প্রবাস 😭 কাতার থেকে দেখছি😭 বর্তমান আমার ই চাকরি নাই ১ মাস ৭ দিন 😭 বাড়ি থেকে কোন চাপ আসেনী,,,তবে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে 😭 পাগলের মত কাজ খুজতেছি 😭😭😭পরিবারের সবাই ধৈর্য ধরতে বলছে😭 আল্লাহ ধৈর্য ধরে আছি😭একটা ব্যাবস্থা করে দিও আল্লাহ 🤲 হয়তো একদিন আল্লাহ তা আলা আমাকে ও প্রতিষ্ঠিত করবে আর কেউ আমার কমেন্টে লাইক দিলে এই দিনের কথা মনে পড়বে 😭
এই নাটকটির প্রশংসা করার মতো কোনো ভাষা খোঁজে পাচ্ছি না ৷ এক কথায় বলতে গেলে বলবো যে- অসাধারণ হয়েছে ৷ মনে হচ্ছে যেন আমার জীবন থেকে নেয়া গল্প দিয়ে নাটকটি তৈরী করা হয়েছে ৷ সবার অভিনয় ছিল অনবদ্য ৷ তবে জামিল হোসেনের বোনের চরিত্রে অভিনয় করা মেয়েটির কান্নার দৃশ্যটি একদম ন্যাচারাল ছিল ৷ খুব ভালো লেগেছে ৷ এই নাটকের কলাকুশলীদের অনেক ধন্যবাদ ৷
অসাধারণ অভিনয় আসলে সুখের সময় বাবা-মা দুনিয়ায় থাকে না। আল্লাহ দুনিয়াতে বাবা-মা যারা কষ্ট করে শান্তির মুখ না দেখে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করুন আমিন 🤲❣️
হায়রে টাকা টাকা আছে ভালোবাসা আছে টাকা নাই ভালোবাসা নাই এটাই বাস্তব জীবন আমরা প্রবাসীরা টাকার জন্য কত না কষ্ট করি নিজের ফ্যামিলি টিকিয়ে রাখার জন্য আল্লাহ তুমি আমাদেরকে রহম করুন
আমি সর্ব প্রথম ধন্যবাদ জানাই পরিচালক ফাহিম হাসান মনির ভাইকে,, তার পরে ধন্যবাদ জানাই জামিন ভাইকে বর্তমান সমাজের সাথে সম্পুর্ন মিল রয়েছে,,, এই দুনিয়ায়ই টাকা পয়সা ছাড়া কোন দাম নাই,,, এই সমাজে এখন টাকা আছে যার সে অনেক বড় টাকা নাই যার তার কোন মুল্য নাই,,,নাটক দেখে শেষ দিকে চোখের পানি পড়ে গেছে,,,আর আমাদের সমাজে এখন একটা বেকার ছেলের কোন দাম নাই কারো কাছে,, শুধু মা বাবা ছাড়া,,, একটা বেকার ছেলে বুজি কতটা কষ্ট এই ছাড়া কেউ বুজবে না,,,,
আমি ভারতীয়। বাংলাদেশের অনেক নাটক দেখেছি অনেক বছর ধরে। প্রায় ১০ বছর ধরে। এত দিন ধরে যেসব নাটক দেখেছি তার মধ্যে অনেক নাটক হয়তো আমার জীবনের সাথে মিলে গেছিল কিন্তু কোনদিন আনুভব করতে পারিনি অতটা কিম্বা হয়তো অনুভব করতে চাইনি। কিন্তু আজকের নাটক টা দেখে আমি সত্যি বলছি, এই নাটক টার সাথে মিলে গেছে আমার বর্তমান জীবনের দিন গুলো। আমি আজ ৫/৬ মাস ধরে বেকার হয়ে বসে আছি বাড়িতে।আজ আমি ও খুব কষ্টে সংসার চালাচ্ছি।সত্যি কথা বলতে কি আমি আজ এই নাটক টা দেখে অনুভব করতে পারলাম ঠিক এই নাটকের নায়কের মত যে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই হয়তো আমাকে এখন ভয় পাই। কিন্তু আমার মা বাবা আর বিশেষ করে আমার সহধর্মিনী আমার পাশে আছে আর ওরা আমাকে আনেক সাহস দেই। আর তাই আমিও ভগবানের উপর বিশ্বাস নিয়ে বসে আছি বাড়িতে যে খুব তাড়াতাড়ি আমার জীবন টা পাল্টে যাবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া যিনি নাটক টা লিখেছেন। বাংলাদেশের নাটক সমাজের জন্য খুব উপকারী। ভগবান শ্রীকৃষ্ণ সবার মন্গল করুন। 🙏🙏🙏🙏🙏
অনেকটাই মিলে গেছে নিজের জীবনের সাতে, এমন বাস্তবতা নিয়ে একটি নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ পরিচালক ও লেখক কে,,, সাতে নাটক অভিনেতা ও অভিনেত্রীদের জামিলের সেরা নাটক হয়েছে এত সুন্দর অভিনয় জামিল ভাইয়ের তার সব নাটক গুলোই দেখি
এই সমস্যাটা আমারও দীর্ঘ দুই মাস ধরে চাকরি নাই প্রবাসের মাটিতে খুব কষ্টে আছি নিজের বাড়ির টেনশন ফ্যামিলি টেনশন সবমিলিয়ে খুব টেনশনে আছি তারপরও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই সময় থাকবে না অনেক সময় পরিবর্তন হবে আল্লাহ চাহে তো সবকিছু ঠিক হয়ে যাবে একদিন সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন
চাকরী করে অনেক ভাল রাখার পরেও বেকার হয়ে গেলে সবচেয়ে বড় আঘাত অবহেলা আসে একমাত্র স্ত্রীর কাছ থেকেই আর অন্য কারো কাছ থেকে নয়; এটাই বাস্তব সত্য; তখন সবার কাছে অসহায় হতে হয়। আবার যখন আয় শুরু হয় তখন সাথে সাথে স্ত্রীও বদলে যায়, এটাই বাস্তবতা।
@@azmalhossainsomrat9918 একাধিক সন্তানাদি থাকলে দীর্ঘ সময় ঠিকমত খরচ দিতে না পারলে আত্বীয়-স্বজন প্রতিবেশীদের সবসময় বিভিন্ন ধরনের কটু কথা ও চাপের কারণে স্ত্রীরাও ধৈর্য্য হারিয়ে স্বামীর সাথে খারাপ আচরণ শুরু করে, এটা নিজের স্বার্থে নয়, সন্তানদের জন্য। নাটকে তো দেখানো হয়েছে স্ত্রীর নিজের স্বার্থে। স্ত্রী সন্তানদের ভাল মতো চাহিদা পূরণ করতে না পারলে বহু বছরের সংসারেও অশান্তি হবেই, এমনকি সন্তানরাও বাবার সাথে খারাপ আচরণ করে। পৃথিবীতে টাকা ছাড়া পূরুষের কোন মূল্য নাই। পৃথিবীতে বাস্তবে স্বামীর অর্থাভাবের সময় স্বামীর সাথে থেকে ধৈর্য ধরা শিক্ষিত নারী নাই বললেই চলে; যতই ভালোবাসা থাকুক না কেন। তবে অশিক্ষিত মূর্খ গ্রামের নারীরা ভিন্ন।
বাস্তব আমার না বাবা মারা গেছেন আজ ১০ বছর আগে আমি পরিবারের খরচ বহন করি ১২ বছর হতে মাএ ২ বছর অভাবে ছিলাম বলে সবাই আমাকে সমাজ থেকে আলাদা করেছে টিক মতো কথাও বলি নাই আর আজ হায়রে মানুষ
ভাই এই গল্পের লেখক কে অনেক অনেক ধন্যবাদ। এই গল্পটা আমার জীবনের সাথে অনেক মিল। যদিও আমার এখনও চাকরি হয় নাই কিন্তু হবে আশা ছাড়িনি। কিন্তু চাকরি চলে যাওয়ায় এই ৪ মাসে অনেক কিছু হারাইছি।অনেক মানুষ চিনলাম। অনেক কাছের মানুষ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নাটকটি অনেক ভাল হয়েছে। ধন্যবাদ
এই নাটকের সাথে আমার অনেকটা মিল রয়েছে, আজ 10 মাস যাবত আমার জব নাই, এই কয় মাসে বুজলাম টাকা ছাড়া দুনিয়াতে কারো দাম নাই, বাবা মা ছাড়া এই কস্ট কেউ বুজে না, যত আপন জন আছে কেউ এগিয়ে আসে নাই
প্রবাস 😭 কাতার থেকে দেখছি😭 বর্তমান আমার ই চাকরি নাই ১ মাস ৭ দিন 😭 বাড়ি থেকে কোন চাপ আসেনী,,,তবে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে 😭 পাগলের মত কাজ খুজতেছি 😭😭😭পরিবারের সবাই ধৈর্য ধরতে বলছে😭 আল্লাহ ধৈর্য ধরে আছি😭একটা ব্যাবস্থা করে দিও আল্লাহ 🤲 হয়তো একদিন আল্লাহ তা আলা আমাকে ও প্রতিষ্ঠিত করবে আর কেউ আমার কমেন্টে লাইক দিলে এই দিনের কথা মনে পড়বে 😭
সেম রে ভাই, কত আশা স্বপ্ন নিয়ে প্রবাসে আসছি। কিন্ত প্রবাসে এসে দেখি মিছে আশা মিছে স্বপ্ন, কাজ আছে বেতন নিয়ে ঘুরাই, অল্প বেতন তাও নিয়ে ঘুরাও। রাগে গুসসাই ২হাজার দেরহাম বেতন না নিয়ে চাকরি ছেড়ে দিছি, এখন কাজ ও নাই, তবুও কোনা রকম ঘর খরচ দিচ্চি আল্লাহ আল্লাহ করে,
@@মুহাম্মাদমঈনুদ্দিনmdmoinsohel কি যে বলবো,, 😭😭খুব খারাপ অবস্থা 😭😭😭
ভাই আল্লাহর উপর ভরসা রাখো সব কিছু ঠিক হয়ে জাবে
@@howladerrasel8888 ইনশাআল্লাহ,,, আল্লাহ ভরসা
আমার জামায় ও কাতার থাকে কাজ নাই😢
এই নাটকটির প্রশংসা করার মতো কোনো ভাষা খোঁজে পাচ্ছি না ৷ এক কথায় বলতে গেলে বলবো যে- অসাধারণ হয়েছে ৷
মনে হচ্ছে যেন আমার জীবন থেকে নেয়া গল্প দিয়ে নাটকটি তৈরী করা হয়েছে ৷
সবার অভিনয় ছিল অনবদ্য ৷
তবে জামিল হোসেনের বোনের চরিত্রে অভিনয় করা মেয়েটির কান্নার দৃশ্যটি একদম ন্যাচারাল ছিল ৷ খুব ভালো লেগেছে ৷
এই নাটকের কলাকুশলীদের অনেক ধন্যবাদ ৷
নাটকটা আমার সাথে মিলে গেছে।আমি বেকার বলে বউ চলে গেছে।ওরে অনেক বুঝাইছি কিন্তু ও বোঝে নাই।আল্লাহ কারীম একদিন সফল হমো ইনশাআল্লাহ
😢
যে চলে যাওয়ার সে যাবে,আফসোস করার কিছু নেই। আল্লাহ পাক আপনার জন্য আরও উওম কিছু রেখেছে।ইনসাআল্লাহ
Insha Allah.
In sha allah
Je chole gece. Mone korben se apnar kokhono cilo na,,,, samir koster somoy jey mey pase thake na, se mey bow howar joggo na
একা একটা রুমে। চারিদিক এ অন্ধকার। দুই কানে হেডফোন নাটক টা দেখলাম আর ছোখ থেকে পানি পড়ল 😭 যেন নিজের জীবন এর সাথে মিলে গেলো😭
😊
কোন ভাষা নাই কিছু বলার। তবে চোখের পানি চলে আসছে। চাকরী ছাড়া বেকার থাকাটা যে কতটা কষ্টের যে এই পরিস্থিতিতে আছে সেই জানে।
একদম।
নাটকের সাথে বাস্তবতা অনেক মিল আছে। যা এখন অনেক ক্ষেত্রে লক্ষ করা যায়। দারুণ নাটকটা
অসাধারণ অভিনয় আসলে সুখের সময় বাবা-মা দুনিয়ায় থাকে না।
আল্লাহ দুনিয়াতে বাবা-মা যারা কষ্ট করে শান্তির মুখ না দেখে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করুন আমিন 🤲❣️
Onek Valo natok
Ameen
হায়রে টাকা টাকা আছে ভালোবাসা আছে টাকা নাই ভালোবাসা নাই এটাই বাস্তব জীবন আমরা প্রবাসীরা টাকার জন্য কত না কষ্ট করি নিজের ফ্যামিলি টিকিয়ে রাখার জন্য আল্লাহ তুমি আমাদেরকে রহম করুন
বাস্থ্যবতা বড়ই কঠিন জিনিস বিপদে পরলেই চেনা যায় কে আপন কে পর 👍💔💖
কথা সত্যি ভাই
বর্তমানে আমারও চাকুরী নাই,
এই নাটকের অবস্হা অরজিনিলাল বাস্তব,👍👍👍👍
আমি সর্ব প্রথম ধন্যবাদ জানাই পরিচালক ফাহিম হাসান মনির ভাইকে,, তার পরে ধন্যবাদ জানাই জামিন ভাইকে বর্তমান সমাজের সাথে সম্পুর্ন মিল রয়েছে,,, এই দুনিয়ায়ই টাকা পয়সা ছাড়া কোন দাম নাই,,, এই সমাজে এখন টাকা আছে যার সে অনেক বড় টাকা নাই যার তার কোন মুল্য নাই,,,নাটক দেখে শেষ দিকে চোখের পানি পড়ে গেছে,,,আর আমাদের সমাজে এখন একটা বেকার ছেলের কোন দাম নাই কারো কাছে,, শুধু মা বাবা ছাড়া,,, একটা বেকার ছেলে বুজি কতটা কষ্ট এই ছাড়া কেউ বুজবে না,,,,
রাইট 😢ভাইয়া
❤❤❤❤❤
নাটকটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পশে থাকুন, ধন্যবাদ।
❤❤❤@@ShekorMultimedia
😭😭😭😭
বাস্তব জীবনের একটা দৃশ্য, ধন্যবাদ পরিচালক ভাইকে, সুন্দর ভাবে নাটক উপস্থাপন করার জন্য।❤
সুখের সময় মানুষ পাশে থাকে
দুঃখের সময় কাউরে খুজে পাওয়া যায় না
যায় হোক পরিচালকে ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য
আমি ভারতীয়। বাংলাদেশের অনেক নাটক দেখেছি অনেক বছর ধরে। প্রায় ১০ বছর ধরে। এত দিন ধরে যেসব নাটক দেখেছি তার মধ্যে অনেক নাটক হয়তো আমার জীবনের সাথে মিলে গেছিল কিন্তু কোনদিন আনুভব করতে পারিনি অতটা কিম্বা হয়তো অনুভব করতে চাইনি। কিন্তু আজকের নাটক টা দেখে আমি সত্যি বলছি, এই নাটক টার সাথে মিলে গেছে আমার বর্তমান জীবনের দিন গুলো। আমি আজ ৫/৬ মাস ধরে বেকার হয়ে বসে আছি বাড়িতে।আজ আমি ও খুব কষ্টে সংসার চালাচ্ছি।সত্যি কথা বলতে কি আমি আজ এই নাটক টা দেখে অনুভব করতে পারলাম ঠিক এই নাটকের নায়কের মত যে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই হয়তো আমাকে এখন ভয় পাই। কিন্তু আমার মা বাবা আর বিশেষ করে আমার সহধর্মিনী আমার পাশে আছে আর ওরা আমাকে আনেক সাহস দেই। আর তাই আমিও ভগবানের উপর বিশ্বাস নিয়ে বসে আছি বাড়িতে যে খুব তাড়াতাড়ি আমার জীবন টা পাল্টে যাবে। ধন্যবাদ আপনাকে ভাইয়া যিনি নাটক টা লিখেছেন। বাংলাদেশের নাটক সমাজের জন্য খুব উপকারী। ভগবান শ্রীকৃষ্ণ সবার মন্গল করুন। 🙏🙏🙏🙏🙏
এই সময়ের বাস্তব চিত্র এটা 😢😢😢ধন্যবাদ জানাই পুরো টিমকে খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য ❤❤❤
এই নাটকের সাথে বর্তমান সমাজের পুরাই মিল
অনেকটাই মিলে গেছে নিজের জীবনের সাতে, এমন বাস্তবতা নিয়ে একটি নাটক উপহার দেওয়ার জন্য ধন্যবাদ পরিচালক ও লেখক কে,,, সাতে নাটক অভিনেতা ও অভিনেত্রীদের জামিলের সেরা নাটক হয়েছে এত সুন্দর অভিনয় জামিল ভাইয়ের তার সব নাটক গুলোই দেখি
এই নাটকটা আমার জীবনের অতীতগুলোর সাথে বর্তমানে মিলে গেছে
😢 সুখের সময় সবাই পাসে থাকে কিন্তু দুঃখের সময় আপন মানুষ গুলো ও পর হয়ে যায়
টিক
মাত্র ৩মাস বেকার, একটা নাটক হয়ে।গেল কি সুন্দর লাগলো, বিয়ের পর ৩ টাবছর বেকার ছিলাম
দুনিয়াটা চেনা হয়ে গেছে,, 😢
সেম ভাই 😂😂😂😂😂
এই সমস্যাটা আমারও দীর্ঘ দুই মাস ধরে চাকরি নাই প্রবাসের মাটিতে খুব কষ্টে আছি নিজের বাড়ির টেনশন ফ্যামিলি টেনশন সবমিলিয়ে খুব টেনশনে আছি তারপরও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এই সময় থাকবে না অনেক সময় পরিবর্তন হবে আল্লাহ চাহে তো সবকিছু ঠিক হয়ে যাবে একদিন সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন
ধন্যবাদ জানাই লেখক ও পরিচালক কে
যিনি বর্তমান সময়ের সাথে মিলিয়ে এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য
নাটকটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পশে থাকুন, ধন্যবাদ।
❤❤❤❤❤❤
এত গুলো নাটকের মধ্যে এটাই সেরা নাটক😭
নাটকটা দেখে চোখ দিয়ে পানি চলে আসল।ধন্যবাদ পরিচালক ফাহিম হাসান মনির ভাই কে।
এতো সুন্দর একটা নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ
একটা চাকরি না থাকা কত কষ্টের জীবন একটা বেকার মানুষের জানি
ধন্যবাদ পরিচালক, কাহিনীকারসহ সকল-কে।
অসাধারন দক্ষতায় বাস্তবতা সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য জামিল ভাই ও মুন-কে ধন্যবাদ।
ফাহিম হাসান মনির,
বন্ধু তোকে অনেক ধন্যবাদ, এমন চমৎকার একটি নাটক উপহার দেওয়ার জন্য। তোর জন্য অবিরাম দোয়া ও শুভ কামনা রইল।
বাস্তবতা ঠিক এই রকম,, নাটক টা দেখে, কিছু বলার ভাষা নাই
চাকরী করে অনেক ভাল রাখার পরেও বেকার হয়ে গেলে সবচেয়ে বড় আঘাত অবহেলা আসে একমাত্র স্ত্রীর কাছ থেকেই আর অন্য কারো কাছ থেকে নয়; এটাই বাস্তব সত্য; তখন সবার কাছে অসহায় হতে হয়। আবার যখন আয় শুরু হয় তখন সাথে সাথে স্ত্রীও বদলে যায়, এটাই বাস্তবতা।
তারপর বদলে যাওয়া বউ নিয়ে কি সংসার করছেন??
@@azmalhossainsomrat9918 একাধিক সন্তানাদি থাকলে দীর্ঘ সময় ঠিকমত খরচ দিতে না পারলে আত্বীয়-স্বজন প্রতিবেশীদের সবসময় বিভিন্ন ধরনের কটু কথা ও চাপের কারণে স্ত্রীরাও ধৈর্য্য হারিয়ে স্বামীর সাথে খারাপ আচরণ শুরু করে, এটা নিজের স্বার্থে নয়, সন্তানদের জন্য। নাটকে তো দেখানো হয়েছে স্ত্রীর নিজের স্বার্থে। স্ত্রী সন্তানদের ভাল মতো চাহিদা পূরণ করতে না পারলে বহু বছরের সংসারেও অশান্তি হবেই, এমনকি সন্তানরাও বাবার সাথে খারাপ আচরণ করে। পৃথিবীতে টাকা ছাড়া পূরুষের কোন মূল্য নাই। পৃথিবীতে বাস্তবে স্বামীর অর্থাভাবের সময় স্বামীর সাথে থেকে ধৈর্য ধরা শিক্ষিত নারী নাই বললেই চলে; যতই ভালোবাসা থাকুক না কেন। তবে অশিক্ষিত মূর্খ গ্রামের নারীরা ভিন্ন।
Right ❤❤
এইদিক থেকে আমার বউ সেরা আমার কঠিন সময় গুলা আমারে অনেক সাপোর্ট করছে
এই দিকথেকে আমি লাকি আমার জীবনের প্রতিটি ক্লান্তিক্ষনে একমাত্র আমার বউকেই পাশে পেয়েছি,,!!
দেখার মত একটা নাটক ছিল অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে নাটকের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ পরিচালক বর্গকে এরকম একটি নাটক আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
শেষের ৩মিনিট দারুণ ছিলো। জামিল দারুন সিদ্ধান্ত নিয়েছে। অসভ্য, লোভী নারিদের এটাই দেওয়া উচিৎ।
রাইট
সহমত
জামিল মানে হিট তার নাটক থেকে অনেক কিছু শিখার আছে
নাটকটা অনেক বাস্তব ধর্মী নাটক ,,অনেকের জীবনের সাথে মিলে গেছে,,,অনুভূতিতে আগাত লাগে,,,,
চাকরি না থাকলে সেয় বোঝে দুনিয়া টা কি 😢😢😢
এটাই আসল বাস্তবতা সুখের দিনে সবাইকে পাওয়া যায় দুঃখের দিনে খুব কম
কেমন জেন খুব মিল পড়ে গেল 😢
৯ মাস থেকে বেকার প্রবাসে কিন্তু এই ৯ মাসে বউয়ের ওনেক সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ ❤️
পরিচালক ফাহিম হাসান মনির নাটক মানে বিশেষ কিছু। নাটকটা আমার অনেক ভালো লেগেছে।
নাটকটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পশে থাকুন, ধন্যবাদ।
সবাইকে কালেমার দাওয়াত দিয়ে গেলাম::>- লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ । ❤❤
এটাকি কালেমার দাওয়াত দেওয়ার জায়গা বাইনচোদ
😢এখন পর্যন্ত এমন কষ্টে নিয় আছি।।😢
এজন্যই আমাদের সঞ্চয় করা দরকার কারণ বিপদের সময় যাতে কাজে লাগানো জাই ❤❤❤❤❤❤❤
এই জুটি অসাধারণ ।
জামিল ভাইয়ের সেরা নাটক😭😭😭
কয়টা দিন ধরে নাটক টা খুজতেছি, অপেক্ষার পরে পেয়ে গেলাম,,,,,,জামিল ভাই, আপনার নাটক গুলা খুব ভালো লাগে।। আপনার জন্য রইলো ভালোবাসা
নাটকটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পশে থাকুন, ধন্যবাদ।
Very heart touching.
এই নাটকটা আমার সাথে 100থেকে100মিলে
same amar😢😢😢
তাদের নাটকগুলি অনেক সুন্দর হয় নারী শাড়িতেই সুন্দর পুরুষ তার ভালোবাসার থেকে🌸 সুন্দর
কিছুক্ষনের জন্য দম টা যেন বন্ধ হয়ে গেছিল। অনেক সুন্দর গল্প।
এখন হোগা মারা দিন
অনেক সুন্দর নাটক। অনেক সুন্দর অভিনয় করেন জামিল হোসেন নামের এই ছেলেটি। ওর সব নাটক দেখতে চাই।
এই সমাজে সব চাইতে কষ্টকর হচ্ছে, কাউকে টাকা ধার দিয়ে ফেরত চাওয়া ?? তখন আর চেনে না সেই মানুষ ??
যে বিপদের সময় পাশে থাকে না সে কখনো আসল জীবন সঙ্গী হতে পারে না
ধন্যবাদ জানাই পুরো টিমের সদস্য দের ❤❤❤❤🎉
জামিল মুন মুন মানে অনেক সুন্দর নাটক......এদের জুটির আর সুন্দর সুন্দর নাটক দেখতে চাই ❤❤❤
আমাদের দেশের মানুষের রুচিবোদ নাই এত সুন্দর নাটক ভিউ নাই😂
খুবই দুঃখ জনক। নাটক just নাটক
একমাত্র সেই বুঝে যে এই পরিস্থিতির সম্মুখীন হয়।
আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য্য দান করুন?
সুখের সময় সবাই থাকে দুঃখের সময় থাকে কজন
বাস্তব আমার না বাবা মারা গেছেন আজ ১০ বছর আগে আমি পরিবারের খরচ বহন করি ১২ বছর হতে মাএ ২ বছর অভাবে ছিলাম বলে সবাই আমাকে সমাজ থেকে আলাদা করেছে টিক মতো কথাও বলি নাই আর আজ হায়রে মানুষ
কি করেন ভাই এখন আপনে
😢😢😢
আমার জীবনের সাথে মিশে আছে এই নাটকের গল্পটা। তাই তো বলি-আমি অসময়ে চেনা মানুষের অচেনা রূপ দেখে অভ্যস্ত আমাকে মানুষ চেনাতে এসোনা
Thanks for your watching 🥰🥰. If you like then you can share with your friends.
বর্তমান সমাজ টা এরকম
নাটকটি খুবই সুন্দর। বাস্তবতার মিল রয়েছে।
ভাই এই গল্পের লেখক কে অনেক অনেক ধন্যবাদ। এই গল্পটা আমার জীবনের সাথে অনেক মিল। যদিও আমার এখনও চাকরি হয় নাই কিন্তু হবে আশা ছাড়িনি। কিন্তু চাকরি চলে যাওয়ায় এই ৪ মাসে অনেক কিছু হারাইছি।অনেক মানুষ চিনলাম। অনেক কাছের মানুষ আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নাটকটি অনেক ভাল হয়েছে। ধন্যবাদ
এই সময়ের বাস্তব চিএ এটা,ধন্যবাদ জানাই পুরা টিমকে,❤❤❤❤
অনেক শিক্ষানীয় একটা নাটক
অনেক সুন্দর হইছে
জামিল সরকারের নাটক গুলি বাস্তব জীবন থেকে নেওয়া অস্থির
দারুন অভিনয় করেছে সবাই,
ইন্ডিং টা খুব ভালো ছিল এবং পারফেক্ট
ভাই তোর অভিনয় গোলো অনেক বাস্তব জীবনে সাথে মিল আছে অনেক সুন্দর নাটক গোল
এই নাটকের সাথে আমার অনেকটা মিল রয়েছে, আজ 10 মাস যাবত আমার জব নাই, এই কয় মাসে বুজলাম টাকা ছাড়া দুনিয়াতে কারো দাম নাই, বাবা মা ছাড়া এই কস্ট কেউ বুজে না, যত আপন জন আছে কেউ এগিয়ে আসে নাই
বাস্তবতা সাথে মিলে গেছে ধন্যবাদ আরো এরকম নাটক চাই
এক কথায় অসাধারণ 🥺🥺
শেষে কান্না করে দিলাম। সত্যি বাংলার নাটকগুলো অসম্ভব সুন্দর।
অসাধারণ ❤just garet video
পরিচালক ফাহিম হাসান মনির ভাই এর নাটক মানে বিশেষ কিছু। চোখ দিয়ে পানি চলে এসেছে নাটকটা দেখে।
নাটকটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পশে থাকুন, ধন্যবাদ।
নাটকটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পশে থাকুন, ধন্যবাদ।
Good natok
এরকম জীবন এরকম মাষুশ অনেক আছে ভাল লাগলো এই নাটকা
অসাধারণ সুন্দর একটা নাটক উপহার দেওয়া জন্য অনেক ধন্যবাদ
এমন নাটক চোখে পানি ধররে রাখতে পারিনি ভাইয়া দুনিয়ার মানুষ গুলো এমনই হয়
অনেক সুন্দর হয়েছে নাটকটা বাস্তবের সাথে অনেক মিল দেখে চোখের পানি এমনিতে চলে আসলো 😢😢😢
হাজার হাজার নারী আছে যারা শুধু টাকা এবং চাকরিকেই ভালোবাসে
পরিচালককে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি নাটক উপহার দেয়ার জন্য। এজন্যই তো বাংলাদেশের নাটক সেরা।
আমার সময়ের সাথে মিলে গেছে। আলহামদুলিল্লাহ আমার চাকরি আছে কিন্তু বেতন কম তাই পরিবার নিয়ে চলতে খুবই কষ্ট হয়।
বর্তমানে আমারও চাকরি নাই,,,,,
নাটকের সাথে হবুহবু মিলে যাচ্ছে 😢😢
কি সুন্দর একটা নাম হযরত মুহাম্মদ সাঃ 😊😊
Thanks for your watching 🥰🥰
কাউকে টাকা দিলে পরে ভিক্ষুক এর মতো চেয়ে চেয়ে নিতে হয় এটা চরম বাস্তবতা 😅
আমি কমেন্ট করি না তবে নাটকটা অসাধারণ ছিল
এ রকম নাটক আরও চাই
এইটা আমাদের মধ্যবৃত্ত পরিবারের দুঃখের কাহিনী মিশে আছে।😂😂😂
অসাধারণ বর্তমান সমাজে এটাই হয় যদি আপনার টাকা থাকে
নাটকে কাহিনী বাস্তবে সাথেঅনেক মিল❤❤❤
❤ সত্যি অসাধারণ একটি নাটক চমৎকার গল্প
অনেক অনেক সুন্দর নাটক ,,,সত্যি বলতে অসাধারণ❤❤
সুন্দর ছিলো খুব তবে অনেক-টা কষ্টের সেই সাথে বর্তমান সময়ের বাস্তবতা টাও এমনি যাই হোক শেষ টা বেশ সুন্দর ছিলো।❤️
মা থাকলেই চলে আর কিছু লাগেনা❤❤ আই লাভ ইউ ❤মা❤
প্রতিটা কথা চোখের পানি ঝরালো 💔🥀
জামিল মানে অসাধারণ, ধন্যবাদ জানাই এই নাটক লেখক কে
আসলে স্বামীর বিপদে কোন স্ত্রীর চলে যাওয়া উচিত নয়। সময় সব সময় খারাপ থাকে না
নাটকটি অবশ্যই খুব সুন্দর । তবে একটা কথা বলতে চাই যে এই নাটকটির Ending টি অসাধারণ হয়েছে । তার জন্য পরিচালক কে আমি টুপি খুলে কুর্নিশ জানাই ।
সুদিনের সময় সবাই পাশে থাকে,, একজন বেকার পুরুষ সবার কাছে এবং সব জায়গায় মূল্য নেই 😢,, নাটকটা দেখে চোখে জল চলে আসলো 😢
Bastober Sathe natok ti anek mill ahare Ashe pasher Manush gulo Amoni hoy bopoder somoy 😅
এই সময়ের বাস্তব চিত্র এটা ধন্যবাদ জানাই পুরো টিমকে খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য