স্যার' না বলায় ক্ষিপ্ত রংপুর জেলা প্রশাসক

Поделиться
HTML-код

Комментарии • 820

  • @anikanike471
    @anikanike471 Год назад +185

    স্যার ডাকটার সম্মান শুধুমাত্র শিক্ষকদেরই প্রাপ্র কোন কর্মকর্তার না

    • @abdulalim5999
      @abdulalim5999 Год назад +12

      স্যার এর বিশেষ কোনো মানে আছে কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজের ক্ষমতা দেখানোর জন্যই এটা করেছে। একজন ডিসির পদবি কখনোই অতিসাধারণ নয়, একটা জেলার প্রধান। খুবই ক্ষুদ্র বিষয় নিয়ে নিজেকে ভাইরাল করার জন্য এটা করেছে। এটা মোটেও কাম্য না।

    • @jaidulmondal53782
      @jaidulmondal53782 Год назад +14

      @@abdulalim5999 জনগনের টাকায় যাঁদের বেতন হয় তারা জনগনের সেবক অথবা কর্মচারী তাঁদেরই উচিত জনগনকে স্যার বলে সম্মোধন করা।

    • @touhidulislam2736
      @touhidulislam2736 Год назад +9

      অব্যশই জেলা প্রশাসককে স্যার ডাকতে হবে। আর স্যার ডাকলে কি সমস্যা।সবাই-ই যদি সবাইকে স্যার বলে তাহলে সমস্যা কি তাতে আরোও ভালো পরিবেশ তৈরি হবে।

    • @abdulalim5999
      @abdulalim5999 Год назад +8

      @@jaidulmondal53782 মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় বিচারপতিরও বেতন হয় জনগণের টাকায়, বিচারপতিকে ভাই কিংবা চাচা, কিংবা আংকেল বলে দেখান, তারপর আমি আপনার কথা মানবো।

    • @ahmedtakber6497
      @ahmedtakber6497 Год назад

      Abalchuda
      Prodhan montrir o kew na kew teachers chilo ba ache tai bole ki prodhan montri tar podhe thaka obostai seyy teacher k sir bolbe
      He is a General teacher he isn’t a DC
      Tar seyy Doroner joggota o nai so jar joggota ache seyy e oiii place boste paree tarr joggota nai tai seee oii place o respect korte badho obossoy badho

  • @azizurrahaman3427
    @azizurrahaman3427 Год назад +41

    কোনো সরকারি কর্মচারীকে নয় , শুধুমাত্র শিক্ষকতা পেশায় যিনি আছেন তাঁকেই স্যার বলার বিধান চালু করা উচিৎ !

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      কোনো ছাত্রছাত্রীর প্ররিস্রমের টাকায় পেটচালানো কোন ধর্সক, দূর্নীতিবাজ, জনগনের চাকর মাস্টারকে নয়, শুধু মাত্র দেশের মাননীয় প্রশাসক মহোদয় কে স্যার বলার বিধান চালু করা হোক। আমাদের ছাত্র ছাত্রীদের প্রানের দাবি মাননীয় প্রশাসনের কাছে।

    • @shamimayesmin3777
      @shamimayesmin3777 11 дней назад

      সঠিক বলেছেন

    • @Sohel-th5rl
      @Sohel-th5rl 8 дней назад

      সঠিক বলেছেন

  • @TopNewsGallery
    @TopNewsGallery Год назад +45

    সরকারি আমলারা ভুলে গিয়েছিলো যে তারা জনগণের সেবক ,অর্থাৎ বাংলা ভাষায় চাকর। বিশব্বিদ্যালয়ের শিক্ষক কে অনেক ধন্যবাদ আমলাদের এটি মনে করিয়ে দেওয়ার জন্য

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      জনগনেন চাকর মাস্টার কে ছাত্র ছাত্রীরা মনে করিয়ে দেবে মাস্টাররা ছাত্রছাত্রীর টাকায় চলাপেট চালানো চাকর অন্য কিছু নয়। প্রশাসনের কাছে সাহায্য চাবি তো জুতার বাড়ি খাবি।

  • @BADHONSHARIF
    @BADHONSHARIF Год назад +101

    ধন্যবাদ স্যার কে প্রতিবাদ করার জন্য।কিছু অহংকারীদের এমন শিক্ষাই দেওয়া উচিত।

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      ফরিদপুরে জনগণের চাকর ধর্সক, লুচ্ছা, সমকামি মাস্টার ধরা পড়েছে অহংকাররীদের এমন শিক্ষাই হয়। প্রশাসন কে সম্মান না করার ফল। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেয়না।

  • @MdSujon-le9wo
    @MdSujon-le9wo Год назад +121

    পুলিশ এবং ম্যাজিস্ট্রেট বাংলাদেশের ক্ষমতার অপব্যবহার করছে এগুলো বাংলাদেশের জনগণের জন্য খুবই দুঃখজনক😢😢😢

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад +1

      বাবা তোমার দরবারে সব পাগলের কারবার প্রতিবছর ম্যাজিস্ট্রেট হবার জন্য পাগল হয়ে যাস, বাট ম্যাজিস্টেট সম্মান করবোনা, চাকর,বাকর ধর্সক মাস্টাররে ছাগলের মত ষার, ষার করবে।

    • @dad9634
      @dad9634 Год назад

      @@azmiislammukti4601 এই ক্ষমতার লোভেই সব পাগল হয়ে যায়। অথচ এই ডিসিদের জায়গা হল জনগণের পায়ের নিচে

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      @@dad9634 ক্ষমতা লোভে আপনার মতো চাকর মালিক সাঁজে কান। তোর বাপরা জনগনের ছাত্র ছাত্রীর চাকর, চাকরের জায়গা ছ্য্যইরা গদিতে বসতে চাস।

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      @Utpal Hassan আপনি চাকরি করেন, আপনি ও তো চাকর, ছাত্র ছাত্রীর টাকায় পেটচালানো জনগনের চাকর। সভ্যদেশগুলোতে গিয়েছেন, সভ্যদেশগুলোতে প্রশাসনকে কিভাবে সর্মথন ও সম্মান করা হয় জানেন। প্রশাসন কাকে বলে জেনে কথা বলেন। ফরিদপুরে ধর্সক, সমকামী মাস্টার ধরা পড়েছে দেশের অসভ্য চাকর মাস্টার বা আপনার মতো জনগনের চাকর কে জনগন গালি দেয় প্রশাসনের কাছে বিচার চায় এতে অবাক হওয়ার তো কিছু নাই। অসভ্য, চাকরদের প্রশাসন গালাগাল দিলে অবাক হন কেন? অসভ্য চাকরদের প্রশাসনের নিয়ম না মানলে মানুষ গালাগাল দিলে অবাক হওয়ার কিছু নাই। ফরিদপুরে সমকামী মাস্টার ধরা পড়েছে আপনার মতো জনগনের চাকর সভ্য হয়ে যান। আল্লাহ বিচার করে দিয়েছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়না।

    • @Fuckmodi123
      @Fuckmodi123 Год назад +1

      ​​@@azmiislammukti4601 তুই ছেলে না মেয়ে? আগে এটা একটু বল তারপরও তর কথার কিছু জবাব দিবো

  • @a.h.b5647
    @a.h.b5647 Год назад +37

    রাষ্ট্রের মালিক জনগন। অতএব স্যার একমাত্র জনগণ।

  • @RezaulKarim-ci7xw
    @RezaulKarim-ci7xw Год назад +66

    রংপুর বাসীকে ধন্যবাদ।জেগে ওঠো রংপুর বাসী।

  • @ahsanhabib7001
    @ahsanhabib7001 Год назад +37

    এই শিক্ষকরাই ডিসি তৈরী করার মেশিন।

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      ফালতু কথা কই পাইচেন, ডিসি চাকর মাস্টার তৈরি করে। ফরিদপুরে ধর্সক, ছাত্র ছাত্রীর উপর নির্যাতন করা সমকামী মাস্টার ধরা পড়েছে। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেয়না।

  • @salehahmed3168
    @salehahmed3168 Год назад +52

    উনি হয়তো জানেন না জনগণের টাকায় তার বেতন হয় জনগণ কে স্যার বলতে শরম লাগছে কেন

    • @mdjahidjahid9728
      @mdjahidjahid9728 Год назад +1

      Brother. Magir cehara dekhe Mone hoy na balo manusher sontan

    • @ahmedtakber6497
      @ahmedtakber6497 Год назад

      Tor ki joggota ache j akjon DC tore sir bolbe bol

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад +1

      আপনি হয়তো জানেননা প্রশাসন কাকে বলে প্রশাসনের জন্য বেঁচে আছিস, প্রশাসক কে স্যার বলবিনা তো কাকে বলবি। প্রশাসন কে স্যার বলতে শরম করে।

    • @dad9634
      @dad9634 Год назад

      @@azmiislammukti4601 অবশ্যই শরম করে আমরা প্রসাশনের চাকর না বরং প্রশাসন আমাদের চাকর। ওরা যে কাজের বেতন পায় সেই কাজই করে। আর শিক্ষকের স্থান বাপ মায়ের পরে। কিন্তু আপনি তো দেখি প্রশাসন কে বাপ মায়ের ওপরে রাখছেন এজন্যই দেশের এই অবস্থা। প্রশাসন আজ দুর্নীতির চরম শিকরে

    • @dad9634
      @dad9634 Год назад

      @💎Top Fan💎 কত টাকা ট্যাক্স দেয়??? একজন রিক্সা ওয়ালা যা দেয় উনিও তাই দেয়। আর সেই ট্যাক্স ছাড়াও দেশ চলা সম্ভব কিন্তু যারা ব্যবসার ওপর ইনকাম ট্যাক্স দেয় , বিদেশ থেকে রেমিট্যান্স পাঠায় এবং যারা রপ্তানি পন্য তৈরী করে যেমন কৃষক তাদের ছাড়া এদের বেতন সম্ভব না। কথা বলার আগে একটু বিবেচন করেন। আর যে চাকর তার মালিক কে স্যার না ডেকে মালিকের থেকে স্যার শুনতে চায় তার ওই চাকরি তে আসার কোন দরকার ছিল না তবে মালিকরাই আজ চাকর দের কাছে জিম্মি এজন্যই দেশের এই অবস্থা

  • @ahmedboshir9245
    @ahmedboshir9245 Год назад +27

    যারা সরকারী কর্মচারি তারা সাধারণ মানুষ কে স্যার বলবে

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      ফরিদপুরে ধর্সক, চাকর সমকামী মাস্টার ধরা পড়েছে। প্রশাসন কে সম্মান না করার ফল। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেয়না।

  • @user-dr9ib6sl2h
    @user-dr9ib6sl2h Год назад +26

    এসব কথা বলার পরেও উনাকে দ্বায়িত্বে কিভাবে আবার বহাল রাখে...???উনি আসছে সোনার বাংলা গড়তে?সরাসরি বাসায় পাঠানো হোক।

    • @lombo5293
      @lombo5293 Год назад

      বাংলাদেশে নারীর সম্মান নাই। নারী হবে কাজের বুয়া। কোন সাহসে একজন মহিলা দাবি করতে পারে তাকে ম্যাডাম ডাকতে? এই পুরুষ শিক্ষক এর আচরণ দেখে মনে হচ্ছে সে উদ্ধত। নিশ্চয়ই লোকটা বেয়াদবি করেছিল।

  • @rawshanarabeauty3276
    @rawshanarabeauty3276 Год назад +21

    স্যার মানে 'জনাব' বা 'মহোদয়'- প্রভু নয়। জনগন যদি সর্বময় ক্ষমতার উৎস হয় তা হলে তো জনগনকেই স্যার সন্মোধন করা উচিত।

    • @iamuddin5014
      @iamuddin5014 Год назад

      এটাই তে আমি বলি। স্যার মানে কেবল এবং কেবল জনাব বুঝায় প্রভু নয়। মানুষ যে কি বুঝে 😒

  • @sardarmedia6766
    @sardarmedia6766 Год назад +11

    কিসের স্যার, আমাদের টাকা ওরা বেচে আছে,,,ভাই বলা ই বেশি

  • @mstfatema9764
    @mstfatema9764 Год назад +77

    শুধু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরই আমরা স্যার বলতে চাই। আর যদি কোন কর্মকর্তাকে যদি স্যার বলতে হয় তাহলে সর্বস্তরের মানুষকে স্যার বলার আইন করতে হবে হবে এবং হবে।

    • @Hridoykhan-qf8kq
      @Hridoykhan-qf8kq Год назад +1

      Right

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      আপনি লেখাপড়া কিছু জানেন বিদেশ হলে আপনার মতো হারামি, মিথ্যাবাদি বাটপার মহিলাকে পাগলা গারোদে রাখা হত। জেলার প্রধান কে স্যার বলতে আপনার মত নেমকহারামের পাঁছা জ্ব্যলে, আর বালের জনগনের চাকর ধর্সক মাস্টাররে ছাগলের মত ষার,ষার করেন।

    • @abdulalim5999
      @abdulalim5999 Год назад +3

      যিনি যার কাছে পড়েছে তাকে স্যার বলবে, আর কেউ বলতে বাধ্য আছে কি? এখানে ডিসি মহোদয়কে ছোট করা হয়েছে।

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад +1

      ডিসিরা শিক্ষকসহ সব নিয়োগ দেয় শিক্ষা ডিসি অফিসের পিয়নরাও দিতে পারে, কিন্তু সবাই ডিসি হতে পারেনা।

    • @user-ie3tp1uq8r
      @user-ie3tp1uq8r Год назад

      Pl

  • @mohammadabdullah4321
    @mohammadabdullah4321 Год назад +4

    ধন্যবাদ আপনার এই আন্দোলনের জন্য।আমি দুই বার এরকম কাজের সম্মুখীন হয়েছি। আমি দেখেছি অনেক নিচু শ্রেণীর ডাক্তার তারা এমন করে ।তারা ম্যাডাম না বললে রেগে যায় ।তবে যারা প্রফেসর তারা কখনোই এমন করে না। আসলে মানুষ নিজেকে নিজে বড় মনে করে ।এই ধরনের মানুষের প্রতি নিন্দা জানাই

  • @shakabdulmotin9287
    @shakabdulmotin9287 Год назад +35

    যেহেতু দেশের গোলাম জনগণ। সুতরাং কর্মচারিরা এখন মালিক এটাই এখন দেশের চিত্র।

    • @lombo5293
      @lombo5293 Год назад

      বাংলাদেশে নারীর সম্মান নাই। নারী হবে কাজের বুয়া। কোন সাহসে একজন মহিলা দাবি করতে পারে তাকে ম্যাডাম ডাকতে? এই পুরুষ শিক্ষক এর আচরণ দেখে মনে হচ্ছে সে উদ্ধত। নিশ্চয়ই লোকটা বেয়াদবি করেছিল।

  • @Lovebird231
    @Lovebird231 Год назад +14

    জনগনের টাকায় যাঁদের বেতন হয় তারা জনগনের সেবক/ কর্মচারী তাঁদেরই উচিত জনগনকে স্যার বলে সম্মোধন করা।

    • @lombo5293
      @lombo5293 Год назад

      বাংলাদেশে নারীর সম্মান নাই। নারী হবে কাজের বুয়া। কোন সাহসে একজন মহিলা দাবি করতে পারে তাকে ম্যাডাম ডাকতে? এই পুরুষ শিক্ষক এর আচরণ দেখে মনে হচ্ছে সে উদ্ধত। নিশ্চয়ই লোকটা বেয়াদবি করেছিল।

    • @eliassikder1587
      @eliassikder1587 Год назад

      ঠিক

    • @ThoughtsofMamun
      @ThoughtsofMamun Год назад

      @💎Top Fan💎,সবখানে একই কমেন্ট!🤣
      কপি /পেস্ট নাকি?

    • @ThoughtsofMamun
      @ThoughtsofMamun Год назад

      @💎Top Fan💎, কমেন্ট দেখলে বোঝা যায়, কে কপি করে, আর কে মগজ খাটায়!🤣🤣🤣🤣

  • @khandakerrabiulkarim8242
    @khandakerrabiulkarim8242 Год назад +6

    সকল সরকারী অফিসে আগত সকল জনসাধারণকে চাকুরীরত সকল ষ্টাফ স্যার বলে স্বাগত সম্ভাষন করিবে এটাই রাষ্টীয় সার্ভেন্টের রাষ্টের মালিকের সহিত সম্মানের প্রথম আনুগত্য।

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      লেখাপড়া কইত্তন করছোস প্রশাসন কারে কয় জানোস, প্রশাসনের স্টাফ জীবনে চোখে দেখছোস, প্রশাসনের সাহায্য চাইবি তো জুতার বাড়ি খাইবি।

  • @mdsajibmia3486
    @mdsajibmia3486 Год назад +2

    জনগণের টাকায় বেতন পেয়ে সরকারী চাকরী জীবিদের বিনয়ী ও ভদ্র হতে হবে রাষ্ট্রীয় ভাবে।

  • @sheikhfarid24
    @sheikhfarid24 Год назад +13

    প্রিয় শিক্ষকবৃন্দদের কে অনেক অনেক ধন্যবাদ

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      তোমার বালের চাকর মাস্টার তোমার হাড্ডি ভ্যাইংগা পাঁদা ফাটায় আর আপনি দ্যন্যবাদ, পাঁচাবাদ দিতাছেন।

  • @muhammadamanullah9918
    @muhammadamanullah9918 Год назад +5

    কর্মকর্তারা কখনো স্যার/ হুজুর / জনাব হতে পারে না, শিক্ষক, ইমাম, সম্মানিত ব্যক্তিরাই স্যার সম্বোধনের যোগ্য

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      ফরিদপুরে আপনার ষার ধরা পড়েছে, ধর্সক, সমকামী, ছাত্র ছাত্রীর টাকায় পেট চলানো চাকর কে ধরার জন্য প্রশাসনকে কে বাবা বলে সম্বোধন করেছে জনগন। চাকর, ধর্সক, সমকামী,মাস্টার কখনো সম্মানিত ব্যাক্তি হতে পারেনা। বরং দেশের সম্মানিত যোগ্য, দেশের মানুষের জন্য কাজ করা মাননীয় প্রশাসক মহোদয়কে স্যার বলে জনগন। প্রশাসনকে অসম্মান করার ফল, আল্লাহ বিচার করে দিয়েছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়না।

  • @masudulalam7307
    @masudulalam7307 Год назад +7

    জনাব একজন বিশ্ব বিদ্যালয়ের যিনি শিক্ষক এর দায়িত্ব লাভ করেন তিনি যে কোন বিশ্ব বিদ্যালয়ের সেরা ছাত্র অথবা ছাত্রীদের মধ্যে থেকে নির্বাচিত হন তাঁকে যদি এই ধরণের পরিস্থিতিতে পরতে হয় তাহলে আমাদের মত সাধারণ মানুষের কি অবস্থা বলতে পারেন। আমি একজন প্রত্যক্ষদর্শী সাভারের এসিল্যান্ডের ছিলেন জনাব তারেক সাহেব 2004 অথবা 2005 ইংরেজি সনে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক অবসর তাঁর সাথে এরথেকে অনেক বেশি খারাপ ব্যবহার করেছে যার কারণে আমি প্রতি বাদ করে তারেক সাহেব কে অনেক কিছু বলে ছিলাম। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।

    • @engrarifhossain1569
      @engrarifhossain1569 Год назад

      বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে তো কি হয়েছে। যে অফিসে আসছে সেটা তার বিশ্ববিদ্যালয় নয় সেটা একটি জেলা প্রশাসকের অফিস। পেশাটাকে সম্মান দিয়ে স্যার বলা উচিত। আপনারা এই ভাবে মূর্খতা করছেন কেন

  • @architectmunawarhabibtuhin5350
    @architectmunawarhabibtuhin5350 Год назад +1

    প্রাইমারী স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক আমার শ্রদ্ধেয় স্যার

  • @jaidulmondal53782
    @jaidulmondal53782 Год назад +10

    সরকারি কর্মকর্তা বলতে কিছু নাই,
    সবাই কর্মচারী।

  • @rahimahmed7022
    @rahimahmed7022 Год назад +7

    এরকম অহংকারী এবং মানুষকে ছোট করার মন মানসিকতা যাদের আছে তাদেরকে এভাবেই প্রতিবাদের মাধ্যমে তাদের অবস্থানটা দেখিয়ে দেওয়া উচিত

  • @Parvezvlog007
    @Parvezvlog007 Год назад +8

    শিক্ষক রাই স্যার কথা শুনতে মজা পায়😁😁😁

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      এই এতখনে একটা সত্যিকারের ভালো, দেখলাম, প্রশাসন আপনাদের মতো জনগনের সেবক হতে চায়। প্রশাসন আপনাদের জন্য আপনাদের সন্তানরা ভবিষ্যতে প্রশাসক হবে। বাংলাদেশ আপনার মতো জনগনের।

  • @HasanHasan-gi8fk
    @HasanHasan-gi8fk Год назад +6

    আমার প্রশ্ন হলো ডিসি কে আমরা তাহলে কি বলব? উনি সামান্য শিক্ষক হয়ে ওনার স্যার বলতে এত সমস্যা তাহলে উনি সবার কাছ থেকে স্যার শুনতে চান কেন? ওনারে আমরা যেয়ে ভাই বললে কি উনি খূশি হতেন?

    • @beautyofneturebdofficial
      @beautyofneturebdofficial 11 дней назад

      আপনি তো ননসেন্স টাইপ কথা বললেন, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

    • @moslehuddin5585
      @moslehuddin5585 День назад

      শিক্ষক সামান্য নন।

  • @mohammadbabu8971
    @mohammadbabu8971 Год назад +4

    সরকারি চাকর গুলা খুব বেড়ে গেছে

  • @AbulKasemazmi
    @AbulKasemazmi Год назад +2

    এই মহিলাকে দেখতে অদ্ভুত লাগছে!!

  • @user-dr6nl6xx2n
    @user-dr6nl6xx2n Год назад +4

    আগে থানায় গেলে বা পুলিশকে সার না বললে ওরা চটে যেতো ।বলতো এই বেটা সার বল ।আমি বুঝিনা এই স্যার মানে কি ? স্যার ম্যাডাম জনাব ।এসব কি জোরুরি ? সম্মান দেখাতে হবে তার কর্ম কান্ডকে ।

  • @rubelahmed-um2cc
    @rubelahmed-um2cc Год назад +9

    অনেকেই স্যার বললে খুশি হন।
    তখন খুশির ঠেলায় কত কিছু করেন।

  • @mdsajibmia3486
    @mdsajibmia3486 Год назад +4

    জনগণ কে স্যার বলতে হবে সকল সরকারি প্রতিষ্ঠানের অফিসারদের

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      ছাত্র ছাত্রীর চাকর মাস্টার কে বলেন স্যার বলতে, প্রশাসনের কাছে সাহায্য চাইবি তো জুতার বাড়ি। ফরিদপুরে ধর্সক, সমকামী মাস্টার ধরা পড়েছে, প্রশাসনকে অসম্মান করার ফল। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়না।

  • @md.arifulislam1997
    @md.arifulislam1997 Год назад +4

    চাকরি হারানোর ভয়ে তিনি ক্ষমা চাইলেন , কিন্তু প্রথম বার তাই এই মহিলা কে হয়তো মাফ করবেন কিন্তু আর কোনো জেলা প্রশাসক এই ধরনের ভুল করলে মাফ নয় চাকরি থেকে বরখাস্ত চাই সাধারণ মানুষ ,

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      বালের কথা বলবি তো জুতার বাড়ি খাবি, প্রশাসনের কাছে সাহায্য চাইবি তো জুতার থপথপ খাবি।

  • @md.mahmudulhassan4320
    @md.mahmudulhassan4320 Год назад +10

    আমলারা এমন আচরণ করেন যেন তারা দেশের রাজা!

  • @mdmoniersheikh3366
    @mdmoniersheikh3366 Год назад +6

    বুঝতে বাকি নাই আমরা কতটা স্বাধীন!

  • @mdshohanurrohman1859
    @mdshohanurrohman1859 Год назад +3

    উচিত শিক্ষা হয়েছে ভেরি গুড আর আমাদের জনগণের চাকর❤❤❤

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      উচিত শিক্ষা দিবে ছাত্র ছাত্রীরা জনগণের চাকর মাস্টারের বেতের বাড়ি খাইয়া মাজা ভাইগ্যা বড় বড় কথা কয়। প্রশাসনের কাছে সাহায্য চাবি তো জুতার বাড়ি।

  • @samadshaikh3005
    @samadshaikh3005 Год назад +2

    যিনি বেতন নিয়ে চাকরী করেন তিনি অবশ্যই চাকর, তার পদ যত বড়ই হোক তিনি চাকর। তিনি অন্যকে সম্মান দিলেই সম্মন পেতে পারেন।

  • @bormonbadsha5791
    @bormonbadsha5791 Год назад +3

    তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সাথে কর্তৃপক্ষের দ্রিস্টি আকর্ষণ করছি😢😢😢😢

  • @iliuskamol6355
    @iliuskamol6355 Год назад +7

    মাননীয় ডিসির আচরন কি স‍্যার শুলভ? তাকেই তো দেখে একজন উগ্র মহিলা মন হচ্ছে!

  • @spacetimebd
    @spacetimebd Год назад +4

    জনগণকে স্যার বলার কালচার চালু হোক।

  • @mdjahangiralam2603
    @mdjahangiralam2603 Год назад +3

    ওকে রান্না ঘরে পাঠিয়ে দেয়া উচিত।

  • @mamunrashid2425
    @mamunrashid2425 Год назад +3

    স্যার শব্দটির মাঝে প্রচুর পরিমাণে তেল রয়েছে🤭বেশি থেকে বেশি স্যার😁😁😁 বলুন আর কাজ উদ্ধার করুন

  • @nafiZ245
    @nafiZ245 Год назад +4

    ওমর ফারুক স্যারের পাশে আছি। সরকারি কর্মকর্তা-কর্মচারী জনগণের টাকায় চলে, সুতরাং তাদের উচিত জনগনকে স্যার বলা।

  • @merajtalukder8932
    @merajtalukder8932 Год назад +2

    বিশ্ববিদ্যালয় শিক্ষক এর কথাগুলো ভালো লাগলো।

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      জনগনের ছাত্র ছাত্রীর চাকর মাস্টারের কাছে য্যান ছাগলের মত ষার ষার করেন, তখন খুব ভালো লাগে।

    • @merajtalukder8932
      @merajtalukder8932 Год назад

      @@azmiislammukti4601 বিনয়ী ব্যাক্তি আল্লাহর নিকটে, আর অহংকারী,, রিজিক অল্প আর বেশি দুটোই আল্লাহর কাছ থেকে আসে, গর্ব ও অহংকার আল্লাহতাআলার চাদর মানুষ পড়তে গেলেই বিপদে পড়বে। ঠিক যেমন আপনি/আপনারা পড়েছেন।

  • @MDNayon-
    @MDNayon- 9 дней назад

    হামার রংপুর বাসি জেগে ওঠো বাহে ধন্যবাদ ভালোবাসা রইলো আপনাদের জন্য ❤

  • @AB-id1wm
    @AB-id1wm Год назад +2

    ধন্যবাদ প্রিয় শিক্ষক।

  • @sharifali3997
    @sharifali3997 Год назад +4

    ভাষার জন্য যুদ্ধ হয়েছে কিন্তু বুঝলাম না সার কি বাংলা না ইংলিশ?

  • @ShirazIslam-g4z
    @ShirazIslam-g4z 5 дней назад

    সঠিক কাজ সঠিক হয়েছে এরকম প্রতিবাদ করলে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ

  • @smferdous1835
    @smferdous1835 Год назад +1

    সাবাশ! সহযোগী অধ্যাপক উমর ফারুক। আপনাকে অনেক ধন্যবাদ। না পেরে এখন জেলা প্রশাসক বলছেন ভুল বুঝাবুঝি। ঠেলা সামলান!

  • @mdsahabuddin6549
    @mdsahabuddin6549 Год назад +5

    আপনাদের মত স্যার দের সকল অনিয়মের প্রতিবাদ করা উচিৎ তাহলে এ ধরনের অহংকারী কর্মচারীদের অহংকার ভেঙে যাবে। ধন্যবাদ শিক্ষক কে।

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      জনগণের চাকর মাস্টার স্যার হয় কেমনে, চাকর মাস্টার যখন ধর্সন করে তখন প্রশাসনের কাছে আসলে জুতার থপথপ বাড়ি খাবি।

  • @rbexpresslinegmail6012
    @rbexpresslinegmail6012 Год назад

    অসাধারণ উদ্দোগ ধন্যবাদ।

  • @shamimmuradeducation1198
    @shamimmuradeducation1198 Год назад +4

    Not only University teacher every teacher like primary level to higher level all teacher are respectful.

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      বেশি বাড়ছোস তোগো বালের টিচারকে উচিত শিক্ষা দিবে ছাত্র ছাত্রী, ছাত্র ছাত্রী কে স্যার বলে ডাকবি জাতীয় টিচারের মধ্যব্যয়সি মহিলা সন্তানরা চুলাচুলি করতেছে আজকের সংবাদ প্রশাসনের সাহায্য চাইলেন এলাকাবাসী। প্রশাসক কি জীবনে চোখে দেখছেোস, ফাজিল, ধর্সক, চামার মাস্টার।

  • @malikmiabng-dk7ed
    @malikmiabng-dk7ed 11 дней назад +1

    জোর করে সম্মান পাওয়া যায় না /সম্মান করলে সম্মান পাওয়া যায় /

  • @monjurulkader2772
    @monjurulkader2772 Год назад +11

    শুধু বিশব্বিদ্যালয়ের শিক্ষক নয়,সকল জনগণকেই স্যার,ম্যাডাম বলতে হবে। কারণ, সকালের ট্যাক্সের টাকায়ই তো উনাদের বেতন হয়।

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      জনগনেন চাকর মাস্টার কে আগে বলেন জনগন কে স্যার বলতে, ফরিদপুরে, ধর্সক, সমকামী চাকর মাস্টার ধরা পড়েছে আরও ছাগলের মত চাকর কে ষার,ষার করেন। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়না। প্রশাসন কে ধন্যবাদ দিন।

  • @MUKTARVLOGS-wg6eo
    @MUKTARVLOGS-wg6eo Год назад +2

    মাফ চাইলে সব ঠিক হয় না। ওই মহিলাকে আমার কাছে পাঠান

  • @muklesurrahmanzitu6342
    @muklesurrahmanzitu6342 Год назад +1

    টিচার রাইট

  • @makaudulhaque4902
    @makaudulhaque4902 Год назад

    Thanks sir

  • @syedahmed2616
    @syedahmed2616 Год назад

    Perfect!

  • @AsiaBegum-ww3bv
    @AsiaBegum-ww3bv Год назад

    অন্যান্য দেশে এমনিতেই স্যার ম্যাম বলে একে অন্যকে সম্মান দেয় আর আমাদের দেশে স্যার জোর করে আদায় করে আবার কইলে তার সম্মান চলে যায়,,,,,আহারে দেশের মানুষ

  • @kamalhossen524
    @kamalhossen524 Год назад +2

    জনগণ কে স্যার বলবে😮😮😮😮😮

  • @MdMostafa-rh1si
    @MdMostafa-rh1si Год назад

    Donnobad vhaiya k uni upjukto kotha bolechen.

  • @user-rv5gi9nj3s
    @user-rv5gi9nj3s 7 дней назад

    ধন্যবাদ

  • @FHMsTake
    @FHMsTake Год назад

    Agreed with the title

  • @shahinraman4168
    @shahinraman4168 Год назад

    thanks

  • @eliassikder1587
    @eliassikder1587 Год назад +5

    শিক্ষক কে ধন্যবাদ

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      বালের চাকর মাস্টার তোমার হুগা কয়বার ফাটাইছে। লজ্জা করেনা চাকর হুগা ফাটাইলো চাকররে ধন্যবাদ দিস।

  • @bikashdash6566
    @bikashdash6566 Год назад +3

    she is public servant

  • @free-thoughtlogicalpositivism
    @free-thoughtlogicalpositivism Год назад

    ধন্যবাদ স্যার।

  • @AffableCounselorNumber1
    @AffableCounselorNumber1 Год назад +1

    ডিসি-কে স্যার বললে সমস্যা কি, সেটাই তো বোঝা গেলো না।

  • @mdkorshed5776
    @mdkorshed5776 Год назад

    ভাই আপনার কথাগুলো খুব ভালো লাগলো!

  • @SabbirHossain-xi9jt
    @SabbirHossain-xi9jt Год назад +2

    মন-মানসিকতা উন্নত হলে আপা বলা নিয়ে এতো সমস্যা হতো না!🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @azmiislammukti4601
      @azmiislammukti4601 Год назад

      ফরিদপুরে উন্নত মনের চাকর মাস্টার ধরা পড়েছে, এখন সমস্যা হচ্ছে কেন।

  • @NIZAMUDDIN-gq8zs
    @NIZAMUDDIN-gq8zs Год назад +1

    This is Bangladesh that's why they're doing power

  • @mdsajibmia3486
    @mdsajibmia3486 Год назад +1

    আমরা সবাই রাজা এই নীতি আমরা দেশে চালু করবো।

  • @shagorroy3251
    @shagorroy3251 Год назад +1

    এখন ভালো পোশাক পড়ে রিকশার সামনে দাঁড়িয়ে থাকা দেখলে রিকশা চালক, বলে স্যার কই যাবেন, কিছু বাসার মালিক কে স্যার বলে না ডাক দিলে তাদের মন খারাপ হয়,কই যাবেন এখন সবাই স্যার,..... !

  • @mdanowar9355
    @mdanowar9355 Год назад +1

    ওমর ফারুক স্যারকে৷ ঐ মহিলার স্যার ডাকতে হবে

  • @sharifislam2224
    @sharifislam2224 Год назад +1

    সরকারি সব চাকর, servant of people, i am frustration

  • @chapalsaha
    @chapalsaha Год назад

    স্যার বলব একজন শিক্ষককে। প্রজাতন্ত্রের কর্মচারীকে স্যার বলতে যাব কোন দুঃখে.....?

  • @aeyshashiddiqua9280
    @aeyshashiddiqua9280 Год назад +3

    বিষয়টা সামান্য। কিন্তু প্যাচালে হবে জটিল। উনাকে হয়তো কাছের মানুষ ভেবেছিলেন বলেই আপা বলেছেন। কিন্তু কেউ যদি স্যার না বলেই থাকে তাকে অপমান করাও উচিত নয়। আমার কাছে স্যার এর থেকে আপা শব্দটাই বেশী মিষ্টি মনে হয়।

    • @ThoughtsofMamun
      @ThoughtsofMamun Год назад

      বিষয়টি সামান্য, কিন্তু ভদ্রমহিলা আর সামান্য রেখেছে কোথায়?

  • @wwefullaction569
    @wwefullaction569 Год назад

    Salute Sir❤❤❤

  • @mdrajuahammedraj894
    @mdrajuahammedraj894 Год назад

    খুব দুঃখ জনক।।স্বাধিন দেশে এসব কি

  • @beautifulwarld1001
    @beautifulwarld1001 Год назад +2

    ভুল বুজতে পারার জন্য জেলা প্রশাসক কে ধন্যবাদ।

  • @mrbacchu-kn5fb
    @mrbacchu-kn5fb Год назад

    অবশ্যই

  • @mainuddin7514
    @mainuddin7514 Год назад +2

    জয় হোক মানুষের

  • @naogatv9387
    @naogatv9387 Год назад

    Good job

  • @tariquleub
    @tariquleub Год назад +2

    অরে স্যার বলে কে

  • @kn.network.global
    @kn.network.global Год назад +1

    শিক্ষক ব্যতীত কাউকেই স্যার বলবেন না।

  • @anzarulislam6815
    @anzarulislam6815 Год назад +6

    উনি একজন জেলা প্রশাসক উনাকে স্যার বললে সমস্যা কোথায়? ঐ চেয়ারে যেই বসুক না কেন তাকেতো সম্মান দেওয়া উচিৎ । মোট কথা হচ্ছে আমি যদি আপনাকে সম্মান করি তাহলে আপনি আমাকে সম্মান করবেন ।

    • @ishrat5957
      @ishrat5957 Год назад +1

      Apnr ki mne hoy ekjon University teacher hye take sir bola ta khub sommanjonok

  • @msjesi7547
    @msjesi7547 Год назад

    এক পুলিশ মহিলা এ এসপি আমার সাথেও খারাপ বিহাব করেছিলো,আমি নিরুপায় হয়ে জুলুম সয়েছি,আল্লাহ যেন তার বিচার করে।

  • @mahamudulhassan2344
    @mahamudulhassan2344 Год назад +1

    বেতন দাতা সন্মানি!?নাকি বেতন গ্রহিতা? প্রসাশনকে বেতন দেয়। কোন বাপে।

  • @mdmithusana8355
    @mdmithusana8355 Год назад

    স‍্যার ডাকাটার সম্মান শুদু মাত্র কেবল মাত্র এক মাত্র শিক্ষক দের প্রাপ্র Yes

  • @mostafakamal4444
    @mostafakamal4444 Год назад

    ❤❤❤❤salute sir

  • @Miruurando
    @Miruurando Год назад

    everybody should call them by name or their current post position/let start from today call her dr chitraleka

  • @rokonbabu1136
    @rokonbabu1136 Год назад

    Good. 100 correct. Brother or sister correct. This good respect

  • @rezaulkarim4004
    @rezaulkarim4004 Год назад +1

    Good

  • @musharafhosain5892
    @musharafhosain5892 Год назад +1

    জনগণকে স্যার ডাকতে হবে সরকারি কর্মচারীদের

  • @AbulHossain-yw5tb
    @AbulHossain-yw5tb Год назад

    U right

  • @mdtariqulmdtariqulislam8304
    @mdtariqulmdtariqulislam8304 Год назад +2

    চাকর মহিলা আমাদেরকে সেবা দিবে আমরা সেবা নিবো আমাদের কে জনাব বলবে।

  • @claramariam9280
    @claramariam9280 Год назад

    আমি ও এরকম অবস্থায় পড়েছিলাম ।

  • @bimanbp4814
    @bimanbp4814 Год назад +1

    অফিসিয়াল ফরম্যাট অবশ্যই সিনিয়র ভেদে মানতে হবে। তা নাহলে দায়িত্বের যে সম্মান তা ক্ষুন্ন করা হবে। আমি মনে করি, সিনিয়রদের মর্যাদা দেওয়া উচিত। বিশেষ করে, অফিসিয়াল মেইনটেন্স করতে হবে। কারণ, জুনিয়রাও কিন্তু একদিন সিনিয়র হবে। তাই শিক্ষাকে বুঝতে হলে ব্যাপকভাবে ভাবতে হবে। গুরুত্ব হচ্ছে আসল শিক্ষা।

  • @md.mahbubulhoque8109
    @md.mahbubulhoque8109 Год назад

    উনাকেও ছাত্র ছাত্রীরা ভাই, কাকা, মামা বলে ডাকুক। দেখি উনি কী বলেন?
    এই কথা বলার অর্থ এই না যে জোর পূর্বক কাউকে স্যার ডাকাইতে হবে।
    শিক্ষকরা ও প্রজাতন্ত্রের চাকর, দাস, সেবক সেটা ভুলে গেলে চলবে না।
    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ ও প্রতিযোগিতা পূর্ণ হওয়া চাই।

  • @zakir3842
    @zakir3842 Год назад +1

    সরকারি চাকর জনগণের গোলাম কে স্যার বলা নিষেধ করা হোক।