দুই মন্ত্রনালয়ের চাপে ভূমি জবর দখলকারীরা।৫০ বছর দখলে থাকলেও জমি ছাড়তে হবে।100%গ্যারান্টি।
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- দুই মন্ত্রনালয়ের চাপে ভূমি জবর দখলকারীরা।৫০ বছর দখলে থাকলেও জমি ছাড়তে হবে।100%গ্যারান্টি।
@STOPTORTUREBD
#দখল পুনরুদ্ধার কিভাবে করবেন
#বেদখল হওয়া জমির দখল পুনরুদ্ধার
#জমির দখল কিভাবে পুনরুদ্ধার করবেন
#অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার
#অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার কি
#জমির দখল পুনরুদ্ধার খুব সহজে কিভাবে করতে পারবেন
#ভূমি
#আইন
#বিধিমালা
আমি বাংলাদেশের মানুষ আমি সবসময় দেখেছি অপরাধী সব ধরনের সুযোগ-সুবিধা পায়।
নতুন আইন পাশ হলো বিধিমালা জারি হলো কিন্তু এখন ও মামলা করা যায়না এটাই বাস্তব সত্য আমি আজকে ও খবর নিলাম
আইন আছে কিন্তু আইনের প্রযোগ নেই।
ধন্যবাদ
মাশাআল্লাহ।
শুকরিয়া জানাই
এখনো একজন জবরদখলকারী জেলে গেলে না এটাই বাস্তব সত্য ।
😂😂😂 সত্যি বলছেন ভাই বাংলাদেশের আইন দূর্বল
রাইট
আইন দূর্বল না।প্রয়োগ নেই।টাকা দিয়ে সব ম্যানেজ হয়ে যায়@@HossainAhmed-b7m
ফাও কথা
"সবচেয়ে বড়ো দুঃখের বিষয় হচ্ছে সব ঠিক থাকা সত্ত্বেও আইনজীবীর মাধ্যমে সঠিক কোনো প্রতিকার পাচ্ছিনা। ১০/১২/১৫ বৎসর যাবত মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে এবং যারা হয়রানি মামলার তদারকি কারী বার বার সময় চেয়ে বাড়তি হয়রানি করছে সেটার জন্য সরকারি সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সু-দৃষ্টি কামনা করছি।"
Assalamualikum SIR,
Important point Gulo tule dhorar Jonno thanks
Right
সিলেট আদালতে মামলা গ্রহণ করছে কি দয়া করে জানাবেন
আইন আছে বিচারক নাই
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহ
এক অফিসের মাধ্যমে,ভূমির সবকাজ করলে, দূনীতির সুযোগ কমে যাবে।
সার আমার ১৫ শতক জমি বে দখল করে রেখেছে দলিল আমার রেকর্ড আছে খাজনা দিয়া আছে গায়ের জোরে দখল করে রেখেছে দখল কারি বেক্তি এলেকার মাস্তান বা লাঠিয়াল বাহিনী কিন্তু সার আমি এখন কত ধারা মতে মামল করবো যদি একটু বলেন
মাঠ রেকর্ড ছাড়া সব আছে নতুন কোন আইনে মামলা করলে যায়গা কি পাওয়া যাবে,,
আমাদের দেশে এসব বলে লাভ নেই
আমাদের মামলায় নামিয়ে এরা টাকা ইনকাম করার দান্দা।
❤❤❤❤❤❤❤
জনাব কত দিন পরে পাব প্রমাণ করতে গেলে কত বৎসর লাগে জানাবেন কত স্টেজ লাগবে
❤❤❤
স্যার কততারিক থেকে কার্যকর হবে
ভাল আছেন তো সার,আপনার ভিডিও দেখি,
কয়দিন পর আবার, সার গ্ৰাম সালিশ বসতে চাচ্ছে না, আমরা সত্য জমি পাই, তাহলে এখন কাজেই আমাদের মামলায় যেতে হয়, আমার বাবা কষ্টে আছে, দাদার জমি ফেলে
আসসালামুয়ালাইকুম
ভাইরাল হওয়ার জন্য কথা না বলে আগে বিধি গুলো কার্যকর করুন হয় এই কথা গুলে ফাকা আওয়াজ ছাড়া কিছু ই না
Amar dadar sompod cs ter nama kintu jobor dokol kari bolca onno r akjonar kacthaka dolil kora nin
Agula bua
ভাই আমি আপনার সাথে দেখা কতে চাই কি বাবে আসুম
অকার্যকর দলিল দিয়ে জমি দখল করলে ও ভূমি অফিস হতে এই অকার্যকর দলিল এর বিপরীতে mutation khatian করে জমি জব্বর দখল করলে কি ব্যবস্থা নিতে হবে। জবর দখলকরি জেলে যাচ্ছে না বলে জমি দখল চালিয়ে যাচ্ছে।
স্যার আপনার কাছে আমার একটি প্রশ্ন: একটি লোক ওয়ারিশ সূত্রে তিনটি খতিয়ানে জমি পাবে। সেই লোকটি দুইটি খতিয়ানের জমি একটি লোকের কাছে বিক্রি করেন। যে লোকটি দুইটি খতিয়ানের জমি ক্রয় করলো সে লোকটি বেআইনিভাবে দলিলে বেশি বেশি জমি উল্লেখ করে নেয়। এখন আমার প্রশ্ন: যে দুইটি খতিয়ানের জমি বেশি বেশি করে দলিলে উল্লেখ করে নিলো সেই বেশি জমি কি আরেকটি খতিয়ানে পুরণ দেয়া সম্ভব । তিন নাম্বা খতিয়ানে জমি আরেকটি লোকের কাছে বিক্রি করেছে। এখন যারা দুটি খতিয়ানে জমি ক্রয় করেছে তারা তৃতীয় খতিয়ানে জমি পূরণ চলছে কিন্তু দলিলে সেই (খতিয়ানের নাম্বার। মৌজা নাম । দাগ নাম্বার) কোন কিছুই নেই।
সালামালাইকুম স্যার ছবি এড আছে অনেক মেসেজ করছি আপনার শোনেন না দয়া করে শুনবেন
নতুন আইনে মামলা করা যায় না কেন?
স্যার আপনার কথা তো শুনতেছি আপনারা যা বলতেছেন শুনতেছি কিন্তু এটার তো কোনো প্রতিফলন দেখতেছি না।
আমার নামে সি এস ধারাবাহিকতায় আর এস রেকর্ড দলিল, এর পর অন্যরা বি আর এস রেকর্ড করে নিয়ে গেছে আর আমাকে দখলেও সেই নাল জমিতে কিছু করতে দেয় নাই,এখন সেই সব জমিতে বিল্ডিং, এখন করনীয় কি, এসি ল্যান্ড বি আর এস নামজারি মিউটেশন দিচ্ছে না যেহেতু অন্যরা বি আর এস রেকর্ড করে বসে আছে। এখন করনিয় কি নতুন আইনে
স্যার আপনার চেম্বারটা কোথায়
আমাদের খতিয়ানে ৪টা গ্রুব ১ম গ্রুপের অংশ ৭ আনা দখল ৫আনা ২য় গ্রুপ অংশ ৫ আনা দখল ৬আনা ৩য় ও ৪থ গ্রুপ এরও অংশ দখল গড়মিল ১ম গ্রুপ ১৯৮০ সনে আদালত করে ১ম ও২য় গ্রুব বাদী ১৯৮৫ সালে ২য় গ্রুপ বরননামা দিয়া বিবাদী হয় তারপর থেকে বাদী আদালতে অনুপস্হুিত থাকে ১৯৮৫ সালে মামলা খরোচ সহ খারিজ এরপর আর কোন আদালত হয়না এখোন ১ম গ্রুব অংস দিয়া নামজরি করতে গারবে?
Mamlai to nai na
এক শত বছরেও পারবেনা
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাতিলের জন্য মামলা দায়ের করেছি স্যার। এটা কি কার্যকর হবে স্যার।আর এসব সি এস আমার দাদার নামে। এখন জেলা প্রশাসক এর নামে আছে কি করবো স্যার। আমি একজন সেনাবাহিনীর সার্জেন্ট, আমার বাবা ও সেনাবাহিনীর সার্জেন্ট ছিলেন, মৃত্যু বরণ করেছেন। এখন কি করতে পারি দয়া করে জানাবেন প্লিজ।
রেসপন্ডেন্ট এর বিরুদ্ধে জেলা প্রশাসক সহ তফশিলদার ইউনিয়নভূমি ১ থেকে ৫ নং বিবাদী করে দেওয়ানি আদালত যুগ্ম জেলা জজ আদালত একটা মামলা দাখিল করেন যদি আপনার ডিএস খতিয়ান বা ডিএস দলিল থাকে
স্যার আমার জন্ম হয়েছে ১৯৫২ সালে ইং প্রতি বন্দী বাব দাদার ১৯৫৭ সালে ইং আগে পরলোকগমন করেন কেউ নে প্রতিবেশি সি এস মালিক কে পিতা বানিয়ে এসএ রেকর্ড করে আবার হাল রেকর্ড করে স্যার আমার বাবা যখন মারা যায় তখন তার ঘর থেকে দলিল কাগজ নিয়ে যায় তার আমার কাছে আছে দাদার হেবা দলিল ১৯৩০ সালে ইং দলিল স্যার আমি কি নতুন আইন সুবিধা পাবে কি না দোয়া করে জানাবেন
জনাব কেউ জাল দলিল করলে তার কত বছরের শাস্তি হতে পারে দয়া করে বলবেন
এটা আমাদের দেশের জন্য হাস্যকর ব্যাপার
স্যার দখল কারী জমি দখল করে আছে। আমি মামলা করলে রাজশাহী জেলার বাগমারা এসি ল্যান্ট অফিসের একজন সাভে'য়ার তদন্ত করে দখলকারীর নামে তদন্ত প্রতিবেদন দাখিল করে। আপনার কথা সত্য হলে কিভাবে পক্ষে প্রতিবেদন দেয়?
সব পেপার আমাদের, মামলা দিছি ৪ বছর হলো। এখনো জমি ফেরত পাওয়ার খবর নাই।
স্যার, আমার নানীর নামে সিএস রেকর্ড। নানী জমি বিক্রয় করেনি। এসএ রেকর্ড অন্যের নামে এবং তিনি সে জমি ১০/১২ জন লোকের কাছে টুকুরো টুকরো করে বিক্রয় করেছে। বর্তমানে জমি আরএস রেকর্ডে নতুন ক্রেতাদের নামে। এখন এ জমি কি ফিরে পাবার কোন ব্যবস্থা আছে।
এসব জমি ভাই ভিডিও দেইখা লাভ নাই কারন এগুলা সিস্টেমেটিক ওয়ে তেই বিক্রি হয়ে গেছে এসব আইনজীবীরা এসব ভিডিও করেই মূলত যেন তাদের কাছে গিয়ে কিছু টাকা খোয়ান।