অনেক দিক থেকেই এই ভিডিও অসাধারণ ও দারুণ অভিনন্দনযোগ্য। প্রথমত, আজকেই ট্রেনে চড়ে, একইদিনে এত পরিপাটি একটা ভিডিও উপহার দেওয়া। দ্বিতীয়ত, ভ্রমণ-ব্লগারদের এরকম স্বতস্ফূর্ত সমাবেশ ও প্রত্যেকের মধ্যে সুন্দর সম্পর্ক, জন্মদিন পালন, নতুন ব্লগারদের আরও উৎসাহিত দান ইত্যাদি দেখানো আপনাদের বড়ো ও উদার মনের পরিচায়ক। যা অত্যন্ত শিক্ষণীয় আজকের দিনে। আলাদা করে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় বলতেই হবে। শিবাজীবাবু যেখানে প্রশ্ন করলেন "রাসভ" শব্দের অর্থ নিয়ে। তার প্রতিক্রিয়া যা দেখলাম, তা নিয়ে আর বেশি খোলসা করছি না। আর পৃথ্বিজিতবাবুর রসবোধ নিয়ে কত আর বলবো? এই ভিডিওতেও যার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এখানেও আমার একটি তাৎপর্যপূর্ণ জায়গা লেগেছে অন্য এক অর্থে। "চাচা কাহিনি"-র উল্লেখের কোনও জবাব নেই। অসম্ভব বই পড়ুয়া পৃথ্বিজিতবাবুকে একটাই কথা জিজ্ঞেস করি এ ব্যাপারে। আপনি ঐ কথাটা বলার পর, একজনের মুখ থেকেও যে সৈয়দ মুজতবা আলির নামটা উচ্চারিত হল না, সেটা নিয়ে কিছু কি মনে হল আপনার? সেই কতদিন আগে দ্বিজেন্দ্রলাল রায় যে লিখেছিলেন "আমরা বিলেত ফেরতা ক'ভাই...", তার প্রাসঙ্গিকতা আজকে কতটা যে বেড়ে গেছে, তা প্রতি পদে মালুম হয়। ভ্রমণ-বর্ণনা নিয়ে তো আপনাদের কিছু বলার নেই। তাই এই ভিডিওতে যেসব বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলোই বেশি লিখলাম। ভালো থাকবেন। মিশরের অপেক্ষায় আছি। Explorer Shibaji-র জয়যাত্রা অব্যাহত থাকুক এইভাবেই।
অনেক দিন ইতিহাস পড়া ছেড়ে দিয়েছি, কিন্তু শিবাজি বাবু আপনি আপনাকে স্পেশাল ধন্যবাদ দেবো এই কারণে,যে ইতিহাসের পাতা গুলো নতুন করে তুলে ধরবার জন্য, ভালো থাকবেন।
Indian railways should have a separate coach on each inaugural run for the multitude of vloggers and let normal travellers travel in peace instead of making a journey in a fish market.
দারুণ সুন্দর হাওড়া-পুরী "বন্দে ভারত"। তবে প্রত্যক্ষ করলাম কলকাতা থেকে "বন্দে ভারত" এর প্রথম যাত্রা মানেই বাংলার প্রখ্যাত "RUclipsr" দের চাদের হাট। খুব সুন্দর আপনাদের একটা প্রায় Get together, আমাদের জন্যও। ❣❣
ধৌলী এক্সপ্রেস এর বিকল্প হিসেবে এই বন্দে ভারত ট্রেনের সময়সূচি এবং যাত্রাপথ। বাণিজ্যিক কাজে যারা উড়িষ্যা যান, তাদের জন্য Bhadrak, Jajpur Keonjhor Road, Khurda Jn খুবই গুরুত্বপূর্ণ তিনটি স্টেশন। যেহেতু ধৌলীর এখন সময় এবং আদ্যস্হল পিছিয়ে 9.15am শালিমার থেকে হয়ে গেছে, সকালের যাত্রীদের জন্য বন্দে ভারতের এই তিনটি স্টেশনে দাঁড়ানো দরকার। এটি আমার একান্তই ব্যক্তিগত চিন্তাধারা। @explrorershibaji ভিডিও নিয়ে নতুন কিছুই বলার নেই। এককথায় অনবদ্য এবং তথ্যবহুল। খুব ভাল লাগল।
একটি চমৎকার ভ্রমণের ভিডিও দেখানোর জন্য শিবাজী বাবুকে বাংলাদেশের মৌলভীবাজার জেলা'র সেন্ট্রাল রোড পশ্চিমবাজার থেকে আন্তরিক ধন্যবাদ ও ফুলেল শুভেচছা। 💝💐💐💐💐👍
এই vlog টি বাংলা ইউটিউব কমিউনিটির কাছে শিক্ষনীয় হয়ে থাকা উচিৎ। ❤ অতঃপর আপনাদের মাধ্যমে প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি বাংলা ইউটিউব কমিউনিটি একে অন্যের প্রতি কাদা দেওয়া থেকে বিরত থাকুক এবং আপনাদের মতনই মানুষ ( পড়ুন শিক্ষিত) হয়ে উঠুক।। 😅
Thanks for the great review. But I really want to know how all the vloggers are able to get tickets when general people are struggling for tickets and that also in same compartment 😊
Onek onek dhonyobad dada. Dupure comment korechilam j office e kaaj er chap er jnno chuti pa66i na, r office theke bari ferei tv te tomader Puri notification. Darun bhalo laglo. Thank you soo much.
❤❤❤দাদা এতো চাঁদের হাট দেখে আমার একটা ধারণা এলো, এই চাঁদ যদি তরণী হয়, তাহলে আপনি হলেন কান্ডারি। আপনাদের সকলকে শুভেচ্ছা। আবার একটি বন্দে ভারত ট্রেনের মানস ভ্রমণ করানোর। আমার একান্ত ব্যক্তিগত মতামত আপনার সঙ্গে শেয়ার না করে পারলাম না। আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেদের কাছে বন্দে ভারত চড়াটা প্লেনে চড়ার সমান। তাই দেখে টাটা করা ছাড়া কোনো উপায় নেই। তাই আপনি আমাদের আপনাদের চোখে দেখিয়ে দিলেন এটাই বিরাট পাওনা। ধন্যবাদান্তে। 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@@sangitamondalsangitamondal6889 pechone keu e ase ni.... Ora e ase pad dekhate giye sobai ke camera r samne enechilo..... Vlog korbe koruk loke privacy intervene korar age permission nik.... R ota train nijer kena sompotti na je sob somoy nijer eicha moton vlog korbe... Sobai e train r ticket ketei utheche.... Sudhu matro vloggers ra eka ticket kate ni
দুর্দান্ত। অনবদ্য। সব দেখা হয়ে ওঠেনা। কিন্তু খুব চেয়েছিলাম আপনারা এই সফরটা করুন। আপনাদের মাধ্যমে উপভোগ করব এই যাত্রা। অসংখ্য ধন্যবাদ। ষোল আনার ওপরে আঠারো আনা হয়েছে এই সংখ্যা।
Great Journey dada as usual. Judgepur Keonjhar Rd junction should not be eliminated as Judgepur and Keonjhar both are very important in respect of core industry and due to the timing of the train it is a must halt station. As an engineering consultant I recommend this station must be in the halt list of the train so that many of like me can schedule for any important meeting for a day.
কৌশিক দাদাকে দারুনস্ লাগছে। তবে শিবাজী দা আপনাদের সকলের এক সঙ্গে চলা অর্থাৎ সকল চ্যানেলের প্রতি অসংখ্য শোভেচ্ছা রইল। ট্রেন মানেই ভারত, আমরা দেখছি বাংলাদেশ থেকে।
To be honest, this must have been very overwhelming for the passengers who were traveling with all these vloggers but it's unfortunate how the whole situation was dealt and it felt so uncomfortable.
I appreciate the travel vloggers for making our life easier by providing us loads of informations when it comes to travelling 🙏 but this is getting ridiculous, imagine the nuisance common travellers must have felt when being swarmed by countless cameras 😂
Wow, what an incredible journey on the Vande Bharat Express! The scenic views, the smooth ride, and the impeccable service truly make it a remarkable experience. Thanks for taking us along on this exciting first commercial run, Explorer Shivaji! Can't wait to hop on board and explore the beauty of India through your captivating videos.
Your vlog is always is always professionally done with all of necessary details with those spicy hot and witty comments of your friend!! It was great to see those other Bengali vloggers. I will try their vlogs too. Thanks again!
Really only Kolkatas deserve Vande bharat. People from Balasore, Bhadrak, Jajpur Road does not deserve it. What a lame argument, remember this is Odisha's Vande Bharat not Kolkata's.
দারুণ লাগলো। ভাই শিবাজী, আমার মত যারা সিনিয়র সিটিজেন, বেশী ঘোরাঘুরি করতে পারে না, তাদের এই ভাবে সুন্দর করে ভ্রমণ সঙ্গী করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বন্দে ভারত ট্রেনটি ও ভালো ই লাগলো। প্রথম দিনের জার্নি তে খাবার পরিবেশন করতে একটু দেরী হতে ই পারে কিন্তু খাবারের quality ঠিক না হওয়া টা মার্জনীয় নয় মোটেই। তবে সব মিলিয়ে ট্রেন জার্নি টা খুব ই উপভোগ করলাম। বিশেষ করে এতজন travel vlogger দের কে এক কামরায় দেখতে পাওয়া।😊
আপনাদের ভিডিও ইউটিউবে টিভি তে দেখলাম, খুব ভালো লাগলো, আপনারা খুব এনজয় করেছেন। আমিও খুব বেড়াতে ভালোবাসি ।এরকম আরো ভালো বেড়ানোর ভিডিওর অপেক্ষায় রইলাম 🙏
অনেক দিক থেকেই এই ভিডিও অসাধারণ ও দারুণ অভিনন্দনযোগ্য। প্রথমত, আজকেই ট্রেনে চড়ে, একইদিনে এত পরিপাটি একটা ভিডিও উপহার দেওয়া। দ্বিতীয়ত, ভ্রমণ-ব্লগারদের এরকম স্বতস্ফূর্ত সমাবেশ ও প্রত্যেকের মধ্যে সুন্দর সম্পর্ক, জন্মদিন পালন, নতুন ব্লগারদের আরও উৎসাহিত দান ইত্যাদি দেখানো আপনাদের বড়ো ও উদার মনের পরিচায়ক। যা অত্যন্ত শিক্ষণীয় আজকের দিনে। আলাদা করে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় বলতেই হবে। শিবাজীবাবু যেখানে প্রশ্ন করলেন "রাসভ" শব্দের অর্থ নিয়ে। তার প্রতিক্রিয়া যা দেখলাম, তা নিয়ে আর বেশি খোলসা করছি না। আর পৃথ্বিজিতবাবুর রসবোধ নিয়ে কত আর বলবো? এই ভিডিওতেও যার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এখানেও আমার একটি তাৎপর্যপূর্ণ জায়গা লেগেছে অন্য এক অর্থে। "চাচা কাহিনি"-র উল্লেখের কোনও জবাব নেই। অসম্ভব বই পড়ুয়া পৃথ্বিজিতবাবুকে একটাই কথা জিজ্ঞেস করি এ ব্যাপারে। আপনি ঐ কথাটা বলার পর, একজনের মুখ থেকেও যে সৈয়দ মুজতবা আলির নামটা উচ্চারিত হল না, সেটা নিয়ে কিছু কি মনে হল আপনার? সেই কতদিন আগে দ্বিজেন্দ্রলাল রায় যে লিখেছিলেন "আমরা বিলেত ফেরতা ক'ভাই...", তার প্রাসঙ্গিকতা আজকে কতটা যে বেড়ে গেছে, তা প্রতি পদে মালুম হয়। ভ্রমণ-বর্ণনা নিয়ে তো আপনাদের কিছু বলার নেই। তাই এই ভিডিওতে যেসব বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলোই বেশি লিখলাম। ভালো থাকবেন। মিশরের অপেক্ষায় আছি। Explorer Shibaji-র জয়যাত্রা অব্যাহত থাকুক এইভাবেই।
খুব মজা পেলাম সব ব্লগার এক সাথে দেখে। এবং এনজয় করলাম। আপনাদের ভ্রমন। জয় জগন্নাথ 🙏🙏🙏🇧🇩
অনেক দিন ইতিহাস পড়া ছেড়ে দিয়েছি, কিন্তু শিবাজি বাবু আপনি আপনাকে স্পেশাল ধন্যবাদ দেবো এই কারণে,যে ইতিহাসের পাতা গুলো নতুন করে তুলে ধরবার জন্য, ভালো থাকবেন।
Train journey er sathe Meet Up ta Free... Thanks to Indian Railway❤
আপনাদের আর কৌশিকের উপস্হাপনা খুব ভালো লাগে
It's indeed a pleasure to see so many Bengali bloggers together...long live your association!
অভিনন্দন ...অভিনন্দন । ভীষণই প্রাণবন্ত আর মনোমুগ্ধকর উপস্থাপনা । দারুণ শেয়ার করলেন । ....
👍👍👍👍👍👍🥰💐💐💐💐💐বাহ,ইজিপ্ট থেকে সোজা বন্দে ভারতে পুরী!!!!🎉
কী ভাবে এটা সম্ভব হলো?
আমরা ভোট দিয়ে এটাই চেয়েছিলাম যে 😊
Darun.darun.mone.holo.amio.Puri.te.namlam
@@sudiptokarati4148 era elomelo video dite pochondo kore ..eram onekbar e hyeche.
@@sayanbanerjee5021 ĺl
Indian railways should have a separate coach on each inaugural run for the multitude of vloggers and let normal travellers travel in peace instead of making a journey in a fish market.
Stop traveling by train. Travel by flight....
You are right sir
Absolutely this bloggers r actually here to make the money n this people have never seen old 1st class coaches of rajdhani, purba express.
পৃথ্বী আর প্রসেন বাবু র একই কটিং
আপনাদের ভিডিও দেখে আমাদেরও দারুণ অভিজ্ঞতা হয়ে গেল বিষ্ণুপুর আমতলা থেকে
দারুণ সুন্দর হাওড়া-পুরী "বন্দে ভারত"। তবে প্রত্যক্ষ করলাম কলকাতা থেকে "বন্দে ভারত" এর প্রথম যাত্রা মানেই বাংলার প্রখ্যাত "RUclipsr" দের চাদের হাট। খুব সুন্দর আপনাদের একটা প্রায় Get together, আমাদের জন্যও। ❣❣
Aaj aapnar train journey playlist ta dekhe shesh korlam purota. Ei video ta dekhe darun khushi hoyegelo mon.
ধৌলী এক্সপ্রেস এর বিকল্প হিসেবে এই বন্দে ভারত ট্রেনের সময়সূচি এবং যাত্রাপথ। বাণিজ্যিক কাজে যারা উড়িষ্যা যান, তাদের জন্য Bhadrak, Jajpur Keonjhor Road, Khurda Jn খুবই গুরুত্বপূর্ণ তিনটি স্টেশন। যেহেতু ধৌলীর এখন সময় এবং আদ্যস্হল পিছিয়ে 9.15am শালিমার থেকে হয়ে গেছে, সকালের যাত্রীদের জন্য বন্দে ভারতের এই তিনটি স্টেশনে দাঁড়ানো দরকার। এটি আমার একান্তই ব্যক্তিগত চিন্তাধারা। @explrorershibaji
ভিডিও নিয়ে নতুন কিছুই বলার নেই। এককথায় অনবদ্য এবং তথ্যবহুল। খুব ভাল লাগল।
একটি চমৎকার ভ্রমণের ভিডিও দেখানোর জন্য শিবাজী বাবুকে বাংলাদেশের মৌলভীবাজার জেলা'র সেন্ট্রাল রোড পশ্চিমবাজার থেকে আন্তরিক ধন্যবাদ ও ফুলেল শুভেচছা। 💝💐💐💐💐👍
সত্যি অসাধারণ.. এত স্বতঃস্ফূর্ত সাবলীল আর সপ্রতিভ যে বলার কোনো ভাষাই নেই।
অসাধারণ লাগলো দাদা ভিডিওটা খুব এনজয় করলাম। জয় জগন্নাথ মহাপ্রভূ প্রনাম 🙏🌹🙏🌹🙏
আর হ্যাঁ আপনাদের দুজনকে গুপী আর বাঘা লাগে 😍
Darun Laglo!, One of my favorite destination🙏🏻 Joy Jagannath!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Video ta dekhta dekhta amio monahochha jano Vande Bharat a kora puri poucha galam ....... darun Video
From Egypt to Bande Bharat oshadharon অভিজ্ঞতা 👌
Dada Kolkata theke Puri jaoar khub valo ekta bebostha holo...... ❤❤❤
Shibaji Da and Kaushik Da in same frame what a feeling ❤️
Ei manush ta ar ei channel ta dangerously addictive.
সৈকত কে এতো টুকু ছোটো না করে বলছি, Most eligible bachelor bengali youtuber is PRITHWIJIT বাবু
যথারীতি তথ্যসমৃদ্ধ এবং উপভোগ্য
ভারতবর্ষের দীর্ঘতম রেলরুট ভ্রমণের ওপর একটা ভিডিওর সবিনয় অনুরোধ রইলো
It should be made sure that other co-passengers do not feel annoyed out the presentation involving many, however, I appreciate your style generally.
sobai k aksathe dakhe khub valo lagse . Love from Rajshahi , Bangladesh
আমার স্বপ্ন পুরি যাব জয় জগন্নাথ ডাকো 🙏
Lovely ❤❤khub sundor hyche Dada..apnar vlog ta sobar thekei alada😊😊
এই vlog টি বাংলা ইউটিউব কমিউনিটির কাছে শিক্ষনীয় হয়ে থাকা উচিৎ। ❤
অতঃপর আপনাদের মাধ্যমে প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি বাংলা ইউটিউব কমিউনিটি একে অন্যের প্রতি কাদা দেওয়া থেকে বিরত থাকুক এবং আপনাদের মতনই মানুষ ( পড়ুন শিক্ষিত) হয়ে উঠুক।। 😅
Satyi khub enjoy korlam .
video dekhe mne hochilo amio apnader motoi travel korchi ❤❤❤
Train timing and stopage related opinions are absolutely correct
ভাই শিবাজী ও পৃথ্বীজিৎ "বন্দে ভারত-পুরী" র উপস্থাপনা দারুণ লাগল। সব ট্র্যাভেল ব্লগারদের আনন্দের দৃশ্য খুব এঞ্জয় করলাম। আপনাদের সার্বিক উন্নতি কামনা করি।
Thanks for the great review. But I really want to know how all the vloggers are able to get tickets when general people are struggling for tickets and that also in same compartment 😊
Onek onek dhonyobad dada. Dupure comment korechilam j office e kaaj er chap er jnno chuti pa66i na, r office theke bari ferei tv te tomader Puri notification. Darun bhalo laglo. Thank you soo much.
❤❤❤দাদা এতো চাঁদের হাট দেখে আমার একটা ধারণা এলো, এই চাঁদ যদি তরণী হয়, তাহলে আপনি হলেন কান্ডারি। আপনাদের সকলকে শুভেচ্ছা। আবার একটি বন্দে ভারত ট্রেনের মানস ভ্রমণ করানোর।
আমার একান্ত ব্যক্তিগত মতামত আপনার সঙ্গে শেয়ার না করে পারলাম না। আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেদের কাছে বন্দে ভারত চড়াটা প্লেনে চড়ার সমান। তাই দেখে টাটা করা ছাড়া কোনো উপায় নেই। তাই আপনি আমাদের আপনাদের চোখে দেখিয়ে দিলেন এটাই বিরাট পাওনা। ধন্যবাদান্তে। 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Ami apnader ai video ta r jonnoi apekha korchilam. Khub. Bhalo laglo
2 din dhore video o tar jonno apekha korchilam
What A 'Mind Blowing' Presentation!!😊😊
Darun experience... khub bhalo laglo sob favorite der 1sathe dekhe
It’s a nightmare to travel with vloggers, the lady behind was continuously getting irritated but didn’t complain
Ekdom thik e
🤣🤣🤣🤣🤣🤣 kisob observation apnader.. main vlog chhere pechone kon meye bse ache sei dike nojor
Keno Bhai apni pichhone na ele e paren ,keo vlog krle eto Gaye jala kiser!
This is true…so may many vloggers yammering on non stop and filming everybody without permission and violating their privacy..it’s really annoying.
@@sangitamondalsangitamondal6889 pechone keu e ase ni.... Ora e ase pad dekhate giye sobai ke camera r samne enechilo..... Vlog korbe koruk loke privacy intervene korar age permission nik.... R ota train nijer kena sompotti na je sob somoy nijer eicha moton vlog korbe... Sobai e train r ticket ketei utheche.... Sudhu matro vloggers ra eka ticket kate ni
দুর্দান্ত। অনবদ্য। সব দেখা হয়ে ওঠেনা। কিন্তু খুব চেয়েছিলাম আপনারা এই সফরটা করুন। আপনাদের মাধ্যমে উপভোগ করব এই যাত্রা। অসংখ্য ধন্যবাদ। ষোল আনার ওপরে আঠারো আনা হয়েছে এই সংখ্যা।
মুর্শিদাবাদ কিং কৌশিক দা আর সোদপুর কিং শিবাজী দা জমজমাটি জগন্নাথ যাত্রা ❤❤
Ami wait korchilam Shibaji Da r jonno.Darun presentation with Prithi Da
Great Journey dada as usual. Judgepur Keonjhar Rd junction should not be eliminated as Judgepur and Keonjhar both are very important in respect of core industry and due to the timing of the train it is a must halt station. As an engineering consultant I recommend this station must be in the halt list of the train so that many of like me can schedule for any important meeting for a day.
Agreed
It's Jajpur and not Judgepur
..😅😅
জীবনের অনেক অধরা, আপনাদের দৌলতে ধরতে পারছি।অনেক এগিয়ে যান।আপনাদের জন্য অনেক শুভেচ্ছা।
বাংলাদেশ থেকে বলছি দাদা,আল্লাহ আপনাদের দুইজনকে অনেক ভাল রাখুন এবং আমাদেরকে এভাবে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিন।
সেইম ভাই আল্লাহ তাদের ভালো এবং সুস্থ সবল রাখুক। ❤❤❤
Ekdom bhi
সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে, দারুন আড্ডা হচ্ছে, সবার জন্য রইল শুভকামনা।
কৌশিক দাদাকে দারুনস্ লাগছে। তবে শিবাজী দা আপনাদের সকলের এক সঙ্গে চলা অর্থাৎ সকল চ্যানেলের প্রতি অসংখ্য শোভেচ্ছা রইল। ট্রেন মানেই ভারত, আমরা দেখছি বাংলাদেশ থেকে।
Daruun...amrao jabo Puri June e...pherar train Bande bharat😊
To be honest, this must have been very overwhelming for the passengers who were traveling with all these vloggers but it's unfortunate how the whole situation was dealt and it felt so uncomfortable.
Mrs roy bolchi asadharan blog khoob khoob bhalo laglo
♥️♥️বন্দে জগন্নাথ💚💚
💚💚জয় ভারত ❤️❤️
Thank You Very Much @Shibajida & Prithwijitda ...Feelling humbled🥰🥰🥰🥰❤
I appreciate the travel vloggers for making our life easier by providing us loads of informations when it comes to travelling 🙏 but this is getting ridiculous, imagine the nuisance common travellers must have felt when being swarmed by countless cameras 😂
আমি ক বলিনা ল বলি । মেলালেন তিনি মেলালেন । অজস্র ধন্যবাদ। দারুণ দারুণ লাগল। সবাই খুব ভাল থাকবেন।
Wow, what an incredible journey on the Vande Bharat Express! The scenic views, the smooth ride, and the impeccable service truly make it a remarkable experience. Thanks for taking us along on this exciting first commercial run, Explorer Shivaji! Can't wait to hop on board and explore the beauty of India through your captivating videos.
Where did u find scenic beauty?
Sei din ta sera chilo dada ❤
💞💞 nice 💞💞
Aapnader to akta small picnic hoa gelo ,dekhei ato moja lagche❤❤❤❤❤❤❤❤❤❤amar oo blogger hote ichhe korche😊😊😊😊
Your vlog is always is always professionally done with all of necessary details with those spicy hot and witty comments of your friend!! It was great to see those other Bengali vloggers. I will try their vlogs too. Thanks again!
আজ বাংলার সব ইউটিউবের রয়েল বেঙ্গল টাইগাররা মিলে মিশে একে কার হয়ে গেছে। এই ভাবেই এগিয়ে চলুক আমাদের পরিবার। ভিডিও মিলিয়ন মিলিয়ন মানুষের মন ছুঁয়ে গেছে।
আপনি কেনো ভারতীয় রেলে চরেন,
সব সময় তো বদনাম করেন,
লজ্জা লাগে না আপনার।
😂😂😂😂😂
Apner explanation gulo khub sundor.. Hwh to njp by bus tao dekhechilam.. Aaj ker tao.. Khub sundor dada
Really only Kolkatas deserve Vande bharat. People from Balasore, Bhadrak, Jajpur Road does not deserve it. What a lame argument, remember this is Odisha's Vande Bharat not Kolkata's.
Both of you mine and my wife's favorite..asombhov valo lage apnader
Lovely video sob youtuber eksate darun ami sobar video flow kori. Darun lage. Thanks dada.
Darun laglo dada apnader songe amio jeno ghure elam Puri Dham theke Apurbo
Ki j valo lagchhe sobai ke aksathe dekhe........ darun darun ❤❤❤
এই এপিসোড টা দেখে যে কি ভালো লাগলো শুধু বলবো মন ভরেগেলো।
দারুণ হয়েছে ।অনেক ধন্যবাদ আমাদের অনুরোধ রাখার জন্য ।সব ট্রাভেল ভ্লগার কে একসাথে দেখে খুবই ভালো লাগল
হাওরা থেকে পুরি ভ্রমণটা
তোমাদের সাথে আমিও দারুণ এনজয় করলাম
খুব সুন্দর লাগলো ভিডিও টি দেখে।
বারবার দেখছি আপনাদের বন্দে ভারত পুরীর ব্লগ এলো কিনা, asadharon👍🏻👍🏻, আজকেই ব্লগ!!!👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Durdanto vlog ar Egypt 🇪🇬 er jonno excited 😊😊😊
আপনারা খুব আনন্দ কোরেছেন বুঝতে পারছি। তার সঙ্গে আমরাও খুব আনন্দ পেয়েছি। সুস্থ থাকুন।
পৃত্থীজিৎ, একেবারে ইজিপ্ট থেকে সটান হাওড়া - পুরী। অপেক্ষা করছিলাম এটার জন্য। খুব ভাল লাগল। আপনার suggestions গুলো দেখা যাক রেলদপ্তর নেয় কিনা। ফিরতি পথের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম।
Presentation ta khb valo hoyeche.... Specially back ground music.....
আপনাদের কে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
ইজিপ্ট এর ভিডিও গুলো দেখার জন্য অপেক্ষায় আছি।
ভালো থাকবেন দুজনেই।
দারুণ লাগলো। ভাই শিবাজী, আমার মত যারা সিনিয়র সিটিজেন, বেশী ঘোরাঘুরি করতে পারে না, তাদের এই ভাবে সুন্দর করে ভ্রমণ সঙ্গী করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বন্দে ভারত ট্রেনটি ও ভালো ই লাগলো। প্রথম দিনের জার্নি তে খাবার পরিবেশন করতে একটু দেরী হতে ই পারে কিন্তু খাবারের quality ঠিক না হওয়া টা মার্জনীয় নয় মোটেই। তবে সব মিলিয়ে ট্রেন জার্নি টা খুব ই উপভোগ করলাম। বিশেষ করে এতজন travel vlogger দের কে এক কামরায় দেখতে পাওয়া।😊
খুবই সুন্দর ভিডিও ধন্যবাদ, পুনে মহারাষ্ট্র
Dubai trip dekhar por apnader fan hoye gechi khub bhalo bolen r video ja present koren seta darun informative hoi khub sundor. 💕 from Durgapur.
Darun darun bole chen last dada. Thik katha . R khub sundor vlog ta ..anek anek dhonyobad 🙏❤️ neben apni n prithijit da ke😊🙏
Darun vlog
ruclips.net/video/HrO1gKGyixk/видео.html
দাদা আপনার যতো ভিডিও দেখছি আমার কাছে এটা বেস্ট ❤
আপনাদের এই আনন্দ আর এই মজা দেখছি আর নিজেকে ধরে রাখতে পারছি না
অনেক শুভেচ্ছা রইলো আমার হৃদয় থেকে
❤
Very nice mane holo ami jeno travel korchi r kousik ke dekhe khub valo laglo thanks
সবাই আছে, কিন্তু nature's womb এর পলাশ দা ও পারিজাত দাকে খুব মিস করলাম। আর কৌশিক দা তো পুরো গুরুদেব লোক। ❤️❤️❤️( From Nimta, kol-49)
দারুণ উদ্বুদ্ধ হলাম আজকের এই ভিডিওটি দেখে ! একবার যেতেই হচ্ছে পুরী এই ট্রেনে চেপে , গরমকাল হোক আর যাই হোক না কেন।
Ami ey episode tar jonnoy opekhay chilam Sibaji da... Jak ses porjonto peye giyechi...
Wow, khub khub donnobad dada ra, ei train er blog deoar jonno
Darun darun. Aponader video gulo khub bhalo lage❤❤
অসাধারণ ভিডিও ।মনে হল নিজেই বসে আছি বন্দেভারতে।
Good to see you are introducing all travelling RUclipsrs....
Kub sundar presentation dada👌👌.... etar janyai bose thaki🙏🙏bhalo thakben apnara
Bengali blog community er ei unity otut thakuk👍👍
Dada osaaaadharon laglo....eto valo tumi ekdin dekha korar khub ichha thaklo...
Darun dada ami Ranaghat a thaki amader sokal 6 tai train dhore possible na.tai boli tomer request jeno rail rakhe. Thank you so much.
Love from Bangalore. Apnader vedio r jonny wait korethaki. Vedio release hole TV te dekhi barir sobai mile. Just awesome ❤
আপনাদের ভিডিও ইউটিউবে টিভি তে দেখলাম, খুব ভালো লাগলো, আপনারা খুব এনজয় করেছেন। আমিও খুব বেড়াতে ভালোবাসি ।এরকম আরো ভালো বেড়ানোর ভিডিওর অপেক্ষায় রইলাম 🙏
আপনাদের সবাই কে একসাথে দেখে খুব ভালো লাগছে,ভিডিও দেখার সময় মনে হয় আমিও আপনাদের সাথেই চলেছি,
আপনদের সবাই কে শুভচ্ছা রইলো
Khub valo laglo.dada tmr vdo dekhei ami amdr ghorar plan Kori ✌️👌thnku 😇
আপনার ভিডিওটা কে খুব ইনজয় করলাম ধন্যবাদ