@@Viral_Scope olpo kothai je sundor bhabe guchiye onek kichu bola Jay seta apnar kache sekha Jay. Sottikarer jara travel bhalobase Tara e pare ojanar khoj ante..thik apnar moto 💝😊
So called kichu famous travel blogger der apnar kach theke sekha uchit je ki korey continuous running commentary kortey kortey nijer thobra na dekhiyeo erokom ekta mesmerizing video tairi kora jay,,,this is what is called a true travel video...EXCELLENT !!!
মনে হচ্ছিল কিছুক্ষণ এর জন্য আমি অন্য এক জগতে হারিয়ে গেছিলাম।। এই অনুভূতি শুধু আপনার ভিডিও ই দিতে পারে।। আর বারানসি এর ঘাটে তো দিন এর পর দিন কাটিয়ে দেওয়া যায়। কি অদ্ভুত মায়া জড়ানো জায়গা।।
The narrow lanes...The Ghats.... History walks in hand in hand with the Present... The smell of Varanasi.... Thank you Santunu da once again for taught us How rich we are as a country 🇮🇳
গত 18 ই ফেব্রুয়ারি শিবরাত্রি দিন বারানসি গেছিলাম। সত্যিই একটা জায়গায়কে দুই চোখ ভরে দেখেছিলাম, শান্ত পরিবেশ সাথে মাতা গঙ্গা শান্ত পারে বসে নৌকা ভেসে বেড়ানো পুরো ছবির মতো লেগেছিলো সাথে আশি ঘাট এ সন্ধ্যা আরতি 💖। আবার যাবো সময় পেলে মন ভালো করে দেওয়ার জায়গা ❤️
দারুণ লাগলো বেনারস । কিছুক্ষণের জন্য যেন একটা অন্য জগতে চলে গিয়েছিলাম । আর তোমার ফটোগ্রাফির তো কোনো তুলনাই হয় না । বেনারসের ঘাট, গলিপথ, গঙ্গায় পাখিদের উড়ে বেড়ানোর দৃশ্য অসাধারণ লাগলো । তবে সব শেষে প্লেন থেকে আলোকিত বেনারস এবং কলকাতায় ফেরার দৃশ্য সত্যিই অনেকদিন মনে থাকবে ❤ আর সমগ্ৰ ভিডিওতে অসামান্য সুরসংযোজন... অপূর্ব ।
বাঃ. old wine in a new bottle... বারানসী শহরটা যে একটা নদীর তীরে, গঙ্গা যে আদতে একটা নদী, তা বারবার শুনতে বেশ লাগছিল। ক্যামেরা চলছে গলির মধ্যে যেন মগনলাল মেঘরাজের ডেরায় পৌঁছে যাবে.... সিনেমা দেখছি মনে হচ্ছিল। পরিযায়ী পাখিরা নিশ্চই পরের জন্মে আর সাইবেরিয়ায় নয়, বারানসীতেই জন্মাবে। এত ভালো ভাজাভুজির স্বাদ আর কোথায়ই বা পাবে??? খুব ভালো লাগলো। আবার কোনো অবসরে আপনাকে খুঁজে নেব অন্য কোনো জায়গায়। ধন্যবাদ।
পাখি বলে কি আর ওদের একটু ঝুড়ি ভাজা খেতে ইচ্ছে করে না?? আবার বিদেশী পাখি, ওদের ওখানে তো এসব পাওয়াও যায় না। 😂😂 Jokes apart, আপনার প্রতিটি ভিডিওর মত এই ভিডিওটিও অসাধারণ। ❤️❤️❤️❤️
Nishchoi khete den ni. Hahaha, Siberia theke elo bole ora ki manush na, mukh badlabe na ektu? Khub khub bhalo laglo meghla jale sada pakhider sabolil santar. Nadir odikta to Vyas Kashi, okhane giechilen? Okhane shunechi mara gele next janme gadha hoye janmate hoy ✍️👍🙏🏽
সেই কবে কোন কৈশোর বেলায় গিয়েছিলাম,আর যাওয়া হয় নি,বারানসী র ঘাটে আমার এক টুকরো সোনালী শৈশব এখনো পড়ে আছে.. তার পর থেকে তো কতো জল পেড়িয়ে এলাম..."পাড়ে এসে পেলাম সেই ধূসর শৈশববেলা" কথাটা কয়েক দিন আগেই বলেছিলাম,এই ছবিতে সেই আবছা ছেলেবেলার রং পেলাম 🍂
👌❤️😊 ভালো লাগলো কিন্ত আমি আগে যখন গিয়েছিলাম তখন গঙ্গার উপর এতো সিগাল দেখিনি বরং প্রচুর পায়রা দেখেছিলাম আর বাঁদর তো বিখ্যাত ছিলো অনেকদিন পর আবার দেখতে ভালোই লাগলো
Apnar barnonay sadharan jayga o asadharan hoye othhe. Tobe min diye 2/3 bar mon diye vdo ta shuru theke shes obdi dekheo hotel er nam ba no. Uddhhar korte parlam na.
It’s been 5 years, I have been in VARANASI. Till today I can feel the Enchanting experience which I have experienced. The narrow lanes, lots of Ghats, River Ganga. Over Crowded Gadolia More. More over that Veg food and delicious lassi , body massage in Dashwamedh ghat ,Ganga Aeati ,every thing. But the most irritating part was the behaviour of common people over there. Every one seemed to be unhappy. They always asked for tips with a common line….KHUSH KAR DIJIYE …. 😂
আমি জানিনা কেনো এতদিন আপনার চ্যানেল এর সন্ধান পাইনি। অন্য কিছু চ্যানেল অনুসরণ করতাম। কিন্তু সেই সব চ্যানেল এ তাদের তথ্য বেশি, নিখাদ প্রকৃতির সৌন্দর্য কোথাও যেন কম লাগছিল। কিন্তু আপনার চ্যানেল এ প্রকৃতির সৌন্দর্য আর অসাধারণ আবহসঙ্গীত এর মেলবন্ধন মন ছুঁয়ে যাচ্ছে। এটাই বজায় রাখবেন দাদা। ❤️
River with time lapse scenes and Ganga Aarti covered perfectly but beyond the river i feel you did not do justice to the essence of Varanasi IMO.. Fleeting shots of its famous walking streets and food and Kashi Vishwanath Temple left out completely...
Your Varanasi travel vlog was a visual treat! The colorful markets, lively streets, and peaceful ghats were all captured so well. You have a great eye for detail and I appreciate the effort you put into creating this amazing video. Like and support from MP.
Same hotel e amar booking achey 11th April e but ami onader sathey contact korte parchi na because oder je contact number dewa achey tatey kichutei connect hocchey na amar Airtel sim please amake alternate kono number thakle din so that I can contact with them.
কি বলবো আপনার বারানাশী ভ্রমণ নিয়ে আমি আজকাল শুধু নির্বাক ভাবে দেখি আপনার ব্লগ। বেনারস বা ভারানাশি বাঙালির এক কলকাতার বাইরে এক দ্বিতীয় আস্তানা। আসি আপনার ব্লগের কথায় আজ অবধি প্রায় খান পঞ্চাশ ব্লগ দেখেছি প্রচুর নামী ও অনামী ব্লগারদের কিন্তু আপনার ব্লগের একটা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য যা শুধু আপনাকে আলাদা করে দেয় অনেকের থেকে। মাইগ্রেটরি বার্ড এত আসে জানতাম না?।তার ছোলা ভাজা খাবার জন্যে ভিড় করে জানতাম না? খাবার হোটেলের ক্যাম্পেইন না করেও তথ্য দেয়া যায় জানতাম না? হোটেলের সিঁড়ির থেকে রাস্তায় আসার সুড়ঙ্গ পাওয়া যায় তাও জানতাম না? আর গলির যে নিঃসঙ্গতা সেটা ও জানতাম না? এত গুলি না জানা আপনি দেখিয়ে দিলেন শান্তনু। আপনার জাম্প কাট বর্ণনা সাথে টোটাল ফুজি কালারে বেনারস দেখতে দেখতে মনে হচ্ছিল হরিহারের সাথে বালক অপু ঘুরে বেড়াচ্ছে বেনারসের অলিতে গলিতে। সাবাস ভাই সাবাস আবারো একই আবেদন কবে নিয়ে যাবেন আমাকে আপনার সাথে????
Next time you must book R K MISSION guest house..we were there for 3 days with Belur math swamiji..It takes 7 to 10 min from Ganga ( where Arati can be seen).. Supra das bombay
The narrow lanes...The Ghats.... History walks in hand in hand with the Present... The smell of Varanasi.... Thank you Santunu da once again for taught us How rich we are as a country 🇮🇳
অসাধারণ অনুভব করলাম বারাণসীকে , ধন্যবাদ
khub khub sundAR laglo, boraborer motoi photography asadharon , bhaolo thakben Dada .
অজস্র ধন্যবাদ 👍
khub sundor dada
Ati Sundar apnar Golpo olpo Gatha ❤🎉😊
অসংখ্য ধন্যবাদ 😊
@@Viral_Scope olpo kothai je sundor bhabe guchiye onek kichu bola Jay seta apnar kache sekha Jay. Sottikarer jara travel bhalobase Tara e pare ojanar khoj ante..thik apnar moto 💝😊
😊😊
ভাই ভাল লাগছে তুমি পাহাড় ছেড়ে সমতলে এসেছ। এবার আমরা আরও ভাল ভাল জায়গা দেখতে পারবো
Dada khub valo lag lo ...♥️
Photography ও উপস্থাপনা দুই খুব সুন্দর, দেখতে দেখতে "জয় বাবা ফেলু নাথ "এর দৃশ্য গুলো ভেসে উঠছিল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে
❤❤Santanu da just unmatched...
আপনার সব ভিডিওর মতো এটাও মন ভরিয়ে দেওয়া। বছর আটেক আগে বেনারস গিয়েছিলাম।আবার যাওয়ার ইচ্ছে করছে। যে হোটেলে ছিলেন,তার ডিটেলটা দিলে ভালো হয়।
ধন্যবাদ। ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে।
আচ্ছা
Khub bhalo laglo..
Thank you 😊
So called kichu famous travel blogger der apnar kach theke sekha uchit je ki korey continuous running commentary kortey kortey nijer thobra na dekhiyeo erokom ekta mesmerizing video tairi kora jay,,,this is what is called a true travel video...EXCELLENT !!!
Thank you so much
মনে হচ্ছিল কিছুক্ষণ এর জন্য আমি অন্য এক জগতে হারিয়ে গেছিলাম।।
এই অনুভূতি শুধু আপনার ভিডিও ই দিতে পারে।।
আর বারানসি এর ঘাটে তো দিন এর পর দিন কাটিয়ে দেওয়া যায়। কি অদ্ভুত মায়া জড়ানো জায়গা।।
সত্যিই তাই, আমি বেশির ভাগ সময় ঘাটে বা ঘাটের পাশেই ঘোরাঘুরি করতাম।
DARUN LAGLO.TOMAR STAY HOTEL TAAR VIEW & PLAIN THEKE NIGHT VIEW .AWESOME. DADA THANKS
Thank you so much
besh bhalo laglo , ami charbar gechhi ,abar jabo
😊😊 wow
Dekha sahar abar notun kore dehlam, dekhle valoi lage, anek danyabad
অজস্র ধন্যবাদ 🥰
Khub bhalo laglo 👌 purono smriti Mone pore gelo 🥰
অজস্র ধন্যবাদ 👍
Khub sundor 🌹🌹
শান্তনু, আপনার চোখ দিয়ে দেখলে যেকোনো জায়গারই সৌন্দর্য এক অন্য মাত্রা পায়.. খুব ভালো লাগলো..
অনেক ধন্যবাদ দাদা 💐
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন
অজস্র ধন্যবাদ 👍
Mindfulness 🕉🔱⚛️
Thank u
The narrow lanes...The Ghats.... History walks in hand in hand with the Present... The smell of Varanasi.... Thank you Santunu da once again for taught us How rich we are as a country 🇮🇳
Thank u so much 🥰
গত 18 ই ফেব্রুয়ারি শিবরাত্রি দিন বারানসি গেছিলাম। সত্যিই একটা জায়গায়কে দুই চোখ ভরে দেখেছিলাম, শান্ত পরিবেশ সাথে মাতা গঙ্গা শান্ত পারে বসে নৌকা ভেসে বেড়ানো পুরো ছবির মতো লেগেছিলো সাথে আশি ঘাট এ সন্ধ্যা আরতি 💖। আবার যাবো সময় পেলে মন ভালো করে দেওয়ার জায়গা ❤️
হ্যাঁ সত্যিই সুন্দর
@@Viral_Scope সত্যিই দাদা খুবই সুন্দর আবার এই মাসেই তোমার ভিডিও তে আবার দেখাতে পেলাম
দারুণ লাগলো বেনারস । কিছুক্ষণের জন্য যেন একটা অন্য জগতে চলে গিয়েছিলাম । আর তোমার ফটোগ্রাফির তো কোনো তুলনাই হয় না । বেনারসের ঘাট, গলিপথ, গঙ্গায় পাখিদের উড়ে বেড়ানোর দৃশ্য অসাধারণ লাগলো । তবে সব শেষে প্লেন থেকে আলোকিত বেনারস এবং কলকাতায় ফেরার দৃশ্য সত্যিই অনেকদিন মনে থাকবে ❤ আর সমগ্ৰ ভিডিওতে অসামান্য সুরসংযোজন... অপূর্ব ।
Thank you দাদা ☺️ চেষ্টা করছি আর কি যতোটা করা যায় আমার পক্ষে। ভালো লাগলো আপনার এইরকম কমেন্ট পেয়ে।
খুব ভালো লেগেছে, আপনার ব্লগ এর প্রাথমিক সময় থেকে আপনার সঙ্গে ছিলাম বলে আপনার ব্যাপ্তি যে আরো বিস্তৃত হচ্ছে এটা ভেবে আরো ভালো লাগছে
অজস্র ধন্যবাদ 👍
130 Big Like 👍 এক কথায় অসাধারণ একটি ভিডিও দেখলাম 👍❤️ দারুন লাগলো 👍🥰
অজস্র ধন্যবাদ 🥰
@@Viral_Scope Welcome ❤️🥰
Opurbo
অজস্র ধন্যবাদ 👍
সন্ধ্যা আরতি আর পাখিদের উরে বেড়ানো খুব ভালো লাগলো👌👍👍
Vlogদেখে মন ভরে গেল।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 👍
Khub bhalo
অজস্র ধন্যবাদ 👍
Thank you ❤️
বাঃ. old wine in a new bottle... বারানসী শহরটা যে একটা নদীর তীরে, গঙ্গা যে আদতে একটা নদী, তা বারবার শুনতে বেশ লাগছিল। ক্যামেরা চলছে গলির মধ্যে যেন মগনলাল মেঘরাজের ডেরায় পৌঁছে যাবে.... সিনেমা দেখছি মনে হচ্ছিল। পরিযায়ী পাখিরা নিশ্চই পরের জন্মে আর সাইবেরিয়ায় নয়, বারানসীতেই জন্মাবে। এত ভালো ভাজাভুজির স্বাদ আর কোথায়ই বা পাবে??? খুব ভালো লাগলো। আবার কোনো অবসরে আপনাকে খুঁজে নেব অন্য কোনো জায়গায়। ধন্যবাদ।
অনেক দিন পর অন্যরকম একটা মজার কমেন্ট পরলাম। 😄😄
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।।
অসাধারণ লাগলো তোমার ভিডিও। পরের টার অপেক্ষায় রইলাম।
অনেক ধন্যবাদ 💐
পাখি বলে কি আর ওদের একটু ঝুড়ি ভাজা খেতে ইচ্ছে করে না?? আবার বিদেশী পাখি, ওদের ওখানে তো এসব পাওয়াও যায় না। 😂😂
Jokes apart, আপনার প্রতিটি ভিডিওর মত এই ভিডিওটিও অসাধারণ। ❤️❤️❤️❤️
😄😄
হজম করতে পারলে হয়।
Good work.
অনেক ধন্যবাদ দাদা 💐
❤ Nice video ❤ music & songs are selected perfectly in your video. Lots of love from Dhaka, Bangladesh.
Thank u 😊
Sokale uthe 9 tar somay uthe khuj6ilam...tarpor ki6uta mon kharap hoyei 6ilo...tarpor akhan dekhte paye..valo lag6e besh
Hya sakaler modhye kaj ses holo na
Nishchoi khete den ni. Hahaha, Siberia theke elo bole ora ki manush na, mukh badlabe na ektu? Khub khub bhalo laglo meghla jale sada pakhider sabolil santar. Nadir odikta to Vyas Kashi, okhane giechilen? Okhane shunechi mara gele next janme gadha hoye janmate hoy ✍️👍🙏🏽
🤣🤣
Adbhut ekta bhalobasa ache amr apnar proti ,Janina kno,apnar video ele ekta adbhut Ananda hoi.tbe paharer videoor music anoboddo.bhalo thakben.
অনেক ধন্যবাদ দাদা 💐
আপনিও ভালো থাকবেন।
দারুণ শান্তনুদা।
অজস্র ধন্যবাদ 🥰
সেই কবে কোন কৈশোর বেলায় গিয়েছিলাম,আর যাওয়া হয় নি,বারানসী র ঘাটে আমার এক টুকরো সোনালী শৈশব এখনো পড়ে আছে.. তার পর থেকে তো কতো জল পেড়িয়ে এলাম..."পাড়ে এসে পেলাম সেই ধূসর শৈশববেলা" কথাটা কয়েক দিন আগেই বলেছিলাম,এই ছবিতে সেই আবছা ছেলেবেলার রং পেলাম 🍂
বাহ! স্মৃতি হাতরাতে আর যাবেন না যেন।
@@Viral_Scope ha sei baranasi ar nei jani.. Tobe prothom darshan bodhoy sob somayei theke jay sathe ❤
একদমই তাই
সাইবেরিয়া থেকে ভাজাভুজি খেতে আসার কথা শুনে খুব হাসলাম🤣
🤣🤣
👌❤️😊 ভালো লাগলো কিন্ত আমি আগে যখন গিয়েছিলাম তখন গঙ্গার উপর এতো সিগাল দেখিনি বরং প্রচুর পায়রা দেখেছিলাম আর বাঁদর তো বিখ্যাত ছিলো অনেকদিন পর আবার দেখতে ভালোই লাগলো
শীতকালে গিয়েছিলেন?
@@Viral_Scope না পূজোর সময় গিয়েছিলাম
@@sarmisthabakshi377 পরিযায়ী পাখি শীতকালে আসে
👍❤️ ঠিক ঠিক
@@sarmisthabakshi377 😊
খুব ভালো
অজস্র ধন্যবাদ 🥰
দারুণ
অজস্র ধন্যবাদ 🥰
খুব ভালো লাগলো দেখতে 👍👍👌👌
অজস্র ধন্যবাদ 🥰
Apnar video gulor jonyo wait kore thaki. Darun sundor r informative
অজস্র ধন্যবাদ 🥰
কদিন ধরেই ভাবছিলাম বেনারস যাবার কথা। আর ঠিক সেই সময়েই আপনার ভিডিও। দারুণ দাদা ❤️
☺️☺️
Apnar barnonay sadharan jayga o asadharan hoye othhe.
Tobe min diye 2/3 bar mon diye vdo ta shuru theke shes obdi dekheo hotel er nam ba no. Uddhhar korte parlam na.
Eta ki kore samvab? 😄😄
Amar last Varanasi trip corona r age. Ar palace on steps e utechilam. Varanasi vibes are on a another level. Nice vlog Santanu.
👍👍👍
It’s been 5 years, I have been in VARANASI. Till today I can feel the Enchanting experience which I have experienced. The narrow lanes, lots of Ghats, River Ganga. Over Crowded Gadolia More. More over that Veg food and delicious lassi , body massage in Dashwamedh ghat ,Ganga Aeati ,every thing. But the most irritating part was the behaviour of common people over there. Every one seemed to be unhappy. They always asked for tips with a common line….KHUSH KAR DIJIYE …. 😂
Exactly....
এবার সামনা সামনি দেখা দিন।
😊😊
Puio te pelling, rabanhla যাবো, Akta ফ্যামিলি পেলে ভালো হয়, chakda থেকে আমরা tinjon
Visited Varanasi in February. Your blog took me back as if I hadn't returned. Excellent ! 👍
Excellent 🥰🥰🥰
Ahaa onoboddo laglo👌👌 a jano ak notun beneras k dekhlam..."Syberia theke ese ei sob vajavuji khabe"😂😂eta sera chilo..👍tkcr🥰🙋
Thank you so much 🥰
Unparalleled cinematography ! ❣️
Thank u so much 💖
So old Varanasi but so clean still and it's Airport is so clean it's really appreciable.
সাইবেরিয়া থেকে এসে এই সব আবোল তাবোল ভাজা ভূজি খাবে 😀😀
😄😄
আমি জানিনা কেনো এতদিন আপনার চ্যানেল এর সন্ধান পাইনি। অন্য কিছু চ্যানেল অনুসরণ করতাম। কিন্তু সেই সব চ্যানেল এ তাদের তথ্য বেশি, নিখাদ প্রকৃতির সৌন্দর্য কোথাও যেন কম লাগছিল। কিন্তু আপনার চ্যানেল এ প্রকৃতির সৌন্দর্য আর অসাধারণ আবহসঙ্গীত এর মেলবন্ধন মন ছুঁয়ে যাচ্ছে। এটাই বজায় রাখবেন দাদা। ❤️
আপনার সাথে আমার ভাবনা মিলে গেল।আমারও একটা ছোট চ্যানেল আছে।আমিও ঠিক আপনার মতো ভাবি বলেই শান্তনুদার চ্যানেল দেখি।
অজস্র ধন্যবাদ 🥰
You have an excellent travel leader now. Travel around with Shantanu. You will simply love your journey into a splendor called India 🌹
Stti Dada r kotha bolar dhoron e alada...
River with time lapse scenes and Ganga Aarti covered perfectly but beyond the river i feel you did not do justice to the essence of Varanasi IMO.. Fleeting shots of its famous walking streets and food and Kashi Vishwanath Temple left out completely...
Video ta khub e bhalo laglo,,kintu baba Biswanath er mandir jaoni, naki gecho kintu dekhalena?
Na jai ni
EXCELLENT 👍
Thank u so much
Wonderful
Thank you so much
অনবদ্য দাদা 💗
অজস্র ধন্যবাদ 🥰
Nice vdo bro. This is more than just a video, you put love and passion into it. Great job! new power for your channel. Good luck!
Thank you so much
@@Viral_Scope tomar bari kothay dada
Kolkatay
@@Viral_Scope আমি হাওড়া র andul আর তুমি দাদা?
যাদবপুর
I am waiting your video, now waiting is over.🇧🇩
অজস্র ধন্যবাদ 🥰
Darun laglo..kon hotel e chilen jodi bolen .. amio jachi November e...
Beautiful!!
Thank you! Cheers!
Shokal thike wait korchilam, video bhalo laglo....ebar aabar kore pahar hoy jaak☺️
Hya akdam ☺️
Your Varanasi travel vlog was a visual treat! The colorful markets, lively streets, and peaceful ghats were all captured so well. You have a great eye for detail and I appreciate the effort you put into creating this amazing video. Like and support from MP.
Thank you so much 🥰
Dada , next time GULL der JHURI BHAJA deben naa. Naa Deoai Bhalo. Jodi ditei hoi taholey Muri or Khoi deben 😊
Hya thik e, ami jodio kichui di ni
তুলনা করে কি হবে? বাংলাদেশ থেকে বলছি সুন্দর মহা খুশি আপনার ভিউ এবং বর্ণনা
অজস্র ধন্যবাদ 🥰
1st view
Thank u
kolkata thke benaras direct train er ticket na pele onno kono route thakle aktu bolben...plz.. mogholsorai thke jawa jai ki konovabe?
Kasi viswanath mondir gelen na?
Na, vir chilo
Sab theke kom hantai kon ghater kache thaka jai?
অনেক আছে, তবে আমার মনে হয় Brijrama Palace
Baba biswanath kothay?
Migratory birds kokhon ase
Shitkale
নভেম্বরে পরিযায়ী পাখিদের পাওয়া যায়?
না মনে হয়। ডিসেম্বর থেকে হতে পারে।
Dada apni kon hotel e chilen?pls ektu janaben 🥰
Video te details a bola ache
Same hotel e amar booking achey 11th April e but ami onader sathey contact korte parchi na because oder je contact number dewa achey tatey kichutei connect hocchey na amar Airtel sim please amake alternate kono number thakle din so that I can contact with them.
Website a alternative ph number peye jaben. Web address video te contact details a deoa ache
Want to stay in palace on steps so plz replt Lift facility available or not
Na lift nei
August month e jaoa valo hobe?
Ha, kharap habe na
@@Viral_Scope thank you
কি বলবো আপনার বারানাশী ভ্রমণ নিয়ে আমি আজকাল শুধু নির্বাক ভাবে দেখি আপনার ব্লগ।
বেনারস বা ভারানাশি বাঙালির এক কলকাতার বাইরে এক দ্বিতীয় আস্তানা।
আসি আপনার ব্লগের কথায় আজ অবধি প্রায় খান পঞ্চাশ ব্লগ দেখেছি প্রচুর নামী ও অনামী ব্লগারদের কিন্তু আপনার ব্লগের একটা আলাদা চারিত্রিক বৈশিষ্ট্য যা শুধু আপনাকে আলাদা করে দেয় অনেকের থেকে।
মাইগ্রেটরি বার্ড এত আসে জানতাম না?।তার ছোলা ভাজা খাবার জন্যে ভিড় করে জানতাম না?
খাবার হোটেলের ক্যাম্পেইন না করেও তথ্য দেয়া যায় জানতাম না?
হোটেলের সিঁড়ির থেকে রাস্তায় আসার সুড়ঙ্গ পাওয়া যায় তাও জানতাম না?
আর গলির যে নিঃসঙ্গতা সেটা ও জানতাম না?
এত গুলি না জানা আপনি দেখিয়ে দিলেন শান্তনু।
আপনার জাম্প কাট বর্ণনা সাথে টোটাল ফুজি কালারে বেনারস দেখতে দেখতে মনে হচ্ছিল হরিহারের সাথে বালক অপু ঘুরে বেড়াচ্ছে বেনারসের অলিতে গলিতে।
সাবাস ভাই সাবাস আবারো একই আবেদন কবে নিয়ে যাবেন আমাকে আপনার সাথে????
আমি আপ্লুত আপনার কমেন্টে।
ঘুরতে তো আমি একাই যাই বেশির ভাগ ক্ষেত্রে। কখনো কখনো বিশেষ কারণ বশত কেউ সঙ্গে হয়ে যায়।
@@Viral_Scope সামনের উইন্টার এ বেনারস যাবো।
ডিটেইলস টা তখন চাই কিন্তু।
আর একটা আবেদন একদিন কথা বলতে চাই দেখুন সেটা যদি সম্ভব হয়?
Next time you must book R K MISSION guest house..we were there for 3 days with Belur math swamiji..It takes 7 to 10 min from Ganga ( where Arati can be seen).. Supra das bombay
ঘাট পর্যন্ত যাওয়ার জন্য টোটো বা অটো কিছুই কি পাওয়া যায় না? তাহলে তো বয়স্কদের খুব অসুবিধা
যেদিকে Toto যায় সেইদিকে হোটেল নিতে হবে। বিভিন্ন জায়গায় নো এন্ট্রির আলাদা আলাদা সময় আছে।
হোটেলের নাম ও রেট কত ?
ভিডিওতে বলা আছে।
View rooms of Dwivedi hotel are too costly I think..How could you get it in 2000/-?
Dada ar por kasmir noito sikim roshon rai ar kashay love you dada 🤗🤓🤭
আপনার থাকা হোটেলে টির নাম ও ফোন নম্বর পেলে উপকার হতো।
ভিডিওতে দেওয়া আছে
@@Viral_Scope ধন্যবাদ, প্রথমে খেয়াল করি নি।
The narrow lanes...The Ghats.... History walks in hand in hand with the Present... The smell of Varanasi.... Thank you Santunu da once again for taught us How rich we are as a country 🇮🇳
Thanks a lot 😊