উচ্ছেদ আতঙ্কে ৪০০ বছরের হরিজন সম্প্রদায়

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • উচ্ছেদ আতঙ্কে ৪০০ বছরের হরিজন সম্প্রদায়
    প্রায় ৪০০ বছরের পুরোনো বসতি পুরান ঢাকার এই হরিজন পল্লী। যেখানে কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী ও তাদের পরিবারের বসবাস হরিজন সম্প্রদায়ের বাসস্থান হিসেবে পরিচিত পুরান ঢাকার ঢাকার আগা সাদেক রোডের মিরন জল্লা সিটি কলোনী…-
    গেলো রোববার সেখানে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন লাল দাগ দিয়ে সীমানা চিহ্ন দেয়া সীমানার মধ্যে থাকা সব ঘরই ভেঙে ফেলা হবে রাতারাতি বদলে যায় সেই স্থানের চিত্র নেমে আসে ঘন কালোর মেঘের ছায়া -
    জীবন যেনো কঠিন এক রুপে ধরা দিলো, বসত ভিটাহীন সেই মানুষগুলোর যেনো কষ্ট রাখার যায়গা নেই
    গৃহহীন স্বল্প আয়ের এই মানুষগুলো এখন অনেকটাই দিশেহারা ফিরে পেতেচান শেষ মাথা গোজার ঠাইটুকু -
    হরিজন সেবক সমিতি সভাপতির দাবী সিটি করপোরেশন লাল দাগ দিয়ে চিহ্নত করা যায়গাটি দানকৃত -
    হরিজন পল্লীর বাসীন্দারা বলছেন কেন তাদের অবৈধ বলা হয় সে প্রশ্নের উত্তর তাদের জানা নেই -
    অনেকেই আবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এই বিষয়ে -
    বর্তমান ও স্থায়ী ঠিকানা থেকে উচ্ছেদ হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব, এমন প্রশ্ন সবার। মেয়রের এই সিদ্ধান্ত চরম মানবাধিকার লঙ্খনের সামিল বলেও মনে করেন হরিজন সম্প্রদায়ের মানুষ।
    পে অফ - প্রায় ৪০০ বছরের পুরোনো বসতি পুরান ঢাকার এই হরিজন পল্লী। যেখানে কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী ও তাদের পরিবারের বসবাস চলমান এই অবস্থার মধ্যেও বর্তমান ও স্থায়ী ঠিকানা থেকে উচ্ছেদ হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব,

Комментарии • 6