নিজের জীবনের মায়া ত্যাগ করে সিলেটবাসীর পাশে থাকার প্রতিদান আলহামদুলিল্লাহ।
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- #supporthumanity #swapna#amrawmanush
আমার ফেসবুক : www.facebook.c...
ফেসবুক পেজ : / swapna212132
আমাদের গ্রুপ: www.facebook.c...
#SupportHumanity
Do something for humans as much as possible
#আমরাও_মানুষSwapnaKhatun
Amraw Manush Encourages Everyone to do Humanitarian Work by Standing For Helpless people.
অপমান করতে যোগ্যতা লাগেনা,কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে।
চমৎকার বলেছেন ভাই (অপমান করতে যোগ্যতা লাগে না কিন্তু সম্মান করতে শিক্ষা লাগে) 👌
আপু আমি সিলেটি আর সকল সিলেট বাসির পক্ষতেকে কমা চাইতেছি
Right
রাইট
ভাই বলতে গেলে সিলেটের মানুষের কাছে বিবেক বিচার বলতে কিচ্ছু নেই
সবাই তো আর মানুষ না,কিছু মানুষ তো অমানুষ থাকে , তুমি আল্লাহ কে খুশি করার জন্য গিয়েছো,এটাই বড় কথা, ধন্যবাদ তোমাকে
মামনি তুমি যত ভালো কাজই করনা কেন সবার মন পাবেনা তাই অনুরোধ তুমি মন খারাপ করোনা মহান আল্লাহ পাক তোমার সহায় হবেন তোমার জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা রইল মহান আল্লাহ পাক তোমাদের সবাইকে হেফাজত করুন ভালো থেকো সুস্থ থেকো আমিন।
Shyleti ra onek soithan hoi Bangladeshi ra oder help korleow ora amader gali dei
যাযাকাল্লাহ খয়রান।
মন খারাপ করবেন না বোন,আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য কাজ চালিয়ে যান।আল্লাহ উত্তম প্রতিদান করুক-আমীন।
তুমি জান্নাত চেওনা
বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর
যেন জান্নাত তোমাকে চায়।
-[হযরত আলী (রাঃ)
Love you jan kamun as sylhet
আমিও মানবিক কাজ করতেছি সবাই সাপোর্ট করুন
❤
আপনার মতো মানুষ কে আল্লাহ যেন যুগ যুগ ধরে বাচিয়ে রাখেন,এর থেকে বেশি বলার ভাষা পেলাম না,চোখে পানি চলে এসেছে।আমি ভারত থেকে।
এই প্রথম বার সিলেটি হওয়ার জন্য লজ্জা বোধ করছি, কষ্ট নিয়েন না আপু,পুরো সিলেটের পক্ষ থেকে we love u
হা ভাই আমরা ক্ষমা প্রার্থী
আপু আমার বাসা কুলাউড়ায় আমি আপনার সব বিডিয় দেকি আজকে একটা সিলেটের বিডিয় দেখলাম ছেলেটা আপনার সাতে খারাফ বেবহার করেছে বিয়াদব আমি কাছেপেলে জুতাপিটা করতাম
আপু কেমন আছেন জানাবেন
Me too
Ei beta maimol asil ellagi...ela behaviour dekaise......toxic personality....balo manus Allah de toxic kunu din korenna era pagol
...oi gula hafl mantel o bolte paren soo pagol er Jonny sylhet basi k kew karap babiyenna thx u
সু শিক্ষার অভাব,,,ভালো কাজ করতে গেলে দুষ্ট মানুষের বাধা আসবেই।।।আপনি এগিয়ে জান আপনার প্রতি ভাল মানুষের দোয়া আছে।
স্বপ্না আপু তুমি আমাদের যশোরের গর্ব। একটা মেয়ে হয়ে তুমি যে ভাবে মানুষের সেবা করেছ তা সত্যিই দোয়া পাবার যোগ্য।
জানোয়ার আর ইনসান এর মধ্যে এটাই হচ্ছে তফাৎ আমার দুয়া করি আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে আনন্দে রাখুন আমিন।
আপু আমি সিলেট বাসীর কান্নাহাসির অংশীদার হতে সুদূর যশোর থেকে ছুটে এসে যে মানবিকতা দেখিয়ে দিয়েছেন এজন্য শুধু ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনা।সাথে দোয়া করি আল্লাহ আপনার এ-ই মানবিক কাজগুলোকে কবুল করুন।
আমিন 🤲🤲
আমিন
আপু আপনারা কথা গুলো অনেক সুন্দর লাগে আর আপনার মনটা আললাহ পাক অনেক বড় বানিয়েছেন, দোয়া করি আললাহ যেন সব সময় এভাবে ই অসহায় গরিব মানুষের পাশে থাকার তৌফিক দান করুন আমিন আমিন সুমমামিন।।
আমি একজন সিলেটের বাসিন্দা হয়ে আপনার জন্য অনেক অনেক ভালবাসা ও দোয়া রইল, আর কিছু লোকের এসব অনবৃপ্রেত দূর্ঘটানার জন্য দুঃখ প্রকাশ করছি।
আমি ইন্ডিয়া থেকে দেখছি সপ্না আপি আপনি এগিয়ে যান আমাদের দুয়া আল্লাহর রহমত আপনাদের সাথে আছে । আপনি এগিয়ে যান ভালো থাকবেন নিজের একটু খেয়াল রাখবেন ।আপি
আপু আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকেই আপনার ভিডিও টি দেখেছি,আপনার প্রতি ঐ ছেলেটি যে আচরণ করল তা অত্যন্ত দুঃখজনক। যখন ওটকে ছুড়ে মারছিল আমার কান্না চলে এসেছিল। আমার পরিবারের সবাই কে দেখালাম,তারাও একই অবস্থা।আশা করব আল্লাহর রহমত অনরগল বর্ষিত হোক আপনার উপর ।
এই পথম বার সিলেটি হওয়ার জন্য দুঃখ বোধ করছি আপু we are human কে thank you সিলেট বাসির জন্য কাজ করছেন এতো লাঞ্ছিত হওয়ার পর ও আপুু আসলে আপনজন জতো কষ্ট দেকনা কেন তা কষ্ট মনে হয়না। Apu Thank you so much 💞💞💞
খুবই দুঃখজনক কষ্টের প্রতিদান।
একে আইনের আওতায় আনা হোক।
মানুষ যে এত অমানুষ হতে পারে তা এটা না দেখলে বুঝতে পারতাম না আপু মনে কষ্ট নিবেন না আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিবেন মনের অন্তর অন্তর স্থল থেকে দোয়া রইল
তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর যেন জান্নাত তোমাকে চায়।
-হযরত আলী (রহঃ)
ধন্যবাদ
আসসালা মুআলাইকুম আহারে আপু মনে কষ্ট নিবেননা। সব মানুষতো একরকম হয়না। দুনিয়ায় ভাল মানুষ খারাপ মানুষ মিলিয়েই আছে। আপু আপনার মা বাবাকে ফ্যামিলির সবাইকে মহান আল্লাহ পাক সুচত রাখুক ভাল রাখুক হেফাজতে রাখুক আমিন আমিন 🤲🤲
বোন আমি আছরের নামাজ পড়ে এসে আপনার ভিডিওটি দেখলাম, খুব কান্না পেয়েছ আমার,আর যত ভালো কাজই করেননা কেন সবার মন পাবেনা তাই অনুরোধ আপনি মন খারাপ না করে আপনার কাজ চালিয়ে যান,মহান আল্লাহ পাক আপনার সহায় হবেন আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালবাসা রইল মহান আল্লাহ পাক আপনাদের সবাইকে হেফাজত করে ভালো এবং সুস্থ রাখবেন ইনশা-আল্লাহ।
আপু যারাই মানবতার জন্য কাজ করেছে তারা সবাই কোন না কোনভাবে লাঞ্চিত এবং নির্যাতিত হয়েছে কিন্তু দিনশেষে মানবতারই জয় হয়েছে ❤️❤️❤️ সমাজে ইতর আছে বলেই ভালো মানুষকে আমরা কদর করি। আপনার ভিডিওর টাইটেলের লেখাটা আমার অনেক ভালো লাগছে ❤️❤️❤️ আল্লাহ আপনাকে আরো ভালো কাজ করার তৌফিক দান করুক।
আপু কি বলে তোমাকে ধন্যবাদ দেবো জানিনা তুমি তোমার স্বপ্নটাকে বিক্রি করে দিতেছো আর একজনের স্বপ্ন পূরণ করার জন্য ধৈর্য ধরো আল্লাহ তায়ালা তোমাকে উওম প্রতিদান দিবেন আমিন 🤲
সেলুট বোন। সালাম যে আপনার মত হিরের টুকরোকে জন্ম দিয়েচেন। আপনাদের সবাইকে আল্লাহ জেন নেক হায়াত দান করেন
বোন আপনাকে অনেক অনেক ধন্যবাদ,
আপনি এত কষ্ট করে খাবার দিতেছেন,
আল্লাহ আপনার দানকে কবুল করোক,
আর কিছু খারাপ লোকের কথা বা আচরোনে কষ্ট পেলে মনে কষ্ট নিবেন না । আমি সময় পেলে আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে,,,,(সিলেটি,প্রবাসী)
আপু আপনি একজন মহত মানুষ ,আপনাকে আল্লাহ অনেক দর্য দিয়েছেন আপনার যায়গা অন্য কোন মানুষ হলে বিষয়টি অনেক খারাপ হত। আমি আপনার সর্বাত্মক মংগল কামনা করছি। আল্লাহ তা লা যেন আমাদের সবাই কে বুঝা র তৌফিকদান করেন আমিন।
জীবনে ভালো কাজ করতে গেলে বাধা আসি তবে সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে আর যাকে আল্লাহ কবুল করে তাকে আল্লাহ পরীক্ষাতে ফালায় বাধা না আসলে কি করে বুঝবেন কবুল করে নিয়েছে দোয়া করি আপনি ইনশাআল্লাহ এগিয়ে যান আপনার সাথে আমাদের দোয়া আছে
Atai hocche shyleti der ashol rup. Onek soithan hoi shyleti ra oder help na korai vhalo
Mere se jitna ho sake main utna hi Bangladesh ko support kar raha hun di di I Love you Bangladesh India ❤️❤️❤️
এই লোকটার ব্যাবহার দেখে মনে হচ্ছে সারাজীবন পানিতে বন্দি থাকাই উচিত
আমি একজন সিলেটী আপু আমি আপনার ভিডিও আগে কখনো দেখিনি আজ দশ পনেরো দিন থেকে দেখতেছি আপু এ ঘটনায় জন্য সিলেটের পক্ষ থেকে ছরি আপু
আপু কিছু মনে করবেন না,, জীবনের ভাল কিছু করতে গেলে এমন পরিস্থিতিতে পড়তে হয় মন খারাপ না করে এগিয়ে যান পাশে আছি থাকবো ❣️❣️❣️
বিষয়টা খুবই দুঃখ জনক, আপু ভাল কাজ করতে গেলে, কিছু কিছু জায়গায় অসম্মান ও হতে হয় মন খারাপ করিয়েন না, মহান আল্লাহ আপনার সম্মান আরও বাড়িয়ে দিবে।
আল্লাহর কসম আমার চোখে পানি চলে আসছে আমি দুইটা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি এক ফেরিওয়ালা ফিরোজ ভাই দুই আমাদের সপ্না আপু ভালোবাসা রইল তুমাদে জন্য আপু তোমার ধৈর্য দেখে আমার চোখে পানি চলে আসছে শুনতেছিলাম আর চোখের কোনা দিয়ে পানি চলে আসছে হে আল্লাহ আপনি এর উত্তম ফায়সালা করে দিয়েন যে ফায়সালা তার আখেরাতে ওই কঠিন মুহূর্তে তার কাজে লাগবে আর হ্যাঁ আপু তোমার বাইকটার কথা যখন শুনলাম তুমি বিক্রি করে দিবে শুধু এই কিছু কিছু মানুষ নামক অমানুষদের জন্য কি যে ধাক্কা লাগছে ভিতরে যার ভাষা আমার বলে বোঝানোর মত নয় হে আল্লাহ তুমি আমাকে শহ সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন আমিন 🤲
আপু কমেন্টটা দেখলে প্লিজ রিপ্লাই দিবেন যা মন চায় তা আমার জন্য দোয়া করবেন আর আমিও চাই এই লাইনে চলতে এবং শুরু করেছি ।।।
আপু আপনাকে ধন্যবাদ জানাই কারন বিপদে মানুষের পাশে থাকার জন্য ধন্যবাদ
আপু আপনি মনে কষ্ট নিয়েন না আসলেই উনার ব্যাবহার টা অনেক খারাপ হয়ছে
😭😭😭
আপনার কথা গুলো শুনে চোখে পানি চলে আসছে 😭😭😭
ভালোবাসা অবিরাম আপু আপনার জন্য আল্লাহ যেন সারাটা জীবন আপনাকে সুখে রাখেন
🤲🤲
খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল! আসলেই মানুষ গুলোর মধ্যে মানবিকতা জিনিস টা হারিয়ে গেছে! ধন্যবাদ আপু আপনার মানবিকতার জন্য।আল্লাহ আপনার মনের নেক ইচ্ছা গুলো পুরন করবেন ইনশা আল্লাহ।
আসসালামু আলাইকুম ।
- ভালো থাকার সূত্র.!😊
- ধৈর্য + অপেক্ষা + আল্লাহর প্রতি ভরসা.!❤🌸
ধন্যবাদ আপু।কি করবেন ভালো মন্দ মিলিয়ে আমরা মানুষ। দোয়া করি আপনার জন্য আপনি এগিয়ে যান। শুভকামনা রইল আপু ।
আপু মনে কষ্ট নিয়েন না,
love from Mirpur ☺️🤍
এমন হলে ২/১ টা অমানুষের জন্য হাজারো অভাবী মারা যাবে..!!
আপনার মানবতা দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি,,,জানি না কি বলবো,,,আল্লাহ সর্বদা আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ,,,,
বড়ই দুঃখজনক ঘটনা, যা আমাদের জন্য সত্যিই লজ্জাজনক।
অজ পাড়া গায়ের কিছু অশিক্ষিত লোকের ব্যবহারের জন্য মন খারাপ করবেন না বোন।
আর সুনামগন্জ দিয়ে আপনি সিলেটের মানুষের বিবেচনা করবেন না বোন।
দুঃখজনক ভাবে কিছু মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করলেও
বেশিরভাগ লোকের হৃদয়ে আপনি স্থান করে নিতে পেরেছেন এইটাই বড় কথা,
সিলেটে বন্যার আগে আমিও আপনাকে চিনতাম না ,
অসহায় বানবাসি মানুষের পাশে দাঁড়ানো বোনটির জন্য
ইতালি থেকে জন্য দোয়া রইল,আরো এগিয়ে যান।
পুরো সিলেট বাসি বাংলাদেশের মানুষের কাছে সারা জিবন কিতর্গ্য থাকতে হবে, কারন এবারের বন্যায় সিলেটর পাসে যা সহযোগিতা করেছ রেকর্ড হয়ে থাকবে বাংলার ইতিহাসে, ইউটিউবাররা, ছোচালমিডয়া, আমারা ওনাদের জন্য দোয়া করবো,
সপনা মামনি আমি সিলেট বাসীর পক্ষ থেকে বলছি আপনি ওকে ক্ষমা করে দিন। সিলেট বাসী লজ্জিত ও দুঃখিত। সবাই মাুনষ কিন্তু সবার মাঝে মনুষ্যত্ব নেই এই লোক টা তার উদাহরণ আমি অদম কাতার প্রবাসী্্্্্্্
আসলে আমি সিলেট বাসির অনেক ব্যবহার দেখছি, আসলেই এরা স্বার্থপর, আর না হলে এরা নৌকা ভাড়া, পণ্যের দাম, তারপর আবার যারা ত্রাণ বিতরণ করতে যাওয়া মানুষের সাথে খারাপ আচরণ , সব মিলিয়ে, এক কথায় এরা স্বার্থপর।
মানুষটার ব্যবহার মনে কস্ট পেলাম
সপ্না আপুকে অনেক ধন্যবাদ
মহান আল্লাহ আপনাকে সহি সালামতে রাখুক🤲🤲🤲
স্বপ্না আপু আপনাকে অনেক ধৈর্য্য দিয়েছে আল্লাহ
অতিরিক্ত ভালো মানুষ আবার বেশি ভালো না।
কারন বেশি ভালো মানুষের কারনে খারাপ মানুষের জন্ম হয়।
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক মানষিক মানবিক দুরত্ব বজায় রাখুন নিজে সুস্থ থাকুন অন্য কে সুস্থ রাখুন ধন্যবাদ
আপু ভালো কাজ করতে গেলে বাধা আসবেই। সব কিছু পিছনে রেখে এগিয়ে যেতে হবে।। দোয়া রইলো আপনার প্রতি
অমানুষের বাচ্চা এমনই এয়
খ্যাতি অর্জন করতে যত কষ্ট ,তার চেয়ে বেশি কষ্ট এটিকে ধরে রাখা।
ان الله مع الصابرين.
"অবশ্যই আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের সঙ্গে আছেন।"
আপনার জন্য অন্তর থেকে দোয়া রইল।
.... from India.
ধন্যবাদ স্বপ্না আপু আমি তোমার ভিডিও সব সময় দেখি
আপু আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক বিপদ-আপদ থেকে রক্ষা করুক
আপু আপনার জন্য দোয়া করি আল্লাহ তালাহ যেন আপনার অনেক হায়েত দান করেন আমীন জাযাকাল্লাহ আপু সব সময়ই ভাল থাকবেন দোয়ার দরখাস্ত
আপু তোমার জন্য অনেক কষ্ট লাগলো আল্লাহ ওদের কে হেদায়েত দান করুন আমিন।
বহুদূর যেতে হবে ।। তুমি ভয় পেয়ো না তুমি থেমে যেও না ।।
কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায় ।।আর কতটা অপচয়ের পরে তবে মানুষ চেনা যায়......
স্বপ্না আপু এরকম মানুষ আবেগে করে থাকে আসলে মানুষ বুঝবে এমন কিছু করত না তারপরও আপনি আপনার কাজ চালিয়ে যান মনে কিচু বুজে নিয়েন না দুঃখ নিয়েন না ভালো কাজের কিছু বাধাগ্রস্ত করা হয় মানুষকে কিছু লোভী মানুষ
আপু ওই মানুষটার ব্যবহার দেখে দুঃখ পাইয়েন না, জানি হৃদয় টা কেঁদে উঠছিল😥
(আমরা সবাই পাশে আছি😍😍)
আপু তুমি মন খারাপ কোরো না ভিডিও টা দেখে আমার ও অনেক খারাপ লাগছে আল্লাহ এর বিচার করবে। কিছু কিছু অমানুষের জন্য দেশের আজ এ অবস্থা।
যারা ধৈর্য ধরতে পারে না, তাদের এর চাইতে আরো ভয়ংকর পরিস্থিতিতে পরা উচিৎ, আপনি মনে কষ্ট নিয়েন না,আপনার জন্য দোয়া ও ভালবাসা রইল 🥀🥀🥀🥀🥀
আসসালামু আলাইকুম আপু তোমার এই ভিডিওটি দেখে আমিও মনের থেকে কষ্ট পেয়েছি তবে একটা কথা মনে রাখবা ধান থাকলে চিটা থাকে এই পৃথিবীতে সবার ভিতরে ভালোবাসা মমতা থাকেনা কিছু কিছু মানুষ, মানুষ হয়েও জানোয়ারের মত পশুর মত আচরণ করে। আর দুনিয়ায় চলার পথে এরকম দুর্ঘটনা এবং আচরণ মানুষের মধ্যে মিলে যাবে। তুমি যদি সত্যি মনের মানুষ হয়ে থাকো মানুষের পাশে থাকতে চাও তাহলে এ কথা তোমার ভুলে যেতে হবে কারণ তুমি মানুষের কাছ থেকে শুধু আঘাতই পাওনা মানুষের কাছ থেকে আঘাতের থেকে বেশি ভালোবাসা পাও। এতেও কি তুমি খুশি নও? হয়তোবা দু-চারটি মানুষ তোমাকে আঘাত দিতে পারে। তবে তোমার পাশে আছে লাখো মানুষ তোমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তোমাকে দোয়া করার জন্য আছে লাখো মানুষ।
যে যাই বলুক, যে যাই ব্যাবহার করুক না কেন সপ্না তুমি তোমার কাজ করেই যাবে।
আল্লাহ তোমার সহায় হোন।
যশোর আমাদের এলাকা। তাই আমাদের এলাকার মেয়েটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এই বিপদের সময় ওনার এমন আচারণে খুবই মর্মাহত হলাম
ভালোবাসার আরেক নাম সপ্না ❤️❤️❤️❤️❤️❤️❤️
❤জানিনা আজো আমরা মানুষ হতে পারছি কিনা জারা মানুষের মনে কষ্ট দেয় তাদের কে মানুষ বলে কিনা দোয়া করি ঐ মানুষ গোলো ভালো থাকুক❤❤❤❤তাদের জন্য ভালো বাসা রইল❤❤❤❤
আপু তুৃমি তোমার দায়িত্ব পালন করে যাও একজনের জন্য অন্য অসহায় মানুষ গুলো যেনো কষ্ট না পায়। আর আজ যারা তোমার সাথে বেয়াদবি করেছে এদের বিচার আল্লাহ করবে।
আপু মন খারাপ করার দরকার নেই ভালো কাজ করতে গেলে বর্তমান সময়ে অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে ধন্যবাদ আপনাদের কে
😢😢😢😢😢অমানুষ হইলে যা হয় মা বাবা ভালো শিক্ষা দিতে পারে নাই
আপনার মত মানুষ জীবনে হাজার টা আসে না আমার প্রিয় বোন আল্লাহ আপনার ভালো করুক
হাজারো ভালো মানুষের মধ্যে খারাপ লোক থাকবেই।ইনশাআল্লাহ আপু আপনি এগিয়ে যান আমরা আপনাকে সাপোট করবো।
aponer namber ta den
কার নাম্বার
Apnar bike besben. Koto hole besben ta bollenna. Apni ektu bolen
Bike bikri kore koi taka paben ja te manush ke shahajjo korben
Apne amake ektu Tara tari janan
আপু আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনি অনেক বড় মাপের মানুষ আল্লাহ আপনাকে সাহায্য করুক মানুষের সেবা করার জন্য
আপু আজ তোমার সাথে যে ঘটনা টা ঘটলো তার জন্য আমি চোখে পানি রাখতে পারতেছি না। কি বলব আমি কিছু বলতে পারতেছিনা। ভালো লাগতেছে না তোমার বাইকের কথা মনে করে। আপু দোয়া করি ভালো কিছু হবে তোমার দ্বারা। আল্লাহ তোমার মনের ইচ্ছা পুরণ করুক। অনেক অনেক মিস ইউ আপু ।
দোয়া ও ভালোবাসা রইলো আপনার জন্য মন খারাপ করবেন না সব মানুষের ব্যবহার একরকম হয় না তাই কষ্ট নিবেন না
ছেলেটিকে কঠিন বিচারের আওতায় আনা হোক।
এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কষ্ট নিয়েন না আপু, আপনি আমাদের সিলেটবাসীর জন্য যা করেছেন তা আমরা কখনো ভুলতে পারবো না। আর হে, এই অমানুষের বাচ্ছার কর্মের জন্য সত্যিই দূঃখিত। 😢😢
সপ্না আপু আপু, সিলেটের মানুষ আসলেই ভালো ২ ১ টা মানুষের জন্য পুরো জেলার বদনাম হয়,,,
এই হলো বাংলাদেশের মানুষের চরিত্র।
রাইট
বোন ধৈর্য ধরুন,,নিশ্চয় আল্লাহ আপনাকে উত্তম পুরষ্কার দিবেন,,আপনার জন্য দোয়া থাকলো,,
আল্লাহ যেনো আপনাকে নেক হাইয়াত দান করেন,,,, দোয়া রইলো অবিরাম আপনার জন্য 🥰🥰
বাকরুদ্ধ হয়ে গেলাম।
একটা মেয়ে মানুষ আপনজন প্রিয়জন ছেড়ে রাত দিন কাজ করে যাচ্ছে বানভাসি মানুষের জন্য অথচ সেখানেও হেনস্তার শিকার।
আল্লাহ রহম করুন বোন আপনার উপর।
আপু তুমি মন খারাপ করোনা। তুমি মানুষ ছোট, কিন্তু তোমার মনটা অনেক বড়। তোমার জন্য দোয়া ও শুভকামনা আপু।
সপ্নাআপু আপনি সব সময় মানব সেবায় নিওজিত কাজকরেন ধন্যবাদ আপু বাইকটার দামকত চাচ্ছেন
রাজনীতি ছাড়াও সমাজ সেবা করা যায় তার বর্তমান উদাহরণ হলো Free Motion ফিরোজ ভাই ❤️❤️
শুধু ফিরোজ ভাই তাই না? আর এনরা কি তামাশা করছে?
এই অমানুষ গুলিকে আল্লাহ্ হেদায়াত দান করুক অনেক কষ্ট পাইলাম সপ্না আপুর উপর আক্রমণটা দেকে
Apu apni agia jan amda asi apnar pasha. Love you apu from India 🇮🇳
বোন তুমি সিলেটের জন্য অনেক করেছ যে তোমাকে লাঞ্চিত করেছে এমন দুঃখ করিওনা এমন ইতর শ্রেনীর প্রানী সর্বত্র বিরাজমান ৷ দোয়া করি আল্লাহ তোমার দান কবুল করুন ৷
As a man of Hobigonj district I bow down my head before you for your kindness. Please forgive that rough man.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সত্যি কথা বলতে কি আপু আপনি আসলে ভালো মনের মানুষ আল্লাহপাক আপনাকে হেফাজত করুক সমস্ত কাজের সহযোগিতা আল্লাহর তরফ থেকে যেন হয় আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুক আমিন
2:153
হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।*
আসসালাম আলাইকুম। আমি ইন্ডিয়ান। আর আপু আমি আপনার ভিডিও গুলি দেখে অনুপ্রাণিত হয়ে আমিও আপনার মতো একজন youtuber অবশ্যই আজকের ভিডিও টি দেখে মনে বহুত খারাব লাগলো। আপু আপনি মনে কষ্ট নিয়েন না। হয়তো ঐ ছেলেটা একদিন অনুতপ্ত হয়ে আপনার কাছে ক্ষমা খুঁজবে। আর দুআ করি আল্লাহ সবাইকে সকল জামেলা থেকে হিফাজত করুক। আমিন 🤲
Sister shopna you are the first bangladeshi female charity distributor reaching out to the sylhet cyclone crisis we salute you for your hard work👏
May Allah give hidayat to this brother. You will come across alot of aggressive people everyhere. You stayed calm and Allah will reward you for your patience if we refer to our prophet Yunus alaihis sallam he was sent to the people of Naynawa (Nineveh) in Mosul Northern Iraq. The people were disobedient did not believe in his message of Tawheed. Allah tests all his beloving slaves and give his toughest battles to his strongest soldier 💪 ❤️ your charitable work is to to please Allah 🙏 and I pray Allah accepts your good deeds and give you good health and barakah in your wealth Ameen.
আপু আপনার জন্য অনেক দোয়া রইল ইনশাআল্লাহ আপনি আমাদের সিলেটের জন্য অনেক কিছু করছেন কিছু মানুষ আছে না বুজে এমন আচরন করে আমি সিলেট বাসির পক্ষে আপনার কাছে সরি
প্রবাস জীবনে যতজন সিলেটের মানুষ দেখেছি ১০০-৮৫ % জন মানুষের শরীরের পশম এর গোড়ায় গোড়ায় হিংসা এবং অহংকার এই বন্যা দুর্ভোগ তাদের নিজে হাতের কামাই আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে তাদের জন্য গজব তবুও বলব আল্লাহ্ যেন সবাইকে হেফাজত করেন আমীন 🤲🤲🙏
সিলেটের মানুষ তরে গুয়া মারা দিছে না কি।
হ্যাঁ ! আমিও পেয়েছি এমন অনেক সিলেটের মানুষকে।
সিলেট মানি মুরখ এদের ভিতরে হিংসা বেশি
আপু এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
মন তেকে দোয়া ও শুভ কামনা এব; ভালোবাসা রইল সব সময় আপু❤️❤️❤️❤️❤️❤️❤️
মানুষের উপকার করতে গেলেও যে এতো আপমান হতে হয়, তা জানা ছিলো না। মন খারাপ করবেন না। যতই ভালো করেন সবার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন না। এটাই বাস্তবতা । তাই আবারো বলি মন খারাপ করেননা। কারণ উপরে একজন আছে উনি সব দেখছেন। আর মরতে হবে সবাইকে একদিন ।। ভালো থাকবেন।🇮🇳 আস্ সালা্মওয়ালাইকুম্।
কথায় বলে উপকারে লাটির ঘোষা। মহিলা হয়ে যশোর থেকে সিলেটে আসা। বাণ বাসির জন্য এাণ বিতরণে।ছেলেটার ব্যাবহার দেখি ভাল লাগলো না। দুঃখ আসে কি আর করি। এাণ চালিয়ে যান। দোয়া রহিলো তোমার জন্য।
আপু এই কোতার জন্য আপনি মনে কষ্ট পেয়েন না দোয়া করি আপনার সরমান হাজার মানুষের মাথার উপর
আপু মনে দুঃখ নিবেন না ধৈর্য ধরেন ভিডিওটা দেখে মনটা খুব খারাপ লাগলো নবীজি বলেছেন যে ধৈর্য ধরে সে নাজাত পাই এটা হয়তো আপনার একটা পরীক্ষা ভালো কাজের বাদা আসবি এটাই স্বাভাবিক এ দেশের নিয়ম এরকম
সে ত মানুষ নয় জানোয়ার
ধন্যবাদ আপু সিলেট আসার জন্য দোয়া রইল তোমার জন্য।
আলহামদুলিল্লাহ
আপনার প্রতিদান মহান আল্লাহ পাক দিবেন।
আলহামদুলিল্লাহ
আপু আপনাকে তারা চিন্তে পারলো না।
পবিত্র মহান আল্লাহ আপনাদেরকে এবং আমাদের সবাইকে দুনিয়াতে এবং আখেরাতে নিরাপত্তা ও কল্যাণ দান করুন আমিন ছুম্মা আমিন।