রক্তে রঞ্জিত আমার প্রিয় মাতৃভূমি। এই দাগ কখোনোই শুকোবে না। ইতিহাস সৃষ্টি করে ঋণী করে গেল তাঁহারা। সত্যি তুলে ধরেন সাংবাদিক সাহেব ইনশাআল্লাহ সাধারণ মানুষ ভালোবাসা ও দোওয়া পাবেন |
তাহমিদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশী ও এলাকার লোকজন। নন্দীপাড়া গ্রামের অন্তত ১০ জনের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাঁদের ভাষ্য, ১৫ বছর বয়সী তাহমিদ সচেতনভাবে আন্দোলনে যায়নি। বাড়িতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়পড়ুয়া তার দুই ফুফাতো ভাইও সেদিন আন্দোলনে যাননি। সে কীভাবে সেখানে গেল, এটাই আশ্চর্যের! শুধু কৌতূহল থেকে সেখানে গিয়েই এমন পরিণতি হলো তাঁর। হয়তো পরিচিতজনদের পেয়ে তাদের সঙ্গে মিশে গিয়েছিল।
ছিঃ বাংলাদেশের পুলিশ বাহিনী তাহমিদের এ কথাগুলো শুনে কান্নায় বুকটা ফেটে যাচ্ছে মুখে কোন বাসা নেই কোন দেশে আমরা বসবাস করি যে পুলিশের কাছে মানুষ বাঁচার জন্য সাহায্য চায় যে পুলিশকে মানুষ ভাই মনে করে বন্ধু মনে করে সে পুলিশে মানুষকে গুলি করে মেরে ফেলে তোমরা তো মানুষ মানুষ হয়ে মানুষের বুকে গুলি চালাতে তোমাদেরকে বুক কাঁপে না।
ক্ষমতা চিরস্থায়ী নয়।আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো এই রাজপথ কখনো শুকাবে না।পৃথিবীতে রাজত্ব করেছে এবং নিজেকে খোদার দাবি করেছেন নমরুদ,ফেরাউন। তাঁরা ও একদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের পরিনতির কথা সবারই জানা। তাই ক্ষমতার দম্ভ দেখিয়ে যা খুসি তাই করবা এটাও একদিন শেষ পরিনতি হবে তাদের মতো। হে আল্লাহ এই পরিনতি দেখার জন্য আমাকে বাচিয়ে রাখিস।
৫২'র ভাষা আন্দোলন এর চেয়ে হৃদয় বিদারক ! ইতিহাস হয়ে থাকবে ...... পরবর্তী প্রজন্ম পাঠ্য পুস্তকে পড়বে এই বীরশ্রেষ্ঠ দের আত্মত্যাগের আর গৌরবের ইতিহাস......... আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
৫২-তে সর্বসাকল্যে মানুষ মারা গিয়েছিল ৭ জন (২১শে ফেব্রয়ারী তে ৪ জন- সালাম, বরকত, রফিক এবং জব্বার। শফিক পায়ে গুলি খেয়ে বেশ পরে হাসপাতালে মারা যান)২১শে ফেব্রুয়ারির পরে ২২ এবং ২৩শে ফেব্রুয়ারিতে আর ২ জন মারা যান।
এই ছেলের পিতামাতাকে যে কষ্ট যন্ত্রণা সইতে হচ্ছে, এর চেয়েও বহু বহু বহুগুণ যন্ত্রণা যেন এই ঘটনার জন্য দায়ী প্রতিটা ব্যক্তি পায়।মহান রবের কাছে এই ফরিয়াদ করি।
তাহমিদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশী ও এলাকার লোকজন। নন্দীপাড়া গ্রামের অন্তত ১০ জনের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাঁদের ভাষ্য, ১৫ বছর বয়সী তাহমিদ সচেতনভাবে আন্দোলনে যায়নি। বাড়িতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়পড়ুয়া তার দুই ফুফাতো ভাইও সেদিন আন্দোলনে যাননি। সে কীভাবে সেখানে গেল, এটাই আশ্চর্যের! শুধু কৌতূহল থেকে সেখানে গিয়েই এমন পরিণতি হলো তাঁর। হয়তো পরিচিতজনদের পেয়ে তাদের সঙ্গে মিশে গিয়েছিল।
আল্লাহ তুমি এই ছোট্ট বাচ্চাটিকে জান্নাতুল ফেরদৌস দান করুন। কান্না ধরে রাখতে পারলাম না। কত ছোট্ট বাচ্চা এই আন্দোলনে গেছে যার নিজের কোন ফায়দা নেই শুধু বড় ভাইদের সাথে সংহতি রেখে গেছে বড় ভাইবোনদের উপকার এর জন্য। অথচ আমরা কতজনই বা এই কাজের জন্য রাস্তায় নেমেছি আমাদের ভাই বোনদের উপকার এর জন্য।
এধরণের ঘটনা পূর্বেও ঘটেছে। এবার যারা মারা গেলো তাদের অনেকের বাবা-মা, ভাই-বোন আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যাচ্ছে। কিন্তু এতিমদেরতো কেউ নাই। আল্লাহর দরবারে বিচার দেওয়াতো চলছে দীর্ঘদিন যাবৎ। এতে আর্জির সংখ্যা বাড়ছে শুধু। কাজের কাজ কিছু কি হচ্ছে!!!
রক্তে রঞ্জিত আমার প্রিয় মাতৃভূমি। এই দাগ কখোনোই শুকোবে না। ইতিহাস সৃষ্টি করে ঋণী করে গেল তাঁহারা। প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী,তথ্যমন্ত্রী,পুলিশপ্রধান, সেনাপ্রধান, বিমানবাহিনীপ্রধানসহ সংশ্লিষ্ট সকলের পদত্যাগ ও বিচার কামনা করছি।
তাহমিদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশী ও এলাকার লোকজন। নন্দীপাড়া গ্রামের অন্তত ১০ জনের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাঁদের ভাষ্য, ১৫ বছর বয়সী তাহমিদ সচেতনভাবে আন্দোলনে যায়নি। বাড়িতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়পড়ুয়া তার দুই ফুফাতো ভাইও সেদিন আন্দোলনে যাননি। সে কীভাবে সেখানে গেল, এটাই আশ্চর্যের! শুধু কৌতূহল থেকে সেখানে গিয়েই এমন পরিণতি হলো তাঁর। হয়তো পরিচিতজনদের পেয়ে তাদের সঙ্গে মিশে গিয়েছিল।
কিছু বলার ভাষা পাচ্ছি না, শুধু কান্না আসে।বুকের ভিতর রক্ত ক্ষরণ হচ্ছে। আহ,,,,আল্লাহ তুমি ন্যায় বিচারক, তোমার বিচারের অপেক্ষায় আমরা,,,, জানি না বাবা দেশপ্রেমিক কিনা..!! তবে ছেলে একদম খাঁটি দেশপ্রেমিক মহান আল্লাহ তায়ালা জান্নাত বাসী হিসাবে কবুল করুক তাহমিদ আহমেদ কে আমিন 🤲🤲🤲😭😭😭😭
Are akhon sob fals hoy gache tai new korche je koidin internet cilona say koidin only pure gache bagsur ay sob ar News korche media sob gula government ar pa cata golam
কাঁদো বাঙালি কাঁদো, কান্না না আসলে চোখে একটু পিপারমিন লাগিয়ে নাও! কারণ, কমেন্টে এসে কাঁদলে তো আর প্রাণনাশের ঝুঁকি থাকে না, কিন্তু আন্দোলন করলে প্রাণনাশের ঝুঁকি থাকে তাই আন্দোলনে যাওয়ার দরকার নেই।চোখে পিপারমিন লাগিয়ে কাঁদলেই আন্দোলন করা হয়ে যাবে। 😂😂এরাই আবার নাকি বীরের জাতি😂😂
আহ্ এর চেয়ে কষ্ট কি আর হতে পারে বাবার জন্য 😢 একজন বাবাই বোঝেন একজন তরুণ সন্তানের মৃত্যুতে বাবার কতটা কষ্ট এটা গোটা পৃথিবীর সুখ এনে দিলেও এই কষ্ট শেষ হবার নয় আল্লাহ যারা মারা গেছেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান এবং পরিবারদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন
খুব কষ্ট লাগে। মনের অজান্তেই চোখ ভিজে গেলো। আল্লাহ তুমি সহায় হও, রক্ষা করো এমন পরিস্থিতি থেকে। যাদের জন্য এমন হচ্ছে তাদের তুমি জ্ঞান দাও অথবা পৃথিবী থেকে ধ্বংস করে দাও। আমিন
চোখের পানি ধরে রাখতে পারছি না। আল্লাহ তুমি এই ছোট ছেলেটিকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করো। আর যারা এই নিষ্পাপ প্রান গুলো নিয়ে নিচ্ছে তাদের দুনিয়াতে এবং আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা করো। আমিন।
কি বলবো ভাষা হারিয়ে গেছে হে আল্লাহ্ আপনি ছোট ভাইসহ যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। আর অচিরেই জুলুমকারীদের জুলুম থেকে সবাইকে রক্ষা করেন। আমীন
আপনি পাক্কা দেশপ্রেমিক এতে ভুল নাই তা এখনো মরেননি কেন? নিজ দেশ জ্বালিয়ে পুরিয়ে কোটা আন্দোলন কে সরকার বিরোধী আন্দোলনের রুপ দিয়ে এই কোমলমতি বাচ্চা দের মৃত্যু ডেকে এনেছেন। রাজাকার স্লোগান দিয়ে অন্যের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করতে আসছে বদমাইশের দল।
কিছু কমেন্টস পড়লাম, কান্না করা ভাই বোনদের বলছি , কান্না করে এই এই অপশক্তিকে আর দানবে পরিনত করবেন না , আমাদের সন্তানদের ভবিষ্যত চিন্তা করে এখনি শোক কে শক্তিতে পরিনত করুন ।আর তাজা প্রান ঝড়া থেকে প্রতিকারের ব্যবস্হা নিন ।
আমার ছেলের ক্লাসমেইট। কিছু লেখার বা বলার ভাষা নাই আমাদের কাছে।আল্লাহপাক তাকে জান্নাতুল ফেরদৌসের একজন হিসেবে কবুল করুন। আল্লাহ পাক তার মা- বাবা কে ধৈর্য্য দান করুন,আমীন।
@@Mahira-t3hবাংলাদেশে ইলেকশন রিগড তাও ১০ বছর হলো৷ সবচেয়ে বড় কথা হল বিরোধীপক্ষের কোনো জনসমর্থন নেই।হাসিনা একনায়ক হতে পারে,কিন্তু তার কোনো যোগ্য বিকল্প আসলেই নেই৷
🩷সত্য তুলে ধরার মতো এটিএন নিওজ কে অসংখ্য ধন্যবাদ মৃত্যু অনিবার্য সত্য, আজ হোক কাল হোক আমরা সবাই চলে তো যাবোই তবে তাহমিদের এই মৃত্যু সবার কপালে থাকে না ভাই! আমরা যতোই চাই জোর করেও এমন শহীদি মৃত্যু বরণ করতে পারবো না, আল্লাহ যার প্রতি খুশি হোন একমাত্র তাদের ই এই ভাগ্য হয় ভাই! কান্না করবেন না, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেনো তাকে জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে অধিষ্ঠিত করেন! 😭🤲 যে ভাইরা অন্যাইয়ের প্রতিবাদ করতে গিয়ে, মানুষ কে সাহায্য করতে গিয়ে মৃত্যু কে বরণ করেছেন তাদের তো একদিন না একদিন মরতেই হতো তার থেকে এভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানের মর্যাদা নিয়ে যে চলে গেছেন এটাই আপনার মা বাবার জন্য পাওয়া, তারা একটা আদর্শ সন্তান কে বড় করেছেন!
Save the country from the Vultures & Vampires. They are the blood Sucker Vampires. They need to drink more blood .These Vampires are not satisfied to drink the blood of Several hundreds of students.These Vampires would drink more and more bloods.
এতো করুণ ভাবে ঘটনাটি বর্ণনা করেছেন সাংবাদিক ভাই আমার... তবে আর যাই হোক, এত এত শহীদের রক্তের বাবা-মা ভাই বোনের অজস্র অভিশাপেই ধ্বংস হয়ে যাবে নির্দয় হৃদয়ের ক্ষমতাসীন দলের.... In-Sha-Allah.
রক্তে রঞ্জিত আমার প্রিয় মাতৃভূমি। এই দাগ কখোনোই শুকোবে না। ইতিহাস সৃষ্টি করে ঋণী করে গেল তাঁহারা।
সত্যি তুলে ধরেন সাংবাদিক সাহেব ইনশাআল্লাহ সাধারণ মানুষ ভালোবাসা ও দোওয়া পাবেন |
তাহমিদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশী ও এলাকার লোকজন। নন্দীপাড়া গ্রামের অন্তত ১০ জনের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাঁদের ভাষ্য, ১৫ বছর বয়সী তাহমিদ সচেতনভাবে আন্দোলনে যায়নি। বাড়িতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়পড়ুয়া তার দুই ফুফাতো ভাইও সেদিন আন্দোলনে যাননি। সে কীভাবে সেখানে গেল, এটাই আশ্চর্যের! শুধু কৌতূহল থেকে সেখানে গিয়েই এমন পরিণতি হলো তাঁর। হয়তো পরিচিতজনদের পেয়ে তাদের সঙ্গে মিশে গিয়েছিল।
ছিঃ বাংলাদেশের পুলিশ বাহিনী তাহমিদের এ কথাগুলো শুনে কান্নায় বুকটা ফেটে যাচ্ছে মুখে কোন বাসা নেই কোন দেশে আমরা বসবাস করি যে পুলিশের কাছে মানুষ বাঁচার জন্য সাহায্য চায় যে পুলিশকে মানুষ ভাই মনে করে বন্ধু মনে করে সে পুলিশে মানুষকে গুলি করে মেরে ফেলে তোমরা তো মানুষ মানুষ হয়ে মানুষের বুকে গুলি চালাতে তোমাদেরকে বুক কাঁপে না।
ক্ষমতা চিরস্থায়ী নয়।আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো এই রাজপথ কখনো শুকাবে না।পৃথিবীতে রাজত্ব করেছে এবং নিজেকে খোদার দাবি করেছেন নমরুদ,ফেরাউন। তাঁরা ও একদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের পরিনতির কথা সবারই জানা। তাই ক্ষমতার দম্ভ দেখিয়ে যা খুসি তাই করবা এটাও একদিন শেষ পরিনতি হবে তাদের মতো। হে আল্লাহ এই পরিনতি দেখার জন্য আমাকে বাচিয়ে রাখিস।
স্যালুট প্রিয় সাংবাদিক ভাই আপনাকে 🫡🫡
মেলা ভক্তি সাংবাদিক বাহ্ ভালোই কমেন্টকারী, ATN
অনেক সাহসিকতা নিয়ে রিপোর্ট করেছেন 🥰 স্যালুট 💝
এই নিউজ করতে এতদিন লাগল। তাও ভালো এটলিস্ট গর্ত থেকে মাথা বের করছে
সত্য ঘটনা নিউজ করতে খুব কষ্ট
@@RobiulRobi-n9i 😥😥😥
এরা বাতাবিলেবু রিপোর্ট করে।সত্য বলতে ভয় পায়। প্রথম আলোর নিউজ কপি করেছে মাত্র
Protham alo report__
Sob tv channal dallai korllo"_____
Shame!!!!!____
চোখে জল চলে আসছে, যখনই এমন সব মৃত্যুপুরির খবর শুনছি, মনে হচ্ছে এক মৃত্যুনগরীতে আছি, আল্লাহ আপনাদের সত্য বলার সাহস দিক, সবাইকে হেফাজত করুক।।।।।
আমিন
৫২'র ভাষা আন্দোলন এর চেয়ে হৃদয় বিদারক !
ইতিহাস হয়ে থাকবে ......
পরবর্তী প্রজন্ম পাঠ্য পুস্তকে পড়বে এই বীরশ্রেষ্ঠ দের আত্মত্যাগের আর গৌরবের ইতিহাস.........
আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।
এতো সহজ,২০০১ সালের পর বিএনপি যখন এর চেয়ে বেশি মানুষকে গুলি করে হত্যা করেছিলো সে গুলো কোন বইতে লিখেছেন?
আল্লাহ তুমি শহীদের মা- বাবাকে ধৈর্য ধরার তৌফিক দাও।
৫২-তে সর্বসাকল্যে মানুষ মারা গিয়েছিল ৭ জন (২১শে ফেব্রয়ারী তে ৪ জন- সালাম, বরকত, রফিক এবং জব্বার। শফিক পায়ে গুলি খেয়ে বেশ পরে হাসপাতালে মারা যান)২১শে ফেব্রুয়ারির পরে ২২ এবং ২৩শে ফেব্রুয়ারিতে আর ২ জন মারা যান।
এই ছেলের পিতামাতাকে যে কষ্ট যন্ত্রণা সইতে হচ্ছে, এর চেয়েও বহু বহু বহুগুণ যন্ত্রণা যেন এই ঘটনার জন্য দায়ী প্রতিটা ব্যক্তি পায়।মহান রবের কাছে এই ফরিয়াদ করি।
Ameen
Ameen 🙏
আমিন
Ameen
Ameen
তাহমিদ তুমি হয়ত আজ শহিদ, আজ পৃথিবীতে নেই, কিন্তু তুমি আজ জায়গা করে নিয়েছ কোটি বাঙালির হৃদয়ে❤❤
😂😂😂😂😂
@@JamesHowlett-qy3yq মানুষ হারানোর মানে বুঝেন 👊
@@Jeenu_09 না, বুগি না😁
তাহমিদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশী ও এলাকার লোকজন। নন্দীপাড়া গ্রামের অন্তত ১০ জনের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাঁদের ভাষ্য, ১৫ বছর বয়সী তাহমিদ সচেতনভাবে আন্দোলনে যায়নি। বাড়িতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়পড়ুয়া তার দুই ফুফাতো ভাইও সেদিন আন্দোলনে যাননি। সে কীভাবে সেখানে গেল, এটাই আশ্চর্যের! শুধু কৌতূহল থেকে সেখানে গিয়েই এমন পরিণতি হলো তাঁর। হয়তো পরিচিতজনদের পেয়ে তাদের সঙ্গে মিশে গিয়েছিল।
Bola kono basa nii ai dishho dkee
আল্লাহ তুমি এই ছোট্ট বাচ্চাটিকে জান্নাতুল ফেরদৌস দান করুন। কান্না ধরে রাখতে পারলাম না। কত ছোট্ট বাচ্চা এই আন্দোলনে গেছে যার নিজের কোন ফায়দা নেই শুধু বড় ভাইদের সাথে সংহতি রেখে গেছে বড় ভাইবোনদের উপকার এর জন্য। অথচ আমরা কতজনই বা এই কাজের জন্য রাস্তায় নেমেছি আমাদের ভাই বোনদের উপকার এর জন্য।
এতো এতো বাবা মায়ের কান্না আল্লাহ বিফল হতে দিবেনা নিশ্চয়ই। মহান আল্লাহ উত্তম বিচারক। হে আল্লাহ তুমি আমাদের আরো সহ্য আর ধৈর্য ধারণ করার তৌফিক দেন।
এধরণের ঘটনা পূর্বেও ঘটেছে। এবার যারা মারা গেলো তাদের অনেকের বাবা-মা, ভাই-বোন আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যাচ্ছে। কিন্তু এতিমদেরতো কেউ নাই। আল্লাহর দরবারে বিচার দেওয়াতো চলছে দীর্ঘদিন যাবৎ। এতে আর্জির সংখ্যা বাড়ছে শুধু। কাজের কাজ কিছু কি হচ্ছে!!!
চোখের পানি আটকে রাখতে পারছি না।আল্লাহ তোমাকে জান্নাতের সর্বচ্চ মকাম দান করুক
Amin
Hmm amin😓😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭
সত্যি তুলে ধরেন সাংবাদিক সাহেব ইনশাআল্লাহ সাধারণ মানুষ ভালোবাসা ও দোয়া পাবেন
ধন্যবাদ ATN news । কয়েক দিন ধরেই আপনারা সঠিক খবর দিচ্ছেন। এইভাবেই সংবাদ প্রচার করেন আর জনগণের পাশে থাকেন।
এতো এতো বাবা মায়ের কান্না আল্লাহ বিফল হতে দিবেনা নিশ্চয়ই। মহান আল্লাহ উত্তম বিচারক। হে আল্লাহ তুমি আমাদের আরো সহ্য আর ধৈর্য ধারণ করার তৌফিক দাও। 😢
Allah kothin bisar koro tmi,r soho koro na Allah
পরদিন ছেলেটার বাবাও স্ট্রোক করে মারা যান।
@@assajdah-qm1pgইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন কেন বল্লে না ? এটা কি ধরনের ফাজলামি?
Aro dhorjo dhorbar moto shokti ache ki , bolun Allah Tumi amader r porikkha niona. Sohoj somadhan dao. R koto kosto korte chan, Allahr kache solution chaite hoy .
Allah Tumi oder poribarke hefajot koro. Aameen
এই ছোট শিশুটির বাড়ি এবং স্কুল আমাদের বাসার পাশে।এমন মৃত্যু যেন আর কোন মায়ের সন্তানের না হয়।আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুক। আমিন
ভাই আমার চেনা অচেনা মারা গেছে এবং আহত হয়েছে!
গণহত্যার বিচার চাইবো কার কাছে
@@mdjulhasuddin790 সেটাইত ভাই, যে পুলিশের কাছে বিচার নিয়ে যাব সেই তো আমাদের মারতেছে!
এ ভাই আপনি কি করেন আপনার পাশের বাড়ির লোক মারা গেছে আপনি রাস্তায় নামেন না কেন এখনো
আমিন
কান্নায় চোখ ভারি হয়ে আসলো, রাষ্ট্র কিভাবে ক্ষতিপূরণ দিবে তার বাবাকে,আল্লাহ তুমি মাসুম বাচ্চাকে জান্নাতবাসি কর।
আমাদের নরসিংদীর 😅💔
আমিন 😢😢😢
😢@@lizaakter9301
Ameeen
আমিন❤
এটা ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা,
আল্লাহ ভাইটিকে জান্নাত নসিব করুন আমিন
রক্তে রঞ্জিত আমার প্রিয় মাতৃভূমি। এই দাগ কখোনোই শুকোবে না। ইতিহাস সৃষ্টি করে ঋণী করে গেল তাঁহারা।
প্রধানমন্ত্রী,শিক্ষামন্ত্রী,তথ্যমন্ত্রী,পুলিশপ্রধান, সেনাপ্রধান, বিমানবাহিনীপ্রধানসহ সংশ্লিষ্ট সকলের পদত্যাগ ও বিচার কামনা করছি।
😢😢😢😢😢
আল্লাহ তুমি এদের উপর গজব নাজিল করো।
কি সুন্দর ছেলেটা ।হায়রে জীবন। আল্লাহ এই শিশুটিকে জান্নাতের পাখি বানিয়ে নেন।আমিন।
এতো ছোট ছেলের এমন কী দরকার ছিল আন্দোলনে যাওয়ার?
@@mdmamunmia1589বাসায় ছিল বারান্দায়।
@@mdmamunmia1589madrcod TUI ki manush?
কিনু ছাগু@@AshikurRahmanRifat
Amin
এ কেমন কষ্ট বুক ফেটে যায় কিন্তু মুখে চিৎকার করতে পারছিনা এর বিচার কখন হবে।
কান্না ধরে রাখতে পারতেছি না,কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিনা, হে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নিন আমিন
আল্লাহ ছোটো ভাইকে জান্নাতুল ফেরদৌসের নসিব করুক আমিন 🤲🤲🤲😭😭😭
আমিন 😭😭
Ameen
😭😭😭 amin
সুম্মা আমীন......।
আমিন
এমন মৃত্যু সত্যিই হৃদয়বিদারক....
আল্লাহ জান্নাতবাসী করুক।
ATN News কে বলবো সত্য প্রকাশ করুন মানুষ আপনাদের ভালোবাসবে এবং ভালোবাসা পাবেন।
মর্মাহত ও হৃহৃদয়বিদারক ঘটনা। আল্লাহ ছেলেটিকে জান্নাত নসীব করুক। তাছাড়া বাবা মা দের একটু সচেতন হওয়া উচিত। অবুঝ সন্তানদের একটু আগলে রাখা উচিত।
কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি 😢
শুধু এটুকুই বলবো, আল্লাহ যেন তোমাকে শহীদের মর্যাদা দান করেন, এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন 🤲🤲❤️
Amin
আমিন
আমিন আমিন আমিন
😥😥
পারিবারিক রাজনীতি বন্ধ হবার দরকার। ছাত্র রাজনীতি বন্ধ হবার দরকার। ♥️🇧🇩♥️
কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না দোয়া করি আল্লাহ যেন ছোট ভাইটাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আল্লাহ যেন এই সব জুলুম কারিদের গজব দিয়ে ধংস করে দেয়
আমিন 😢😢
আমিন
আল্লাহ তুমি এই জালেম সরকারের বিচার কর
Amin
আমিন
আল্লাহ ছোট ভাইকে জান্নাতবাসী করুক। জালিমদের পরাজয় হোক।
আল্লাহ আপনি সবাই কে সঠিক বুঝ দান করুন
আমিন 😢
Amin
Amin
তাহমিদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশী ও এলাকার লোকজন। নন্দীপাড়া গ্রামের অন্তত ১০ জনের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাঁদের ভাষ্য, ১৫ বছর বয়সী তাহমিদ সচেতনভাবে আন্দোলনে যায়নি। বাড়িতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়পড়ুয়া তার দুই ফুফাতো ভাইও সেদিন আন্দোলনে যাননি। সে কীভাবে সেখানে গেল, এটাই আশ্চর্যের! শুধু কৌতূহল থেকে সেখানে গিয়েই এমন পরিণতি হলো তাঁর। হয়তো পরিচিতজনদের পেয়ে তাদের সঙ্গে মিশে গিয়েছিল।
আল্লাহ তুমি সহায় হউন,
জুলুমকারীদের থেকে জাতিকে বাচান।।।।
খুবেই হৃদয় বিধারক ঘটনা, নিজের অজান্তেই চোখের পানি চলে আসলো,আল্লাহ তাকে তুমি জান্নাত বাসি করো
যতক্ষণ শুনছিলাম হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছিল মনে হচ্ছিল আমাদের জীবনকে তুচ্ছ কি ঘিন্না নিজেদের প্রতি সালাম জানাই তোমাকে তাহামিন ভালো থেকো ওপারে
কিছু বলার ভাষা পাচ্ছি না, শুধু কান্না আসে।বুকের ভিতর রক্ত ক্ষরণ হচ্ছে। আহ,,,,আল্লাহ তুমি ন্যায় বিচারক, তোমার বিচারের অপেক্ষায় আমরা,,,, জানি না বাবা দেশপ্রেমিক কিনা..!! তবে ছেলে একদম খাঁটি দেশপ্রেমিক
মহান আল্লাহ তায়ালা জান্নাত বাসী হিসাবে কবুল করুক তাহমিদ আহমেদ কে আমিন 🤲🤲🤲😭😭😭😭
😭😭😭😭😭😭
চোখের পানি আটকে রাখা যায় না । শুধু শুনেছি বলে। আর তার বাবা যখন নিজ চোখে দেখছিল তখন ঐ বাবার কাছে কেমন লেগেছিল। এর বিচার কি কোন দিন বাংলার মাটিতে হবে না
এ টি এন বাংলাকে সেলুট জানাই সত্যি তুলে দরার জন্য অন্য চ্যানেল গুলা যেখানে সরকার এর দালালিতে ব্যস্ত 😮
ATN News সরকারের আরো বড় দালাল। পূর্বের ইতিহাস ঘেটে দেখেন।
বাঁশ দিতে পারলে সব চ্যানেলই বলতো
Are akhon sob fals hoy gache tai new korche je koidin internet cilona say koidin only pure gache bagsur ay sob ar News korche media sob gula government ar pa cata golam
ATN বাংলা একদাপ এগিয়ে গেলো
হাজারো বাবা-মায়ের চোখের পানি বিফলে যাবে না ইনশাআল্লাহ। একদিন আল্লাহ পাক বিচার করবে
আল্লাহ বেহেশত নসিব করুন, আমিন
কিছু বলার ভাষা পাচ্ছি না, শুধু কান্না আসে।বুকের ভিতর রক্ত ক্ষরণ হচ্ছে। আহ,,,,আল্লাহ তুমি ন্যায় বিচারক, তোমার বিচারের অপেক্ষায় আমরা,,,, 😢😢😢😢😢
কিচু বলার ভাষা পাচ্ছি না, শুদু কান্না আসে😢😢😢😢
Amin
বিশ্বাস করেন মনে হচ্ছে আমার আপন ভাইয়ের মৃত্যুতে আমি কান্না করতেছি😭😭
এই ভিডিও গুলো যতবার দেখি ততবারই চোখ দিয়ে পানি ঝরে😢😢😢😢এসবের শেষ কোথায়... আল্লাহ যারা মৃত্যু বরণ করেছেন তাদেরকে শহিদি মর্যাদা দিও.......
কাঁদো বাঙালি কাঁদো, কান্না না আসলে চোখে একটু পিপারমিন লাগিয়ে নাও! কারণ, কমেন্টে এসে কাঁদলে তো আর প্রাণনাশের ঝুঁকি থাকে না, কিন্তু আন্দোলন করলে প্রাণনাশের ঝুঁকি থাকে তাই আন্দোলনে যাওয়ার দরকার নেই।চোখে পিপারমিন লাগিয়ে কাঁদলেই আন্দোলন করা হয়ে যাবে।
😂😂এরাই আবার নাকি বীরের জাতি😂😂
পুলিশের বিচার একমাত্র মহান আল্লাহর কাছে। আর শিশুটির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি।
তামিম ত শিশু নয়,সে স্নত্রাসীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যুদ্ধকরতে গেছিল।গুলিতলাগবেই
Allah ki onnayer potibad Korte bolen nai. oder birudde rukhe darte hobe. A desh amader. Amra rokto diye sadhin koreci
হে আল্লাহ আমি এক গুনাগার বান্দা বলছি, তবুও তোমাকে বলছি এই ছেলেটাকে তুমি শহীদ হিসেবে কবুল করো আমিন
আহ্ এর চেয়ে কষ্ট কি আর হতে পারে বাবার জন্য 😢 একজন বাবাই বোঝেন একজন তরুণ সন্তানের মৃত্যুতে বাবার কতটা কষ্ট এটা গোটা পৃথিবীর সুখ এনে দিলেও এই কষ্ট শেষ হবার নয়
আল্লাহ যারা মারা গেছেন তাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান এবং পরিবারদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন
খুব কষ্ট লাগে। মনের অজান্তেই চোখ ভিজে গেলো। আল্লাহ তুমি সহায় হও, রক্ষা করো এমন পরিস্থিতি থেকে। যাদের জন্য এমন হচ্ছে তাদের তুমি জ্ঞান দাও অথবা পৃথিবী থেকে ধ্বংস করে দাও। আমিন
এতো এতো বাবা মায়ের কান্না আল্লাহ বিফল হতে দিবেনা নিশ্চয়ই
আল্লাহ ছোট পাখিটাকে জান্নাত দান করো
আল্লাহ কিন্তু ছাড় দেন ছেড়ে দেন না । আল্লাহ তুমি আমাদের ভাই-বোনদেরকে হেফাজত কর 🤲😭🤲
চোখের পানি ধরে রাখতে পারছি না। আল্লাহ তুমি এই ছোট ছেলেটিকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করো। আর যারা এই নিষ্পাপ প্রান গুলো নিয়ে নিচ্ছে তাদের দুনিয়াতে এবং আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা করো। আমিন।
বলার ভাষা হারিয়ে ফেললাম। 😢
😢😢
আল্লাহ তোমাকে জান্নাত বাসি করবেন, ইনশাল্লাহ...
চোখে জল চলে আসে আল্লাহ তুমি থাকে জান্নাত বাসি কর, আমিন।
কি বলবো ভাষা হারিয়ে গেছে
হে আল্লাহ্ আপনি ছোট ভাইসহ যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন।
আর অচিরেই জুলুমকারীদের জুলুম থেকে সবাইকে রক্ষা করেন।
আমীন
শহিদ বলতে আসছেন, নিরিহ লোক গুলো কে এগিয়ে দিয়ে, পালিয়ে যান, কাপুরষ কোথাকার, সরকার বিরোধী স্লোগান দেয়ার কি দরকার ছিল, আন্দোলন ছিল কোটা নিয়ে, সেটাই করতেন
তাহমিদ তুমি হয়ত আজ শহিদ, আজ পৃথিবীতে নেই, কিন্তু তুমি আজ জায়গা করে নিয়েছ কোটি বাঙালির হৃদয়ে
আহারে!! বাবার সামনে সন্তানের এমন নির্মম মৃত্যু খুবই রিদয় বিদারক😭😭😭 হে আল্লহ তুমি এই ভাইকে ক্ষমা করে দাও আমিন
বাবা মা এর কাছে সন্তানের মৃত্যু সবচেয়ে কষ্টদায়ক 😢,,
কতটা হৃদয়বিদারক ঘটনা কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন আমিন 😢😢😢😢😢
জানি না বাবা দেশপ্রেমিক কিনা..!!
তবে ছেলে একদম খাঁটি দেশপ্রেমিক ❤️
মহান আল্লাহ তায়ালা জান্নাত বাসী
হিসাবে কবুল করুক তাহমিদ আহমেদ কে😪
সবাই আমিন বলি😭
Ameen
আমিন 😢
আপনি পাক্কা দেশপ্রেমিক
এতে ভুল নাই
তা এখনো মরেননি কেন?
নিজ দেশ জ্বালিয়ে পুরিয়ে
কোটা আন্দোলন কে সরকার বিরোধী আন্দোলনের রুপ দিয়ে
এই কোমলমতি বাচ্চা দের মৃত্যু ডেকে এনেছেন।
রাজাকার স্লোগান দিয়ে অন্যের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করতে আসছে
বদমাইশের দল।
আমিন
আমিন
কবে দেখবো এই অত্যাচারের প্রতিফল? চোখের পানি আর থামছে না,হে আল্লাহ এবার একটা বিহিত কর তুমি, রক্ষা কর আমার মাতৃভূমি
কিছু কমেন্টস পড়লাম, কান্না করা ভাই বোনদের বলছি , কান্না করে এই এই অপশক্তিকে আর দানবে পরিনত করবেন না , আমাদের সন্তানদের ভবিষ্যত চিন্তা করে এখনি শোক কে শক্তিতে পরিনত করুন ।আর তাজা প্রান ঝড়া থেকে প্রতিকারের ব্যবস্হা নিন ।
আমার ছেলের ক্লাসমেইট। কিছু লেখার বা বলার ভাষা নাই আমাদের কাছে।আল্লাহপাক তাকে জান্নাতুল ফেরদৌসের একজন হিসেবে কবুল করুন। আল্লাহ পাক তার মা- বাবা কে ধৈর্য্য দান করুন,আমীন।
Or basa kothai
Ameen
😢😢
@@IrfanKarim-zy4mi
Chinishpur Nandipara
কিছু বলার ভাষা নেই আমার ভাইটাকে আল্লাহতায়ালা জান্নাত নাসিব করুক
Amin
Amin ❤
আল্লাহ তুমি জান্নাত বাসী করো ভাইটাকে 😭😭
সত্যি কথা বলার জন্য এটি এন বাংলাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ।
এরা দালাল মিডিয়া ঘটনার অনেকদিন পর নিউজ করেছে
আর কত শত হাজার মায়ের বুক খালী হবে আল্লাহ হেফাজত করুন। এই দৃশ্য দেখতেই বুকটা ধুকধুক করছে।
আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে রাখুন।🤲🤲
বাংলাদেশের জনগণ এত কিছু হওয়ার পর তোমরা সরকার কেন বদলাচ্ছো না ???
From INDIA 🇮🇳
@@Mahira-t3hবাংলাদেশে ইলেকশন রিগড তাও ১০ বছর হলো৷ সবচেয়ে বড় কথা হল বিরোধীপক্ষের কোনো জনসমর্থন নেই।হাসিনা একনায়ক হতে পারে,কিন্তু তার কোনো যোগ্য বিকল্প আসলেই নেই৷
আমিন
@@Mahira-t3hএই শয়তান সরকারতো সরছেনা
@@JamesHowlett-qy3yq দুষ্ট গরুর থেকে শুন্য গোআল ভালো.
এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং কঠোর শাস্তির দাবি জানাই ✊🏻✊🏻👊🏻👊🏻
কতটা হিংস্রতা ছাড়িয়েছে এই বাংলাদেশে কলিজা ফেটে যাওয়ার মতো 😭😭
হে আল্লাহ প্রত্যেকটি মৃত্যুকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমিন
🩷সত্য তুলে ধরার মতো এটিএন নিওজ কে অসংখ্য ধন্যবাদ
মৃত্যু অনিবার্য সত্য, আজ হোক কাল হোক আমরা সবাই চলে তো যাবোই তবে তাহমিদের এই মৃত্যু সবার কপালে থাকে না ভাই! আমরা যতোই চাই জোর করেও এমন শহীদি মৃত্যু বরণ করতে পারবো না, আল্লাহ যার প্রতি খুশি হোন একমাত্র তাদের ই এই ভাগ্য হয় ভাই! কান্না করবেন না, মন খারাপ করবেন না, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেনো তাকে জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে অধিষ্ঠিত করেন! 😭🤲
যে ভাইরা অন্যাইয়ের প্রতিবাদ করতে গিয়ে, মানুষ কে সাহায্য করতে গিয়ে মৃত্যু কে বরণ করেছেন তাদের তো একদিন না একদিন মরতেই হতো তার থেকে এভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানের মর্যাদা নিয়ে যে চলে গেছেন এটাই আপনার মা বাবার জন্য পাওয়া, তারা একটা আদর্শ সন্তান কে বড় করেছেন!
হে আল্লাহ আপনি এমন সকল সন্তান হারানো মা বাবাদের ধৈর্য ধারণ করার তৈফিক দান করুন 😢😢 আমীন।
আল্লাহ তুমি এই ভাইটিকে জান্নাত দান করুন,,, 🤲🤲🤲🤲
তাহমিদ তোমায় কখনো ভুলবো না। 😢😢তুমি আমার সেম ইয়ারের হয়ে জীবন দিয়েছ।তুমি আমাদের নরসিংদীর গর্ব।দোয়া করি আল্লাহ তোমায় জান্নাত বাসি করুক🤲🤲🤲🤲🤲
কি বর্বরতা,,আল্লাহ প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক,আমিন
দেশের একজন সাধারণ মানুষ হিসেবে কিছু বলার ভাষা নাই, শুধু চেয়ে চেয়ে দেখছি আর মহান আল্লাহর উপর ভরসা রাখছি।😢😢
চোখের পানি ধরে রাখতে পারলাম না।। জান্নাতের ফুল।
Save the country from the Vultures & Vampires. They are the blood Sucker Vampires. They need to drink more blood .These Vampires are not satisfied to drink the blood of Several hundreds of students.These Vampires would drink more and more bloods.
আমাদের প্রত্যেক প্রবাসীকে এক হওয়া এবং রেমিটেন্স বন্ধ করা আমাদের ঈমানী দায়িত্ব ভাই। দূর প্রবাস থেকে এটাই হোক আমাদের প্রতিবাদ। ইতালি থেকে বলছি🇭🇺🇧🇩💪💪
No remittance brother and sister
রাইট
সঠিক সিদ্ধান্ত নেন রেমিট্যান্স ঝোদদারা কয়েক মাস টাকা পাঠিও না
Hmm
রাইট
শিশুটির জন্য দোয়া করি আল্লাহ যেনো বেহেস্ত নসিব করুন।❤❤❤❤❤
ভাইয়ের চেহারাটা কি মায়াবী,, নিজের অজান্তে চোখে জল চলে আসল
আমরা ফিলিস্তিন এর মতো অসহায়. আল্লাহ এমন দৃশ্য আর কারো দেখতে না হোক. আর ঐ লোকটার শাস্তি খোদা তুমি দিও যার নির্দেশে এতো মানুষের জীবন শেষ
বীর সন্তানেরা ঘরে ঘরে জন্মায় না।।
আল্লাহ, ঘটনার সাথে জড়িত দের কে কঠিন শাস্তি দিও। পৃথিবীতে বেঁচে থাকতেই দিয়ো।
সকল শহীদ ভাই, বোন কে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
হে আল্লাহ, আর কত লাশের বিনিময়ে এদেশের স্বাধীনতা ফিরিয়ে দিবে?
চোখের পানি ধরে রাখতে পারিনি । হে আল্লাহ তুমি এর বিচার করো।
😭😭😭😭 কথা বলার ভাষা নেই আল্লাহ তাকে জান্নাত নছিব করুন আমিন
😢😢😢😢 জন্মভূমিতে এই ধরনের গণহত্যা কখনোই মেনে নেওয়া যায় না। স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছি ✌️✌️
❤আল্লাহ এই শিশুটিকে জান্নাতের পাখি বানিয়ে নেন।আমিন।❤
চোখ থেকে আপনা আপনিই পানি চলে আসলো। যতবার দেখি ততবারই চোখে পানি এসে যায়
কিছু লেখার শক্তি হারিয়ে ফেলছি।এতোটাই নির্মম নিষ্টুর পুলিশের বিচার আল্লাহর কাছে দিলাম।
এদেশে আর একটা ওয়ান ইলেভেন সরকারের দরকার
এই স্বৈরাচার ওয়ান ইলেভেন সরকার সৃষ্টি করে গেছে!!
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আল্লাহ আপনি ভাই কে শহীদের মর্যাদা দান করো, 😢😢
কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না
আল্লাহ ওই পরিবারের ধর্য ধরার তৌফিক দান করুন
এতো করুণ ভাবে ঘটনাটি বর্ণনা করেছেন সাংবাদিক ভাই আমার... তবে আর যাই হোক, এত এত শহীদের রক্তের বাবা-মা ভাই বোনের অজস্র অভিশাপেই ধ্বংস হয়ে যাবে নির্দয় হৃদয়ের ক্ষমতাসীন দলের.... In-Sha-Allah.
এটিএন নিউজকে ধন্যবাদ এতসব দালালি নিউজ চ্যানেলের মাঝে সত্য খবর তুলে ধরার জন্য।
এরা সেটাই প্রচার করে যেটা প্রচার করতে বলা হয়েছে।
নিশ্চয় এখানে কোন চালাকি আছে তাই প্রচার করছে
জীবনে প্রথমে একটা সত্য সংবাদ শুনলাম
ধন্যবাদ জানাই সেই সাংবাদিক ভাইকে, যিনি এই সত্য ঘটনটি প্রচার করেছেন
আল্লাহ এই ভাইটিকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন আমিন।
হাসু এই সব মনে রাখবে বাংলাদেশের মানুষ।
তুমি তৈরি হও এমন করুন মৃত্যুর জন্য।
😢😢😢😢😢
হে আল্লাহ তুমি মৃত সন্তানদের পিতা মাতাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমিন
ছিঃ কি মর্মাহত... হে আল্লাহ তুমি দেশকে রক্ষা করো জুলুমকারীদেরকে ধ্বংস করো....
থামাতে পারছি না চোখের জল, হৃদয়ের রক্ত ক্ষরণ।
হে আল্লাহ তুমি সঠিক সময় সঠিক বিচার করো আমিন
হৃদয় বিদারক ঘটনা । আল্লাহ যেন ভাইটিকে জান্নাত নছিব করেন
পাপের বিচার হবেই ইনশাআল্লাহ।
মহান আল্লাহ তায়ালা ছেলে টাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দার বানান আমিন। ❤❤❤❤❤❤
তাহমিদ তুমি জান্নাতের পাখি হয়ে থেকো
এত বাবা মায়ের কান্না চোখের পানির নিচে বৃধা যাবে না এদের বিচার আল্লাহ তাআলা একদিন করবে