অভিনয় এর মাধ্যমে মানুষের মনে রাগ তুলে দেওয়া বা সেই ক্যারেকটার টাকে সাজা দেওয়া হলে দর্শক হিসেবে আনন্দ পাওয়া।এটা একজন অভিনেতার সাফল্য। আপনি সফল আপনার জায়গায় ভাইয়া।💜
নাটক হচ্ছে বিনোদন জগতের একটা অংশ আর বিনোদন জগৎ হচ্ছে সংষ্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ ! বাস্তবিক অর্থে সংষ্কৃতি হচ্ছে সমাজের আয়না স্বরূপ ! আমি নিজে একজন অপসংস্কৃতির তীব্র সমালোচক ও বিরোধী, তবে এক্ষেত্রে খুব সচেতনভাবে সংষ্কৃতি আর অপসংস্কৃতির পার্থক্য বুঝতে হবে ! সমাজে চলমান একটা বিষয়ের প্রতিফলন আর একটা বিষয়কে সমাজে চলমান করার অপ-প্রচেষ্টা - এক বিষয় নয় এবং এটা একটু গভীরতার সাথে উপলব্ধি করা বিষয় ! আমি হিন্দি সিনেমা গ্যাঙ্গস্ অফ ওয়াসিপুর দেখেছি যা আমার আপাত দৃষ্টিতে অপসংস্কৃতির নামান্তর মনে হলেও দিনের শেষে উপলব্ধির গভীরতায় একটা মাষ্টারপিস ছাড়া কিছু নয় ! যদিও গ্যাঙ্গস্ অফ ওয়াসিপুরের সাথে ব্যাচেলর পয়েন্টের কোনো তুল্যমূল্য বিচারবোধের জায়গা তৈরি না হলেও ব্যাচেলর পয়েন্ট সমসাময়িক সমাজ ব্যবস্থার অনেক শ্রেনীর মানুষের কথা বলে, সেখান থেকে প্রচুর মানুষ এই নাটকের গল্পের সাথে নিজেদের 'রিলেট' করতে পারে তাই এর এত জনপ্রিয়তা, এমন কি আমার মত 'জটিল' দৃষ্টিভঙ্গির মানুষও এই নাটকের অপেক্ষায় প্রহর গোনে.....! ধন্যবাদ এর সাথে যুক্ত সমস্ত অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের । ধন্যবাদ পরিচালকে ( যদিও মাঝে মধ্যে আপনার গল্প তার বাস্তব প্রতিফলনে একটু-আধটু ফাঁক-ফোঁকড় রেখে যায়, তবুও ) আর স্পেশাললি ধন্যবাদ 'বোরহান ভাইকে' ! অভিনয় নিয়ে আর হয় নাই বা বললাম, কিন্তু ভাই বাংলা নাটকের জগতে আপনার মত ফিটনেস আমি আর দেখিনি, শরীরের পোশাক ভেদ করে আপনার ফিটনেস বেরিয়ে আসে ! অজয় দেবগন, অনুপম খের বা আশিষ বিদ্যার্থীর মত রিয়েলিস্টিক পুলিশের চরিত্র করার মত বেটার অভিনেতা আপনার থেকে আর কেউ বাংলা নাটকের জগতে আছে বলে আমার মনে হয় না !
সংস্কৃতি আর অপসংস্কৃতির পার্থক্যটা কি স্পষ্ট করে বলবেন? এই নাটক যদি সংস্কৃতির প্রতিনিধিত্ব করে তবে বলতে হবে, সর্বনাশের মাথায় বারি হয়ে গেছে । জনপ্রিয়তা পেলেই কি সবকিছু শুদ্ধ সংস্কৃতি হয়ে যায় । বাংলা চলচ্চিত্র শিল্পের যেটাকে পতন কাল বলাহয় , তার শুরু হয়েছিল এইরকম আপাত জনপ্রিয় সংস্কৃতির জন্য । তখন জে চলচ্চিত্র গুলোকে চলচ্চিত্র শিল্প ধ্বংসের জন্য দায়ী করা হয় , সেগুলো তখনকার সময়ের প্রতিচ্ছবিই ছিল । তাই বলে সেগুলো শুদ্ধ সংস্কৃতি হয়ে যাবে না । সবচেয়ে বড় কথা ....সংস্কৃতি শুধু সমাজের আয়নাই না, তা সমাজের মানুষের মননে ইতিবাচক পরিবর্তন ঘটায়।
@@alokbala703 প্রবাহমান ঘটনা সমষ্টির অকৃত্রিম প্রতিবিম্ব হচ্ছে সংষ্কৃতি আর কৃত্রিম প্রতিবিম্ব হচ্ছে অপ-সংষ্কৃতি ! আপেক্ষিক বিচার-বিবেচনায় সংষ্কৃতির ভাল ও খারাপ দুটো রূপই থাকতে পারে ! যখন সংষ্কৃতির অভিমূখ তার নির্দিষ্ট স্থির গন্ডির বাইরে গিয়ে নিন্মমূখী হয় তখন তাকে বলা হয় সংষ্কৃতির অবক্ষয় আর এই অবক্ষয়ের গতিপথ যখন অস্বাভাবিক ও দ্রুত হয় তখন তাকে অপ-সংষ্কৃতি হিসেবে দেখা হয় ! এবারে আসি এই প্রেক্ষাপটে এই নাটকের আলোচনায় --- এই নাটক থেকে আপনি আমাকে এমন একটা অংশ দেখান যেটার সাথে আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা (হোক সে ভাল বা খারাপ) 'ম্যাচ' করে না ! অলীক কোনো খারাপ কন্টেন্ড কি আপনি খুঁজে পেয়েছেন যা চলমান সমাজ ব্যবস্থায় আপনার বা আমার সামনে ঘটছে না ? উত্তরটা যদি 'হ্যাঁ' হয় তাহলে অবশ্যই এই নাটক-টা অপ-সংষ্কৃতির নামান্তর, আর উত্তর যদি 'না' হয় তাহলে অবশ্যই এটা আমাদের সংষ্কৃতির অংশ তা সে ভাল হোক বা খারাপ ! আমরা সবাই আলোকে প্রেফার করি, পছন্দ করি, গ্লোরিফাই করি তাই বলে অন্ধকারের অস্তিত্ব অস্বীকার করতে পারিনা । কারন সে আলোর সাথেই ওতোপ্রেত ভাবে জড়িয়ে আছে ! আর যারা এই অস্বীকৃতির সমর্থক, তারা অর্ধ সত্য অর্ধ মিথ্যার সমর্থক ! অর্ধ সত্য অর্ধ মিথ্যা কখনো কোনো কিছুরই পূর্ণ অবয়ব ব্যাখ্যা বা প্রকাশ করতে পারে না । আর আপনার সংষ্কৃতি যদি অর্ধ সত্য অর্ধ মিথ্যার গ্ৰহনে নিমজ্জিত থাকে তাহলে পক্ষান্তরে তাও এক অপ-সংষ্কৃতিরই সামিল । যদি আপনার উদ্দেশ্য হয় উৎকর্ষ, তাহলে আপনাকে আলোর থেকে আঁধার বেশি ভালো দেখতে সাহায্য করবে, ভালোর থেকে খারাপ বেশি শেখাতে সাহায্য করবে ! আর হ্যাঁ ভাই, সংষ্কৃতি নয়, শিক্ষা মানুষের মননে ইতিবাচক পরিবর্তন ঘটায়, যার প্রতিফলন সংষ্কৃতির উপর পড়ে । কারন, শিক্ষা হচ্ছে সংষ্কৃতির ভিত্তি, সংষ্কৃতি শিক্ষার নয় ! ভালো থাকবেন, ধন্যবাদ ।
আমাদের নাটক হলো সমাজ বদলের হাতিয়ার ফলে আমাদের নাটকের যথেষ্ট ঐতিহ্য এবং সুনাম আছে। এই নাটকের মাঝে জারজ অমি গালি এবং অশ্লিল বাক্য ঢুকিয়ে ও ওর বংশ পরিচয় প্রকাশ করেছে।
দয়া করে গালি বন্ধ করেন।এমনি নাটক টা অনেক ভালো। মানুষের মধ্যে এই গালি গুলো এত সহজ হয়ে গেছে যে।ছোট ছোট বাচ্চা রাও এই গালি দিতে লজ্জা পায় না।প্লিজ গালি ছাড়া নাটক বানান।
ঠিক বলেছেন,,গালিটা না করা ভালো হবে সবার জন্য,,কারন ছোট বড় সবাই দেখে,,, নাটক বলতে হাঁসি, আনন্দ, শিক্ষা,, তো সবাই একটা খারাপ শব্দ শুনতেছে,ও শিক্ষা নিতেছে, আমি একজন বেচেলর নাটকের নিয়মিত দর্শক হিসেবে ,, বলতে চাই,,গালিটা বন্ধ করা হোক,,, 😟
ব্যাচেলর লাইফ এরচেয়ে বেশি খারাপ। এখানে অনেক মার্জিতভাবেই তুলে ধরা হয়েছে। ব্যাচেলরদের জীবনের নানান চড়াই উৎরাই এর খুবই সামান্য এই নাটকে দেখানো হয়েছে। ধন্যবাদ ব্যাচেলর টীম কে
একজন মুসলিম হিসেবে সবসময় এসব বিনোদন নিয়ে পড়ে থাকার সময় নাই। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, হারাম নাটক গান বাজনা দেখা বাদ দিতে হবে।।।। মৃত্যু কখন হবে কেউ জানিনা সো আগেই সাবধান হতে হবে প্রিয় মুসলিম ভাইবোন সবাইকে।
ব্যাচেলর পয়েন্ট সমাজ থিকা নিয়াই তৈরি হইছে এই নাটকে সমাজের বাইরের কিছু নাই। কারন এই নাটকে যা দেখানো হয়েছে সবই বাস্তবের সাথে মিল রেখে। যে মানুষ জীবনে ব্যাচেলর লাইফ কাটিয়েছে সেই বুঝে এই নাটকটার মর্ম। তবে এই নাটকে ব্যাচেলরদের শুধু আনন্দ আর ঝগড়া বিবাদের মুহূর্তগুলোই দেখানো হয়েছে। কষ্টের বিষয়গুলো দেখানো হয়নি। একজন ব্যাচেলরকে প্রচুর আর্থিক প্যারা সামাল দিতে হয় যেটা এই নাটকে পরিলক্ষিত হয় নি। গালিগালাজ হচ্ছে ব্যাচেলর বাড়ির কমন ব্যাপার তাই এটা যদি নাটকে না থাকে তাহলে তো নাটকটার স্বার্থকতাই থাকবে না
জুয়েল ফুফা আর বুরহান দুইজনের অভিনয় ১০ এ ১০
আমার কাছে জুয়েল কাকার অভিনয় সেই লাগে.. বিশেষ করে কি ডেন্সার এই ডাইলগ অনেক জনপ্রিয়তা পেয়েছে
💗👋👋👋👋💗❤️👍
Replies
❤️❤️
প্রিয় অভিনেতা
Me tooooo
জুয়েল কাকার একটা কথা ভালো লেগেছিলো যে জীবনে যেকোনো পরিস্থিতিতেই মুখে হাসি নিয়ে থাকতে হবে।
সিজন এক থেকে সিজন চার পর্যন্ত একটা পর্বও যারা মিস করেননি তাদের জানাই অসীম কৃতজ্ঞতা এবং ভালোবাসা
Ok
কি ড্যান্সার রিসোর্ট এ যাবে?
@@randomforest9547 😅
Akta misss hoy nai season 5 kova asba
কি ইভা আপু,,, বেঁচে আছেন তো আপনি???
আমি India থেকে দেখি আমি bechoiler point এর একটাও episode বাদ দেইনাই এখন পর্যন্ত ভিশন ভালো লাগে thanks for Arifin ome
জুয়েল কাকার অভিনয় টা দারুন।
কি ড্যান্সার🤣
এত বড় একটা ইন্টারভিউ দেখলাম, কোনো বিরক্তি ছাড়া 💗
আমিও
Same ❤😊
চলো চিপায় গিয়া ফাটাই আসি 😂😂😂
হুম কারন এইখানে সুশীল সমাজ আাছে😆
বোরহান যখন বল নিয়ে দৌড়ায়, তখন বলকে মাণুষের টাকা মনে করে,
🤣🤣
জুয়েল ফুফা,, ডাইরেক্ট বলে,,দেন,,,,এটা ব্যাচেলার নাটক,,,,এখানে গালি লুচছামি বদমাইসী সব ই থাকবে,না হলে এটা ব্যাচেলর নাটক হবেনা,,,ওমি ভাই ঠিকঠাক অভিনয় দিয়েই এগিয়ে যাচ্ছে
অভিনয় এর মাধ্যমে মানুষের মনে রাগ তুলে দেওয়া বা সেই ক্যারেকটার টাকে সাজা দেওয়া হলে দর্শক হিসেবে আনন্দ পাওয়া।এটা একজন অভিনেতার সাফল্য। আপনি সফল আপনার জায়গায় ভাইয়া।💜
বাস্তব কথা গুলো খুব সুন্দর ভাবে মজার ছলে বলে গেলেন সুজন দা, অসাধারণ মানুষ আপনি।...আমরা এপার বাংলার দর্শক রা আপনাদের সৃষ্টির সর্বক্ষণের সঙ্গী। ...
অসাধারণ সুন্দর অভিনয় করেছেন জুয়েল ফুপা , চমৎকার ও উপভোগ্য,অতি মেধাবী অভিনেতা!👍🙏❤️
ওনার হাসিটা খুবি ভালো লাগে অ্যাক্টিং ও অনেক ভালো মানের
বোরহান ভাই আসলেই ভাল করতেছে,,সবগুলো অভিনয় ই করতেছে
এখানে তো বোরহান নেই জুয়েল আছে
ফাতরা নাটক
@@kajolrakha4881 Just binodon...
Bal apne na dekhe e bolen fatra...
Apne bal dekhen...
Apni ki bojban
@@kajolrakha4881 tor baper hoga
জুয়েল ভাইয়ের অভিনয় সবচাইতে সুন্দর
Amiiiiiiiii Indian bangaliiii.... Lots of love from India 🇮🇳 ♥️
গরিব মানুষের পাশে দারাতে হবে আমাদের সবার
জুয়েল কাকা আর বোরহান ভাই হিট,❣️
জুয়েল ফুফার অভিনয় টা অসাধারণ
নাটক হচ্ছে বিনোদন জগতের একটা অংশ আর বিনোদন জগৎ হচ্ছে সংষ্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ ! বাস্তবিক অর্থে সংষ্কৃতি হচ্ছে সমাজের আয়না স্বরূপ ! আমি নিজে একজন অপসংস্কৃতির তীব্র সমালোচক ও বিরোধী, তবে এক্ষেত্রে খুব সচেতনভাবে সংষ্কৃতি আর অপসংস্কৃতির পার্থক্য বুঝতে হবে ! সমাজে চলমান একটা বিষয়ের প্রতিফলন আর একটা বিষয়কে সমাজে চলমান করার অপ-প্রচেষ্টা - এক বিষয় নয় এবং এটা একটু গভীরতার সাথে উপলব্ধি করা বিষয় ! আমি হিন্দি সিনেমা গ্যাঙ্গস্ অফ ওয়াসিপুর দেখেছি যা আমার আপাত দৃষ্টিতে অপসংস্কৃতির নামান্তর মনে হলেও দিনের শেষে উপলব্ধির গভীরতায় একটা মাষ্টারপিস ছাড়া কিছু নয় ! যদিও গ্যাঙ্গস্ অফ ওয়াসিপুরের সাথে ব্যাচেলর পয়েন্টের কোনো তুল্যমূল্য বিচারবোধের জায়গা তৈরি না হলেও ব্যাচেলর পয়েন্ট সমসাময়িক সমাজ ব্যবস্থার অনেক শ্রেনীর মানুষের কথা বলে, সেখান থেকে প্রচুর মানুষ এই নাটকের গল্পের সাথে নিজেদের 'রিলেট' করতে পারে তাই এর এত জনপ্রিয়তা, এমন কি আমার মত 'জটিল' দৃষ্টিভঙ্গির মানুষও এই নাটকের অপেক্ষায় প্রহর গোনে.....!
ধন্যবাদ এর সাথে যুক্ত সমস্ত অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের । ধন্যবাদ পরিচালকে ( যদিও মাঝে মধ্যে আপনার গল্প তার বাস্তব প্রতিফলনে একটু-আধটু ফাঁক-ফোঁকড় রেখে যায়, তবুও ) আর স্পেশাললি ধন্যবাদ 'বোরহান ভাইকে' ! অভিনয় নিয়ে আর হয় নাই বা বললাম, কিন্তু ভাই বাংলা নাটকের জগতে আপনার মত ফিটনেস আমি আর দেখিনি, শরীরের পোশাক ভেদ করে আপনার ফিটনেস বেরিয়ে আসে ! অজয় দেবগন, অনুপম খের বা আশিষ বিদ্যার্থীর মত রিয়েলিস্টিক পুলিশের চরিত্র করার মত বেটার অভিনেতা আপনার থেকে আর কেউ বাংলা নাটকের জগতে আছে বলে আমার মনে হয় না !
সংস্কৃতি আর অপসংস্কৃতির পার্থক্যটা কি স্পষ্ট করে বলবেন?
এই নাটক যদি সংস্কৃতির প্রতিনিধিত্ব করে তবে বলতে হবে, সর্বনাশের মাথায় বারি হয়ে গেছে ।
জনপ্রিয়তা পেলেই কি সবকিছু শুদ্ধ সংস্কৃতি হয়ে যায় ।
বাংলা চলচ্চিত্র শিল্পের যেটাকে পতন কাল বলাহয় , তার শুরু হয়েছিল এইরকম আপাত জনপ্রিয় সংস্কৃতির জন্য । তখন জে চলচ্চিত্র গুলোকে চলচ্চিত্র শিল্প ধ্বংসের জন্য দায়ী করা হয় , সেগুলো তখনকার সময়ের প্রতিচ্ছবিই ছিল । তাই বলে সেগুলো শুদ্ধ সংস্কৃতি হয়ে যাবে না ।
সবচেয়ে বড় কথা ....সংস্কৃতি শুধু সমাজের আয়নাই না, তা সমাজের মানুষের মননে ইতিবাচক পরিবর্তন ঘটায়।
@@alokbala703 প্রবাহমান ঘটনা সমষ্টির অকৃত্রিম প্রতিবিম্ব হচ্ছে সংষ্কৃতি আর কৃত্রিম প্রতিবিম্ব হচ্ছে অপ-সংষ্কৃতি ! আপেক্ষিক বিচার-বিবেচনায় সংষ্কৃতির ভাল ও খারাপ দুটো রূপই থাকতে পারে ! যখন সংষ্কৃতির অভিমূখ তার নির্দিষ্ট স্থির গন্ডির বাইরে গিয়ে নিন্মমূখী হয় তখন তাকে বলা হয় সংষ্কৃতির অবক্ষয় আর এই অবক্ষয়ের গতিপথ যখন অস্বাভাবিক ও দ্রুত হয় তখন তাকে অপ-সংষ্কৃতি হিসেবে দেখা হয় !
এবারে আসি এই প্রেক্ষাপটে এই নাটকের আলোচনায় --- এই নাটক থেকে আপনি আমাকে এমন একটা অংশ দেখান যেটার সাথে আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা (হোক সে ভাল বা খারাপ) 'ম্যাচ' করে না ! অলীক কোনো খারাপ কন্টেন্ড কি আপনি খুঁজে পেয়েছেন যা চলমান সমাজ ব্যবস্থায় আপনার বা আমার সামনে ঘটছে না ? উত্তরটা যদি 'হ্যাঁ' হয় তাহলে অবশ্যই এই নাটক-টা অপ-সংষ্কৃতির নামান্তর, আর উত্তর যদি 'না' হয় তাহলে অবশ্যই এটা আমাদের সংষ্কৃতির অংশ তা সে ভাল হোক বা খারাপ !
আমরা সবাই আলোকে প্রেফার করি, পছন্দ করি, গ্লোরিফাই করি তাই বলে অন্ধকারের অস্তিত্ব অস্বীকার করতে পারিনা । কারন সে আলোর সাথেই ওতোপ্রেত ভাবে জড়িয়ে আছে ! আর যারা এই অস্বীকৃতির সমর্থক, তারা অর্ধ সত্য অর্ধ মিথ্যার সমর্থক ! অর্ধ সত্য অর্ধ মিথ্যা কখনো কোনো কিছুরই পূর্ণ অবয়ব ব্যাখ্যা বা প্রকাশ করতে পারে না । আর আপনার সংষ্কৃতি যদি অর্ধ সত্য অর্ধ মিথ্যার গ্ৰহনে নিমজ্জিত থাকে তাহলে পক্ষান্তরে তাও এক অপ-সংষ্কৃতিরই সামিল । যদি আপনার উদ্দেশ্য হয় উৎকর্ষ, তাহলে আপনাকে আলোর থেকে আঁধার বেশি ভালো দেখতে সাহায্য করবে, ভালোর থেকে খারাপ বেশি শেখাতে সাহায্য করবে !
আর হ্যাঁ ভাই, সংষ্কৃতি নয়, শিক্ষা মানুষের মননে ইতিবাচক পরিবর্তন ঘটায়, যার প্রতিফলন সংষ্কৃতির উপর পড়ে । কারন, শিক্ষা হচ্ছে সংষ্কৃতির ভিত্তি, সংষ্কৃতি শিক্ষার নয় !
ভালো থাকবেন, ধন্যবাদ ।
Yes that is true. I am from India. West Bengal. I love bangladeshi natok. 🙏
বাংলা নাটকের পাশে থাকার জন্য সবাইকে
অসংখ্য ধন্যবাদ ❤️❤️
ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা
❤️❤️🌹🌹💞
Boro chele.
Hi
যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, তার ইচ্ছা
আল্লাহ্ কখনো অপূর্ণ রাখে না!
বোরহান চাপাবাজী সেই ছিল♥️♥️♥️♥️ শুরু দিকে♥️♥️
ওনার অভিনয় দেখে আমি খুব মজা পাই,
অমি ভাই যেনো নাটক টা বন্ধ করবেন না অনুরোধ রইলো
Sujon vaiiii...😍 gedi beka mojid 🤩😍just lots of love and wishes ...
আপনার সেরা অভিনয় গেডি বাঁকা মজিদ!! ক্যারমের মজিদ। আহ সোনালি সময় ❤️
Eta carrom er natoker er na?
বোরহান এর চরিএ সত্যি অনেক ভালো লাগে
জুয়েল ভাইয়ের অভিনয় অসাধারণ 🌷
ভাইর অভিনয় কঠিন 🔥🔥🔥
Female 2 এর মতো আরো একটা নাটক দেখতে চাই এই টিম এর 🙏
জুয়েল কাকার অভিনয় অনেক সুন্দর, তাকে একটা শক্তিশালী ক্যারেক্টার দেওয়া উচিত।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্যাচেলর পয়েন্টে এর সাথে থাকার জন্য, ভালোবাসা অবিরাম 🖤🥀
ভাই কি এখনো পুচ মারেন নি
কি সাবক্রাইব পাস না 😆😆
কি রে শিমুইল্লা
Juyel kaka Khub valo legeche apnar kotha gula 👍
Jewel bhai, apni ekhon bachelor point r ek number. Joss lage bhai apnar acting.
Uni Ashutosh Sujan..akjon Film Director
দারাও ভাইস্তা,,চিপায় গিয়া একটু ফাটাই অাসি👌😀😀😀😀
খুব সন্দর অভিনয় আপনার মিঃ জুয়েল।
জুয়েল কাকা অসাধারণ অভিনয় করেন
ওনার কথা অনেক সুন্দর 😘
জুয়েল ফুফা♥♥♥♥♥♥
প্রিয় ব্যাচেলর পয়েন্ট♥♥♥♥
Nojrul... Lucchami kore na,,,
শিমুল ভাই আর কাবিলা ভাই আর পাসা ভাইর কারণে নাটকটা আমার কাছে অনেক ভালো লাগে
আমরা এইভাবেই দেখতে চাই
জুয়েল পুপা আর বোরহান ভাইয়ের অভিনয় আমার সবচেয়ে ভালো লাগে
তুমিতো গাঞ্জা খেয়ে কুল পাও না। অভিনয় সেই হইছে।
আমাদের নাটক হলো সমাজ বদলের হাতিয়ার ফলে আমাদের নাটকের যথেষ্ট ঐতিহ্য এবং সুনাম আছে। এই নাটকের মাঝে জারজ অমি গালি এবং অশ্লিল বাক্য ঢুকিয়ে ও ওর বংশ পরিচয় প্রকাশ করেছে।
দয়া করে গালি বন্ধ করেন।এমনি নাটক টা অনেক ভালো। মানুষের মধ্যে এই গালি গুলো এত সহজ হয়ে গেছে যে।ছোট ছোট বাচ্চা রাও এই গালি দিতে লজ্জা পায় না।প্লিজ গালি ছাড়া নাটক বানান।
জুয়েল কাকা ও বোরহান ভাই এর কথা গুলো অসাধারন।
ঘেটি বাঁকা মজিদ অসাধারণ অভিনয় কেরাম নাটকের। সেই মজিদ আজ জুয়েল ফুপা।
I'm from Kolkata big fan of BP... individually everyone.
Onnar dialogue delivery Joss laga 🫣🖤🖤
Juyel fufar ovinoy awesome
As being a hotel professional I really liked the character in the secret.
একদম সত্যি সুজন ভাই। আমার লাইফের সাথে অনেক মিল।
ঠিক বলেছেন,,গালিটা না করা ভালো হবে সবার জন্য,,কারন ছোট বড় সবাই দেখে,,, নাটক বলতে হাঁসি, আনন্দ, শিক্ষা,, তো সবাই একটা খারাপ শব্দ শুনতেছে,ও শিক্ষা নিতেছে, আমি একজন বেচেলর নাটকের নিয়মিত দর্শক হিসেবে ,, বলতে চাই,,গালিটা বন্ধ করা হোক,,,
😟
ব্যাচেলর লাইফ এরচেয়ে বেশি খারাপ। এখানে অনেক মার্জিতভাবেই তুলে ধরা হয়েছে। ব্যাচেলরদের জীবনের নানান চড়াই উৎরাই এর খুবই সামান্য এই নাটকে দেখানো হয়েছে।
ধন্যবাদ ব্যাচেলর টীম কে
আশুতোষ সুজনের পরিচালনায় দেশান্তর সিনেমা টি চমৎকার
নাটক টা তে গালি এবং মদ খাওয়া কে খুব স্বাভাবিক ভাবে তুলে ধরা হচ্ছে, যেটা কোনো ভাবেই মানা যায় না।আমি অনুরোধ করবো এগুলোকে পরিহার করবেন প্লিজ
জনগণের আরো অন্য কিছু দেখতে আরো বেশি ভালো লাগে সেই জিনিস গুলো দিলে আরো ভালো হয়। creative work.
জুয়েল ফুফা আর ভরহান ভাই সেই
জুয়েল ফুফা একজন নেগেটিভ চরিত্র, কিন্তু ফুটিয়ে তুলেছেন্,,আমার কাছে সেরা
জুয়েল ফুফা শুরু থেকেই খুব দারুণ অভিনয় করে আসছে!
ওনার অভিনয় অসাধারণ
বাস্তবে যেটা হয় ওখানে সেটাই হচ্ছে, তাই আমি বলবো সমস্যা নাই চালিয়ে যান
ব্যাচেলর পয়েন্ট এখন বর্তমানে হিট শিমুল
গালাগালি অনেক ভালো লাগে
খুব সুন্দর কথা বলছে
অসাধারন অভিনয়
পাশা গালি জন্যই এই নাটকে মজা করে মানুষ
Joyel fofar interview val lagce😍❤😃
জুয়েল ফুফা যে আশুতোষ সুজন আজই জানলাম। ওনার প্রতি ভালোবাসা বেড়ে গেলো।
আহারে জুয়েল কাকা তোয়ার লাই আর কষ্ট লাগে
জুয়েল ফুফুার অভিনয় খুবই ভালো লাগে❤️
Jewel kakar kotha bolar style ar dialogue delivery osthir 🔥
আপনার অভিনয় ও অনেক ভালো।
দারুণ ইনজয় করি উনার অভিনয়!
ওনাকে নাটকে যেইরকম দেখেছি বাস্তব জীবনে আপনি সম্পূর্ণ ভিন্ন😮
Hm.
ব্যাচেলর পয়েন্ট বর্জন করা উচিত।
Amr sob thake Valo lage apnar cractor Valo lage
জুয়েল ফুপা তোমার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেবো।
ব্যাচলর পয়েন্টের 95 ভাগ ডায়লগ . ছোট বেলায় আমাদের ভাই বন্ধু বলতো এবং এই ডায়লগ গুলো ছাড়া আমাদের কথা হতো তেমন হতো না
Onek.shundor dada
জুয়েল কাকা অসাধারণ অভিনেতা আমি তার ভক্ত
অভিনয় সেরা,,,
জুয়েল কাকা অভিনয় পুরাই আগুন
Kajal arefin bhai bastobota tule dhorse.chalai jaaaaann ❤❤❤❤
বোরহান নাটক আরো দেখতে চাই
Sujon vaiyer ovinoy besh vlo lage
Bachelor point বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং খুব জনপ্রিয় নাটক❤️❤️❤️
একজন মুসলিম হিসেবে সবসময় এসব বিনোদন নিয়ে পড়ে থাকার সময় নাই।
নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, হারাম নাটক গান বাজনা দেখা বাদ দিতে হবে।।।। মৃত্যু কখন হবে কেউ জানিনা সো আগেই সাবধান হতে হবে প্রিয় মুসলিম ভাইবোন সবাইকে।
মাদ্রাসার ছাত্রের পুটু মারো যাও
ব্যাচেলর পয়েন্ট সমাজ থিকা নিয়াই তৈরি হইছে এই নাটকে সমাজের বাইরের কিছু নাই। কারন এই নাটকে যা দেখানো হয়েছে সবই বাস্তবের সাথে মিল রেখে। যে মানুষ জীবনে ব্যাচেলর লাইফ কাটিয়েছে সেই বুঝে এই নাটকটার মর্ম। তবে এই নাটকে ব্যাচেলরদের শুধু আনন্দ আর ঝগড়া বিবাদের মুহূর্তগুলোই দেখানো হয়েছে। কষ্টের বিষয়গুলো দেখানো হয়নি। একজন ব্যাচেলরকে প্রচুর আর্থিক প্যারা সামাল দিতে হয় যেটা এই নাটকে পরিলক্ষিত হয় নি। গালিগালাজ হচ্ছে ব্যাচেলর বাড়ির কমন ব্যাপার তাই এটা যদি নাটকে না থাকে তাহলে তো নাটকটার স্বার্থকতাই থাকবে না
❤❤❤❤❤
ফুপা বেশি কইরা মেডিসিন খান😂😂
চরম লাগলোো
ব্যাচেলর পয়েন্ট নাটকের প্রত্যেকটা চরিএ হিট
আমি আপনার বিগ ফ্যান
jewel fupar acting ekdom real. Bachalor point amder valobasa
জীবন ভাইয়ের অভিনয় অামার কাছেও ভালো লাগে
Darun ovinooi kore uni