অনেক কয়েক বছর আগে এই লাইন যখন ন্যারোগেজ ছিল তখন একবার কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত গিয়েছিলাম। আজ আর একবার আপনার এই অসাধারণ ভিডিও এর মাধ্যমে এই লাইনটি দেখার সুযোগ হোলো। ভালো থাকবেন ❤️
খুব ভালো লাগলো গ্রাম্য পরিবেশে ট্রেন জার্নি। যখন ন্যারোগেজের ট্রেন চলতো তখন একবার কাটোয়া থেকে বর্ধমান বাসে জার্নি করেছিলাম। এবার একদিন এই নতুন ব্রডগেজ লাইনে জার্নি করার ইচ্ছে রইল। আপনি ভালো থাকবেন ধন্যবাদ।
অনেক ছেলে-ছোকরা আজ কাল ট্রেন জার্নির ভিডিও বানাচ্ছে কিন্তু অনেক চেষ্টা করেও ১০০০-২০০০র বেশী সাবস্ক্রাইবার হচ্চে না, তাদের বলবো তাপস বাবুর ভিডিও দেখে শেখা উচিত আসল ভিডিও কি ভাবে বানাতে হয়
ভাতার ষ্টেশন তথা অঞ্চল থেকে বেশ কিছু দূরে অবস্থিত তারাশুশুনা গ্ৰাম। সেখানে তারাখ্যা মায়ের মন্দির অবস্থিত। খুব সুন্দর একটা গ্ৰাম ও মন্দির। চক্ষু সমস্যার জন্য খ্যাত। যাইহোক, আবারো, গ্ৰাম্য পরিবেশের ন্যায় সুন্দর একটা তথ্যমূলক ভিডিও উপহার পেলাম। খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
খুবই সুন্দর লাগলো দাদা বরাবরের মতো, আর সব থেকে ভালো লাগলো আপনার এই সুন্দর ইনফর্মেশন দিয়ে ভাষ্য পাঠ, আরও একটা মন মুগ্ধকর লাগলো এই বর্ধমান থেকে কাটোয়া রেলপথের দুপাশের পল্লী বাংলার সুন্দর মনমুগ্ধকর দৃশ্যপট, কি সুন্দর গাছগাছালি আর বড় বড় পুকুর ঝিলে ঘেরা, এই রেলপথ, যেকোনো একটা স্টেশনে নেমে পড়ে বড় বড় পুকুরের ধারে গাছ গাছালিতে ঘেরা জায়গায় অনেকক্ষণ সময় কেটে যাবে,
সত্যিই খুব সুন্দর! এক ঘন্টা কুড়ি মিনিটের জার্নির মধ্যে আমি ভিডিও করে ছিলাম 58 মিনিট, ভিডিও ছোট করার তাগিদে কাটতে কাটতে 22 মিনিটে আনতে হয়েছে, কারণ অনেকেই বড়ো ভিডিও দেখতে চায়না! ধন্যবাদ তোমাকে, এভাবেই পাশে থেকো! ভালো থেকো।❤️
তাপস বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার এই যাত্রাপথের description সত্যিই মনকে ভীষণভাবে নাড়া দেয় । আপনার এত নিখুঁত তথ্য আমাদের স্নিগ্ধ করে । পরবর্তী ভিডিওগূলোতে আপনার সঙ্গে চলার চেষ্টায় রইলাম ।
এই লাইনের ভিডিও দিতে অনুরোধ করেছিলাম। আপনার উপহার পেলাম। এবার রানাঘাট থেকে বনগাঁ লাইনের ভিডিও করুন। খুব সুন্দর গ্রাম বাংলার পল্লীর সৌন্দর্য উপভোগ করবেন।
আপনার ভিডিওগুলি আমার খুব ভালো লাগে। আমি নিয়মিত এগুলো দেখি অপূর্ব গ্রাম্য প্রকৃতি দেখার জন্য। নমস্কার দাদা, ভালো থাকুন আর এই রকম হৃদয় কারা ভিডিও আরো বানান।
আরও একটি চমৎকার ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অজানাকে জানার সুযোগ করে দিয়েছেন। এধরনের আরও ভিডিও উপভোগ করার আশায় রইলাম। ভালো থাকুন সবাইকে নিয়ে এই কামনা করছি।
Katwa theke onek gulo narrow gauge line chilo ek somoy, bohu purono itihash royeche oi sob line gulor jeta amar khub valo lage! Tar moddhe ekta line ekhono baki ache! Katwa-Ahmedpur.. khub valo laglo comment peye, valo theko ❤️
Nischoi apnio apnar sorir er kheyal rakhben.Ami sob somoi apnar pas e achi.Rail Fan kina Tai sob kajer age etai mone pore train er video aslei dekhte boste hbe.
আমি যখন যে স্টেশন দিয়ে জার্নি শুরু করি তখন সেই স্টেশনের লাইন কটা সেটা নিয়ে বলি কারণ লাইন নিয়ে আলোচনা ভিডিও প্রথম দিকেই শুনতে ভালো লাগে। ধরো এরপর কাটোয়া থেকে যখন জার্নি শুরু করবো তখন লাইন গুলো দেখিয়ে ভিডিওটা শুরু হবে! ধন্যবাদ তোমাকে, ভালো থেকো।
ভ্রমণ যেখান থেকে শুরু করবেন এবং যেখানে শেষ করবেন এ দুটো জায়গা রেজিস্টেশনের বাইরে দৃশ্য পথ দেখালে এবং বর্ণনা করলে আরো ভালো লাগবে বাংলাদেশ থেকে আপনার শুভাকাঙ্কী
অনেক কয়েক বছর আগে এই লাইন যখন ন্যারোগেজ ছিল তখন একবার কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত গিয়েছিলাম। আজ আর একবার আপনার এই অসাধারণ ভিডিও এর মাধ্যমে এই লাইনটি দেখার সুযোগ হোলো। ভালো থাকবেন ❤️
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি একটা সুন্দর ইতিহাসের সাক্ষী!
খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। ❤️🙏
খুব ভালো লাগলো গ্রাম্য পরিবেশে ট্রেন জার্নি। যখন ন্যারোগেজের ট্রেন চলতো তখন একবার কাটোয়া থেকে বর্ধমান বাসে জার্নি করেছিলাম। এবার একদিন এই নতুন ব্রডগেজ লাইনে জার্নি করার ইচ্ছে রইল। আপনি ভালো থাকবেন ধন্যবাদ।
আপনার লেখা পড়ে খুব খুব ভালো লাগলো! অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
আপনি journeyর পুর বিবরণ দিয়ে দেন । খুব ভাল লাগে অনেক informative information পাই। অনেক ধন্যবাদ
আপনাদের ভালো লাগছে, এটাই আমার পুরস্কার! ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
খুব সুন্দর আর তথ্য সম্বৃদ্ধ.......... এইরকম ছোট ছোট ট্রেন জার্নি সব সময়েই মনোরম।
উৎসাহিত হলাম! ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
অনেক স্বর্ণালী স্মৃতি মনে করিয়ে দিলেন❤
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
অনেক ছেলে-ছোকরা আজ কাল ট্রেন জার্নির ভিডিও বানাচ্ছে কিন্তু অনেক চেষ্টা করেও ১০০০-২০০০র বেশী সাবস্ক্রাইবার হচ্চে না, তাদের বলবো তাপস বাবুর ভিডিও দেখে শেখা উচিত আসল ভিডিও কি ভাবে বানাতে হয়
সকলেই চেষ্টা করে যাচ্ছে, সাফল্য নিশ্চয় আসবে আশা রাখি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভাবেই পাশে থাকবেন, আশারাখি!
ভালো থাকবেন।
Good
@@joydebghosh6685 thank you so much! Stay well
যাত্রীদের সঙ্গে কিছু কথাবার্তার ভিডিও থাকার জন্য অনুরোধ।ধন্যবাদ। নমস্কার
@@kamalgupta459 চেষ্টা করবো, ধন্যবাদ আপনাকে।
খুব ভাল লাগল, এই প্রথম এই লাইনে আপনার সঙ্গে গেলাম, আগে কখনও যাবার সুযোগ হয়নি। "ধন্যবাদ"
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
ভাতার ষ্টেশন তথা অঞ্চল থেকে বেশ কিছু দূরে অবস্থিত তারাশুশুনা গ্ৰাম। সেখানে তারাখ্যা মায়ের মন্দির অবস্থিত। খুব সুন্দর একটা গ্ৰাম ও মন্দির। চক্ষু সমস্যার জন্য খ্যাত। যাইহোক, আবারো, গ্ৰাম্য পরিবেশের ন্যায় সুন্দর একটা তথ্যমূলক ভিডিও উপহার পেলাম। খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
তথ্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে! আপনাদের কমেন্ট ও আমার কাছে উপহার!
ভালো থাকবেন।
চক্ষু সমস্যার জন্য হাসপাতাল আছে?
আপনার চ্যানেল ও আপনার সাথে বর্ধমান -কাটোয়া ট্রেনের সফর করে বেশ আনন্দ পেলাম,,, এইভাবেই এগিয়ে চলুন কাকু,,,, ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐
তোমরা সকলে যখন সঙ্গে আছো, তখন এগিয়ে যাওয়ার চেষ্টা তো করতেই হবে! ধন্যবাদ তোমাকে, ভালো থেকো।💐
খুবই ভাল লাগল। সুন্দর উপস্থাপনা।ঘরে বসেই অনেক জায়গা দেখলাম।
ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
দারুন ভালো লাগলো সাথে অনেক নতুন তথ্যে সমৃদ্ধ হলাম।ধন্যবাদ আপনাকে।ভালো থাকুন।❤
আপনাদের ভালো লাগাই আমার পুরস্কার! ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন ❤️
দারুন লাগলো, আরো এরকম ভিডিও দেখতে চাই। ভালো থাকবেন দাদা ।
ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
Khub vlo laglo video ti, apaner video amader gram banglar khub kache niye jai, asankha dhannabad apnake🌾❤🌿🙏
Khub khub sundor bolechen, gram banglar kache..... ! Dhonnobad apnake, utsahito holam! valo thakben
খুবই সুন্দর লাগলো দাদা বরাবরের মতো, আর সব থেকে ভালো লাগলো আপনার এই সুন্দর ইনফর্মেশন দিয়ে ভাষ্য পাঠ, আরও একটা মন মুগ্ধকর লাগলো এই বর্ধমান থেকে কাটোয়া রেলপথের দুপাশের পল্লী বাংলার সুন্দর মনমুগ্ধকর দৃশ্যপট, কি সুন্দর গাছগাছালি আর বড় বড় পুকুর ঝিলে ঘেরা, এই রেলপথ, যেকোনো একটা স্টেশনে নেমে পড়ে বড় বড় পুকুরের ধারে গাছ গাছালিতে ঘেরা জায়গায় অনেকক্ষণ সময় কেটে যাবে,
সত্যিই খুব সুন্দর! এক ঘন্টা কুড়ি মিনিটের জার্নির মধ্যে আমি ভিডিও করে ছিলাম 58 মিনিট, ভিডিও ছোট করার তাগিদে কাটতে কাটতে 22 মিনিটে আনতে হয়েছে, কারণ অনেকেই বড়ো ভিডিও দেখতে চায়না! ধন্যবাদ তোমাকে, এভাবেই পাশে থেকো! ভালো থেকো।❤️
Ei,line,e, amr, Bari,,samne, station pichone pukur,, pase school,,,
আরও একটা ভালো ভিডিও উপস্থাপন করলেন, খুব ভালো ভাবে উপভোগ করলাম , ভালো থাকবেন।
আপনাদের ভালো লাগছে, এটাই আমার পাওয়া! অনেক ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
খুব ইনফরমেটিভ।নতুন নতুন নাম শুনছি, আমার জন্য লাইন টা একেবারে নতুন।জানলাম, বেশ লাগলো।
ধন্যবাদ।ভালো থাকবেন।
খুব ভালো লাগলো! আরো ভালো করার চেষ্টা করবো ভবিষ্যতে! ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
খুবই valo laglo ghare bose trainjourney hoay gelo.Thanks
ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
Beautiful video capturing and showing
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🚉🚉🚉
Thank you so much! Stay well 🙏
খুব ভালো লাগলো, মনে হলো যেন আমিই ট্রেনে করে যাচ্ছি। আপনার পরের ভিডিওর অপেক্ষায় রইলাম
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
উৎসাহ পেলাম আপনার কথায়! ভালো থাকবেন।
ঠিক বলেছেন। এর কারণ হচ্ছে, তিনি নিজেকে কখনো দেখান না বা জাহির করেন না, যেটা অনেকেই করে থাকে। এই কারণেই আমিও ওনার একজন প্রশংসক।
অনেক ছেলে মেয়েরা রেলওয়ে জার্নি ভিডিও বানায় কিন্তু আপনার মতো সবকিছু ডিসকাস করে না সেই জন্য আপনার ভিডিও টা দেখতে ভালো লাগে
ধন্যবাদ আপনাকে, উৎসাহ পেলাম আপনার কথায়! ভালো থাকবেন।
ঠিক বলেছেন। তারা নিজেদের বেশী দেখায়, যেন, বিষয়বস্তু ছেড়ে নিজেদেরই শুটিংয়ে ব্যস্ত।
Khoob valo laglo, mone hoy apnar songe amio journey korchi. valo thakben.
Mone howa sabhabik! Karon amio apnader songei journey kori...dhonnobad apnake utsaho pelam! Valo thakben
তাপস বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আপনার এই যাত্রাপথের description সত্যিই মনকে ভীষণভাবে নাড়া দেয় । আপনার এত নিখুঁত তথ্য আমাদের স্নিগ্ধ করে । পরবর্তী ভিডিওগূলোতে আপনার সঙ্গে চলার চেষ্টায় রইলাম ।
আপনাদের ভালো লাগাই,আমার কাজের প্রেরণা! ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন ।
খুব ভালো লাগলো তাপস দা তোমার ট্রেন ভ্লগটা তুমি আরো এগিয়ে যাও আমরা তোমার সাথে ছিলাম আছি থাকবো শুভকামনা রইলো
খুব ভালো লাগছে, তোমাদের পাশে থাকার আশ্বাস এবং অনুপ্রেরণা! ধন্যবাদ, ভালো থেকো।
ভীষণ ভীষণ ভালো লাগল। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানালাম। 🍁❤❤❤❤👌👍
অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।❤️
খুব ভালো লাগলো। কি সুন্দর সবুজ দৃশ্য।❤
ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।❤️
Very beautiful and informative, thank you sir
Your comment encourage me a lot!
Thank you so much! stay well.
Khub bhalo laglo, Apnake Dhanyawad
From Sree Bhumi, Kolkata
উৎসাহিত হলাম আপনার কথায়!
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
খুব ভালো লাগলো তাপস বাবু। আমার বলগনা অঞ্চলে বাড়ী। পুরনো স্মৃতি বার বার ফিরে আসছিল। ধন্যবাদ তাপস বাবু।
আপনার পুরনো স্মৃতি ফিরে আসাটাই স্বাভাবিক! অনেক অনেক ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
খুব ভাল লাগল । নিখুঁত বর্ণনা । যাব একদিন ঐ লাইনে । ভাতারের কাছে কি একটা জঙ্গল আছে বলছিলেন ?
অসংখ্য ধন্যবাদ আপনাকে! চাঁদীপুর মিনি ফরেস্ট, ভালো থাকবেন।
খুব ভালো লাগলো 👍👍👍👍👍
ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
খুব ভালো লাগলো ভিডিও টি । ভালো থাকবেন।
ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
খুব ভালো লাগলো অন্যান্য video গুলোর মতই।
অনেক ধন্যবাদ! এই ভাবেই পাশে থাকবেন! ভালো থাকবেন আপনি।
Daarun laaglo, anek kichu jaante paarlam. Tobey ei route er Station er naam gulo kirakom advut, maane Bangla -r naam bole mone hoy naa.
West Bengal er besh kich station ache ai rakom namer, tobe ai route besh koeakta ache.. dhonnobad apnake, valo thakben
Khub sundor, kaku aro ekbar bolchi jadi Sealdah to bonga or howrah to kharagpur rail journey dekhan na please
Ami apnar ai comment screenshot mere rakhchi, ektu deri holeo korbo... dhonnobad apnake, valo thakben
Apnar ai comment screenshot mere rakhchi, ektu deri holeo korbo... dhonnobad apnake valo thakben
আপনার ব্লগ গুলো অসাধারণ
ধন্যবাদ আপনাকে, উৎসাহ পেলাম! ভালো থাকবেন।
ভালো লাগলো
ভালো থাকবেন।
ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
Khub valo laglo sir apnar video dekhe ❤
Dhonnobad apnake, utsahito holam! valo thakben
Bwn, to, katwa,r, video,onek, dekhlam, sob, theke, super,first 🥇,ei,ta,tai, subscribe kre dilam
Onek onek dhonnobad apnake, utsahito holam! Valo thakben
আপনার ভিডিও নিয়ে নূতন করে বলার দরকার নেই।এককথায় অসাধারন,তথ্য সমৃদ্ধ সংগে চমৎকার ধারা বিবরন।👌👌👌
অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম, ভালো থাকবেন।
KHUBSUNDOR, apni valo bojhan kaku
ধন্যবাদ তোমাকে, ভালো থেকো ❤️
অনেক ভালো লাগল দাদা। অনেক কিছু জানতে পারলাম।আরো ভিডিও করে ছড়িয়ে দেন যাতে সকলে উপকৃত হয়।ধন্যবাদ
ভালো লাগলো আপনার লেখা পড়ে!
অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
খুব সুন্দর তথ্য দিলেন স্যার, ভাল থাকবেন
তোমার কমেন্টের অপেক্ষায় ছিলাম!
তুমিও ভালো থেকো।
@@travellertapas1605 হ্যাঁ স্যার ।
eibhabe egie jete thakun amra apnar pase achi.. best of luck...
Apnar pase achen bolei aro valo korte iccha hoy! valo thakben...
চমৎকার লাগলো।যাত্রাপথের বিভিন্ন অঞ্চলের তথ্যসমৃদ্ধ বিবরণ ভিডিওটিতে অন্য মাত্রা যোগ করেছে।
ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
Khub valo
Dhonnobad apnake, valo thakben
Gede liner ekta video deoa possible hobe?
Khub valo laglo
Dhonnobad apnake, utsahito holam! valo thakben
এই লাইনের ভিডিও দিতে অনুরোধ করেছিলাম। আপনার উপহার পেলাম। এবার রানাঘাট থেকে বনগাঁ লাইনের ভিডিও করুন। খুব সুন্দর গ্রাম বাংলার পল্লীর সৌন্দর্য উপভোগ করবেন।
বনগাঁ থেকে রানাঘাট ভিডিও করবো, শীতের সময়! খুব ভালো লাগলো!
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
Bhalo laglo.
Dhonnobad apnake, valo thakben
খুব ভাল এবং অনেক পরিনত।এভাবেই চালিয়ে যান তাপস বাবু।
ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম!
ভালো থাকবেন।
Khub vhalo video hoacha
Dhonnobad apnake, valo laglo valo thakben
Dada,apnar amtar video ta just oshadharon.
Osongkho dhonnobad apnake, utsaho pelam! Valo thakben
আপনার ভিডিওগুলি আমার খুব ভালো লাগে। আমি নিয়মিত এগুলো দেখি অপূর্ব গ্রাম্য প্রকৃতি দেখার জন্য। নমস্কার দাদা, ভালো থাকুন আর এই রকম হৃদয় কারা ভিডিও আরো বানান।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
Good better best .❤❤❤ Thanks
Tapash Da..❤❤ a real interpreter ❤❤❤❤ Thanks ❤❤❤❤❤.
Your comment encourage me a lot!
Thank you so much! stay well.❤️
Khub sundor laglo.
Onek onek dhonnobad apnake! Valo thakben
খুবই ভালো লাগলো। ভালো থাকবেন।❤🙏🏽👍🏽
ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন। ❤️🙏
এটি একি রকম লাগলো, কিছু আলাদা না হলে বারে বার খালি রেল লাইন দেখছি
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
Dada khub bhalo laglo.
Dhonnobad apnake, utsahito holam! Valo thakben
Khub valo laglo
Bhalo takban
Onek onek dhonnobad apnake, valo thakben
দাদা আমি আপনার জার্নি ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকি খুবই ভালো লাগলো
অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
খুব সুন্দর হয়েছে এইভাবে পরিবেশন করলেভালোলাগবে.
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
আপনার ভিডিও গুলো ভালো লাগে
ধন্যবাদ আপনাকে উৎসাহিত হলাম!
আপনারা কমেন্ট করেন, এটা আমার খুব ভালো লাগে। ভালো থাকবেন।
ভালো লাগলো ,ধন্যবাদ আপনাকে ।
ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
Apnar sob kota video dekhechhi...... Monehoy nije journey korchhi..... Khub e monorom.....!
Mone howatai sabhabik! Ami apnader songe nieai journey kori je! Dhonnobad apnake,Valo thakben
Osadharon 👍
Dhonnobad apnake, valo thakben ❤️
আরও একটি চমৎকার ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অজানাকে জানার সুযোগ করে দিয়েছেন। এধরনের আরও ভিডিও উপভোগ করার আশায় রইলাম। ভালো থাকুন সবাইকে নিয়ে এই কামনা করছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, নিশ্চয় আগামীতে আরো ভালো করার চেষ্টা করবো। উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
Khub sundor hoyechhe video khani
Apoorbo sobuj banglaar darshan korabaar jonne onek dhonnobaad
Katuaa niye onek guli video korechhen
Jayga taa pochhonder bujhi?
Katwa theke onek gulo narrow gauge line chilo ek somoy, bohu purono itihash royeche oi sob line gulor jeta amar khub valo lage! Tar moddhe ekta line ekhono baki ache! Katwa-Ahmedpur.. khub valo laglo comment peye, valo theko ❤️
ami train journy khub bhyalo basi m erakam vdo roj chai
Nischoy valo video dewar chesta korbo! Valo thakben
First view first comment First like and hence First compliment
Dhonnobad tomake ❤️❤️❤️❤️
A vabe o pashe thaka Jay! Onek onek valo theko ❤️
Nischoi apnio apnar sorir er kheyal rakhben.Ami sob somoi apnar pas e achi.Rail Fan kina Tai sob kajer age etai mone pore train er video aslei dekhte boste hbe.
@@diptyodiproy onek onek dhonnobad onek valo theko ❤️
Darun laglo
Dhonnobad apnake, valo thakben...
Very nice I am enjoying your vlog.Requesting of hawckers in enter coaches
Ok, Thank you so much! stay well.
darun valo laglo
Dhonnobad apnake, valo thakben
Apnar vlog e ekta vison core signature ache, dhonnobad erokom informative video deoar jnne
Valo laglo apnar lekha pore! Osongkho dhonnobad apnake, utsahito holam! valo thakben
খুব সুন্দর
আপনাদের ভালো লাগাই, আমার পুরস্কার! ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
ভালো বেশ ভালো।। মেদহীন পরিবেশনা।।
অসংখ্য ধন্যবাদ আপনাকে! উৎসাহ পেলাম! ভালো থাকবেন।
A wonderful train journey with beautiful; naration is really rare. It gives us knowledge of geography, local history and immense pleasure.
I got a lot of encouragement reading your comment! It was very nice, thank you so much! stay well.
Khub sundor!
Osongkho Dhonnobad apnake! Valo thakben
Nice ❤
Thank you so much! stay well.
দারুন
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
খুব ভালো লাগছে।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
খুব ভালো লাগলো।রুট ম্যাপ দিলে ভালো হয়
ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
অসাধারণ 👍
অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন ❤️
Khub sundor ❤
Dhonnobad apnake, utsahito holam! valo thakben❤️
Khub sundor laglo ei video ta onek notun tothyo jante parlam ❤❤❤
খুশি হলাম আপনার coment পেয়ে!
অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।❤️
অনেক শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে! ভালো থাকবেন।
Ai rokom vdo dekte chi
Amar chanele ei rakom aro onek video paben, dekhte anurodh korlam! Dhonnobad apnake, valo thakben..
অসাধারণ!👍
ধন্যবাদ আপনাকে! ভালো থাকবেন।
🎉 good
Thank you so much! stay well.
Amar hub sundar legeche
Osongkho dhonnobad apnake, utsahito holam! valo thakben
Khub sundar mon bhore gelo
Osongkho dhonnobad apnake, valo thakben
Darun laglo katoya berate
Onek onek dhonnobad apnake, utsahito holam! valo thakben
খুব ভাল লাগলো অনেক ধন্যবাদ
অনেক অনেক ধন্যবাদ আপনাকেও! ভালো থাকবেন।
@@travellertapas1605 আর ও শুনতে পাবো?ধন্যবাদ।
অপুর্ব সুন্দর
ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
অসাধারন❤️ চমৎকার কাজ। অভিনন্দন জানাই।
উৎসাহিত হলাম! ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ❤️
I have seen your travel vdo 1st time.nice vdo.Best of luck.from Arunachal Pradesh.
Your comment encourage me a lot!
Thank you so much! stay well.
Very good..
Thank you so much! Stay well.
দারুন, আপনার ব্লগের দৌলতে গা গ্রাম বাংলা দেখতে পাচ্ছি। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, উৎসাহিত হলাম! ভালো থাকবেন।
প্রতিবার মত ভিডিও দেখতে চলে এলাম, অসাধারণ ট্রেন জার্নি তাপস আঙ্কেল ম্যাক্সিমাম সিঙ্গেল লাইন এর ট্রেনের এর স্পিড কত, কাটোয়ায় ট্রেন লাইন কটা জানালে খুব খুশি হতাম, আঙ্কেল আপনার বাড়িটা অ্যাড্রেস কোথায়। ভালো থাকবেন ভালো রাখবেন?
আমি যখন যে স্টেশন দিয়ে জার্নি শুরু করি তখন সেই স্টেশনের লাইন কটা সেটা নিয়ে বলি কারণ লাইন নিয়ে আলোচনা ভিডিও প্রথম দিকেই শুনতে ভালো লাগে। ধরো এরপর কাটোয়া থেকে যখন জার্নি শুরু করবো তখন লাইন গুলো দেখিয়ে ভিডিওটা শুরু হবে! ধন্যবাদ তোমাকে, ভালো থেকো।
Khub bhalo laglo . Informative .
Dhonnobad apnake,utsahito holam! valo thakben
ভ্রমণ যেখান থেকে শুরু করবেন এবং যেখানে শেষ করবেন এ দুটো জায়গা রেজিস্টেশনের বাইরে দৃশ্য পথ দেখালে এবং বর্ণনা করলে আরো ভালো লাগবে বাংলাদেশ থেকে আপনার শুভাকাঙ্কী
অসংখ্য ধন্যবাদ আপনাকে, নিশ্চয় চেষ্টা করবো! ভালো থাকবেন।
Khub sundor video 🎉🎉🎉
Dhonnobad apnake, valo thakben ❤️