Ityadi - ইত্যাদি | FENI Episode 2022 | Hanif Sanket

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Ityadi at a glance:
    Program name: Ityadi (ITTADI) - ইত্যাদি
    Shooting place: FENI (ফেনী)
    Writer: Hanif Sanket - হানিফ সংকেত
    Director: Hanif Sanket - হানিফ সংকেত
    Aired on: BTV & BTV World (বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড)
    Production: Fagun Audio Vision (ফাগুন অডিও ভিশন)
    The show was first aired on the screen of BTV & BTV World on 30 December 2022 after 8PM Bangla news.
    Facebook: / hanifsanketfav
    ইত্যাদি এবার
    মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল জেলা ফেনীতে
    দেশকে জানতে এবং জানাতে প্রতিনিয়ত ইত্যাদি যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। কখনও প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে, কখনও ইতিহাস-ঐতিহ্য-শেকড়ের সন্ধানে, কখনওবা মুক্তিযুদ্ধের গৌরবময় স্থানের খোঁজে। এসব গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ ফেনী জেলায়। মঞ্চ নির্মাণ করা হয়েছে বাংলাদেশের প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। উল্লেখ্য ফেনী সমৃদ্ধ হওয়ার পেছনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠানটির রয়েছে বিরাট অবদান। অনুষ্ঠানটি ধারণ করা হয় ১৭ ডিসেম্বর। ইত্যাদির ধারণ উপলক্ষে ফেনীতে ছিল উৎসবের আমেজ। পুরো স্কুল মাঠই ছিলো দর্শকপূর্ণ। মাঠের সামনে রাস্তায় এবং চারিদিকের বাড়িঘরের ছাদেও ছিলো দর্শকদের উপচে পড়া ভিড়। ইত্যাদির ধারণ উপলক্ষে সেদিন বর্ণিল আলো এবং বিদ্যালয়ের সাথে সংগতি রেখে নির্মিত দৃষ্টি নন্দন মঞ্চে ইত্যাদির ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। জেলা প্রশাসন ও ফেনী পৌরসভার আন্তরিক সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে ইত্যাদির ধারণ সম্পন্ন হয়। এই দীর্ঘ সময়ে দর্শকরা কুয়াশাচ্ছন্ন শীতের রাতে কনকনে শীতকে উপেক্ষা করে মন্ত্রমুগ্ধের মত ধারণ অনুষ্ঠান দেখার পাশাপাশি অবাক বিস্ময়ে দেখেছেন একটি ভালো অনুষ্ঠান করতে হলে কতটা শ্রম দিতে হয়। কিছুক্ষণ পরপরই দর্শকদের তালিবৃষ্টি আর আনন্দ চিৎকারে গোটা ফেনী শহরই যেন সেদিন আনন্দ নগরীতে পরিণত হয়েছিলো।
    শেকড়ের সন্ধানে ইত্যাদি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরার পাশাপাশি বিভিন্ন তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। আর সেই ধারাবাহিকতায় ইত্যাদির এই পর্বেও রয়েছে কিছু মানবিক, সচেতনতা, তথ্যভিত্তিক ও শিক্ষামূলক প্রতিবেদন।
    ইত্যাদিতেই প্রথম পরিবেশিত হয় বিশ্বের বিস্ময়কর বিষয়ের উপর বিদেশি প্রতিবেদন। তারই ধারাবাহিকতায় এবারের পর্বে রয়েছে আমেরিকার মিনেসোটা রাজ্যের রচেস্টার শহরে অবস্থিত বিশ্ব সেরা মেয়ো ক্লিনিকের উপর একটি প্রতিবেদন।
    এবারের অনুষ্ঠানে আধুনিক ও ফোকের ফিউশনে একটি দ্বৈত সংগীত গেয়েছেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পান্থ কানাই ও ডলি সায়ন্তনী। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। রয়েছে ফেনী জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছে তানজিনা রুমা, পুলক ও রিয়াদ। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল।
    দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান ফেনীকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে হাজার হাজার দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে নির্বাচিত দর্শকরা আঞ্চলিক ভাষায় একটি নাট্যাংশে অভিনয় করেন। যা ছিল বেশ উপভোগ্য। দর্শকদের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অভিনেত্রী, ফেনী কন্যা শমী কায়সার। এই পর্বে হানিফ সংকেতের সঙ্গে রয়েছে তার একটি ভিন্নরকম সাক্ষাৎকার।
    নিয়মিত পর্ব হিসেবে এবারও যথারীতি রয়েছে নানি-নাতি ও চিঠিপত্র পর্ব। এছাড়াও এবারের ইত্যাদিতে বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ।
    এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-সোলায়মান খোকা, জামিলুর রহমান শাখা, জিয়াউল হাসান কিসলু, মম আলী, মাহফুজুর রহমান বাবু, সুভাশিষ ভৌমিক, তুষার খান, শবনম পারভীন, মুকিত জাকারিয়া, বড়দা মিঠু, জিল্লুর রহমান, আমিন আজাদ, মামুনুল হক টুটু, বিণয় ভদ্র, বিলু বড়ুয়া, তারিক স্বপন, জামিল হোসেন, আবু হেনা রনি, জাহিদ শিকদার, আনোয়ারুল আলম সজল, নিপু, সাবরিনা নিসা, সুর্বনা মজুমদার, সাজ্জাদ সাজু, মতিউর রহমান, সিলভিয়া কুইয়া, মোনালিসা দীপা, সানজানা, মনজুর আলম, হাশিম মাসুদ, রবিন চৌধুরী, নজরুল ইসলাম, বেলাল আহমেদ মুরাদসহ আরো অনেকে।
    বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।
    পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।
    রচনা, পরিচালনা ও উপস্থাপনা: হানিফ সংকেত।
    প্রথম প্রচার : ৩০ ডিসেম্বর, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর, একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে।
    নির্মাণ: ফাগুন অডিও ভিশন।
    Subscribe to our channel and watch more episodes of Ityadi - ইত্যাদি and creations of Hanif Sanket.
    Warning:
    This audio-visual element is copyrighted content of Fagun Audio Vision, Dhaka, Bangladesh. Any unauthorized publishing is strongly prohibited.
    #ityadi #feni #hanifsanket #হানিফসংকেত #fagunaudiovision #ফাগুনঅডিওভিশন #fav #ইত্যাদি #ittadi #ফেনী #ityadifeniepisode2022 #ইত্যাদিফেনীপর্ব২০২২

Комментарии • 4,6 тыс.

  • @saddamsheikh699
    @saddamsheikh699 2 года назад +112

    বাংলাদেশর একমাত্র জনপ্রিয় অনুষ্ঠান যা পরিবার নিয়ে একসাথে ইত্যাদি দেখতে পারি

  • @mdriyaz2380
    @mdriyaz2380 2 года назад +23

    আমার শশুর বাড়ি ফেনী কিন্তু আমি এখনো ফেনী যাইনি,, আমার স্বামী দেশে আসলে যাবো,, ফেনী শহরে ইত্যাদি দেখে খুব ভালো লাগলো,,, আসলেই অনেক সুন্দর মনোরম পরিবেশ ফেনী ❤️❤️❤️

  • @MBBristi143
    @MBBristi143 2 года назад +25

    আমরা ফেনীর মানুষ,, আমাদের ফেনীতে ইত্যাদি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ স্যার

  • @sm.farhad579
    @sm.farhad579 2 года назад +15

    ফেনী ছোট জেলা হলেও রেমিটেন্সের দিক থেকে সবচাইতে আগে। শিক্ষিতের হার, জীবন যাত্রার মান অনেক উন্নত। ফেনী আমার স্বপ্নের নগরী। সরকারি পাইলট হাই স্কুল, ফেনী সরকারি কলেজ এগুলো আমারই শিক্ষা প্রতিষ্ঠান। ফেনী বাসী হিসেবে আমি গর্বিত।

  • @ibrahimbhuiyan1346
    @ibrahimbhuiyan1346 2 года назад +128

    আমি একজন ফেনী বাসী পুরো ইত্যাদি অনুষ্ঠানে আজকে আমাকে যে বিষয়টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে সহায় সংগঠন এর এই মানবিক উদ্বেগ 🥰🥰

    • @mdsohaghosen3018
      @mdsohaghosen3018 2 года назад

      ❤️❤️❤️❤️

    • @iqbalmahmuddidar5594
      @iqbalmahmuddidar5594 2 года назад +1

      এত সুন্দর করে উপস্থাপন করার জন্য হানিফ সংকেত স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন ফেনী জেলা ছেলে হয়ে অনেক আনন্দিত

    • @azizurrahman-od8vu
      @azizurrahman-od8vu 2 года назад

      hp

    • @islamovi6902
      @islamovi6902 2 года назад

      PPp

    • @mdrafiqulislam4484
      @mdrafiqulislam4484 2 года назад

      Assalamo olaikom viyya, ami ai shoay shongoton teke akta baby ke dottok ante cai, but, kivabe jogajog korbo jani na, plz, jodi apni chinen tahole amake kosto kore akto help korte parben??? From saver Dhaka, I am a Teacher, amader Kono sontan nai

  • @arifhossain1515
    @arifhossain1515 2 года назад +31

    প্রায় 20 বছর ধরে ইত্যাদি অনুষ্ঠান টা দেখি, একদিনের জন্য ইত্যাদি অনুষ্ঠানটাকে পুরানো মনে হয়নি,। হাজার বছর বেঁচে থাকুন হানিফ সংকেত স্যার

  • @Mijan1285
    @Mijan1285 2 года назад +170

    এখনো বাংলাদেশ একমাত্র জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি ❤️❤️❤️

    • @shohelkhan8753
      @shohelkhan8753 2 года назад +2

      Hoom

    • @Mijan1285
      @Mijan1285 2 года назад +1

      পরিবার সবাইকে নিয়ে দেখা যায় ❤️❤️❤️

    • @mostakalahi553
      @mostakalahi553 2 года назад

      Ther

  • @isratshimu2892
    @isratshimu2892 2 года назад +28

    নিজের জেলায় ইত্যাদির অনুষ্ঠান, ফেনী জেলাকে বিশ্বের মাঝে তুলে ধরার এক সুন্দর প্রচেষ্টা। আমাদের জেলার এই ইতিহাস ঐতিহ্য মানুষের দরবারে তুলে ধরার জন্য ধন্যবাদ হানিফ সংকেত স্যার। আপনার মাধ্যমে ফেনীকে সবাই নতুন করে চিনবে এই প্রত্যাশা।

  • @yeakubyeakub6328
    @yeakubyeakub6328 2 года назад +9

    হয়তো সময় সল্পতার কারণে পুরো ফেনীকে তুলে দরতে সম্ভব হয়নী।আরো অনেক গুণিজন ছিলো। প্রবাস জীবনে এত আনন্দ আর হইনী কখনো। স‍্যালুট হানিফ ভাইকে। নিউইয়ার্ক থেকে।

  • @todaytomorrow2197
    @todaytomorrow2197 2 года назад +302

    হাজার বছর বেঁচে থাকুন হানিফ সংকেত স্যার

    • @reksona6082
      @reksona6082 2 года назад +2

      অনুরোধ করছি মাগুরা জেলায় ইত্যাদি করার জন্য

    • @Hridoykhan-rn3jb
      @Hridoykhan-rn3jb 2 года назад +2

      জয় হউক হানিফ সংকেতের।

    • @Hridoykhan-rn3jb
      @Hridoykhan-rn3jb 2 года назад +3

      💝💝💝

    • @mdlavlo7567
      @mdlavlo7567 2 года назад +2

      হানিফ সংকেত স্যার আপনি কি একদিন আমাদের জামালপুর জেলায় ইত্যাদি অনুষ্ঠান করবেন সে জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ । ধন্যবাদ

    • @yrjghhdd9767
      @yrjghhdd9767 2 года назад

      5

  • @forlornboy9477
    @forlornboy9477 2 года назад +55

    ইত্যাদি কর্তৃপক্ষ এবং হানিফ স্যারকে অসংখ্য ধন্যবাদ ফেনীতে ইত্যাদির মত একটা অনুষ্ঠান করায়।

  • @salimsarker3462
    @salimsarker3462 2 года назад +14

    সেই নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত ইত্যাদি অনুষ্ঠানটা দেখি এটাই একমাত্র অনুষ্ঠান যা মানুষকে অনেক শিক্ষা দেয়

  • @mdshiful8099
    @mdshiful8099 2 года назад +150

    গৌরবে ফেনী নিজের জেলাকে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।হানিফ সংকেত স্যার কে,,,,

  • @md.saifulislam4046
    @md.saifulislam4046 2 года назад +33

    আমার বাড়ি লক্ষীপুর। আমি পড়াশুনার জন্য ফেনীতে ৪.৫ বছর ছিলাম।আমার প্রচন্দের জেলা ফেনী।যতদিন বেচে আছি,ফেনী জেলাকে ভালবাসবো।
    আই লাভ ইউ ফেনী জেলা।
    মিস করি ফেনী জেলার সব কিছু।
    ❤️❤️❤️

  • @abdullahalnoman167
    @abdullahalnoman167 2 года назад +26

    আমাদের প্রিয় জেলা ফেনী শহর। আমি ধন্য ফেনী জেলার একজন সাধারণ নাগরিক হিসেবে, হানিফ সংকেত স্যার কে অনেক অনেক ধন্যবাদ। ফেনী জেলা নিয়ে ইত্যাদি অনুষ্ঠান করার জন্য, মহান আল্লাহর কাছে প্রিয় হানিফ সংকেত স্যার এর দির্ঘায়ু কামনা করছি

  • @TravelsofShuMi
    @TravelsofShuMi 2 года назад +13

    সাড়ে এগারো ঘণ্টা অফিস করার পর এসে ইত্যাদি দেখতে বসেছি। সমস্ত ক্লান্তি দূর হয়ে গেলো। ধন্যবাদ ইত্যাদি! ধন্যবাদ হানিফ সংকেত!❤❤❤

  • @srsinnorraselc2618
    @srsinnorraselc2618 2 года назад +55

    মনটা ভরে গেল 🤣❤️youtube এ ঢুকতেই সামনে এসে পড়লো
    একটু প্রিয় অনুষ্ঠান ইত্যাদি 👌👌❤️❤️

    • @ahmednoyon86
      @ahmednoyon86 2 года назад +1

      এটা নতুন নাকি না আগের চিল

    • @inspirationfc5431
      @inspirationfc5431 2 года назад +1

      হুম🥰

    • @mdnacir8151
      @mdnacir8151 2 года назад +1

      @@ahmednoyon86 p

  • @tajmulsofficial
    @tajmulsofficial 2 года назад +548

    গৌরবে ফেনী। নিজের জেলাকে এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হানিফ সংকেত স্যার ❤❤❤

    • @mohammadmunna3682
      @mohammadmunna3682 2 года назад +5

      Seam vai

    • @bayizidmd3443
      @bayizidmd3443 2 года назад +4

      এই দেশপ্রমি ও পরিবেশ বান্ধব ভাইয়ের জন্য দোয়া রইল প্রান খুলে।

    • @bayizidmd3443
      @bayizidmd3443 2 года назад +2

      হানিফ সংকেত কি তাহলে হিন্দু।সোনা কায়ছারের মুখে সংকেতদা শুনে।

    • @bayizidmd3443
      @bayizidmd3443 2 года назад +3

      গনিমিয়ার কথা শুনে সত্যিই চোখে পানি চলে আসলো।আর হানিফ সংকেতের সুন্দর ও রোমান্টিক উপন্থাপনা সত্যিই মন নাড়া দেয়।যেমন রাজ্য আছে রাজা নেই তবুও গনি মিয়া রাজ্য ছাড়া রাজা।

    • @bayizidmd3443
      @bayizidmd3443 2 года назад +3

      আবাংয়ের জন্মদাতা মা গেলো কোথায়।তার কি কোন খোজ নেই ইত্যাদির মাধ্যমে জানতে চাই।

  • @masumreza8010
    @masumreza8010 2 года назад +187

    বিটিভি থেকে শুরু করে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় অনুষ্ঠান।।।।এই ইত্যাদি দেখা জন্য অনেক দর্শক অপেক্ষায় থাকে।।। পছন্দের একটি অনুষ্ঠান।।।

    • @mdabdullahalmamun7751
      @mdabdullahalmamun7751 2 года назад +8

      এ বিটিবি এক মাএ দেখে ইদ্যাদির জন্য

    • @tohaislam3100
      @tohaislam3100 Год назад

      Eta koto tarikhe hoi ektu bolben vaiya,,,

    • @mdmssud
      @mdmssud Год назад +1

      😊😊

    • @abdulkuddus3165
      @abdulkuddus3165 Год назад +1

      0😊

    • @MdSohelrana-ot3us
      @MdSohelrana-ot3us Год назад

      ​@@tohaislam3100😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅yiy😅

  • @nicemelody3314
    @nicemelody3314 2 года назад +6

    সহায় অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। আসলে ইত্যাদি সমাজের এমনসব মানুষ বা প্রতিষ্ঠানকে জনগনের সামনে নিয়ে আসেন যাহা জনগনকে আরো উদ্বোদ্ধ করে,অনুপ্রাণিত করে এবং সচেতন করে। ইত্যাদিকে অনেক ধন্যবাদ।

  • @kazisarowar2370
    @kazisarowar2370 2 года назад +208

    ইত্যাদি একটি আবেগের নাম... ইত্যাদির মাধ্যমেই আমাদের শৈশব, কৈশোর ও যৌবন কে খুঁজে পাওয়া যায়... হানিফ সংকেত সুস্থভাবে বেঁচে থাকুক যুগের পর যুগ... আমরা সত্যি ই অনেক ভাগ্যবান, কারণ আমরা বাংলাদেশের একজন "হানিফ সংকেত" কে দেখতে পেরেছি...

  • @kawsarhossain5840
    @kawsarhossain5840 2 года назад +9

    গনি মিয়াকে অর্থ সহায়তা এটাই ইত্যাদির সবচেয়ে বেশি ভালো লাগার মুহূর্ত ।
    আর এ জন্যই ইত্যাদির এত জনপ্রিয়তা।
    ভালো থাকুক ইত্যাদি টিম ,ভালো থাকুক হানিফ সংকেত স্যার।

  • @mdyouns9151
    @mdyouns9151 2 года назад +52

    আমাদের পিয় জেলা ফেনী শহর, আমি ধন্য এই ফেনী জেলার একজন সাধারণ নাগরিক হিসেবে,
    হানিফ সংকত কে অনেক ধন্যবাদ জানাই, আমাদের পিয় ফেনী জেলা নিয়ে ইত্যাদি অনুষ্ঠান করার জন্য,,

    • @moommoon5599
      @moommoon5599 2 года назад

      হানিফ স্যারের কথা বেশ ভালো লাগে অামার

  • @tmgellary3627
    @tmgellary3627 2 года назад +15

    ছোট বেলা থেকে ইত্যাদি দেখতে দেখতে বড় হয়েছি...এখনও দেখছি আর ভবিষ্যতেও দেখতে চাই...ধন্যবাদ হানিফ স্যারকে❤️

  • @lutforrahmanlutforrahman6557
    @lutforrahmanlutforrahman6557 2 года назад +1582

    বর্তমান ইত্যাদি ই একমাত্র অনুষ্ঠান যেটা ফ্যামিলির সাথে দেখা যায়
    😍😍😍😍😍

  • @abusayed2329
    @abusayed2329 2 года назад +59

    নিজের জেলাকে নিয়ে কনো কিছু দেখলে গরর্বে বুক ভরে যায় ধন্যবাদ ফাগুন অডিও ভিশন হানিফ সংকেত স্যারকে💓💓💓💓

  • @informativetips7454
    @informativetips7454 2 года назад +135

    এখন পর্যন্ত সারা বাংলাদেশের সুস্থ্য বিনোদনের একমাত্র প্রতিষ্টান শ্রদ্ধেয় হানিফ সংকেত স্যারের এই 'ইত্যাদি' যা কিনা পরিবারের সবাইকে নিয়ে দেখা যায়❤️🌹🥰।

  • @Jahan-xp5kl
    @Jahan-xp5kl 2 года назад +2

    আমিও ফেনী কলেজ থেকে graduation কমপ্লিট করেছি । ছোটবেলা থেকেই আমি ইত্যাদির ভক্ত। একেবারে ছোটো থেকে ইত্যাদি দেখার জন্য রাত জেগে থাকতাম। তখন বিটিভিতে ইত্যাদি দেখাতো। এখন অনেক খুশি লাগতেছে, ইত্যাদি আমার এলাকায়, আমার কলেজে হচ্ছে।
    ধন্যবাদ, ইত্যাদি টিম এবং হানিফ সংকেত স্যার কে।

  • @sourovkhan1142
    @sourovkhan1142 2 года назад +222

    দেশের শ্রেষ্ঠ বিনোদন এবং সচেতনতা মূল কোন অনুষ্ঠান থাকলে সেটা হলো একমাত্র ইত্যাদি 💗💗💗

    • @scbaishnab1567
      @scbaishnab1567 2 года назад

      Absolutely right 👍👍

    • @Mdjihad-ur5yv
      @Mdjihad-ur5yv 2 года назад

      Right

    • @MdRobiul-cw7zc
      @MdRobiul-cw7zc 2 года назад

      অসংখ্য ধন্যবাদ ইত্যাদিকে ফেনীতে এই অনুষ্ঠান করার জন্য

    • @mdyunus2635
      @mdyunus2635 Год назад

      ১০০%

  • @a.i.parvez3330
    @a.i.parvez3330 2 года назад +94

    ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে, আমাদের ফেনীতে জনপ্রিয় ইত্যাদি আয়োজন করার জন্যে😍🥰

    • @mdamran3372
      @mdamran3372 2 года назад

      ধন্যবাদ জানাই হানিফ সংকেত স্যার অাপনাকে অামার জন্মভূমি ফেনীতে ইত্যাদি করার জন্য,,,,

  • @Saijuddin_Molla_Saju
    @Saijuddin_Molla_Saju 2 года назад +180

    বাংলাদেশের একমাত্র সর্বজন স্বীকৃত পছন্দের সামাজিক বিনোদনমূলক প্রিয় অনুষ্ঠানের নাম 'ইত্যাদি'। ❤🥀🍀

  • @riyadsarwar2511
    @riyadsarwar2511 2 года назад +9

    বিটিভিতে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে ফেনী জেলাকে দেশবাসীর কাছে উপস্থাপনের জন্য স্যারকে অশেষ ধন্যবাদ।

  • @ProbashiChanel
    @ProbashiChanel 2 года назад +46

    আমার প্রাণের জন্ম শহর ফেনী। যেই শহরের আনাচে কানাচে হাজারো স্মৃতি বিজড়িত আমার অতীত জীবন।

  • @MdImam-xi4vr
    @MdImam-xi4vr 2 года назад +169

    ধন্যবাদ হানিফ সংকেত স্যার কে আমাদের ফেনীতে ইত্যাদি অনুষ্ঠান করার জন্য ❤️🥀💐

  • @mrjuber5160
    @mrjuber5160 2 года назад +59

    আমাদের সিলেটের অতি প্রিয় মানুষ
    বেলাল আহমেদ মুরাদ'কে ঈত্যাদি অনুষ্ঠানে
    দেখানোর জন্য ধন্যবাদ🥰🥰🥰

  • @kobiatikshahriar891
    @kobiatikshahriar891 2 года назад +17

    শেষের পর্বটা সত্যি হৃদয় ছুয়ে গেলো। অসহায় মানুষদের যারা সহায়তা করে আল্লাহ তাদের ভালো রাখুক

  • @ajoypal951
    @ajoypal951 2 года назад +67

    ধন্যবাদ প্রিয় ব্যাক্তিত্ব হানিফ সংকেত স্যার আমাদের ফেনীতে প্রিয় ক্যাম্পাসে ইত্যাদি অনুষ্ঠান ধারন করার জন্য

    • @aburayhan7607
      @aburayhan7607 2 года назад

      ধন্যবাদ প্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেত আমাদের ফেনীতে আমার প্রিয় ক্যাম্পাসে ইত্যাদি অনুষ্ঠান ধারণ করার জন্য।

  • @jakiashanta6711
    @jakiashanta6711 2 года назад +183

    বিটিভিতে পুরো অনুষ্ঠান দেখে শেষ করলাম ❤️❤️

    • @বাংলারপথে-ত৮জ
      @বাংলারপথে-ত৮জ 2 года назад +5

      আমি তো দেখলাম বিটিভিতে,,,,, এখানে সেট টপ বক্স এ বিটিভি, ওয়ার্ল্ড,এর কোন চ্যানেল দেয় না,,,
      আর আমি এইটা আজকে
      এটিএন বাংলা তে বিকাল এ এ্যাড দেখে ফোন এ দেখলাম ,,, শেষ পর্যন্ত

    • @SUJON8900
      @SUJON8900 2 года назад

      hmm

  • @startv6225
    @startv6225 2 года назад +10

    আমার মতো এতক্ষন ধরে ইত্যাদি দেখার অপেক্ষায় ছিলেন কে কে

  • @HridoyKhan-il3lg
    @HridoyKhan-il3lg 2 года назад +32

    আমাদের জেলাকে এত সুন্দর করে সকলের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ হানিফ সংকেত স্যার! শুরুতেই চোখে পানি চলে আসছে! আর শেষেও ইমোশনাল হয়ে গেছি! আমি গর্বিত ফেনী জেলায় জন্মেছি বলে!❣️

  • @alaminkazi126
    @alaminkazi126 2 года назад +69

    লক্ষ্মীপুরে ইত্যাদি চাই
    আর কোন দাবি নাই
    ২০২৩ সালের প্রথমে❤❤

    • @riyadhossain1379
      @riyadhossain1379 2 года назад +2

      আমারও দাবি

    • @abdurrob-tv..
      @abdurrob-tv.. 2 года назад +1

      @@riyadhossain1379 একমতাবলম্বী

  • @ahmedrony568
    @ahmedrony568 2 года назад +86

    ধন্যবাদ ইত্যাদি পরিবার এবারের পর্ব
    আমাদের ফেনীতে করার জন্য। 💚😍

  • @nuralam6564
    @nuralam6564 2 года назад +47

    ফেনী জেলার লোক হিসাবে আমি আজ গর্বিত আপনি আমার ফেনী জেলাকে এত উচ্চ মাত্রায় বলতেছেন ফেনী জেলা আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় হানিফ সংকেত স্যার ছোটকাল থেকেই আপনার ইত্যাদি দেখে অনুপ্রেরিত হয়েছি আপনাকে কি যে বলে ধন্যবাদ দিব ফেনীতে আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন এই তো শীঘ্রই তা কখনো ভাবতে পারি নাই দুঃখের বিষয় হচ্ছে আজকে বাবার জীবনে থেকে ইত্যাদি টা মিস করলাম দেখার সুযোগ যদি থাকে কপালে তাহলে যাব

  • @actoractor7906
    @actoractor7906 Год назад +6

    আমরা ফেনীর মানুষ,, আমাদের ফেনীতে ইত্যাদি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ স্যার 🥰

  • @belalkhan8310
    @belalkhan8310 2 года назад +75

    অনেক অনেক ধন্যবাদ হানিফ সংকেত স্যারকে আমাদের ফেনী কে নিয়ে ইত্যাদি তৈরি করার জন্য পাইলট মাঠে আমি ও সেদিন ইত্যাদি অনুষ্ঠান উপভোগ করেছি

  • @osmangoninoman9582
    @osmangoninoman9582 2 года назад +691

    আমার জন্মভূমি ফেনীতে ইত্যাদি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ প্রিয় হানিফ স্যার।

    • @buslovingforbd3270
      @buslovingforbd3270 2 года назад +25

      ফেনীর সন্তান হিসাবে এটা আমাদের বড় পাওয়া ধন্যবাদ ইত্যাদি ও হানিফ সংকেত স্যার কে 💖

    • @zamanshorpi4022
      @zamanshorpi4022 2 года назад +7

      ❤️❤️❤️❤️❤️

    • @abdurramansharif4427
      @abdurramansharif4427 2 года назад +5

      ধন্যবাদ হানিফ স্যারকে আমার আমাদের প্রিয় জন্মভূমিতে এই অনুষ্ঠানটা করার জন্য ধন্যবাদ সকল মানুষকে এ অনুষ্ঠান এই অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য

    • @kamalmia4374
      @kamalmia4374 2 года назад +5

      সেই 90 থেকে আছি

    • @mdkamrul-hw7dy
      @mdkamrul-hw7dy 2 года назад +6

      আমার জন্মভূমি ফেনীতে ইত্যাদি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ প্রিয় হানিফ স্যার

  • @hmjamal7184
    @hmjamal7184 2 года назад +9

    বাংলাদেশে একমাত্র অনুষ্ঠান যার কোন বিকল্প নাই ৷ মা বাবা ছেলে মেয়ে সবাইকে নিয়ে দেখা যায় ৷

  • @Ali_Hayder
    @Ali_Hayder 2 года назад +8

    অনেক দিনের প্রত্যাশা ছিল, ফেনীতে একটা ইত্যাদি পর্ব হোক!💞
    ধন্যবাদ হানিফ সংকেত স্যার!!!
    ধন্যবাদ ইত্যাদি টিম!!!

  • @mdmahashin6468
    @mdmahashin6468 2 года назад +433

    সব থেকে বেশি খুশি হলাম এই বয়সে গনি মিয়াকে একটা কর্ম করে দেওয়ার জন্য ❤️

  • @mdashrafujjamanoman2604
    @mdashrafujjamanoman2604 2 года назад +25

    ধন্যবাদ হানিফ স্যারকে আমার প্রিয় মাতৃভূমি ফেনীতে ইত্যাদি অনুষ্ঠান করার জন্য

  • @mrraza1183
    @mrraza1183 2 года назад +10

    নিজের জন্মভূমিতে ইত্যাদি বিষয় টা কতটা আনন্দের বলে হয়তো বুঝানো পারবো না, হানিফ সংকেত স্যার আপনার জন্য রইলো অফুরান ভালবাসা ইত্যাদির মতো এমন একটা জনপ্রিয় অনুষ্ঠান করার জন্য ❣️

  • @emontalukder1139
    @emontalukder1139 2 года назад +3

    সেই ছোটবেলার ভালোবাসা ইত্যাদি
    সাদা কালো বিটিভি তে পাড়ার সবাই একসাথে মিলে দেখে বড় হওয়া।
    এখনো ইত্যাদির বড় ফ্যান আমি..

  • @noorhossainmahmud3185
    @noorhossainmahmud3185 2 года назад +10

    আমাদের জেলায় এবারের ইত্যাদি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ,বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ইতিহাস ঐতিহ্যেকে জাতির সামনে তুলে ধরার জন্য... আমি গর্বিত কারণ আমি ফেনীবাসি

  • @mdrajwanahmed4774
    @mdrajwanahmed4774 2 года назад +80

    ইত্যাদিই একমাত্র অনুষ্ঠান যেটা এখনো পরিবারের সাথে বসে দেখা যায়।

  • @dipoksaha597
    @dipoksaha597 2 года назад +35

    গনি মিয়ার নাম তুলে ধরা জন্য ধন্যবাদ সার আপনাকে

  • @shahinoorpriyanka
    @shahinoorpriyanka 2 года назад +5

    আমি থেকবেশি খুশি হলাম গনি মিয়াকে দু'লক্ষ টাকা উপহার দেওয়াতে। এই দৃশ্যটি দেখে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসছে। ইত্যাদি কে অনেক অনেক ধন্যবাদ। 👍👍👍👍👍

  • @nasimaakter532
    @nasimaakter532 2 года назад +16

    ১ম বার আমাদের ফেনীতে, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি দেখে খুব খুশি হলাম।ধন্যবাদ ইত্যাদি। 😄🇧🇩

  • @humayrasheikh2583
    @humayrasheikh2583 2 года назад +6

    আমি ফেনীর মেয়ে, এটি বাংলাদেশের একমাত্র ম্যাগাজিন অনুষ্ঠান যা সবাই পছন্দ করে ও পরিবার নিয়ে দেখা যায়। ধন্যবাদ স্যার....💝A+A

  • @YouHub8572
    @YouHub8572 2 года назад +7

    ভেবেই খুব গর্ব লাগছে যে আমাদের ফেনীতে ইত্যাদি অনুষ্ঠান ধারণ করা হইছে। ❤️
    ধন্যবাদ হানিফ সংকেত! আপনাকে। 🥰

  • @rezamultimedia2003
    @rezamultimedia2003 2 года назад +8

    ফ্যামিলির সাথে দেখার মত এই একটি বিনোদন ও শিক্ষা মূলক অনুষ্ঠান.. যার নাম ইত্যাদি।

  • @hasibulislam5390
    @hasibulislam5390 2 года назад +32

    .এবারের ইত্যাদি আমার কাছে সেরা মনে হইছে,বিশেষ করে গনি (ধনী) মিয়া নামে গরীব মিয়ার কাহিনীটা মন ছুঁয়ে গেছে আর বাস্তবতা নিয়ে ইত্যাদি যে শিক্ষা মুলক বিডিও চিত্র দেয় তা সর্বদা প্রশংসার দাবিদার। বর্তমানে এই অশালীন আর দয়া মায়াহীন সমাজের চিত্র তুলে ধরার জন্য ইত্যাদিকে অসংখ্য ধন্যবাদ।।

    • @skm7235
      @skm7235 2 года назад

      আমারদের পাশের গ্রামেই এই গনির বাজারটা।তবে কখনো গনিমিয়া নামের ব্যাক্তিকে দেখিনি
      ইত্যাদির কল্যানে সেটাও দেখার সৌভাগ্য হয়েছে।
      ধন্যবাদ ইত্যাদি কে।

  • @rafiqulislam7120
    @rafiqulislam7120 2 года назад +19

    ধন্যবাদ জানাই ইত্যাদি কে প্রাণের জন্মভূমি ফেনীকে নিয়ে সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য ...💙💚💙💚

  • @alokito-kothon
    @alokito-kothon 2 года назад +8

    জন্মভূমি ফেনীতে ইত্যাদি অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ প্রিয় হানিফ স্যার।

  • @mhbhuiyanshipon4798
    @mhbhuiyanshipon4798 2 года назад +3

    অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি খুবই অসাধারণ ভাবে প্রিয় ফেনী জেলাকে উপস্থাপন করেছেন। ইত্যাদি সব সময় অসাধারণ এবং সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় দেশের জন্য কাজ করে যাচ্ছেন।

  • @azimbinsaif9405
    @azimbinsaif9405 2 года назад +96

    "সাগরের কোল ঘেষে,
    পাহাড়ের পাদদেশে, হয়ত প্রথম এসে
    ঘর বাঁধে শিকারীর দল।
    জাগে মাঠ প্রান্তর,
    মানুষেরা বাঁধে ঘর, গড়ে ওঠে ফেনী অঞ্চল।"❣️ 1:32

  • @Patwary1996
    @Patwary1996 2 года назад +13

    আহ ফেনী নদী আলোচনায় আসলেই শহীদ আবরারে কথা মনে পড়ে যায়😪

  • @srobird9047
    @srobird9047 2 года назад +16

    ইত্যাদি ইত্যাদি ইত্যাদি হায় রে ইত্যাদি
    ৩ যুগে পা দিয়ে, হাজার হাজার লোক নিয়ে, ভিন্ন ভিন্ন ফ্লেভারে চলছে অনুষ্ঠান দাপটের সাথে।।।।। ধন্যবাদ স্যারকে

  • @IbnatArt
    @IbnatArt 2 года назад +6

    প্রাণের শহর ফেনীতে ইত্যাদি কারায় অনেক অনেক ধন্যবাদ

  • @enjoy1978
    @enjoy1978 2 года назад +28

    ধন্যবাদ স্যার আমাদের ফেনীতে শিক্ষা ও বিনোদনমূলক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি করার জন্য ।

  • @sathikadir8273
    @sathikadir8273 2 года назад +16

    ধন্যবাদ ,ইত্যাদি কে গনি মিয়ার মত একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য

  • @NewsExposureTv
    @NewsExposureTv 2 года назад +78

    স্যার এর সব অনুষ্ঠান এ ভালো ও মানসম্মত 💝❤

    • @moramorai8500
      @moramorai8500 2 года назад +1

      Tnx all

    • @mahamudaerwm3893
      @mahamudaerwm3893 Год назад +1

      Right

    • @rafihossen4210
      @rafihossen4210 Год назад

      ​@@mahamudaerwm3893তটডটোররটতততসসতড 37:43 😮😅😮প🎉লএঠএ

  • @factsslides
    @factsslides 2 года назад +4

    ইত্যাদির এই ইন্ট্রোটা শুনলেই নিজের অজান্তেই সেই ছোটো বেলায় চলে যায়। কি অদ্ভুত সুন্দর না ছিলো সেই স্বর্নালী দিন গুলো।

  • @MonirHossain-wl9wg
    @MonirHossain-wl9wg 2 года назад +15

    সেই কবে থেকে এই ইত্যাদি দেখছি তা ঠিক হিসেব নেই যখন থেকে মোটামুটি বুঝতে শিখেছি তখন থেকেই খুব প্রিয় এই ইত্যাদি

  • @saraswatisarker1816
    @saraswatisarker1816 2 года назад +17

    সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি আপনি সহস্র বছর বেঁচে থাকুন বাংলাদেশের একমাত্র বিনোদন অনুষ্ঠান ইত্যাদি ।

  • @mdrayhanppoo27913
    @mdrayhanppoo27913 2 года назад +36

    হানিফ স্যার কে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রানের ফেনী শহর টাকে ইত্যাদি অনুষ্ঠানে এত সুন্দর করে তুলে ধরার জন্য।

  • @mahabubhk9402
    @mahabubhk9402 2 года назад +10

    হানিফ সংকেত দেশের সম্পদ,
    যা হারিয়ে গেলে ক্ষতিপূরণ হবার নয় 😘 😘

  • @imranhossain4398
    @imranhossain4398 2 года назад +84

    প্রিয় মাতৃভূমি ফেনী জেলার ঐতিহ্য সমৃদ্ধ উপস্থাপনা দেখে সত্যিই আমি মনোমুগ্ধ❤️ ধন্যবাদ আপনাকে হানিফ সংকেত স্যার

  • @mdriadhosen275
    @mdriadhosen275 2 года назад +7

    প্রিয় শহরে প্রিয় অনুষ্ঠান প্রিয় মানুষের উপস্থাপনায়,, ফেনীর সন্তান হিসেবে হানিফ সংকেত স্যারকে ধন্যবাদ ❤️

  • @Nayeem_the_tonic
    @Nayeem_the_tonic 2 года назад +37

    ফেনী জেলায় এই ইত্যাদিতে আমি সরাসরি থাকতে পেরে খুব লাকী মনে করছি। ❤️

  • @bbariapbs
    @bbariapbs 2 года назад +3

    ইত্যাদি ৩৫ বৎসর ধরে খ্যাতির অনন্য শীখরে ,কথা সাহিত্যিক হানিফ সংকেত এর অনবদ্য সৃষ্টি, উপস্হাপনা ও পরিচালনায় অনন্য ।ধন্যবাদ ও শুভকামনা সংশ্লিষ্ট সকলকে ।

  • @mdaziz7046
    @mdaziz7046 2 года назад +4

    ধন্যবাদ এত সুন্দর ভাবে ফেনী কে তুলে ধরার জন্য,গনি মিয়ার পাশে দাঁড়ানোর জন্য, হানিফ সংকেত স্যার কে।

  • @kmshahinalom504
    @kmshahinalom504 2 года назад +33

    ইত্যাদি এমন একটি ম্যাগাজিন অনুষ্ঠান যা আজ থেকে ৩৫ বছর আগেও মা বাবা ভাই বোন পরিবার পরিজন নিয়ে একসাথে উপভোগ করা যেত ঠিক এখনো তেমনটাই অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা বর্তমানে বিদ্যমান।

  • @mdzahirulislamkiron.140
    @mdzahirulislamkiron.140 2 года назад +5

    প্রিয় শহর ফেণী আমার জেলা ছয় হাজার কিলোমিটার সৌদি আরব থেকে দেখছি খুব সুন্দর ছিল ইত্যাদি।

  • @zakirHossain-rd6gi
    @zakirHossain-rd6gi 2 года назад +3

    ইত্যাদির মতো জনপ্রিয় একটা অনুষ্ঠান আমার জন্মভূমি ফেনীতে অনুষ্ঠিত হওয়ায় হানিফ স্যার কে আন্তরিকভাবে ধন্যবাদ

  • @ShahidulIslam-me2zw
    @ShahidulIslam-me2zw 2 года назад +10

    আমার প্রিয় জন্মভূমি ফেনী জেলায় ইত্যাদি ধারণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। মনজিলা মিমি আপুর জন্য অনেক শুভকামনা।।

  • @attractiveyoutube2416
    @attractiveyoutube2416 2 года назад +32

    বাংলাদেশর এক মাত্র অনুষ্ঠান যা মানুষ মন দিয়ে দেখে

  • @sabikun925
    @sabikun925 2 года назад +31

    ইত্যাদির পর্দায় চিরচেনা আমাদের ফেনীর জায়গাগুলো দেখে আমরা সত্যিই মুগ্ধ।

  • @mijanurrohmanchondon
    @mijanurrohmanchondon Год назад

    দেশের শ্রেষ্ঠ বিনোদন এবং সচেতনতা মূল কোন অনুষ্ঠান থাকলে সেটা হলো একমাত্র ইত্যাদি 💗💗💗 স্যার এর সব অনুষ্ঠান এ ভালো ও মানসম্মত 💝❤
    প্রায় 20 বছর ধরে ইত্যাদি অনুষ্ঠান টা দেখি, একদিনের জন্য ইত্যাদি অনুষ্ঠানটাকে পুরানো মনে হয়নি,। হাজার বছর বেঁচে থাকুন হানিফ সংকেত স্যার সাড়ে এগারো ঘণ্টা অফিস করার পর এসে ইত্যাদি দেখতে বসেছি। সমস্ত ক্লান্তি দূর হয়ে গেলো। ধন্যবাদ ইত্যাদি! ধন্যবাদ হানিফ সংকেত!❤❤❤

  • @mdrasel-wj7qy
    @mdrasel-wj7qy 2 года назад +9

    সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি আমাদের সবার জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি এখনো দেখছি ভালোবাসা অবিরাম ইত্যাদি সকল টিম এর প্রতি 🥰🥰🥰

  • @tareqhossain10
    @tareqhossain10 2 года назад +65

    ফেনীর দিকে তাকালে আমি গর্ব করি ফেনীকে নিয়ে❤️

    • @mdrafiqulislam4484
      @mdrafiqulislam4484 2 года назад

      Assalamo olaikom viyya, ami ai shoay shongoton teke chele baby ke dottok ante cai, but, kivabe jogajog korbo??? Plz,, jodi chinen tahole amake kosto kore akto help korte parben??? Amader sontan nai,

    • @talukdarmuhammadsayfullah.83
      @talukdarmuhammadsayfullah.83 2 года назад

      সম্মুখ যুদ্ধের নায়ক পরশুরামের পুরো নাম কি ব্রো?

  • @m.anamulbhuiyan3742
    @m.anamulbhuiyan3742 2 года назад +12

    আমার সবচেয়ে বেশি পছন্দের একটা অনুষ্ঠান ইত্যাদি এবং প্রিয় হানিফ সংকেত স্যার এর সবগুলো নাটক অসম্ভব সুন্দর লাগে সেই ছোট কালের সময় থেকে শুরু হয়েছে আজও চলমান সভ্যতার সাথে সবকিছুই হারিয়ে যায় পরিবর্তন হয় শুধু মাত্র ইত্যাদি ই আগের মতো এখনো আছে জনপ্রিয় হয়ে সবার কাছে আগে বিটিভে দেখতাম এখন ইউটিউব এ দেখি দেখলাম বাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন থেকে রোজ শুক্রবার আমার চাকরি হয়েছে ট্রেনিং সেন্টার গাজীপুর এ আছি সবাই দোয়া করবেন আমার জন্য

  • @mdrosulamin8792
    @mdrosulamin8792 2 года назад +2

    আমার জন্ম স্থান ফেনী জেলাকে ইত্যাদীর মাধ্যমে দেশ বাসির কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই জনাব হানিফ সংকেত স্যারকে

  • @saikatzahir4351
    @saikatzahir4351 2 года назад +7

    প্রানের শহর ফেনী...
    হাজারো সৃতি বিজোড়িতো জায়গা এই ফেনী সরকারি কলেজ....
    ❤️❤️❤️
    ধন্যবাদ প্রিয় হানিফ সংকেত স্যার...

  • @BOSSBDCOM
    @BOSSBDCOM 2 года назад +4

    ইত্যাদির সবথেকে ভালো লাগার পাট ছিল শেষের মনজিলা সেবা দান,,,love u bon❤️

  • @shaponshaan8645
    @shaponshaan8645 2 года назад +5

    পরিষ্কার পরিচ্ছন্নতাই ঈমানের অঙ্গ।
    আল্লহ্ ওনার নেক হায়াত আরো বাড়িয়ে দিক🥰🥰

  • @nutribangla
    @nutribangla Год назад +2

    সেই ছোটবেলা থেকে ইত্যাদি যেমন ছিল, যেভাবে সবকিছু দেখানো হতো, ঠিক সেইরকমই আছে এখনো। অনেকদিন পর ইত্যাদি দেখে আমি অনেক বেশি অবাক। বিন্দু মাত্র কিছুই পরিবর্তন হয়নি। আধুনিকতায় গা ভাসিয়ে না দিয়েও যে মানুষের মনে আনন্দ দেয়া যায় তা হানিফ সংকেত স্যার দেখিয়ে দিয়েছেন। পুরাই নস্টালজিক।। ❤

  • @mizanminu8326
    @mizanminu8326 2 года назад +7

    I feel proud as fenian also feel proud as a swedisian where Mr. Hanif Sonket (বড় ভাই) read once. I also completed diploma from swedish(2002-2006). Thanks Sonket bhai

  • @daudnewaz3521
    @daudnewaz3521 2 года назад +32

    ধন্যবাদ ইত্যাদি কে আমাদের ফেনীকে সবার মাঝে তুলে ধরা জন্য।

    • @mithusarker982
      @mithusarker982 2 года назад

      ভাইয়া আপনি কী মনজিলা আপুর address টা দিতে পারবেন

  • @najminsultana60435
    @najminsultana60435 2 года назад +9

    ইত্যাদি বাংলাদেশের একমাত্র সুস্থ ও রুচিশীল অনুষ্ঠান।এই অনুষ্ঠান থেকে অনেক অজানা তথ্য জানা যায়।ধন্যবাদ হানিফ সংকেত স্যার এমন সুন্দর একটি অনুষ্ঠান বাংলাদেশের মানুষকে উপহার দেয়ার জন্য।

  • @ferariazad5893
    @ferariazad5893 2 года назад +4

    এতো সুন্দরভাবে ফেনী জেলাকে তুলে ধরার জন্য হানিফ সংকেত স্যারকে অসংখ্য ধন্যবাদ 🤍🥰