সরকারিভাবে ইউরোপে শ্রমবাজারের হাতছানি।।HatsaniBD।।Bangladesh Labor Market In 20 European Countries

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025
  • #european_countries
    #greece_labour_market
    #Italy_Labour_market
    #malta
    #germany
    #hatsanibd
    #middle_east
    #BD_Labour_Market
    #BD_Labour_Market_Europe
    To Visit Our Channel:
    / @hatsanibd
    **********************************************
    বিশ্বের বিভিন্ন দেশে বৈধভাবে ১ কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি অভিবাসী হিসেবে রয়েছেন। ১৯৭৬ সাল থেকে কাজের জন্য সরকারিভাবে বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হয়। এখনো প্রতিবছর বৈধভাবেই ১০ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন দেশে কাজের সন্ধানে যাচ্ছেন। এর বাইরে জীবিকার সন্ধানে অবৈধ উপায়ে পাড়ি জমাচ্ছেন আরো অনেকে।
    বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশগুলো। এককভাবে সবচেয়ে বেশি বাংলাদেশি থাকেন সৌদিআরবে। সংখ্যাটি ৪৫ লাখের কাছাকাছি। মধ্যপ্রাচ্যের পর এককভাবে মালয়শিয়ায় রয়েছেন ১২ লাখের বেশি বাংলাদেশি। প্রবাসীদের পাঠানো টাকায় বাংলাদেশের অর্থনীতি এখনো শক্ত অবস্থানে টিকে আছে।
    তো, মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে ইউরোপের শ্রমবাজার ধরতে বেশ জোরেসোরে কাজ শুরু করেছে দেশের পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় ইউরোপের ২০ দেশে নতুন শ্রমবাজারের হাতছানি দেখা দিয়েছে। জেনে আসি, এরই মধ্যে ইউরোপের কোন কোন দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইউরোপের কোন দেশে, কোন কোন খাতে, কীভাবে, কতজন গেছে এবং সামনে যাওয়ার সম্ভাবনা আছে এসব তথ্য তুলে ধরবো এই প্রতিবেদনে।
    ***************************************************
    For Contact
    Email: Mahmud.shawon2041@gmail.com

Комментарии • 80

  • @shahinparvin5987
    @shahinparvin5987 Год назад +36

    ভাইয়া যদি দেশের বাইরে টাকা দিয়ে দেশের উন্নতি হয়েছে তাহলে বাংলাদেশের সরকারের কাছে আকুল আবেদন বরবেন দেশের মানুষ জন্য যেনো আরো ভালো চিন্তা করেন। ২০০৭/২০০৮ সালে যারা বোটার হয়েছে তাদের এন আইডি কার্ড এ অনেক ভুল আছে বাংলাদেশের সরকার যদি সেগুলো সংসদনের সুযোগ করে দেন সহজ করে তবে আরো অনেক মানুষ বিদেশে যেতে পারতো অনেক মানুষ পাসপোর্ট করতে পারছে না এর জন্য। ভাই আর একটা কথা যারা বাংলাদেশ থেকে বিদেশে পাঠাচ্ছেন তাদের প্রতি সরকারের নজর রাখতে হবে যেনো কেউ প্রতারিত না হয় তালে কেউ অন্য দেশে যেতে চাইবে না যে দেশে যাবে সেখানে থাকবে। দেশের ভাবমূর্তি নষ্ট হবে না দালালরা তো নিয়ে যায় এক কথা বলে নিয়ে গিয়ে কাজ দেন না তাই মানুষ অন্য দেশে চলে যায়। আগে দেখতে হবে দালালদের কথা কাজ ঠিক আছে কি না। ভাই এগুলো নিয়ে নিউজ দেন তাহলে বাংলাদেশের মানুষের অনেক উপকার হবে প্লিজ ভাই ধন্যবাদ।

    • @HATSANIBD
      @HATSANIBD  Год назад +2

      ভোটার আইডি কার্ড সংশোধনের সুযোগ আছে তো।

    • @shahinparvin5987
      @shahinparvin5987 Год назад +4

      না ভাইয়া অনেক সমস্যা করে আমি অনেক চেষ্টা করছি পারছি না জন্ম নিবন্ধ ও ভুল এন আইডি ও ভুল আমি যখন বোটার হইছি তখন আমার বাবা ও মা ও স্বামী একসাথে বোটার হইছি তখন তো কিছু লাগেনি যার নাম যেভাবে যানি সেভাবে দিয়েছি আর তখন মানুষ বলছে বোটের কাড দিয়ে কোন কাজে লাগবে না শুধু বোটের সময় কাজে লাগবে । আর আমি গিয়েছিলাম আমার বোনের বাসায় ওনে মানুষ বোটার হচ্ছে বোন বললো বোটার হয়ে যা আমি ও না ভেবে বোটার হইছি মনেকরেছি বোটের জন্য একটা কার্ড লাগবে না বোট দিবো কিভাবে তাই এতো গুরুত্বপূর্ণ কাজে আসবে সেটা বুঝতে পারিনি। বোটার হওয়ার পর দেখি আমার বাবা যে নাম আমি যানি মানে ডাক নাম সে নামে আমার স্কুলের সাটিফিকেট ও বিয়ের কাবিননামা আছে কিন্তু আমার বাবার এন আইডি কার্ড দেখি ওনার নামের আংশিক ভুল আছে বাবার সাথে ও মায়ের টাও আগে পরে কিছু ভুল হইছে মোচ্ছা: বেগম তো থাকে মানুষের আর মায়ের নামের বানানের ও ভুল । আর স্বামী নামের আংশিক ভুল সে নামের পরে কিছু লাগিয়েছে। আর মেযে হওয়া পর রক্তের গ্রুপ যানি বি পজিটিভ হাসপাতাল থেকে বলেছে আমি সেটাই দিয়েছি এখন দেখি আমার রক্তের গ্রুপ ও ভুল এ নেগেটিভ আর আমি যখন বোটার আইডি সংসদনের জন্য আবেদন করছি তখন ওরা এস এস সি পাস সাটিফিকেট চায় ওটা আমি কথেকে দিবো বোটার হওয়ার সময় বলছে পরা সুনা কদুর আমি বলছি এস এস সি পাস করিনি ওনার বলছে দিয়ে দাও এস এস সি পাস কম দিয়ে লাব কি আর জন্ম সাল তারিখ ও ঠিক নেই আমার স্কুল সাটিফিকেট ও কাবিন নামা সাথে কোনো মিল নেই। আর বাড়ি থেকে আমার ননদ করছে জন্ম নিবন্ধ সেটারও এন আইডি সাথে কোন মিল নেই। আমাকে না যানিযে করছে ভাই এখন আমি পাসপোর্ট করতে পারছি না কারন ভুল এন আইডি কার্ড দিয়ে তো পাসপোর্ট করলে সেটাও ভুল হবে আর ২০০৮ সালে বোটার হইতে এতো কিছু লাগেনি আমার এতো কিছু নেই এখন আমি কি করবো বুঝতে পারছি না ভাই পারলে একটু হেল্প করেন প্লিজ। আমি দুঃখিত ভাই আপনাকে বিরক্ত করার জন্য সরি । আসলে অনেক সমস্যায় আছি কিছু মনে করেন।

    • @কৃষিবাণিজ্য
      @কৃষিবাণিজ্য Год назад +2

      সহমত পোশন করছি

    • @HATSANIBD
      @HATSANIBD  Год назад +2

      @@shahinparvin5987এক সাথে আপনার সব কাগজে গরমিল। ভীষণ মুশকিল। আপনার সব কাগজ ঠিক করা কখনোই সম্ভব হবে না। তবে আমার পরামর্শ, আপনার জেলার নির্বাচন কমিশন অফিসে যান। সেখানে সব খুলে বলেন। দেখেন তারা কী পরামর্শ দেয়।
      তাছাড়া আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন কীসের ভিত্তিতে? মানে, কীসের সাথে মিল রেখে? সাধারণত জন্ম নিবন্ধন, এসএসসির সার্টিফিকেটের ভিত্তিতে হয়! আপনার এখানেও সমস্যা আছে। সেক্ষেত্রে আপনার কাবিননামা অনুযায়ী নতুন করে ভোটার আইডি করা যায় কিনা, খোঁজ নিয়ে দেখতে পারেন। প্রয়োজনে এখনই অভিজ্ঞ কারো পরামর্শ নিন। দেরী করবেন না।

    • @muhammadakramali4130
      @muhammadakramali4130 Год назад

      Good

  • @mdburhan9489
    @mdburhan9489 Год назад +3

    এক সময় ভাটি অঞ্চলের গরিব মানুষ গুলি কাজ করার জন্য আমাদের এলাকাতে আসত বর্তমানে আমাদের এলাকার গরিব মানুষ গুলি কাজ করার জন্য ভাটি অঞ্চলে যায়। অনুরূপ ভাবে বর্তমানে বাংলাদেশের মানুষ কাজ করার জন্য বিশ্বের বিভিন্ন উন্নত দেশে যায় একদিন আমাদের দেশেও বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কাজ করার জন্য আসবে ইনশাআল্লাহ

  • @MDMONDOL-t8i
    @MDMONDOL-t8i Год назад +1

    ভাই আপনার কাছে অনুরোধ বুলগেরিয়ান সম্পর্ক সঠিক কোনো তথ্য থাকলে তুলে ধরার রিকোয়েস্ট

  • @SOHEL.ABDUS-MP
    @SOHEL.ABDUS-MP Год назад +3

    Mahsha ALLAH Bangladesh

  • @mdmuktar6894
    @mdmuktar6894 Год назад +1

    Vai Greece jets hole kivabe ki kore hobe, janale upokrito hotam,,dhonnobad

  • @monjurulkader2772
    @monjurulkader2772 Год назад +3

    Very good News!!!
    Very good and a laudable initiative.
    Thank you All, stakeholders.

  • @sojolkhan2855
    @sojolkhan2855 Год назад +4

    Good evening 🌆

  • @binodon-tv_8487
    @binodon-tv_8487 Год назад

    Masha Allah

  • @serajulislam353
    @serajulislam353 Год назад

    Alhamdulillah

  • @mohammadshukurali3394
    @mohammadshukurali3394 Год назад +1

    وَ مَا قَدَرُوا اللّٰہَ حَقَّ قَدۡرِہٖ ٭ۖ وَ الۡاَرۡضُ جَمِیۡعًا قَبۡضَتُہٗ یَوۡمَ الۡقِیٰمَۃِ وَ السَّمٰوٰتُ مَطۡوِیّٰتٌۢ بِیَمِیۡنِہٖ ؕ سُبۡحٰنَہٗ وَ تَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۶۷﴾
    ওয়ামা-কাদারুল্লা-হা হাক্কা কাদরিহী ওয়াল আরদুজামী‘আন কাবদাতুহূ ইয়াওমাল কিয়া-মাতি ওয়াছ ছামা-ওয়া-তুমাতবিইয়া-তুম বিয়ামীনিহী ছুবহা-নাহূ ওয়া তা‘আ-লা-‘আম্মা-ইউশরিকূন।
    তারা আল্লাহর যথোচিত সম্মান করেনা। কিয়ামাত দিবসে সমস্ত পৃথিবী থাকবে তাঁর হাতের মুষ্টিতে এবং আকাশমন্ডলী ভাঁজ করা থাকবে তাঁর ডান হাতে। পবিত্র ও মহান তিনি, তারা যাকে শরীক করে তিনি তার উর্ধ্বে।
    They made not a just estimate of Allah such as is due to Him. And on the Day of Resurrection the whole of the earth will be grasped by His Hand and the heavens will be rolled up in His Right Hand. Glorified is He, and High is He above all that they associate as partners with Him!
    সুরা আয জুমার আয়াত নং ৬৭
    আল কোরআন

  • @greenleveltea
    @greenleveltea Год назад +1

    সিলেটর City Education & Travels
    শুধু নন সিজনাল ভিসা নিয়ে কাজ করতেছে। তারা 25 তারিখে জমা নেয়া শেষ করে ফেলবে। এবং 27 তারিখে ইতালির কোম্পানির মাধ্যমে জমা দেওয়াবে।

    • @ripsh6554
      @ripsh6554 Год назад

      কত খরচ হবে?

    • @mehedihasan3002
      @mehedihasan3002 Год назад

      সময় কতদিন লাগতে পারে

  • @ShamimKhan-tz5lm
    @ShamimKhan-tz5lm Год назад

    vai giris kobe theke lok nibe

  • @jewelrana7398
    @jewelrana7398 Год назад +2

    তাহলে ব্যবসা টা ভালো‌ই জমবে। মালয়েশিয়া যেতে যদি সাড়ে চার লাখ টাকা লাগে। তাহলে ইউরোপে যেতে হয়তো কমপক্ষে ২০/২৫ লাখ টাকা লাগবে

  • @ShamimKhan-tz5lm
    @ShamimKhan-tz5lm Год назад

    Vai kobe theke lok nibe

  • @limonkhandoker1372
    @limonkhandoker1372 Год назад +2

    স্যার, আমি স্লোভেনিয়া যাওয়ার জন্য ঢাকার একটা এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিয়েছি। অতিতে যারা স্লোভেনিয়া গেছে তারা কেমন আছেন? বেতন কেমন? আমার যাওয়া কি উচিৎ হবে?

    • @HATSANIBD
      @HATSANIBD  Год назад +1

      ভাই, আমার জানা নেই। ইউরোপের একটি দেশ স্লোভেনিয়া।

  • @mdshakilkhan669
    @mdshakilkhan669 Год назад +3

    ভাই এগুলো তো সারাদিনই দেখি 20 দেশের তালিকা কই,,,,??

  • @MilonKhan-sm3hp
    @MilonKhan-sm3hp Год назад +1

    আবেদন কিভাবে করবো

  • @mirapatra9864
    @mirapatra9864 Год назад +1

    Dada ami varatio bidesh jete chai kaje sarkarivabe jete gele ki vabe jogajog korbo

    • @HATSANIBD
      @HATSANIBD  Год назад

      আসলে এটি ছিল বাংলাদেশের নাগরিকদের জন্য, সরকারের উদ্যোগ। ভারতেও নিশ্চই এরকম উদ্যোগ আছে।

  • @mdrokonuzzaman5476
    @mdrokonuzzaman5476 Год назад

    Uropian formater er cv korar link dan ples.

  • @mdfaijurrahmankhan1288
    @mdfaijurrahmankhan1288 Год назад

    Vaiya Denmark ki akon work permit visa dey Bangladeshi ke

  • @pappumustafizur9438
    @pappumustafizur9438 Год назад +3

    বৈধভাবে বা সরকারি ভাবে ইতালি যাবার উপায় কি?? যদি একটু জানাতেন

  • @shiedsikder7378
    @shiedsikder7378 Год назад

    What about Portugal ??

  • @tv-et9ve
    @tv-et9ve Год назад

    ভাই গ্ৰিস ইতালি সরকারি ভাবে যাবো কেমনে ঢাকা অফিস কোথায় যানাবেন

  • @alimaqsud1418
    @alimaqsud1418 Год назад +1

    WHO will work in Bangladesh agriculture.

  • @mohiuddinahmad1792
    @mohiuddinahmad1792 Год назад +3

    ভারতে সবচেয়ে বেশী রোমিটেন্স আসে।

    • @NaimKhanNS
      @NaimKhanNS Год назад

      সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে বাংলাদেশ এ কারন হচ্ছে বাংলাদেশ এর মোট জনসংখ্যার প্রায় ৪০% ই প্রাবাসি প্রিথীবির এমন কুন দেশ নেই যেখানে বাংলাদেশী নাগরিক থাকে না।বাংলাদেশ রেমিট্যান্স নিভরশীল দেশ। কথায় আছে না যে ঢেকী নাকি স্বগে ও নাকি গিয়ে ধান ভানে আর বাংলাদেশিরা ও ঠিক তেমনি।

  • @MDMonir-nc4we
    @MDMonir-nc4we Год назад

    কোথায় অফিস আছে

  • @md.olieurrahman9755
    @md.olieurrahman9755 9 месяцев назад

    বাংলাদেশ সরকারের ইউরোপের এম্বাসি গুলো বাংলাদেশ আনার ব্যবস্থা করেন এদিকে নজর দেন দ্রুত এদিকে নজর দেন

    • @HATSANIBD
      @HATSANIBD  9 месяцев назад

      এটা খুব জরুরি।

  • @MDSOROLMIARUBEL
    @MDSOROLMIARUBEL Год назад

    সরকার নিয়ম ভালো না

  • @MdTuhin-np7kd
    @MdTuhin-np7kd Год назад

    আপনারা এই সব খবর পান কোথায় থেকে

    • @HATSANIBD
      @HATSANIBD  Год назад

      সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে

  • @md.olieurrahman9755
    @md.olieurrahman9755 9 месяцев назад

    ইউরোপের দেশের এম্বাসি গুলো ভারতে বাংলাদেশে কি করা সম্ভব না

    • @HATSANIBD
      @HATSANIBD  9 месяцев назад

      দুটি উপায় আছে। ১. যেসব ইউরোপিয়ান কান্ট্রির দূতাবাস ঢাকায় নেই, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে, তাদের দূতাবাস ঢাকায় খোলা, ২. দূতাবাস না হলেও অন্তত তাদের কনস্যুলেট অফিস ঢাকায় খোলার ব্যবস্থা করা উচিৎ। যেমন এর আগে রোমানিয়ার কনস্যুলেট অফিস করা হয়েছিল। এই অফিসগুলো নিয়োগের জন্য যাচাই-বাছাই ও ভিসার ব্যবস্থা করবে। এটা খুব জরুরি। সরকারের এই দিকে নজর দিতে হবে।

    • @md.olieurrahman9755
      @md.olieurrahman9755 9 месяцев назад

      ঠিক

    • @md.olieurrahman9755
      @md.olieurrahman9755 9 месяцев назад

      পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেশের যুব সমাজ যেরকম বেকারত্ব বাড়তেছে দ্রুত নজর দিলেও তত কিছু মানুষ উপকৃত হতো

    • @md.olieurrahman9755
      @md.olieurrahman9755 9 месяцев назад

      পররাষ্ট্র মন্ত্রণালয়ে আর
      বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
      তাদের উচিত এদিকে নজর দেওয়া এবং দ্রুত নিলে দ্রুত ব্যবস্থা নেওয়া দেশের মঙ্গল হইতো

    • @md.olieurrahman9755
      @md.olieurrahman9755 9 месяцев назад

      বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় শুনেছি এরশাদ আমলে খুব ভালো কাজ করেছে তারা অল্প টাকায় অনেক লোক বাইরের দেশে চলে যেত এরশাদের আমলেও ছিল এরকম এখন যত পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসূচি মন্ত্রণালয় আছে নিজেদের পেট ভরতে চায় দেশের জন্য জন্য কোন কাজ করতে চায় না এখানে ব্যারিস্টার সুমন ভাইকে যদি দিত তাহলে আমার মনে হয় কিছুটা হলো ভালো হতো বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ব্যারিস্টার সুমন ভাই

  • @NaimKhanNS
    @NaimKhanNS Год назад +8

    ভাই আর ভালো লাগে না ইউরোপ,,,, বিরক্ত হয়ে গেছি থাকতে থাকতে।

    • @ritulkhan6807
      @ritulkhan6807 Год назад

      Kno bhai

    • @ROBIUL-rv
      @ROBIUL-rv Год назад

      😂😂😂

    • @hasanmahdijoy3490
      @hasanmahdijoy3490 Год назад

      😄🤣

    • @NaimKhanNS
      @NaimKhanNS Год назад +10

      প্রবাসে না আসলে বুজবেন না ভাই দেশে থেকে ফেমেলিকে সময় দেন ভাই জীবন টা অনেক মুল্যবান, মানুস এর জীবন এর চেয়ে বড় টাকা না, ভাই বেচে না থাকলে মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে কি করবেন, ঠান্ডা মাথায় চিন্তা করুন, নিজের দক্ষতাকে বাড়িয়ে দিয়ে কাজ করুন দেশেই অনেক খাত রয়েছে জা অনেকেই জানে ন ই না, ভাই প্রবাস প্রবাস করে জীবন এর মুল্যবান সময় টাকেই নস্ট করে ফেলছেন। পরিবার বাবা মা ভাই বোন ওয়াইফ, ছেলে মেয়ে অদেরকে নিজে জীবন টা উপভোগ করুন, কম খাবেন শান্তিতে থাকবেন। রাতের বেলা ছেলে মেয়েদেরকে বুকে নিয়ে ঘুমাবেন অনেক শান্তি লাগবে কিসের প্রবাস এত টাকা ভাই এই সময় গুলাকেই যদি উপভোগ করতে না পারেন তা হলে জীবন টাই বৃথা যাবে। মন দিয়ে চিন্তা করুন এটাই সাথ্যকতা এটাই বাস্তব।

    • @mdekabulhossain1165
      @mdekabulhossain1165 Год назад +2

      @@NaimKhanNS ভাই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলেছেন, আমাদের উচিত পরিবারকে সময় দেয়া, পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকা, স্বল্পআয়ের মধ্য দিয়েও সুখ খুঁজে নেওয়া দেশের মাটি এবং মানুষকে ভালোবাসা, এটাই জীবন! মানুষ বাঁচে বা কয়দিন এই সামান্য সময়ে এত অর্থের পেছনে দৌড়িয়ে লাভটা কি। আমাদের উচিত জীবনটাকে উপভোগ করা এবং সেটা পরিবারের সবাইকে নিয়ে।

  • @mdsohid609
    @mdsohid609 Год назад

    Bangladeshi mane visa dalali 😮😮😮
    Sara world one 😮😮😮😮😮

  • @sojontalukdar3090
    @sojontalukdar3090 Год назад

    কিভাবে আবেদন করব