মন প্রাণ ভরে গেল মা মেয়েদের মধুর আড্ডায়। গুণী মানুষের জীবনের কথা শুনতে খুব ভালো লাগে। সবার জন্য ভালোবাসা আর অজস্র শুভকামনা। চমৎকার উপস্থাপনা আর আন্তরিকতা আয়োজনকে আরও মাধুর্যমন্ডিত করেছে।❤
Erokom shundor onusthan konodin dekhi ni.. the best moments were when the daughters were singing and the proud mother was beaming with pride.. moments to remember for the rest of our lives
আপনাদের গান নিয়ে তো কিছু বলারই নেই, তবে আপনাদের সম্পর্ক ও হাসি এই অনুষ্ঠানের প্রাণ । আর শ্রদ্ধেয়া সুমিত্রা সেনের সহনশীলতা, আভিজাত্য আমায় জীবনবোধের শিক্ষাও দিল অনেক খানি। সমৃদ্ধ হলাম। ধন্যবাদ।
খুব ভালো লাগলো। এইরকম রুচিশীল এবং সাবলীল সঞ্চালনা আজকের দিনে বেশ miss করি! শিল্পীরা তিন জনেই আমার ভীষন কাছের, উপ্রি পাওনা তাঁদের বিভিন্ন অভিঞ্জতার কথা। এই প্রজন্মের কাছে এই episodes এর archive এক বড় দৃষ্টান্ত হয়ে থাকছে। আপনাকে অনেক ধন্যবাদ।
নতুন করে আবার এই অনুষ্ঠান শুনে যারপরনাই তৃপ্ত ও আপ্লুত হলাম। দুই কৃতি সন্তানের জননী সুমিত্রা সেনকে প্রনাম জানাই। দুই কন্যার সঙ্গীত পরিবেশনায় আমরা বড়ই তৃপ্তি ও আনন্দ লাভ করি। কিন্তু একটা কথা স্বীকার না করে পারছি না, সুমিত্রাদির গলায় ' আমার সকল দুঃখের প্রদীপ--' ' মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ" ---এরকম আরো অনেক গান বড়ই শ্রুতিমধুর ও মনোরম লাগত।
খুব সুন্দর অনুষ্ঠান। ভালো লাগলো উপস্থাপিকা সহ দুই বোন ও মা এর কথাবার্তা। আমার তিনজনের গানই খুব ভালো লাগে। আমার ভাইপো স্মরণজিৎ শ্রাবনী সেনের খুব ভক্ত। তার কথা রবীন্দ্রসংগীত মানেই শ্রাবনী সেন। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন।
Jewels of Bengal . Indrani Sen and Srabonee Sen .. Mangeshkar sisters of Kolkata . Unfortunately they couldn’t get the acclaim as deserved due to their location in Bengal . Absolute brilliant sister duo - daughters along with a hugely talented Mother Sumitra Sen .
অনেএএএএক দিন পরে আড্ডারত আই. এস. ম্যামকে দেখলাম। মনে পড়ে গেলো ১৯৯২ - ৯৫ সাল পর্যন্ত বাগবাজার উইমেন্স কলেজের দিনগুলো। পরপর ৩ বছর কলেজ সোস্যালের রিহার্সালের দিনগুলো। নিজে যেমন হাসতেন, তেমনি হাসাতেন। আর ছোটোবেলা থেকেই আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয়া সুমিত্রা সেন। এখন অবশ্যই শ্রদ্ধেয়া শ্রাবণী সেন। কিন্তু নিজে সবসময় হতে চেয়েছি আই. এস. ম্যামের মতো ভার্সেটাইল। 🙏🙏🙏🙏🙏💘💘💘💘💘💘💘💘
Amar VIDYASAAGAR clg er sir womens college e pore, tokhon o jantam na Indrani sen k amader room e duty te pabo, lekha bad dia onake amra dekhchhilam ki sohoje sobar sathe mishe jan, ekjon অসুস্থ hole uni take nijer meyer moto kore seek room e niye jan. Erobhalo laga sedin theke toiri hoy je ajo seta achhe. Khub bhalo laglo eksathe tin milestone ke dekhe.
মা সবার সেরা।মায়ের তোলনা শুধু মা ই।ফিমেল ভয়েস টা সুচিত্রা মিত্রের চেয়ে ও সুমিত্রা দির গান আমার কাছে প্রিয়া 1970 থেকে।আমি চিন্ময় চ্যাটার্জ আর সুমিত্রাদির কণ্ঠে রবীন্দ্র সংগীত শুনে ই রবীন্দ্রসংগীতের প্রেমে।পরে গেলাম।
রবীন্দ্র সংগীত*আমার এ পথ, তোমার পথের থেকে*এই গানটি আমি অনেকের কন্ঠে শুনেছি কিন্তু আমার মনে হয় শ্রাবনী সেন এর মত এতো মধুর করে আর কেউ গাইতে পারবনা। রবীন্দ্রনাথ এই গানটি মনে হয় শ্রাবনী সেন এর জন্যই লিখেছিলেন এবং সুর করেছিলেন।ওনার প্রতি আমার অনেক অনেক ভালবাসা রইলো এবং আমি ওনার দীর্ঘায়ু কামনা করি।💐❤️❣️❤️💐
3jon k e aamar pronam janai .aami sumitra sen er vison fan .ona k aami joohon chhoto chhilam thokhon. Pirulia te dekhechhi onar sokhi vabona kahare bole e chhara aro onek gaan sunechhi .tarpor theke sokhi vabona eai gaanti aamar khub prio gaantaa aami khub gaitaam.shrawaner dharar moto eai gaanti Indrani dir voice a aamar khub valo lage.
দুই বোনই খুব অসাধারণ গান গাইতে পারেন।কিন্তু শ্রাবণী সেনের রবীন্দ্রসংগীত যেদিন থেকে শুনতে শুরু করেছি সেদিন থেকে আর কারো গান যেনো মনে ধরেনা।এক কথায় অসাধারণ উনার গানের গলা।
Eto precious ekta interview, recording ta clear howa dorker chhilo. Microhone er awaj ta disturb korchhe. Kotha gulo vanga golae moto aschhe r ekta metalic sound achhe... If possible eta redo kora uchit mone hoy..
মন প্রাণ ভরে গেল মা মেয়েদের মধুর আড্ডায়। গুণী মানুষের জীবনের কথা শুনতে খুব ভালো লাগে। সবার জন্য ভালোবাসা আর অজস্র শুভকামনা। চমৎকার উপস্থাপনা আর আন্তরিকতা আয়োজনকে আরও মাধুর্যমন্ডিত করেছে।❤
Md.shafiqul islam Very nice song robindro songit ma o meye sumitra sen indrani with sraboni.
Bangladesh
খুব ভালো লাগলো একসঙ্গে তিন জনকে পেয়ে।
শাশ্বতী গুহঠাকুরতার সঞ্চালনায় মোহরদির ইনটারভিউটি দেখতে ইচ্ছুক।
Asadharon ekti programme.....jemon sanchlana temoni asadharon shilpira
ইন্দ্রানীদি ও শ্রাবণীদির মাতৃদেবী সুমিত্রা সেন সেটা জানা ছিল না। খুব সুন্দর অনুষ্ঠানটি লাগলো। খুব উপভোগ করলাম।
😅😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Erokom shundor onusthan konodin dekhi ni.. the best moments were when the daughters were singing and the proud mother was beaming with pride.. moments to remember for the rest of our lives
Sraboni Sen just amazing . Ki opurbo gola . MAA SARASWATI dhele diyechen sur onar gola te .
JOY MAA SARODAMONI
প্রকৃত সাংস্কৃতিক অনুষ্ঠান... আজ তো এ'সবের পাঠ প্রায় উঠেই গেছে... প্রত্যেককে অনেক শুভেচ্ছা... আমার প্রিয় সঙ্গীতশিল্পীবৃন্দ...
Asadharon laglo programme ta.....Sraboni r ami aky year e aksathe gitabitan er chatri....khub garbo bodh hoy
খুব সুন্দর অনুষ্ঠান। খুব ভালো লাগলো
Asaadharan laglo.
Ssradha pronam janalamSumitra.di ke
Suvechha janalam all of you.
খুব ভাল লাগল....খুব হেসেছি...😀😀😀❤❤❤
Very true...
Asadharon ekti anushthan dekhlam aar apnar sanchalana sei doordarshan samay theke dekhe aschi asadharon
VeSon sundor lagche Atovalo onusthan 😮😮
আপনাদের গান নিয়ে তো কিছু বলারই নেই, তবে আপনাদের সম্পর্ক ও হাসি এই অনুষ্ঠানের প্রাণ । আর শ্রদ্ধেয়া সুমিত্রা সেনের সহনশীলতা, আভিজাত্য আমায় জীবনবোধের শিক্ষাও দিল অনেক খানি। সমৃদ্ধ হলাম। ধন্যবাদ।
Drama serial
প্রিয় মানুষদের সাথে আড্ডা দারুণ লাগলো
sumitra di ke ssradha pronam janalam
Interview asadharan laglo.
Khub bhalo laglo.sahaj o bhalomanush howa satti khub darkar .iswar r koruna chara eto boro shilpi howa .jay na .Sumitra madam apnake pronam .
আমি রোজ একবার করে এই অনুষ্ঠান টি দেখি
যতবার দেখি মন ছুঁয়ে যায় ।
খুব ভালো লাগলো। এইরকম রুচিশীল এবং সাবলীল সঞ্চালনা আজকের দিনে বেশ miss করি!
শিল্পীরা তিন জনেই আমার ভীষন কাছের, উপ্রি পাওনা তাঁদের বিভিন্ন অভিঞ্জতার কথা।
এই প্রজন্মের কাছে এই episodes এর archive এক বড় দৃষ্টান্ত হয়ে থাকছে। আপনাকে অনেক ধন্যবাদ।
নতুন করে আবার এই অনুষ্ঠান শুনে যারপরনাই তৃপ্ত ও আপ্লুত হলাম। দুই কৃতি সন্তানের জননী সুমিত্রা সেনকে প্রনাম জানাই। দুই কন্যার সঙ্গীত পরিবেশনায় আমরা বড়ই তৃপ্তি ও আনন্দ লাভ করি। কিন্তু একটা কথা স্বীকার না করে পারছি না, সুমিত্রাদির গলায় ' আমার সকল দুঃখের প্রদীপ--' ' মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ" ---এরকম আরো অনেক গান বড়ই শ্রুতিমধুর ও মনোরম লাগত।
খুব সুন্দর অনুষ্ঠান। ভালো লাগলো উপস্থাপিকা সহ দুই বোন ও মা এর কথাবার্তা। আমার তিনজনের গানই খুব ভালো লাগে। আমার ভাইপো স্মরণজিৎ শ্রাবনী সেনের খুব ভক্ত। তার কথা রবীন্দ্রসংগীত মানেই শ্রাবনী সেন। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন।
Ok
Very very much enjoyed this programme.Mrs sen is full of dignity and the daughters are full of quality with their terrific sense of humor.
Khub bhalo laglo.osadharon 👍👍👍
Jewels of Bengal . Indrani Sen and Srabonee Sen ..
Mangeshkar sisters of Kolkata .
Unfortunately they couldn’t get the acclaim as deserved due to their location in Bengal .
Absolute brilliant sister duo - daughters along with a hugely talented Mother Sumitra Sen .
Right
@@angsugeet5500
ruclips.net/video/qmQVGiKP8UI/видео.html
Please sunun🙏
Khub bhalo korechhen ei episode ta sobai dekhun bhalo lagbe chhele meye nirbisheshe
খুব ভালো লাগলো এত সুন্দর সঙ্গীতময় অনুষ্ঠান।
Apurbo! Bhishon bhalo laglo,
আমি ইন্দ্রানী সেনের ফ্যান ।উনার গান শুনতে ভালো লাগে ।
সাঙ্গীতিক পরিবারের পরিবেশর এক ঝলক উপভোগ করলাম। ভালই লাগল।
Susmita moullik khub sundor
Very jovial sisters ....sumitra Di ke pronam ...Bhalo thakben
Indrani- di apnar smile -ta amar mon chuye jay
অনেএএএএক দিন পরে আড্ডারত আই. এস. ম্যামকে দেখলাম। মনে পড়ে গেলো ১৯৯২ - ৯৫ সাল পর্যন্ত বাগবাজার উইমেন্স কলেজের দিনগুলো। পরপর ৩ বছর কলেজ সোস্যালের রিহার্সালের দিনগুলো। নিজে যেমন হাসতেন, তেমনি হাসাতেন। আর ছোটোবেলা থেকেই আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রদ্ধেয়া সুমিত্রা সেন। এখন অবশ্যই শ্রদ্ধেয়া শ্রাবণী সেন। কিন্তু নিজে সবসময় হতে চেয়েছি আই. এস. ম্যামের মতো ভার্সেটাইল। 🙏🙏🙏🙏🙏💘💘💘💘💘💘💘💘
Amar VIDYASAAGAR clg er sir womens college e pore, tokhon o jantam na Indrani sen k amader room e duty te pabo, lekha bad dia onake amra dekhchhilam ki sohoje sobar sathe mishe jan, ekjon অসুস্থ hole uni take nijer meyer moto kore seek room e niye jan. Erobhalo laga sedin theke toiri hoy je ajo seta achhe. Khub bhalo laglo eksathe tin milestone ke dekhe.
অসাধারণ অনুষ্ঠান। অনেক ধন্যবাদ।।
এক্সট্রা অর্ডিনারি রবীন্দ্র সংগীত শিল্পী ছিলেন সুমিত্রা সেন।এক কথায় ওয়ার্ল্ড ক্লাস।পৃথিবীর সেরা রবীন্দ্রসংগীতের ফিমেল শিল্পীর মধ্যে সুমিত্রাদি একজন।
মা সবার সেরা।মায়ের তোলনা শুধু মা ই।ফিমেল ভয়েস টা সুচিত্রা মিত্রের চেয়ে ও সুমিত্রা দির গান আমার কাছে প্রিয়া 1970 থেকে।আমি চিন্ময় চ্যাটার্জ আর সুমিত্রাদির কণ্ঠে রবীন্দ্র সংগীত শুনে ই রবীন্দ্রসংগীতের প্রেমে।পরে গেলাম।
জীবন যেন পরিপূর্ণ।
কী অসাধারণ মা ও মেয়েদ্বয়।
Khub Bhalo laglo , khub mpjar kore unara kothao bolechhen ,.. Mon bhalo kora anusthan . @Chaitali Madam aar keno erokom program hoina Durdarshan e?
Maa Durga with Laxmi & Saraswati.They R absolute Blessed & Blessed & Blessed by The Mercurial Power. No Equal. 🌹
চমৎকার লাগলো অনুষ্ঠান টি।
মন ভরে যাওয়া প্রোগ্রাম।
দুই বোন, ইন্দ্রানী সেন ও শ্রাবণী সেন, এবং তাদের মা সুমিত্রা সেন প্রতিভাবান শিল্পী ও শিল্পী ছিলেন। তাদের গান আমার খুব প্রিয়। মাকে আমার প্রণাম জানাই 💞💞
Asadharon adda🙏🙏
Khub Bhalo Lagche
এত সুন্দর অনুষ্ঠান গুলো আমরা মিস করে যেতাম যদি আপনি না দিতেন।। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
.
মন ভরে গেলো ৷
দুই বোনের মিষ্টি মধুর সম্পর্ক গান শুনে মুগ্ধ হলাম উনাদের মাকে অনেক প্রনাম জানালাম
অসাধারন, অনবদ্য
Many many thanks for this video ❤️❤️
B শ্রাবনীর গান বড্ড মন ছুয়ে যায়।
রবীন্দ্র সংগীত*আমার এ পথ, তোমার পথের থেকে*এই গানটি আমি অনেকের কন্ঠে শুনেছি কিন্তু আমার মনে হয় শ্রাবনী সেন এর মত এতো মধুর করে আর কেউ গাইতে পারবনা। রবীন্দ্রনাথ এই গানটি মনে হয় শ্রাবনী সেন এর জন্যই লিখেছিলেন এবং সুর করেছিলেন।ওনার প্রতি আমার অনেক অনেক ভালবাসা রইলো এবং আমি ওনার দীর্ঘায়ু কামনা করি।💐❤️❣️❤️💐
Gg
@@bijaybasu2222 .
0khob, ;-lols-ach8
তাদের তিন জনের গানই আমার পছন্দ। সমানে সমান। কাকে ছেড়ে কার কথা বলব?
বহুদিন পর এমন হৃদয় জুড়ানো অনুষ্ঠান দেখলাম ,মন ছুঁয়ে গেল ।
অনুষ্ঠান টি খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ সবাই কে 🙏🙏
Baddo bhalo laglo ,jodio ai anushthan ami D D Bangla y ageo dekhechi kintu ai anushthan jato dekhi tatoi bhalo lage .
3jon k e aamar pronam janai .aami sumitra sen er vison fan .ona k aami joohon chhoto chhilam thokhon. Pirulia te dekhechhi onar sokhi vabona kahare bole e chhara aro onek gaan sunechhi .tarpor theke sokhi vabona eai gaanti aamar khub prio gaantaa aami khub gaitaam.shrawaner dharar moto eai gaanti Indrani dir voice a aamar khub valo lage.
দুই বোনই খুব অসাধারণ গান গাইতে পারেন।কিন্তু শ্রাবণী সেনের রবীন্দ্রসংগীত যেদিন থেকে শুনতে শুরু করেছি সেদিন থেকে আর কারো গান যেনো মনে ধরেনা।এক কথায় অসাধারণ উনার গানের গলা।
একমত
@@nandinichakraborty8433ruclips.net/video/qmQVGiKP8UI/видео.html please sunun
,shraboni ji ke amar nomoskar
0
Thik tai.....
প্রণাম ও শ্রদ্ধা সবাই কে। শ্রাবণীদি সত্যিই অসাধারণ।
I love saboni mem' tagore song sooo much.nd i follow her singing. Indrani mem also too good in nazrull geeti.
উইকিপিডিয়া জিরো পয়েন্টে এসে
Asadharan Anushthan...dekhe Abibhuto holam...Apnader Sakol ke Janai Sasradhya pronam 🙏🙏🙏🙏
Darun laglo.
Gooni maayer gooni dui konya.
Apurva, khub vhalo laglo
Khub khub khyb sunder
খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ
অনেক দিন ধরে এই পর্বটির অপেক্ষায় ছিলাম
.... মন ভরে গেল। অনেক ধন্যবাদ ।
Chole gyalen Sumitradi ...🙏🙏🙏
শ্রাবণী দি অসাধারণ
দারুণ লাগলো,,,
Apurbo Apurbo Drisho Dorshon Korlam Khub bhalo Laglo .
Apurbo sundor🙏🙏🙏🙏🙏
অনুষ্ঠান টি খুব ভাল লাগল।
Khub bhalo lagche
অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানাই
মনে আছে।
সব কিছু মনে আছে।
Khub valo laglo.
অনেক ধন্যবাদ
কাল সুমিত্রা সেন চলে গেলেন। ভালো থাকবেন তারাদের দেশে।
দুজনেই অসাধারণ।
Khub bhalo laglo
Mon santi te bhore galo
To me "Amar sakal dukher pradip" is highly attractive from the beautiful voice of the legend Sumitra Sen.
মন প্রাণ ভ'রে গেল।
অসাধারণ অসাধারণ
My favourite sraboni sen
সত্যিই অসাধারণ লাগলো,সবাইকে।
শ্রাবণীদি তুমি আমার কাছে অতুলনীয়। ❤️❤️❤️❤️
অসম্ভব ভালো লাগলো ,
খুব ভালো লাগলো ।
Khub khub bhalo laglo
দিন তো এই রকম মন ভালোকরেদেবার মত সাক্ষাৎ কার।সময়টা একটু ভালোকাটে।
Sumitra sen। Ak। Valobasar। । Nam। Uttamkumarke ,gouri। Prasanna। Majumderabang। Srabanidir। বাবাকেও। প্রণাম। Janalam। Sakal। গুরুজনদের। নমস্কার।সচিন্দেভ রহুলদেভ burman, hemanta babukeo। Pranam
কি ভালো লাগলো!
গানের আসর তার সঙ্গে আড্ডা, সুন্দর সঞ্চালন মন মাতানো অনুষ্ঠান।
সার্থক মা, সার্থক তার সন্তানরা....
Mon Ta Vhare Galo Tomader Gan O Katha Sune. Tomra sobai bhalo Thakben.
Ami cheshta kori somasto post gulo dekhte r shunte🙏🙏🙏
আমার প্রিয় রবীন্দ্র সংগীত শিল্পী, যাকে তুলনা হীন মনে করি সেই সুমিত্রাদিকে অজস্র প্রণাম জানাই। ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন ভালো থাকেন।
Eto precious ekta interview, recording ta clear howa dorker chhilo. Microhone er awaj ta disturb korchhe. Kotha gulo vanga golae moto aschhe r ekta metalic sound achhe...
If possible eta redo kora uchit mone hoy..
Khub valo lagloo
Onoboddo. ❤️💚❤️
দারুণ লাগলো...
🙏🏽🙏🏽🙏🏽
Excellent