বাংলাদেশের আইনে, আদিবাসীদের জমি ক্রয়-বিক্রয় করা, আইন গতভাবেই নিষিদ্ধ।

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • এই আলোচনায়, আদিবাসীদের জমি-ক্রয় বিক্রয়ের উপর আইনী বিধি-নিষেধ গুলো উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, চুক্তি, গেজেট ও আইনের মধ্যে পাথর্ক্য কি, আপনি আইনকে প্রাধান্য দিবেন, নাকি চুক্তিকে প্রাধান্য দিবেন সেই আলাপ গুলো করা হয়েছে। পাশাপাশি, সামরিক সরকারদের মাধ্যমে বাঙালী স্যালেটমেন্ট-কিভাবে পাহাড়কে আরো অশান্ত করলো তা বলার চেষ্টা করেছি।
    আলাপের রেফারেন্স কমেন্টে যুক্ত করা হয়েছে। বাংলাদেশের আইনে, আদিবাসীদের জমি ক্রয়-বিক্রয় করা, আইন গতভাবেই নিষিদ্ধ।
    এই আলোচনায়, আদিবাসীদের জমি-ক্রয় বিক্রয়ের উপর আইনী বিধি-নিষেধ গুলো উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, চুক্তি, গেজেট ও আইনের মধ্যে পাথর্ক্য কি, আপনি আইনকে প্রাধান্য দিবেন, নাকি চুক্তিকে প্রাধান্য দিবেন সেই আলাপ গুলো করা হয়েছে। পাশাপাশি, সামরিক সরকারদের মাধ্যমে বাঙালী স্যালেটমেন্ট-কিভাবে পাহাড়কে আরো অশান্ত করলো তা বলার চেষ্টা করেছি
    আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। আদিবাসীদের জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত আইনী বিধি-নিষেধগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তা বাংলাদেশের আইনে নিষিদ্ধ। এই বিষয়ে চুক্তি, গেজেট এবং আইনের মধ্যে পার্থক্যগুলোও আলোচনার বিষয়বস্তু হিসেবে এসেছে। এই প্রেক্ষিতে, সাধারণত আইনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ আইন রাষ্ট্রের সর্বোচ্চ কাঠামো দ্বারা পরিচালিত। তবে চুক্তির ক্ষেত্রেও যদি তা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বীকৃত হয়, তাহলে সেই চুক্তিরও গুরুত্ব রয়েছে।
    সামরিক সরকারের অধীনে বাঙালী স্যাটেলমেন্টের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে যে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে, তা বিশেষভাবে উল্লেখযোগ্য। পাহাড়ের মানুষদের জমি থেকে সরিয়ে দেওয়া বা সেখানে অন্য জনগোষ্ঠীর বসতি স্থাপন এই অস্থিরতার অন্যতম কারণ হতে পারে।
    এই ধরনের বিতর্ক ও আলোচনা বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Комментарии • 30

  • @MilakChakma-r9y
    @MilakChakma-r9y 23 часа назад +3

    জানি শুধু আপনার এই আলাপেই সব কিছুর সমাধান হবেনা😭। তবুও আপনাদের এমন বস্তুনিষ্ঠ সহানুভুতিশীল আলোচনাই আমাদের অনুপ্রানিত করে। ও স্বপ্ন দেখায়..❤️❤️❤️

  • @UCTV124
    @UCTV124 День назад +3

    আপনি ঠিক বলেছেন, এখানে আগে থেকে কিছু সংখ্যক বাঙালী ছিলো। কিন্তু তাদের কেউ কখনো সেটেলার বলা হয় না।বরং তাদের সাথে আমাদের ভালো ভাবে মিলেমিশে আছি। শুধু মিল নাই সেটেলার বাঙালীদের সাথে।

  • @michaelfoodranger6534
    @michaelfoodranger6534 22 часа назад

    সত্যের জয় হোক, মিথ্যা দূরীভূত হোক। সত্যের পক্ষে আপনার কন্ঠ আরও শক্তিশালী হোক। আপনার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক।

  • @koyelichakma8873
    @koyelichakma8873 День назад

    আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @ritenchakma5559
    @ritenchakma5559 День назад

    Thank you. Always with you.

  • @donungmarma7022
    @donungmarma7022 23 часа назад

    God bless you.👍👍👍

  • @AnandabikashChakma-mz6ud
    @AnandabikashChakma-mz6ud 22 часа назад

    Akdom,,right,,dada

  • @Nirvik-bh7cr
    @Nirvik-bh7cr 23 часа назад

    Thank you....

  • @khamajontripura5553
    @khamajontripura5553 День назад

    আমার কাছে মনে হয় যে, বেশির ভাগ সময় আমরা প্রয়োজন জায়গায় চিন্তা না দিয়ে অপ্রয়োজনীয় জায়গাতেই মনোনিবেশ করা চেষ্টা করি।
    তবে আপনার কথা সত্যিই বিবেচক বিষয় বলে মনে করি। আপনাকে ধন্যবাদ

  • @Bibekgammer017
    @Bibekgammer017 День назад

    ধন্যবাদ দাদা সত্যের সাথে থাকার জন্য

  • @Trishantripuratrishan
    @Trishantripuratrishan 11 часов назад

    ❤❤❤❤

  • @Bimostic2.0Tripura
    @Bimostic2.0Tripura 23 часа назад

    ❤❤❤❤❤❤

  • @MrBablu-m1h
    @MrBablu-m1h День назад

    Yes❤❤❤

  • @BanishantaCC
    @BanishantaCC 14 часов назад +1

    কিসের বেশি সে দিল সেটা আমি বলছি আদিবাসীরা যারা এসেছিল তারা দুই
    200 300 বছর আগে এ দেশে এসেছিল এবং সেখানে পাহাড়ে চাষবাস করে করে জীবনযাপন করছিল তারা যে চাষবাস করেছে সেজন্য তো তাদের জমি হয়ে যায় না এটাতো রাষ্ট্রেরই থাকে যেরকম রোহিঙ্গারা উইকিয়া ক্যাম্পগুলোতে আছে তারা যদি 200 বছর পরে নিজেদেরকে আদিবাসী দাবি করে তাহলে কি আপনারা আদিবাসী আদিবাসী অধিকার দিবেন শুধু পাহাড়িদের বই পড়ে কোন কিছু চার্জ করবেন না বাঙ্গালীদের ও কিছু বই পড়ুন তাহলেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন

    • @HeheuuNshshsh
      @HeheuuNshshsh 11 часов назад

      ধন্যবাদ ভাই আপনি বলার জন্য এই লোকটা এক পক্ষ নিয়ে কথা বলে

    • @MongChak-i9q
      @MongChak-i9q Час назад

      আপনি কবে আসছে একটু বলবে?

    • @HeheuuNshshsh
      @HeheuuNshshsh 26 минут назад

      আমার দাদা তার বাবার আমল থেকে এখানে। আমিতো এই জেনারেশন এর।

    • @MongChak-i9q
      @MongChak-i9q 9 минут назад

      @@HeheuuNshshsh সবাইকে প্রশ্ন করা হলে একই রকম উত্তর দিবে।কিন্তু ভারত উপমহাদেশে সর্ব প্রথমে বৌদ্ধ ধর্ম লোকেরা শাসন করত তারপর হিন্দু,তারপর বৃটিশরা তারপর ছোট ছোট করে দেশ ভাগ হয়ে যায়,,আর একটা কথা মুসলিম আলাদা বাঙালি আলাদা,,

  • @Munirchakma2Munirchakma2
    @Munirchakma2Munirchakma2 22 часа назад

    Are vai amar jaiga silo noyakali......amar jaiga keno ora nilo😡

  • @zamilissiam6104
    @zamilissiam6104 4 часа назад

    আপনি ভুল তথ্য দেন কেনো সকল তথ্য ছবিতে দেখান aborigines অর্থ অস্ট্রেলিও আদীবাসি আর এটার মূল অর্থ যারা একটা স্থানে অনেক দিন যাবত আছে earliest time আর বাংলাদেশের আইনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলা হয়ছে আদীবাসী কোথাই বলা আছে আর বাংলাদেশের ভূখণ্ডে আদীবাসি বাঙালিরা ভূল তথ্য না দিয়ে সঠিল তথ্য দিন

  • @what_is_it_47
    @what_is_it_47 23 часа назад

    gol choshma manay na :v
    switch to more rectangular shapes

  • @TarumBon
    @TarumBon 10 часов назад

    Bostunisto alochona

  • @SulaimanHossen-gk4iu
    @SulaimanHossen-gk4iu День назад +4

    আপনি তো দেখতেছি রীতিমতো পাহাড়িদের পক্ষ নিয়ে বিভিন্ন ভিডিও বানান কিন্তু বানান ঠিক আছে তবে আপনার কিছু অযৌক্তিক কথাগুলো দেশদ্রোহী হিসেবে পরিগনিত হয়। আর পাহাড়িদের ৮ দফার দাবির মধ্যে বেশির ভাগ দাবিই অগ্রহনযৌগ্য দেশদ্রোহীতার সামিল।

    • @bitanckz4769
      @bitanckz4769 22 часа назад

      Torato toder motoi adibasider niye kela suru korsos kukurer bascha hedam takle public der upor julum na kore juddo korte ai

    • @HeheuuNshshsh
      @HeheuuNshshsh 11 часов назад +1

      আপনার সাথে আমি এক মত

  • @utsa3035
    @utsa3035 День назад

    ❤❤❤❤

  • @Shrabanjoy
    @Shrabanjoy 23 часа назад

    ❤❤❤