্ধ হলাম। সবটাই আপনার কৃতিত্ব 🎉 । ভাল থাকবেন। নমস্কার নেবেন।
🙏🙏
God gifted voice and presentation power.
সত্যজিত রায়ের ছায়ায় বর্ণিত আপনার এই সুন্দর বর্ণনা অসাধারণ!!
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Superb video .Bhai mon bhore gelo .
ধন্যবাদ 🙏
Darun,onek din pore akta osadharon vlog dhaklm .
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😊
Ato informative vlog ebong tar sathe apnar oshadharon presentation sotti opurbo dada
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
আমি বেড়াতে ভালবাসি,আপনার ব্লগ দেখে বেড়ানোর খিদে আরও বেড়ে গেল,এত সুন্দর বাচনভঙ্গি, বর্ণনা আমি আগে দেখিনি,
অনেক ধন্যবাদ আপনাকে । আমার অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 😇🌹
ভীষন ভালো লাগলো, বিশেষ করে সারনাথ ভ্রমণ ।
ধন্যবাদ 🙏
অসম্ভব সুন্দর একটা ভিডিও দেখলাম। আপনার সঙ্গে আবার একটা জায়গা ঘোরার অপেক্ষায় রইলাম। অনেক শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আপনাকে 🙏। সঙ্গে থাকবেন
দারুন উপস্থাপনা ....... অসাধারণ vlog
Apnar protita vlog just fatafati tar sathe apni r apnar mrs dujuner kotha eto sundor amra sobai mugdho hoye dekhi apnar vlog
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😊
আপনার প্রতিটি ব্লগই অনেক তথ্য সমৃদ্ধ।
ধন্যবাদ 🙏
খুব সুন্দর উপস্থাপনা !! খুব ভালো লাগলো !!
স্মৃতির ভান্ডার পরিপূর্ণ হয়ে গেল। তবে, সারনাথের সর্বোচ্চ বুদ্ধমূর্তি, চীনা ও জাপানি বৌদ্ধ মন্দির দেখা গেল না। আপনার সুখাদ্য গ্রহণের অনুভূতি ও বর্ণনা জিভে জল এনে দিল।
সর্বোচ্চ বুদ্ধমূর্তি একটু দূর থেকে খুব সামান্য দেখিয়েছি । আর আমার বর্ণনার পরে পরেই যে মন্দিরটি দেখলেন সেটি জাপানি বৌদ্ধ মন্দির আর দেবাশীষ নামের ছেলেটি যে মন্দিরটি সম্পর্কে বলছিল সেটি হলো চীনা বৌদ্ধ মন্দির । অনেক ধন্যবাদ । সঙ্গে থাকবেন 😊
প্রতি বারের মত অসাধারণ। অনেক কিছু জানতে পারি আপনার কাছ থেকে। পরের ভিডিও জন্য অপেক্ষা করছি।
অনেক ধন্যবাদ । সঙ্গে থাকবেন 🙏
Ato bhalo detailing ! Darun.
ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন।
অনবদ্য দাদা পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম ভালো থাকবেন 🙏🙏
ধন্যবাদ 🙏।লক্ষৌর ভিডিও খুব তাড়াতাড়ি দেব আশা করি।
বেনারস সিরিজ অসাধারণ লাগল। আপনার উপস্তাপনা আমাকে মুগ্ধ করে। জনিনা যেতে পারবো কিনা বয়েস হয়েছে তাই, তবে আপনার চোখ দিয়ে নিজের স্বাধ টা মিটিয়ে নিতে পেরেছি ।শেষের Background music টা অপুর্ব। লখ্নৈ এর ভিডিওর অপেক্ষায় রইলাম।ভালো থাকবেন ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🙏। ভালো থাকবেন।
Eto blog dekhechi kintu apnar uposthapona oshadharon laglo . Mone hochhe Ami o okhane pouche gechi . Bhalo thakben apnara🙏
অনেক ধন্যবাদ 🙏
দারুন উপস্থাপনা , দারুন দারুন লাগলো দাদা। বেনারসে আগেই গেছি, সবে যায়নি। যেসব জায়গাগুলিতে আপনি গেছেন সেখানে আমরা ১০বছর আগে এসেছিলাম। এখন একদম নতুন রূপে দেখছি। এবার যাবো। ধন্যবাদ আপনাকে। খীর সাগরের সোনারপুরে ব্রাঞ্চ আছে। মঘাই পান এখানে বানানো হয়। চুরাসিয়া পরিবাররা এখানে পানের ব্যাবসা করে।
Thanks for sharing your memories 😊
সোনারপুরে কোথায় যদি জানান বাধিত হবো। ধন্যবাদ 🙏🙏
Ahha...khub bhalo presentation...you visited the best places for food..tobe Nawabi Zaika r naam ami schunini..never mind..next time will go to Biriyani Mahal..tobe mishtir dokane , almond ke pista bola ekdom uchit hui ni...😈..Keshav Tambool ta overhyped..ami nije paan khayi but i never go to that place..hai..maghai paan er etai bisheshotwo je mukh e miliye jaye..tai banarasi paan eto famous...anyways thank you once again for showing my city..looking forward to your lko trip with Tundey Galawati Kabab and Hamid Biriyani..also try Kulfi and khasta at Rattilal..all the best
Agree with you 😁 ebar onek kichu unexplored theke gelo. Next time sure apnar sathe contact kore jabo.🌹🌹