প্রয়োগ ও অপপ্রয়োগ (পর্ব - ৫) | বাক্য শুদ্ধীকরণ টেকনিক | বাংলা ব্যাকরণ | F. M. Shariyer Firoz

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 316

  • @ShawonsBangla
    @ShawonsBangla  2 года назад +10

    সকলের দৃষ্টি আকর্ষণ করছি। 🗣
    ভিডিয়োতে উল্লিখিত ৩ নং পয়েন্টে আমার একান্ত অনিচ্ছাকৃত কারণে ২টি ভুল হয়েছে। আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। 🙏
    প্রথম ভুলটি হচ্ছে 'হলো' বানানে ও-কার (ো) হবে। ক্রিয়া বুঝাতে 'হলো' বানানে ও-কার না দিলে শব্দটি হবে 'হল' যা বিশেষ্য পদ এবং যার অর্থ দাঁড়ায় বড়ো রুম। লক্ষ করে দেখুন ৪ নং নিয়মের বাক্যে আমি কিন্তু ঠিকই 'হলো' লিখেছি।
    আর দ্বিতীয় ভুলটি হচ্ছে 'বুঝানো' হবে না; 'বোঝানো' হবে। আমি এই বিষয়টি নিয়ে অবশ্য অনেক আগেই প্রয়োগ ও অপপ্রয়োগ এর অন্য একটি ভিডিয়োতে বিস্তারিত আলোচনা করেছি।
    আশা করি আমার আমার নিতান্তই অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🥰

    • @sultanarazia6819
      @sultanarazia6819 2 года назад

      স্যার একটু বুঝিয়ে বলেন প্লিজ।
      সচিত্র ব্যাখ্যার দ্বারা বিষয়টি বুঝানো হলো।এখানে ( বুঝানো) না হয়ে (বোঝানো) হলো কেনো?
      বোঝানো সমাপিকা ক্রিয়া হওয়ার কারণে?

  • @abdulwadud6769
    @abdulwadud6769 3 года назад +25

    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক ভাইয়া💕💕 আরো এগিয়ে যান।

  • @EngMdMilon
    @EngMdMilon 3 года назад +1

    ভিডিওগুলো আমি নিয়মিত দেখি খুবই ভালো লাগে এবং উপকৃত হয়েছি আমার আরও একটা বিষয় ভালো লাগে সেটা হলো খেয়াল করে দেখলাম আপনি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিছেন এটা খুব ভালো লাগছে। আশা করি আরও সামনে এগিয়ে যাবেন দোয়া রইল।

  • @mujeebvillagio5602
    @mujeebvillagio5602 Год назад +1

    THE FIRST BANGLA TOPIC VIDEO WHICH I HAVE LEARNED FROM THE RUclips &GUESS WHAT SIR YOU ARE ABSOLUTELY MAGNIFICENT HSC ER 4 DIN AGEE AMI AII TOPIC TAH NOTUN SHIKHE APNAR JUST 5CLASSES 1.5X A BUJHE O GELAM THANKS A TON👑❤️👑

  • @shofiqulislam51
    @shofiqulislam51 2 года назад +1

    Alhamdulillah অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এর সব ক্লাস করে নিলাম এক দিনেই

  • @sourovshil9956
    @sourovshil9956 2 года назад

    ভাইয়া আপনার এই সিরিজের ৫ টা ভিডিও দেখলাম। খুব ভালো লাগলো। বাংলা ভাষাকে আপনার মত সহজ করে কেউ শিখালে আজ হয়তো অনেক কিছু জানতাম। অবশেষে আপনাকে পেলাম। ধন্যবাদ আপনাকে।

  • @রহস্য-ত১ঠ
    @রহস্য-ত১ঠ 2 года назад +2

    ভাই একের পর এক সবগুলো দেখলাম। রিসেন্টলি আপনার ভিডিয়ো খুব দেখা হয়। সব রকম সমস্যার সমাধান পাওয়া যায়। অ্যাডমিশন এক্সামের জন্য খুবই উপযোগী। শুভ কামনা ভাই। আরো ভিডিয়ো চাই..
    কিন্তু কমেন্ট করতে ভয় লাগতেসে কখন অপপ্রয়োগ ধরে বসেন🤣🤣

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 года назад +1

      আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰
      আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
      মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
      তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊

  • @prokritiprova5706
    @prokritiprova5706 11 месяцев назад +2

    সুন্দরভাবে আলোচনা করার জন্য ধন্যবাদ।

  • @nusratsultana5070
    @nusratsultana5070 Год назад

    আসসালামু আলাইকুম ভাইয়া। এখন আমি আপনার প্রয়োগ অপপ্রয়োগের পাঁচটি ক্লাস শেষ করলাম,,আগের জানা ব্যাতিত আজকে নতুন অনেক কিছু শিখলাম।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

  • @harunurrashid4164
    @harunurrashid4164 Год назад

    সত্যি কি বলবো ভাইয়া! বলে বুঝাইতে পারবো না আমি যে কত উপকৃত হচ্ছি আপনার ক্লাস গুলো করে। ব্যাকরণ এর প্রতি প্রচুর ভয় কাজ করত বুঝতাম ও না ভালো করে। আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার ক্লাস গুলো করে আমি আমার বাংলা ব্যাকরণ ক্লাস টেস্ট এক্সাম এ 20 এ 16 পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে❤️

  • @sharminislamsumi1224
    @sharminislamsumi1224 Год назад +1

    ভাইয়া প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে আরও কয়েকটি ভিডিয়ো দিলে খুব উপকৃত হতাম।
    ভাইয়া আপনার জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল❤️❤️

  • @asmaulhosnasheuly1170
    @asmaulhosnasheuly1170 2 года назад

    পাচঁটি ভিডিও কমপ্লিট, আগামীকাল এক্সাম, শেষ মহুত্যে এসে দারুণ একটা ক্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ

  • @HasanMahmud-sk2cr
    @HasanMahmud-sk2cr 2 года назад

    আলহামদুলিল্লাহ, সবগুলো ভিডিয়ো দেখলাম। জাজাকাল্লাহু খাইরান ❤️

  • @kyronjannat5531
    @kyronjannat5531 3 года назад

    আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। পড়া গুলো অনেক সহজ ভাবে বুঝিয়েছেন এবং উপস্থাপনা ও অনেক ভাল ছিল।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰
      একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে।
      তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊
      সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞

  • @SafwanIslam-sj4zx
    @SafwanIslam-sj4zx Год назад

    Amar dekha RUclips er sera Bangla class🎉❤ onk dhonnobad ....

  • @Sadiya_Akter_Moni
    @Sadiya_Akter_Moni 6 месяцев назад +2

    আলহামদুলিল্লাহ ❤

  • @taslimaakter261
    @taslimaakter261 2 года назад

    ajk 1st class dekhlam proyog opoproyog er,, ei 5ta class kore bujlam valo kichui sikhte parlam, tai subscribe korlam. thank you so much... vdo r sathe chaile boi o recommend korte paren,, jno protita topics e sompurno sikhte pari, kno na bangla to bishal syllebus j kono intervewr jonno...

  • @MOINUDDINHASAN-s1e
    @MOINUDDINHASAN-s1e 3 дня назад

    Thank you sir for your best effort.

  • @ZinatsCraFting
    @ZinatsCraFting 2 года назад +2

    1 din por exam...ajk ai channel ta peye akhon afsos hocche kno age pelm na...
    Koto confusion dur hoto tahole😓
    Suvo kamona roilo channel er jonno

  • @amritobor6332
    @amritobor6332 2 года назад +1

    Sir 🙏🙏🙏
    বিভিন্ন পরীক্ষায় আসা এই বিষয়ের প্রশ্ন নিয়ে একটা ভিডিও দিলে খুব ভালো হতো।

  • @farjanashova5495
    @farjanashova5495 2 года назад +1

    বাহ্!প্রথম ভিডিও দেখেই বিস্মিত হলাম,সাবস্ক্রাইভ করলাম।আপনি অনেক সুন্দর করে প্রতিটা বিষয় বুঝিয়ে দিলেন।
    এখানে ও "বিস্মিত, ও বুঝিয়ে" এসব প্রয়োগে সতর্ক ছিলাম।ঠিক করলাম তো?😊

  • @reduan6408
    @reduan6408 8 месяцев назад +2

    ভাই, ছোট ছোট বাক্যগুলোর শুদ্ধকরণ নিয়মগুলো দেখালে ভালো হয়💙

  • @MabiaAkter-x4o
    @MabiaAkter-x4o 11 месяцев назад +1

    Thanks vaiya ato shundhor kore bujanur jonno

  • @freehelp5682
    @freehelp5682 Год назад +1

    বাংলার রাজা এক কথায়।

  • @md.abulkhayer4744
    @md.abulkhayer4744 2 года назад

    আলহামদুলিল্লাহ ভালো একটা ক্লাস ছিল।

  • @SSRTV-gz2xv
    @SSRTV-gz2xv 2 года назад

    স্যারের প্রতি আমার ভালোবাসা নিরন্তর

  • @ShahanajBegum-t7c
    @ShahanajBegum-t7c 20 дней назад

    Class gulo onk valo laglo sir...❤
    Erokom aro video cai sir...

  • @yousufbiswas2957
    @yousufbiswas2957 2 года назад

    Alhamdulillah.... Daroon sir.... Zazakallahu khair...

  • @Mushfiq-Saikat
    @Mushfiq-Saikat 3 года назад +1

    ভালো হচ্ছে। চালিয়ে যান।

  • @dipubepari1519
    @dipubepari1519 2 года назад +1

    অসংখ্য ধন্যবাদ স্যার অনেক নতুন কিছু জানলাম।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 года назад

      আমার মূল উদ্দেশ্য আসলে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্য, মানে পুরো বাংলা বিষয়টাকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করা। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করি। কিন্তু আমার একার পক্ষে আসলে সবার নিকট এই তথ্যগুলো পৌঁছানো সম্ভব না। তাই সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ রইলো ভিডিয়োটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিয়ো ক্লাস থেকে আপনি সামান্য কিছু হলেও শিখতে পেরেছেন তাহলে নিজের জায়গা থেকে সর্বোচ্চ শেয়ার করে সকলের নিকট তথ্যগুলো পৌঁছে দিবেন। 🥰
      আসলে একটা ভিডিয়ো তৈরি করা যে কতটা পরিশ্রমের কাজ তা সরাসরি না দেখলে কাউকে বুঝাতে পারব না। একটা ভিডিয়োর জন্য তথ্যবহুল স্লাইড বানাতেই সময় লাগে কমপক্ষে ২ দিন। তারপর ভিডিয়ো শ্যুটিং। একটা ১৫-২০ মিনিটের ভিডিয়ো শ্যুট করতে সময় লাগে ঘণ্টা দুয়েকের মতো। তারপর এডিটিং এর কাজ। এটা আরও কঠিন। ২ ঘণ্টার ভিডিয়ো কেটে ১৫-২০ মিনিট করার কাজটা নেহায়েত পরিশ্রমের বিষয়। তারপর চ্যানেলে আপলোড করা, ডেস্ক্রিপশন লেখা, টাইটেল লেখা, থাম্বনেইল বানানো, ট্যাগ লেখাসহ আরও অনেক কাজ আছে।
      মোট কথা, আপনাদের জন্য একটা তথ্যবহুল ভিডিয়ো করতে আমাকে প্রায় ২-৩ দিনের পরিশ্রম করতে হয়। একারণে দিনশেষে যথাযথ মূল্যায়ন না পেলে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা পাই না।
      তাই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়ো যদি ভালো লেগে থাকে; ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💕 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 😊

  • @saminaakter9356
    @saminaakter9356 2 года назад +1

    Love vaiya❣️❣️❣️❣️ 5 tai complete krlm kal exam

  • @goldenwings9632
    @goldenwings9632 3 года назад

    Such awesome classes , thank you.But I want it's part 6 and other part as well

  • @thahminashanta9437
    @thahminashanta9437 2 года назад +1

    এই টপিকের প্লে-লিস্টের ৫ টি ক্লাসই করেছি। সবগুলোই অনেক ভালো লেগেছে। এই টপিকের আর কোনো নতুন ক্লাস আসবে না?

  • @devpuja9673
    @devpuja9673 2 года назад

    অনেক উপকার হলো স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 года назад +1

      ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
      ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
      ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
      ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
      ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। 💞

  • @farhanaousro950
    @farhanaousro950 3 года назад

    অনেক ধন্যবাদ। খুব সুন্দর লেকচার সবগুলো

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰
      একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে।
      তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊
      সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞

  • @smsultan3489
    @smsultan3489 3 года назад

    ভাইয়া আগে থেকেই আপনার ক্লাশের ফ্যান ছিলাম🥰 আজকে দেখলাম নিজেই চ্যানেল খুলেছে। খুবই ভাল লেগেছে, আশা করি বাংলা ব্যাকারণের সকল বিষয় নিয়ে আপনি ভিডিয়ো দেবেন😊

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад +1

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰
      একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে।
      তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊
      সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞

  • @sirajulislam7714
    @sirajulislam7714 2 года назад

    স্যার আপনার পড়ানোর খুব ভালো লাগে এভাবে ভিডিও চালিয়ে যান আমরা উপকৃত হব

  • @ummetasfiatamanna4755
    @ummetasfiatamanna4755 3 года назад

    Onk helpful chili class gulo.... Donnobadh vaiaaa

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰
      একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে।
      তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊
      সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞

  • @MdAkinurIslam-f3g
    @MdAkinurIslam-f3g 9 месяцев назад

    Best Bangla class in my life

  • @MuslimaKhatun-py5vj
    @MuslimaKhatun-py5vj 2 года назад

    Apner thaka Ai topic pothom clear siklam sir donnobad

  • @avisarker5080
    @avisarker5080 3 месяца назад +1

    ভাইয়া, 'পর'/ 'পড়' সম্পর্কে ভিডিয়ো দিলে উপকৃত হতাম 🙂🙂

  • @alamin7514
    @alamin7514 3 года назад

    ধন্যবাদ স্যার । সত্যিই অসাধারণ লেগেছে ‌।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад

      ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
      কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰

  • @md.shoriotullah1853
    @md.shoriotullah1853 3 года назад

    ধন্যবাদ। জটিল ও যৌগিক বাক্যে কমার ব্যবহার নিয়ে ভিডিয়ো দিলে কৃতজ্ঞ থাকব। bcs written fact.

  • @sanjidahossain1437
    @sanjidahossain1437 2 года назад +1

    প্লিজ এই টপিকের উপর আরও কিছু ভিডিও দিন।।।এডমিশন জন্য আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিও দিন প্লিজ প্লিগ প্লিজ 🙏🙏🙏

  • @rairaitotherescue11
    @rairaitotherescue11 2 года назад +1

    Damn bro! Ek boshay puro playlist shesh korlam. Kalke exam.:)

  • @tanvirtanvir5306
    @tanvirtanvir5306 3 года назад +1

    খুব সুন্দর ক্লাস ভাইয়া

  • @anikbhattacharjee4831
    @anikbhattacharjee4831 2 года назад +2

    ৪মাস হয়ে গেলো নতুন কোন ভিডিয়ো পাচ্ছি না অপপ্রয়োগ এর উপর ভাইয়া💙

  • @belalhossen2017
    @belalhossen2017 2 года назад

    Ak kothay seiii apnar class gula

  • @gmafsarali9845
    @gmafsarali9845 2 года назад

    আপনার চেষ্টার প্রশংসা করি,অনুরোধ বোড ছেড়ে দাঁড়াবেন।

  • @mdshahinurislamshadin4228
    @mdshahinurislamshadin4228 2 года назад

    অনেক সুন্দর বুঝাতে পারেন স্যার। ধন্যবাদ 🥰

    • @ShawonsBangla
      @ShawonsBangla  2 года назад

      ভিডিয়ো যদি দেখে ১০০ লোক, তাহলে লাইক রিএক্ট দেয় ১০-১৫ জনের মতো। আর কমেন্ট করে সর্বোচ্চ ২-৫ জনের মতো, আর আপনি তাদের মধ্যে একজন। যদিও এই কমেন্টের পার্সেন্টেজটা খুবই সামান্য কিন্তু তারপরও কিছু কথা বলি -
      ১. আমি দেখামাত্রই সব সময় সবার কমেন্টের প্রত্যুত্তর করতে পারি না। কিন্তু চেষ্টা করি যখন ফ্রি হই, তখন সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। সত্যি বলতে আপনাদের অনুপ্রেরণামূলক প্রতিটি কমেন্ট আমাকে নতুন করে কাজ করার শক্তি দেয়।
      ২. একটা ভিডিয়ো তৈরি করতে যে কি পরিমাণ পরিশ্রম হয় তা কেবল আমি জানি, আমার আল্লাহ জানে আর আপনাদের মধ্যে যদি কেউ এরকম ভিডিয়ো তৈরি করেন তো সে জানেন।
      ৩. আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই কিছুটা সময় ব্যয় করে আপনাদের করা এই Appreciation গুলোই আমার সকল কষ্ট ও পরিশ্রমের ফসল বলে মনে হয়।
      ৪. যারা কেবল ভিডিয়ো দেখে, কিন্তু কোনো কমেন্ট করে না তাদের তো কোনো অনুরোধ করতে পারি না। তাই অনুরোধটা আপনাদেরই করছি - বাংলা বিষয়টিকে সবার মাঝে সহজভাবে উপস্থাপন করাটাই আমার এই চ্যানেলের মূল লক্ষ্য। কিন্তু তা আমার একার পক্ষে প্রায় দুঃসাধ্য একটা কাজ। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়ো দেখে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে রিকুয়েস্ট থাকবে বন্ধুদের মাঝেও এই চ্যানেল ও এই চ্যানেলের ভিডিয়োগুলো শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰 সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 💞

  • @meherubaalam12
    @meherubaalam12 9 месяцев назад

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া❤

  • @afsanasikderafsanasikder4847
    @afsanasikderafsanasikder4847 3 года назад

    All clear Allhamdunillah osadharon class vaiya 💕💕

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад +1

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। 🥰
      একটা ভিডিয়ো তৈরি করতে যে কী পরিমাণ কষ্ট হয়, কত বার যে ঘাম মুছি, একটা কথা ভুল বললে তা কতবার যে রিটেক দেই তা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে।
      তারপরও দিন শেষে আপনাদের কিছু অনুপ্রেরণামূলক কমেন্ট ঐ সকল কষ্টগুলোকে মুছে দেয়। নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। 😊
      সাথে থাকবার জন্য তাই অশেষ ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, বাংলা বিষয়টাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ভিডিয়ো যদি ভালো লাগে, ভিডিয়ো থেকে যদি ন্যূনতম কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিয়োগুলো শেয়ার করবেন। মূলত, আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞

  • @ridwanmohammadshohan7269
    @ridwanmohammadshohan7269 2 года назад +1

    Boss class 👌❤️❤️

  • @afrinlia4945
    @afrinlia4945 2 года назад

    স্যার আপনার পাঞ্জাবির কালেকশন বেশ ভালো,আর ক্লাস দুর্দান্ত হচ্ছে। কমেন্টে অপপ্রয়োগ হলে পারডন।

  • @mithuroy7341
    @mithuroy7341 3 года назад +2

    1 নং উদাহরণটা কি জনিত অপপ্রয়োগ?

  • @lixaxabin
    @lixaxabin 2 года назад

    Video guli oshomvob valo sir ☺️

  • @Football-IQ-Master
    @Football-IQ-Master 2 года назад

    মাশাআল্লাহ অনেক ভালো লাগলো ক্লাসগুলো করে

  • @jannatulmawa5395
    @jannatulmawa5395 2 года назад

    মাশ আল্লাহ,, অসাধারণ

  • @mstpriya8550
    @mstpriya8550 2 года назад

    আপনার সবগুলো ক্লাসই করেছি ভাইয়া অনেক সহজভাবে বুঝাতে পারেন,, বোর্ড প্রশ্নগুলো দিলে ভালো হতো

  • @Jcdcu
    @Jcdcu 3 года назад

    ধন্যবাদ ভাইয়া, পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছি। ❤️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад +2

      আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ।
      আর একটা কথা, ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
      কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰

    • @Jcdcu
      @Jcdcu 3 года назад

      @@ShawonsBangla ভাইয়া! ধ্রুব মডেল টেস্টটা অনলাইনে কোথায় অর্ডার করবো ?

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад +1

      এখানে অনেকগুলো লাইব্রেরির নাম্বার দেওয়া আছে। যে কোনো একটিতে যোগাযোগ করেন ভাই। 💕🥰
      facebook.com/groups/1925665524430261/permalink/2776406512689487/

  • @saminaakter9356
    @saminaakter9356 2 года назад

    Onk sovokamona roilo challen tar jnno

  • @hAsaN.201
    @hAsaN.201 Год назад +1

    Vaiya joss poran apni

  • @nuruddinjahedqadry
    @nuruddinjahedqadry Год назад +1

    স্যার ৫ম ভিডিও পর আর আছে কিনা?

  • @md.ahsanulislam2184
    @md.ahsanulislam2184 3 года назад

    স্যার সন্ধির ক্লাসগুলো একটু দ্রুত আপলোড করলে ভালো হতো ।
    ভালোবাসা 😍😍😍

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад

      আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই বিস্তারিত আলোচনা করে ভিডিয়ো আপলোড করব ইনশাল্লাহ।
      আর একটা কথা, ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
      কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰

  • @aklimakhatun832
    @aklimakhatun832 2 года назад

    masha Allah. Sundor class

  • @raselsihab3162
    @raselsihab3162 2 года назад

    সুন্দর এবং যথার্থ একটা ক্লাশ

  • @trishitanath9199
    @trishitanath9199 3 года назад

    Vhiaya class gula onk helpful chilo.Thank you so much🥰

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад +1

      আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
      আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞

  • @ashrafmansur3002
    @ashrafmansur3002 2 года назад

    অনেক ধন্যবাদ ভাই

  • @mahmudulhasannahid961
    @mahmudulhasannahid961 2 года назад

    Oshadharon class khob valo lale

  • @fariasarker7877
    @fariasarker7877 3 года назад +1

    Woooww

  • @FatemaAkterRuba
    @FatemaAkterRuba Год назад

    Thank you so much brother ❤

  • @nurmohammadazim2793
    @nurmohammadazim2793 Год назад +1

    প্রয়োগ ও প্রয়োগের মূল ভিডিও কয়টি পাঁচটি নাকি?

  • @romanahmed4570
    @romanahmed4570 3 года назад +1

    সাহিত্য নিয়ে ভিডিও দিন ভাই

  • @NaimIslam-b4n
    @NaimIslam-b4n Год назад

    ধন্যবাদ, ভাইয়া ❤❤

  • @Hiyass333
    @Hiyass333 2 года назад

    its really helpful thanks vaia

  • @masrafiahamed9096
    @masrafiahamed9096 Год назад

    Concept clear sir😊

  • @sadiaafrin5836
    @sadiaafrin5836 2 года назад

    Onk Valo lglo sir

  • @nuzhattabassum8348
    @nuzhattabassum8348 2 года назад

    দুর্দান্ত ✨

  • @monidipanaskar300
    @monidipanaskar300 Год назад +1

    Sir, আসন্ন এর জায়গায় কি আগামী ব্যবহার করা যাবে?

  • @kryptonflouride2711
    @kryptonflouride2711 3 года назад

    আসসালামু আলাইকুম ভাইয়া।
    ধন্যবাদ জানাই আপনাকে, স্বাগত জানাই আপনার প্রচেষ্টাকে।
    প্রয়োগ-অপপ্র‍য়োগ এর কোনো ভালো বই সাজেস্ট করতে পারেন কাইন্ডলি?

  • @riponmahamud8428
    @riponmahamud8428 3 года назад

    ভাই সব গুলো ভিডিয়ো দেখলাম, অনেক ধন্যবাদ ভাই,💖💖

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад +1

      আমার প্রচেষ্টা খুবই ক্ষুদ্র। আমি পুরো বাঙালি জাতির মধ্যে শিক্ষার্থীসমাজটাকে একটু দক্ষ করে গড়ে তুলতে চাই। আমি চাই, কেবল গৎ বাঁধা মুখস্থের গণ্ডির মধ্যে থেকে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি না নেক। বাংলা বিষয়টিও যে বুঝে বুঝে পড়া যায়, বাংলা বিষয়টাও যে মজা করে পড়া যায়, বাংলা বিষয়টাকেও যে আগ্রহ নিয়ে পড়া যায় - এই সহজ কথাটা সবাইকে অনুধাবন করানোর চেষ্টা করছি।
      তবে আমার এই কাজটি নিতান্তই সহজ নয়। ভিডিয়ো হয়তো ২৫-৩০ মিনিটের। কিন্তু এই ২৫-৩০ মিনিটের ভিডিয়োর স্লাইড তৈরি করতে সময় লেগেছে প্রায় ২/৩ দিন। তারপর, ভিডয়ো রেকর্ড, এডিট, আপলোড, থাম্বনেইল ক্রিয়েশন, ডেসক্রিপশন ও ট্যাগ ফিক্সিং সবকিছুই অনেক ঝামেলার কাজ। তবে এই সব কাজ আমিই করে থাকি। কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেওয়াটা কেবল আমার হাতে নয়।
      এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাই আপনাদের সকলের নিকট ছোট্ট একটা অনুরোধ করছি - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 🥰💞
      আর সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা শিক্ষার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে। 💕❣️

  • @benuzirtazinsultana242
    @benuzirtazinsultana242 3 года назад

    Sir khub valo legeche onek thanks proyog opoproyog er upor aro video chai khubi confusing topic Sir please

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад +1

      আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
      আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞

  • @almasum9985
    @almasum9985 Год назад

    best silo sir class gula,,,tnq sir

  • @mahfuzurrahman6537
    @mahfuzurrahman6537 3 года назад

    প্রয়োগ - অপপ্রয়োগের সব ভিডিয়ো দেখা কমপ্লিট। অনেক ভালো লাগল ভাইয়া। ধন্যবাদ এমন ভিডিয়ো দেয়ার জন্য।🥰🥰
    এই টপিকে কি আরও ভিডিয়ো আসবে??

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад

      জি ভাইয়া। আরও পাবেন ইনশা আল্লাহ। 💕🥰

  • @AnupomsusmitaVlog
    @AnupomsusmitaVlog 9 месяцев назад

    Khub vlo lagsa sir❤❤❤❤

  • @samratvlogs7939
    @samratvlogs7939 3 года назад

    Sir.. Sentence, Samas,, niye plz akta class den.....

  • @MdManik-hv9ss
    @MdManik-hv9ss Год назад

    big fan sir... Keep going

  • @Engrkhairul6342
    @Engrkhairul6342 3 года назад

    ভাইয়া খুবই উপকৃত হলাম

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад

      আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। তাই আপনাদের অনুপ্রেরণা না পেলে, ভিডিয়ো সবার মাঝে ছড়িয়ে দিয়ে সহযোগিতা না করলে কাজ করার আগ্রহ পাই না।
      তাই ছোট্ট একটা অনুরোধ রইলো - ভিডিয়োটা যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো থেকে সামান্য কিছুও যদি শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ। 🥰💞

  • @sadiasultanabithy2991
    @sadiasultanabithy2991 3 года назад

    ভাইয়া, সবার মতামত নিয়ে মাঝে মাঝে লাইভ ক্লাস নিলে ভালো হয়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টপিকে।। যদি আপনার সময় হয়,।

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад +1

      সব সময় সময় পাই না। এটাই সমস্যা। তারপরও চেষ্টা করব ইনশাআল্লাহ।
      অনেক সময় ব্যস্ত থাকার কারণে আপনাদের সকল কমেন্টের প্রত্যুত্তর দিতে পারি না। তবে যখনই ফ্রি হই তখনই চেষ্টা করি আপনাদের কমেন্টের প্রত্যুত্তর দেওয়ার জন্য।
      আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। তাই সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। আশা করি এই চ্যানেলের ভিডিয়োগুলো আপনার বাংলা বিষয়ের দক্ষতাকে আরও শাণিত করে তুলবে।
      আর হ্যাঁ, ছোট্ট একটা রিকুয়েস্ট আছে - ভিডিয়ো ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ভিডিয়ো ক্লাসটি থেকে যদি সামান্য কিছুও শিখে থাকেন তাহলে অনুগ্রহ করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিয়োগুলো ছড়িয়ে দিবেন। বাংলা বিষয়টিকে সহজভাবে সকলের নিকট উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। তবে তা আমার একার পক্ষে দুঃসাধ্য একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ। 😍

  • @jannatulmaowa3314
    @jannatulmaowa3314 3 года назад

    Onek onek Dhonnobad vaiya❤️

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад

      আপনাদের সকলের ভালোবাসায় আমি সিক্ত। আপনাদের অনুপ্রেরণামূলক মন্তব্যগুলো থেকে আমি প্রতিনিয়ত নতুন উদ্যমে কাজ করার শক্তি পাই। ধন্যবাদ সাথে থাকবার জন্য। 💕🥰
      আর একটা বিষয়, বাংলাকে সহজভাবে সবার নিকট উপস্থাপন করাটাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তবে এই কাজটি আমার একার পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার। এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। তাই ভিডিয়োটি যদি ভালো লেগে থাকে বা ভিডিয়ো থেকে যদি সামান্য কিছুও শিখতে পারেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। 💕🥰💞

  • @supanchakma3905
    @supanchakma3905 3 года назад

    অনেক অনেক ধন্যবাদ স্যার

    • @ShawonsBangla
      @ShawonsBangla  3 года назад +1

      আমরা ধীরে ধীরে ব্যাকরণের সকল টপিকের উপরই ভিডিয়ো আপলোড করব ইনশাআল্লাহ।
      আর একটা কথা, ভিডিয়ো দেখায় আপনার স্বার্থ আছে, কারণ ভিডিয়ো থেকে আপনি কিছু শিখতে পারতেছেন। কিন্তু সামান্য সময় ব্যয় করে কমেন্ট করায় আপনার কোনো স্বার্থ নেই।
      কিন্তু তারপরও সামান্য একটু সময় ব্যয় করে আপনাদের করা ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমার কার্যক্রমের মূল চালিকাশক্তি। সাথে থাকবার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 💕🥰

  • @Akanjee1
    @Akanjee1 2 года назад

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। প্রয়োগ অপপ্রয়োগের কি এই ৫ টাই ক্লাস, নাকি আরো আছো?

  • @tawhidzayan6711
    @tawhidzayan6711 2 года назад

    ধন্যবাদ 🖤

  • @AntiDestruction
    @AntiDestruction Месяц назад +1

    12:12 স্যার এই অংশটা বুঝিনি

  • @ইসলামেরবার্তা-ল১গ

    Khob valo laglo sir

  • @rohansadi2223
    @rohansadi2223 2 года назад

    Ai dia 2 bar daklam. aj porikkar agar din

  • @lovelyrahman4959
    @lovelyrahman4959 2 года назад +1

    ভাইয়া, প্লিজ বলেন আপনি কোথায় থাকেন। আপনার সাথে আমার ছেলেকে দেখা করালে খুব উপকার হতা।

  • @hemelhowa8201
    @hemelhowa8201 3 месяца назад

    Thank you❤❤❤

  • @trueeducationwithtaref6796
    @trueeducationwithtaref6796 2 года назад

    দোয়া রইল