অরূপ কুমার দাশ এ বছরের (২০২৩) এ মাসে-ই ( সেপ্টেম্বর) ওর মৃত্যু হয়েছে। মস্তিষ্কে ম্যাসিভ হ্যামোরেজ। অরূপ ফৌজদারহাট ক্যাডেট কলেজে আমার দু’বছরের জুনিয়র ক্যাডেট ছিল।পরে বুয়েট থেকে পাশ করা আর্কিটেক্ট। ওর ১৩ বছরের একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে আছে। অরূপ ওর ছেলেটির দেখভাল করতো সারাক্ষণ; ওকে সাথে নিয়ে লালমাটিয়ায় ‘ টি-টং ‘ নামে একটা কফিশপ চালাতো। স্থাপত্যবিদ হিসেবে কাজ করতে পারেনি আর। ফেসবুকে ছাপানো এই লেখাটি অরূপ আমাকে পড়তে অনুরোধ করেছিল একবার। লেখাটি এতো মনে ধরে যায় আমার, আমি তৎক্ষণাত অফিসে মোবাইল ফোনে বসে রের্কড করে মিউজিক বসিয়ে ওকে পাঠাই। অরূপ যতটা না খুশি হয়েছিল, তার’চে বেশি অবাক হয়েছিল। মূল লেখাটির কিঞ্চিত পরিবর্তন ( ‘মানুষ’ না বলে বলেছি পুরুষের) করেছিলাম আমি। ও বলেছিল: ‘দারুণ হয়েছে তিতাস ভাই। আমি সবার সাথে শেয়ার করছি।’
অরূপ কুমার দাশ
এ বছরের (২০২৩) এ মাসে-ই ( সেপ্টেম্বর) ওর মৃত্যু হয়েছে। মস্তিষ্কে ম্যাসিভ হ্যামোরেজ। অরূপ ফৌজদারহাট ক্যাডেট কলেজে আমার দু’বছরের জুনিয়র ক্যাডেট ছিল।পরে বুয়েট থেকে পাশ করা আর্কিটেক্ট। ওর ১৩ বছরের একজন বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে আছে। অরূপ ওর ছেলেটির দেখভাল করতো সারাক্ষণ; ওকে সাথে নিয়ে লালমাটিয়ায় ‘ টি-টং ‘ নামে একটা কফিশপ চালাতো। স্থাপত্যবিদ হিসেবে কাজ করতে পারেনি আর।
ফেসবুকে ছাপানো এই লেখাটি অরূপ আমাকে পড়তে অনুরোধ করেছিল একবার। লেখাটি এতো মনে ধরে যায় আমার, আমি তৎক্ষণাত অফিসে মোবাইল ফোনে বসে রের্কড করে মিউজিক বসিয়ে ওকে পাঠাই। অরূপ যতটা না খুশি হয়েছিল, তার’চে বেশি অবাক হয়েছিল। মূল লেখাটির কিঞ্চিত পরিবর্তন ( ‘মানুষ’ না বলে বলেছি পুরুষের) করেছিলাম আমি। ও বলেছিল: ‘দারুণ হয়েছে তিতাস ভাই। আমি সবার সাথে শেয়ার করছি।’
খুব কষ্ট হচ্ছে কেন এভাবে চলে গেলেন…
দারুণ লাগল কথাগুলো।
অনেক ধন্যবাদ
আমাদের চ্যানেলে আপনাকে সুস্বাগতম
গভীরতর সত্য...
আপনার কন্ঠে সত্য আরও গভীরতর....
অনেক শুভকামনা 💚
সত্য কঠিন
সত্য সুন্দরতম
❣️
অনেকানেক ধন্যবাদ
লেখাটা খুব সুন্দর। লেখক নেই কিন্ত এই যে উনার লেখায়, আপনার পাঠে উনি বেঁচে থাকবেন।
ওঁর মৃত্যু এবং গভীর জীবনবোধ সম্পন্ন এই লেখাটি সত্যিই আমাদের মনে গভীর দাগ কেটেছে।
দাদা আপনার সুমিষ্ট কন্ঠে সেরা।
আপনার সুকোমল শ্রবণেন্দ্রিয় অনেক উদার। ধন্যবাদ জানবেন।
আর ধরো যেটুকু বাকি ছিল বলার একটা ফরিং দুটো শালিক অথবা মুঠো ভর্তি বকুল তার পাঁচটি আজ্ঞুল না বলাই থেকে যায়।কথা গুলো ভীষন রকম সুন্দর…🤍
অলৌকিকে ডুবে যাবার সময় এসে যায়…
Darun darun laglo dada❤❤
অনেক ধন্যবাদ। প্রতি বিষ্যুদবার রাত ন’টায় আমরা নতুন কবিতা দেবার চেষ্টা করি। ফের আসবেন। আমাদের ভালো লাগবে।
👌👌👌
এক দুই তিন
অনেকানেক ধন্যবাদ
একজন পুরুষের আসলে বেশি কিছু বলার থাকে না❤
আসলেই তো!
প্রতিটা পুরুষেরই কিছু না বলা কথা থাকে
না বলা কথা ক্রমাগত জমতে থাকে
তারপর একদিন অলৌকিকে চলে যাওয়া ….
পুরুষের কান্না দেখার কেউ থাকেনা
পুরুষেরা নীরবে কাঁদে।
নিভৃতে কাঁদে গভীর রাতে একাকী।
তাই কেউ দেখতে পায় না।