চুষনি, নিপল (nipple), প্যাসিফায়ার (pacifier) ব্যবহার নিয়ে মা-বাবার মনের সকল সংশয়ের অবসান হবে। রয়েছে ভালদিক এবং খারাপদিক নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় টিপস। কেন জানা দরকার? 0:00। সুবিধা (Benefits)। 0:47। অসুবিধা (Risks) । 5:42।
বাচ্চার বয়স ২ মাস। বাচ্চা বুকের দুধ খেতে খেতে ঘুমায়, ঘুমের ভিতরেও দুধ চুষতে থাকে, দুধ ছাড়ে না, জোর করে ছাড়ালে কান্না করে আবার অনেকক্ষন দুধ খাওয়ার ফলে পেট ভরে যায় তাই বমি আসে কিন্তু তারপরও দুধ ছাড়তে চায় না। এখন কি করা উচিত?
বাবুর বয়স ৬ মাস রানিং। কিছুদিন আগে ওর আমাশয় হয়েছে ঔষধ দিছে খাওয়াইছি।১ সপ্তাহ ভালো ছিল।এখন আবার আমাশয় হয়ছে একটু একটু পায়খানা করতেছে। ডাক্তার বলছিলেন মুখে যাতে হাত না দেই কিন্তু হাত দেওয়া বন্ধ করতে পারছিনা আমি কি চুষনি ব্যবহার করতে পারব
@@NewbornChildSpecialist বাবুর ১৮ তারিখ ৬ মাস পূরণ হবে এখন বুকের দুধে পেট ভরছে না বাবুকে কি লেকটোজেন ফরমুলা টা দিতে পারব।বাবুর আমাশয়ের মত একটু একটু পায়খানা করে।জানাবেন প্লিজ।
স্যার আমার বেবির বয়স পাঁচ পাঁচ মাসের শেষের দিক আমি কি আমার বেবিকে সুজি কিংবা সাবু খাওয়াতে পারব সাত মাস থেকে খাওয়াতে হবে কিনা এগুলা একটু জানাবেন প্লিজ।
আমার বাবুর ২.৫ মাস + আমি বাবুকে ব্রেস্ট মিল্ক পাম্প করে ফিডারে প্রয়োজনভেদে মাঝে মাঝে দিই। এখন সমস্যা হলো ও বুকের দুধ ভালো মতো সাক করতে চায় না। আসতে দেরী হলে কান্না শুরু করে। এমতাবস্থায় কি করা যায়। পরামর্শ দিবেন প্লিজ
স্যার বাচ্চার বয়স ৩মাস ৭ দিন ২য় ডোজ টিকা দেয়ার পর জ্বর হয়েছে কিন্তু বাচ্চার পায়খানা কালছে কালছে হচ্ছে এটা কি কোনো সমস্যা টিকা দেয়ার পরই এমন হচ্ছে প্লিজ জানাবেন😊
Sm amr baccar ovvas.. Amr bacca 1month.. Sara rat dudh mukhe niye ghumabe abr dineo suye dudh na dile ghumabena.kole niye jtoi khawai bt hyna.ei suye dudh khawanr fole mathar 2side bse gce akhn kmn jno dekhay
আমার বাবুর 14 দিন বাট ও সবসময় বুকের দুধ পান করে আর বোমি করে ঘুমের মাঝেও খায় আর বমি করে আমি কি এটা ব্যাবহার করতে পারবো বেশি রাখবো না পরিমাণ মতো রাখবো দয়া করে যানাবেন
আমার বেবীর পাচ মাস বিশ দিন এখন ও ঘার সোজা হয় নি অরে অনেক কম কোলে নেউয়া হয় সারাদিন সুয়ে থাকে সবাই বলে এইটাই নাকি সমস্যা কোলে বেশি নিতে হবে এখন কি এইটাই সত্যি
বাবুর 4 মাস বয়স হয়েছে। তেমন কোনো অসুখ বিসুখ হয়নি। সঠিক ভাবে মায়ের থেকে খাবার খায়। এখন কিছু দিন থেকে মাথা গরম হয়ে ঘাম বের হয়। কিন্ত হাত পা ঠাণ্ডা থাকে। জ্বর 97 থেকে 98 এফ পর্যন্ত হয়ে যায়। সু- পরামর্শ আশা করছি। কৃতজ্ঞ থাকবো।
চুষনি, নিপল (nipple), প্যাসিফায়ার (pacifier) ব্যবহার নিয়ে মা-বাবার মনের সকল সংশয়ের অবসান হবে। রয়েছে ভালদিক এবং খারাপদিক নিয়ে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় টিপস।
কেন জানা দরকার? 0:00।
সুবিধা (Benefits)। 0:47।
অসুবিধা (Risks) । 5:42।
ধন্যবাদ স্যার এত ভালো করে বোঝানোর জন্য❤
ধন্যবাদ আপনাকেও 🤗
বাচ্চার বয়স ২ মাস। বাচ্চা বুকের দুধ খেতে খেতে ঘুমায়, ঘুমের ভিতরেও দুধ চুষতে থাকে, দুধ ছাড়ে না, জোর করে ছাড়ালে কান্না করে আবার অনেকক্ষন দুধ খাওয়ার ফলে পেট ভরে যায় তাই বমি আসে কিন্তু তারপরও দুধ ছাড়তে চায় না। এখন কি করা উচিত?
শিশুকে সরাসরি দেখা প্রয়োজন
খুব ভালো বুঝতে পারলাম
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন ভালো থাকুক আপনার সন্তান।
বাবুর বয়স ৬ মাস রানিং। কিছুদিন আগে ওর আমাশয় হয়েছে ঔষধ দিছে খাওয়াইছি।১ সপ্তাহ ভালো ছিল।এখন আবার আমাশয় হয়ছে একটু একটু পায়খানা করতেছে। ডাক্তার বলছিলেন মুখে যাতে হাত না দেই কিন্তু হাত দেওয়া বন্ধ করতে পারছিনা আমি কি চুষনি ব্যবহার করতে পারব
না করা ভালো
@@NewbornChildSpecialist বাবুর ১৮ তারিখ ৬ মাস পূরণ হবে এখন বুকের দুধে পেট ভরছে না বাবুকে কি লেকটোজেন ফরমুলা টা দিতে পারব।বাবুর আমাশয়ের মত একটু একটু পায়খানা করে।জানাবেন প্লিজ।
আমার মেয়ের দুই বছর, তারে আগে দেই না চুষনি,কিন্তু ইদানীং চুষনি নিয়ে ঘুমায়,কারণ আরেকটা বেবি আছে দুই মাসের,তাই তাকে চুষনি দিছি।
😰
সার আমার বাচ্চার ২৮৷ তারিখে পাঁচ মাস শেষ হবে আমি কি ওকে এখন অন্য কিছু খাওয়া শুরু করতে পারি
৬ মাস পূর্ণ হলে দিবেন
Amr baccar 1.5 bosor ore akon cusni deyeci bm off kora hoise cusni dia..amashoi er moto poty kortese ayta ki cusnir jonno hocce??
হতে পারে
আমার বাচ্চার বয়স ১৭ মাস জন্মের পর থেকেই খাবার খেতে চায় না পথমে বুকের দুধ এখন বাইরের খাবার,,, কি করতে পারি?
শিশুকে সরাসরি দেখা প্রয়োজন
Assalamu alaikum
Amar baby boyos 3 mas 15 din onek besy hat khacce o...cusni bebohar korle ki hat khawa kombe or?
ধন্যবাদ
ধন্যবাদ আপনাকেও
স্যার আমার বেবির বয়স পাঁচ পাঁচ মাসের শেষের দিক আমি কি আমার বেবিকে সুজি কিংবা সাবু খাওয়াতে পারব সাত মাস থেকে খাওয়াতে হবে কিনা এগুলা একটু জানাবেন প্লিজ।
৬ মাস পূর্ণ হলে দিবেন
সাত মাস পরলে দিব
স্যার আসসালামু আলাইকুম
আমার একটা মেয়ে বয়স ৭বছর কিন্তু খাবার খাইতে চায় না। এজন্য খুবই হাল্কা এবং চিকন স্বাস্থ্যগত দিক দিয়ে অ খুবি দুর্বল এখন কি করবো
শিশুকে সরাসরি দেখা প্রয়োজন
আমার বাবুর ২.৫ মাস + আমি বাবুকে ব্রেস্ট মিল্ক পাম্প করে ফিডারে প্রয়োজনভেদে মাঝে মাঝে দিই। এখন সমস্যা হলো ও বুকের দুধ ভালো মতো সাক করতে চায় না। আসতে দেরী হলে কান্না শুরু করে। এমতাবস্থায় কি করা যায়। পরামর্শ দিবেন প্লিজ
ফিডারে না দিয়ে বাটিতে নিয়ে চামচ দিয়ে খাওয়ানো উচিত। ধন্যবাদ।
স্যার বাচ্চার বয়স ৩মাস ৭ দিন ২য় ডোজ টিকা দেয়ার পর জ্বর হয়েছে কিন্তু বাচ্চার পায়খানা কালছে কালছে হচ্ছে এটা কি কোনো সমস্যা টিকা দেয়ার পরই এমন হচ্ছে প্লিজ জানাবেন😊
😰
সার আমার বাচ্চার বয়স চার মাস কিন্তু সারা রাত ও বুকের দুত মুখে নিয়ে ঘুমাতে চায় তাই ভাচছি শুধু রাতে চুষনি দিব এটা কি ভালো হবে
পূরো ভিডিও অবশ্যই আবার দেখুন এবং নির্দেশ মত কাজ করুন। নিজেই সিদ্ধান্ত নিতে পারেন
Sm amr baccar ovvas.. Amr bacca 1month.. Sara rat dudh mukhe niye ghumabe abr dineo suye dudh na dile ghumabena.kole niye jtoi khawai bt hyna.ei suye dudh khawanr fole mathar 2side bse gce akhn kmn jno dekhay
@@riyakhan8605 amar bacchao erokom hosse apu,matha ki gol hoyese apu apnar babur?
Dada amar meye fitar khai kintu onk somoy fitar ar ban cuse tate ki problem hobe..... Akto janaben plz.... ❤
ফিডার ফর্মুলা শিশুর জন্য ভালো নয়
@@NewbornChildSpecialist dada amar meye buker dud pay na se jonno fitar dite hoy.... Kintu fitar khawyar pore amar meye fitar ar ban cuse....
বাচ্চাদের ঠোঁট উঁচু হয়ে যায় শুনেছি, এটা কি ঠিক?
হ্যা
Ami jodi shodu ratay gumanor somoy dei . taholey ki parbo?
😰
আমার বাচ্চা জন্মের পর থেকে বুকের দুধ পায়নি। ফিডারে খায়,এতে কি সমস্যা হবে? বয়স সাত মাস।
হতে পারে
হতে পারে
Sir amr babu r 3 month + sb shomoi hat mukhe dei ki koronio
কিছু না। হাত পরিষ্কার রাখুন
আমার বাবুর 14 দিন বাট ও সবসময় বুকের দুধ পান করে আর বোমি করে ঘুমের মাঝেও খায় আর বমি করে আমি কি এটা ব্যাবহার করতে পারবো বেশি রাখবো না পরিমাণ মতো রাখবো দয়া করে যানাবেন
ব্যবহার না করে পারলে ভালো। ধন্যবাদ।
স্যার আমার মেয়ে অনেক জিব্বা বের করে এটা কি কোনো সমস্যা হাত ও অনেক খাই😢
বয়স কত?
@@NewbornChildSpecialist 4 mas sir
Amr babyr 6month ok Aveeno body lostion use korcilam but ota balo lageni ekn ki use korte pari ektu janaven plz
দেশি ব্রান্ড নিন।
@@NewbornChildSpecialist jonson nile ki valo hove naki kodomo
স্যার আমার বাবুর ৩মাস চলছে.. বাবু অনেক বেশি হাতের আঙুল খায়,ঘন ঘন মুখে হাত দেয়,এমনকি কোলে নিলে কাধ বা জামা কাপড় মুখে দেয় করণীয় বললে অনেক উপকৃত হবো।
এই বয়সে এটা নরমাল। হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন
গ্রুপে কিভাবে এড হতে পারি?
ফেসবুক এ গ্ৰুপ আছে। ধন্যবাদ আপনাকে।
স্যার যেটা দিয়ে ফল খাওয়ানো হয় এটায় খাওয়ানো যাবে
না
Chusni ki baccar mas onujai soto boro ase???
আছে
বাবুর বয়স ৩মাস এ সময় কি চুষনি দেওয়া যাবে?
না
আমার বেবীর পাচ মাস বিশ দিন এখন ও ঘার সোজা হয় নি অরে অনেক কম কোলে নেউয়া হয় সারাদিন সুয়ে থাকে সবাই বলে এইটাই নাকি সমস্যা কোলে বেশি নিতে হবে এখন কি এইটাই সত্যি
শিশুকে সরাসরি দেখা প্রয়োজন
কয় মাস থেকে দেওয়া যাবে চুসনি
না দেয়া ভালো
আমি যদি ফল খাওয়ার সময় শুধু ফ্রুটস ফিডার দেই তাহলে ও কি একই সমস্যা হবে।
হ্যা।
বাবুর 4 মাস বয়স হয়েছে।
তেমন কোনো অসুখ বিসুখ হয়নি।
সঠিক ভাবে মায়ের থেকে খাবার খায়।
এখন কিছু দিন থেকে মাথা গরম হয়ে ঘাম বের হয়।
কিন্ত হাত পা ঠাণ্ডা থাকে।
জ্বর 97 থেকে 98 এফ পর্যন্ত হয়ে যায়।
সু- পরামর্শ আশা করছি।
কৃতজ্ঞ থাকবো।
নরমাল।