Prothom Prothom Prem | Sadia Islam Mou | Afzal Hossain | Selim | Eid Natok 2022 | Channel i TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Drama: Prothom Prothom Prem
    Cast: Sadia Islam Mou, Afzal Hossain, Shahiduzzaman Selim
    Story: Faria Hossain
    Director: Chayanika Chowdhury
    #Channeli #BanglaNatok #EidNatok
    👉 Don’t forget to Subscribe, Follow, Share, Comment, like, and stay with us.
    Online News Portal: www.channelion...
    Facebook:
    / channelionline
    / channeliofficial
    / channelilive
    / channelisports
    Twitter:
    / channelionline
    / channeli_tv
    Instagram:
    / channelionline
    / channelitv
    Channel i is one stop entertainment service. We provide nonstop entertainment through our multiple RUclips channels, where entertainment content is uploaded daily for viewers
    worldwide.
    For Any Copyright Issue Please contact: channelicopyright@gmail.com
    Note: If you wish to share this video, please embed the link and share the original source. Please avoid methods of copying or duplicating the content, and help us support anti-piracy measures in
    every possible way. Thank you!
    Impress group was incorporated as a private limited company in 1979 as an advertising firm. Impress group operates Channel I, a digital Bangla channel, which is broadcast in more than 84 countries. Impress Telefilm is the leading media production house in Bangladesh engaged in a wide range of activities, which include the production of drama & drama serials, music videos, variety shows, magazine programs, musical programs, and documentaries, etc. including TV commercials.
    Channel i , Impress Telefilm Ltd.
    Address: 40, Shahid Tajuddin Ahmed Sarani, Tejgaon I/A, Dhaka-1208

Комментарии • 277

  • @shahidahmedmd4020
    @shahidahmedmd4020 2 года назад +33

    ৯০ এর দশকের জনপ্রিয় মডেল নৃত্য শিল্পী মৌ, মৌ এর অভিনয় খুব চমৎকার হয়েছে, আশাকরি আরও নতুন নাটক উপহার পাবো,,

  • @robinroni1391
    @robinroni1391 Год назад +1

    স্যালুট,ফারিয়া হোসেন এবং চয়নিকা চৌধুরীকে।যেমন লেখনী তেমনি পরিচালনা,তেমনি দূর্ধর্ষ অভিনয়।আফজাল হোসেন,মৌ,শহিদুজ্জান সেলিম জুনিয়র অভিনেত্রী নাবিলা ইসলাম সবাইকে ও স্যালুট।গতানুগতিক ধারা থেকে একেবারেই ভিন্ন একটি নাটক।আপনারা সবাই আমাদের দেশের গর্ব।ভারতীয় মুভি তুচ্ছ আমাদের এমন লেখক, নির্মাতা,অভিনেতা অভিনেত্রীদের নিকট।

  • @NepaCookingHouse
    @NepaCookingHouse 2 года назад +33

    প্রকৃতি কখনো কেড়ে নেয় না,নিজে যতোখন বিসর্জন না দেয়, একটা মেয়ে কখনো তার ভালো বাসাকে ভুলতে পারে না, প্রতিনিয়তো তার সাথে মিশে থাকে জিবনের চলার পথে কাঁটার মতো, যতো ভালো থাকুক না কেনো বারবার স্বপ্নে আসে প্রিয় মানুষ টা এটাই প্রকৃত ভালো বাসা, বাস্তব জীবনের কথা গুলো বলা হয়েছে, এটা সত্যি ভালো বাসার মানুষ মিথ্যা বললে ও বুঝতে পারাটাও ভালো বাসা

    • @firojmahmud3369
      @firojmahmud3369 2 года назад

      একটা ছেলেও কখনো একটা মেয়েকে ফেলে দেয় না যদি সত্যি ভালোবাসে তবে প্রকৃতি হারিয়ে দেয়।

  • @iffatara8319
    @iffatara8319 2 года назад +9

    আমার অসম্ভব প্রিয়, ৯০ দশকের অভিনয় শিল্পীদের অভিনয়, সবসময়ই অসাধারণ ছিল এবং থাকবে!

  • @farabiahmed3317
    @farabiahmed3317 2 года назад +14

    অনেক আগ্ৰহ ছিলো নাটক টি দেখার। ফারিয়া আর চয়নিকা সাথে আফজাল,মৌ আর সেলিম । অবশ্যই বিশেষ কিছুর প্রত্যাশা। হতাশ হলাম। আফজাল এবং সেলিম নামের প্রতি সুবিচার করলেও মৌয়ের অভিনয় একঘেয়ে লেগেছে। মৌ কে বলবো একই রকম স্যাডিস্ট চরিত্র না করে মাঝেমাঝে উচ্ছ্বল মেয়ের চরিত্রে অভিনয় করিয়েন। নাবিলা অনেক ভালো করেছে।

    • @yeasha1697
      @yeasha1697 2 года назад

      Mou ucchsol character E temon ekta expert na Imo. Amar kase mine hoi, take ei character e valo manai or personality er shate

  • @sairabegum2366
    @sairabegum2366 2 года назад +5

    খুব ভালো লাগল, অনেকদিন পর আফজাল ও মৌয়ের এ জুটি,আর অভিনয় দক্ষতা চমতকার, চয়নিকার লেখা নাটকটি সর্বোপরি দর্শকদের আনন্দ দিয়েছে,ধন্যবাদ এ নাটকের কলাকুশলীদের।

  • @abulbashar1812
    @abulbashar1812 2 года назад +31

    ৯০ দশকের অভিনয় শিল্পীরা আজও সেরা।

  • @bangladeshijobaspirantmomm8953
    @bangladeshijobaspirantmomm8953 2 года назад +18

    এই নাটকের পটভূমি বোঝার জন্য আসলেই অনেকটা ম্যাচিউরিটি দরকার। যিনি জীবনের এই সময়গুলো পেছনে ফেলে এসেছেন কেবল তিনিই হয়তো বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন।

  • @jannatuljannat9492
    @jannatuljannat9492 2 года назад +14

    অনেক বছর পর।৯০দশকের নাটক।দেখলাম,ভালো লাগল

  • @user-mo4xv6ho5u
    @user-mo4xv6ho5u 6 месяцев назад

    আফজাল মৌ সভাই দারুণ অবিনই করছে অনেক সুণ্দর জিবন্টা বরই অদবুত

  • @rifatakhter1237
    @rifatakhter1237 2 года назад +5

    চয়নিকা চৌধুরী অসাধারন নাটক উপহার দিলেন এই ঈদে। অনেক অনেক অনেক ধন্যবাদ ।

  • @malihamehzaben5298
    @malihamehzaben5298 2 года назад +17

    অসাধারণ নাটক, দুর্দান্ত অভিনয়। বাংলাদেশে নাটক বলতেই স্কুল, কলেজের প্রেম। এছাড়া আর কিছু থাকে না। কিন্তু মধ্যবয়সী মানুষদের নিয়েও যে নাটক বানানো যায়, আর তাদের গল্পগুলো যে কতটা বাস্তবধর্মী আর প্রাকৃতিক হইতে পারে তা দেখে খুব ভালো লাগলো। যতক্ষণ দেখছি একদম নাটকের মধ্যেই ছিলাম।

  • @aeyshashiddiqua9280
    @aeyshashiddiqua9280 2 года назад +20

    বাড়িটা খুব সুন্দর। একদম মন ভালো করার মতো। মৌ সবসময় চির সবুজ একজন মানুষ। আমার খুব ভালো লাগে।
    গল্প ভালো ছিলো। শুধু অতিরিক্ত মিউজিক দিয়ে নাটক এর সময় বাড়ানো টা ভালো লাগেনি।
    ধন্যবাদ।

    • @rehnumanoushin5030
      @rehnumanoushin5030 2 года назад +1

      ঠিক মৌ বেস্ট জয়ার মত ফালতু লাগেনা ۔۔۔۔ মৌ একদম পারফেক্টলি বেস্ট

  • @rahmanmohmmad5428
    @rahmanmohmmad5428 2 года назад +8

    অনেকদিন পর একটি ভালো নাটক দেখলাম ,ভালো অভিনয় দেখলাম ,খুব ভকেলো লাগলো ।ধন্যবাদ এই নাটকের পরিচালক কে। চয়নিকা চৌধুরীর নাটকগুলো অনেক সুন্দর হয় ।

  • @anishaanju9502
    @anishaanju9502 2 года назад +6

    বহুদিন..... বলতে গেলে বহুদিন পর হৃদয় ছোঁয়া নাটক দেখলাম। ধন্যবাদ সবাইকে এত সুনিপুণ অভিনয়ের জন্য।❤️❤️❤️

  • @rubelfaisal
    @rubelfaisal 2 года назад +4

    খুবই ভাল লেগেছে,এরকম নাটক সত্যিই প্রশংসার দাবীদার।

  • @roksanarupa8043
    @roksanarupa8043 2 года назад +4

    আমার ও আফজাল ভাইয়ার মত এত সুন্দর একটা মানুষ চুল এইভাবে রাখাতে খুব ই বেমানান লাগছে ওনাকে।

  • @shamsunnahar9929
    @shamsunnahar9929 5 месяцев назад

    আজকের গেটআপ অসম্ভব সুন্দর লেগেছে

  • @এসহোসেন
    @এসহোসেন Год назад

    অনেক দিন পরে সুন্দর একটা গল্প দেখলাম।নাটট নয়।জীবন।

  • @ekhlasuddingroup8719
    @ekhlasuddingroup8719 2 года назад +24

    অপূর্নতা রয়েই গেল... It’s a masterpiece. অভিনয় কি, কিভাবে সেটা করতে হয় এই নাটক না দেখলে বুঝতাম না.... Salute 90 decades actor & actress...

  • @manikbangali
    @manikbangali 2 года назад +7

    বহু দিন পরে আফজাল নাটক অসাধারণ

  • @obaidurrahmanraju2945
    @obaidurrahmanraju2945 2 года назад +14

    প্রথম প্রথম প্রেম অভিনয়টা সাদিয়া ইসলাম মৌ আপু এবং শহীদুজ্জামান সেলিম ভাই দ্বারা অসাধারণ রুচিসম্পন্ন অভিনয় দেখে সত্যি মুগ্ধ হলাম ধন্যবাদ 💜🇧🇩🖤

  • @SEHRAANSCANADADAYS
    @SEHRAANSCANADADAYS 2 года назад +1

    Osadharon

  • @raihananasreen6302
    @raihananasreen6302 2 года назад +4

    Opurbo ❤️ onek din por amon shundor meaning full natok dekhlam. Bhishon priyo Afzal Hossain , Mou r Shahiduzzaman Salim er oshadharon obhinoy e mughdho holam.

  • @rumaakter3273
    @rumaakter3273 2 года назад +5

    মৌ আপু আমার খুব প্রিয় অভিনেত্রী ❤️❤️❤️

  • @altafhossainbakul273
    @altafhossainbakul273 2 года назад +3

    আফজাল ভাই তার চিরাচরিত নিয়ম অনুযায়ী অভিনয়ের ভিতর চাপা চাপা সভাবের অভিনয় করেছেন আর অপজিটে সেলিম ভাই আফজাল ভাইয়ের অভিনয়কে ছাড়িয়ে যাওয়ার জন্য তার স্বভাবসুলোভ উচ্ছল প্রাণবন্ত অভিনয় করে নাটকটিকে পরিনত দান করেছেন,নাটকটি সাকসেসফুল হয়েছে, এইটুকুই শুধু বলতে পারি,গান নাটকটিকে একটি অতিরিক্ত মাত্রা যোগ করেছে।

  • @latifasyeda4659
    @latifasyeda4659 2 года назад +9

    দেখ ছিলাম আর ভাবছিলাম আমার মত আরও অনেক এর ই জীবনের প্রথম
    ভালবাসা এই ভাবেই হারিয়ে গেছে। যা জীবনের পরন্ত বেলায় এসে আজও কষ্ট দে

    • @shahanazakter2783
      @shahanazakter2783 2 года назад +1

      Same to my life.True love never dies.Its so much painful

  • @ronyahmed5602
    @ronyahmed5602 2 года назад +1

    চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটক মানেই অসাধারণ

  • @rosyahmed7076
    @rosyahmed7076 2 года назад +3

    Mou ma’am looking out standing l like all charecter love all ❤️❤️

  • @Selinaoc
    @Selinaoc 2 года назад +1

    কত পরিকল্পনা ,জীবন টাকে নিয়ে ।কিন্তু হয়না বাস্তবায়ন তার সবটাই ।
    “সত্যিই মানুষ বড অসহায় ,প্রতিটা মানুষ”👌

  • @mohammadawal8319
    @mohammadawal8319 2 года назад +9

    অসাধারন চিত্রনাট্য । প্রতিটি জীবন ই এক একটা নাটক । পুরোপুরি কারও সাথে মিল হয়না । শক্তিমান অভিনেতা- নেত্রী ছিল বলে গল্প ও নাটক ভাল লেগেছে ।

  • @rafsanatabassum5142
    @rafsanatabassum5142 2 года назад +1

    অসাধারণ।
    ভালোবাসার অনুভূতি চির অম্লান।

  • @tahaminaakter4801
    @tahaminaakter4801 2 года назад

    Khub e Valo laglo...bastobik...oshadharon

  • @mdsattarsk2723
    @mdsattarsk2723 2 года назад

    this story is very beautiful and Actor , Actress also best , I salute all of them " Jai Bangla"

  • @riponmrchowdhury7338
    @riponmrchowdhury7338 2 года назад +4

    ওহ্, মনে দাগ কেটে দিলে 💐
    অতি চমৎকার সতেজ শুভ্র সকালের শুভেচ্ছা 🌻🌻🌻 আপনাদের 🍀

  • @mdrased8313
    @mdrased8313 2 года назад +6

    মানসম্মত অভিনয় শুধু ৯০ দশকের অভিনয় শিল্পী রাই করতে পারে

  • @yrysf777
    @yrysf777 2 года назад +3

    Oh darun natok ... Bangladeshi natok >> bollywood movie ❤💜🖤

  • @ashrafmithu9252
    @ashrafmithu9252 2 года назад +5

    কি! অসাধারণ চিত্রনাট্য, কি! চমৎকার অভিনয় গুণী অভিনেতা/ অভিনেত্রীদের। ওল্ড ইজ গোল্ড। নাবিলা ইসলাম অনেক ভাল অভিনেত্রী।

  • @munaroy5953
    @munaroy5953 2 года назад +2

    অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ❤️❤️❤️❤️

  • @hossain961
    @hossain961 2 года назад +3

    বাপ রে বাপ।আফজাল এর অভিনয়, এটিচ্যুড এক্সিলেন্ট। এখনো।

  • @baniknipa4818
    @baniknipa4818 2 года назад +8

    এক কথায় অসাধারণ। আমরা অনেক কিছু জানি বাট মানতে ভীষণ কষ্ট হয়।

  • @taniamony2985
    @taniamony2985 2 года назад +5

    কেন আসো আমার স্বপ্নে.... এখনও

    • @mdmonim4869
      @mdmonim4869 2 года назад

      সবকিছু কেড়ে নেয়া যায় কিন্তু স্মৃতি না তাই স্বপ্নে বারবার আসে

  • @roksanabegum640
    @roksanabegum640 2 года назад +63

    চুল লম্বা করে ভান্ডারী সাজায় আফজাল কে মোটেও ভাল লাগেনি।

    • @lubi611
      @lubi611 2 года назад +1

      🤪😝🤣😆

    • @moinamoina8728
      @moinamoina8728 2 года назад +1

      🤪🤪🤪🤪🤪🤪

    • @SharminAktarbd
      @SharminAktarbd 2 года назад +3

      হ্যা ঠিক বলেছেন, এখন আর ভালো দেখা যায় না।

    • @storyhome9741
      @storyhome9741 2 года назад +1

      Hmm. Amaro. Onake ebhabe bhalo lagchena.

    • @DinaTinyworld
      @DinaTinyworld 2 года назад +1

      Right…agreed

  • @sharmenskitchen2490
    @sharmenskitchen2490 2 года назад +7

    অসাধারণ লেখনী। খুব ভালো লেগেছে নাটক টা। মৌ আপুর অভিনয় বলার অপেক্ষা রাখেনা। আফজাল স্যারের নতুন লুকিং ওয়াও। গল্প টা খুব ভালো।

  • @RiazKhan-wq9qt
    @RiazKhan-wq9qt 2 года назад +2

    নাবিলার অভিনয় অসাধারণ।

  • @MasudRana-ch7ew
    @MasudRana-ch7ew 2 года назад

    চয়নিকা চৌধুরী মানেই ভিন্ন কিছুর এক্সাইট্মেন্ট, আর মৌ মানেই ব্লাক কফির স্মেইল পাই

  • @pijushbala1086
    @pijushbala1086 2 года назад +4

    একটা ক্লাসিকধর্মী নাটক দেখে সত্যি ভীষণ খুশি হয়েছি। এরকম গল্প ভাবনার লেখক আজ বিরল। আর চরিত্রাভিনেতারা অসাধারণ অভিনয় গুণে
    জটিল ব্যাখ্যাগুলো ফুটিয়ে তুলেছেন। এককথায় অভিভূত। বাংলাদেশ পারে এমন নাটক উপহার দিতে।

  • @esratjahanmunni3865
    @esratjahanmunni3865 2 года назад +5

    ছোট বেলায় কুমার বিশ্বজিৎ এর গানটি শুনেছি নাটকে ছিল।

  • @hasanms4093
    @hasanms4093 2 года назад +1

    প্রথম প্রেম কখনো ভোলা জাইনা।এক অন্য রকম অনুভুতি,ভালোলাগা,ভালোবাসা।

  • @snigdhaislam4595
    @snigdhaislam4595 2 года назад

    Afzal bhai r mou apu k onek valo lage. Ekhon aro beshi valo lagche. Onek onek.

  • @buranchanda7564
    @buranchanda7564 2 года назад

    ভালো , এভাবেই আমাদের স্পর্শকাতর নাটকের প্রত্যাশা থাকলো।

  • @onukrbussinessman670
    @onukrbussinessman670 2 года назад

    Onk din por afzal, mou k aksathe natoke, dekhe' kije valo laglo. Thnks chayonika chowdhori k afzal vhi k neye kj krr jnnu.

  • @alvirajannat8004
    @alvirajannat8004 2 года назад +3

    অসাধারণ নাটক সত্যিই খুবই ভাল লাগলো ৯০ দশকের অভিনেতা অভিনেত্রীদের অভিনয় হৃদয় করে নেওয়ার মতো অপুর্ব।

  • @entertainmentbykeya8150
    @entertainmentbykeya8150 2 года назад +5

    বাংলা নাটকের পাশে থাকুন সবসময়।
    আপনাদের ভালোবাসায় এগিয়ে যাক আমাদের বাংলা নাটক।
    সকলের প্রতি অফুরন্ত ভালোবাসা 💝

  • @shakilrahman5863
    @shakilrahman5863 2 года назад

    just mou apur jonno dekhlam . khuv bhalo laglo

  • @salehabegum9949
    @salehabegum9949 2 года назад

    অসাধারণ এবং রুচি সম্পন্ন একটা নাটক দেখলাম নব্বই দশকের পর, আমার প্রিয় অভিনেতা আফজাল সাহেব এর বাস্তবধর্মী অভিনয় শৈলী, দারুণ ভাল লাগল। তাঁর সাথে সুবর্ণা মোস্তফাকেই বেশি পছন্দ করতাম, আজ মৌ কে আরো বেশি ভাল লাগল। ধন্যবাদ ❤❤❤❤

  • @MdShamim-bq3oh
    @MdShamim-bq3oh 2 года назад +1

    মৌ, আমার খুব পছন্দের মডেল নৃত্য নাটক, তাকে আমি খুব ভালো বাসি

  • @TomalTraveler
    @TomalTraveler 2 года назад +8

    2022 আমাদের সেরা নাটক গুলোকে উপহার দিয়েছে। এতোদিন পর যে এদের একসাথে দেখতে পাবো তা ভুল করেও ভাবতে পারি নি।! অল্ড ইজ গোল্ড গুরু!!

  • @27shabu
    @27shabu 2 года назад +1

    90 is the best.. All of them done their best

  • @afiaaotthoi7728
    @afiaaotthoi7728 2 года назад +7

    অনেক দিন পরে অসাধারণ একটা নাটক পেলাম প্রিয় শিল্পি সমেত। বর্তমানের অশ্লীল ভাষা আর জোর করে হাসানো, আধুনিক প্রেমের গল্পের ভিড়ে এই নাটক একটা শান্তি।

  • @mahbubrahaman4802
    @mahbubrahaman4802 2 года назад +17

    আফজাল ভাই, আজও হিরো.......চুল, দাড়ি সাদা হলেও হিরু সব সময়ের হিরো। আফজাল ভাই তাই........ মৌ সেটা অসাধারণ অভিনেত্রী, নাচের ওস্তাদ। ওল্ড ইজ গোল্ড........অনেক দিন পর রোমান্টিক ঈদ নাটক দেখলাম।

  • @rahmatullahriyad15
    @rahmatullahriyad15 2 года назад

    আমার ভালোবাসার ২ জন। আফজাল হোসেন এবং মৌ। সেলিম সাহেব ও ভালো অভিনয় করেছেন। পুরনো দজনের কথা মনে পড়ে গেলো।

  • @morshadulalam8213
    @morshadulalam8213 2 года назад +2

    অভিভূত। আমি বাকরুদ্ধ। চমৎকার উপস্থাপন।

  • @shamimamondal3811
    @shamimamondal3811 2 года назад +5

    এখানে প্রেমের অপূর্ণতা নেই । হারিয়েও দুজন কে পেয়ে যাওয়া । ( রাবীন্দ্রিক প্রেম )
    ( পেয়ে তোমায়
    হারাই মিলন ঘোরে ) 🌷💓💞🍒

  • @alifanas
    @alifanas 2 года назад +1

    সব নাটক দেখার আগেই কমেন্ট পড়ি,তবে এই নাটকের মতো এত ভালো কমেন্ট আগে পড়ি নাই

  • @newshunter5303
    @newshunter5303 2 года назад +4

    শহিদুজ্জামান সেলিম ও মৌ আপুর অভিনয় অসাধারণ। 👍👍👍

  • @faridfazal1893
    @faridfazal1893 Год назад

    বাংলা নাটকের সুনাম ও ঐতিহ্য ধরে রাখার মতো "অসাধারণ নাটক"!

  • @nabanurunnaharmuhith75
    @nabanurunnaharmuhith75 2 года назад +2

    খুব ভালো লাগলো নাটকটা অসাধারণ

  • @rehnumanoushin5030
    @rehnumanoushin5030 2 года назад +1

    খুউউব খুউউব খুউউব সুন্দর নাটক টা

  • @creativedesigns8163
    @creativedesigns8163 2 года назад

    প্রথম প্রেম চিরসবুজ,মন বাগানে বেঁচে থাকে শেষ দিন পর্যন্ত

  • @Stand_For_Palestanian_Kids
    @Stand_For_Palestanian_Kids 2 года назад +23

    আজকাল মেয়েরা বয়স্ক পুরুষদের প্রতি বেশি আস্থা ও বিশ্বাস রাখতে পারে। এই নাকটা তারই বাস্তব বহিঃপ্রকাশ। আমিও একজন মেয়ে তাই বিষয়টা পুরোপুরি উপলব্ধি করতে পারি।

    • @rehnumanoushin5030
      @rehnumanoushin5030 2 года назад +2

      এইটা কোন কথা ই না ভালবাসা টা কখন কার জন্য হয় কেউ বলতে পারেনা

    • @lalitakhan3408
      @lalitakhan3408 2 года назад

      বয়স্ক রা সংসার বুঝে ছোকরা যেতা সহজে বুঝে না

    • @khokonmimikhan2658
      @khokonmimikhan2658 2 года назад

      বাচ্চা মেয়েরা আজকাল বিবাহিত পুরুষ ও ২/৩টা ছেলে মেয়ের বাপের প্রতি বেশী আস্থা রাখতে পারে। যেই পুরুষের সন্তানদের চেয়ে মেয়েটা বয়সে ছোট হয়ে থাকে।
      এগুলো প্রেম না। শয়তানি। বদমাইশি।

  • @md.shohagmd.shohag7864
    @md.shohagmd.shohag7864 2 года назад

    onekdin por valolagar valobasar manusgulo k dekhte parlam. Thanks choyonika mam

  • @irinsabirasultana1897
    @irinsabirasultana1897 2 года назад +3

    অনেক সুন্দর একটা নাটক। কিন্তু চিঠি টাকা কে বদলেছিল এটা দেখানো দরকার ছিল

  • @shibaniguha3701
    @shibaniguha3701 2 года назад +2

    Afzal amar cherokaler hero

  • @lubnaali5514
    @lubnaali5514 2 года назад

    Overall a good Drama , thank u the writer and director. In new look Afzal hossain looks good. The young actress Nabila done very good, compair to other 3 her acting was more natural.

  • @rashidarahman328
    @rashidarahman328 2 года назад

    অসাধারণ! 🙏 বহুদিন পর একটা অসাধারণ নাটক দেখার সুযোগ পেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।

  • @sentomia5603
    @sentomia5603 Год назад

    Love u all

  • @mahmudabegum3566
    @mahmudabegum3566 2 года назад

    Oshadharon natok Khub valo legese .

  • @mehedihasanjony9346
    @mehedihasanjony9346 2 года назад

    বহুদিন পর নাটক দেখলাম।
    অসাধারণ কিছু অভিনয় শিল্পীর দেখা।
    চয়নিকা চৌধুরী অসাধারণ পরিবেশনা।

  • @user-bx3te3fd4o
    @user-bx3te3fd4o 7 месяцев назад

    আকাশ কুশুম বন্ধু আমার নিলয় না জানি এই সব নাটক দেখতাম আর নিজেকে আফজাল হোসেনের নায়িকা ভাবতাম। তাকে ভীষণ ভা লোবাসতাম।

  • @Bayezid403
    @Bayezid403 2 года назад

    Cmnt Porte aslam

  • @yi8972
    @yi8972 2 года назад +1

    অসাধারণ❤️

  • @nasibshamim8834
    @nasibshamim8834 2 года назад

    Oshadharon hoese.

  • @anuradhaghoshchoudhuri1069
    @anuradhaghoshchoudhuri1069 2 года назад

    Khub bhalo laglo

  • @Musaphire
    @Musaphire 2 года назад

    Onoboddo,osshadharon.

  • @khokonmimikhan2658
    @khokonmimikhan2658 2 года назад +3

    অমিতাভ আর টাবুর চিনি কাম ( চিনি কম) এর বাংলা সংস্করণ??

  • @farhanap76
    @farhanap76 2 года назад

    Gosh…Afzaal sir looks AWFUL in that hair style

  • @nimirazaman5154
    @nimirazaman5154 2 года назад +1

    অসাধারণ চিত্র নাট্য❤️❤️❤️

  • @shatilachowdhury5321
    @shatilachowdhury5321 2 года назад +5

    মডেল ও অভিনেত্রী মৌয়ের পুরো নাম সাদিয়া ইসলাম মৌ, সাদিয়া জাহান মৌ না। শহীদুজ্জাামান সেলিম ভাই, মৌ আপা- সবগুলো প্রিয় মুখ একসাথে এক নাটকে। নিশ্চয়ই খুব ভালো নাটক হবে। এই নাটকটির দৃশ্য: ৫৪:৪৯ এ মৌ আপার সংলাপ আমাকে একটা শিক্ষা দিলো। আমি একজনকে ভালোবাসি, যিনি আমার চেয়ে বয়সে দ্বিগুণ বড়, তালাকপ্রাপ্ত। আমি অবিবাহিত । আমি তাঁকে সত্যিই ভালোবাসি, বিয়ে করতে চাই, এটা জেনে তিনি আমাকে অনেক বোঝালেন, আমার অবুঝ মন কিছুতেই তাঁর কথা বুঝতে চায় নি, তাঁকে ভুলতে পারি নি, তাই তিনি তাঁর এক আত্নীয়াকে দিয়ে তাঁর নতুন প্রেমের ও বিয়ের কথা আমাকে বলালেন, তাঁর আত্নীয়া আমাকে বললেন যে তাঁর বাগদত্তা আছেন, তিনিও লোকটির মতো মাঝবয়সী এবং তাঁরা আগামী বছর বিয়ে করবেন, এর পর থেকে লোকটা আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিলেন, তাঁর বিয়ের কথাটা মিথ্যে কি না, তা জানি না, তবে এই নাটকটিতে মৌ আপার ঐ সংলাপ শুনে আমার বুকের ভেতর এ বছরের শুরুতেই লোকটাকে হারানোর যে কষ্ট ছিলো, সেই কষ্টটা একেবারে মুছে গেছে। আমি অবিবাহিত ,তরুণী আর যাকে আমি ভালোবাসতাম, তিনি মাঝ বয়সী । সামনে আমার পুরো জীবন ও ভবিষ্যত পড়ে আছে, ভুল মানুষকে ভালোবেসে, বিয়ে করে আমি আমার ও লোকটার জীবন নষ্ট করতে চাই না। লোকটার বিয়ের খবর যদি সত্যি হয়ে থাকে, তবে তাঁর জন্য অন্তরের গভীর থেকে দোয়া ও শুভকামনা রইলো। দোয়া করি, তিনি ভালো, সুখে ও শান্তিতে থাকুন, আমিন।

  • @Xyz-gf5op
    @Xyz-gf5op 2 года назад +1

    ২০ বছরের উপর বয়সের পার্থক্য ! অংক ও হার মানে এই কাসটিং এর লজিকের কাছে।

  • @masuktalukder64
    @masuktalukder64 2 года назад

    Khub shundor.

  • @ashishmajumder9942
    @ashishmajumder9942 11 месяцев назад

    কে জানে কেনো আমার মৌ এর সাথে মনে হয় অপূর্ব ছাড়া মানায় না

  • @aklimaakter3059
    @aklimaakter3059 2 года назад +1

    অসাধারন

  • @abuhu-sen5274
    @abuhu-sen5274 2 года назад +3

    এই নাটকের কাহিনি সম্ভবত ভালো কিন্তু দেখার দৈর্য় নাই

  • @razzakahmed2483
    @razzakahmed2483 2 года назад

    sundor natok 👍

  • @jaharatara6406
    @jaharatara6406 2 года назад +1

    Ai mayata shi maye ottacharato shy shamy abong shoror j do to baccha nea kosto pacha dokko laga a dasher mayata boro ghory Bea hoya shoker ashai kosto pai

  • @obaidurrahmanraju2945
    @obaidurrahmanraju2945 2 года назад +7

    পরিচালক চয়নিকা চৌধুরী ভাইয়া নিবেদিত অসাধারণ স্টোরি গল্পের রোমান্টিক ভালোবাসার দৃষ্টিনন্দন অভিনয়টা সাদিয়া ইসলাম মৌ আপু দ্বারা নির্মিত করলেন চমৎকার অভিনয় ধন্যবাদ 💜🇧🇩🖤

    • @huzaifanoor6416
      @huzaifanoor6416 2 года назад +3

      Uni Bhai na
      Lady Writter

    • @LiYa-lm4cf
      @LiYa-lm4cf 2 года назад +1

      উনি ভাইয়া না আপা

  • @toyworldTV-wu2zy
    @toyworldTV-wu2zy 2 года назад +1

    Ager Afzal vai k ager moto dekte chai.

  • @shamimamondal3811
    @shamimamondal3811 2 года назад +2

    নাটক টা দেখলাম । নাটকে ত্রিভুজ প্রেমের গল্প আছে । যা মানুষের জীবনের সাভাবিক । তবে তার জন্য কবিতার সংসার যে, ভাঙ্গে নাই । এখানে দেখতে পাই - সময়ের গতিতে নাটকে পরিবর্তন এসেছে ।
    ------- তারপর ! আরেকটা ব্যাপার - আজ পর্যন্ত পরিবারের আত্মমরজাদার জন্য অনেক প্রেমিক তার প্রেমিকা কষ্ট পেয়েছে । বিয়ে ভঙ্গের কারণ হয়েছে । এসব বন্ধ হওয়া দরকার । দুটো মানুষের মনের অনুভব একান্ত ব্যক্তিগত ব্যাপার । সেটা অপরের মন নয় ।

  • @sushomachowdhury5901
    @sushomachowdhury5901 2 года назад

    Valo legeche khub