আমি ভারত থেকে বলছি, কিন্তু আমার জন্মভূমি আমার প্রিয় বাংলাদেশ,,, আমার ৮০ থেকে ৯০ দশকের গান এতো ভালো লাগে বলে বুঝাতে পারবো না, সত্যি বলতে কি আগের গানের প্রত্যেকটা কথার গানের মানে ছিল, আর এখন কার গান না কোন মানে, কোন সুর নেই কোন তাল নেই, অখাদ্য, আগের দিনের গান মানে অন্য রকম একটা অনুভূতি, যা হৃদয়কে ছুঁয়ে যায়,, অনেক অনেক ভালোবাসা রইল আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য 💗🇮🇳🇧🇩
ছোট বেলায় ব্যটারি ভাড়া করে এনে আমরা সাদাকালো টিভিতে এই ছায়াছবি গুলো দেখতাম,প্রতিজনের কাছ থেকে টাকা তুলে ব্যটারি ভাড়া করা হতো,মাটির বাড়ীর আঙ্গিনায় সবাই বসে দেখতাম,তখন বিদ্যুৎ ছিলোনা,কোন বাতি ছিলোনা তবুও দিনগুলো অনেক রঙ্গিন ছিলো,অনেক শান্তিতে ছিলাম। বর্তমান স্মার্ট টিভির সামনে বসতেও ইচ্ছে করে না,বসলেও আগের মত আর মজা পাইনা। আহ কি দিন ছিলো, যদি আবার ফিরে পেতাম।
আমাদের বাড়িতে ব্রিটিশ আমলের একটা রেডিও ছিল ১৯৯০-৯১এর সময় আমার বয়স তখন ৫-৬ হবে।৪ ব্যাটারি রেডিও টা নিয়ে আম বাগানের মধ্যে বসে শূন্যতাম অনেক গান, তার মধ্যে সব থেকে বেশী মনে পরে নয়নের আলো সীনেমার গান গুলো। অসাধারণ গান এখনও শূনলে মনে হয় কোথায় যেন হারিয়ে গেছি।
বাংলা চলচ্চিত্রের সুদর্শন নায়ক ছিলেন জাফর ইকবাল যার অভিনয় দৃষ্টিভঙ্গি দর্শকরা আজও ভুলতে পারেনা। আমি আধুনিক যুগের কিন্তু কেন জানি ৮০ বা ৯০ দশকের গান শুনলে আত্নার মধ্যে আলাদা একটা অনুভুতি জাগে। গানের কি মধুর সুর তাল লয় এবং অর্থবোধক যা কেবল শুনতেই মন চায়।
আজোও মনে পড়ে বাড়ির উঠানে শত শত লোক বসে এই ছবিটি দেখে ছিলাম অনেক ছোট ছিলাম মনে আছে সেদিনের কথা।কোথায় হারিয়ে গেল সেই দিন।আজ মন চাইলেই আগের ছবি গুলো দেখতে পারি কিন্তু সেই দেখার মজাটাই ছিল অন্য রকম
আমার বাপের সন্তোশ রেডিও ছিল ১৯৮৮-১৯৯০ সালে আমি ৩য় শ্রেনিতে পড়তাম রাত্রে গান গুলা হয়তো খুব ভাল লাগতো গানটা শুনে পুরানো স্রৃতি মনে পড়ে গেল আজ বাবা মা কেও নায়
কি রোমান্টিক গান শুনে মন পাগল হয়ে যায়,আর কখনো এমন মধুর কণ্ঠে র গান এর শিল্পী ও অভিনয় শিল্পী দের নতুন করে আর কখনো ফিরে পাওয়া যাবে না তবুও হাজার বছর বাঙালির হৃদয়ে রয়ে যাবে এই গান গুলো ।।
বাবা একটি ন্যাশনাল রেডিও কিনে এনছিলেন। লাল চামড়ার কাভারে ঢাকা থাকতো রেডিওটি। গানের ডালি সহ আরো অনকে সুন্দর সুন্দর গানের অনুষ্ঠান চলত। সারাক্ষন অধীর আগ্রহে থাকতাম কখন গান বাজবে। সময় পাল্টেছে। ইন্টারনেটের যুগ। সেই লাল কাভারের রেডিও নেই। বাবাও নেই। কিন্তু গানগুলো রয়ে গিয়েছে। স্মৃতির পাতায় স্মৃতি রেখে যাওয়া গানগুলো শুনলে ভালো লাগে, ভালো লাগবে সারা জীবন।
আজ আমার বয়স ৬৪ বছর। সেই ১৯৮২ সালে অভিসার প্রেক্ষাগৃহে এই পরিচ্ছন্ন সিনেমাটা দেখেছিলাম। আজও একজন মানুষকে ভুলতে পারি না । গানটা শুনলেই তার কথা স্মৃতি গুলো এমনি এমনি চলে আসে। 😭😭😭
আমার কমেন্টস টা 2050 সালের জন্য রেখে গেলাম কোথায় হারিয়ে গেল আমাদের সেই সোনালী দিনগুলো সপ্তাহে একদিন ছবি দেখার জন্য অনেক পাগল থাকতাম আমাদের বাড়িতে টিভি ছিল না অন্যদের বাড়িতে অনেক সময় ঘরের ভিতরে জায়গা পেতাম না জালানা অথবা বেড়ার ছিদ্র দিয়ে ছবি গুলো দেখতাম দেখে অনেক শান্তি পাইতাম মনে আর এখন কি বলব আর
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর তোমার কত ভালোবাসি বোঝাব বোঝাব কেমনে।। সাগরেরই টানে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমার এ মন তোমায় পেতে চায় তুমি আমার জীবন তরী তুমি আমার আলো নয়নে।। ----- সামিনা চৌধুরী
এখনো গান গুলো শুনলে সেই সোনালী দিন গুলোতে যেনো ফিরে যাই... সময় এখন অত্যাধুনিক কিন্তু কোথাও সেই ৮০/৯০ দশকের মতো করে শান্তি আর নাই! মাঝে মাঝে খুব করে দিনগুলো ফিরে পেতে মন চায়❤️❤️❤️❤️❤️❤️
কি প্রান কাড়া সুর,কি আবেগ,কি অনুভুতি,হ্রদয়ের কি ব্যাকুলতা এক অপুর্ব সৃস্টি শৈলিতা,জীবন্ত প্রেম লেখকের অনবদ্য কল্পনা।ধন্যবাদ শ্রদ্ধেয় গীতিকার সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শিল্পী এন্ড্রু কিশোরকে। ২৪ মে ২০২৩
প্রিয় শাহানা আমি তোমাকে আজীবন আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন কোনোভাবে ভুলতে পারবো না। কেউ কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবারো গানটি শুনবো....মফিজুল।
আগের মুভির কাহিনীর সাথে গানের কথা ও সুর মিল থাকতো কি অসাধারণ ওপারে ভাল থাকবেন চিত্রনায়ক জাফর ইকবাল শিল্পী এন্ড্রু কিশোর ও গীতিকার সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার
কালের বিবর্তনে হারিয়ে যায় পৃথিবীর বিখ্যাত আগফার মত দাপুটে কোম্পানী। হারিয়ে যায় মানুয়ের অনেক আপন জন। তেমনি আমাদের বাংলা সিনেমার অনেক শিল্পী, অভিনেতা ও সুমধুর গানগুলি। এ গানগুলো আমার ছাত্র জীবনে অত্যন্ত প্রিয় গানের তালিকায় ছিল । হারিয়ে গেছে জাফর ইকবাল, হারিয়ে গেছে এ গানগুলি। ধন্যবাদ ইউটিউবকে আজকে আমরা এ সকল গান গুলি উপভোগ করছি। জানিনা ইউটিউবও কবে হারিযে যাবে আমাদের ছেড়ে দূর হতে দূরন্তে অ----------নে---------ক দূরে।
আজকে আমার মনের মানুষ, অথচ যাকে আমি পাইনি, বা কোনোদিন পাবও না, সে আমাকে এই গানটা গেয়ে শুনাইছে, আহারে কি অদুভুদ সে অনুভূতি। যারা যারা ২০২৪ এ এসেও এই গানটি শুনতেছেন, লাইক দিবেন অবশ্যই।
🌹🌹🌹❤আসলে এই গান অতীত মনে করে দেয়।আর এই গানগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না।তাই নিরবে কাঁদতে হয়।হায়রে ভালবাসা।সব শেষ করে দিলাম ।তুমি সুখে থাক সারা জীবন।দোয়া রইল।❤🌷🌷🌷
আমি নব্বই দশকের গান গুলো শুনতে অনেক ভালোবাসি, তার মধ্যে এই গানটা অনেক প্রিয়, কেনো জানি এই গান শুনলে এক জনের কথা মনে পড়ে ভিশন ভাবে আজও বুঝাতে পারিনা তাকে।
🙏 আন্তরিক সালাম ও আন্তরিক ভাবে অভিনন্দন রহিলেন সাথে ইনশাআল্লাহ দোয়া রহিলেন , গান শুনতে অডিও ভালো বাসি , কিন্তু এ-ই ধরনের গান ,,, আসলে কিগানের ভাষা সব সত্যি হয় ----------- ? ❔❔💚💛💚💕💕
৯০ দশকের জনপ্রিয় হৃদয় ছোঁয়া গান... যতই শুনি মন ভরে না... সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে.. "সহযাত্রী সিনেমা" ছোট একটা কমেন্ট রেখে গেলাম। কেউ লাইক দিলে বেঁচে থাকলে আবারো শুনবো। ইনশাআল্লাহ্
ai song gulo bar bar shunte mon chay. teen age a shunechilam, movie tao dekhechilam. very very much nostalgic. every Friday te btv te 2:50 theke 3:00 shomoy shuru hoto. really nostalgic. aha re shonali din gulo r roilo na.
আমার জীবন টা তচনচ করে দিয়েছেন সে,, তবুও আমার মনটা কেমন পোড়ায় তার জন্য,, সে কি খাচ্ছে কেমন আছে কে দেখে রাখছে 😭😭😭 আমার কাছ থেকে এক এক করে সব কিছু ছিনিয়ে ও ভালো আছে তো??? 😭😭😭😭😭 হায়রে প্রেম হায়রে ভালোবাসা! 😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔
আহারে কোথায় সেই সোনালী দিনগুলো - ছোটবেলায় যখন রেডিওতে শুনতাম তখন হারিয়ে যেতাম গহীন স্বপ্নের মধ্যে - আজও সেই দিনগুলোর কথা মনে পড়ে - সাদাকালো জীবনটাই ছিল সত্যিকার অর্থে অনেক অনেক রোমান্টিক I
আজও শুনি এই গান যখন অন্যরা হিন্দি গান নিয়ে ব্যস্ত আমার ভালোই লাগে আর যারা আসল প্রেমিক তারা এগুলায় শুনবে কারন এগুলাতে কিছু একটা আছে আর এখনকার গান যেমন ভালোবাসাও তেমন কেউ বোঝেনা ছেলের সাথে কথা না মেয়ের সাথে কথা বলে
আমি ভারত থেকে বলছি, কিন্তু আমার জন্মভূমি আমার প্রিয় বাংলাদেশ,,, আমার ৮০ থেকে ৯০ দশকের গান এতো ভালো লাগে বলে বুঝাতে পারবো না, সত্যি বলতে কি আগের গানের প্রত্যেকটা কথার গানের মানে ছিল, আর এখন কার গান না কোন মানে, কোন সুর নেই কোন তাল নেই, অখাদ্য, আগের দিনের গান মানে অন্য রকম একটা অনুভূতি, যা হৃদয়কে ছুঁয়ে যায়,, অনেক অনেক ভালোবাসা রইল আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য 💗🇮🇳🇧🇩
আমি পৃথিবীর সব বাঙালিকে ভালোবাসি।
❤❤❤
ঝছঝছদচদছদঝচজচছজচঝচছজছজচছছজশলুউ এই ঊ😮ঊ😮🎉😂😢
Love you sister.💐
আজ আমার বয়স ৪৮ বছর আজও একজন মানুষ কেন যেনো ভুলতে পারি না । গানটা শুনলেই তার কথা স্মৃতি গুলো এমনি এমনি চলে আসে।
❤❤
সহমত ভাই 😔
Valobasha amoni
আমার ৪৭। আজও শুনতেছি
ভাবি আপনার কমেন্ট দেখলে আপনার কপালে দুঃখ আছে সঙ্গে সংসারে ঝাড়ুর বারি দেবে।
আমি ভারতীয় দর্শক, কিনতু মনে প্রাণে ভালোবাসি বাংলাদেশের নব্বই দশকের সিনেমা ও গান গুলো❤️❤️খুব খুব মিস করি সেই দিনগুলি😥😥
Apnar age koto?
🧡
@@lokmanahmed8734 33
33 bochor purber kotha kibavhe mone thake tahole.
download
যদি কেউ গানটি শুনতে আসেন একটি লাইক দিয়ে আমাকে মনে করিয়ে দিবেন। হয়তো নোটিফিকেশন আসলে আবারো ফিরে আসবো গানটি শুনতে।
ছোট বেলায় ব্যটারি ভাড়া করে এনে আমরা সাদাকালো টিভিতে এই ছায়াছবি গুলো দেখতাম,প্রতিজনের কাছ থেকে টাকা তুলে ব্যটারি ভাড়া করা হতো,মাটির বাড়ীর আঙ্গিনায় সবাই বসে দেখতাম,তখন বিদ্যুৎ ছিলোনা,কোন বাতি ছিলোনা তবুও দিনগুলো অনেক রঙ্গিন ছিলো,অনেক শান্তিতে ছিলাম।
বর্তমান স্মার্ট টিভির সামনে বসতেও ইচ্ছে করে না,বসলেও আগের মত আর মজা পাইনা।
আহ কি দিন ছিলো, যদি আবার ফিরে পেতাম।
পুরনো কথা মনে করিয়ে দিলেন😪😪😪😪
সত্যি কথা
Hmmmm 😅😢
সত্যিই মিস করি সেই দিন গুলোকে
হারিয়ে যাওয়া অতীত যে কতোটা সোনালী ছিলো এই গানগুলো তারই জীবন্ত প্রতিচ্ছবি বহন করে যাবে যুগের পর যুগ।
আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের সৃষ্টি এবং এন্ড্রু কিশোরের কন্ঠের জাদুতে আর স্টাইলিস নায়ক জাফর ইকবাল অভিনয়ে অমরত্ব হয়েছে।♥️🇧🇩
যদি পৃথিবীর সকল মানুষ বাংলা ভাষা বুঝতো তাহলে এইসকল পুরুনো সিনেমার গান গুলো সব বিলিয়নে হিট করতো 💔
গানটি বার বার শুনিও তৃপ্তি মিটেনা,,,,আহ না জানি সেই যুগটা কত মধুর ছিল,,,, ২০২৩❤❤❤
এই ডিজিটাল যুগে হয়েও কেনো জানি সাদা কালোর মাঝে হারিয়ে যায় যায়,,,
এই গান গোলো শুনলে পুরনো স্মৃতির কথা মনে পরে যায়।প্রিয় মানুষটা সব সময় এই গানটা বলত।এখন এই গান ঠিকই আছে কিন্তু মনের মানুষটা আর নাই।।।।
আমাদের বাড়িতে ব্রিটিশ আমলের একটা রেডিও ছিল ১৯৯০-৯১এর সময় আমার বয়স তখন ৫-৬ হবে।৪ ব্যাটারি রেডিও টা নিয়ে আম বাগানের মধ্যে বসে শূন্যতাম অনেক গান, তার মধ্যে সব থেকে বেশী মনে পরে নয়নের আলো সীনেমার গান গুলো। অসাধারণ গান এখনও শূনলে মনে হয় কোথায় যেন হারিয়ে গেছি।
আমি আপনাদের গান কি ফেজবক পেইজে ছারতে পারি ছারিই ভাই হম
Akdom thik kotha
Nice
Same brother
W%%%w%
বাংলা চলচ্চিত্রের সুদর্শন নায়ক ছিলেন জাফর ইকবাল যার অভিনয় দৃষ্টিভঙ্গি দর্শকরা আজও ভুলতে পারেনা। আমি আধুনিক যুগের কিন্তু কেন জানি ৮০ বা ৯০ দশকের গান শুনলে আত্নার মধ্যে আলাদা একটা অনুভুতি জাগে। গানের কি মধুর সুর তাল লয় এবং অর্থবোধক যা কেবল শুনতেই মন চায়।
আমার ছোটবেলা! এখনো খুঁজে ফিরি কিন্তু এই সুর আর ছন্দ কোথাও নেই এখন!!
আগে রেডিওতে বহুবার এই গান গুলো শুনছি। সাদা কালো টিভিতে সবাই মিলে দেখতাম। সত্যি আগের দিন গুলো ছিল অনেক মধুর।
এই সব গান গুলা যখনই শুনি মনের অজান্তে চোখে জল চলে আসে,কোথায় হারিয়ে ফেলেছি সেই মধুর দিন গুলি।২০২৩
গান টা শুনলে সেই আগের দিনের কথা,মনে পড়ে যায়
মনে পরে গেলো শইশবের কথা😞
একদম ঠিক।।
২০৫০ সালে আমাদের পরবর্তি প্রজন্মরা দেখবে আমরা কেমন লিজেন্ডদের গান সুনতাম,,,
এটা ২০২২ এর স্মৃতি হয়ে থাকলো
ঠিক বলেছেন
সহমত ভাই
আজোও মনে পড়ে বাড়ির উঠানে শত শত লোক বসে এই ছবিটি দেখে ছিলাম
অনেক ছোট ছিলাম মনে আছে সেদিনের কথা।কোথায় হারিয়ে গেল সেই দিন।আজ মন চাইলেই আগের ছবি গুলো দেখতে পারি কিন্তু সেই দেখার মজাটাই ছিল অন্য রকম
মনে হচ্ছে জীবনের ছন্দ লুকায়িত এখানে!
গানগুলোতে নিজের ভালোলাগা খুঁজে পাই
ভালোবাসা প্রিয় বাঙালি
অসাধারণ
আপনার লেখাটা পড়ে চোখের পানি ধরে রাখতে পারিনি 😭😭😭😭
কি অসাধারণ গান ছিল,আর এখনকার গান শুনলে মেজাজ খারাপ হয়ে যায়।
ঠিক বলেছেন
100% right. Matha batha kore akhon kar song sunle.kub biroktikor,asole 90 sotoker knokichui vulbar noy, sob e jeno sritir patay roye gese.
Amr moner kotha
আমার বয়স ২৯ তারিখে ১৯হবে
জানি না কেনো এই যুগের ছেলে হয়েও
পুরনো গান গুলোকে অনেক অনকে ভালো লাগে
একদম ঠিক বলেছো। আসলে আমারও পুরনো যুগের গান শুনতে খুব ভাল লাগে। আমার বয়স 20 বছর। 🥰
ভাল জিনিষ বুঝারর ক্ষমতা আপনাদের আছে
Ai gan ta ami Gailey pray silpir motor hoy
A juge kono gan nai sob fajlami
কারণ তুমি প্রেমে পড়েছো।
অতীতের সংগীত, ছবি, নায়ক, নায়িকা, গীতিকার, আমার দেশটা এক অমূল্য সম্পদের দেশ ছিলো। এখন ধীরে ধীরে সব হারিয়ে যাচ্ছে।
আমার বাপের সন্তোশ রেডিও ছিল ১৯৮৮-১৯৯০ সালে আমি ৩য় শ্রেনিতে পড়তাম রাত্রে গান গুলা হয়তো খুব ভাল লাগতো গানটা শুনে পুরানো স্রৃতি মনে পড়ে গেল আজ বাবা মা কেও নায়
কি রোমান্টিক গান শুনে মন পাগল হয়ে যায়,আর কখনো এমন মধুর কণ্ঠে র গান এর শিল্পী ও অভিনয় শিল্পী দের নতুন করে আর কখনো ফিরে পাওয়া যাবে না তবুও হাজার বছর বাঙালির হৃদয়ে রয়ে যাবে এই গান গুলো ।।
যাদের কাছে গানটি প্রিয় তারা সবাই লাইক দিবেন 💖💖💖
Gaan ta valo lage tar chye amar preio jafar qbal
বাবা একটি ন্যাশনাল রেডিও কিনে এনছিলেন। লাল চামড়ার কাভারে ঢাকা থাকতো রেডিওটি। গানের ডালি সহ আরো অনকে সুন্দর সুন্দর গানের অনুষ্ঠান চলত। সারাক্ষন অধীর আগ্রহে থাকতাম কখন গান বাজবে। সময় পাল্টেছে। ইন্টারনেটের যুগ। সেই লাল কাভারের রেডিও নেই। বাবাও নেই। কিন্তু গানগুলো রয়ে গিয়েছে। স্মৃতির পাতায় স্মৃতি রেখে যাওয়া গানগুলো শুনলে ভালো লাগে, ভালো লাগবে সারা জীবন।
এই গানটি আমার প্রেমিক লিখে আমাকে দিয়েছিলো গত ২৫ বছর আগে এখনো গানটি আমি শুনি, তার আমার মিলন হইনি কিন্তু এখনো ভুলতে পারিনা।
মেনে নেন ভাই।
কি আর করবেন!! মনতো আর ব্লাক বোর্ড নয় যে, ডাস্টার দিয়ে মুছতে পারবেন। শুভ কামনা আপনার জন্য।
সেম
আমার প্রেমিক এই গানটি লিখে উপহার দিয়ে ছিল২১ বছর আগে
শৈশবে শুনা এই গানগুলো আজও হৃদয়ে দাগ কেটে যায়, শৈশবের সেই স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে।
যতই পুরোনো হও তোমরা।তোমরাই বেস্ট ছিলে আছ থাকবে।
এই গানগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না। শৈশবের সেই যে ছোট বেলার সোনার খাঁচার দিনগুলোর কথা মনে পড়ে যায়।
পছন্দের গান স্মৃতি হয়ে থাকবে
ছোট বেলায় কাকা এই গান গুলা শুনতো।
কানে আসলে তখন অনেক বিরক্ত লাগতো
আজ ২০২৪ সালে এসে গানের মানে বুঝলাম❤️
আজ আমার বয়স ৬৪ বছর। সেই ১৯৮২ সালে অভিসার প্রেক্ষাগৃহে এই পরিচ্ছন্ন সিনেমাটা দেখেছিলাম। আজও একজন মানুষকে ভুলতে পারি না । গানটা শুনলেই তার কথা স্মৃতি গুলো এমনি এমনি চলে আসে। 😭😭😭
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে এই গানটিও স্থান পেয়েছে সেখানে।
আমার কমেন্টস টা 2050 সালের জন্য রেখে গেলাম কোথায় হারিয়ে গেল আমাদের সেই সোনালী দিনগুলো সপ্তাহে একদিন ছবি দেখার জন্য অনেক পাগল থাকতাম আমাদের বাড়িতে টিভি ছিল না অন্যদের বাড়িতে অনেক সময় ঘরের ভিতরে জায়গা পেতাম না জালানা অথবা বেড়ার ছিদ্র দিয়ে ছবি গুলো দেখতাম দেখে অনেক শান্তি পাইতাম মনে আর এখন কি বলব আর
Ekhon ghorey ghorey tv achey but seiiiiii Moja nai R .....
আমার মতো কে কে ২০২৪ এ এসে এ গানটা শোনচো একটু সারা দাও
আমি প্রায় সময়ই এ গান
আমি শুনছি। লিবিয়া থেকে। অসাধারণ। এমন গানের ভাষা আর ফিরে আসবে না।।
গানটি শুনে আমি হরিয়ে যাই সেই ছোট বেলার দুনিয়ায়।
গানটা শুনে বুকে একটা থাবা দিলাম গানগুলো কলিজায় লাগে ২০ বছর বয়স ২০২২ সালে গান গুলো শুনছি
আচ্ছা। ভাল করেছেন।
আমার বয়স ও ২৯ তারিখে ২০ হবে
জানি না কেনো এই যুগের ছেলে হয়েও
পুরনো গান গুলোকে অনেক অনকে ভালো লাগে
🤣🤣🤣
ভাই ঠিক বলছেন
Same here bro🤗
এক কথায় প্রেমের মানুষ কে আকৃষ্টকরায় এই গান, এই গান শুনতে হলে বিশাল উদার মনের দরকার।
আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে।।
তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাব তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর
তোমার কত ভালোবাসি
বোঝাব বোঝাব কেমনে।।
সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন
তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী
তুমি আমার আলো নয়নে।।
-----
সামিনা চৌধুরী
সেই সময় জাফর ইকবাল কত মডান একজন নায়ক ছিলেন 💗👌
এখনো গান গুলো শুনলে সেই সোনালী দিন গুলোতে যেনো ফিরে যাই...
সময় এখন অত্যাধুনিক কিন্তু কোথাও সেই ৮০/৯০ দশকের মতো করে শান্তি আর নাই!
মাঝে মাঝে খুব করে দিনগুলো ফিরে পেতে মন চায়❤️❤️❤️❤️❤️❤️
প্রিয় লাকি ❤তোমার আমার সেই দিন গুলির কথা খুব মনে পরে আজও।😮❤❤❤Ilvu
কি প্রান কাড়া সুর,কি আবেগ,কি অনুভুতি,হ্রদয়ের কি ব্যাকুলতা এক অপুর্ব সৃস্টি শৈলিতা,জীবন্ত প্রেম লেখকের অনবদ্য কল্পনা।ধন্যবাদ শ্রদ্ধেয় গীতিকার সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শিল্পী এন্ড্রু কিশোরকে। ২৪ মে ২০২৩
এই সিনেমাটা কখনো দেখা হয় নাই কিন্তু গানটা যে কতবার শুনেছি তার হিসেব নেই। আমার খুব ভাল লাগার একটা গান।
প্রিয় শাহানা আমি তোমাকে আজীবন আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনোদিন কোনোভাবে ভুলতে পারবো না। কেউ কমেন্টে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আবারো গানটি শুনবো....মফিজুল।
আপনাদের বিয়ে হয়েছে?
না।
😢এরকম অনেকের জীবনে আছে আপনার সাহস আছে😢😢😢
ভাই আমিও তোমার মতই একজন
আগের মুভির কাহিনীর সাথে গানের কথা ও সুর মিল থাকতো কি অসাধারণ ওপারে ভাল থাকবেন চিত্রনায়ক জাফর ইকবাল শিল্পী এন্ড্রু কিশোর ও গীতিকার সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার
এত মিষ্টি গলা। আর কি কোনো দিন শুনতে পাবো? খুব আফসোস লাগে...
এই রঙিন যুগে এসেও কেন জানি সাদা-কালোই ভালো লাগে,,,
তাই বার বার সাদা-কালোতেই ফিরে আসা,,,,
আসলে গানগুলো এমন ভাবে লেখা এবং গাওয়া পৃথিবী যত আধুনিক হবে গানগুলো ততোই আধুনিকতার ছুয়া পাবে।
কি অসাধারণ গান,,,,এইসব গানের তুলনা হয় না বর্তমানের গানের সাথে
কালের বিবর্তনে হারিয়ে যায় পৃথিবীর বিখ্যাত আগফার মত দাপুটে কোম্পানী। হারিয়ে যায় মানুয়ের অনেক আপন জন। তেমনি আমাদের বাংলা সিনেমার অনেক শিল্পী, অভিনেতা ও সুমধুর গানগুলি। এ গানগুলো আমার ছাত্র জীবনে অত্যন্ত প্রিয় গানের তালিকায় ছিল । হারিয়ে গেছে জাফর ইকবাল, হারিয়ে গেছে এ গানগুলি। ধন্যবাদ ইউটিউবকে আজকে আমরা এ সকল গান গুলি উপভোগ করছি। জানিনা ইউটিউবও কবে হারিযে যাবে আমাদের ছেড়ে দূর হতে দূরন্তে অ----------নে---------ক দূরে।
পুরনো গানগুলো আধুনিক যুগে এসেও অনেক ভালো লাগে। গান গুলোর ভাষা মাধুর্য, পোশাকের শালীনতা সত্যিই বেশি ভালো লাগে।
বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক গান❣️ এমন গানের মৃত্যু নেই। এই জুটি, এমন গান আর জীবনেও হবেনা ! গান সংশ্লিষ্ট সকলকেই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা 💞💞
আমি মোঃ ইজাজুল হক- একটি মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক। বাংলা গান,বাংলা নাটক, বাংলা সাহিত্য , বাংলা র প্রকৃতি আমাকে কি যেন মায়া জালে আবদ্ধ করে।
so nice video sharing👍✅
এই গান যতই শুনি ততই মন ভরে যায়। কখনো পুরোনো হবে না। অসাধারণ ধন্যবাদ।
প্রেম করি না, কিন্তু গানের প্রতিটি কথা বুকে লাগে,,মনে হয় গান টা যেন আমার জন্যই লেখা,,, 💝
Old is gold
You bears a artful and liberal mind. Long live brother.
🙂
@@salmaislam5225 0
@@subrototalukder7232 q1
এই গান টি শুনে অনেক ভালো লাগলো কথায় আছে old is gold
আমার বয়স ১৯ বছর হলেও সুস্থ বিনোদনের এই গানগুলো শুনি আসলে গান কখনো পুরানো হয়না যা সুন্দর তা টিকে থাকে আজীবন
আজকে আমার মনের মানুষ, অথচ যাকে আমি পাইনি, বা কোনোদিন পাবও না, সে আমাকে এই গানটা গেয়ে শুনাইছে, আহারে কি অদুভুদ সে অনুভূতি। যারা যারা ২০২৪ এ এসেও এই গানটি শুনতেছেন, লাইক দিবেন অবশ্যই।
এন্ড্রু কিশোরের 'আ আ' ধ্বনি এত সুমধুর!...❤❤❤
🌹🌹🌹❤আসলে এই গান অতীত মনে করে দেয়।আর এই গানগুলো শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না।তাই নিরবে কাঁদতে হয়।হায়রে ভালবাসা।সব শেষ করে দিলাম ।তুমি সুখে থাক সারা জীবন।দোয়া রইল।❤🌷🌷🌷
Seiiiii❤️❤️❤️❤️❤️
এই সুন্দর গান, এই হারানো সুর, এই মধুর কথা, এ যেনো চিরকাল চিরদিনের জন্য সৃষ্টি হয়েছিল। যা কখনো বিলীন হবে না। ফুরিয়ে যাবে না।
Can we appreciate how good the expression of the heroine was. Today's generation can learn a lot from them.
চিত্র নায়িকা কাজরী অনেক সুন্দরী ছিলেন কি অপরুপা
আমি নব্বই দশকের গান গুলো শুনতে অনেক ভালোবাসি, তার মধ্যে এই গানটা অনেক প্রিয়, কেনো জানি এই গান শুনলে এক জনের কথা মনে পড়ে ভিশন ভাবে আজও বুঝাতে পারিনা তাকে।
🙏 আন্তরিক সালাম ও আন্তরিক ভাবে অভিনন্দন রহিলেন সাথে ইনশাআল্লাহ দোয়া রহিলেন , গান শুনতে অডিও ভালো বাসি , কিন্তু এ-ই ধরনের গান ,,, আসলে কিগানের ভাষা সব সত্যি হয় ----------- ? ❔❔💚💛💚💕💕
ছেলেবেলার প্রিয় গানগুলো এখনো প্রিয় ই রয়েছে আর আজীবন থাকবে।এখন থেকে শত বছর পরেও থাকবে সমান জনপ্রিয়তা। এন্ড্রু আর বুলবুল স্যার, মিস ইউ।
এই সিনেমার প্রতিটি গান বাংলার খাঁটি মানুষদের হৃদয়ের কথা।
গান গুলো শুনলে এখনো হারিয়ে যাই ছোট বেলায়। আহা কি মধুর গান। যুগের পর যুগ, যুগের পর যুগ বেচে থাকবে এই গান গুলো
মনে চাই বার বার প্রেমে পড়ি... প্রেম করি... । পৃথিবীটা আবার সুন্দর করে সাঁজাই... ।
আহা!কি মধুর শব্দচয়ন👌
এগুলো গান শুনলে ভিতরটা যেন কেমন লাগে
আমার অনেক পছন্দের গান গানটা
যতবার শুনি ততবার মনে হয় কি যেন হারিয়ে গেছে সত্তি গানটা অসাধারন
আগের পুরানো গান গুলোতে এক আবেক ভালোবাসা কাজ করে💜 আর বর্তমানের বাংলা গান শুনলে আমারতো রাগ ওঠে 😡😡
True
এই ছবি আর ছবির গানগুলি শুনে কতোবার যে চোখ দুটি ভিজে গেছে। আর ফিরে আসবে না সেই দিনগুলি।
শুধু জাফর ইকবালের জন্য এ গান টা এতো বেশি ভালো লাগে। কেননা খুবই স্টাইলিশ নায়ক
নব্বইয়ের দশকের গান শুনতে শুনতে ভালো লাগে।
৯০ দশকের জনপ্রিয় হৃদয় ছোঁয়া গান... যতই শুনি মন ভরে না... সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে..
"সহযাত্রী সিনেমা"
ছোট একটা কমেন্ট রেখে গেলাম। কেউ লাইক দিলে বেঁচে থাকলে আবারো শুনবো। ইনশাআল্লাহ্
শ্রদ্ধেয় আহাম্মেদ ইমতিয়াজ বুলবুল স্যার সুরের গান মানেই হিট।
আমি যখন থাকবো না ২০৫০ সালেও এই গানটি চলবে
I'm in new generation
But still this Masterpiece is my favorite ❤️💙.
2023
আমার জন্ম 2000 সালে কিন্তু আমি আধুনিক হতে পারিনি, আমার শুধু পুরোনো স্মৃতি - গান ই ভালো লাগে ☺
কত সময় পার হয়ে গেলো। গান গুলো রয়ে গেলো অমলিন। 22/2/11
আহ্ কত সুন্দর গানের কথা , সুর, অভিনয় । এক কথায় অন্যন্য।
জানিনা এই গান গুলোর মধ্য কি আছে, তবে এতটুকু বুঝি যে এই বিস্ময়কর গান গুলো হয়তো আর কোনদিন ফিরে আসবেনা
ai song gulo bar bar shunte mon chay. teen age a shunechilam, movie tao dekhechilam. very very much nostalgic. every Friday te btv te 2:50 theke 3:00 shomoy shuru hoto. really nostalgic. aha re shonali din gulo r roilo na.
আহামেদ ইমতিয়াজ বুলবুল চলে গেলেন ওপারে এমন গান লিখা ও সুর করা কেউ পারবে না
আহারে গান রে বুকের ভিতর একদম লেগে যায়💝
আমার জীবন টা তচনচ করে দিয়েছেন সে,, তবুও আমার মনটা কেমন পোড়ায় তার জন্য,, সে কি খাচ্ছে কেমন আছে কে দেখে রাখছে 😭😭😭 আমার কাছ থেকে এক এক করে সব কিছু ছিনিয়ে ও ভালো আছে তো??? 😭😭😭😭😭 হায়রে প্রেম হায়রে ভালোবাসা! 😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔
সেই ছোট বেলা থেকে গান টা শুনছি, এখনো একই ভাবে জনপ্রিয় হয়ে আছে গান টা
কি অদ্ভূত সুর আর গান। এক সময় খূব শুনতাম।
MY FAVARATE SONG AJ 28/12/2024 BARISAL.
❤আমার প্রিয় গানটা কে কত বার শুনছেন জীবনে❤❤❤ সোনালী গানের দিনগুলি অনেক মনে পড়ে
Oshadharon movie...Oshadharon shob ggan....Airokom r hobey na...
আহ তখন প্রেমে কোন যৌনতা ছিলো না, আহ সময় প্রেম না করলেও গান গুলো শুনে কি ভালো লাগতো
আহারে কোথায় সেই সোনালী দিনগুলো - ছোটবেলায় যখন রেডিওতে শুনতাম তখন হারিয়ে যেতাম গহীন স্বপ্নের মধ্যে - আজও সেই দিনগুলোর কথা মনে পড়ে - সাদাকালো জীবনটাই ছিল সত্যিকার অর্থে অনেক অনেক রোমান্টিক I
নয়নের আলো
আমার অনেক প্রিয় একটি গান....!💕💕 একবার শুনলেই বারবার ইচ্ছে করে শুনতে !! ppbt
তারিখ:১১-০৫-২০২৪
আমার শোনা সুন্দর গানের মধ্যে এটিই অন্যতম। আমার আশা এই গানগুলো যেনো সবসময় আমাদের মধ্যে বেচে থাকে।❤
সেইখানে আমাকেও রেখো
আর কোথাও যাবো না জীবনে...♥♪
প্রিয় গান।
কাজরী খুব ভালো অভিনেত্রী ছিল।
আজও শুনি এই গান যখন অন্যরা হিন্দি গান নিয়ে ব্যস্ত আমার ভালোই লাগে আর যারা আসল প্রেমিক তারা এগুলায় শুনবে কারন এগুলাতে কিছু একটা আছে আর এখনকার গান যেমন ভালোবাসাও তেমন কেউ বোঝেনা ছেলের সাথে কথা না মেয়ের সাথে কথা বলে