শিলিগুড়ি ঘুরলাম দুই বন্ধু । নেতাজি কেবিন । হংকং মার্কেট । কুড়কুড়ে মোমো

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии •

  • @explorershibaji
    @explorershibaji  5 месяцев назад +116

    ভিডিওটা ভালো লাগলে শিলিগুড়ির বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না প্লিজ 😊 পরের পর্বে থাকবে জলপাইগুড়ি। পরের পর্ব শনিবার রাতে। ভালো থাকবেন সকলে।

    • @PamajitRoy
      @PamajitRoy 5 месяцев назад +1

      আমারো বাড়ি ময়নাগুড়ি দাদা ❤️❤️

    • @Rituparnapaul_18
      @Rituparnapaul_18 5 месяцев назад +1

      Amr bari slg dada

    • @alikraha7406
      @alikraha7406 5 месяцев назад

      Age janle dekha kortam, amr bari Jalpaiguri.

    • @arnabbose4332
      @arnabbose4332 5 месяцев назад

      Akdom..... Ei series ta akdom notun moroke. Darun packaging.....

    • @titashsarkar6845
      @titashsarkar6845 5 месяцев назад

      Opekkhay Roilam Dada 😊👍

  • @dr.mowsumedatta3556
    @dr.mowsumedatta3556 5 месяцев назад +26

    শিলিগুড়িকে আপনাদের ভিডিও তে দেখানোর জন‍্য অনেক ধন‍্যবাদ 🙏আমি শিলিগুড়ির বাসিন্দা বলে শিলিগুড়িকে নিয়ে গর্ব বোধ করি😊

  • @shubhadiplaha8210
    @shubhadiplaha8210 5 месяцев назад +8

    এতদিন আপনাদের চ্যানালের বিভিন্ন জায়গার ভিডিও দেখেছি, নিজের শহর শিলিগুড়ির ভিডিও দেখার অনুভূতিই আলাদা, সেই চেনা রাস্তা, সেই চেনা অনুভূতি, ভাল থেকো আমার ভালবাসার শহর শিলিগুড়ি❤❤❤❤

  • @aparnanath5478
    @aparnanath5478 5 месяцев назад +19

    সত্যিই বহুবার শিলিগুড়ির উপর দিয়ে যাওয়া হলেও কোনোদিনই আলাদা করে ঘোরা হয়নি ।।তবে হর্নের আওয়াজ সত্যিই কানে লাগছিল।।

  • @sanjaydhar3829
    @sanjaydhar3829 5 месяцев назад +6

    হাওয়াই চপ্পল আর ছাতা নিয়ে যা বললেন সেটা একদম আমাদের অনুভূতি। খুব ভালো থাকবেন দুজনে with family❤❤

  • @rituparnabhattacharyya7427
    @rituparnabhattacharyya7427 5 месяцев назад +3

    দারুন লাগছে শিবাজী দা এই series দেখতে ।North Bengal নিয়ে মনটা কিছুদিন ধরে খুব ভারাক্রান্ত হয়ে আছে।আপনাদের video দেখে মন ভালো হয়ে গেলো

  • @bhaskardasgupta4684
    @bhaskardasgupta4684 5 месяцев назад +4

    আমি জলপাইগুড়ি তে থাকি, আপনার follower , আপনারা জলপাইগুড়ি তে আসছেন আমি এখন ব্যাঙ্গালোর। ভীষন মিস করলাম

  • @pradiptanath372
    @pradiptanath372 5 месяцев назад +2

    Pase kalpona kabin o bhalo. Amra prayi jai. Amader priyo sahar. Priyo market. Apnara esechen khuubi bhalo lagchhe. 👍👍👍

  • @skfariduddin5483
    @skfariduddin5483 5 месяцев назад +11

    একদম ঠিক কথা, শিলিগুড়ির একটা আলাদাই আনন্দ ।

  • @sharmisthabhowal1226
    @sharmisthabhowal1226 5 месяцев назад +2

    Ami kheye chi kurkure momo
    Darun laglo blog ta dekhe

  • @ritachaki5777
    @ritachaki5777 5 месяцев назад +3

    আমার বাড়ি শিলিগুড়ি।আগে জানতে পারলে আপনাদের সঙ্গে দেখা করতাম। খুব ভালো লাগলো ভিডিও টা দেখে। আমার নিজের জায়গা।

  • @MALLIKANAGROY
    @MALLIKANAGROY 5 дней назад +1

    আপনার দুই মজা শিলিগুড়ি আমার মনে পড়ে গেল পুরোদিন কথা খুব ভালো লাগছে আপনি দেখতে পাবেন 🙏🙏💞

  • @sujatapaul7333
    @sujatapaul7333 5 месяцев назад +2

    খুব ভালো লাগলো আমার শহর শিলিগুড়ি কে আপনাদের চ্যানেলে প্রচারিত হতে দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন দুজনেই ❤

  • @TS-TTP
    @TS-TTP 5 месяцев назад +1

    শিলিগুড়ি আমাদের কাছে সত্যিই একটা stopover place. সেটা নিয়ে vlog .... খুব ভালো লাগলো। জলপাইগুড়ি পর্ব মনে হয় আরো জমজমাট হবে।
    ভালো থাকবেন

  • @laxmisarkar790
    @laxmisarkar790 5 месяцев назад +10

    এত তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও পাচ্ছি ভাবাই যাচ্ছে না খুব খুব খুশি হচ্ছি থ্যাঙ্ক ইউ সো মাচ পৃথ্বী দা শিবাজী দা

  • @sourav2009100
    @sourav2009100 5 месяцев назад +3

    শিবাজী দা কে একটা অনুরোধ সুযোগ পেলে একবার শিলিগুড়ি র কল্পনা স্পাইস হোটেল এর চিতল মাছের পেটি খেয়ে দেখবেন । ছোটবেলায় যখন ক্লাস 3 তে পড়ি তখন একবার দার্জিলিং গেছিলাম, ফেরার পথে বাবা মা আর সাথে হংকং মার্কেটে এক নতুনত্ব রং পেন্সিল, বিদেশী পেন কিনেছিলাম, আজকে এই ভিডিও টা দেখে সেই স্মৃতি টা আবার মনে পড়ে গেলো। ধন্যবাদ শিবাজী দা এবং পৃথিজিৎ দা কে

  • @SuparnaSarkar-gl5wm
    @SuparnaSarkar-gl5wm 5 месяцев назад +1

    উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে শিলিগুড়িতে অনেকবার গিয়েছিলাম কিন্তু এরকম আলাদা করে শিলিগুড়ি শহরটা কোনোবার ঘোরা হয়ে ওঠেনি। খুব ভালো লাগলো ভিডিও টা। ইচ্ছে রইলো পরে কোনো একবার শিলিগুড়ি শহরটা ঘুরে দেখবার।

  • @Rsuranjana
    @Rsuranjana 5 месяцев назад +1

    দারুণ দারুণ!!!! 1976-78 আমার মেজ মাসির বাড়ি ছিল শিলিগুড়িতে। ওই দোতলা কাঠের বাড়ি থেকে প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা। বাড়ির কাছে শিলিগুড়ি বাজার ছিল। ভাই Mobert School এ পড়ত। পাড়ার কি নাম ছিল মনে নেই। মেসোমশাই west bengal govt essential services এ ছিলেন.. এটা আমার ছোটবেলার শিলিগুড়ি...

  • @indraneelsen3188
    @indraneelsen3188 5 месяцев назад +1

    দারুণ লাগলো blog টা! একটা নিতান্ত পরিচিত শহরকে এই ভাবে তুলে ধরা, তার vibe narrate করা .. দারুণ!! 👌👍❤🙏

  • @jayasreedas952
    @jayasreedas952 5 месяцев назад +1

    দুই বনধু মিলে দারুন উপভোগ করলেন‌ শিলিগুড়ি শহর‌ আমিও শিলিগুড়ির হঙকঙ মারকেট থেকে আমিও কয়েক বছর আগে ছাতা চটি‌ সহ অনেক কিছু কিনেছিলাম।শিলিগুড়ি যান জটের শহর তবুও আমার অনেক ভালো লেগেছিল।পৃথীজিৎ বাবুর ধুবসত্য কথা‌ শুনতে‌ বেশ লাগে।মজা করুন আর আপনার লঙখ্য লঙখ্য পরিবার আনন্দ উপভোগ করুক।ধন্যবাদ ।

  • @moumitabarma2531
    @moumitabarma2531 5 месяцев назад +1

    Video ta khub valo laglo.eivabe North Bengal er jayga gulo darshok der samne tule dharun.onek shuvecha.valo thakben.

  • @chinmoyghoshal1772
    @chinmoyghoshal1772 5 месяцев назад +1

    ami bally te thaki.....1990 - 1992 chilum siliguri ashram para te.....class 4 ar 5 porechi siliguri boys e..... jodio fire asar por ar aj obdhi north bengal jowa hoy ni....sundar sriti tuku bachie rekhechi..... sei samy porichay howa keu ar chnte parbe ki na jani na....tobu ebar gele jabo ekbaar purano paray....

  • @aninditachakraborty9675
    @aninditachakraborty9675 5 месяцев назад +1

    এখন থাকিনা তাই ষোল বছর পর আবার আপনাদের চোখ দিয়ে নতুন শিলিগুড়িকে দেখলাম। ধন্যবাদ

  • @nilaykumarbhattacharya4593
    @nilaykumarbhattacharya4593 5 месяцев назад +1

    অনেক স্মৃতি ফিরিয়ে দিলেন শিবাজী। আমি আপনার থেকে বয়সে প্রায় ১১ বছরের বড়। হংকং মার্কেটের কল্যানে ব্যবহার করা মোটা হাওয়াই চপ্পল, তৎকালীন ট্রেন্ড স্ট্রেচেবেল জিন্সের প্যান্ট, ছাতা সবকিছুই চোখের সামনে ভেসে উঠল। ❤

  • @chaitalisarkar942
    @chaitalisarkar942 5 месяцев назад +2

    শিলিগুড়ি আমার ও nostalgia ....76 থেকে থাকতাম উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে .... পরবর্তীতে শিবমন্দির এলাকায় ..... স্কুল, কলেজ , ইউনিভার্সিটি এবং পি এইচ ডি পর্যন্ত ...... তারপর 2005 তে কলকাতায় চলে আসা .... ভীষণ প্রিয় শহর ....
    ইউনিভার্সিটিতে গেলে আরো ভালো লাগতো .....

  • @atishdey369
    @atishdey369 5 месяцев назад +4

    অনেকদিন পর explorer shivaji র পর পর দুটো vlog সম্পূর্ণ দেখলাম। পুরোনো vibe টা হারিয়ে যেতে যেতে ফিরে এলো।

  • @Srijaa06
    @Srijaa06 5 месяцев назад +3

    Kub valo laglo video ta❤❤

  • @rubyroy5791
    @rubyroy5791 5 месяцев назад +1

    দারুন লাগল ব্লগ টা। শিলিগুড়ি তে এখন থাকিনা, কিন্তু শিলিগুড়ি আমার প্রিয় শহর ❤❤।

  • @aditi_20231
    @aditi_20231 5 месяцев назад +1

    খুব সুন্দর লাগলো আপনাদের ভিডিও,
    ভিডিও এর কথা গুলো ভীষণ ভালো লাগলো, সত্যি বাঙালি ইন্টারনেট যুগে শেষ হয়ে যাচ্ছে (সবাই অবশ্যই নয় )।

  • @sunandadam7412
    @sunandadam7412 5 месяцев назад +1

    কুরকুরে মোমো খেতে দেখে জিভে জল এসে গেল।
    লোভ দিলাম কিন্তু দাদা🤣

  • @paromitabandhu.6386
    @paromitabandhu.6386 5 месяцев назад +1

    দাদা, আপনাদের শিলিগুড়িতে দেখে খুব ভালো লাগছে, একসময় আমরাও থাকতাম, খুব miss করি শহরটাকে। আমার চেনা জায়গাগুলো আবার নতুন করে দেখছি মনেহচ্ছে।

  • @sampamitra290
    @sampamitra290 5 месяцев назад +1

    আপনার সব ভিডিও গুলো দেখি খুব ভাল লাগে শিলিগুড়ির ভিডিও ও ভালো লাগল আমি শিলিগুড়িতে থাকি তাই আরও ভাল লাগল

  • @arundatta2423
    @arundatta2423 5 месяцев назад +2

    সত্যিই কোলকাতার পর পশ্চিমবঙ্গে সব থেকে জমজমাট শহর শিলিগুড়ি।তবে রিক্সা ও টোটার দাপটে রাস্তা দিয়ে হাঁটার উপায় নেই, আর ফুটপাথ সবই হকারদের দখলে।
    তবে ভাল ভাল রেস্টুরেন্ট আছে।কোলকাতার তুলনায় দাম সবের ই বেশি।
    আর ইস্কন মন্দির খুবই সুন্দর, পরিবেশ বেশ মনোরম,ওদের ওখানেই বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়।খুবই পরিষ্কার ও পরিচ্ছন্ন।
    এক কথায় শিলিগুড়ি বানিজ্য নগরী।আমিও আমার পরিবার 2017 সাল থেকে করোনা মহামারীর কয়েকদিন আগে পর্যন্ত শিলিগুড়িতেই ছিলাম।আবহাওয়া খুবই ভাল।

  • @JAFARSADIQUEAHMED
    @JAFARSADIQUEAHMED 24 дня назад

    খুব বেশি চমৎকার সুন্দর দৃশ্য❤❤😮

  • @moumitadas9392
    @moumitadas9392 5 месяцев назад +2

    2002 yr e amio Hong-Kong market theke watch kinechilam.. tokhon class 8 … tao silver color e Darjeeling ghurte giye kinechilam.. ota pore madhymik, HS 2toi diechi.. onek yr choleche.. aj video ta dekhe sob mone pore gelo sir… r prithvijit sir sob somoy thik kothai bole.. ami ekmot sir er songe.. aj italy te bose deser video dakhar anondo khub hoi.. Thank you sir

  • @debidaslahiri724
    @debidaslahiri724 5 месяцев назад +1

    শিলিগুড়ি সম্বন্ধে যা বললেন আমি সম্পূর্ণ একমত। আর রসবোধ আছে বলেই আপনাদের এত পছন্দ করি।

  • @monikamukherjee1722
    @monikamukherjee1722 5 месяцев назад +1

    শিলিগুড়ি আমার অত্যন্ত প্রিয় শহর।প্রত্যেক বছর সিকিম যাই আর ফেরার দিন টা কাটাই শিলিগুড়ি।অবশ্যই হংকং মার্কেট যাই আর পরের দিনের ফ্লাইট নিয়ে থাকি🥰

  • @mrinmoyghosh5185
    @mrinmoyghosh5185 5 месяцев назад +1

    ট্রেনিং এর সুবাদে ,সব গুলো জায়গায় ঘোরা হয়েছে, সত্যি দারুন অনুভূতি। তবে সন্ধ্যার ওই চিকেন ভাজা গুলো মিস করে গেছেন

  • @pratik2576
    @pratik2576 5 месяцев назад +5

    এটা একদম ঠিক।
    শিলিগুড়ির আলাদা মজা আছে।

  • @AkhtarAli-gg7im
    @AkhtarAli-gg7im 5 месяцев назад +1

    আমি আবার যাচ্ছি আমার মেয়ের কাছে শিলিগুড়ি 29 তারিখ । ওখানে গেলেই ঘুরে বেড়াই শিলিগুড়ি শহর আর পাহাড়ে। প্রচুর অক্সিজেন নিয়ে ফিরে আসি ।খুব ভালো লাগে।

  • @spc3461
    @spc3461 5 месяцев назад +1

    🌴🌆 শিলিগুড়ি একটি অসাধারণ স্থান! আমি কতটা সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি! নেতাজি কেবিন এবং হংকং মার্কেটের সঙ্গে মোমো খেতে গিয়ে আপনি কতটা মজা করেছেন তা জানানো খুব ভালো লাগল! এই অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ! 🙌🏼✨

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 5 месяцев назад

    শিলিগুড়ি এই প্রথম দেখলাম খুব ভালো লাগলো, আপনাদের ব্লগে দেখার জন্য আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাদের এই রকম করে শিলিগুড়ি দেখার জন্য। ভালো থাকবেন।

  • @titosiddique1571
    @titosiddique1571 5 месяцев назад +1

    অসাধারণ পর্ব, শিলিগুড়ি কে আবার নতুন ভাবে উপস্থাপন করা দারুন লাগলো , নর্থ ইস্ট এর গেট ওয়ে শিলিগুড়ি সব সময় একটা অন্য রকম ভাইভ আছে, দাদা, তোমার সাথে এক মত এক হর্ন এর উপদ্রব টা বন্ধ হলে অন্য রকম এক অসাধারণ সিটি হতে পারে, আর মহানন্দা নদী নিয়ে যা বলেছেন, সত্যি ই শিলিগুড়ির নদী গুলো দিন দিন শেষ হয়ে যাচ্ছে! খুব ই কস্ট দায়ক বিষয়, এগুলো থেকে উত্তরোন ঘটলে শিলিগুড়ি হয়ে উঠবে অন্যতম সেরা ডেস্টিনেশন, কারন রেল,বাস এ বিমান পরিসেবা আর ৩ দেশের সাথে সিমান্ত সব মিলিয়ে শিলিগুড়ি মানেই হিমালয় পাদদেশের এক দারুন ভ্যালি.....

  • @MrJojoishere
    @MrJojoishere 4 месяца назад

    Amar college Jalpaiguri te, Siliguri-Jalpaigurir sathe attar connection. Valo laglo purono jayga gulo dekhe.

  • @dibyendubikashnath9818
    @dibyendubikashnath9818 3 месяца назад

    অনেক অনেক ধন্যবাদ আমার শহর শিলিগুড়ি কে explore করার জন্য।

  • @sudeshnalodh1373
    @sudeshnalodh1373 5 месяцев назад +1

    রবি ঠাকুরের গানের কথা শুনলে মনে হয় এতো আমার মনের কথা আর আজকের ভিডিওতে আপনাদের কথা গুলোও তেমন কারণ শিলিগুড়ি আমার খুউব প্রিয় শহর কারণ এখানে যে কটা বছর কাটিয়েছিলাম

  • @drsubhojitpaul123
    @drsubhojitpaul123 5 месяцев назад

    Ami proti mase kalimpong jai
    Njp theke panitanki jete protibar same vibe pai

  • @kalyaniroychowdhury8337
    @kalyaniroychowdhury8337 5 месяцев назад

    দুর্দান্ত লাগলো।খুব মজা লাগছিল দেখতে সবই চেনা জায়গা । শিলিগুড়িবাসী বলেই হয়তো বেশি ভালো লাগলো।

  • @subhrajyotichokroborti7782
    @subhrajyotichokroborti7782 4 месяца назад +1

    Moynaguri te kothay thakten dada moynaguri theke bolchi

  • @swarnadip87
    @swarnadip87 5 месяцев назад +1

    Sotti... Siliguri'r alada moja ache

  • @indrahaldar2668
    @indrahaldar2668 5 месяцев назад

    Khub bhalo laglo amader siliguri k eto sundor bhabe dekhanor jonno.... 👍

  • @pradipkar2685
    @pradipkar2685 5 месяцев назад

    অসাধারণ লেগেছে। জলপাইগুড়ির ব্লগ দেখার অপেক্ষায় আছি।

  • @susmitasarkar6206
    @susmitasarkar6206 5 месяцев назад +2

    আপনাদের চোখ দিয়ে এক নতুন শিলিগুড়ি কে দেখলাম। অপূর্ব ❤

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 5 месяцев назад

    খুবই সুন্দর লাগলো, আলাদাই অনুভুতি। হর্ন থেকে শিলিগুড়ি মুক্তি পেলে ভালো লাগবে। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @DreamlandGaming110
    @DreamlandGaming110 5 месяцев назад +1

    দাদা আপনি দারুন সময় এ ভিডিও আপলোড করলেন কদিন পরেই শিলিগুড়ি যাবো ।❤❤❤

  • @pradiptanath372
    @pradiptanath372 5 месяцев назад +1

    Ami siligurir basinda kintu akhono kurkure momo khaini. Dekhe khubi khete ichhe korchhe 😋😋😋

  • @meghlab2978
    @meghlab2978 5 месяцев назад

    দাদারা , আপনাদের সব ভিডিও আমরা দেখি, খুবই ভাল লাগে, এবারে যে নতুন লিফট নিয়ে অচেনা অজানা লোকের গাড়িতে ওঠার জন্য যে আহবান জানালেন 😢 আমার মনে হয় মেয়েদের জন্য ঠিক না। কারন মেয়েদের দেখলে পুরুষরা অভিনয় করে খুব ভাল মানুষ হতে কোন অসুবিধা হয় না, মেয়েরা তাদের ফাঁদে পড়ে জায়। ইংল্যান্ডে কিন্তু এ রকম অনেক ঘটনা ঘটেছে 😢 শিবাজী দা আপনি যখন বলছিলেন কেঁপে উঠছিল বুক। চিন্তা করে দেখুন দাদা। ইংল্যান্ডে থেকে। ❤❤❤❤

  • @SB_Vlog989
    @SB_Vlog989 5 месяцев назад +1

    Excellent episode and love you da vai ❤

  • @jayantachattopadhyay5016
    @jayantachattopadhyay5016 5 месяцев назад

    দারুণ লাগল।
    একদম ঠিক কথা, শিলিগুড়ি এলে Hong Kong market এর বিদেশি জিনিস কেনার দারুণ উৎসাহ থাকত।
    সত্যি মোটা সোলের হাওয়াই চটি গুলো দারুণ চলতো।আর চটি গুলো ছিল দারুণ light weight এর। Strape gulo খুব dark colour er হোতো।

  • @manasimukherjee2541
    @manasimukherjee2541 5 месяцев назад +1

    Siliguri sudhu aituku na dada, aro onek jayga achhe , er porer bar ese aro ghurben, 20_25 min. Distance e onek sundor spot achhe slg. Theke ja na dekhle slg. Incomplete theke jabe. Abar asben, sobai bhalo thakben.

  • @BhaskarRaychoudhuri
    @BhaskarRaychoudhuri 5 месяцев назад

    Apnader video o uposthapona khubi sunder. Apnader dujonke eksathe feluda o topse r moto. Khubi sundor. Dekhe khub vlo laglo. Apnader jonno roilo Respect

  • @mongaladas9640
    @mongaladas9640 5 месяцев назад +2

    দাda খুবই সুন্দর ❤❤❤❤❤❤❤

  • @gopalkundu9900
    @gopalkundu9900 5 месяцев назад

    ভীষণ চেনা জানা অনুভূতির জায়গা দেখলাম। শিবাজীদার অভিজ্ঞতা ও কথাগুলো একশো শতাংশ সঠিক। আরো আগে থেকে শিলিগুড়ি ও জলপাইগুড়ি কাছ থেকে দেখেছি, থেকেছি, সে অনেক মিষ্টি মধুর অভিজ্ঞতা ও স্মৃতি। অনেক পরিবর্তন হয়ে সেই পরিবেশ আর নেই। বেশ ভালো লাগলো ভিডিওটি।

  • @Moviestoriez.2004
    @Moviestoriez.2004 2 месяца назад

    কাজের জন্য শিলিগুড়ি যেতাম, এখন আর যাওয়া হয় না। খুব ভালো লাগলো, পুরোনো স্মৃতি মনে পড়ে গেলো।

  • @shampachatterjee09
    @shampachatterjee09 4 месяца назад

    Shibaji da butterfly cream.... Offf..... Aasadharon

  • @tulaghosh5448
    @tulaghosh5448 5 месяцев назад

    Ami to siliguri te onek din chhilam bidhan markete khub jetam .valo laglo khub

  • @sanchitamukhherjee2122
    @sanchitamukhherjee2122 5 месяцев назад +1

    খুব খুব সুন্দর একটা ব্লগ❤❤

  • @coolmemories8472
    @coolmemories8472 5 месяцев назад

    পৃথ্বীজিৎ দা একদম মনের কথা বলেছেন। সত্যিই এই হংকং মার্কেটের জিনিসগুলো আমাদের কাছে খুবই আনন্দের ছিল আমার এক দাদা শিলিগুড়ি ইঞ্জিনিয়ার কলেজে পড়তে আসে এবং যখনই সে বাড়ি আসতো এই হংকং মার্কেট থেকে ইলেকট্রনিক্স খেলনা বা জুতো কোন সময় আমার জন্য আনতো

  • @pratik2576
    @pratik2576 5 месяцев назад

    অদ্ভুত ভাবে ভালো লাগলো কারন আমার খুব প্রিয় জায়গা

  • @niveditaroy2964
    @niveditaroy2964 5 месяцев назад

    Mota Hawaii choppol mone porey galo 👍and good know about Lajawab kurkurey momos. Enjoy and explore. Best wishes.

  • @triptighosh5470
    @triptighosh5470 5 месяцев назад

    শিলিগুড়ির একটা মজা আছে সত্যিই। ভীষণ ভালো লাগলো।আর ঐ হংকং মার্কেটে বিদেশি ছাতা , ঘড়ি,পারফিউম দারুন ক্রেজ ছিল। শুধু মহানন্দা নদী নয়, বেশিরভাগ নদী ই তো ঐ অবস্থায় আছে। সুন্দর একটা ভ্রমণ ব্লগ দেখলাম। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।

  • @shipramukherjee2634
    @shipramukherjee2634 5 месяцев назад +1

    Amaar siliguri te biyea hoyeache.1985 te.andal theke asechi

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar 5 месяцев назад

    দারুন ভিডিও শিলিগুড়ি সত্যি কলকাতা এর পরেই এখন রিয়েল এস্টাট এর বুম দারুন লাগলো তোমাদের ঘোরা। হং কং মার্কেট থেকে ১ষ্ট মেসো নিয়ে এসেছিলো ছোট্ট পকেট FM রেডিও চার্জ এর লাইট দারুন স্মৃতি। কেবিন এ চা টোস্ট দেখেই মনে হলো দারুন 👍👍 আর লাস্ট এ কুড়কুড়ে মোমো চ্যাট এ ভালোই যাবে 😋😋😋😋

  • @bapisarkar1381
    @bapisarkar1381 5 месяцев назад

    খুব সুন্দর বেশ ভালো লাগলো। ভালো থাকবেন।

  • @saikatroy3318
    @saikatroy3318 5 месяцев назад

    দুর্দান্ত। ❤ অনেক দিন পর Siliguri র দর্শন হল। So nostalgic..Shopping @ হংকং market .. পুরানো Siliguri আর নেই 😢 দেখলাম সব cycle rickshaw গুলো now replaced with toto.

  • @subratadutta8451
    @subratadutta8451 5 месяцев назад

    আপনাদের মাধ্যমে শিলিগুড়িকে নতুনভাবে দেখলাম। প্রথমে যে কথাটা বলেছিলেন, দার্জিলিং বা গ্যাংটক যেতে যতটুকু দেখেছিলাম আজকের সেটা সম্পূর্ণ পূর্ণ। অন্তত শিলিগুড়ির পরিবেশটা কিছুটা আন্দাজ করতে পারলাম।
    শিবাজী বাবু এবং পৃথ্বী বাবু দুজনকেই ধন্যবাদ। অপেক্ষায় রইলাম জলপাইগুড়ি দেখার জন্য।

  • @ranaghosh639
    @ranaghosh639 5 месяцев назад

    শিলিগুড়ি তে ভিডিও করার জন্য
    আপনাদের আনেক আনেক ধন্যবাদ

  • @debanjanbanerji7120
    @debanjanbanerji7120 4 месяца назад

    Siliguri er ase pase onek jayga ache dekhale bhalo laptop shiv mandir theke balcony nodi r side a Pahar er niche nodi..dekhale valo lagbe

  • @Diyashorts180
    @Diyashorts180 5 месяцев назад

    Khub valo lglo amader siliguri k ato sundor kre tule dhorar jonno

  • @sarojbose6015
    @sarojbose6015 5 месяцев назад

    খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤

  • @rumkipaul1321
    @rumkipaul1321 5 месяцев назад

    ভাল লাগল। কুরকুরে মোমো তো দারুণ বলেই মনে হল। হংকং মার্কেট থেকে বহু জিনিস উপহার হিসাবে পেয়েছিলাম। ছোটবেলার ভাল লাগার জিনিসগুলো মনে পড়ে গেলো। বাবা কর্মসূত্রে উত্তরবঙ্গ গেলেই প্রচুর জিনিস আসতো।

  • @sunitachaudhury5781
    @sunitachaudhury5781 5 месяцев назад

    আপনাদের সাথে শিলিগুড়ি দেখলাম খুব ভালো লাগলো

  • @jayeetadasgupta7260
    @jayeetadasgupta7260 5 месяцев назад

    খুব ভালো লাগল। শিলিগুড়ি নতুন করে দেখলাম।

  • @ivabhattacharya3419
    @ivabhattacharya3419 5 месяцев назад

    আমার বাবা,কাকা,জ্যঠুর বাড়ী এই শিলিগুড়ি, আমার ছোট বেলা কেটেছে এই খানে, কিন্তু সত্যি সেই শিলিগুড়ি আর নেই, পুরোন শিলিগুড়ি খুব মিস করি, খুব ভালো লাগছে আপনা দের এই ঘুরিয়ে ফিরিয়ে দেখানো🙏👌👍

  • @DSTRAVELS_DEBSAHA
    @DSTRAVELS_DEBSAHA 5 месяцев назад

    Video jomey gachey ekdom.... Darun Darun

  • @chunnuhasnat8704
    @chunnuhasnat8704 5 месяцев назад

    সিরাজী দা... হাইওয়ে রোডে বলেছিলে... আছে আছে .. হবে হবে একজন তো দাড়িয়েছে .... দাদা তোমার বলটা ছিল দারুন excellent আমার মন ছুয়ে গেছে ... অসাধারণ

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 5 месяцев назад

    asadharon iskcon mandir, o bigrohosamuho, Hare Krishno, darun khabarer sombhar

  • @ProdipMondal-zj2vk
    @ProdipMondal-zj2vk 5 месяцев назад

    Momo khaoya, butter to stay cha khoya khub sundar dekhiyachen.

  • @krishnamitra812
    @krishnamitra812 5 месяцев назад

    Ami ekbar siliguri giyechilam satti khub sundor legeche amar hankong market bidhan market khub valo legeche thanks ❤❤❤

  • @durlovghosh9309
    @durlovghosh9309 5 месяцев назад

    গুড়ি গুড়ি পায়ে আপনাদের শিলিগুড়ি blogging দুর্দান্ত।

  • @pratapmandal7317
    @pratapmandal7317 5 месяцев назад

    খুব ভালো লাগলো শিবাজীদা।
    নেতাজী কেবিন কে বসন্ত কেবিন লিখেছেন।❤

  • @kekapaul9315
    @kekapaul9315 5 месяцев назад

    যথারীতি ভালো লাগলো, পৃথ্বী র প্রতিষ্ঠান বিরোধী দারুন লাগলো

  • @sudarshandutta8467
    @sudarshandutta8467 5 месяцев назад

    খুব ভালো লাগলো। দীর্ঘ দিন আপনাদের পরিবারের সদস্য। আমার বাড়ি শিলিগুড়ি।জন্ম এখানেই। বর্তমান বয়স পঁয়ষট্টির উপর।

  • @nibeditachakraborty357
    @nibeditachakraborty357 5 месяцев назад

    এতো ভালো লাগলো। ওদিকে অনেক ঘুরেছি। তেনজিং নোরগে বাসস্ট্যান্ড এ মাটন মোমো খেতাম। অপূর্ব খেতে।সব মনে পড়ে গেল।

  • @sayaksc3590
    @sayaksc3590 5 месяцев назад

    Good Mrng Vlog ta daroon laglo 👌 ❤️Sotti Apuurbo Siliguri mon bhorey galo dekhe ❤ tmra dujon sathe Prakritik Soundorjo Osaadharon 👌 Netaji Cabin , Homg Kong Market byapok ar momo gulo yummy 😋 Excellent presentation..keep it up ❤️❤️

  • @indraneelsen3188
    @indraneelsen3188 5 месяцев назад

    পৃত্থীদার simile গুলো কিন্তু অনবদ্য .. just কিছু বলার নেই .. 😃👍👌❤😆

  • @sreejitachanda6787
    @sreejitachanda6787 5 месяцев назад

    Anek deri kore fellam dekhte ei video ta...2din dhore ato fever aj ei video ta dekhe mon valo hoye gelo...Shibaji da Prithi da ja kurkure momo khelen amar ei jor mukhe besh valo lagto...dekhei jol chole elo mukhe

  • @ashisdatta4914
    @ashisdatta4914 5 месяцев назад

    একটা জিনিস অন্তত খুব লক্ষ্য করার মত। শিলিগুড়ির পাওভাজি প্রেমীরা গলায় শেকল পরে, অবশ্য সোনার।

  • @snigdhaganguly173
    @snigdhaganguly173 5 месяцев назад

    খুবই ভালো লাগছে এই সিরিজ।মেয়ের কাছে বিদেশে থাকার জন্য আমিও হিমসাগর আম খুব miss করেছি। অধীর আগ্রহে অপেক্ষায় থাকি আপনাদের ব্লগের।

  • @nirmalbera5040
    @nirmalbera5040 5 месяцев назад

    Bees valo laglo
    Dada jodi ektu somoy pao moynaguri ektu ghure dekhie dio.