সর্বপ্রিয়ানন্দ মহারাজ যেন সাক্ষাৎ চৈতন্য দেব। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে বি. এড. পড়ার জন্য ইন্টারভিউ দিতে গিয়ে দরজা ঠেলে প্রবেশ করেই মহারাজকে প্রথম দেখেই মনে হয়েছিল, সামনে সাক্ষাৎ চৈতন্য দেব বসে আছেন। এত সুন্দর অপূর্ব রূপ! পরে প্রথম দিন মন্ত্রমুগ্ধ করা ক্লাসের পর জানলাম, মহারাজের ডাকনাম বিশ্বরূপ মহারাজ। বুঝলাম, আমার প্রথম অনুভূতি ভুল নয়। সত্যিই যে একবার মহারাজের সান্নিধ্য পাবেন, সামনে থেকে বক্তব্য শুনবেন, মুগ্ধ হয়ে যাবেন।
জীবনের শেষ প্রান্তে এসে আপনার মূল্যবান কথাগুলো শুনছি।খুব আফসোস হয় কতটুকু কাজে লাগাতে পারব। আবার ভাবি It is better to be late than never. আমার আভূমি প্রণাম জানাই মহারাজ। আপনি সুস্থ থাকুন।আপনার মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়ুক স্বামীজীর বেদান্তবানী।
শ্রদ্ধেয় সর্বপ্রিয়ানন্দ মহারাজ জী কে আমার ভক্তি পূর্ণ প্রনাম জানাই। ওনার বক্তব্যের সাথে যুক্ত হ'তে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার কলেজ জীবনে ( ১৯৭৭-৭৯ ), ডিহি এন্টালি রোডে অদ্বৈত আশ্রমে, প্রতি শুক্রবার বিকেলে এক ঘন্টার জন্য এক মহারাজ , স্বামী আত্মানন্দ জী ( খুব সম্ভবত ) স্বামী বিবেকানন্দ কে নিয়ে আলমোড়া থেকে কন্যাকুমারী, আমাদের সবার মনঃচক্ষে ছবির মতো দৃশ্যমান হোত । ব্রহ্মচারী বিদ্যুত, আমার কলেজ বন্ধু নিয়ে যায় ঐ আশ্রম লাইব্রেরি সদস্য ছিলাম সেজন্য ও সম্ভব হয় । জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী শ্রী মা সারদা মনি র জয়, জয় স্বামী বিবেকানন্দ কে আমার ভক্তি পূর্ণ প্রনাম জানাই। ♥️♥️♥️🌺🙏🏻🙏🏻🙏🏻🌺♥️♥️♥️
বক্তৃতাটি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সভাগৃহে দিয়েছিলেন। ওইসময় বিদ্যামন্দিরের ছাত্র হওয়ার সুবাদে এই বক্তৃতাটি সামনাসামনা বসে শোনার সৌভাগ্য হয়েছিল। সে এক স্মরণীয় অভিজ্ঞতা। প্রিয় বক্তার মুখনিঃসৃত কথাগুলো অমৃত সমান মনে হয়েছিল। সারা সভাগৃহ যেন আলোকিত হচ্ছিল ওনার রূপের ছটায় ও মনোমুগ্ধকর বাগ্মীতায়।আজও মনে পড়ে দিনটির কথা।
Hare Krishna 🙏 Swami sarbopryanada; apnake sasroddho pronam. Jivone onek kichu kaj kori ; dekhi ; suni; but moner ekagrota ( concentrate ) kono kono subject a anayase ese jay. For example du ekta game er kingba interesting subject er khetre concentrate hoy. But Apnar speach ami jokhon e suni kemon jeno montro mogdher moto suni. Kathamrita emon ekta subject jar kono tulona hoy na. Thik sei rakam amar concentrate ese jay apnar speech sunte sunte.& Seta sunte sunte confidence level onek upore uthe jay .... Swami Vivekanandaer sei " otho; jago " mantra jeno monke suddenly active kore tole. Onek onek dhonyobad maharaj apnake.
শতকোটি নমন আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে স্বামী বিশ্বরূপ মহারাজের মতো এতো সুন্দর রত্ন সুপুত্র আমাদের উপহার দিয়েছেন বলে। তাঁর অমূল্য বক্তৃতা রোজ সংসারের কাজে র পর শুনতে প্রাণ চায় ও ভরে যায়। আমি রাঁচিতে ওঁর অপূর্ব প্রবচন শোনার সৌভাগ্য লাভ করেছি এবারের মতো। আমি বেলুড় মঠের জমিতে বেড়ে উঠেছি,ঐ তীর্থস্থানের কাছেই জন্মেছি।এই উদ্দীপক ভাষণ গুলো ঠাকুর শুনতে বলছেন বলে রোজ আমার ট্যাবে চলে আসছে। ভীষণ মিস করছি আমার গুরু ভাই আমার জন্মদাতা অধীর কুমার মুখোপাধ্যায় কে তিনি বেলুড় মঠ শিক্ষক শিক্ষণ মন্দিরের প্রথম অধ্যক্ষ ছিলেন,আর আমার কাকা দেবকুমার ও মা আমি মাকে, যাদের আমি এই অসাধারণ বক্তব্য গুলো শেয়ার করতে পারলাম না।সবাই ওপরে ঠাকুরের পায়ের কাছে বসে শুনছেন। আমি ও দেড়ঘন্টা ধরে মশার কামড় খেয়ে শুনে ধন্য হলাম।সহস্র প্রনাম মহারাজ!
দারুণ নিখুঁত অপূর্ব অপূর্ব মহারাজ। একজন সাধারন মানুষ ও আপনার বক্তব্য শুনে নিজেকে বা নিজের জীবন কে তৈরী করে নিতে পারে। ছাত্র যুবক মধ্য বয়স্ক অপূর্ব মহারাজ। ঈশ্বর আপনাকে সুস্থ দীর্ঘ জীবন দান করুন সমাজ সংসার মানুষ সমৃদ্ধ হোক। প্রণাম ।
প্রণাম মহারাজ । আমরা কিছুদিন ভুবনেশ্বর এ ছিলাম । আমরা পলাশ পল্লী তে থাকতাম । প্রতিদিন বিকেলে হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট এর fencing এর পাশে দাঁড়িয়ে প্লেন ওঠা নাবা দেখতাম । আপনি একজন প্রকৃত সন্যাসী । আপনার হাসিমুখ এবং কথা মুগ্ধ হয়ে শুনি । আপনি যুগে যুগে আমাদের মাঝে থাকুন । আপনার সাহচর্য এবং বক্তৃতা মানুষকে আদর্শে অনুপ্রাণিত করবে । নরেন্দ্রপুর এ আপনাকে সামনে দেখে ও বক্তৃতা শুনে নিজেকে ধন্য মনে করেছি । স্বামী বিবেকানন্দ যেন পুনরায় জন্ম নিয়েছেন ।
আমি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে পড়বার সময় স্বামীজির সান্নিধ্য পেয়েছিলাম, আমার জীবনের আদর্শ ব্যক্তিত্ব, সজ্জন, সুবক্তা , সর্বপরি ছাএদরদি ছিলেন ।আজ আমি একটা বিদ্যালয়ে শিক্ষকতা করছি, যার অনুপ্রেরণা পেয়েছি স্বামীজির থেকে ।স্বামীজিকে আমার প্রণাম 🙏
সবসময় সফল হওয়া কতটা বাস্তবিক জানি না তবে সন্তান দের জীবনের ব্যার্থতাকে গ্রহণ করার ও তা থেকে শিক্ষা নেওয়া র শিক্ষা দেওয়াটা বেশী প্রয়োজন মনে করি, মহারাজ জী। আমার প্রণাম নেবেন।
স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের বক্তব্য আমি মোবাইলে কিছুদিন ধরেই শুনছি আমার খুব ভালো লাগে। ওনার বোঝানো এত সুন্দর যে মনে হয় আমার ৭৩বছর বয়সে এসেও আমি একজন ভালো শিক্ষক পেলাম। আমার ও ওনার পায়ে হাত দিয়ে প্রনাম করতে ইচ্ছা হয় । কিন্তু তার তো আর সুযোগ পাব বলে মনে হয় না।
I & MY Entire BIG family Follwers of Ramkrisna Mission. Now, I AM 66, STILL VERY 2 ACTIVE PHYSICALLY, PROFESSIONALLY, MENTALLY & VISIT PAN-INDIA, NOT ONLY CITIES, VILLAGES, ON MY PROFESSIONAL REQUIREMENTS. ALSO, GENERATES OPPORTUNITIES OF EMPLOYMENTS, WHICH ARE NOW VERY SCARED A DAYS, SPL.IN INDIA
মহারাজ কি আর বলি, অনেক কিছু ই তো বলতে ইচ্ছে হয়, একটা ই কথা আমরা ছোট বেলায় কেন আপনাকে পাই নি? আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহন করবেন। এই বয়সে এসেও অনেক অনেক কিছু জানলাম শিখতে চেষ্টা করছি আপনার অতি মূল্যবান তথ্য থেকে। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি র শ্রীচরণে আপনার দীর্ঘায়ু কামনা করি । হ্যাঁ সত্যিই মহারাজ এই পৃথিবীর অনেক অনেক প্রয়োজন আপনার মতো একজন সত্যিকারের জ্ঞান ও অভিজ্ঞতায় সম্পৃক্ত মানুষের।🙏🌹🙏
সর্বপ্রিয়ানন্দ মহারাজ, আজ অধরা মাধুরী ভরেছি ছন্দবন্ধনে। আমার মতো অশিক্ষিত দের শিক্ষিত ক'রতে আপনার এই পিপিলিকা থেকে এলিফ্যান্ট এর অসাধারণ ক্লাস কবে কখন কোথায়-- শুনে নিজেকে ঋদ্ধ ও সমৃদ্ধ ক'রতে চাই। সুযোগ চাই, সুযোগ দিতে হবে। অবহেলা ক'রে দূরে সরিয়ে দিলে মানছি না, মানবো না। তবে রাতে আমার Internet খুবই বাধ্য এবং লক্ষ্মী। কখনও রাত দু'টো তো বেজেই যায় ! ভীষন ভাল থাকবেন। কী অসাধারণ বাঙ্মিতা। The way of delivery! Pin drop silence er majhe besh Hriday khola Ananda. একটা উপলব্ধি একটা আবেগ কেমন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ! মহারাজ কী লিখি তোমায়! সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম তোমায়। ছন্দোবদ্ধ বন্ধনে বন্ধিব তোমায়।
শ্রদ্ধেয় মহারাজ ! আমার আজ সারা সকাল মনে ধ্যানে একটাই ছবি ভাসছে সর্বপ্রিয়ানন্দজী মহারাজ কে কোথায় পেতে পারি, আগে ফেসবুক খুললেই ওনার সত্যজ্ঞানের আলো ছড়ানো দেখতে ও শুনতে পেতাম। বিশ্বাস করুন পূজো সেরে বসেছি ফোন খুলতেই দেখি আমাদের সবার প্রিয় স্বামী অপার আনন্দ। মনটা খুশীতে ভ'রে গেল। শ্রদ্ধাভারে অবনত হৃদয় উজাড় করা শুভ বিঁজয়ার আ-ভূমি অবনত শ্রদ্ধাপূর্ণ প্রণাম, শুভেচ্ছা , ভালবাসা ও আন্তরিক অভিনন্দন জানালাম আপনাকে । মহারাজ! আমি মনে করি বিঁজয়া মানে বিসর্জন নয় আবার আগামীতে আগমন নিয়ে নতুন জীবন ! ভাল থাকবেন সকলকে আপনার গুণমুগ্ধ ভাষনে ভাল রাখুন ঋদ্ধ হই সমৃদ্ধ হই।
Sir.....I totally astonished to listen almost 01 hour this lecture. Fully minblowing. Ami puru video tai dekhlam aktana. Sir...these all of your words will must change anybody's life in this world if he/she have much confident & focus with great patient on each your words sir this lecture. Greate salute to you honorable sir. I am telling from Bangladesh.
🙏 , koto kothin kotha, sahoj kore bujie diecchen. Sob School er system e ekta kore period jodi korano hoto ei vabe somaj er andhokar dur hoto. Somaj onek tai sustho hoto🙏
মহারাজের কঠিন কথাগুলি এমনভাবে বললেন শ্রদ্ধায় মন যেন কানায় কানায় ভরে উঠে প্রনাম মহারাজ মনে পড়ে এই মঠে একদিন মায়ের নামে মানসিক শোধের জন্য 2য় বার শাড়ি কিনতে ৫00 টাকা দিতে গিয়ে খুব অপমানিত হয়ে ছিলাম যদিও আগে গরদ দিয়েছি মহারাজের কাছে আশীর্বাদ চাই এই মন খারাপ যেন ভুলতে পারি এমন দেবতুল্য মহারাজ ঐ মঠের মানুষ প্রনাম নেবেন
Intermittent attention আমাদের দৈনন্দিন কাজে হয় । আমরা সংসারের কাজ করতে করতে অন্য কাজেও মন দিই । রান্না করতে করতে হঠাৎ ফোন ধরলাম , কথা বলে আবার রান্নায় চলে এলাম । আমরা তো সাধারণ মানুষ ।
ব্যক্তি বিষয়ে সুসঙ্গঠিত বিভিন্ন ভালো ও মন্দদিকের বিভেদ সম্বন্ধে পরিষ্কার ধারনা অবগত হলাম ।মানুষ সুন্দর হবার বিভিন্ন প্রকৃয়া অবগত হলাম ।বক্তব্য মুগ্ধ হয়ে শুনলাম , উদ্দিপক ও নির্মল ভাষা শৈলি ।ধন্যবদ ।
সর্বাপ্রিয়নন্দ মহারাজের প্রথম বক্তৃতা শুনেই তার ভক্ত হয়ে গেছি৷ সালাম রইলো মহারাজ৷ স্রষ্টা আপনাকে দীর্ঘজীবি করুক৷
এবার একটু বাংলাদ্যাশ বা ফুরফুরার হুজুরের ওয়াজ শুনে দেখুন দেখি কেমন লাগে!!!
মহারাজ প্রণাম নেবেন 🙏🙏, আপনার জ্ঞানের গভীরতা, মুগ্ধ হয়েগেলাম, ঠাকুর আপনাকে দীর্ঘায়ু করে দিন, প্রার্থনা করি।
সর্বপ্রিয়ানন্দ মহারাজ যেন সাক্ষাৎ চৈতন্য দেব। রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে বি. এড. পড়ার জন্য ইন্টারভিউ দিতে গিয়ে দরজা ঠেলে প্রবেশ করেই মহারাজকে প্রথম দেখেই মনে হয়েছিল, সামনে সাক্ষাৎ চৈতন্য দেব বসে আছেন। এত সুন্দর অপূর্ব রূপ! পরে প্রথম দিন মন্ত্রমুগ্ধ করা ক্লাসের পর জানলাম, মহারাজের ডাকনাম বিশ্বরূপ মহারাজ। বুঝলাম, আমার প্রথম অনুভূতি ভুল নয়। সত্যিই যে একবার মহারাজের সান্নিধ্য পাবেন, সামনে থেকে বক্তব্য শুনবেন, মুগ্ধ হয়ে যাবেন।
Don't say chaitanya ... Don't compare him with onther 😶🙄
বিশ্বরূপ তো চৈতন্যের ই প্রতিরূপ।
আপনি ঠিকই বলেছেন। সাক্ষাৎ স্বামীজীর একান্ত আশীর্বাদ স্বরূপ এক শিষ্য স্বরূপ। খুবই চৈতন্য ময় আনন্দরূপ। আমি সামনে থেকে দেখেছি অপূর্ব সুন্দর অসাধারণ অনন্য এক মহারাজের সান্নিধ্য পেয়েছিলুম। নমস্কার জানাই আমার
@@polabasu1137 unar katha sunle mane ekta prosanti ase kichhu eman nanus amader samaje thakle kuchhuta badal hato nana kaje
@@polabasu1137 unake bhakti purno pranam janalam
@GOLPER JHULI Bengali Audio Story mool
প্রণাম মহারাজ। আপনার কথা যত শুনছি, ততই সমৃদ্ধ হচ্ছি...
জীবনের শেষ প্রান্তে এসে আপনার মূল্যবান কথাগুলো শুনছি।খুব আফসোস হয় কতটুকু কাজে লাগাতে পারব। আবার ভাবি It is better to be late than never. আমার আভূমি প্রণাম জানাই মহারাজ। আপনি সুস্থ থাকুন।আপনার মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়ুক স্বামীজীর বেদান্তবানী।
শ্রদ্ধেয় সর্বপ্রিয়ানন্দ মহারাজ জী কে আমার ভক্তি পূর্ণ প্রনাম জানাই।
ওনার বক্তব্যের সাথে যুক্ত হ'তে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
আমার কলেজ জীবনে ( ১৯৭৭-৭৯ ), ডিহি এন্টালি রোডে
অদ্বৈত আশ্রমে, প্রতি শুক্রবার বিকেলে এক ঘন্টার জন্য এক মহারাজ , স্বামী আত্মানন্দ জী ( খুব সম্ভবত ) স্বামী বিবেকানন্দ কে নিয়ে আলমোড়া থেকে কন্যাকুমারী, আমাদের সবার মনঃচক্ষে ছবির মতো দৃশ্যমান হোত ।
ব্রহ্মচারী বিদ্যুত, আমার কলেজ বন্ধু নিয়ে যায়
ঐ আশ্রম লাইব্রেরি সদস্য ছিলাম সেজন্য ও সম্ভব হয় ।
জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ জয় শ্রী শ্রী মা সারদা মনি র জয়, জয় স্বামী বিবেকানন্দ কে আমার ভক্তি পূর্ণ প্রনাম জানাই। ♥️♥️♥️🌺🙏🏻🙏🏻🙏🏻🌺♥️♥️♥️
সর্বপ্রিয়ানন্দজী আমার খুব প্রিয় একজন স্বামীজী। অসাধারণ বলেন। আমি উনার প্রচুর ভিডিও দেখি।
আপনার বক্তৃতা যত শুনি ততই ভালো লাগে,কি অসাধারণ জ্ঞান আর তেমনই আপনার বাগ্মিতা।🙏🏻🙏🏻🙏🏻
অসাধারণ, খুব সুন্দর, সহজ ও সত্যি কথা, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল
বক্তৃতাটি রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সভাগৃহে দিয়েছিলেন। ওইসময় বিদ্যামন্দিরের ছাত্র হওয়ার সুবাদে এই বক্তৃতাটি সামনাসামনা বসে শোনার সৌভাগ্য হয়েছিল। সে এক স্মরণীয় অভিজ্ঞতা। প্রিয় বক্তার মুখনিঃসৃত কথাগুলো অমৃত সমান মনে হয়েছিল। সারা সভাগৃহ যেন আলোকিত হচ্ছিল ওনার রূপের ছটায় ও মনোমুগ্ধকর বাগ্মীতায়।আজও মনে পড়ে দিনটির কথা।
Sotti khub vaggoban apni.
Sotti koto lucky ..God bless you abundantly
Khube sundar
@ashar pradip ♥️
😊😊😊p 23:20 p
প্রণাম মহারাজ প্রণাম 🙏🏼 আপনার দর্শন ও সাক্ষাৎ পেতে আমার মন ভীষণ ভাবে উদগ্রীব।🙏🏼🙏🏼🌹🌹🙏🏼🙏🏼
অপূর্ব সুন্দর বক্তৃতা, যখনই শুনি যতবার শুনি ততবারই মন্ত্রমুগ্ধ হয়ে যাই। আমি এখনও ওনাকে চোখে দেখিনি,কিন্তু ভিডিও দেখে মনে হয় সত্যিই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখলুম। মহারাজের পাদপদ্মে অশেষ ভক্তিপূর্ণ সহস্র কোটির অধিক প্রণাম জানাই 🙏
বান্দরবান মিশন থেকে আপনাকে শুভ প্রণাম জানাচ্ছি , বাংলাদেশের নৈসর্গিক লীলাভূমি বান্দরবানে আপনাকে স্বাগতম
খুব সুন্দর অভিজ্ঞতা উনার বক্তব্য সর্বদা আমার আকৃষ্ট করে। (১০০০ নম্বরে মন্তব্য করছি)
পূজনীয় মহারাজের এই বক্তৃতা যতবার শুনি ততবার ভাল লাগে।অসাধারণ 🙏🙏🙏
মহারাজ আপনার অস্তিত্ব সাক্ষাৎ ঈশ্বর দর্শন করায়।
Hare Krishna 🙏
Swami sarbopryanada; apnake sasroddho pronam. Jivone onek kichu kaj kori ; dekhi ; suni; but moner ekagrota ( concentrate ) kono kono subject a anayase ese jay. For example du ekta game er kingba interesting subject er khetre concentrate hoy. But Apnar speach ami jokhon e suni kemon jeno montro mogdher moto suni. Kathamrita emon ekta subject jar kono tulona hoy na. Thik sei rakam amar concentrate ese jay apnar speech sunte sunte.& Seta sunte sunte confidence level onek upore uthe jay .... Swami Vivekanandaer sei " otho; jago " mantra jeno monke suddenly active kore tole.
Onek onek dhonyobad maharaj apnake.
শতকোটি নমন
আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে স্বামী বিশ্বরূপ মহারাজের মতো এতো সুন্দর রত্ন সুপুত্র আমাদের উপহার দিয়েছেন বলে। তাঁর অমূল্য বক্তৃতা রোজ সংসারের কাজে র পর শুনতে প্রাণ চায় ও ভরে যায়। আমি রাঁচিতে ওঁর অপূর্ব প্রবচন শোনার সৌভাগ্য লাভ করেছি এবারের মতো। আমি বেলুড় মঠের জমিতে বেড়ে উঠেছি,ঐ তীর্থস্থানের কাছেই জন্মেছি।এই উদ্দীপক ভাষণ গুলো ঠাকুর শুনতে বলছেন বলে রোজ আমার ট্যাবে চলে আসছে। ভীষণ মিস করছি আমার গুরু ভাই আমার জন্মদাতা অধীর কুমার মুখোপাধ্যায় কে তিনি বেলুড় মঠ শিক্ষক শিক্ষণ মন্দিরের প্রথম অধ্যক্ষ ছিলেন,আর আমার কাকা দেবকুমার ও মা আমি মাকে, যাদের আমি এই অসাধারণ বক্তব্য গুলো শেয়ার করতে পারলাম না।সবাই ওপরে ঠাকুরের পায়ের কাছে বসে শুনছেন। আমি ও দেড়ঘন্টা ধরে মশার কামড় খেয়ে শুনে ধন্য হলাম।সহস্র প্রনাম মহারাজ!
দারুণ নিখুঁত অপূর্ব অপূর্ব মহারাজ। একজন সাধারন মানুষ ও আপনার বক্তব্য শুনে নিজেকে বা নিজের জীবন কে তৈরী করে নিতে পারে। ছাত্র যুবক মধ্য বয়স্ক অপূর্ব মহারাজ। ঈশ্বর আপনাকে সুস্থ দীর্ঘ জীবন দান করুন সমাজ সংসার মানুষ সমৃদ্ধ হোক। প্রণাম ।
ভালো লাগল।
প্রনাম মহারাজ।খুব ভালো লাগলো আপনার এই speech।
এই কথা গুলো শুনে আমার খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।
প্রণাম মহারাজ । আমরা কিছুদিন ভুবনেশ্বর এ ছিলাম । আমরা পলাশ পল্লী তে থাকতাম । প্রতিদিন বিকেলে হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট এর fencing এর পাশে দাঁড়িয়ে প্লেন ওঠা নাবা দেখতাম । আপনি একজন প্রকৃত সন্যাসী । আপনার হাসিমুখ এবং কথা মুগ্ধ হয়ে শুনি । আপনি যুগে যুগে আমাদের মাঝে থাকুন । আপনার সাহচর্য এবং বক্তৃতা মানুষকে আদর্শে অনুপ্রাণিত করবে । নরেন্দ্রপুর এ আপনাকে সামনে দেখে ও বক্তৃতা শুনে নিজেকে ধন্য মনে করেছি । স্বামী বিবেকানন্দ যেন পুনরায় জন্ম নিয়েছেন ।
প্রণাম মহারাজ ।যত দিন বাঁচি , তত দিন শিখি । আপনাকে শোনা আমার adiction. বয়স কোনো ব্যাপার ই নয় । ভোরে উঠে যেই দেখি বেঁচে আছি , শেখা শুরু ।
Howrah
Koto kichu janchi khoob valo lagche
Q
*
Very good
Apurbo
Khub bhalo laglo Maharaj ji
Amar pronam neben.
Joy thakur joy ma joy swamijii
আমি মুসলিম, আমি স্বামী সর্বপ্রিয়ানন্দ জি বক্তব্য শুনি, আমার অনেক ভালো লাগে,মনোমুগ্ধকর
মানুষের কথা বলেন উনি।
অপুর্ব ব্যাখ্যা করবার কৌশল। মুগ্ধ হয়ে গেছি। পরনাম মহারাজ। আপনার দীঘায়ু কামনাকরি। আপনি এভাবেই আমাদের সমৃদ্ধ করুন। জয়মা, জয় ঠাকুর। জয় সামিজী। ধন্যবাদ মহারাজ।
অসম্ভব জুক্তিসঙ্গত ও সুন্দর ব্যাখ্যা । শ্রধ্যা ও ভক্তি জানাই। ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
নিঃসন্দেহে আমার জীবন পরিবর্তনকারী বক্তব্য এটি।
My sincere Regards for our Great Sarvapriyananda - Superbly expressed ! Hope Our Present Generation listen to His Appeal.
মহারাজ আপনার এই কথাগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু আমি অতি সাধারণ সব ইংরেজি বুঝতে পারি না তবুও মন ছুঁয়ে যায়
Educative and fruitful teaching,
Pranam Swamijee
প্রণাম মহারাজ, আপনাকে দর্শন করার খুব ইচ্ছা. 🙏🏼🌹🙏🏼🌹🙏🏼
প্রাণ ভরে গেল🙏🙏
অসাধারণ!!সমৃদ্ধ হলাম।সশ্রদ্ধ প্রণাম জানাই মহারাজ । 🙏🙏🙏
আমি রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে পড়বার সময় স্বামীজির সান্নিধ্য পেয়েছিলাম, আমার জীবনের আদর্শ ব্যক্তিত্ব, সজ্জন, সুবক্তা , সর্বপরি ছাএদরদি ছিলেন ।আজ আমি একটা বিদ্যালয়ে শিক্ষকতা করছি, যার অনুপ্রেরণা পেয়েছি স্বামীজির থেকে ।স্বামীজিকে আমার প্রণাম 🙏
আপনার কন্টাক্ট নাম্বারটা দেন
মহারাজ আপনি আমার প্রণাম নিবেন। আপনার কথাগুলো শুনলেই মনে অদ্ভুত এক শান্তি অনুভব করা যায়।🙏🙏
বলার কোনো ভাষা নেই
পূজনীয় মহারাজ আপনি আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনে জীবনকে সুন্দর করে তোলার স্বপ্ন দেখি সম্মোহন দাস রতনপুর সাগরদীঘি মুর্শিদাবাদ
Nabo Vivekananda, Apnare Sohoshro Pronam🙏
মুগ্ধ হয়ে শুনলাম। এমন পাণ্ডিত্য ও সরল বিশ্লেষণ মনকে আবিষ্ট করে দিল। প্রণাম নেবেন মহারাজ 🙏
অসাধারণ । দারুণ , subject শুনতে শুরু করলে, non-stop শুনতেই হবে। ❤️🙏
হে ঠাকুর মনের একাগ্রতা দাও!
ঠাকুর মন কে “তেলের ধারা ” র মতন, করে দাও! 🌷👏
"ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে.. ”🌷👏
🙏🙏❤
সত্যি বলছি, আপনার কথা গুলো মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়,যেটা মানুষ কে ভাবিয়ে তুলার মতো।
সবসময় সফল হওয়া কতটা বাস্তবিক জানি না তবে সন্তান দের জীবনের ব্যার্থতাকে গ্রহণ করার ও তা থেকে শিক্ষা নেওয়া র শিক্ষা দেওয়াটা বেশী প্রয়োজন মনে করি, মহারাজ জী।
আমার প্রণাম নেবেন।
🙏🙏🙏🙏
সবসময় মহারাজের মুখে পাঠ শুনে মন ভরে গেল 🙏🏻🙏🏻🙏🏻 চৈতন্য মহাপ্রভু
স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের বক্তব্য আমি মোবাইলে কিছুদিন ধরেই শুনছি আমার খুব ভালো লাগে। ওনার বোঝানো এত সুন্দর যে মনে হয় আমার ৭৩বছর বয়সে এসেও আমি একজন ভালো শিক্ষক পেলাম। আমার ও ওনার পায়ে হাত দিয়ে প্রনাম করতে ইচ্ছা হয় । কিন্তু তার তো আর সুযোগ পাব বলে মনে হয় না।
Thik bolachen, jibone sekhar kono age hoy na, ai prithibite kato kichu sekhar ache, janar ache.....bhalo thakben
মন অস্থির ছিল। মহারাজের কথা শোনার পর অনেকটা শান্তি পেলাম।
বিবেকানন্দ সমো অনুভূতি হলো।
Pronam Samiji.I never tired of listening your speech.
I am proud of Maharaj coz I belong to Cuttack as Maharaj was also the same place.Yes I do agree Swami Sarbapriya nanda Maharaj is shaksad Narayan!
অসাধারণ মহারাজ ,শতকোটি প্রনাম জানাই 🙏🙏🙏🙏🙏🙏🙏 আপনাকে
I & MY Entire BIG family Follwers of
Ramkrisna Mission. Now, I AM 66, STILL VERY 2 ACTIVE PHYSICALLY,
PROFESSIONALLY, MENTALLY & VISIT PAN-INDIA, NOT ONLY CITIES,
VILLAGES, ON MY PROFESSIONAL
REQUIREMENTS. ALSO, GENERATES OPPORTUNITIES OF EMPLOYMENTS, WHICH ARE NOW
VERY SCARED A DAYS, SPL.IN INDIA
প্রণাম 🙏পূজনীয় স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ
প্রনাম নেবেন মহারাজ🙏
Hari 🕉 pronam sawmije
মহারাজ আজ প্রথম আপনাকে শুনলাম, আমি মোহিত হয়ে শুনছিলাম আপনাকে। আরও শুনতে চাই।
স্যার আপনি আমার প্রণাম নেবেন ..... আমি আপনাকে মুগ্ধ হয়ে শুনি ...... আমি আপনার সান্নিধ্যে থাকতে চায় ..... পারলে আপনি উত্তর দিবেন 🙏🙏🙏
আমিও 🥰
অপূর্ব সুন্দর কথা। প্রণাম নেবেন মহারাজ। খুব ভালো থাকুন ❤️🙏❤️
মহারাজ কি আর বলি, অনেক কিছু ই তো বলতে ইচ্ছে হয়,
একটা ই কথা আমরা ছোট বেলায় কেন আপনাকে পাই নি?
আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহন করবেন।
এই বয়সে এসেও অনেক অনেক কিছু জানলাম শিখতে চেষ্টা করছি আপনার অতি মূল্যবান তথ্য থেকে।
শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি র শ্রীচরণে আপনার দীর্ঘায়ু কামনা করি ।
হ্যাঁ সত্যিই মহারাজ এই পৃথিবীর অনেক অনেক প্রয়োজন আপনার মতো একজন সত্যিকারের জ্ঞান ও অভিজ্ঞতায় সম্পৃক্ত মানুষের।🙏🌹🙏
Swami Ranganathananda ji r katha mone pore jacche kivabe sakole onar speech shonar jonye wait korto.uni sabar katha vebe class niten.
Ki Asadharan delivery.
মন্ত্র পাওয়ার মতন এ ও এক আনন্দ পাওয়ার যন্ত্র। শুধু মুগ্ধতা!
সর্বপ্রিয়ানন্দ মহারাজ, আজ
অধরা মাধুরী ভরেছি ছন্দবন্ধনে।
আমার মতো অশিক্ষিত দের শিক্ষিত ক'রতে আপনার এই পিপিলিকা থেকে এলিফ্যান্ট এর
অসাধারণ ক্লাস কবে কখন কোথায়-- শুনে নিজেকে ঋদ্ধ ও সমৃদ্ধ ক'রতে চাই। সুযোগ চাই, সুযোগ দিতে হবে। অবহেলা ক'রে দূরে সরিয়ে দিলে মানছি না, মানবো না। তবে রাতে আমার Internet খুবই বাধ্য এবং লক্ষ্মী।
কখনও রাত দু'টো তো বেজেই যায় ! ভীষন ভাল থাকবেন।
কী অসাধারণ বাঙ্মিতা। The way of delivery! Pin drop silence er majhe besh Hriday khola Ananda. একটা উপলব্ধি একটা আবেগ কেমন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে !
মহারাজ কী লিখি তোমায়!
সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম তোমায়।
ছন্দোবদ্ধ বন্ধনে বন্ধিব তোমায়।
শ্রদ্ধেয় মহারাজ ! আমার আজ সারা সকাল মনে ধ্যানে একটাই ছবি ভাসছে
সর্বপ্রিয়ানন্দজী মহারাজ কে কোথায় পেতে পারি, আগে ফেসবুক খুললেই ওনার
সত্যজ্ঞানের আলো ছড়ানো দেখতে ও শুনতে পেতাম। বিশ্বাস করুন পূজো সেরে বসেছি ফোন খুলতেই দেখি আমাদের সবার প্রিয় স্বামী অপার আনন্দ। মনটা খুশীতে ভ'রে গেল।
শ্রদ্ধাভারে অবনত হৃদয় উজাড় করা শুভ
বিঁজয়ার আ-ভূমি অবনত শ্রদ্ধাপূর্ণ প্রণাম, শুভেচ্ছা , ভালবাসা ও আন্তরিক অভিনন্দন জানালাম আপনাকে ।
মহারাজ! আমি মনে করি বিঁজয়া মানে
বিসর্জন নয় আবার আগামীতে আগমন
নিয়ে নতুন জীবন !
ভাল থাকবেন সকলকে আপনার গুণমুগ্ধ
ভাষনে ভাল রাখুন ঋদ্ধ হই সমৃদ্ধ হই।
Excellent. Pronam Moharaj
অসাধারণ!!! প্রণাম মহারাজ।
In fact, I have really & severely become addicted to whatever you speak, Revered Swami Sarbaprianandaji..
কিছু জ্ঞান অর্জন হল ।🙏
প্রণাম মহারাজ|আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনালাম আপনার অমৃত ভাষন,ভক্তিপূর্ণ প্রণাম জানাই মহারাজ|
প্রণাম আপনাকে।
Maharaj is a great and honest teacher.A real friend of mankind
Pranam Maharaj
ওঁ গুরু কৃপাহি কেবলাম্ ...শত কোটি প্রণাম আপনার চরণে 🙏🙏 ....
অসাধারণ বক্তৃতা।
I want to know lecture.
আপনার কথা শুনে মনে হয় ভগবান্ কে দেখছি আর তার কথা শুনছি ভীষণ ভাল লাগছে ভাল থাকবে ন।
মহারাজ আপনার শ্রী চরণে আমার শতকোটি প্রণাম🙏🙏। আপনি মহারাজ ঠাকুরের বরপুত্র।
Can u tell me the English translation of tabe Asi
@@neeramehta1308 to fir chalta hoon
Back Pain Relief Yoga At Home 👇♡
💜 ruclips.net/user/shortsqNDuVV99iXU?feature=share 💜😲
পূজ্যপাদ স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ জী মনোমুগ্ধকর আপনার অসাধারণ বাগ্মীতা, ভীষণ ভাবে আকৃষ্ট হই। আপনার মুখ নিঃসৃত ঠাকুরের পাঠ বিশ্লেষণ অসাধারণ। আমার আভুমিলুন্ঠিত শতসহস্র প্রণাম নিবেদন করি আপনার শ্রীচরণে। আপনি গ্রহণ করবেন মহারাজ 🙏🙏🌺🌺🌼🌼🌹
"মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ ,
তোমায় করি গো নমস্কার . .!" 🙏🙏🙏🙏
প্রসেনজিৎ মন্ডল "মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ ।তো মায় করি গো প্রনাম।।এটা কি রবি ঠাকুরের গানের লাইন
@@roypushpita ঠিকই ম্যাডাম । আমি অফিসের কাজে ফিল্ডে আছি । তাই হয়ত ভুল হতে পারে । সেইজন্য আগেই আন্তরিকভাবে ক্ষমা চাইছি : "মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ / তোমায় করি গো নমস্কার । / এই শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে / তোমায় করি গো নমস্কার ।।" এইরকম আশ্চর্য পংক্তিমালায় ঐশ্বর্যময় "পূজা পর্বের" এই রবীন্দ্রসঙ্গীতটি . .
অবশ্য "গীতবিতানের" কোন গানটাই বা নয় !
Maharaj amar pronam neben. Ashirwad korben. We are all your child.
Sir.....I totally astonished to listen almost 01 hour this lecture. Fully minblowing. Ami puru video tai dekhlam aktana. Sir...these all of your words will must change anybody's life in this world if he/she have much confident & focus with great patient on each your words sir this lecture. Greate salute to you honorable sir. I am telling from Bangladesh.
dhonnobad
*কাফেরদের কথা শুনতে নেই যে*
Now Let this lecture may plz be compared with your hujur's waj lecture in waj mehfil!!!
Maharaj Asadharon....Apnar balar ki apurbo sakti ... Thakur Maa o Swamiji apnake dirghodin sustho rakom... 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤
🙏 , koto kothin kotha, sahoj kore bujie diecchen. Sob School er system e ekta kore period jodi korano hoto ei vabe somaj er andhokar dur hoto. Somaj onek tai sustho hoto🙏
মহারাজের কঠিন কথাগুলি এমনভাবে বললেন শ্রদ্ধায় মন যেন কানায় কানায় ভরে উঠে প্রনাম মহারাজ মনে পড়ে এই মঠে একদিন মায়ের নামে মানসিক শোধের জন্য 2য় বার শাড়ি কিনতে ৫00 টাকা দিতে গিয়ে খুব অপমানিত হয়ে ছিলাম যদিও আগে গরদ দিয়েছি মহারাজের কাছে আশীর্বাদ চাই এই মন খারাপ যেন ভুলতে পারি এমন দেবতুল্য মহারাজ ঐ মঠের মানুষ প্রনাম নেবেন
খুব ভালো লাগল
প্রনাম নেবেন মহারাজ।
প্রণাম মহারাজ। নিজের প্রতি আত্মবিশ্বাস আরও বেড়ে গেলো
প্রনাম মহারাজ । মুগ্ধ হয়ে শুনলাম ।
Intermittent attention আমাদের দৈনন্দিন কাজে হয় । আমরা সংসারের কাজ করতে করতে অন্য কাজেও মন দিই । রান্না করতে করতে হঠাৎ ফোন ধরলাম , কথা বলে আবার রান্নায় চলে এলাম । আমরা তো সাধারণ মানুষ ।
আপনার কাছ থেকে এই Perfect বাস্তবমুখি কথা গুলো শুনে মনটা অভূতপূর্ব পরিবর্তন হয়েগেল স্যার।
Attention is a very good success in every things
মহারাজ আপনাকে প্রণাম। আজ প্রথম আপনার কথা শুনলাম। মুগ্ধ হয়ে গেলাম। আপনার আরো কথা শুনতে চাই।
ব্যক্তি বিষয়ে সুসঙ্গঠিত বিভিন্ন ভালো ও মন্দদিকের বিভেদ সম্বন্ধে পরিষ্কার ধারনা অবগত হলাম ।মানুষ সুন্দর হবার বিভিন্ন প্রকৃয়া অবগত হলাম ।বক্তব্য মুগ্ধ হয়ে শুনলাম , উদ্দিপক ও নির্মল ভাষা শৈলি ।ধন্যবদ ।
*কাফেরদের কথা শুনতে নেই যে*
@@big0561 অন্যের কমেন্ট এর উপর এ ধরনের রিমার্ক করা গ্রহনযোগ্য নয় ।আমি দু:খিত ।
আপনার বক্তব্য শুনে মনেহয় শুনতেই থাকি, সময় কখন চলেযায় বুঝতেই পারি না।
জ্ঞানের আধার, জ্ঞানপিপাসুদের কাছে যেন মনেহয় জ্ঞানের সমুদ্র।
আত্মার শান্তির আধার।
Onake pronam, eto shundor bhabe bujhie bolchen, satti jiboner kajer shurute jodi onake shunte petam anek kichu bodle jeto.
অসাধারন। এই কথা গুলো সকলের শোনা দরকার।
প্রনাম মহারাজ।
এতো সুন্দর করে বললেন প্রণাম জানাই 🙏🏻
সত্যি বলতে বক্তৃতায় খুব একটা মন থাকে না কিন্তু এই বক্তৃতা টি বড় হওয়া সত্বেও একবারো বিরক্তিবোধ মনে হয়নি । টানা শুনে শেষ করে দিলাম। ❤❤
আপনার বক্তৃতা খুব খুব ভালো লাগে মহারাজ।প্রণাম নেবেন।
Maharaj pronamgreatbest ln my lifee
Excellent
🙏🙏🙏🕉🕉🕉Swami sarbapriyananda koti koti namaskar
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🕉
Swamiji Maharaj is an excellent story teller. And through these stories, he conveys his message, the message of GOD.
আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন মহারাজ 🙏 আজ প্রথম শুনলাম আপনার বক্ত্যব্য ।মনপ্রাণ আপ্লুত হয়ে গেল ।🙏🌹
মহারাজ আপনাকে দেখি শুনি আর ভাবি আপনি এত জ্ঞানী তো স্বামীজির জ্ঞানের কি কোনো সীমা ছিল?
সত্যি আপনাকে শুনে মনে হয় আপনি আজকের স্বামী বিবেকানন্দ।
Pranammaharaj
Khub bhalo lagey apnar amulyo speech 🙏🙏Pronam Swamiji 🙏🙏
Yes