Jibon Mane Sudhu Jog Biyog||Dr. Sandiip Chakraborty||Suparna Kanti Ghosh||Dipankar Ghosh

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • কিংবদন্তী সঙ্গীত শিল্পী মান্না দে’র জন্ম দিবসে তার প্রতি শ্রদ্ধার্ঘ
    Singer - Dr. Sandip Chakraborty
    Lyrics - Dipankar Ghosh
    Music Director and Concept -Suparna Kanti Ghosh ‪@skg7282‬
    Chorus - Tanmay Chaterjee, Arunima Bhattacharya, Rounak Banerjee, Sikata Chakraborty
    Arrangements - Bappa/Tanmay Chatterjee
    Recording - Gautam Debnath
    (Studio Kusum)
    Videography - Aniket Ray & Rounak Banerjee
    Video Edit - Rounak Banerjee
    #banglagaan #bengalisong #2023

Комментарии • 14

  • @shraaboneeghoshmondal3724
    @shraaboneeghoshmondal3724 Год назад +2

    Khub bhaalo hoyeche gaan👌

  • @niveditaganguly4287
    @niveditaganguly4287 Год назад +2

    Sandip, Khub bhalo laglo gan o gaoa

  • @goutambratagoswami4629
    @goutambratagoswami4629 Год назад +1

    খুব সুন্দর

  • @siprakundu5597
    @siprakundu5597 Год назад +1

    Very melodious!

  • @shyamsaxophone1340
    @shyamsaxophone1340 9 месяцев назад

    Khub sundor laglo mon vore gelo

  • @amitbhattacharjee9988
    @amitbhattacharjee9988 Год назад +2

    Nice

  • @user-ju5ly4ph4f
    @user-ju5ly4ph4f 5 месяцев назад

    Outstanding ❤❤

  • @saumyakantiscreation9512
    @saumyakantiscreation9512 Год назад +2

    ১৯৮০ সালের ১৭ই সেপ্টেম্বর।পুজোমান্নার লং প্লেইং রেকর্ডের পেছনের ছবিগুলো গতকাল রাত থেকে মনের মধ‍্যে খুব উঁকি দিচ্ছিলো।রেকর্ডটির নাম ছিলো "সারাজীবনের গান।"মান্না দের জীবনের একটা অন‍্যতম সেরা পুজোগানের অ্যালবাম।যে অ্যালবামটা ১৯৭৮এর "সে আমার ছোটোবোন" আর ১৯৮৩র "কফিহাউসের সেই আড্ডাটা" র তুমুল জনপ্রিয়তার আড়ালে একটু পেছনে পড়ে গেছিলো।
    গতকাল রাতে "মান্না ডে" দিবস পালন করে,সারাদিনের ক্লান্তির শেষে ডাক্তারবাবু সন্দীপ চক্রবর্তীর কন্ঠে "জীবন মানে শুধু যোগবিয়োগ" গানটা শুনছিলাম।শুনতে শুনতে মনে হচ্ছিলো সেই ১৯৮০র সারাজীবনের গান অ্যালবামের সাত নম্বর গানটার(আমায় চিনতে কেনো,পারছো না মা...) পরে এই গানটা যেনো ঐ অ্যালবামের পরবর্তী অধ‍্যায়।যে অধ‍্যায়ে বলা আছে "কি পেলাম,কি দিলাম এই হিসেবটা তবু কেনো,,,,,,, হয় এলোমেলো।"
    এই প্রশ্নটার উত্তরটা দেওয়া আছে।জীবনটাকে এইভাবে ভাবার।জীবনটাকে এইভাবে আঁকার।ঐ অ্যালবামের শ্রোতাদের আবেগে তীর মেরে যাওয়া ত্রিফলা জুটির দুজন আজকের এই অ্যালবামটায় নেই।তবে যিনি আছেন।তিনি স্বমহিমায় আছেন।আর একটু পরিস্কার করে বললে আরও বেশী পরিমার্জিত, পরিশীলিত।
    যাঁরা দুজন নেই ,তাঁদের জায়গাটা এখানে নিয়েছেন দুজন সৃষ্টিশীল মানুষ। একজন কন্ঠের সন্দীপ চক্রবর্তী।আর একজন এই গানের কথা প্রাণভোমরা শ্রীযুক্ত দীপঙ্কর ঘোষ।যিনি জীবনটাকে ঠিকঠাক ব‍্যবহার করার সব ধরণের দাওয়াই এ গানের কথায় কথায় জড়িয়ে দিয়েছেন।আর সন্দীপবাবু সেই কথাকে গলায় নিয়ে আমাদের ঘুম পাড়ালেন।ঘুমের বড়ি নয়।তার নতুন গানের নিবেদনে।
    তুমি সুর আমি কথা মিলেমিশে হই গান.......
    কথা আর গায়কী তো হলো।এবার আসি দীপঙ্করবাবুর কলমের অসামান্য শব্দের ওপরে যখন আবেগের তুলি বুলিয়ে দিচ্ছেন যে সুরস্রষ্ঠা........তার কথা বলতে গেলে তো গলা ধরে আসে।বুকের ভেতরটা একটা ভালোলাগার দলা জমে আসে।যে দলায় হৃদয়কে ডরায় না,বরং দুলিয়ে দেয়।সবল রাখে।
    গানবাজনার সঙ্গে সামান‍্য ভালোবাসার জায়গার সামান‍্য অভিজ্ঞতা থেকে মনে হয়েছে ঐ যে রক্ত দিয়ে কাব‍্যলেখা,জীবন মানে কিছু মধুর আর গভীর ক্ষতের দাগ.........ভারতবর্ষের বুকে এই মূহুর্তে কেউ নেই যিনি কিনা দীপঙ্করবাবুর এই কথাগুলোকে সঙ্গে এইভাবে সুরের ভেলায় ভাসিয়ে দিয়ে আমাদের অনুভবের অনুভূতিতে একের পর এক সুরের বাণ মারতে পারে।কেউ নেই।
    আসলে এখন সব বড়ো বড়ো অমুক তমুক সুরকার।যেখানে গানের কথাই হয়ে গ‍্যাছে দুর্বোধ্য "তুই তোকারি" গোছের।যতো দুর্বোধ্য,ততো আঁতলামি।কথা না পেয়েও যাহোক ,তাহোক কর্ড বসিয়ে সুর করে দিচ্ছে আজকালকার অন‍্যপেশার লোকজনেরাও।
    মাঝরাতে ঘুম ভেঙে যায়......এমন কথা পেলেও যদিও তথাকথিত এখনকার অনেকেই জগাখিচুড়ি করে ফেলবেন।আসলে ভালো গান শোনার অভাব।
    তাই সবাইকে অনুরোধ করবো,যারা মনে করছেন সত‍্যি,সত‍্যিই খুব ভালো সুরকার হবেন তারা অন্তত এই গানটার দুটো জায়গা খুব মন দিয়ে শুনবেন।তাহলেই বুঝবেন এই গানের সুরকারের কাছে অভিমূণ‍্যের চক্রব‍্যূহ ঢুকে পড়ার চাবির মতো বেরিয়ে আসার পাশওয়ার্ড আছে।
    অন্তরায় রক্ত দিয়ে কাব‍্য লেখার পরে কিভাবে অসম্ভব দক্ষতায় চক্রব‍্যূহ থেকে জীবন মানে নয়তো শুধুই রাগ অনুরাগ।সেখান থেকে গান উড়তে উড়তে মাটিতে অবতরণ করছে।
    জীবন মানে কিছু মধুর স্মৃতি আর গভীর ক্ষতের দাগ.......
    ওহহহহহহ!শুধু এই জায়গাটা প্রকৃত আধুনিক গানবাজনা ভালোবাসাবাসিদের ভাসিয়ে নিয়ে যায়!!কেউ ভাবতেই পারবে না,এখনকার তথাকথিত কম্পিউটারাইজড সুরসর্বস্ব সুরকারেরা।
    সঙ্গে তন্ময়বাবু,স্নেহের অরুনিমা,সিকাতা ও রৌণকবাবুর সম্মিলিত কন্ঠের রেশ।আহা!!!
    অসম্ভব ভালো মেদহীন, সুরের যথোপযুক্ত যন্ত্রানুসঙ্গ পরিচালনা বাপ্পাবাবু আর তন্ময়বাবুর।
    গৌতম দেবনাথবাবুর অসামান্য রেকর্ডিং এর সঙ্গে অনিকেত রায় আর রৌণক ব‍্যানার্জীর অসাধারণ ভিডিওগ্রাফী।
    যারা রোজ রোজ হাপিত‍্যেশ করে ঠিকঠাক প্রকৃত ভালো আধুনিক বাংলাগান শোনার জন‍্যে বসে আছেন, তাদের তৃষ্ণা মেটাবে এই গান।এই গান নিজেদের জীবনে জড়িয়ে না নিতে পারাটা আমাদের জীবনের কাছেই নিজের জীবনটাকে হারিয়ে দেওয়া‌।
    কাজেই নিজেদের জীবনের প্রয়োজনেই "জীবন মানে শুধু যোগবিয়োগ" ......এই অসামান্য গানটা আমাদের জীবনে জড়িয়ে ফেলাও আমাদের ধর্ম।
    অনেক অনেক শুভেচ্ছা।

  • @sunandaroy7773
    @sunandaroy7773 Год назад +2

    Darun, darun hoyeche gaanta 🙏🙏👍🏻

  • @subhasrimajumdar952
    @subhasrimajumdar952 Год назад +2

    Ki shundor geyecho Manna da ❤️

  • @jghosh4456
    @jghosh4456 Год назад +1

    অনবদ্য। কি অপূর্ব গান! Excellent

  • @rumabhattacharya603
    @rumabhattacharya603 Год назад +2

    🙏🙏

  • @SanketBankerOfficial
    @SanketBankerOfficial Год назад +1

    Such soulful composition, lyrics and singing... I'm speechless 🙏🙏

  • @duttshankar1323
    @duttshankar1323 Год назад +1

    Your music composition is good but the voice of the singer and the delivery is not up to the mark.