I remember the evening when it was telecasted. I recorded the entire program on VCR. Golden Days. Awesome song. Thanks for uploading. সোনার বাংলায় এইসব গান ভিউ পায় না। আর অপরাধী, তামাশা মিলিয়ন ভিউ পায়। রুচিহীন জনতা।
অনুষ্ঠানটি হয়েছিলো বিটিভির রাত ১০ টার ইংরেজি সংবাদের পর৷ দেখার অনুমতি পেতে সেদিন বিকালে খেলা বাদ দিয়ে পড়তে বসেছিলাম। পরবর্তীতে শাফিন এই গানসহ তার বাবার সূর করা ১০টি গানের একটা ডিস্ক করেছিলেন। ততদিনে চাকুরি পেয়ে গেছি এবং ডিস্কটা কিনেছিলাম।
মানতেই পারছি না যে শাফিন চলে গেছেন। অনন্য অবদান ওনার। গত চৌত্রিশ বছর যাবৎ শুনছি ওনার গান। বেইজ বাজিয়ে আবার সুরে গান করা পৃথিবীতে অমন শিল্পীই বিরল। একটাও বাজে গান নেই ওনার দীর্ঘ ও মুগ্ধ করা শিল্পী জীবনে।
@@ryanaquadir6089অবশ্যই ওপারে উনি ভাল আছেন এবং থাকবেন। ব্যক্তিগতভাবে জানি যে উনি এবং ওনার ভাইরা ওনাদের শ্রদ্ধেয়া মাকে কতটা ভালবাসতেন। তার ওপর তিনি কখনও মানুষকে কষ্ট দেননি, বরং আজীবন মানুষকে আনন্দ দেবার অক্লান্ত চেষ্টা করেছেন। ওনার সাক্ষাৎকারগুলো শুনলে বোঝা যায় কতটা সিরিয়াস এবং একনিষ্ঠ ছিলেন সাধনাতে। মানুষ এজন্য সমালোচনাও করত অ্যাটিটিউড বিষয়ে। কিন্তু মিউজিশান মাত্রই স্বীকার করেন যে মাইলসের মঞ্চ পরিবেশনা বাংলাদেশে সবচেয়ে নিখুঁত। রাফা অথবা অন্য ব্যান্ড মিউজিশানরা অকপটে বলেন যে মাইলসের গানই ওনাদের কানে বাজত একটা শো শেষ হলে।
How can i forget! আমার মনে আছে গানটা আমি টিভি থেকে টেপ রেকর্ডারে রেকর্ড করেছিলাম।সে এক থ্রিলিং ব্যাপার। মানাম আহমেদ এর বেহালা আর শাফিনের কন্ঠে এই গান শুনে টাইসকা লেগে গিয়েছিলাম! কি তাদের গেট আপ কি স্টাইল। মনে পড়ে।
কন্ঠে আমার নিশিদিন যত সুরের নিঝর ঝরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে,,,, কন্ঠে আমার নিশিদিন যত সুরের নিঝর ঝরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে,,,, তুমি যবে রাখো আঁখি পরে আঁখি মন বনে,মন বনে মোর কুহু ওঠে ডাকি,,, তুমি যবে রাখো আঁখি পরে আঁখি মন বনে,মন বনে মোর কুহু ওঠে ডাকি,,, আমার ভুবনে কত গান,কত গান,,,, আমার ভুবনে কত গান,কত গান কত ফুল ফোটে থরে থরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে। কন্ঠে আমার নিশিদিন যত সুরের নিঝর ঝরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে,,,, কুসুমের লাগি এ নহে ক্ষনিক ভ্রমরের ভালোবাসা তোমারে ঘিরিয়া রচিয়াছি মোর সারা জীবনের আশা। কুসুমের লাগি এ নহে ক্ষনিক ভ্রমরের ভালোবাসা তোমারে ঘিরিয়া রচিয়াছি মোর সারা জীবনের আশা। মোর কাছে যবে ধীরে ধীরে এসে শুধু ছুয়ে যাও মোরে ভালোবেসে,,,, মোর কাছে যবে ধীরে ধীরে এসে শুধু ছুয়ে যাও মোরে ভালোবেসে,,,, মনে হয়,মনে হয় যেন স্বর্গ নেমেছে আমার মাটির ঘরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে,,, কন্ঠে আমার নিশিদিন যত সুরের নিঝর ঝরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে,,,, কন্ঠে আমার নিশিদিন যত সুরের নিঝর ঝরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে,,,, সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে,,,,
Hats off to the brothers, a Classic composition by their father; Kamol Das Gupta! Sons are singing the fathers!!!! What a tribute!!!! The vilon is beting played by Manm bhai; the able son of another great composer Monsur Ahmad!!!! Ahha!! Ki je din chhilo!!!! Salutes to everyone!!!!
তাদের কন্ঠে মাদকতা আছে। প্রথমবার বিটিভিতে দেখার পর আজ আবার পেলাম এবং অনবরত শুনছি। দোয়া করি পরকালে ভালো থাকবেন। আমাদের প্রজন্ম আপনাদের কখনই ভুলতে পারবে না।
ব্যান্ড সংগীত জগতে আইয়ুব বাচ্চু, জেমস আর শাফিন এই তিনজন আমার সবচাইতে প্রিয় ছিলো সেই শুরু থেকে আজ অবধি, কিন্তু দুর্ভাগ্য যে ওনাদের কাউকে সামনাসামনি দেখার বা কনসার্ট দেখার সুযোগ কখনো হয়নি😢। আইয়ুব বাচ্চুর মৃত্যুশোক আমি এখনো ভুলতে পারিনা😢! 1995 সাল তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, সেই সময় এই গানটা বিটিভিতে সম্প্রচারিত হয়েছিলো, সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছিলো, এই গানটা শোনার পর এতো এতো ভালো লেগেছিলো যে গানটা জোগাড় করার জন্য আমি একদম পাগল হয়ে গিয়েছিলাম..... প্রিয় শাফিন আহমেদ কে হারিয়ে ভীষণ কষ্ট হচ্ছে😢!!! ওপারে ভালো রাখুক আল্লাহ আপনাকে!!!
প্রথম যেদিন telecast হয়েছিলো তখন মায়ের সাথে দেখেছিলাম। আম্মু চলে যান 1997 এ। মাঝে মাঝে আম্মুর কথা মনে হলে দেখতাম। আজকে Shafin আহমেদের জন্য। আল্লাহ্ সবাইকে Jannatul Ferdous দান করুন ।আমীন
কন্ঠে আমার নিশিদিন যত সুরের নিঝর ঝরে। সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে কন্ঠে আমার নিশিদিন যত সুরের নিঝর ঝরে। সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে তুমি যবে রাখ আঁখি পরে আঁখি মন বনে মন বনে মোর কূহ ঊঠে ডাকি তুমি যবে রাখ আঁখি পরে আঁখি মন বনে মন বনে মোর কূহ ঊঠে ডাকি আমার ভুবনে কত গান কত গান কত ফুল ফোটে থরে থরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে কুসুমের লাগি এ নহে ক্ষণিক, ভ্রমরের ভালোবাসা তোমারে ঘিরিয়া রচিয়াছি মোর সারা জীবনের আশা মোর কাছে যবে ধিরে ধিরে এসে শুধু ছুঁয়ে যাও মোরে ভালোবাসে মোর কাছে যবে ধিরে ধিরে এসে শুধু ছুঁয়ে যাও মোরে ভালোবাসে মনে হয়, মনে হয় যেন স্বর্গ নেমেছে আমার মাটির ঘরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে কন্ঠে আমার নিশিদিন যত সুরের নিঝর ঝরে। সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে
Shafin Ahmed intertwined with the legend Firoza Begum and Hamin Ahmed intertwined with the legend Kamal Dasgupta in their tonal exceptions! This is the natural mastering of the progeny!
Eigan niye bolar vasha nei sunle shuntei thaki ahha ki gan ki shomoy shunali din 90 doshoker ajow sei prothom diner motoi hoye ache jodi oi din gulo pete partqm 🥰🎉❤️
১৯৯৫ সালের কথা। সেদিন ছিল ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী মোহামেডান ফুটবল ম্যাচ যেখানে ২-১ গোলে আবাহনী জিতে যা কিনা তাদেরকে লীগ চ্যাম্পিয়নের পথে নিয়ে যায়, বিটিভি সরাসরি সম্প্রচার করে ম্যাচটি। আবাহনীর একজন বড় সমর্থক হওয়ার কারনে সেদিন ম্যাচের পর থেকেই খুবই আনন্দিত উৎফুল্ল ছিলাম, পরে রাতের দিকে বিটিভিতে প্রচারিত হয় এই অনুষ্ঠানটি যা কিনা মনের আনন্দকে হাজারগুনে বাড়িয়ে তুলেছিল! কি সময় ছিল! অল্পতেই যেন কি খুশি ভর করতো মনে আর তাতে কিনা সারাটি বছর প্রায় আনন্দে কাটতো। শাফিন আহমেদ চলে গেছেন, অনুষ্ঠানের উপস্থাপক আনিসুল হক তো চলে গিয়েছেন আগেই, কিন্তু তাদের স্মৃতি যেন নিয়ে যায় সেই ৯০ এর দশকে আবার.........
যে মানুষ মায়ের কাছে শিখেছে নজরুল আর বাবার কাছে শিখেছে শাস্ত্রীয় সংগীত গেয়েছেন রক এইগান প্রথম যারা শুনবে তারা অবাক হয়ে যাবেন উনার নজরুল গীতি শুনিয়েন তাহলে বুঝবেন একজন শিল্পী যিনি পুরোটাই পরিপূর্ণ,, ওপারে ভালো থাকবেন ❤❤❤
I'm really shocked after 🙉 hearing sad demise of our beloved singer (Mr. Shafin Ahmed - inna lillahi wa inna ilaihi rajiun). You will be remembered all the time 💕.
আকদ্ এর দিন ও আমাকে ডেডিকেট করে গানটা ওর ফেসবুক ওয়ালে পোস্ট করে।তখনও এ গান টা আমি শুনিনি আগে।ওই প্রথম গানটা শুনায় আমাকে।আজ আমরা একসাথে নেই কিন্তু গানটা প্রতিদিন ই শুনা হয়।সারাজীবন প্রিয় মানুষের স্মৃতি হয়ে থেকে যাবে এ গানটা❤️
এই হট্টগোলের মধ্যে মানুষ একদিকে ব্যস্ত অন্যদিকে শাফিন যেন সবার অজান্তেই বিদায় নিয়ে চলে গেলেন!! তার এই গানের শুরে যেন কত কষ্ট , অভিমান মিশে গেছে ....... শাফিন এক সাক্ষাৎকারে বলেছিলেন "আমার খুব বেশি বন্ধু নেই।"😢
বাংলা ব্যান্ডে যার অনন্য অবদান,আজ উনি সবার মায়া ত্যাগ করে নিজের আপন পথ বেছে নিয়েছেন যেখানে জীবের শেষ আশ্রয়স্থল।আপনার চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছিনা তবুও এটাই চিরন্তন।সারাটা বিকাল জুড়ে আপনার গান শুনেছি ,অনেক ভালো থাকুন আপনি।
01:54 Hameen wants to start lipsync from there. in fact, this song was sang by the great Shafin Ahmed only. R.I.P. My eyes fills with tears whenever I listen to him now a days.
The thing is, in this version, both the brothers did sing and it was pre-recorded. Shafin bhaiya had another version of this song in his own voice only. This was lipsynced, but 2nd verse was from Hamin bhai- listen to the voice carefully.
এই প্রোগ্রাম বিটিভি তে ঈদের সময় প্রচার হয়েছিলো।সেই সময় পুরো পরিবার মিলে দেখছিলাম।কি এক অদ্ভুত অনুভুতি কিছুদিন পর গান টি ক্যাসেটে নিয়ে হাজার বার শুনেছি আমরা।
এই গানটি যারা শুনছেন বা শুনবেন, আপনারা নিঃসন্দেহে উচুঁ রুচিসম্পন্ন মানুষ।💖
আপনাদের মনে সত্যিকারের ভালবাসা আছে।💝🔥
রেগুলার শুনি
❤
প্রতিদিন একবার করে শুনি।
I remember the evening when it was telecasted. I recorded the entire program on VCR. Golden Days. Awesome song. Thanks for uploading. সোনার বাংলায় এইসব গান ভিউ পায় না। আর অপরাধী, তামাশা মিলিয়ন ভিউ পায়। রুচিহীন জনতা।
The program name pls
When was it?
@@hossobeng8063 অনুষ্ঠানের নাম জলসা, উপস্থাপনায় ছিলেন প্রয়াত মেয়র শ্রদ্ধেয় আনিসুল হক স্যার
oporadhi is an emotional song
Really you are the luckiest one
আমি সেইসব সৌভাগ্যবানদের মাঝে একজন যে কিনা এই অনুষ্ঠানটি বিটিভিতে প্রথমবার প্রচারিত হবার সময় সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে।
আপনাদের সময়কার আবেগকে ভালোবাসা জানাই❤
অনুষ্ঠানটি হয়েছিলো বিটিভির রাত ১০ টার ইংরেজি সংবাদের পর৷ দেখার অনুমতি পেতে সেদিন বিকালে খেলা বাদ দিয়ে পড়তে বসেছিলাম। পরবর্তীতে শাফিন এই গানসহ তার বাবার সূর করা ১০টি গানের একটা ডিস্ক করেছিলেন। ততদিনে চাকুরি পেয়ে গেছি এবং ডিস্কটা কিনেছিলাম।
Me too
@@TarifulIslam-wb6dhshonali diner somoy 😢😢
Amio
মানতেই পারছি না যে শাফিন চলে গেছেন। অনন্য অবদান ওনার। গত চৌত্রিশ বছর যাবৎ শুনছি ওনার গান। বেইজ বাজিয়ে আবার সুরে গান করা পৃথিবীতে অমন শিল্পীই বিরল। একটাও বাজে গান নেই ওনার দীর্ঘ ও মুগ্ধ করা শিল্পী জীবনে।
❤
Doa korben please onar jonno... He was such a pure soul. ❤
@@ryanaquadir6089অবশ্যই ওপারে উনি ভাল আছেন এবং থাকবেন। ব্যক্তিগতভাবে জানি যে উনি এবং ওনার ভাইরা ওনাদের শ্রদ্ধেয়া মাকে কতটা ভালবাসতেন। তার ওপর তিনি কখনও মানুষকে কষ্ট দেননি, বরং আজীবন মানুষকে আনন্দ দেবার অক্লান্ত চেষ্টা করেছেন। ওনার সাক্ষাৎকারগুলো শুনলে বোঝা যায় কতটা সিরিয়াস এবং একনিষ্ঠ ছিলেন সাধনাতে। মানুষ এজন্য সমালোচনাও করত অ্যাটিটিউড বিষয়ে। কিন্তু মিউজিশান মাত্রই স্বীকার করেন যে মাইলসের মঞ্চ পরিবেশনা বাংলাদেশে সবচেয়ে নিখুঁত। রাফা অথবা অন্য ব্যান্ড মিউজিশানরা অকপটে বলেন যে মাইলসের গানই ওনাদের কানে বাজত একটা শো শেষ হলে।
How can i forget! আমার মনে আছে গানটা আমি টিভি থেকে টেপ রেকর্ডারে রেকর্ড করেছিলাম।সে এক থ্রিলিং ব্যাপার। মানাম আহমেদ এর বেহালা আর শাফিনের কন্ঠে এই গান শুনে টাইসকা লেগে গিয়েছিলাম! কি তাদের গেট আপ কি স্টাইল। মনে পড়ে।
উফফ... এতো সুন্দর গান কিভাবে সম্ভব? যেমন কথা তেমন গায়কী... আর সুর একেবারে অনবদ্য।
Uanar baba e ei gaan xompose krechen
শাফিন ভাই তো আগের তুলনায় এখন বেশি ইয়াং😍।
টুপিটাই খুললেই শেষ।
@@rehmanzed শাফিন ভাই টুপির নিচে আলগা চুল পরেন আর হামীন ভাই পুরোই টাক এখন
@@Oldies90s its natural.
@@rehmanzed তা তো অবশ্যই
এটা আমি কি দেখলাম। সারা জীবন ওনাকে টুপি পরা দেখেছি। ভাবতাম স্টাইল। আসল রহস্য যে এটা জানতাম ই না। আজ দেখলাম
এই গানের মাধ্যমে শাফিন আহমেদ তার জাত চিনিয়েছেন। versatile talent ❤❤❤❤❤
True.
May Allah grant him jannatul ferdouse.
রুচিবোধ সম্পন্ন,, জীবন সম্পূর্ণ বিবেক বোধ সম্পন্ন,, সুরেলা সুরের পূজারী সম্পন্ন,,, নিঃসন্দেহে এ সকল সংগীত তাদের মহা ঔষধ,,, 🤝💓🎶🎵🎼🎻🎸
শুরুর ভায়োলিন প্লেইংটা হৃদয়ে দাগ কেটে যায়।
গ্রেট মানাম ভাই।
thats not a violin sound, mere a keyboard music.
সুর টান এক কথায় অসাধারণ, হাজারবার শুনলেও আবার শুনতে ইচ্ছে করে।
মানতে পারছি না, প্রিয় শিল্পী আপনি আর নেই! কি ভীষণ অদ্ভুত এ জীবন
আবারো এলাম শুনতে।কিযে সুন্দর গানটা।যেমন গুনী মা তেমনি তাঁর ছেলেরা।কমেন্ট রেখে গেলাম স্মৃতি হিসাবে।
Onar babar kotha tao bolun
কন্ঠে আমার নিশিদিন
যত সুরের নিঝর ঝরে
সে শুধু প্রিয়া
সে শুধু তোমারই তরে,,,,
কন্ঠে আমার নিশিদিন
যত সুরের নিঝর ঝরে
সে শুধু প্রিয়া
সে শুধু তোমারই তরে,,,,
তুমি যবে রাখো আঁখি পরে আঁখি
মন বনে,মন বনে মোর কুহু ওঠে ডাকি,,,
তুমি যবে রাখো আঁখি পরে আঁখি
মন বনে,মন বনে মোর কুহু ওঠে ডাকি,,,
আমার ভুবনে কত গান,কত গান,,,,
আমার ভুবনে কত গান,কত গান
কত ফুল ফোটে থরে থরে
সে শুধু প্রিয়া
সে শুধু তোমারই তরে।
কন্ঠে আমার নিশিদিন
যত সুরের নিঝর ঝরে
সে শুধু প্রিয়া
সে শুধু তোমারই তরে,,,,
কুসুমের লাগি এ নহে ক্ষনিক
ভ্রমরের ভালোবাসা
তোমারে ঘিরিয়া রচিয়াছি
মোর সারা জীবনের আশা।
কুসুমের লাগি এ নহে ক্ষনিক
ভ্রমরের ভালোবাসা
তোমারে ঘিরিয়া রচিয়াছি
মোর সারা জীবনের আশা।
মোর কাছে যবে ধীরে ধীরে এসে
শুধু ছুয়ে যাও মোরে ভালোবেসে,,,,
মোর কাছে যবে ধীরে ধীরে এসে
শুধু ছুয়ে যাও মোরে ভালোবেসে,,,,
মনে হয়,মনে হয় যেন
স্বর্গ নেমেছে আমার মাটির ঘরে
সে শুধু প্রিয়া
সে শুধু তোমারই তরে,,,
কন্ঠে আমার নিশিদিন
যত সুরের নিঝর ঝরে
সে শুধু প্রিয়া
সে শুধু তোমারই তরে,,,,
কন্ঠে আমার নিশিদিন
যত সুরের নিঝর ঝরে
সে শুধু প্রিয়া
সে শুধু তোমারই তরে,,,,
সে শুধু প্রিয়া
সে শুধু তোমারই তরে,,,,
সোজা কলিজায় গিয়ে আঘাত করে।মনেহয় গানটার জন্মই হয়েছে শাফিন ভাইয়ের কণ্ঠে গাওয়ার জন্য💚
Hats off to the brothers, a Classic composition by their father; Kamol Das Gupta! Sons are singing the fathers!!!! What a tribute!!!! The vilon is beting played by Manm bhai; the able son of another great composer Monsur Ahmad!!!! Ahha!! Ki je din chhilo!!!! Salutes to everyone!!!!
Wonderful
Aacha Fathers name Kamol Das Gupta but Sons name Hamin & Shafin Ahmed, thik bujtay parlam na? Plz ektu help korun bojhatay
@@rajarsheedasgupta5812 কমল দাশগুপ্ত নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগমকে বিয়ে করেন।
@@AhsanHabibCSTE salaam bhai,
Accha biyer porey, sorgeyo kamal babu Islam dhormo grohon koren. Abaar puro byapar ta bhujhlam.
Dhonno baad Ahsan Habib. Bhalo thakben, sabdhaney thakben. 👍
তাদের কন্ঠে মাদকতা আছে। প্রথমবার বিটিভিতে দেখার পর আজ আবার পেলাম এবং অনবরত শুনছি। দোয়া করি পরকালে ভালো থাকবেন। আমাদের প্রজন্ম আপনাদের কখনই ভুলতে পারবে না।
শাফিন আহমেদ এই গানের জন্য চিরদিন বেচে থাকবেন আমাদের মনে।কি চমৎকার গায়কী।সুরের মাঝে কেমন এক কস্ট লুকিয়ে আছে।অজান্তেই মন কেমন হয়ে যায়।
শাফিন আহমেদ খুবিই টেলেন্টেড পিতা মাতার সন্তান। তার বাবার গান গুলা কে মডিফাই করে গান গুলোকে আমাদের সামনে নিয়ে আসা উচিত।
mehjabin farhana kamal das gupto composed tunes for Hemanta, Satinath... we hardly know of those !
Not only safin, jamini also deserve equal credit.
শুধু বলতে পারি, অসাধারণ । কি চমৎকার গায়কি
ব্যান্ড সংগীত জগতে আইয়ুব বাচ্চু, জেমস আর শাফিন এই তিনজন আমার সবচাইতে প্রিয় ছিলো সেই শুরু থেকে আজ অবধি, কিন্তু দুর্ভাগ্য যে ওনাদের কাউকে সামনাসামনি দেখার বা কনসার্ট দেখার সুযোগ কখনো হয়নি😢। আইয়ুব বাচ্চুর মৃত্যুশোক আমি এখনো ভুলতে পারিনা😢! 1995 সাল তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, সেই সময় এই গানটা বিটিভিতে সম্প্রচারিত হয়েছিলো, সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছিলো, এই গানটা শোনার পর এতো এতো ভালো লেগেছিলো যে গানটা জোগাড় করার জন্য আমি একদম পাগল হয়ে গিয়েছিলাম..... প্রিয় শাফিন আহমেদ কে হারিয়ে ভীষণ কষ্ট হচ্ছে😢!!! ওপারে ভালো রাখুক আল্লাহ আপনাকে!!!
শাফিন আহমেদ এখন তো অনেক স্টাইলিশ
দারুন একটা গান। ৯০দশকের বাচ্চাদের ক্রেজ হাল আমলেও বদলায়নি একটুকুও। এর মাঝে কত প্রজন্ম এলো গেলো। কেউ কি পেরেছে ওই সোনালি সময় উপহার দিতে?
অনেক অনেক ধন্যবাদ চমৎকার পরিবেশনা ❤❤❤
দুই ভাইয়ের একই রকম কন্ঠ
বিদায় ব্যান্ড লিজেন্ড। আজীবন মনে রাখব আপনাকে।
Shafin was unique. ❤by his class.
No one can take his place.
বিদায় কিংবদন্তি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক
Ameen
মৃত্যুর পর আমি সে জলসার অনুস্টান দেখতে আসলাম। আমার মতো কে কে এসেছেন।
Amio
Amio
প্রথম যেদিন telecast হয়েছিলো তখন মায়ের সাথে দেখেছিলাম। আম্মু চলে যান 1997 এ। মাঝে মাঝে আম্মুর কথা মনে হলে দেখতাম। আজকে Shafin আহমেদের জন্য। আল্লাহ্ সবাইকে Jannatul Ferdous দান করুন ।আমীন
This family born with music sense.
I'm looking for this song from last 20 yrs. Thank you Mr Helal for uploading this.
You are welcome.
seriously 😱😱
Me too like a set of Lost Keys ...
অসংখ্য ধন্যবাদ তার জন্য,যে এই সুন্দর গানটা শেয়ার করেছেন
কত দিন দেখিনি তোমায় - Album টা শুনবেন
Just love you, Shafin bhai! May the Almighty grant you Jannah!
Manam Ahmed Sir💎
Take a bow!
অসাধারণ কন্ঠ! ভালবাসা ও শ্রদ্ধা রইলো।
কন্ঠে আমার নিশিদিন যত সুরের নিঝর ঝরে।
সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে
কন্ঠে আমার নিশিদিন যত সুরের নিঝর ঝরে।
সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে
তুমি যবে রাখ আঁখি পরে আঁখি
মন বনে মন বনে মোর কূহ ঊঠে ডাকি
তুমি যবে রাখ আঁখি পরে আঁখি
মন বনে মন বনে মোর কূহ ঊঠে ডাকি
আমার ভুবনে কত গান কত গান
কত ফুল ফোটে থরে থরে
সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে
কুসুমের লাগি এ নহে ক্ষণিক, ভ্রমরের ভালোবাসা
তোমারে ঘিরিয়া রচিয়াছি মোর সারা জীবনের আশা
মোর কাছে যবে ধিরে ধিরে এসে
শুধু ছুঁয়ে যাও মোরে ভালোবাসে
মোর কাছে যবে ধিরে ধিরে এসে
শুধু ছুঁয়ে যাও মোরে ভালোবাসে
মনে হয়, মনে হয় যেন স্বর্গ নেমেছে আমার মাটির ঘরে
সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে
কন্ঠে আমার নিশিদিন যত সুরের নিঝর ঝরে।
সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে
সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে
সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে
সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে
সে শুধু প্রিয়া সে শুধু তোমারই তরে
Thank you
Special Thanks Brother.
Banan vul ase
মোর কাছে যবে ধিরে ধিরে এসে
শুধু ছুঁয়ে যাও মোরে ভালোবেসে
ভাই আপনার লেখাগুলো কপি করতে চাইলাম হলো না এই গানটা কি পাঠানো যাবে
Shafin Ahmed intertwined with the legend Firoza Begum and Hamin Ahmed intertwined with the legend Kamal Dasgupta in their tonal exceptions! This is the natural mastering of the progeny!
Outstanding violin play by man am Ahmed vi... salute u
কিভাবে সম্ভব? দু"ভাই দেখতে একরকম, গানের কণ্ঠ ও হুবহু একরকম🤔 প্রিয় শাফিন ভাইকে আল্লাহ মাফ করে দাও, জান্নাতুল ফিরদাউস নসিব করুন 😥
I'm a gen-z kid and I'm literally in love with this song. What a touching voice! We lost a radiant star in the music industry that isn't replaceable💔
আমার খুব শিল্পী মা🙏🙏🙏 ফিরোজা বেগম ❤❤তাঁর পুত্রের কন্ঠ আজকে ই প্রথম শুনলাম অনেক অনেক শুভেচ্ছা
Eigan niye bolar vasha nei sunle shuntei thaki ahha ki gan ki shomoy shunali din 90 doshoker ajow sei prothom diner motoi hoye ache jodi oi din gulo pete partqm 🥰🎉❤️
এমন অভাবনীয় লেখা কিভাবে সম্ভব 💯। সত্যিই অনেক মার্জিত বংশের ছীলেন শাফিন ভাইয়ের পরিবার।
ভালো থাকবেন।😢
ভয়েস কানে আসলে রিদয়ে নারা দেয় কি মায়া ছিল তাদের কন্ঠে ❤
আমার অনেক পচন্দের সাফিন আর হামিদ ভাই আপনাদের কন্ঠে ফিলিংস আছে
১৯৯৫ সালের কথা।
সেদিন ছিল ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী মোহামেডান ফুটবল ম্যাচ যেখানে ২-১ গোলে আবাহনী জিতে যা কিনা তাদেরকে লীগ চ্যাম্পিয়নের পথে নিয়ে যায়, বিটিভি সরাসরি সম্প্রচার করে ম্যাচটি।
আবাহনীর একজন বড় সমর্থক হওয়ার কারনে সেদিন ম্যাচের পর থেকেই খুবই আনন্দিত উৎফুল্ল ছিলাম, পরে রাতের দিকে বিটিভিতে প্রচারিত হয় এই অনুষ্ঠানটি যা কিনা মনের আনন্দকে হাজারগুনে বাড়িয়ে তুলেছিল!
কি সময় ছিল! অল্পতেই যেন কি খুশি ভর করতো মনে আর তাতে কিনা সারাটি বছর প্রায় আনন্দে কাটতো।
শাফিন আহমেদ চলে গেছেন, অনুষ্ঠানের উপস্থাপক আনিসুল হক তো চলে গিয়েছেন আগেই, কিন্তু তাদের স্মৃতি যেন নিয়ে যায় সেই ৯০ এর দশকে আবার.........
যে মানুষ মায়ের কাছে শিখেছে নজরুল আর বাবার কাছে শিখেছে শাস্ত্রীয় সংগীত গেয়েছেন রক এইগান প্রথম যারা শুনবে তারা অবাক হয়ে যাবেন উনার নজরুল গীতি শুনিয়েন তাহলে বুঝবেন একজন শিল্পী যিনি পুরোটাই পরিপূর্ণ,, ওপারে ভালো থাকবেন ❤❤❤
I'm really shocked after 🙉 hearing sad demise of our beloved singer (Mr. Shafin Ahmed - inna lillahi wa inna ilaihi rajiun).
You will be remembered all the time 💕.
গানটি এখনো প্রতিদিনই শুনি
Wow both brothers voice literaly the same. They both look more handsome now than then.
Gan ta onek sundor. Unar mrittor por e ganta sunlam. Erokom gan keno age prochar hoe na . Dhukko lage
আকদ্ এর দিন ও আমাকে ডেডিকেট করে গানটা ওর ফেসবুক ওয়ালে পোস্ট করে।তখনও এ গান টা আমি শুনিনি আগে।ওই প্রথম গানটা শুনায় আমাকে।আজ আমরা একসাথে নেই কিন্তু গানটা প্রতিদিন ই শুনা হয়।সারাজীবন প্রিয় মানুষের স্মৃতি হয়ে থেকে যাবে এ গানটা❤️
Take love
Best wishes
❤
কষ্ট পাইলাম 😢❤৷ সুখে থাকেন আপু
আল্লাহ্ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন
অসাধারণ একটা গান লিজেন্ড সাফিন স্যার
বাবার সুরে দুই ছেলে গাইলো৷ আর আমরা সবাই মুগ্ধ হোলাম। সে শুধু প্রিয়া তোমারই তরে।
এ গানের আবেদন সব সময় বর্তমান থাকবে ।
Shafin vai we will miss you. You are the greatest artist and good human being who will be always with us. RIP VHAIA
স্বাধীনতার সুখ থাকলেই এই ধরনের গান কন্ঠে আসে
শাফিন আহমেদ! ওয়েস্টার্ন চেহারা।
এধরনের অনুষ্ঠান এখন আর হয় না।তাই টিভি ও দেখি না।মনটা ভরে গেল।
এই হট্টগোলের মধ্যে মানুষ একদিকে ব্যস্ত অন্যদিকে শাফিন যেন সবার অজান্তেই বিদায় নিয়ে চলে গেলেন!!
তার এই গানের শুরে যেন কত কষ্ট , অভিমান মিশে গেছে .......
শাফিন এক সাক্ষাৎকারে বলেছিলেন "আমার খুব বেশি বন্ধু নেই।"😢
বাংলা ব্যান্ডের গান এ এক বিশাল সম্প্রদ
দারুণ! ... অসাধারণ!! ....অপূর্ব!!! ... কোনো বিশেষণ-ই যেনো এই গানের জন্য যথেষ্ট নয়!
শাফিন ভাই এর এই গানটা বেস্ট। রেস্ট ইন পিস ভাইয়া। ❤
মহীরুহের জন্ম আছে, মৃত্যু নেই। তাঁরা চিরকালীন, চিরন্তন। শ্রদ্ধাঞ্জলি ❤
Ami always ai ganta suni..ridoy chuye jay
অতুলনীয় ভয়েস 💔।প্রথম গানটা শুনেছিলাম স্যারের কাছে ম্যাসেঞ্জারে । শুনে অন্য শাফিন আহমেদ কে পেলাম। অপারে ভালো থাকুন লিজেন্ড 🖤💔
হাজারবার শুনলেও মন ভরে না।
Oshadharon shur aar gayoki chilo gaantar...one of the milestone programs of BTV ever...
অসাধারণ গানের কথা ও সুর।
সত্যিই চমৎকার একটি গান।
বাংলাদেশের সেরা শিল্পী.... রুনা, পর শাফিন ব্যাস
বাংলা ব্যান্ডে যার অনন্য অবদান,আজ উনি সবার মায়া ত্যাগ করে নিজের আপন পথ বেছে নিয়েছেন যেখানে জীবের শেষ আশ্রয়স্থল।আপনার চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছিনা তবুও এটাই চিরন্তন।সারাটা বিকাল জুড়ে আপনার গান শুনেছি ,অনেক ভালো থাকুন আপনি।
01:54 Hameen wants to start lipsync from there. in fact, this song was sang by the great Shafin Ahmed only. R.I.P. My eyes fills with tears whenever I listen to him now a days.
The thing is, in this version, both the brothers did sing and it was pre-recorded. Shafin bhaiya had another version of this song in his own voice only. This was lipsynced, but 2nd verse was from Hamin bhai- listen to the voice carefully.
Volar Vasa nai.sob legendary singer gula chole jacche 😭😭😭😩😩
কি সুন্দর মিষ্টি গান তেমনি সুন্দর পরিবেশনা ।দুজন ই খুব সুন্দর গান করেন ,আপনাদের গান ঘরানাকে চিনিয়ে দেয়,আপনাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ধন্যবাদ
খুবই প্রিয় একটা গান। বার বার শুনতাম।
বাংলাদেশের আরেক নক্ষত্রের বিদায়
এই গানটি অন্য যেকোনো পুরুষ শিল্পীর চেয়ে তিনি অসাধারণ গেয়েছেন।
কিছু বলার ভাষা নেই।
এক কথায় অসাধারণ লেখনী, সুর ও বাজনা।
💞💞💞💞💞💞
প্রিয় শাফিন ভাই, প্রিয় মানুষদের হারিয়ে যাওয়ার দলে আপনিও যোগ দিলেন?
চিরসবুজ হয়ে থাকবেন আজীবন!
কোথায় যেন হারিয়ে যাই
অসাধারণ সুন্দর
They proved which family members belonged to. Hats off
অসাধারণ গায়কী আমি ওনার ব্যন্ড সংগীত পছন্দ করি কিন্তু ওনার সংগীতের বেসিক প্যাটার্ন খুব ভালো ছিলো
It was golden memories. All legends were this program. Including our dear host Anisul Hauq . Most of them are no longer with us . 😢😢😢
ভালো থাকবেন,প্রিয় শিল্পি...
অনেক দিন পরে খুঁজে পেলাম! মন ভরে গেলো!
কি সুর রে ভাই!কিভাবে সম্ভব
এই প্রোগ্রাম বিটিভি তে ঈদের সময় প্রচার হয়েছিলো।সেই সময় পুরো পরিবার মিলে দেখছিলাম।কি এক অদ্ভুত অনুভুতি
কিছুদিন পর গান টি ক্যাসেটে নিয়ে হাজার বার শুনেছি আমরা।
Unar mara jaway RUclips e news dekete ese ei gaan ta pelam...just wow..
আমার খুব প্রিয় একটা গান 💚💚
আল্লাহ আপনি তাকে পরপারে ভালো রাইখেন
এটা আমার সকালের নাস্তা,,,❤❤
Very beautiful song nicely song, Allah. Shafin Ahmeder sokol guna maff kore dian and onak jannat Dan korun.. Amen
Truly incomparable
One of my most favourite song.
Legendary Ekta gaan vhai- Still- & Amr whole life e ei gaan tah fvrt thakbe.
দেখেছিলাম। বহুবছর আগে। বিটিভি তে প্রচারিত হবার সময়
Capacity of real artist knows no bound.❤
অন্তর ছুঁয়ে যায় এই গানটা শুনলে ✔️💙💙
আহা মাইলস্ লিজেন্ড দের এভাবে আর কখনো একসাথে দেখা হবেনা 💔
গান শুনে মন ছুয়ে যায়।
This is the best version 💙
Tomar fb id link ta diba add hotam
অনেক প্রিয় একটি গান যা অনেক বার শুনেছি ❤