কি বলব বলার ভাষা নাই, এতোদিন পর একটা ভালো নাটক দেখলাম। ১ মিনিটের জন্য স্কিপ করি নাই। কোনো অশ্লীল দৃশ্য বা ডায়লগ নাই, একটা নাটকে এতোগুলো টার্নিং পয়েন্ট থাকতে পারে আর সেগুলোর এতো মসৃণ মিলন। জাষ্ট ওয়াও। আমার মতো সবাই হয়তো মীর রাব্বীর ফ্যান হয়ে গেছে, তাঁর দুর্দান্ত অভিনয় ও ভয়েজ মাইন্ড ব্লোয়িং। ধন্যবাদ পরিচালকসহ সকলকে এমন একটা ভালো কাজ করার জন্য। ❤❤❤❤ফারহান, নিলয়, শামীম আহমেদ, কাজল আ: অমীদের মতো ফালতুদের দেখা উচিত নির্মাণ এবং অভিনয় কাকে বলে।
ইউটিউবের অনেক গার্বেজ নাটকের মধ্যে অনেক দিন পর অনেক সুন্দর একটা নাটক দেখলাম। মন ছুঁয়ে গেছে নাটক টা। তিনটি গল্প, তিনটি ঘটনা কীভাবে এক সূত্রে গাঁথা, ব্যাপারটা এত সুন্দর করে ফুটে উঠেছে। আর প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী তাদের সাবলীল অভিনয় ফুটিয়ে তুলেছে। সবাই মাহফুজ চরিত্রের এবং অভিনেতার প্রশংসা করেছেন , কিন্তু আমি বলবো, আমার কাছে সব চরিত্রের সব অভিনয়ই খুব ভালো লেগেছে। আমি কাউকে আলাদা করে বিশেষিত করব না, সবাইই বিশেষ ছিল আমার কাছে। এছাড়া নাটকের ফুটেজের মান, সাউন্ড কোয়ালিটি, সব একদম টপ নচ। নাটক দেখার সময় মনে হচ্ছিল যেন আমি একটা উপন্যাস পড়ছি এবং এটা তার ভিজুয়ালাইজেশন। পরিচালক, গল্পকার কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। আরো চাই এমন নাটক। (সত্যি বলতে আমি এতটাই অলস যে কখনো কোন নাটক দেখে কমেন্ট লিখার মত ধৈর্য্য আমার হয়নি। কিন্তু এই নাটক টা খুব ভালো লাগায় মনে হলো, ভালো জিনিশ প্রশংসার প্রাপ্য। সেই দায়িত্ত্ব বোধ থেকে লিখলাম। আশা করি ভবিষ্যতে এই নাটকের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কে আবার দেখব, এরকম কোন মন ছুঁয়ে যাওয়া নাটকে।)
মাহাফুজ চরিত্রের মানুষটার কথা বলার ধরণ অসাধারণ ছিলো...তাছাড়া প্রতিটি চরিত্রের অভিনয় খুব বাস্তব ছিলো....এক কথায় বহুদিন পর একখানা ভালো লাগার মতো নাটক দেখিলাম🥰
নাটকটি দেখে একবারও মনে হয়নি, এটি একটি নাটক। প্রতিটি ক্যারেক্টার তুলে ধরেছে বাস্তবতা। প্রতিটি কাহিনী এনে দিয়েছি বুক ভরা ভালোবাসা। মাহফুজ ভাইয়ের ক্যারেক্টার ছিল অসাধারণ। পুরো কাহিনীটি মন এবং হৃদয় ছুঁয়ে গেছে। ভালোবাসাকে আরো সুন্দর করে উপভোগ করিয়েছে।
সত্যি নাটকটির প্রেমে পড়ে গেছি... বর্তমান জেনারেশনে একই টাইপের নাটক দেখতে দেখতে বোরিং হয়ে গেছি, সেখান থেকে এক ভিন্নধর্মী সংলাপের নাটক...সত্যিই অসাধারণ ❤
মাহফুজ চরিত্রের গল্পটা ভীষণ মন ছুঁয়ে গেল। মনে হচ্ছিল এমনটা না হলেও পারতো। গল্পের ভিতর ডুবে ছিলাম কিছুক্ষণের জন্য। মাহফুজ আর নবনী চরিত্র দুটো খুব সুন্দর করে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। সত্যি আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানেরা প্রেমে পড়েছিলাম, অভাবের, কষ্টের ।
পরিচালক এর রুচি দেখে এত্তো ভালো লাগলো! বাংলাদেশের নাটক গুলা এখন সস্তা হয়ে গেছে যে সবাই ভাবে কিছু কথা লিখে স্ক্রিপ্ট লিখলেই সেটা নাটক হয়ে যায়। আসল নাটক এটাকে বলে। কি সুন্দর সুন্দর লাইন গুলো মন ছুয়ে গেলো। আর অভিনয় তো দারুণ! নতুন কিছু মুখ অনেক ভালো লাগলো💞
প্রেমের নাটক হলেও, তথাকথিত প্রেমের নাটক থেকে অনেকটাই আলাদা।❤ আর বিশেষ করে "ওসি মাহফুজ" চরিত্রটি খুবই অসাধারণ। তার কথা বলার ভঙ্গিমা, তার ডায়লগ, তার অভিনয়ের বাস্তবিকতা খুবই মুগ্ধ করেছে।❤
যে যেটার মর্ম বুঝে ,, সে সেটাই খুঁজে ,, অথচ বাংলাদেশের নাটক গুলো ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশে চলে না ,, কিছু টা ত্রিপুরা আসাম কোলকাতায় চলে ,, কিন্তু ইন্ডিয়ান সিরিয়াল পুরো দুনিয়ায় চলে ,, আর সব থেকে বেশি বাংলাদেশে চল ,, স্টার জলসা, জিটিভি, সোনি ,, যদি তারা হিন্দি বুঝতো ,, তাহলে আরো বেশি বাংলাদেশে চলত ,, ইন্ডিয়ান সব কিছু।।
পরিচালক কে অনেক অনেক শুভকামনা। এত সুন্দর করে বাস্তবতা আর নাটক মিলে মিশে একাকার করে তুলে ধরার জন্য। বিশ্রী নাটকের ভীড়ে আপনার মত সৃষ্টিশীল কে আরো এগিয়ে যাওয়া দেলহতে চাই। ভাল থাকবেন।
আমি সময় পেলেই প্রচুর বাংলাদেশের নাটক দেখি, এখনো পযর্ন্ত অনেক নাটক দেখেছি। তবে এখনো ওবদি আমার দেখা Best নাটক এটা। আর মাহফুজ ক্যারেক্টারটা আসলেই দুর্দান্ত ছিল। ওনার অভিনয় দেখে একবার মনে হয়নি এটা নাটক। এককথায় অসাধারণ ছিল।
প্রায় চার বছর পর আজ পুরো একটা নাটক দেখলাম তা ও এক সেকেন্ড না টানিয়ে। সব গুলো চরিত্রকে ই অসম্ভব ভালো লেগেছে। তবে মাহফুজ চরিত্রটি একদম মন ছুয়ে ফেলেছে। এরকম বাংলা নাটক তো বারবার দেখতে ইচ্ছে করে।
"কাউকে অপার সুখী করে অন্যকে অগাধ দুঃখ দেবে বলেই জীবন কঠিন ",,, এই নাটকের অসম্ভব সুন্দর কিছু সংলাপের মাঝে এই লাইনটা মন ছুঁয়ে গেছে। আমার দেখা সেরা নাটক.. লাভ ফ্রম ইন্ডিয়া ❤️🙏
বুকের বাঁ পাশের ভাঙ্গা পাঁজর জোড়া লাগুক একবারই, হাজারো পাঁজর ভাঙ্গা কঙ্কালসার মারিয়ে শুদ্ধ প্রেম আসুক একবারই, একাধিকের আধিক্ষতা থেকে মুক্ত হোক জীবন একবারই, অসংখ্য নষ্ট প্রেমে বিক্ষত না হোক হৃদয়, পুষ্পের মত শুদ্ধ প্রেম আসুক একবারই, শুধু তোমার হাত ধরেই জোড়া লাগুক ভাঙ্গা পাঁজর একবারই, ভাঙ্গা শব্দ অভিধান থেকে মুছে যাক তুমি আমি দুই মিলে এক হবো একবারই, শুধু একবারই তুমি আসো পুষ্পের মত শুদ্ধ প্রেম হয়ে , আসমান আর জমীনের মাঝে কিংবা জান্নাতের সুবিশাল তুবার ছায়া হয়ে একবারই তুমি আসো , তুবার পাতায় এলান হোক তুমি আর আমি এক হয়ে ছিলাম একবারই।
তিনটি গল্প ছয়টি চরিত্র মিলে একটি নাটক... যা অনেকদিন স্মৃতিতে থেকে যাবে... এত সুন্দর কাহিনী দিয়ে এই নাটক নির্মিত হয়েছে যা সত্যি অকল্পনীয় ❤ নির্মাতা সত্যি প্রশংসার দাবিদার 🥰 প্রত্যেক অভিনেতা অভিনেত্রী দারুণ কাজ করেছেন... 🙏
এককথায় অসাধারন। এই নাটকটা এত দিনে কোটির উপর ভিউ থাকার দরকার ছিল। আমার ধারনা, অভিনয় শিল্পীরা অন্যান্যদের মতো হয়তবা ততটা জনপ্রিয় না হওয়ার কারনে অনেকেই নাটকটি না দেখে এড়িয়ে গিয়েছে। পুলিশের ভূমিকায় মাহফুজ নামে যিনি ছিলেন, তার অভিনয়, বাচনভঙ্গী সত্যিই প্রশংসনীয়। নাটকের প্রতিটি চরিত্রে যারা অভিনয় করেছেন, প্রত্যেকের অভিনয় খুবই সুন্দর। সৌভাগ্যবান ব্যক্তিরাই তার মৃত্যুর বিষয়ে আগে থেকেই জানতে পারে, এই উক্তিটা ভালো লেগেছে। নাটকের মধ্যে শিক্ষনীয় কিছু বার্তা আছে। ধন্যবাদ পরিচালক সহ সংশ্লিষ্ট সকল'কে।
মাহফুজ ভাইয়ের অভিনয় দুর্দান্ত ছিল।ওনার ভয়েসটা মন ছুয়ে যাওয়ার মত। যতক্ষণ উনি রুলে ছিলেন ততক্ষন আমি আটকে ছিলাম।অন্য কারো কথা জানি না কিন্তু আমি ওনার কাছ থেকে শিখে নিয়েছি অনেক কিছু।ধন্যবাদ মাহফুজ ভাই।
মাহফুজ ক্যারেক্টারের প্রতিটি শব্দ যেমন জীবনকে বাস্তব উপমা প্রদান করেছেন।এত অশ্লীলতার মাঝে দীর্ঘদিন পর একটা সুন্দর রুচিবোধ ও মননশীলতার নাটক পেলাম।নাটকের মাঝে শিক্ষণীয় অনেক দিক রয়েছে।শুদ্ধ প্রেম জীবনে আসুক এক বারই😢
প্রচুর বাংলা নাটক রিলিজ হয় কি সব গোজা..মিল স্টোরি😶বিরক্তিকর । এই নাটকের স্টোরিটা বাংলা নাটক প্রেমীদের মনে দাগ কেঁটেছে💓। প্রেম--ক্রাইম..বাস্তবতা.....সব কিছু মিলে all time Blockbuster.
নাটকটি দেখে একবারও মনে হয়নি, এটি একটি নাটক। প্রতিটি ক্যারেক্টার তুলে ধরেছে বাস্তবতা। প্রতিটি কাহিনী এনে দিয়েছি বুক ভরা ভালোবাসা। মাহফুজ ক্যারেক্টার ছিল অসাধারণ। পুরো কাহিনীটি মন এবং হৃদয় ছুঁয়ে গেছে। ভালোবাসাকে আরো সুন্দর করে উপভোগ করার মতো ❤
এত ভালো নাটক হয়!!!!!! অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল নাটকটিতে। এত সুন্দর ভাষা ও ভঙ্গিমা। মুগ্ধ করেছে আমাকে। "" ভয়"" আমাদের অনেক সুখ বা আনন্দ থেকে বঞ্চিত করে ----মন কেড়েছিল কথাটি। অনেক ধন্যবাদ পরিচালকবৃন্দদের।,🙏
গভীর রাত এ নাটক টা যখন দেখে শেষ করলাম মনে হলো এমন কিছু নাটক এখনও আছে বলেই জীবন এত সুন্দর। বেঁচে থাকার ইচ্ছে বাড়িয়ে দেয় এমন শুদ্ধ ভালবাসা ❤। অসাধারণ সুন্দর হৃদয় ছুঁয়ে গেছে বুক পকেটের গল্প । ধন্যবাদ।
@@JakirAlom-s1zI have watched it. In that Pakistani drama a few of the scenes were to unrealistic which has made me irritated!!! The slap Moontasir got for breaking his promise to her( his wife Mirab) 🤣over a lame reason.
1মাস আগে এই নাটকটা যেদিন রিলিজ হয় সেদিনই ১৩ মিনিট প্লে করে আর দেখিনি কোন এক সামান্য ব্যস্ততায় আজ ফেসবুকে কাটআউট সিন দেখে আবার পুরো নাটক টা দেখলাম। কি বলবো জাস্ট অসাধারণ 🎉 এমন নাটক কোটির উপর ভিউ থাকা দরকার ছিল। পুলিশ এর অভিনয়টা Just Awesome And Voice টা ও দারুন।💥
জীবনে বহু নাটক দেখছি কিন্তু কোনো নাটক এর ব্যপারে কখন মন্তব্য করিনি তবে আজকে বলতেই হচ্ছে সত্যি অসাধারণ ছিলো, জীবনের সাথে পুরোটা না মিললেও আংশিক মিলে যাচ্ছিলো। প্রতিটি কেরেক্টারেই নিজেকে ফিল করছিলাম ❤
টু থাউজ্যান্ড সেঞ্চুরি এর যুগে বর্তমানে যে আজাইরা নাটক দেখতে পাই সে জায়গায় এতো ভালো এত সুন্দর একটা নাটক দেখবো ভাবি নাই,,সত্যিই অসাধারণ লেগেছে,,ভালবাসা সত্যিই সুন্দর। প্রথম প্রথম মাহফুজ ক্যারেক্টর টা বিরক্ত লাগলেও শেষ পর্যন্ত কিন্তু এই ক্যারেক্টর টার উপরেই প্রেমে পরে গেছি,,,রইলো কথা বাকিদের, ভাই রে কারো থেকে কেউ কম না,,এতো ভালো অভিনয় আর সুদর্শন মুখ একেক জনের যে মনটা সত্যিই ভরে গেল 😊
আমি সাধারণত কোনো নাটক এ কমেন্ট করি না কিন্তু আজকে এই নাটক আমার হৃদয় ছুয়ে গেছে❤️ ধন্যবাদ ks entertainment কে এমন একটি নাটক উপস্থাপন করার জন্য । সব শেষ এ একটাই কোথা বলব ।।। এটা আমার জীবনে দেখা সেরা নাটক 😊
মীর রাব্বি এখানে অনেক সাবলীল অভিনয় করেছেন। সত্যিই অসম্ভব ভালো লেগেছে উনার অভিনয়। পুরোটাই বাস্তব মনে হয়েছে। আমি খুব কমই দেখেছি এরকম অভিনেতা। এ বছরের সেরা নাটক এটা। অনেক দিন পর ভালো একটা নাটক দেখলাম। 🤍
কাউকে ভালোবাসতে এবং কারো মায়ায় পড়তে হাজার দিনের দরকার হয় না,,, এক দিন এ যথেষ্ট,,, একদিনের কাটনো সুন্দর মূহুর্তে টা সারাজীবন মনে থাকে,,,,,,সত্যি কারের ভালোবাসার সাথে নাটকটা মিলে গেলো,,, মনে হয়ছে বাস্তব জিবনের কাহিনি দেখছি,,,সত্যি অসাধারণ,,,,
হাফুজ চরিত্রের মানুষটার কথা বলার ধরণ অসাধারণ ছিলো...তাছাড়া প্রতিটি চরিত্রের অভিনয় খুব বাস্তব ছিলো....এক কথায় বহুদিন পর একখানা ভালো লাগার মতো নাটক দেখলাম
প্রত্যেকটা গল্পই মনে ধরার মতো তবে, "মাহফুজ-নবণী" চরিত্র দুটো আমায় নতুন করে শুদ্ধ প্রেম শিখিয়ে দিয়েছে।🙂🤍 জীবনে কখনো কাউকে ভালবাসতে হলে ঠিক মাহফুজের মতই একজন নবণী কে ভালবাসব।❤️ স্নিগ্ধতার ছোঁয়ায় - তাকে আমার বুক'পকেটে আগলে রাখবো।💝😊
পরিচালক যে গল্প টাকে কতো সুন্দর ভাবে তুলে ধরেছে।প্রতিটা চরিত্র কে সুন্দর এবং প্রানবন্ত বানিয়েছে। এতো সুন্দর নাটক।এক কথায় অসাধারণ। আর মাহফুজ চরিত্র যেন আমাদেরই জীবনে চলার রুপ।সব মিলিয়ে অসাধারণ একটি গল্প।
সর্বশেষ "পূর্ণমিলনে" কাজটি ছিলো মনোমুগ্ধকর। কিছু কাজ থাকে যেগুলার রেশ দর্শকমহলের অন্তরে দীর্ঘকাল থেকে যায়।মাঝখানে এতো এতো কাজের মধ্যে সস্তি খুজে পেলাম এই "বুক পকেটের গল্প" থেকে।প্রতিটি চরিত্র উপভোগ্য এবং বৈচিত্রময়ী। চরিত্রগুলো বিশুদ্ধতা জীবনের প্রতি উৎসাহ দ্বিগুন করে।একি সাথে 'মাহফুজ' চরিত্রের সংলাপ গুলো প্রশংসনীয়।সংলাপ গুলোর সজীবতা আমাদের জন্য অনুপ্রেরণা। ধন্যবাদ @জাহিদ প্রীতম ভাইয়া'কে।। ❤
জীবনে এই প্রথম কোন নাটক দেখে কমেন্ট করলাম,, নাটকটা রেটিং পয়েন্ট দশে দশ,, অপূর্ণতার এই যুগে পূর্ণতা দিয়ে ভরা একটা নাটক,, প্রথমে একটা অপূর্ণতা থাকলেও পরবর্তীতে নাটকটা জাস্ট অ্যামেজিং,, এক কথায় অসাধারণ লেগেছে হৃদয় জুড়ে যাওয়ার মত
মাহফুজ অসাধারন একটি ব্যাপার সব থেকে মন কেড়ে নিয়েছে নাটকের ভাষা সর্বক্ষণ মনে হয়েছে যেনো বই পড়ছি এক অন্য রকম মুগ্ধতা ছিলো ভাষায় সব মিলিয়ে অসম্ভব ভালো লাগার একটা গল্প❤❤
দেখুন জাহিদ প্রীতম এর " তিলোত্তমা " ruclips.net/video/wjW_IY5TZVI/видео.htmlsi=oUwQhsej4mvymDJ9
কি বলব বলার ভাষা নাই, এতোদিন পর একটা ভালো নাটক দেখলাম। ১ মিনিটের জন্য স্কিপ করি নাই। কোনো অশ্লীল দৃশ্য বা ডায়লগ নাই, একটা নাটকে এতোগুলো টার্নিং পয়েন্ট থাকতে পারে আর সেগুলোর এতো মসৃণ মিলন। জাষ্ট ওয়াও। আমার মতো সবাই হয়তো মীর রাব্বীর ফ্যান হয়ে গেছে, তাঁর দুর্দান্ত অভিনয় ও ভয়েজ মাইন্ড ব্লোয়িং। ধন্যবাদ পরিচালকসহ সকলকে এমন একটা ভালো কাজ করার জন্য। ❤❤❤❤ফারহান, নিলয়, শামীম আহমেদ, কাজল আ: অমীদের মতো ফালতুদের দেখা উচিত নির্মাণ এবং অভিনয় কাকে বলে।
Amio amar joyi ke hariyesi, aj se onno karo tilottoma😅
দারুণ একটা নাটক❤❤❤
তৈলে ভিজায়ে রাখার আমের আচার রেসিপি😅😅😮@@shyamchakrabarty3313
অসাধারণ নাটক
ইউটিউবের অনেক গার্বেজ নাটকের মধ্যে অনেক দিন পর অনেক সুন্দর একটা নাটক দেখলাম। মন ছুঁয়ে গেছে নাটক টা। তিনটি গল্প, তিনটি ঘটনা কীভাবে এক সূত্রে গাঁথা, ব্যাপারটা এত সুন্দর করে ফুটে উঠেছে। আর প্রত্যেকটা চরিত্র, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী তাদের সাবলীল অভিনয় ফুটিয়ে তুলেছে। সবাই মাহফুজ চরিত্রের এবং অভিনেতার প্রশংসা করেছেন , কিন্তু আমি বলবো, আমার কাছে সব চরিত্রের সব অভিনয়ই খুব ভালো লেগেছে। আমি কাউকে আলাদা করে বিশেষিত করব না, সবাইই বিশেষ ছিল আমার কাছে।
এছাড়া নাটকের ফুটেজের মান, সাউন্ড কোয়ালিটি, সব একদম টপ নচ।
নাটক দেখার সময় মনে হচ্ছিল যেন আমি একটা উপন্যাস পড়ছি এবং এটা তার ভিজুয়ালাইজেশন। পরিচালক, গল্পকার কে ধন্যবাদ এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য। আরো চাই এমন নাটক।
(সত্যি বলতে আমি এতটাই অলস যে কখনো কোন নাটক দেখে কমেন্ট লিখার মত ধৈর্য্য আমার হয়নি। কিন্তু এই নাটক টা খুব ভালো লাগায় মনে হলো, ভালো জিনিশ প্রশংসার প্রাপ্য। সেই দায়িত্ত্ব বোধ থেকে লিখলাম। আশা করি ভবিষ্যতে এই নাটকের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কে আবার দেখব, এরকম কোন মন ছুঁয়ে যাওয়া নাটকে।)
hmmm
মনে হচ্ছে শিক্ষিত মানুষের তৈরি নাটক দেখছি, আমরা তো এটাই চাই । এক কথায় পারফেক্ট। আপনাদের সবাইকে শুভকামনা ,ধন্যবাদ ।
নাটকটা যে বানিয়েছে তিনি একজন Electrical Engineering. আমার university এর বড় ভাই |
❤❤
director valo hole emon sundor kaj dekha jai brilliant jahid pritom vai tnx
এত শত নাটকের ভিড়ে খু্ব ই দারুন লাগছে আজকাল তো প্রায় সব নাটকেই সূক্ষ করে যৌনতা ঢুকিয়ে দেয়
দেখ আমার কী😂
মাহফুজ ক্যারেক্টারটা দুর্দান্ত ছিল, ওনার অভিনয় দেখে একবারও মনে হয়নি এটা নাটক, খুব বাস্তবতা ফুটিয়ে তুলেছেন, ওনার অভিনয় দেখে just প্রেমে পরে গেলাম ❤
Tik
Same too bro
❤
shohomot vai
বইয়ের নামটা কি?
নামটা কতই না সুন্দর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাহাফুজ চরিত্রের মানুষটার কথা বলার ধরণ অসাধারণ ছিলো...তাছাড়া প্রতিটি চরিত্রের অভিনয় খুব বাস্তব ছিলো....এক কথায় বহুদিন পর একখানা ভালো লাগার মতো নাটক দেখিলাম🥰
❤
নাটকটি দেখে একবারও মনে হয়নি, এটি একটি নাটক। প্রতিটি ক্যারেক্টার তুলে ধরেছে বাস্তবতা। প্রতিটি কাহিনী এনে দিয়েছি বুক ভরা ভালোবাসা। মাহফুজ ভাইয়ের ক্যারেক্টার ছিল অসাধারণ। পুরো কাহিনীটি মন এবং হৃদয় ছুঁয়ে গেছে। ভালোবাসাকে আরো সুন্দর করে উপভোগ করিয়েছে।
হুম ❤
সত্যি নাটকটির প্রেমে পড়ে গেছি... বর্তমান জেনারেশনে একই টাইপের নাটক দেখতে দেখতে বোরিং হয়ে গেছি, সেখান থেকে এক ভিন্নধর্মী সংলাপের নাটক...সত্যিই অসাধারণ ❤
এই নাটকটি ' সারাজীবনের জমানো আবেগ ফুটিয়ে তুলেছে একবারই '
মাহফুজ চরিত্রের গল্পটা ভীষণ মন ছুঁয়ে গেল। মনে হচ্ছিল এমনটা না হলেও পারতো। গল্পের ভিতর ডুবে ছিলাম কিছুক্ষণের জন্য। মাহফুজ আর নবনী চরিত্র দুটো খুব সুন্দর করে ফুটিয়ে তুলে ধরা হয়েছে।
সত্যি আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানেরা প্রেমে পড়েছিলাম, অভাবের, কষ্টের ।
❤
এ এক অদ্ভুত জীবন দর্শন, অবিকল বাস্তবমুখী গল্প আর অতি প্রাকৃত অভিনয়ের মিশ্রন॥Just Awesome ॥
❤❤❤❤
@@Mollik-n9y 🫶🫶
"সৌভাগ্যবান রা কিন্তু মৃত্যুর আগে তাদের সময় জেনে যায়, যেনো প্রত্যেকটা মহুর্ত তারা উপোভোগ করতে পারে।"😅😅
এই উক্তিটা সত্যিই হৃদয় ছুঁয়ে গেছে। ❤
সত্যি অসাধারণ ছিল ❤
খুব সুন্দর একটা কথা
অনেক দিন খুব ভালো লাগল 💜💜
Ei Kotha ta onk vlo lagse❤
💜💜
নাটকটা এতো ভালো লাগলো যে নাটকের মৌহ যেনো কাটছেই না।একটা কমেন্ট রেখে গেলাম যদি কেউ কখনও লাইক করে আবার আসবো দেখতে 😊😊❤❤
Osadaron natok.thanks
Apni ekdom Amar moner kotha Tai likhechen... Tai apnar comment eo Ekta reply dilam
Mon kharap er.. por o, natok ta dekhe valo lagce ❤
Jii 👍
হে অনেক সুন্দর হয়েছে ❤❤
উপন্যাসকে ও হার মানায় এরকম হৃদয়স্পর্শী নাটক গুলো ❤
রাইট ভাই ❤
পরিচালক এর রুচি দেখে এত্তো ভালো লাগলো! বাংলাদেশের নাটক গুলা এখন সস্তা হয়ে গেছে যে সবাই ভাবে কিছু কথা লিখে স্ক্রিপ্ট লিখলেই সেটা নাটক হয়ে যায়। আসল নাটক এটাকে বলে। কি সুন্দর সুন্দর লাইন গুলো মন ছুয়ে গেলো। আর অভিনয় তো দারুণ! নতুন কিছু মুখ অনেক ভালো লাগলো💞
❤❤❤
একমত
রাইট
হুম আপনার সাথে সহমত
onk sundor
"প্রেমে পড়লে তো ফেরার রাস্তা থাকতো,
আমি পড়েছি মায়ায়,ফেরার কোন রাস্তা নেই"💔💔💔
লাইন দুইটা এক কথায়.............. কি বলবো? বলার ভাষা নাই❤️❤️❤️
Ami to mayai porechi.tai ferte parchi na😭
তিনটা গল্পকে জোড় লাগিয়ে কি চমৎকার একটা মিশ্র ড্রামা বানালো পরিচালক। সত্যি অসাধারণ।
আর মাহফুজ চরিত্রটা সবকিছু ছাপিয়ে গেছে একদম। কি সুন্দর অভিনয়। মুগ্ধ হলাম যাস্ট।
Aro valo build and story line er natok jodi dekte chan I'll suggest you... Valo bashar pong-gokti mala....
Valobashar pongkti mala best natok
Amr dekha best ekta natok
রাইট
বাহ্!কি চমৎকার নাটক👌
অসাধারণ নাটক টা মন ছুঁয়ে যায়.....এভাবে বেঁচে থাকুক হাজারো ভালোবাসা.....অবিরাম ভালোবাসা......❤❤❤
বাংলা সস্তা নাটকের ভিড়ে একটা অসাধারণ বাস্তবতা সম্পন্ন নাটক দেখলাম,
আর ওসি মাহফুজ এক কথায় অসাধারণ অভিনয়🥰
Bangla natuk sob sondor
মাহফুজ চরিত্রটি দুর্দান্ত ছিল,শুরুর প্রেম শেষে মিল হওয়ায় দারুন লেগেছে,একজন যত্ন নেবার মানুষ থাকলে আসলে জীবন অনেক সুন্দর!!
আমার দেখায় এটা একটা অসম্ভব ভয়ংকর সুন্দর গল্প, আমাদের বাংলায় এমন ধরনের গল্প থাকলে সংস্কৃতি কখনোই হারাবে না অসংখ্য ধন্যবাদ এমন গল্পের লেখক কে 🎉💐🌹💝
অসাধারণ একটা নাটক
ভিন্ন গল্পের মিশ্রণে একাকার এ প্রেম ভালোবাসা মায়া সবটা পরিপূর্ণতা পাক সকলে মাঝে।
১টা নাটক এত সুন্দর হয় জানা ছিলানা,কেউ লাইক দিলে বারবার দেখতে আসবো😢প্রেমিক😢
তুই আসেক তোর জন্য লাইক করছি কমেন্ট করছি আয়
অসাধারণ নাটকটা আসলে
@@MdNayemIslam-wj3pm😂😂😂😂😂😂
Rerq@@MdNayemIslam-wj3pm
Come bro come.. Ami o mella bar dekhlam
অসম্ভব ভালো লাগলো নাটকটি।যেনো বর্তমান সমাজের প্রেমের নামে অশ্লীলতার গালে একশো জুতোর বারি।আর সঠিক মানুষকে পাওয়ার এক অভিজ্ঞান,❤️
Atodin pore akta natok sotti e mon chuye gelo❤
মন ছুয়ে গেল
@@ayshanipa1313biye korbe amai
Oshadharon shundor natok er golpo
তিন জোড়া কাপলের অসাধারণ কাহিনী ❤️
প্রেমের নাটক হলেও, তথাকথিত প্রেমের নাটক থেকে অনেকটাই আলাদা।❤
আর বিশেষ করে "ওসি মাহফুজ" চরিত্রটি খুবই অসাধারণ। তার কথা বলার ভঙ্গিমা, তার ডায়লগ, তার অভিনয়ের বাস্তবিকতা খুবই মুগ্ধ করেছে।❤
😢😢😢😢❤❤❤❤
তাহলে আসাদুজ্জামান নূরের নাটকের অভিনয়,সংলাপ কেমন লাগবে আপনার!
একটা কমেন্ট করে সৃতি রেখে গেলাম কেও লাইক দিলে আবার আসবো,,,,,সত্যি অসাধারন একটা নাটক,,,
বাংলাদেশে ১:৩৫ মিনিট নাটকে যা দেখায়,,, ইন্ডিয়ার স্টার জলসা ২০০ পর্বে ও তা দেখায় না 🙃,,একমত হলে লাইক দিন 😊
kotha sotto
Sotti
সহমত,
এপার বাংলা থেকে
Bangladesh i's best
যে যেটার মর্ম বুঝে ,, সে সেটাই খুঁজে ,, অথচ বাংলাদেশের নাটক গুলো ইন্ডিয়া কিংবা অন্য কোনো দেশে চলে না ,, কিছু টা ত্রিপুরা আসাম কোলকাতায় চলে ,, কিন্তু ইন্ডিয়ান সিরিয়াল পুরো দুনিয়ায় চলে ,, আর সব থেকে বেশি বাংলাদেশে চল ,, স্টার জলসা, জিটিভি, সোনি ,, যদি তারা হিন্দি বুঝতো ,, তাহলে আরো বেশি বাংলাদেশে চলত ,, ইন্ডিয়ান সব কিছু।।
যে শব্দ জীবনের মানে তৈরী করে সেটাই কবিতা!
আর যিনি সেই শব্দ সুন্দর করে গুছিয়ে লিখেন তিনি কবি!
শব্দ চয়ন অসাধারণ!!
পরিচালক কে অনেক অনেক শুভকামনা। এত সুন্দর করে বাস্তবতা আর নাটক মিলে মিশে একাকার করে তুলে ধরার জন্য। বিশ্রী নাটকের ভীড়ে আপনার মত সৃষ্টিশীল কে আরো এগিয়ে যাওয়া দেলহতে চাই। ভাল থাকবেন।
আমি সময় পেলেই প্রচুর বাংলাদেশের নাটক দেখি, এখনো পযর্ন্ত অনেক নাটক দেখেছি। তবে এখনো ওবদি আমার দেখা Best নাটক এটা। আর মাহফুজ ক্যারেক্টারটা আসলেই দুর্দান্ত ছিল। ওনার অভিনয় দেখে একবার মনে হয়নি এটা নাটক। এককথায় অসাধারণ ছিল।
😊😊
প্রায় চার বছর পর আজ পুরো একটা নাটক দেখলাম তা ও এক সেকেন্ড না টানিয়ে। সব গুলো চরিত্রকে ই অসম্ভব ভালো লেগেছে। তবে মাহফুজ চরিত্রটি একদম মন ছুয়ে ফেলেছে। এরকম বাংলা নাটক তো বারবার দেখতে ইচ্ছে করে।
"কাউকে অপার সুখী করে অন্যকে অগাধ দুঃখ দেবে বলেই জীবন কঠিন ",,, এই নাটকের অসম্ভব সুন্দর কিছু সংলাপের মাঝে এই লাইনটা মন ছুঁয়ে গেছে।
আমার দেখা সেরা নাটক.. লাভ ফ্রম ইন্ডিয়া ❤️🙏
আমার ও
ভয় আমাদের কে অনেক সুখ থেকে বঞ্চিত করে। 42:18
কি বলবো! এক কথায় অসাধারণ। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি..... মাহফুজের কথাগুলো জীবনের নতুন মানে খুঁজতে শিখাচ্ছে....
Asolei jibon er notun mane khujte sikhalo.
মন ছুয়ে গেল
এতো সুন্দর একটা নাটক! এমন সুন্দর নির্মানের জন্য নির্মাতাকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা❤❤❤
ভালো লাগলো নাটকটা,,,,,,,,,"প্রেমের শুরুটা যদি মিথ্যাও হয়, আর প্রেম যদি শুদ্ধ হয় তাহলে সেই প্রেম সত্য খুজে পায়"
মাহাফুজ চরিত্রের মানুষটি অভিনয় ছিলো চোখে পরার মতো,, এতো সুন্দর বাচনভঙ্গি, অভিনয়, অসাধারন❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mahfuz character just awesome
Right
সত্যি
Mahfuz character to RJ Rabbi! Awesome
অসম্ভব সুন্দর লাগছে নাটক টা,, প্রেমে পড়লে ফেরা যায় কিন্তুু মায়ায় পরলে ফেরা যায় না❤❤
নাটকের কাহিনীটা খুব সুন্দর খুব ভালো লেগেছে ওদের ছয়জনের মনের মাঝে লুকানো ভালোবাসা ছিল সেটাই বেরিয়ে আসলো ❤❤❤
বিশ্বাস করতে পারতেছি না এটা আমাদের বাংলা নাটক 😌
সবকিছু অসাধারণ ছিল ❤️
বুকের বাঁ পাশের ভাঙ্গা পাঁজর জোড়া লাগুক একবারই, হাজারো পাঁজর ভাঙ্গা কঙ্কালসার মারিয়ে শুদ্ধ প্রেম আসুক একবারই, একাধিকের আধিক্ষতা থেকে মুক্ত হোক জীবন একবারই, অসংখ্য নষ্ট প্রেমে বিক্ষত না হোক হৃদয়, পুষ্পের মত শুদ্ধ প্রেম আসুক একবারই, শুধু তোমার হাত ধরেই জোড়া লাগুক ভাঙ্গা পাঁজর একবারই, ভাঙ্গা শব্দ অভিধান থেকে মুছে যাক তুমি আমি দুই মিলে এক হবো একবারই, শুধু একবারই তুমি আসো পুষ্পের মত শুদ্ধ প্রেম হয়ে , আসমান আর জমীনের মাঝে কিংবা জান্নাতের সুবিশাল তুবার ছায়া হয়ে একবারই তুমি আসো , তুবার পাতায় এলান হোক তুমি আর আমি এক হয়ে ছিলাম একবারই।
❤
😓😓😓😓😓কিছু বলার নেই
Onek sundor hoice❤
7:40
Sundor
তিনটি গল্প
ছয়টি চরিত্র
মিলে একটি নাটক...
যা অনেকদিন স্মৃতিতে থেকে যাবে...
এত সুন্দর কাহিনী দিয়ে এই নাটক নির্মিত হয়েছে যা সত্যি অকল্পনীয় ❤
নির্মাতা সত্যি প্রশংসার দাবিদার 🥰
প্রত্যেক অভিনেতা অভিনেত্রী দারুণ কাজ করেছেন... 🙏
OnEk Valo lagse ❤❤❤❤❤❤❤
নাটক টা সত্যি মন ছুয়ে গেল ।
সবার যেনো সেই অপর্ণ ভালোবাসাটা ফিরে পায় ❤।
ভালোবাসা রইল পশ্চিমবঙ্গ থেকে 🇮🇳 ।
দাদা আপনার পশ্চিমবঙ্গ আমার ভালবাসাকে কেড়ে নিচ্ছে খুব তাড়াতাড়ি
মাহফুজের কণ্ঠের প্রেমে পড়ে গেলাম।অভিনয়,বাচনভঙ্গি, কন্ঠ,জীবনদর্শন সব মিলিয়ে অসাধারণ
বাহ, আমি এতো ভালো অভিনয় করলাম👏😁
সত্যি অসাধারণ গলা আর অভিনয় ❤❤
নাটকটি হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো। 🥰
চরিত্রগুলো সাজানো গুছানো, মাহফুজ চরিত্র দা বেস্ট, একদম বাস্তব, তার ভয়েসটাও ছিল কড়া ।💔👌
রে।। একটা কমেন্ট করে গেলাম কোন দিন যদি নোটিফিকেশন আসে তাহলে আবার দেখতে আসবো এই নাটক টা 😅😅
❤❤❤
😮
এককথায় অসাধারন। এই নাটকটা এত দিনে কোটির উপর ভিউ থাকার দরকার ছিল। আমার ধারনা, অভিনয় শিল্পীরা অন্যান্যদের মতো হয়তবা ততটা জনপ্রিয় না হওয়ার কারনে অনেকেই নাটকটি না দেখে এড়িয়ে গিয়েছে। পুলিশের ভূমিকায় মাহফুজ নামে যিনি ছিলেন, তার অভিনয়, বাচনভঙ্গী সত্যিই প্রশংসনীয়। নাটকের প্রতিটি চরিত্রে যারা অভিনয় করেছেন, প্রত্যেকের অভিনয় খুবই সুন্দর। সৌভাগ্যবান ব্যক্তিরাই তার মৃত্যুর বিষয়ে আগে থেকেই জানতে পারে, এই উক্তিটা ভালো লেগেছে। নাটকের মধ্যে শিক্ষনীয় কিছু বার্তা আছে। ধন্যবাদ পরিচালক সহ সংশ্লিষ্ট সকল'কে।
মাহফুজ ভাইয়ের অভিনয় দুর্দান্ত ছিল।ওনার ভয়েসটা মন ছুয়ে যাওয়ার মত। যতক্ষণ উনি রুলে ছিলেন ততক্ষন আমি আটকে ছিলাম।অন্য কারো কথা জানি না কিন্তু আমি ওনার কাছ থেকে শিখে নিয়েছি অনেক কিছু।ধন্যবাদ মাহফুজ ভাই।
কিছু বলার মত ভাষা নেই। আমি এতটাই মুগ্ধ হয়ে হয়েছি, নির্দিষ্ট কিছু শব্দের ব্যবহার করে গল্পটকে আবদ্ধ করতে চাই না ❤️
প্রিয়ার পছন্দের খবর রাখে যে জন,
সেই তো প্রিয় জন!!!
দারুন উক্তি.....
এই অশ্লীলতার যুগে এসেও এত ভাল একটা গল্প হৃদয় ছুয়ে গেল❤. মাহফুজ এর অভিনয় এবং প্রতিটি কথা হৃদয় ছুয়ে যাওয়ার মত।
একটা নাটক কত সুন্দর হই আগে জানা ছিল না একটা কমেন্ট রেখে গেলাম যদি কেও কখনও লাইক করে আবার আসব দেখতে 🥹🥺
কমেন্ট টা ও নাটক এর মতো সুন্দর এ ছিলো 😊
Onk onk besi valo lagelo natok ta❤❤❤
দিলাম লাইক
এটা সেরা ছিলো
আসেন ভাই😅
মাহফুজের কন্ঠটা জোস ছিলো।
একের মাঝে তিন, সব মিলিয়ে পুরাই জোস ❤️😊
অনেক দিন পরে নাটক দেখতে এসে নাটকের প্রেমে পড়ে গেলাম।।। খুব ভালো লাগলো
সত্যি বলতে অসাধারণ। সবাই এত ভালো অভিনয় করেছে বলে বোঝানো যাবে না। ডিরেকশন এর হাত ছিল খুব নিখুঁত। সবাইকে অসাধারণ ভাবে অভিনয় করেছেন।সেরা নাটক ছিল
❤
জীবনে দেখা সবথেকে সেরা একটি নাটক। এক কথায় অসাধারণ।
(প্রেমে পরলে তো ফেরার রাস্তা থাকতো
আমিতো পরেছি মায়ায়)
আর মাহফুজ চরিত্র'টা যাষ্ট ওয়াও ❤
আমি এমন নাটক আগে কখনো দেখিনি। এটা দেখে আমার একবার নাটক মনে হয়নি। সবগুলো ক্যারেক্টার অসম্ভব সুন্দর আর নিখুঁত ❤
যদিও কোন ভালোবাসার মানুষ নেই, তবুও এসব রোমান্টিক নাটক অসম্ভব ভালো লাগে❤
মাহফুজ ক্যারেক্টারের প্রতিটি শব্দ যেমন জীবনকে বাস্তব উপমা প্রদান করেছেন।এত অশ্লীলতার মাঝে দীর্ঘদিন পর একটা সুন্দর রুচিবোধ ও মননশীলতার নাটক পেলাম।নাটকের মাঝে শিক্ষণীয় অনেক দিক রয়েছে।শুদ্ধ প্রেম জীবনে আসুক এক বারই😢
ভাইরে ভাই এইটা নাটক না অন্য কিছু।কি কথা কি বাচনভঙ্গী।আমাকে মুগ্ধ করেছে।ধন্যবাদ সবাইকে যারা এমন নাটকের সাথে যুক্ত ছিলেন।
বস্তা পচা সংলাপ আর গল্পের বাহিরে গিয়ে,বাংলাভাষায় অভূতপূর্ব শব্দচয়নে অন্যরকম সুন্দর এক নাটক দেখলাম অনেকদিন পর।সবার অভিনয় মনোমুগ্ধকর ছিলো।
Ji❤
আপনিও দেখেছেন??
প্রচুর বাংলা নাটক রিলিজ হয় কি সব গোজা..মিল স্টোরি😶বিরক্তিকর । এই নাটকের স্টোরিটা বাংলা নাটক প্রেমীদের মনে দাগ কেঁটেছে💓। প্রেম--ক্রাইম..বাস্তবতা.....সব কিছু মিলে all time Blockbuster.
নাটক তো নয় যেন, কোন এক মুগ্ধতার স্পর্শ কাতর কোন বাস্তব কোন গল্প। হেটস অফ❤️
নাটকটি দেখে একবারও মনে হয়নি, এটি একটি নাটক। প্রতিটি ক্যারেক্টার তুলে ধরেছে বাস্তবতা। প্রতিটি কাহিনী এনে দিয়েছি বুক ভরা ভালোবাসা। মাহফুজ ক্যারেক্টার ছিল অসাধারণ। পুরো কাহিনীটি মন এবং হৃদয় ছুঁয়ে গেছে। ভালোবাসাকে আরো সুন্দর করে উপভোগ করার মতো ❤
হাজারটা মানুষের মধ্যে বসবাস অথচ একটা মানুষের অনুপস্থিতিতে শূন্য শূন্য অনুভব হয়..!!🖤
Amar dekha One of the best 🥺❤️❤️❤️❤️❤️❤️
জীবনে দেখা সেরা নাটক। আজ আসলেই বড় তীব্র আকাঙ্ক্ষা হচ্ছে নাটকটি যদি কখনো শেষ না হতো 🎉।❤
Sottti natok ta dekhar por amr o thik tai mone hoyechilo
একটা দীর্ঘ সময় পর রুচিশীল, চৌকষ এবং নতুনত্ব মিশেলের নাটক দেখলাম। নির্মাতার জন্য শুভকামনা, এদের মত মেধাবীদের হাত দিয়ে বাংলা নাটকের সুদিন ফিরে আসুক।
❤
Right bro👍👍👍
@@ksentertainmentbdoO
এত ভালো নাটক হয়!!!!!!
অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল নাটকটিতে।
এত সুন্দর ভাষা ও ভঙ্গিমা।
মুগ্ধ করেছে আমাকে।
"" ভয়"" আমাদের অনেক সুখ বা আনন্দ থেকে বঞ্চিত করে ----মন কেড়েছিল কথাটি।
অনেক ধন্যবাদ পরিচালকবৃন্দদের।,🙏
❤
Amaro sei bahbna
প্রেম কাব্য দেখবেন নাটক নাম
❤❤❤❤❤❤
দেখতে দেখতে কখন জে নাটক টা শেস হয়ে গেল আমি নাটক দেখি কিন্তু কমেট করিনাই এই নাটকটি কমেন্ট না করে পারলাম না অসাধারণ ছিল নাটকটি
গভীর রাত এ নাটক টা যখন দেখে শেষ করলাম মনে হলো এমন কিছু নাটক এখনও আছে বলেই জীবন এত সুন্দর। বেঁচে থাকার ইচ্ছে বাড়িয়ে দেয় এমন শুদ্ধ ভালবাসা ❤। অসাধারণ সুন্দর হৃদয় ছুঁয়ে গেছে বুক পকেটের গল্প । ধন্যবাদ।
❤
বিগত দুই এক বছরেরও এতো সুন্দর নাটক দেখিনি প্রতিটি চরিত্রের কি সাবলীল অভিনয় ♥️ কি সুন্দর বাচনভঙ্গি বিশুদ্ধ এক মনোমুগ্ধকর নাটক 💗
Tere bin serial te dakiyen
@@JakirAlom-s1zI have watched it. In that Pakistani drama a few of the scenes were to unrealistic which has made me irritated!!! The slap Moontasir got for breaking his promise to her( his wife Mirab) 🤣over a lame reason.
1মাস আগে এই নাটকটা যেদিন রিলিজ হয় সেদিনই ১৩ মিনিট প্লে করে আর দেখিনি কোন এক সামান্য ব্যস্ততায়
আজ ফেসবুকে কাটআউট সিন দেখে আবার পুরো নাটক টা দেখলাম। কি বলবো জাস্ট অসাধারণ 🎉
এমন নাটক কোটির উপর ভিউ থাকা দরকার ছিল।
পুলিশ এর অভিনয়টা Just Awesome And Voice টা ও দারুন।💥
wow same to you bro.
amio
মাহফুজ ভাইয়ের ,অভিনয় অনেক সুন্দর ছিল ।
জীবনে বহু নাটক দেখছি কিন্তু কোনো নাটক এর ব্যপারে কখন মন্তব্য করিনি তবে আজকে বলতেই হচ্ছে সত্যি অসাধারণ ছিলো, জীবনের সাথে পুরোটা না মিললেও আংশিক মিলে যাচ্ছিলো। প্রতিটি কেরেক্টারেই নিজেকে ফিল করছিলাম ❤
টু থাউজ্যান্ড সেঞ্চুরি এর যুগে বর্তমানে যে আজাইরা নাটক দেখতে পাই সে জায়গায় এতো ভালো এত সুন্দর একটা নাটক দেখবো ভাবি নাই,,সত্যিই অসাধারণ লেগেছে,,ভালবাসা সত্যিই সুন্দর। প্রথম প্রথম মাহফুজ ক্যারেক্টর টা বিরক্ত লাগলেও শেষ পর্যন্ত কিন্তু এই ক্যারেক্টর টার উপরেই প্রেমে পরে গেছি,,,রইলো কথা বাকিদের, ভাই রে কারো থেকে কেউ কম না,,এতো ভালো অভিনয় আর সুদর্শন মুখ একেক জনের যে মনটা সত্যিই ভরে গেল 😊
Asolei.🥹
এককথায় শুদ্ধ নাটক❤বাংলা নাটকে ডিফারেন্ট কাস্টিং দেখে ভালো লাগলো।মাহফুজ আর নবনী দুইজনেরই কন্ঠস্বর অনেক সুন্দর।
আমি সাধারণত কোনো নাটক এ কমেন্ট করি না
কিন্তু আজকে এই নাটক আমার হৃদয় ছুয়ে গেছে❤️
ধন্যবাদ ks entertainment কে এমন একটি নাটক উপস্থাপন করার জন্য ।
সব শেষ এ একটাই কোথা বলব ।।।
এটা আমার জীবনে দেখা সেরা নাটক 😊
আমারা দুজনেই প্রাপ্ত বয়স্ক,
প্রেম করাটা কি অপরাধ??
উত্তরটা কতোই না সুন্দর!!
প্রাপ্তবয়স্ক মানুষের প্রেম করাটা অপরাধ না,,
প্রেমের ফাঁদে ফেলে নিশ্ব করাটা অপরাধ!!!
Excellent....
কিছু কিছু উক্তি আমাদের নতুন করে বাচার অনুপ্রেরণা দেয়🙂শক্তি দেয়,,,আসলেই নাটকের প্রত্যেকটা উক্তি অসাধারণ ছিলো🥰
মীর রাব্বি এখানে অনেক সাবলীল অভিনয় করেছেন। সত্যিই অসম্ভব ভালো লেগেছে উনার অভিনয়। পুরোটাই বাস্তব মনে হয়েছে। আমি খুব কমই দেখেছি এরকম অভিনেতা। এ বছরের সেরা নাটক এটা। অনেক দিন পর ভালো একটা নাটক দেখলাম। 🤍
প্রেমের শুরুটা যদি মিথ্যাও হয়, আর সেই প্রেম যদি শুদ্ধ হয়। তাহলে সেই প্রেম ঠিকই সত্য খুঁজে পায়...!
❤❤
কাউকে ভালোবাসতে এবং কারো মায়ায় পড়তে হাজার দিনের দরকার হয় না,,, এক দিন এ যথেষ্ট,,, একদিনের কাটনো সুন্দর মূহুর্তে টা সারাজীবন মনে থাকে,,,,,,সত্যি কারের ভালোবাসার সাথে নাটকটা মিলে গেলো,,, মনে হয়ছে বাস্তব জিবনের কাহিনি দেখছি,,,সত্যি অসাধারণ,,,,
কই
হাফুজ চরিত্রের মানুষটার কথা বলার ধরণ অসাধারণ ছিলো...তাছাড়া প্রতিটি চরিত্রের অভিনয় খুব বাস্তব ছিলো....এক কথায় বহুদিন পর একখানা ভালো লাগার মতো নাটক দেখলাম
প্রত্যেকটা গল্পই মনে ধরার মতো তবে, "মাহফুজ-নবণী" চরিত্র দুটো আমায় নতুন করে শুদ্ধ প্রেম শিখিয়ে দিয়েছে।🙂🤍 জীবনে কখনো কাউকে ভালবাসতে হলে ঠিক মাহফুজের মতই একজন নবণী কে ভালবাসব।❤️ স্নিগ্ধতার ছোঁয়ায় - তাকে আমার বুক'পকেটে আগলে রাখবো।💝😊
প্রিয়ার পছন্দের খবর রাখে যে জন
সেই তো প্রিয় জন,,,,
দুইটা লাইন অসাধারণ ছিলো ❤❤
Ai line ta kokkhn bollo ami to sunlm na
@@priyashammi8:12
@@priyashammi*মেঘলা বলেছিল*
৮-১০ মিনিট এর মধ্যে
Vai ai line ta ami koto kujeci tnx vai mone porcilo na
_সব পেলে জীবন নষ্ট হয়..!
_অপূর্নতা আছে বলেই জীবন উপভোগ্যময়..🥀
_তোমায় ফিরে পাবো কি..?
আমার দেখা সবচেয়ে সেরা নাটক এটা। নাটকের প্র্ত্যেকটা সংলাপ আসাধারন ❤❤❤. The king mir rabby
আমার দেখা একটা সেরা নাটক
সব গল্প যদি এমনভাবে পূর্ণতা পেতো। সত্যি পৃথিবীতে এক অদ্ভুত চিএ রচিত হতো।
জীবনে প্রেম আসে, হারায়, কখনো ফিরেও আসে, কিন্তু প্রথম প্রেমের কী এক রহস্যময়তা, হৃদয়ে যার অনুরণন সতত বহমান।
তার রেশ থেকে যায় আজীবন🌸🖤
কি বলবো আমি এতো ইমোশন এত মায়া এত আবেগ অনূভুতি ভালোবাসা দিয়ে এই নাটকটি উপস্থাপন করেছে অসম্ভব সুন্দর 😅😊
পরিচালক যে গল্প টাকে কতো সুন্দর ভাবে তুলে ধরেছে।প্রতিটা চরিত্র কে সুন্দর এবং প্রানবন্ত বানিয়েছে। এতো সুন্দর নাটক।এক কথায় অসাধারণ। আর মাহফুজ চরিত্র যেন আমাদেরই জীবনে চলার রুপ।সব মিলিয়ে অসাধারণ একটি গল্প।
সর্বশেষ "পূর্ণমিলনে" কাজটি ছিলো মনোমুগ্ধকর। কিছু কাজ থাকে যেগুলার রেশ দর্শকমহলের অন্তরে দীর্ঘকাল থেকে যায়।মাঝখানে এতো এতো কাজের মধ্যে সস্তি খুজে পেলাম এই "বুক পকেটের গল্প" থেকে।প্রতিটি চরিত্র উপভোগ্য এবং বৈচিত্রময়ী। চরিত্রগুলো বিশুদ্ধতা জীবনের প্রতি উৎসাহ দ্বিগুন করে।একি সাথে 'মাহফুজ' চরিত্রের সংলাপ গুলো প্রশংসনীয়।সংলাপ গুলোর সজীবতা আমাদের জন্য অনুপ্রেরণা। ধন্যবাদ @জাহিদ প্রীতম ভাইয়া'কে।। ❤
নাটকটা দেখতে দেখতে বার বার মাহফুজ এর কণ্ঠে হারিয়ে যাচ্ছি এতো অদ্ভুত মাতাল কণ্ঠস্বর সাথে শুদ্ধ বাংলা অসাধারন এক অনুভুতি হচ্ছিল❤❤❤
এই গল্প টা সম্পর্কে কোনো complement খুজে পাচ্ছি না। এক কথায় হ্রদয় ছুয়ে গেলো
মাহফুজ চরিত্রটি এতো realistic আর ভালো লেগেছে বলার বাহিরে।
নাটকের ছোট ছোট উক্তি গুলো এতো ভালো লেগেছে এক কথায় অসাধারণ নাটকটা । 🤍
Sotti tai
এক সঙ্গে তিনটি প্রেমের গল্প তাও আবার প্রতিটা গল্প আলাদা ভাবে উপস্থাপন।
অসাধারন না বললেই নয়।
আমরা হাসি-খুশি দেইখা ভাবো আমাদের বেশি দুঃখ নাই,😶
ওর মায়রে বাপ আমাদের বয়সের থেকে দুঃখ বেশি, 😔😔🙁
তিনটা নাটক একসাথে ঝোড়া লাগিয়ে সময় টা দীর্ঘ করার চেষ্টা।
এই আরকি
এর ডাইলক যে লিখেছেন। তার সারা জীবনের জমে থাকা আবেগ গুলো ফুটিয়ে তুলেছে
♥️
ফেসবুক টিকটক দেখে কে কে ইউটুবে দেখতে এসেছেন? সত্যি কিন্তু অসাধারন গল্প ❤😢
Yes🙋♂️
আমি
সেম তোমার মতোই
জীবনে এই প্রথম কোন নাটক দেখে কমেন্ট করলাম,, নাটকটা রেটিং পয়েন্ট দশে দশ,, অপূর্ণতার এই যুগে পূর্ণতা দিয়ে ভরা একটা নাটক,, প্রথমে একটা অপূর্ণতা থাকলেও পরবর্তীতে নাটকটা জাস্ট অ্যামেজিং,, এক কথায় অসাধারণ লেগেছে হৃদয় জুড়ে যাওয়ার মত
💯 agree
সেরা ছিলো❤️
বিশেষ করে ওসি মাহফুজের প্রেমের কাহিনিটা বেস্ট ছিলো❤️
মাহফুজ অসাধারন একটি ব্যাপার সব থেকে মন কেড়ে নিয়েছে নাটকের ভাষা সর্বক্ষণ মনে হয়েছে যেনো বই পড়ছি এক অন্য রকম মুগ্ধতা ছিলো ভাষায় সব মিলিয়ে অসম্ভব ভালো লাগার একটা গল্প❤❤
right
ভাইরে ভাই নাটক জগতে বেস্ট একটা নাটক বুক পকেট গল্প ❤❤
এই পরিচালক অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য।