ফ্রিজে খাবার বেশিদিন ভালো রাখার উপায় কি? How to store food correctly। Sabbir Ahmed

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 1,6 тыс.

  • @somayaafroz1980
    @somayaafroz1980 Год назад +192

    আলহামদুলিল্লাহ্,আপনার কথা শুনে
    আল্লাহর প্রতি মাথা নত হয়ে আসে কারণ আমাদের দেহ এমনভাবে বানানো যে খারাপ কিছু পেটে গেলে ঐটা বের করার জন‍্য ব্রেন কে সিগন্যাল দেয়,সুবহানআল্লাহ,সুবহানআল্লাহ,
    আল্লাহ্ তোমার কৃতজ্ঞতা করে শেষ করা যাবে না।আলহামদুলিল্লাহ।

    • @shajiahaq9047
      @shajiahaq9047 Год назад

      খা ল্লল্লল্লঁেওপ০) প

    • @mosharufhosian1029
      @mosharufhosian1029 Год назад +4

      আলহামদুলিল্লাহ

  • @abhijitdhar1232
    @abhijitdhar1232 Год назад +9

    আপনার উপস্থাপনা খুব মনোগ্ৰাহী।শুনতে ভাল লাগে। বোঝানোর পদ্ধতি জলের মত সহজ সরল। ধন্যবাদ। এগিয়ে যান।

  • @Niloy_khan238
    @Niloy_khan238 Год назад +87

    আজকে আমার মনের ভিতরে জমে থাকা মেন জিনিসের উওর পেলাম, কারন আমিও একজন প্রবাসী। সময়ের অভাবে ১ তরকারি ৪-৫ দিন খেতে হয়! ধন্যবাদ আপনাকে ❤

  • @Helal-op5xk
    @Helal-op5xk Год назад +27

    ভাইয়া, কাচা মাছ মাংস কতদিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে এই ভিডিওতে এড করলে আরো ভালো হতো।
    তবুও অসংখ্য ধন্যবাদ। অনেক পরিশ্রম করে এত সুন্দর ভিডিও আমাদের উপহার দেওয়ার জন্য।

  • @followthelightofthequranan6813
    @followthelightofthequranan6813 Год назад +7

    আসসালামু আলাইকুম, সুবহানআল্লাহ । আল্লাহর সৃস্টি কত নিখুত। জাযাক আল্লাহু খাইরান আপনার ইনফরমেশনের জন্য।

  • @prozzalbairagi1452
    @prozzalbairagi1452 Год назад +9

    স্যার আপনার প্রতিটি আলোচনা তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক ভালো লাগে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ❤❤❤

  • @ILOVEYOU-wc3ui
    @ILOVEYOU-wc3ui Год назад +53

    আলহামদুলিল্লাহ! দিন দিন অনেক কিছু শিখছি। আল্লাহ আপ্নাকেও সুস্থতা দান করুক! ❤❤❤

  • @anwarabdullah6565
    @anwarabdullah6565 9 месяцев назад +1

    আমি একজন প্রবাসী, সময়ের সমস্যার কারণে একদিনের রান্না করা খাবার কয়েকদিন খেতে হয়। আপনার অনুষ্ঠান থেকে আমি উপকৃত হয়েছি, এজাতীয় অনুষ্ঠান আরো দেখতে চাই, আপনাকে ধন্যবাদ।

  • @saifunnaharmollick9454
    @saifunnaharmollick9454 Год назад +46

    আপনার বোঝানোর ক্ষমতা অসাধারণ!

  • @RjSoburna-x9c
    @RjSoburna-x9c Год назад +1

    আমরা আপনার কাছ থেকে এতো তথ্য পাই যেটা আমরা কখনো ভেবেও দেখিনা এটা জানার আমার অনেক দরকার ছিলো কারণ আমিও একজন প্রবাসী একটা খাবার ফ্রিজে রেখে তিন থেকে চার দিন খাই আমার জন‍্য অনেক উপকারী ভিডিও ধন্যবাদ আপনাকে ❤❤❤❤❤❤

  • @sahin2408
    @sahin2408 Год назад +59

    সাইন্স নিয়ে পড়ি না,তবুও জানার ও গভেষণার আগ্রহ আমার একটু বেশিই থাকে❤️❤️❤️

    • @mahabuburrahman7386
      @mahabuburrahman7386 Год назад +3

      ভালো অব্যেশ

    • @airaislamira3615
      @airaislamira3615 3 месяца назад

      আমি ও সাইন্স নিয়ে পড়তে চেয়েছিলাম কিন্তু পড়ি নাই কারন বেশি কঠিন তাই । ব্যবসা শিক্ষা নিয়ে ছিলাম

  • @sadimohammadrizbi304
    @sadimohammadrizbi304 Год назад +2

    বাঙালি কিছু ভাই খুবই ভালো কাজ করছেন youtube এ, সবাইকে support করি, সামনে এগিয়ে যান, আপনাদের কাছ থেকে অনেক নতুন কিছু শিখতে পারছি, ধন্নবাদ।

  • @rysafatema200
    @rysafatema200 Год назад +5

    আমার মনে এই প্রশ্নটা অনেক দিন ধরে ছিল। ধন্যবাদ এই বিষয়ে কথা বলার জন্য

  • @mohammadhelal3895
    @mohammadhelal3895 Год назад +2

    বহু বছর ধরে মনের মাঝে থাকা প্রশ্ন এটি যার উত্তর পেলাম।
    আমার মতো কোটি প্রবাসের মনের প্রশ্ন এটি।

  • @jabihajarif
    @jabihajarif Год назад +28

    আসসালামুআলাইকুম ভাই,
    প্যাকেটজাত UHT দুধ আর পাস্টুরিত দুধের গুণাগুণ নিয়ে একটা পরীক্ষা করা যাবে?

  • @MontahinTannisaTannisa
    @MontahinTannisaTannisa Год назад

    খুব ভালো লাগলো আলোচনাটা কারণ রান্না করার সময় কোই এতো রান্না করে রেখে দিই একসাথে তারপর বারবার গরম করে খায় বারবার ।

  • @sttune
    @sttune Год назад +4

    আপনার ভিডিও দেখে অনেক কিছু জেনেছি। যা আগে আমার মোটেও কোন ধারণা ছিলনা।

  • @MariaMostafiz
    @MariaMostafiz 8 месяцев назад +1

    আসসালামু আলাইকুম। ভিডিওটা এতো ভালো লাগলো যে বলতে আসলাম 'Thanks to us'😊
    আশা রাখছি পরবর্তী ভিডিওতে আরও অনেক কিছু শিখতে পারবো

  • @salimkhan619
    @salimkhan619 Год назад +27

    অনেক ভালো একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ধন্যবাদ আপনাকে।❤

  • @fatemabegom3756
    @fatemabegom3756 Год назад +1

    ভিডিও থেকে জানতে পারলাম অনেক অজানা তথ্য থ্যাঙ্ক ইউ ডক্টর সাহেব আপনাকে

  • @mdmohiuddinahmedmdmohiuddi5489
    @mdmohiuddinahmedmdmohiuddi5489 Год назад +3

    Thank you...
    ডিপ ফ্রিজে কতদিন রান্না করা খাবার বা কাঁচা মাছ/মাংস সংরক্ষণ করা যাবে? সংরক্ষণ পদ্ধতি কিরূপ হওয়া উচিত? অনুগ্রহপূর্বক, এ বিষয়ে একটা কনটেন্ট নির্মাণ করুন।

  • @ahmedborshon7255
    @ahmedborshon7255 26 дней назад

    আমি ব্যাচেলর
    ব্যস্তময় জীবনে প্রতিদিন রান্না করা অনেক কষ্টসাধ্য।
    তাই মাঝেমধ্যে ফ্রিজে রেখে খাবার খাই।আপনি এই বিষয়ে এতো সুন্দর ব্যাখ্যা দিলেন মা-শা-আল্লাহ।
    ধন্যবাদ ভাইয়া❤

  • @MdShahjahanHossain
    @MdShahjahanHossain Год назад +3

    অনেক ধন্যবাদ এ ধরনের তথ্যবহুল ভিডিওর জন্য। কিন্তু আমরা অনেকে ডিপ ফ্রিজে ২-৩ সপ্তাহ বা মাস সময় ধরে রান্না করা তরকারি সংরক্ষন করে থাকি। সেক্ষেত্রে কি এ ধরনের কোন সমস্যা হবে? ডিপ ফ্রিজে তরকারি রাখা নিয়ে কিছু বইলেন

  • @mohammeda.bashar2697
    @mohammeda.bashar2697 Год назад +5

    চমৎকার সত্য উপস্থাপন করেছেন। ধন্যবাদ

  • @mdabdullh5446
    @mdabdullh5446 Год назад +28

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ দাওয়াত রইল ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MdJamal-dy7lg
    @MdJamal-dy7lg 11 месяцев назад

    আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাদের কে এতো গ্যায়ান দিয়েছ তোমার যতই সুকুর করি কম হয়ে যাবে আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার আপনাকে ও

  • @faisalrakib3789
    @faisalrakib3789 Год назад +14

    ভাইয়া আপনার ভিডিও গুলো অনেক হেল্পফুল🔥
    ধন্যবাদ ভাই❤

  • @HarunRashid-zf5le
    @HarunRashid-zf5le 7 месяцев назад

    সবচেয়ে বক্তব্য ভালো লাগে আপনার বিশ্লেষণ। একজন ভক্ত।
    আসসালামু আলাইকুম।
    হারুন অর রশিদ।

  • @ShahadulIslam-x8l
    @ShahadulIslam-x8l Год назад +10

    আলহামদুলিল্লাহ,,
    মহান আল্লাহ আপনাকে উওম জাযা দান করুন আমিন।

  • @yasirarfat7516
    @yasirarfat7516 9 месяцев назад

    বর্তমানে সময়ের জন্য গুরুত্বপূর্ণ কন্টেন্ট।

  • @shahidislam6371
    @shahidislam6371 Год назад +11

    এটা মানুষের ভুল ধারণা দূর করতে এবং স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে ।
    ধন্যবাদ ।

  • @anaya2021baby
    @anaya2021baby Год назад +1

    অসংখ্য ধন্যবাদ ভাই আপনার ভিডিও আমার জীবনে অনেক উপকার এসেছে ❤

  • @MahirIslam-g3z
    @MahirIslam-g3z Год назад +36

    স্যার, রান্না করা খাবার ডিপ ফ্রিজ এ সংরক্ষণ করে খেলে কোনো সমস্যা হবে? আর রান্না করা খাবার ডিপ ফ্রিজ এ সংরক্ষণ করলে কতদিন পর্যন্ত ভালো থাকে?

    • @mdsajibhossain1373
      @mdsajibhossain1373 Год назад

      না

    • @Datterbari
      @Datterbari 8 месяцев назад

      আবাল নাকি আপনি আপনার প্রশ্ন জেটা,, বিডিও তো এটার বিষয়েই🤣🤣

  • @fatehajannat7883
    @fatehajannat7883 6 месяцев назад

    শুকরিয়া 👌
    এত লম্ভা সময় রাখিনি, কখনো।
    বেশি হলে দুইদিন রাখি। 🇧🇩🇦🇪

  • @shamimgazi8256
    @shamimgazi8256 Год назад +5

    Thanks to us///ভাইয়া ভালোবাসা অবিরাম ❤ আপনার ভিডিও গুলা আমার অনেক ভালো লাগে,একসময় বিজ্ঞানের ছাত্র ছিলাম কিন্তু ছাত্রজীবনের রেলগাড়ী টা থেমে গেছে ফিনানশিয়ালি সমস্যার কারনে😢

    • @sabbirahmedewuki
      @sabbirahmedewuki  Год назад +3

      আপনার জন্য শুভ কামনা।

  • @ishratmunni5971
    @ishratmunni5971 2 месяца назад

    মা শা~ আল্লাহ, আপনার মেহনত আল্লাহ তা'আলা কবুল করুন

  • @rezonahmed8744
    @rezonahmed8744 Год назад +7

    আমরা অনেকেই দেশের বাহিরে যারা থাকি তাদের নিয়মিত বাংলাদেশ থেকে ফ্রোজেন মাছ,পরটা ও সবজি বিভিন্ন ধরনের খাবার খেতে হয়।আমার প্রশ্ন হচ্ছে এই ফ্রোজেন খাবারগুলো কতটা নিরাপদ ? এই বিষয় নিয়ে একটি তথ্যমূলক ভিডিও পেলে খুবিই উপকৃত হবো।ধন্যবাদ।

  • @affanalkareem407
    @affanalkareem407 Год назад +1

    ماشاء الله অনেক জরুরী বিষয় জানতে পারলাম।

  • @subirb.v4125
    @subirb.v4125 Год назад +8

    আসসালামুয়ালাইকুম ভাইয়া, আমার দুইটা প্রশ্ন আছে। ১. জ্বর কেন হয়?? আমরা অনেক ক্ষেত্রে খেয়াল করি যে, বৃষ্টিতে ভিজলে জ্বর হয়।অনেক সময় ভয় পেলে জ্বর হয়। অনেক সময় পেটের সমস্যার কারণে জ্বর হয় ।আসলে জ্বর হওয়ার সূত্রপাত কোথা থেকে? একটু সাধারণভাবে বুঝিয়ে দিবেন
    ২.ঠান্ডা কেন লাগে? অনেকের এলার্জিজনিত সমস্যা থাকে. অর্থাৎ ধুলাবালির কারণে ঠান্ডা লাগে, সর্দি হয়। ঠান্ডা লাগার সূত্রপাত কোথা থেকে?অনেকের বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে। আসলে বৃষ্টি অথবা ধুলাবালি এর সাথে ঠান্ডার সম্পর্কটা কি!

    • @aljabed6
      @aljabed6 Год назад

      সঠিক বলেছেন

  • @Al-AminHowlader-fw2cx
    @Al-AminHowlader-fw2cx Год назад +1

    Thanks to us. ভাইয়া খাবার অভক্তি করে খেলে বমি কিংবা ডাইরিয়া হয় কেন

  • @Inzamamallinone
    @Inzamamallinone Год назад +3

    ❤❤❤❤❤❤ ভাইজান গাড়িতে চড়লে বমি হয় কেন। এর কারণ ও সমাধান নিয়ে বিস্তারিত ভিডিও চাই

    • @sabbirislam9179
      @sabbirislam9179 9 месяцев назад

      যানবাহনে বমি হওয়া বন্ধ করা যায় কিভাবে সে বিষয়টাও...

  • @sadubaba8908
    @sadubaba8908 Год назад +2

    Thanks too us.
    অনেক ভালো লাগে আপনার রিচার্জগুলো।

  • @dancewithmissjuthi7761
    @dancewithmissjuthi7761 Год назад +5

    শুধু প্রবাসী না, এখন অনেকেই আছে এক সপ্তাহের জন্য রান্না করে, গরম করে খায়😂😊❤

  • @syedaselina2025
    @syedaselina2025 Год назад

    আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে বোঝানোর জন্য, আমি আপনার সব গুলো ভিডিও দেখার চেষ্টা করি,কিন্তু সবসময় কমেন্ট করা হয় না,অনেক কিছু জানতে পারি আপনার ভিডিও দেখে,দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য,

  • @fatemaullah8624
    @fatemaullah8624 Год назад +6

    রান্না করা খাবার ডিপফ্রীজে কত দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে এ ব্যাপারে জানতে চাই।

    • @mamunabdullah5678
      @mamunabdullah5678 Год назад +1

      This is an important question. Plz reply by coment. Thanks in advance.

  • @mstmayisha7091
    @mstmayisha7091 Год назад +2

    আলহামদুলিল্লাহ । আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @sumonforazi2935
    @sumonforazi2935 Год назад +3

    ধন্যবাদ প্রাণের ভাই❤

  • @abdulkaiyum440
    @abdulkaiyum440 Год назад +1

    ভাইয়া আপনার উপদেশ এবং রিচার্জ খুবই সুন্দর। বাট আপনার কথার কোন রেফারেন্স ডকুমেন্ট কিংবা কোন চিঠি এ ধরনের কোন ডকুমেন্ট দিলে ভালো হতো।

  • @saikat4040
    @saikat4040 Год назад +10

    না খেয়ে থাকাটা ক্ষতিকর, অন্যদিকে রোজা থাকলে শরীরের উপকার হয়। 🤔🤔🤔 এ বিষয়টা নিয়ে একটা ভিডিও দিলে ভালো হয়।

    • @anu-bd970
      @anu-bd970 Год назад

      ruclips.net/video/kw455u0E1Gw/видео.htmlsi=2O0YAG_XSz2Ss_22

  • @mohammedabdurrahim5682
    @mohammedabdurrahim5682 Год назад +1

    চমৎকার উপস্থাপনা।God blessed you! Go ahead

  • @mmjoyst
    @mmjoyst Год назад +4

    SALAM....SIR, HOPE YOU FINE OFFCOURSE THIS VIDEO HELPFULL....I WAS LOOKING FOR LONG TIME LIKE THIS VIDEO....THANKS TO YOU AND YOUR FRIENDS .THANK YOU

  • @badrunnaherdipa6374
    @badrunnaherdipa6374 Год назад

    আপনার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছি। ধন্যবাদ।

  • @hannanhannan3505
    @hannanhannan3505 Год назад +2

    স্যার মেয়াদ উত্তীর্ণ ঔষধ আর মেয়াদ কাল ঔষধের মধ্যে কতটুকু পার্থক্য একটা ভিড়িও বালানে ভালো হতো।

  • @siumhaque5333
    @siumhaque5333 Год назад +5

    Seasonal/ normal জ্বর আসার কারণ, প্রতিকার, প্রতিরোধ এবং
    "ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবনের গুরুত্ব"
    ব্যাপারে একটু বিস্তারিত জানালে আমরা সাধারণ মানুষরা অনেক উপকৃত হবো।

  • @AizaMarwa-i2z
    @AizaMarwa-i2z Год назад +4

    বাচ্চাদের ঘন ঘন জর হওয়ার কারণ জানালে অনেক উপক্রিত হব

  • @MahmudHasan-nl8uk
    @MahmudHasan-nl8uk 11 месяцев назад

    চমৎকার আলোচনা । আলোচককে অনেক ধন্যবাদ ।

  • @hahafijulislamayo7070
    @hahafijulislamayo7070 Год назад +14

    ভাই ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করা কি স্বাস্থ্যের জন্য ভালো

  • @AkherunNessa-n2n
    @AkherunNessa-n2n Год назад

    আলহামদুলিল্লাহ সুন্দর পরামর্শ দিয়েছেন

  • @MercyNoyon-ku5st
    @MercyNoyon-ku5st Год назад +3

    ভাইয়া বিডিওতে মহিলাদের ছবি না দিলে ভালো হয়

    • @cox9051
      @cox9051 22 дня назад

      কেন আপনার কি ঈমান দন্ড দাড়িয়ে যায় নাকি ভাই দেখলে?

  • @uzzalhossain4937
    @uzzalhossain4937 Год назад

    ধন্যবাদ কিন্ত ভিডিও টা সম্পূর্ণ হত যদি কত দিন পর্যন্ত একদম ফ্রেশ টাটকা থাকে তা সঠিক ভাবে বলা হত।

  • @AkhiAkter-r8b
    @AkhiAkter-r8b 10 месяцев назад +1

    কাশি কেন হয় এ নিয়ে একটি ভিডিও তৈরি করবে ❤।

  • @shahanazparveen316
    @shahanazparveen316 2 месяца назад

    Thanks a lot, after a long time i have got an essential video, love it.

  • @MDAr-pc8dg
    @MDAr-pc8dg 9 месяцев назад

    আমি অনেকদিন যাবত আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে আমার দেখতে আপনার ভিডিও গুলো কারণ আমার স্বামী অনেক অসুস্থ আপনার ভিডিও দেখে আমার অনেক উপকার হইছে অনেক চিকিৎসা করছি তিন বছর যাবত কিন্তু কিছুই হয়নি মাথার ভিডিও গুলো দেখার পর একটু একটু ভালো হচ্ছে

  • @fatinillin3130
    @fatinillin3130 Год назад

    অনেক ধন্যবাদ ভাইয়া অনেক উপকারী ভিডিও।ডিপ ফ্রিজে রান্না করা খাবার রাখার পর কয় দিনের মধ্যে খাওয়া উচিত এবং এর পুষ্টিগুণ ঠিক থাকে কিনা । বাহ অনেক সময় আমরা সিজনাল ভেজিটেবল ফ্রিজে সংরক্ষণ করি যেমন মটরশুঁটি গাজর ব্রকলি । তার পুষ্টিগণ ঠিক থাকে কিনা। রান্না করা খাবার এবং সবজি ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে আমরা ভালোভাবে কিভাবে সংরক্ষণ করতে পারব

  • @knowledgeispower2799
    @knowledgeispower2799 Год назад

    ধন্যবাদ মহাশয়। জ্বরের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিবেন প্লিজ।

  • @moloymalakar58
    @moloymalakar58 Год назад +1

    ফ্রিজিং ছাড়া আমরা কতক্ষণ পর্যন্ত সংরক্ষণ করে রান্না করা খাবার খেতে পারি। আশা করি এ নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিবেন। ধন্যবাদ।

  • @Smart7151
    @Smart7151 3 месяца назад +1

    ভাইয়া, স্টুডেন্ট সবার তো আর মেসে ফ্রিজে রাখার সুবিধা পায় না, সেক্ষেত্রে নরমাল টেম্পারেচারে বিভিন্ন ফলমূল, সবজি বা মসলা কীভাবে সংরক্ষণ করবো যাতে পুষ্টিগুণও অক্ষুণ্ণ থাকবে, এ বিষয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ।

  • @kohinoorahmed4606
    @kohinoorahmed4606 Год назад

    Alhamdulillah
    Khub bhalo kichu janlam ❤

  • @SheulyNazir
    @SheulyNazir Год назад +1

    ধন্যবাদ। আমাদের উপকারের জন্য।

  • @sajjadhossen2387
    @sajjadhossen2387 Год назад

    আপনার ভিডিও দেখে কিছু শিখতে পেরে বালো লাগল।ধন্যবাদ ❤️❤️❤️

  • @mohammadnur7707
    @mohammadnur7707 10 месяцев назад

    ভিডিওটি দেখে অনেক উপকৃত হলাম

  • @astronomyjourney
    @astronomyjourney Год назад

    ekta qs....at first food e bacteria chilo na...6 days pore suddenly tara kotha theke aslo?? & ami dekheci baire food rekhe dile(meat, fruits) large sized worm type poka ase....egula kotha theke born hoy??? advance thanks to Sabbir vai.

  • @fahmedaislam7597
    @fahmedaislam7597 Год назад +1

    Really you are the best youtuber vaiya.Your videos are so much useful for us.

  • @fjjg6104
    @fjjg6104 Год назад

    গুরুত্বপূর্ণ তথ্য ধন্যবাদ আপনাকে।

  • @rsk6893
    @rsk6893 Год назад

    Masha Allah alhamdulillah khub valo Suqraan jajaak Allah khaer

  • @sanjidaafrin9965
    @sanjidaafrin9965 Год назад

    Thnks to us.. Frozen vegetable rakhle nutrition nosto hoy kina eibar eta niye ekta vedio korben please... 😊

  • @BejoyAcharjee
    @BejoyAcharjee Год назад

    ভাইয়া নরমাল ফ্রিজে শাকসবজি ও ডিপ ফ্রিজে মাছ- মাংস কতদিন সংরক্ষণ করা যায় সে সম্পর্কে একটি ভিডিও চাই। ❤❤

  • @sarwarjahan5771
    @sarwarjahan5771 9 месяцев назад

    অনেক ভালো লাগলো ভিডিও টা।ধন্যবাদ আপনাকে।

  • @mdrowkonislam9750
    @mdrowkonislam9750 Год назад

    কিডনি নষ্টকারি ব্যাকটেরিয়া সম্পর্কে আরও কিছু জানাতে পারেন ভাইয়া, প্লিজ?

  • @SAHID786sound
    @SAHID786sound Год назад

    Good information Khub valo laglo from India West Bengal

  • @AbdulmominkhondukarKhond-qs1su

    একটি ভালো সচেতনামূলক, ভিডিও, ভালো লাগলো

  • @SaroarHosenSowrov-zq5ut
    @SaroarHosenSowrov-zq5ut 11 месяцев назад

    ভাইয়া,Knock Knee সমস্যা নিয়ে যদি একটা ভিডিও দিতেন। অনেক উপকৃত হতাম।এই সমস্যা থেকে বের হবার কোনো উপায় থাকলে যদি বলতেন?

  • @sarashid1902
    @sarashid1902 Год назад

    ভাই আমি আপনার অনেক ভিডিও দেখেছি সুন্দর তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

  • @dilipbanerjee4275
    @dilipbanerjee4275 11 месяцев назад

    It is short and succinct.Presentation is clear.

  • @educationalandtechnicalcha9425

    Microwave oven ক্ষতিকর এ নিয়ে আমাদের কিছু সন্দেহ আছে। এটা নিয়ে একটা ভিডিও দেন

  • @MDAbdulKorim-d6v
    @MDAbdulKorim-d6v Год назад

    Alhamdulillah apnar kota bes Somoy upojugi❤

  • @ruparaisa163
    @ruparaisa163 Год назад +1

    Vaiya height develop products niya kisu bolen😢😢😢😢

  • @AK-zzzz
    @AK-zzzz 7 месяцев назад

    ধন্যবাদ, ডাক্তার সাহেব।

  • @kfactivity
    @kfactivity Год назад

    অনেক ভালো একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ধন্যবাদ আপনাকে

  • @A.s.bd2538
    @A.s.bd2538 Год назад

    খুব চমৎকার ইনফরমেশন!

  • @mdsofikulislam5594
    @mdsofikulislam5594 8 месяцев назад

    আলহামদুলিল্লাহ ❤

  • @nakbocha
    @nakbocha Год назад

    Thanks to Sabbir Ahmed & us 💕🙏

  • @subhasarkar3872
    @subhasarkar3872 Год назад

    দাদা আপনার ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে

  • @bracbank12
    @bracbank12 9 месяцев назад

    জ্বর কেনো আসে ? এই বিষয়ে একটা ভিডিও দিয়েন।

  • @الرايهللبشوت
    @الرايهللبشوت 11 месяцев назад

    উপকারী পোস্ট করার জন্য ধন্যবাদ

  • @LsYouTube20
    @LsYouTube20 11 месяцев назад

    অনেক কিছু জানতে পারলাম।😮😮😮

  • @abdullahalmahmud4533
    @abdullahalmahmud4533 Год назад

    কোন পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এটা নিয়ে একটা ভিডিও করবেন।

  • @foysalhossainkhandoker_04
    @foysalhossainkhandoker_04 Год назад

    ভাইয়া, লম্বা হওয়ার জন্য কিছু টিপস দিলে খুশি হতাম 😊

  • @mka6393
    @mka6393 8 месяцев назад

    সাবির ভাইয়ের কাছে অনুরোধ বাজারে বাচ্চাদের অথবা বড়দের প্যাকেট জাত যে সমস্ত খাবার পাওয়া যায় সেগুলোর এক্সপায়ারি ডেট দেওয়া থাকে , ডেট এক্সপায়ার হওয়ার আগে সেগুলোকে নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখালে খুব ভালো হয়

  • @DipanwitaPal.
    @DipanwitaPal. Год назад

    Thanks to us . 😊 It's quite interesting for biology interested students and also tractable