Bakkhali Travel | West Bengal | VLOG - 3
HTML-код
- Опубликовано: 21 ноя 2024
- বকখালি ভ্রমণ
বকখালি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলায় অবস্থিত একটি সুন্দর সমুদ্র সৈকত। কলকাতা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি পর্যটকদের জন্য এক মনোমুগ্ধকর গন্তব্য। বকখালির অন্যতম আকর্ষণ হল এর দীর্ঘ ও প্রশস্ত সৈকত, যেখানে ঢেউয়ের সুরে মিশে যায় সমুদ্রের শীতল হাওয়া।
বকখালিতে পৌঁছানোর জন্য, প্রথমে কলকাতা থেকে নামখানা পর্যন্ত ট্রেন বা বাসে আসতে হবে। নামখানা থেকে লঞ্চে কুকড়াহাটি পৌঁছে, সেখান থেকে বাস বা টোটোতে সহজেই বকখালি পৌঁছানো যায়।
বকখালিতে থাকাকালীন, হেনরি দ্বীপে যেতে ভুলবেন না। এই দ্বীপটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং এখানে ম্যানগ্রোভ বন দেখা যায়। এছাড়া, সমুদ্র সৈকতে সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখতে পর্যটকদের ভিড় লেগে থাকে। স্থানীয় মাছের স্বাদও একবার চেখে দেখা উচিত।
বকখালির হোটেল ও রিসর্টগুলি বেশ আরামদায়ক এবং সাশ্রয়ী মূল্যের। শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বকখালি একটি আদর্শ স্থান। সপ্তাহান্তের ছুটিতে বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান।
#bakkhali #bakkhalitour #bakkhalihotel #bakkhaliseabeach #sea #seafood #banglavlogchannel #banglavlog #travelvlog #travel #travelling #westbengal #tourism #westbengalvlogger
খুব ভালো লাগলো।
পরবর্তী ব্লগে কাছাকাছি নতুন জায়গা দেখতে চাই
ভালো হয়েছে। আরো নতুন ভিডিও দেখতে চাই।
Nice information
khub valo hoyache
খুব ভালো লাগলো।
Dada good going...
I think this is going to be the best blog of bakkhali on youtube
Jiooo guru ❤❤
Good ❤️❤️
দারুণ