কার্পজাতীয় মাছের মজুদ ঘনত্ব, মডেল ৩ ও ৪, কি কি মাছ কি পরিমানে মজুদ করতে হবে, পুকুরে কার্প মাছ চাষ

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 31

  • @প্রিওবাংলাদেশ

    ধন্যবাদ

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      আপনাকেও ধন্যবাদ।

  • @fishlovers6698
    @fishlovers6698 3 года назад +1

    ভালো লাগলো

  • @mdmanjurulhasannahid5687
    @mdmanjurulhasannahid5687 3 года назад +1

    Sir onek valo laglo ❤️❤️

  • @mdrocky9154
    @mdrocky9154 2 месяца назад +1

    স্যার আপনাকে খুজছিলাম আমি

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 месяца назад

      @@mdrocky9154 কি কারনে, বলেন।

  • @abhijitkaibartya6798
    @abhijitkaibartya6798 3 года назад +1

    স্যার আমার পুকুরে বাটা মাছ গুলো মরে যাচ্ছে কি করবো বুঝতে পারছিনা স্যার যদি একটু সহযোগিতা করেন

    • @FishWorldInfo
      @FishWorldInfo  3 года назад

      পুকুরের আয়তন কত?
      গভীরতা কত?
      পানির কালার কেমন?
      পুকুরে কতগুলো মাছ আছে?
      দিনে কতগুলো মাছ মারা যাচ্ছে?

  • @suhanhabib4344
    @suhanhabib4344 3 года назад +1

    সিলভার কিছু কোমায় কাতলা কিছু বেশি দিয়া যাবে কি

    • @FishWorldInfo
      @FishWorldInfo  3 года назад

      পুকুরের অবস্থা অনুযায়ী কম বেশি করা যায় কোন সমস্যা নাই।

    • @suhanhabib4344
      @suhanhabib4344 3 года назад +1

      আমার পুকুরের জলাকার ১ বিঘা সব সময় ৫ ফিট পানি থাকে আমি কাতলা বেশি আর সিলভার কম দিতে চাচ্ছি তাহলে এখন কাতলার পরিমানটা একটু বলেন

    • @FishWorldInfo
      @FishWorldInfo  3 года назад

      @@suhanhabib4344 পোনার ওজন কতটুকু? মানে কত পিচে ১ কেজি।

    • @suhanhabib4344
      @suhanhabib4344 3 года назад +1

      ২ টা

    • @FishWorldInfo
      @FishWorldInfo  3 года назад

      @@suhanhabib4344 কাতলা ৫-১০ টি বাড়িয়ে সিলভার ১০-১৫ টা কমিয়ে দিতে পারেন।

  • @pirbabafishframowner5099
    @pirbabafishframowner5099 2 года назад +1

    দাদা 250শতক জায়গায় কি পরিমাণ গবর কিভাবে ব্যাবহার করব??

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      ১০ কেজি জৈবসার তৈরীর পদ্ধতিঃ
      প্রয়োজনীয় উপকরণঃ
      ১। ৩ থেকে ৫ দিনের বাঁসি গরুর গোবর - ৯ কেজি
      ২। ইউরিয়া সার - ৩০০ গ্রাম
      ৩। সরিষর খৈল - ৯০০ গ্রাম
      ৪। টিএসপি সার - ১৫০ গ্রাম
      প্রস্তুত প্রণালীঃ
      ১। মাছের জন্য জৈবসার তৈরির শুরুতে একটি ড্রাম অথবা মাটিতে একটি গর্ত খুঁড়ে নিতে হবে এবং গর্তের চারিদিকে পলিথিন বিছিয়ে দিতে হবে।
      ২। এরপর সেই গর্তে ৩ কেজি পরিমাণ হালকা ভেজা গোবর বিছিয়ে দিতে হবে।
      ৩। এরপর বিছানো গোবরের উপর ৩০০ গ্রাম সরিষার খৈল গুড়ো করে ছিটিয়ে দিতে হবে।
      ৪। তার উপরে ১০০ গ্রাম ইউরিয়া, ৫০ গ্রাম টিএসপি সার দিতে হবে।
      ৫। এভাবেই একটির পর একটি বিছিয়ে মোট তিনটি স্তর বানিয়ে নিতে হবে।
      ৬। এরপর এই স্তরের উপর পানি ছিটিয়ে ড্রামের ঢাকনা কিংবা গর্ত হলে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। এভাবেই ১০-১২ দিন রাখতে হবে।
      ৭। সময় শেষ হয়ে এলে সব উপাদান বের করে খোলা অবস্থায় ২৪ ঘন্টা রেখে দিতে হবে। এর মধ্যে কয়েকবার নাড়াচাড়া করে দিতে হবে যাতে ভিতরের গ্যাস বের হয়ে যায়।
      পুকুরে প্রয়োগঃ
      তৈরি হওয়া জৈবসার পুকুুর প্রস্ততিতে শতকে ২ কেজি এবং মাছ থাকার সময়ে প্রত্যেক মাসে ১ কেজি করে প্রয়োগ করতে হবে।

    • @pirbabafishframowner5099
      @pirbabafishframowner5099 2 года назад

      @@FishWorldInfo শতকে কতো কেজি গোবর, কতো কেজি উইরিয়া, কতো কেজি সরিষা খোল লাগবে

  • @suhanhabib4344
    @suhanhabib4344 2 года назад +1

    চুন,, লবন,, পটাসিয়াম এই তিনটা এক সাথে দিয়ার নিয়ম একটু বলেন ১ বিঘা পুকুরের জন্য পরিমান টা

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      আপনার পুকুরের বর্ণনা দেন একটু।

    • @suhanhabib4344
      @suhanhabib4344 2 года назад +1

      আমার পুকুরের জলাকর,, ১,৫ বিঘা আর পুকুরে চুন আমি ২ মাস আগে ব্যবহার করেছিলাম কিন্তু ২ দিন আগে ওই পুকুরে কিছু মাছ দিয়েছি ওই মাছের মধ্যে কিছু কিছু মাছের গালের নিচে লাল্চে লাল্চে ছিলো এখন আমি এই তিনটা দিয়ার কথা বলছিলাম

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      @@suhanhabib4344 ১ম দিন
      লবন ২৫০ গ্রাম/শতক
      চুন ৩০০ গ্রাম/শতক
      ২য় দিন
      পটাসিয়াম পার ম্যাঙ্গানেট ৫ গ্রাম/শতক

    • @suhanhabib4344
      @suhanhabib4344 2 года назад +1

      লবণ দিয়ার কতখন পর চুন দিতে হবে

    • @FishWorldInfo
      @FishWorldInfo  2 года назад

      লবন দেবার কিছুক্ষণ পর দিতে পারবেন।

  • @humayarabintekabirmunia7027
    @humayarabintekabirmunia7027 3 года назад +2

    স্যার দেশি মাছ চাষের পুকুরে এক ধরণের ভাইরাস হয়।সেক্ষেত্রে করণীয় কি? প্রায় ৪০/৫০ পিস শিং মাছ এক রাতেই মারা গিয়েছে

    • @FishWorldInfo
      @FishWorldInfo  3 года назад +1

      ১. শতকে ৫০০ গ্রাম চুন
      ২. খাবার কমিয়ে দিতে হবে
      ৩. Antibiotic 3-7 gm/kg fish feed
      4. Vitamin C 5 gm/kg fish feed
      ৫-৭ দিন প্রয়োগ করতে হবে

    • @FishWorldInfo
      @FishWorldInfo  3 года назад

      লক্ষ্মণ গুলো কি কি?

  • @mdahsanhabbib9451
    @mdahsanhabbib9451 Год назад +1

    Vai apnar phone nombar paoya jabe

    • @FishWorldInfo
      @FishWorldInfo  Год назад

      ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয়ে ওঠে না। আপনার কিছু জানার থাকলে এখানে লিখতে পারেন যত দ্রুত সম্ভব উত্তর দিব।