ফ্রুট ফ্লাই এর আক্রমণে এমনটা হয়। ফল সেট হওয়ার এক মাস পরে টিস্যু ব্যাগ দিয়ে ব্যাগিং করে দিতে পারেন অথবা প্রতিমাসে একবার ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন :- ইমিটাফ ২০ sl, টিডো 20 sl এক লিটার পানিতে 1ml হারে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ
গুটি সেট হওয়ায় পরে প্রতি ১৫ থেকে ২০ দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। আক্রান্ত হয়ে গেলে ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী কেটে দিবেন এবং এমিস্টার টপ স্প্রে করবেন। ধন্যবাদ
গাছের গোড়ায় গোবর সার অথবা কেঁচো সার দিন ২০-২৫ দিন পর পর সরিষার খৈল ভেজানো পানি দেন ( শুকনোর সময় দিবেন বৃষ্টির সময় দেওয়ার দরকার নেই ) এছাড়া গাছে ফলন বেশি হলে ফলের সাইজ ছোট হয়ে যায়। সে ক্ষেত্রে ফলের বাড়ন্ত বয়সে ফল ছিড়ে পাতলা করে দিতে হয়। ধন্যবাদ
এমিস্টার টপ প্রথম দিন স্প্রে করার ৪ থেকে ৫ দিন পরে দ্বিতীয় স্প্রে করবেন তার ৪ থেকে ৫ দিন পরে তৃতীয় স্প্রেটি করবেন। এরপর প্রতিমাসে একবার করে স্প্রে করে দিয়েন। ইনশাআল্লাহ আর পচবে না। বোতলের গায়ের নির্দেশনা অনুযায়ী স্প্রে করবেন। ধন্যবাদ
যেহেতু আপনার ফল পচে যায় তাই ফুল থাকা অবস্থায় কনফ্লিক্ট "এমিস্টার টপ" ৪-৫ দিন পর পর সমস্ত গাছ এবং ফুল ভিজিয়ে তিন বার স্প্রে করুন। বোতলের গায়ের নির্দেশনা অনুযায়। আবার ফল সেট হওয়ার পরেও ২-৩ বার করে দিয়েন। ফলের গুটিঝরা কমাতে এবং ফলের শেপ ঠিক রাখা এবং ফল ফাটা রোধেদের জন্য ১৫ থেকে ২০ দিন পর পর সলুবোর বোরন এবং চিলেটেড জিংক স্প্রে করবেন। ১ লিটার পানিতে এক গ্রাম হারে।
এমিস্টার টপ ১লিটার পানিতে ১ml হারে গুলিয়ে ৫দিন পর পর মোট ৩টা স্প্রে করুন। এবং প্রতি ২৫ দিন পর পর একবার স্প্রে করুন। ফল সেট হওয়ার শুরুতেই যদি পচন শুরু হয় তাহলে ভিডিওতে দেখানোর মত করে কেটে স্প্রে করুন। ধন্যবাদ
কি জাতের? পরীক্ষিত ভালো জাতের গাছ লাগান এ সমস্যা হবেনা ইনশাআল্লাহ। থাই, অষ্ট্রেলিয়ান, ভাগোয়া, সুপার ভাগোয়া, মৃদুলা, রিমন, পাকিস্তানি ইত্যাদি এগুলো সব পরীক্ষিত ভালো জাতের।
উপকৃত হলাম
❤️❤️❤️❤️
চমৎকার ভিডিও। সত্যিই অসাধারণ...
ধন্যবাদ
দারুণ পদ্ধতি
❤❤
❤️❤️❤️❤️❤️❤️😜😜😜
💗💖
🥰🥰🥰🥰🥰
Thanks
welcome
এই জাতের নাম কি বড় ভাই?
আমি লাগিয়েছি, পাকিস্তানি আনার, আর কাশ্মীরি আনার
এখানে থাই আনার আছে এবং বীজ থেকে করা গাছের আনার আছে।
@Sobuje24ghanta ধন্যবাদ ভাই
Amar gacher anar gulo bahire theke valo kintu vitore poce jay. Ki kora jay vai❤
ফ্রুট ফ্লাই এর আক্রমণে এমনটা হয়। ফল সেট হওয়ার এক মাস পরে টিস্যু ব্যাগ দিয়ে ব্যাগিং করে দিতে পারেন অথবা প্রতিমাসে একবার ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন :- ইমিটাফ ২০ sl, টিডো 20 sl এক লিটার পানিতে 1ml হারে মিশিয়ে স্প্রে করতে হবে। ধন্যবাদ
@@Sobuje24ghanta thank you vai, ♥️
কিছুটা বড় হয়ে শুকিয়ে ঝড়ে পরে।
গুটি সেট হওয়ায় পরে প্রতি ১৫ থেকে ২০ দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাহলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। আক্রান্ত হয়ে গেলে ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী কেটে দিবেন এবং এমিস্টার টপ স্প্রে করবেন। ধন্যবাদ
এমিস্টার টপ কি প্রতিদিন স্পাই করা লাগবে?
প্রথমবার স্প্রে করার ৪ থেকে ৫ দিন পরে দ্বিতীয়বার ৭ দিন পরে তৃতীয়বার।
না ভাই
আমার ছাদে আনার গাছে আনেক আনার দরেছে কিন্তু ফল বড় হয়না
গাছের গোড়ায় গোবর সার অথবা কেঁচো সার দিন ২০-২৫ দিন পর পর সরিষার খৈল ভেজানো পানি দেন ( শুকনোর সময় দিবেন বৃষ্টির সময় দেওয়ার দরকার নেই ) এছাড়া গাছে ফলন বেশি হলে ফলের সাইজ ছোট হয়ে যায়। সে ক্ষেত্রে ফলের বাড়ন্ত বয়সে ফল ছিড়ে পাতলা করে দিতে হয়। ধন্যবাদ
আনার গাছ বছরে কয়বার পুনিং করতে হয়। আর কোন কোন মাসে করতে হয় পুনিং? আনার গাছের মাটি পরিবর্তন কোন মাসে করতে হয়?
মার্চ-এপ্রিলে হার্ড প্রুনিং করতে হবে এবং এই সময়ই মাটি পরিবর্তন করতে হবে। বেশি পুরানো ডাল হলে যেকোনো সময় হালকা ছাটাই দেওয়া যায়। ধন্যবাদ
আমাদের গাছে প্রচুর ডালিম ধরেছে কিন্তু বড়ো হওয়ার পর পঁচে যায় কি ওষুধ দিলে পচন থেকে প্রতিরোধ করা যাবে?
এমিস্টার টপ প্রথম দিন স্প্রে করার ৪ থেকে ৫ দিন পরে দ্বিতীয় স্প্রে করবেন তার ৪ থেকে ৫ দিন পরে তৃতীয় স্প্রেটি করবেন। এরপর প্রতিমাসে একবার করে স্প্রে করে দিয়েন। ইনশাআল্লাহ আর পচবে না। বোতলের গায়ের নির্দেশনা অনুযায়ী স্প্রে করবেন। ধন্যবাদ
আমার আনার পচন ধরে। কি কি ব্যবহার করব। এখন ফল আসে নাই। ফুল আসছে। এখন কি ব্যবহার করব। র ফল আসার পরে কি ব্যবহার করব।
যেহেতু আপনার ফল পচে যায় তাই ফুল থাকা অবস্থায় কনফ্লিক্ট "এমিস্টার টপ" ৪-৫ দিন পর পর সমস্ত গাছ এবং ফুল ভিজিয়ে তিন বার স্প্রে করুন। বোতলের গায়ের নির্দেশনা অনুযায়। আবার ফল সেট হওয়ার পরেও ২-৩ বার করে দিয়েন। ফলের গুটিঝরা কমাতে এবং ফলের শেপ ঠিক রাখা এবং ফল ফাটা রোধেদের জন্য ১৫ থেকে ২০ দিন পর পর সলুবোর বোরন এবং চিলেটেড জিংক স্প্রে করবেন। ১ লিটার পানিতে এক গ্রাম হারে।
আমার গাছেও এই পচন রোগ এসে ফল ঝরে যায়। কি করনীয়?
এমিস্টার টপ ১লিটার পানিতে ১ml হারে গুলিয়ে ৫দিন পর পর মোট ৩টা স্প্রে করুন। এবং প্রতি ২৫ দিন পর পর একবার স্প্রে করুন। ফল সেট হওয়ার শুরুতেই যদি পচন শুরু হয় তাহলে ভিডিওতে দেখানোর মত করে কেটে স্প্রে করুন। ধন্যবাদ
আমার আনার পচন ধরে। কি কি ব্যবহার করব। এখন ফল আসে নাই। ফুল আসছে। এখন কি ব্যবহার করব। র ফল আসার পরে কি ব্যবহার করব।
আমার ডালিম ফলের দানা ছোট এবং মিষ্টি নাই, প্রতিকার কি?
কি জাতের? পরীক্ষিত ভালো জাতের গাছ লাগান এ সমস্যা হবেনা ইনশাআল্লাহ। থাই, অষ্ট্রেলিয়ান, ভাগোয়া, সুপার ভাগোয়া, মৃদুলা, রিমন, পাকিস্তানি ইত্যাদি এগুলো সব পরীক্ষিত ভালো জাতের।
হয়তো জাত ভালো নয়