বোখারী ৪২৫৩,ইবনে আব্বাস (রা.)বলেন,হায় বৃহস্পতিবার,বৃহস্পতিবারের অসংখ্য আমলের মধ্যে এই আমলটি পরিক্ষিত

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • বোখারী ৪২৫৩,ইবনে আব্বাস (রা.) বলেন,হায় বৃহস্পতিবার,আজ একটু কস্ট করে এই আমলটি করে দেখুন ইনশ,, ফল ১০০%
    আরবি হিসেবে বৃহস্পতিবার রাত জুমাবারের অন্তর্ভুক্ত। কেননা আরবি মাসে তারিখ শুরু হয় সন্ধ্যার পর থেকে। আর শুক্রবার সন্ধ্যায় জুমার দিনটি শেষ হয়। জুমাবার শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত। কেননা জুমার পুরো দিনটিই আমলের ও দোয়া কবুলের উপযুক্ত।
    দোয়া
    আবদুল্লাহ ইবনে উমর (রা.) বলেন, ‘পাঁচটি রাত এমন রয়েছে, যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।- ১. জুমার রাত। ২. রজব মাসের প্রথম রাত। ৩. শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত (শবে বরাত)। ৪. ঈদুল ফিতরের রাত। ৫. ঈদুল আজহার রাত।’ (মুসান্নাফে আব্দুর রাজজাক: ৭৯২৭) বৃহস্পতিবার দিনে রোজা রাখা শুক্রবার রাতের আমল, জুমাবার রাতের আমল
    ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহর রাসুল (স.) বলেছেন, ‘হে আলী! শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়।’ (মুসতাদরাক আলাস সহিহাইন: ১১৯০)
    আরও পড়ুন: জুমার দিনের ১১ আমল
    সম্পর্ক রক্ষা ও বিবাদ মিটিয়ে নেওয়া
    রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন। তবে ওই দুই ব্যক্তি ছাড়া, যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ বলেন, ‘পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও।’ (ইবনে মাজাহ: ১৭৪০)
    এই হাদিসের আলোকেই আলেমরা বলে থাকেন, বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত। কেননা যেসব মুসলমান ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি (স.) কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। (বুখারি: ৬০৫৬; মুসলিম: ২৫৫৯)
    বৃহস্পতিবারের বিশেষ কিছু আমলের মধ্য এই আমলটি খুবই পরিক্ষিত
    দুয়ায়ে ইউনুস ৪৯৯ বার,তাওবা ইস্তিগফার ৪৯৯ বার পড়ে, তার
    জীবনে কখনো টাকার অভাব হবে না
    গায়েবি ধনদৌলত লাভ হবে
    আল্লাহর গায়েবি সাহায্য আসবে
    সকল বিপদ দূর হবে
    জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে
    সকল মনোবাসনা পুর্ন হবে
    স্বামী স্ত্রী অমিল দূর হবে
    বিয়ে-শাদি বাঁধা দূর হবে

Комментарии • 44