হিন্দি কীভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে | সৈকত বন্দ্যোপাধ্যায়

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি, শিক্ষা, চাকরি, সরকারি ভাষা, সর্বত্র পুরোদস্তুর হিন্দি চালু করার সুপারিশ করেছে। এটা বস্তুত অঘোষিতভাবে হিন্দিকে 'রাষ্ট্রভাষা'য় পরিণত করার চেষ্টা ছাড়া আর কিছু মনে হচ্ছেনা। এটা নতুন কিছু অবশ্য না। বোম্বে-বলিউড, টিভি, অর্থনীতি সবকিছু দিয়েই জিনিসটা চালানো হয়েছে। হিন্দি যে একটা উচ্চমানের 'সর্বভারতীয়' ভাষা, সেটা মোটামুটি প্রতিষ্ঠিত। কেন্দ্রীয় দলের সদস্যরা বাঙালির ছানাপোনা হয়েও কর্মকর্তা না বলে কারিয়াকর্তা বলেন। মুখ্যমন্ত্রী 'বাংলার মেয়ে' হয়েও বাংলা বাধ্যতামূলক করার বদলে হিন্দি বিশ্ববিদ্যালয় খোলেন। বিরোধী দল আন্দোলন করে 'ইনসাফ' বলে। স্লোগান ওঠে 'ইনসাফ চাহিয়ে'।
    আমাদের ছেলেমেয়েরা নেহাৎই অখাদ্য ফ্লপ হিন্দি সিনেমা নিয়েও পাতার পর পাতা লেখে, বলিউড তাদের মোক্ষ, শাহরুক খান-টানরা টাদের হৃদয়দৌর্বল্য। আমাদের টিভি দিল্লির চ্যানেলকে 'জাতীয়', হিন্দি সিনেমাকে সর্বভারতীয়, আর হিন্দুস্তানকে ভারতবর্ষ ভাবতে শেখায়। আমাদের লব্জে মিশে যায় 'কেন কী', আমাদের সারেগামায় বলিউড, আমাদের স্লোগানে অমুকসে আজাদি, তমুকসে আজাদি। আমরা খাবার দোকানে ইংরিজিতে খাবার চাই, পরিষেবা চাই বা পাই হিন্দিতে। আর নিউইয়র্ক কি লন্ডনের কোনো এক কোনে চাট্টি বাংলা সাইনবোর্ড দেখে, যা আবার আমাদের দৌলতে নয়, বাংলাদেশীদের কারণে, আশ্চর্য হয়ে ভাবি, কী কান্ড। আমাদের এফএমএ বাংলা নেই, সিনেমা হল উঠে গেছে, মাল্টিপ্লেক্সে অন্য সিনেমার রাজত্ব, কলকাতাগামী বিমানে ঘোষণা হয় হিন্দিতে। এই নিয়ে আমাদের বিশেষ কোনো সমস্যাও নেই।

Комментарии • 2

  • @touhidhossain1796
    @touhidhossain1796 2 года назад +2

    বইমেলাতেই শুনেছিলাম। আবার শুনলাম। খুব জরুরি বক্তব্য ❤