ঐতিহাসিক কোনারক সূর্য মন্দিরের অজানা রহস্য | Unknown Facts of Historical Konark Sun Temple |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • কোণার্ক সূর্য মন্দির (ওড়িয়া: କୋଣାର୍କ ସୂର୍ଯ୍ୟ ମନ୍ଦିର) ১৩শ-শতাব্দীতে নির্মিত ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে, মন্দিরটি ১২৫৫ খ্রিষ্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের[১] প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন।[২] মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে (সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ও দেওয়াল সহ) তৈরি করা হয়েছে।[৩] কাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। মন্দিরটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান[৪] এবং ভারতে সাতটি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরটি পুরী থেকে ৩৫ কিমি এবং ভুবনেশ্বর থেকে ৬৫ কিমি দূরে অবস্থিত।
    ব্যুৎপত্তি
    মন্দির গড়ে ওঠার পেছনে দুটি মত আছে। প্রথমত, পূর্বগঙ্গ রাজবংশের (১০৭৮- ১৪৩৪) নরসিংহদেব (১২৩৮ - ১২৬৪ খ্রিষ্টাব্দ) ১২৩২ - ১২৫৫ খ্রিষ্টাব্দে প্রথম বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোনারকে এই মন্দির প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত, পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্‍ব ‌রূপে অত্যন্ত নয়নভোলানো ছিলেন। সব মহিলাদের নজর কাড়তেন। শাম্‍ব একদিন নারদের ডাকে সাড়া দিতে ভুলে গেলে নারদের মনে প্রতিশোধস্পৃহা জাগে। একদিন কৃষ্ণ যখন গোপিনীদের সঙ্গে লীলায় ব্যস্ত তখন নারদের মন্ত্রনায় শাম্‍ব সেখানে ঢুকে পড়ে। সেইসময় গোপিনীদের নজর তার ওপর গিয়ে পড়ে। তখন কৃষ্ণ প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে কোনারকে সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের হারানো রূপ ফিরে পেয়ে সমুদ্রতীরে এই মন্দির প্রতিষ্ঠা করে।
    উদ্ধার[সম্পাদনা]
    বিংশ শতাব্দীতে প্রত্নতত্ববিদরা কোণার্ক মন্দির পুনঃরাবিষ্কার করেন। ৩০০ বছর ধরে বালিরস্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে ১৯০৪ সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন৷ তবে তারও আগে কোন বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটি অবুলুপ্ত হয়। আমরা যেটাকে মন্দির হিসেবে দেখি সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়৷ ফলে লোকচক্ষুর সামনে উন্মোচিত হয় কোণার্ক মন্দিরের অপূর্ব স্থাপত্য শৈলী, বিস্ময়কর ভাস্কর্যকীর্তি ও অনন্য শিল্প সম্ভার। কোণার্ক মন্দিরের অনেক শিল্পকীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও ওড়িশার জাতীয় জাদুঘরে রয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী কোণার্কের সূর্য মন্দির দেখতে আসেন। প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্করদের শিল্পনৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে বিমুগ্ধ করে।
    লেখা- গগন
    উপস্থাপনায়-গগন
    সম্পাদনায়-গগন
    সহায়তায়- দীপায়ন
    একটি দৃষ্টিকোণ পরিবেশনা
    #konark #mystry #history #bengali #odisha #puri #konarksuntemple #storytelling #unkonwnfacts #historyofindia #unescoworldheritagesite #indianheritage #sun #temple #hinduism #hindugods #hindumandir #mohancharanmajhi #droupadimurmu #navinpatnayak
    ‪@Sujoyneel‬ ‪@Anirban_das‬

Комментарии • 8

  • @Puchu811
    @Puchu811 Месяц назад

    🙌🙌

  • @DipikaSaha-jy4er
    @DipikaSaha-jy4er Месяц назад +3

    ❤❤

  • @jaydebkhatua27
    @jaydebkhatua27 Месяц назад

    Khub valo hoye6e ❤🎉

    • @Dristikon_gagan
      @Dristikon_gagan  Месяц назад +1

      Thank You 😇. Stay Connected for more videos.

    • @jaydebkhatua27
      @jaydebkhatua27 Месяц назад

      @@Dristikon_gagan most welcome 😁🤗

  • @SatabdiJayta
    @SatabdiJayta Месяц назад +1

    Gharir baparta valokre bhojhan

    • @Dristikon_gagan
      @Dristikon_gagan  Месяц назад +1

      পরবর্তী কোনো পর্বে অবশ্যই এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে । ততক্ষণ অবধি আমাদের সাথে যুক্ত থাকুন । ধন্যবাদ ।