THE LAST INTERVIEW OF RITUPARNO GHOSH | Rj Rayan
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- This is probably the last recorded interview of Mr. Rituparno Ghosh, recorded around JAN 2013 because May 30, 2013 he died. I had a rare chance to record him at Friends Fm Kolkata. This is a part of the long recorded interview which is around 1 hour in length.
আজও মেনে নিতে পারি না এই শূন্যতা 😪 আপনি কাকে কী বলে সম্বোধন করতেন, তার থেকেও বড় আপনার অতুলনীয় এক একটি সৃষ্টি ! আপনার মনন, আপনার মেধা ও শিক্ষা, আপনার অনুভব ছড়িয়ে আছে আপনার সিনেমা, আপনার লেখায়। আপনি একক। আপনি, আপনি ঋতুপর্ণ। আর একজন আমরা পাবো না আপনার মতো। এই যে কথাগুলো বলছেন, সেটাও কী অসাধারণ গভীরতায় সমৃদ্ধ। আমরা হতভাগ্য। আমরা আপনাকে বেঁচে থাকাকালীনই হারিয়ে ফেলেছিলাম। এখন শুধুই দীর্ঘশ্বাস !!
অসাধারণ প্রিয় পরিচালক। চোখ ভিজে আসলো আপনার কথা শুনে।এতো সুন্দর ভাবে আপনিই শুধুমাত্র কথা বলতে পারেন। কেনো ঈশ্বর এমন গুণী ও সুন্দর মনের মানুষটাকে তাড়াতাড়ি কেড়ে নিলো।শ্রদ্ধা ও প্রণাম স্যার। লাভ ইউ এন্ড মিস ইউ
তুমি থাকলে আজ আকাশটা হয়তো আরেকটু রামধনুময় হতে পারতো , বঞ্চনার মেঘে ঢাকা তারা গুলো হয়তো আরেকটু ফুটে উঠত .... তুমি ছিলে তুমি থাকবে , পরজনমে হইও রাধা .... ভালো থেকো ঋতুদা ❤️
So true
Tomar kotha gulo ato sundor ami preme pore gelm
Jaa rekhe gacho setai anek. Sesh hobar noi. Bhalobese jai
Very well said.
Excellent ❤
হৃদয় আর বুদ্ধির মেলবন্ধন না থাকলে এমন করে কথা বলা যায় না। শ্রদ্ধা য় মাথা নত হয় আপনার জন্য ❤🙏💐
তোমাকে অসময়ে হারানো, বাঙালির চিরদিনের আফসোস হয়ে থেকে গেছে।এখনো সেই শূন্যতা অনুভব করি...
There is love always for you.. A brilliant writer - director, a perceptive, sensitive person and an open-minded, amazing filmmaker.
Amar..2
.1
I too agree at ur cmnts❤️
আবার মন টা খারাপ হয়ে গেলো।চোখেও জল চলে এলো।সময়ের আগে চলে গেছো ঋতু দা।😢😢
'তোমার তুলনা তুমি '..এই কথাটা আপনার ক্ষেত্রেই প্রযোজ্য 🙏..একজন মনেপ্রাণে বাঙালী কি ভাবে প্রায় মুখ থুবড়ে পড়া বাংলা চলচ্চিত্রকে এক নতুন দিগন্তের হদিশ দিয়েছিলেন তা বাঙালী জাতির কাছে এক বিস্ময.. তাই বলি আপনি আপনার কর্মের জন্য আমাদের মনে এক গভীর স্থান অধিকার করে নিয়েছেন... 🙏🙏
He shines like a bright star in the galaxy far away...stood alone in the labyrinth of dark corridors...all you can hear is the echo of his sound
কতদিন পর শুনছি এই স্বর! ! ! ❤❤❤❤❤❤❤❤❤❤, একজন উজ্জ্বল নক্ষত্র
উত্তম সুচিত্রা.. সত্যজিৎ দেখার পর....আপনার ছবি যখন আবার আমাকে বাংলা সিনেমার প্রতি আগ্রহী করে তুলল.. হটাৎ একদিন অনেক অভিমান নিয়ে আপনি হারিয়ে গেলেন😔😔😔
A True legend never dies...হৃদয় দিয়ে শুধু অনুভব করা যায় যাকে ,তুমি সেই পরম অনুভূতি...
অসাধারণ, অতুলনীয়। আজ ও একই ভাবে মুগ্ধ হই। বাংলা সিনেমাকে নতুন করে ভালোবাসতে শিখেছি ওনার ই জন্য। ভুলতে পারিনা। ভাবতে খুব কষ্ট হয় কতো অসাধারণ সিনেমার ভাবনা ওনার সাথেই শেষ হয়ে গেলো।আরো কতকিছু পাওয়ার ছিলো।
অভাব থাকবে সারাজীবন। সত্যি..... বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা। প্রণাম, ভালো থেকো তুমি
খুবই talented 👌 versatile 🙌 Director. উনার অকাল মৃত্যু পঃব এর চলচ্চিত্র জগতের বিরাট ক্ষতিগ্রস্ত হল।
অপূর্ব সুন্দর কথা আর চিন্তা ধারা .. একটি বিশাল মনের মানুষ ঋতুপর্ণ .. তাঁর ছবি গুলো আজ ও আমাদের কে নিয়ে যায় অন্য এক জগতে .. সম্পর্কের টানা পোড়েন ঋতুপর্ণ র চেয়ে আর কে বেশি ভালো ভাবে বোঝেন ... দোসর সব চরিত্র কাল্পনিক , লাস্ট লেয়ার - নাম নিয়ে শেষ করা যায় না প্রিয় ছবি গুলো .. ঋতুপর্ণ এক অসাধারণ ব্যক্তিত্ব বাংলা সিনেমা র জগতে 🙏🙏
Miss you, কেন এত তাড়াতাড়ি চলে যাওয়া কি খুব দরকার ছিল, খুব সত্যি কথা বলা মানুষ, অসাধারণ director actor তারচেয়েও বড় একজন মানুষ
He is the most brilliant actor and director of our generation...may be in coming few generations also .....his absence is felt
Speechless spellbound...we miss you
নৌকাডুবি, চোখের বালি, উৎসব, রেইনকোট, বাড়িওয়ালি। হৃদয়ে রাখি, রাখব প্রিয় পরিচালক।
ঋতুপর্ণ ঘোষের অকাল মৃত্যুতে বাংলা ছবির বড় ক্ষতি হয়ে গেলো ۔অপূরণীয় ক্ষতি বলা যায় ۔😢
Shob Choritro Kalponik Noye.....Bold & Beautiful personality ! Ichhe ache Unishe April e kono ek Shubho Muhurat e tomar shate ekta Utsav e participate korar. Toto din Bhalo Theko Ritu Da.....A lifelong student ♥
A tortured genius, a genuinely good human being, left us midway to deal with this tremendous loss... Will there ever be a better storyteller through the celluloid?
অসাধারণ, অনবদ্য, অতুলনীয়। কিছু আর বলতে ইচ্ছে করছে না। মন টা খুব খারাপ হয়ে গেল। প্রিয় পরিচালককে খুব খুব মিস্ করছি🙏🙏🙏🙏🙏🙏
Aha ki sunlam.....koto kichu shikte chai tomar kotha bolar modhye diei
77
Thank you for uploading this
Ekdom
ওনার চলে যাওয়াটা এখনও মেনে নিতে পারি না..এত বছর পরেও ওনার কথা ভাবলে কান্না পায়...এমম গুণী মানুষ খুব কমই হন....🙏😥😥😥 (02/01/2022;11.28 pm)
একজন মানবিক, সংবেদনশীল মানুষ, অসাধারণ শিল্পী তো বটেই ! দারুন প্রিয় ❤️❤️
পারো যদি আবার ফিরে এসো তুমি ,,,, নাই বা থাকলাম আমি !!! থাকবে আমার পরবর্তী প্রজন্ম আর তুমিও !!❤️ 🙏🙏🙏🙏🙏
Aa ha ato moner kotha
Ki darun kotha likhlen. Rich !
একদম ঠিক। খুব খুব খুব খুব ভালো লাগতো।
Manna Day er gan ta mone porlo,"Paro jodi fire aso ,aso fire..."
Aha! Opooorbo likhechhen! Akdom amar moner kotha ❤️
''আমি বেঁচে থাকতে চাই পরিচালক হিসেবে।'' তোমাকে তো মানুষ হিসাবেই বাঁচতে দিল না। পরিচালক তো অনেক দূরের কথা। 🌹🌹🌹🌹
I don't know if this is really his last interview..but this is surely not the last time that I am listening to this.
কী অসম্ভব সুন্দর করে কথা বলতেন, ভীষণ গুনী মানুষটাকে হারিয়ে এখনও মন খারাপ হয়।
অদ্ভুত অনুভূতি হয় যখনই শুনি ওনার স্বর।
ভালোবাসা ঋতুপর্ণ ঘোষ,
তুমায় মিস করি।
আল্লাহ তোমাকে জান্নাত দান করুক
ওনার জন্যে জান্নাতে কিছু নেই।
Astagfirullah
@@AsmaulHusna-iv8hf চোদোনাল্লাহ্।
@@AsmaulHusna-iv8hfদোষ দেখার আগে মানুষ এর গুন দেখা উচিৎ বাঙালিদের জন্য ওর অনেক অবদান আছে।
@@theseeker7938 জঘন্য
তোমার সৃষ্টি শুধু নয়, তোমাকে শুনেও সমৃদ্ধ হওয়া যায়...🙏
ekdam 👍👍👍
Spellbound.. Such a clear realization of life... Amar itihaas correct korar daay nei amar
Some reality about a legend.. everybody must listen who was Rituporno Ghosh... Indeed it was a very big loss for the Industry..We respect you we love you we missed you...🙏
Bonomali tumi poro jonom e hoyo Radha...missing you . Ajker din e tumi thakle aro koto wonderful kaj dekhte petam, jegulo ei jonom e miss kore gelam.. poro jonom jodi thake Radha hoa eso r tomar kaj gulo abar dekhbo jodi ami o aste pari...Love your tremendous works n also lots of respect to u forever.
Thank you rayan da for uploading The great voice......
খুব ভালো লাগলো। ধন্যবাদ। ঋতুপর্ন ঘোষ খুব strong personality, খুব বড় মনের মানুষ।🙏🙏🙏
পরোজন্ম বলে কিছু হয় কিনা সত্যি জানিনা কিন্তু একবার তোমার সামনে দাঁড়িয়ে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই।। আজ আমাদের মতন মানুষদের লড়াই করার শক্তি টাই যে তুমি।। ❤️
এমন পরিপূর্ণ মানুষ খুব, খুউউউউব কম দেখেছি। কী আশ্চর্য বোধসম্পন্ন একজন মানুষ!!!
মন টা খুব খারাপ হয়ে গেলো,, "এতো তাড়াতাড়ি মরার ইচ্ছে নেই",,,, কিন্তু উনি কি জানতেন যে "নিঃশ্বাস এ বিশ্বাস নেই ",,,,????
আর একটা ঋতুপর্ণ কি হবে!! কতদিন তোমার মতো ছবি দেখি না.. তোমার মতো করে অতো সুন্দর গল্পও কেও আর বলে না..
We all miss you Sir....Lively Soul 🙏🙏
An honest artistic soul full of immense humanity.
কি বলবো অনেকেই অনেক কিছু বলেছে, শুধু একটা কথাই বলবো আমার কাছে ঋতু শিখেয়েছে জীবনকে যে অন্য ভাবেও উপভোগ করা যায় আর জীবন কত মধুর হতে পারে।
আমি যে আমিই, বাঁচার অনুপ্রেরণা বা ভাবনার ইচ্ছেডানা....
ছোট জায়গায় থেকে অনেক বড় ভাবনার দোলাচলে নিজেকে ভাসিয়ে দিতে পারার আগ্রহ রাখা...
Missing you Rituparno Ghosh 🙏 U were ahead of ur time
আজ থেকে 20/30 বছর পরে মানুষ বুঝতে পারবে কি হারিয়েছি!!
তুমি অমর হয়ে আছো কত্ত মানুষের হ্রদয়ে।
It’s a scorching hot May afternoon in Jammu today; and I habitually steal minutes for my soul (as my two babies lay in sweet slumber)…
Chanced upon this magical excerpt… Haven’t heard this warm voice and these Aduri words in so long, that the tears just poured out seamlessly…
Ki mishti tomar bhasa, ki brilliant tomar canvas ❤ Khub haate gona celebrity ke bhalobasi… Tumi sobar opore Ritu Ghosh ❤ This world was nvr meant for one as beautiful as you ❤
Tumi abar eso banglar buke… ei prarthona roilo ❤
Onek bhalobasha… Abar dekha hobe…
Akki.
অতুলনীয় পাখিটিকে বাংলা হারিয়েছে।প্রভু তুমি তোমার কাছে রেখো যত্নে।
বড় প্রিয় মানুষ টি কে হারিয়েছি বহুদিন। তাঁর বলা কথাগুলো যেন আমার ই জীবনের টুকরো ছবি। প্রনাম জানাই তাঁকে।
কন্ঠ বক্তব্য অনেকদিন পর আবারো শুনলাম, বিমোহিত, ভীষণ পছন্দের শিল্পীকে দারুণ মিস করি.
কি সুন্দর বক্তব্য। সমৃদ্ধ হলাম।
Always appreciated your films, thoughts and philosophy of life.
You left too soon..
অনেক অনেক সমৃদ্ধ হলাম তোমার অমূল্য কথা শুনে! যেখানেই থাকো ভালো থেকো 🙏❤🙏❤🙏❤🙏
এইরকম জ্ঞানী অথচ সহজ মানুষেরা কেন যে এত ক্ষণজন্মা হন! 💔
তোমায় খুব মিস করি ঋতুদা...তোমার কন্ঠ তোমার কথা খুব মিস করি..খুব ভালো থাকো তুমি
It is amazing speech.... That is soo much speechless....
অসাধারণ 🙏🏻
এই ঋতু চিরকালীন❤️
❤️🙏
খুব খুব খুব বড়ো মনের মানুষ তুমি ঋতুদা, আমাদের কে নিঃস্ব করে বড্ড তাড়াতাড়ি চলে গেলে তুমি, কেনো এটা হলো আমাদের সাথে, তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো।🙏🙏🙏
কি যে miss করি! বড্ড খারাপ লাগে.. বেঁচে থাকবে হৃদয়ে.
সম্পূর্ণ ইন্টারভিউটি শোনার ইচ্ছে রইলো।প্লিজ আপলোড দিন।
Again listening after 2 years… still missing you so badly!
MISS YOU EACH AND EVERY DAY.
থাকলে লড়াই টা আরেকটু সুগম হত.. বোধের আকাশে যখন অনুভব করলাম ভেতর থেকে আমি একজন নারী.. তোমাকেই আঁকড়ে ধরতে চেয়েছে মন ...শরীরে ধরতে পারলাম না..কিন্তু অনন্ত ময় তোমায় ছুঁয়েছি ঋতু.... তুমি বেঁচে থাকবে " আবহমান " নিজের সৃষ্টি র মধ্যে দিয়ে আর আমাদের রামধনু যোদ্ধাদের প্রতিদিনের লড়াইয়ের ভেতর .....ভালো থেকো সন্ধ্যের পাখি ...🕯️♥️♥️♥️🕯️....জন্মদিনের শুভেচ্ছা ... রূপান্তরের যাত্রা পথে থাকা সব বঞ্চিত দিশাহীন মুখ গুলোর জন্য পাঠালাম অনেক শুভেচ্ছা তোমার ই প্রিয় গানের মাধ্যমে ...তোমার হয়ে ...." নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা.. মন রে মোর পাথারে হোসনে দিশেহারা ......"
খুবই আবেগ প্রবণ একজন মানুষ ❤❤
ওনার সৃষ্টির মধ্যেই উনি স্মরণীয় থাকবেন 🙏 ওনার হাত ধরে বাংলা সিনেমা আবার জমি খুঁজে পাচ্ছিলো।
তোমার তুলনা তুমি নিজেই জানি না কখন তোমায় এত টা ভালো বেসে ফেলেছিলাম তোমার মায়াবী চোখ ভীষণ টানে সকলকে কাউকে ছোট না করেই নিতান্ত আমার মত আমি বলতে পারি সত্যি তুমি আলাদা অন্যদের থেকে a grt loss of Indian cinema miss u lot😢😢😢😢 my regards
Great director and human being.we miss you 😔
আমার আপনজন, তোমার অভাব মিটবে না, জীবন যে একটাই, তাকে তোমার মতো করে কজন বাচতে পারে
Ritu da.. u were ahead of time... Tumi thakle aj bangla cinema r briddhi ta aro onek ta besi hoto... Onek dimension e...tomar moto manus er map kora sadharon manus er sombhob noi...vlo theko ritu da.
অসাধারণ প্রতিভাবান। আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। চলে যাওয়া মর্মান্তিক। বিরাট এক লস্।
কি অপূর্ব
শ্রদ্ধা ভালোবাসা 🌻
Ekdom thik bolecho , somajer onek sikkhar bisoy bujhiye che.
অদ্ভুত অতুলনীয় মানুষ, তোকে (মাফ করবেন রিতুদা) বাংলা সাংস্কৃতিক জগৎ তোকে খুব মিস করে রে।
A great film maker....truely intelligent... and moreover a honest person...we miss you
A big salute to you SIr. You are just undiscribable
কিছু মনে করবেন না, আপনার এই ব্যবহারটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, শুনতে কানে বড়ো লাগে. সেই জন্যই বোধহয় এই প্রশ্নটা করা. ভারতীয় কিছু ভাষা আছে, যেখানে কেউ কারোকে কে কি ভাবে সম্মান বা সম্ভ্রম করছে, সেটা বোঝা যায় কে কি ভাবে তাকে address করছে. বাঙালিরা নামের সঙ্গে -দা, -দি বা -বাবু জুড়ে দেয়, হিন্দিতে -জি, পাঞ্জাবি-তে -পা'জি, তেলেগুতে -গাড়ু, তামিলে -আন্না ইত্যাদি. কোনোদিন শুনেছেন কেউ, কোনোভাবে জ্যোতি বসুকে 'জ্যোতি-দা' বলেছেন বা লিখেছেন? তিনি সবসময়ই জ্যোতি-বাবু. বিজয়া রায় কে 'তুই'?! বাবাকেও তুই বলতেন কি?
আপনি বললেন সত্যজিৎ রায়ের শেষ তিনটে ছবি কি বানানোর দরকার ছিল? আমার তো মনে হয়, পথের পাঁচালির পর, সত্যজিৎ রায়ের শ্রেষ্ঠ ছবি হলো তার শেষ ছবি, আগন্তুক.
I loved all your movies. You were a talented person.
Emon ekjon jar kath sunle aaj o mon bhar hoye utte r miss kori tar sob cinema ..vers.. director ...miss u everytyme😒😒🙏🙏
Excellent. Very talented person I had ever seen.
লাভ ইউ ঋতুপর্ণ দা।এত তাড়াতাড়ি কেন চলে গেলে।
একটাই সমস্যা। একটা হরমোনের প্রভাবে আপনি জীবনে শান্তি স্বস্তি পেলেন না।
Miss you a lot..my all time favorite
এতো প্রিয় মানুষটা এতো তাড়াতাড়ি চলে যেতে পারেন না। ওনাকে আবার ফিরে আসতেই হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য।
কিছু বলতে ইচ্ছে করছে না।
শুধু মন টা কাদঁছে ওই গুণী শিল্পীর জন্য।
ভালো থেকো আমাদের ঋতুদা
প্রণাম
একটাই ঋতুপর্ণ ছিল.... একটাই আছে....হে মহারাজ আপনি অতুলনীয় ❤
কি অপূর্ব অসামান্য সৃষ্টি তোমার ।❤
মনের মধ্যে একটা অদ্ভুত কষ্ট হয় তোমার কথা শুনলে...
কেনো তোমায় ইশ্বর এতো তারাতারি কেরে নিলো!!!!
Keno sunlam keno sunlam .....khub khub kosto lagche priyo manus valobasa niyo❤️❤️❤️
Love you from Noakhali, Bangladesh...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Miss you always every moment ❤️❤️
You prove that a true talent can overcome all social taboo 🎉🎉🎉
Hiii dada.. Kamon achoo??? Koto din tomar live voice sunini.. OnAir... Akon kono redio station achoo please bolba?? Miss korii tomka
Some people are beyond the fear extremely learned and cautious even about the blinks, breath, pluses etc. I really glad to see the interview of Rituporno Gosh. Respect to him.
তোমার জন্য এই জীবনে অনেক কিছু কষ্ট না করে অতি সহজেই জানা ও অজানা শেখার সৌভাগ্য, তুমি কেমন যেনো আনন্দ পাঠশালা, ভালো থেকো এখানে তোমাকে অনেক অপমান অনেক দুঃখ ও মনো কষ্ট ছিল ,এখন আনন্দোলোকে আনন্দে মেতে থাকো❤
এক অনন্য ব্যক্তিত্ব 🙏
তোমার শব্দে ছবি ফুটত, তোমার ছবিতে শব্দ। বড্ড অসময়ে চলে গেলে। কত কি দেওয়ার ছিল। বড্ডো miss করি তোমায়, ঋতু!
বড্ড তাড়াতাড়ি চলে গেলে তুমি। আসলে এসেছিলেই বড্ড আগে। আমরা যোগ্যই ছিলাম না তোমার বিরাট ব্যাপ্তি গ্রহণের জন্য। আমরা তোমাকে প্রাপ্য সম্মানটুকুই দিতে পারলাম না - কত হতভাগ্য আমরা।
Do not agree at all with his views on Satyajit Ray's last three films. His film Ganasatru was a very good film dealing with a contemporary subject religious superstition. His last two films Sakhaprasakha and Aguntak were both masterpieces. At the same time I do not agree at all with his views on Satyajit Ray's literature work.
Miss you sir 😔..aphekhai railam ⚘