দেখুন খাগড়াছড়ি শহর কেমন | Khagrachari City Tour 2022 | Khagrachari Town Bangladesh | খাগড়াছড়ি
HTML-код
- Опубликовано: 28 окт 2024
- খাগড়াছড়ি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের একটি শহর। চট্টগ্রাম বিভাগীয় শহর থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে এ শহরটি অবস্থিত। এ শহরটি খাগড়াছড়ি জেলা ও খাগড়াছড়ি সদর উপজেলার প্রশাসনিক সদরদপ্তর। এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে বড় শহর। এর আয়তন ৬৩.৩০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ৬৯,৪৩৪ জন। এটি খাগড়াছড়ি পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা দ্বারা পরিচালিত হয়। শহরের একমাত্র যোগাযোগের উপায় সড়কপথ। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দর যথাক্রমে এ শহরের সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ বিমানবন্দর। শহরটি সমুদ্র সমতল থেকে ৪৭ মিটার উচ্চতায় অবস্থিত এ শহরটি আবহাওয়া গরম ও আর্দ্র জলবায়ু বিশিষ্ট।
খাগড়াছড়ির প্রাচীন নাম ছিল ‘তারক’। ‘খাগড়াছড়ি’ নামের উৎপত্তি হয়েছিল নল খাগড়ার বন থেকে। খাগড়াছড়ি শহরের বুক চিরে বয়ে গেছে একটি ছড়া নদী। ওই ছড়া নদীর দু’পাড়ে গভীর নল খাগড়ার বন ছিল। এই নল খাগড়ার বন থেকেই ‘খাগড়াছড়ি’ নামের উৎপত্তি
জনসংখ্যা সংক্রান্ত ভারসাম্য রক্ষার কার্যক্রমও বর্তমানে সীমিত আকারে অব্যাহত রয়েছে। স্বাধীনতার উত্তরকালে খাগড়াছড়ি জেলায় সামগ্রিক উন্নয়ন অবকাঠামো নির্মিত হয়। এছাড়া রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের ফলে জেলা সদরের সাথে সকল উপজেলার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। অধিকন্তু, স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর নান্দনিক সংস্কৃতির সাথে দেশের বৃহত্তর সংস্কৃতির সংযোগ স্থাপিত হওয়ায় খাগড়াছড়ি পার্বত্য জেলার রাজনৈতিক, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সাস্কৃতিক অঙ্গণে আমূল পরিবর্তন সাধিত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে ৩১ শে ডিসেম্বর খাগড়াছড়ি জেলা শহরের একাংশ নিয়ে খাগড়াছড়ি পৌরসভা গঠিত হলে এ শহর পৌর শহরের মর্যাদা লাভ করে।
খাগড়াছড়ি শহর খাগড়াছড়ি পৌরসভা দ্বারা শাসিত হয়। এ পৌরসভার অধীনে ৯টি ওয়ার্ড এবং ৭১টি মহল্লা রয়েছে যা পুরো জেলা শহরের ১৩.০৫ বর্গ কিমি এলাকা বিশিষ্ট। এছাড়াও অন্যান্য শহর অঞ্চল হিসেবে ৫০.২৫ বর্গ কি.মি. এলাকা সংলগ্ন অঞ্চল হিসেবে রয়েছে।
বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১ অনুসারে খাগড়াছড়ি শহরের জনসংখ্যা ৬৯,৪৩৪ জন যার মধ্যে ৩৬,৯০৫ জন পুরুষ এবং ৩২,৫২৯ জন নারী রয়েছেন। এ শহরের লিঙ্গ অনুপাত ১০০ঃ১১৩
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জেলা শহরের একপাশ দিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে পাহাড়ি নদী চেঙ্গি। আশপাশে বেড়ানোর জন্য আছে অসামান্য সুন্দর জায়গা।
খাগড়াছড়ি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে নুনছড়ি এলাকার উঁচু এক পাহাড়ের চূড়ায় আছে দেবতার পুকুর। এর আরেক নাম ‘মাতাই পুখিরি’। ত্রিপুরা ভাষায় ‘মাতাই’ শব্দের অর্থ দেবতা আর পুখিরি শব্দের অর্থ পুকুর।
মহাসড়ক ছেড়ে পাহাড়ের ঢালে আঁকাবাঁকা পথে বেশ কিছুটা দুর্গম পথ পেরিয়ে পৌঁছতে হবে দেবতার পাহাড়ের নিচে। ছোট্ট একটি ঝিরিপথ পার হয়ে পাহাড়ি পথ বেয়ে উঠতে হবে উপরে। হাঁটতে হাঁটতে বিশাল উঁচু পাহাড়ের একেবারে চূড়াতেই বিশাল এই জলাধার।
স্থানীয়দের বিশ্বাস দেবতার আশির্বাদে পাহাড় চূড়ার এ পুকুরের পানি কখনও কমে না। দেবতার পুকুরের পাড়েই আছে একটি শিব মন্দির। এ মন্দির ঘিরেই প্রতিবছর চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে বসে তীর্থ মেলা।
শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে মনোরম প্রাকৃতিক ঝরনা রিসাং। আলুটিলা পাহাড়কে পিছু ফেলে কিছুক্ষণ চলার পর মহাসড়ক ছেড়ে হাতের বাঁয়ে উঠতে হবে পাহাড়ি পথে। এ পথে কিছু দূর চলার পর গাড়ি রেখে হাঁটা পথ।
খাগড়াছড়িতে আলুটিলা গুহার প্রবেশ পথ।খাগড়াছড়িতে আলুটিলা গুহার প্রবেশ পথ।এখানে হাঁটা পথ বেশ দুর্গম। পাহাড়ি পথ বেয়ে নিচে নামতে হবে বেশ কিছুটা জায়গা। হাঁটতে হাঁটতে পাওয়া যাবে পাহাড় কেটে বানানো রিসাংয়ে যাওয়ার পথে। বিশাল পাথুরে জায়গার এক প্রান্ত থেকে অঝোরে বইছে এই জলপ্রপাত। ঝিরি ঝিরি শব্দে পাহাড় বেয়ে বয়ে চলছে অবিরাম জলধারা। রিসাংয়ের চারপাশে পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে অবিরাম বয়ে চলছে রিসাংয়ের জলধারা। তবে শীতের শুরু থেকে গৃষ্ম অবধি ঝরনায় পানির প্রবাহ কম থাকে।
শহর থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে মহাসড়কের পাশেই রয়েছে আলুটিলা পাহাড়। রিসাং থেকে ফেরার পথে সড়কের পাশেই আলুটিলা পর্যটন কেন্দ্রের দুয়ার।
প্রায় এক হাজার ফুট উঁচু এ পাহাড়ের চূড়ায় দাঁড়ালে পুরো খাগড়াছড়ি শহর পাখির চোখে দেখা যায়। পাহাড়ের বাঁকে বাঁকে সর্পিল ধারায় বয়ে চলা চেঙ্গী নদীর অপরূপ সৌন্দর্যও দেখা যায় এখান থেকে।
আলুটিলা পাহাড়ের প্রধান আকর্ষণ এর প্রাচীন একটি গুহাপথ। পাহাড়ের চূড়া থেকে ২৬৬টি ধাপের একটি সিঁড়ি নেমে গেছে গুহাপথের মুখে। গুহার ভেতর দিয়ে বয়ে চলছে শীতল জলধারা।
ভেতরের পিনপতন নিস্তব্ধতা ভেঙে বাদুর আর চামচিকার কিচির মিচির ওড়াউড়ি। অসাধারণ এ গুহার ভেতরও রক্ষা পায়নি আমাদের অবিবেচক পর্যটকদের হাত থেকে।
গুহার ভেতরেও তারা ফেলতে দ্বিধা করেননি চিপস কিংবা প্লাস্টিকের বোতল।
খাগড়াছড়িতে দেবতার পাহাড়ে দেবতার পুকুর।খাগড়াছড়িতে দেবতার পাহাড়ে দেবতার পুকুর।খাগড়াছড়ি জেলা শহরের জিরো মাইল এলাকার পূর্ব পাশে পাহাড়ের উপরের একটি পর্যটন কেন্দ্র জেলা পরিষদ হার্টিকালচার পার্ক। পাহাড়ের বাঁকে বাঁকে এখানে আছে হ্রদ, সেখানে নৌ ভ্রমণেরও ব্যবস্থা আছে।
এখানে দুই পাহাড় জোড়া লাগানো হয়েছে ঝুলন্ত সেতুর মাধ্যমে। ছোট্ট অথচ রোমাঞ্চকর এ ঝুলন্ত সেতু। পর্যটকদের চলাফেরায় সর্বদাই দোদুল্যমান থাকে এটি। কেউ কেউ ভয়ে মাঝপথে এসে থমকে দাঁড়ান।
ঝুলন্ত এ সেতু খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়াও কটেজ, বনভোজন কেন্দ্রসহ নানান আয়োজনও আছে এ পার্কে।
Video link
• দেখুন খাগড়াছড়ি শহর কেম...
19:55 & 37:03. shapla chottor
33:08
42:14 confectionary
43:14 mosque,
খুব সুন্দর। খাগড়াছড়ি শহর না গিয়েই ঘুরে আসলাম
অনেক ধন্যবাদ আপনাকে
অনেক সুন্দর
ধন্যবাদ 😊
আসসালামুয়ালাইকুম শুভ রাত্রি কেমন আছেন ভাইয়া আপনি যেদিকে যাচ্ছেন সে দিকে আমাদের বাড়ি
তাই? মানে আরো যেতে হবে আপিনার বাড়ি যেতে?
Plz phone nambar ta din
Awesome.
I'm your fan.
Thank you so much 💓
দাদা পরর্বতীতে সবজি বাজার এর পুরু ভিডিও চাই, আর একটু সামনে নানু বাড়ি।
আবার কখনো খাগড়াছড়ি গেলে নিশ্চয়ই করব। জেনে ভাল লাগল। পারলে শেয়ার করবেন ভিডিও লিংক টা
Carry on
Thank you 😊
Many many thank's a lot😌😌😌
You are welcome and thank you for watching
Please share it wherever it is possible in the social media
আপনার কে কোন জেলার আমি খাগড়াছড়ি জেলার
অনেক ধন্যবাদ আপনাকে। আমি খাগড়াছড়ির বিভিন্ন গ্রাম, বাজার, শহর, জীবন ইত্যাদি নিয়ে ভিডিও বানাতে চাই। আপনি কি সাহায্য করতে পারবেন? কোনো সৎ ভাল গাইড, ভাল থাকার যায়গা ইত্যাদি তথ্য দিয়ে সহায়তা করবেন আশা করিম
OK sure, provide your Facebook ID or mobile number here for Whatsapp messaging
খাগড়াছড়ি আনারস এর পাইকারি বাজার জান ভাই
যাব ভাই, আবার যদি খাগড়াছড়ি যাই
Kono jaigar nam Bola darker chillo.
Sodo raster dola Bali dekhano holiday.
Khejor Bagan, Mohazon Para, Shanti Shantinogor, Muslimpara,Pankhaiapara
D C Office Hospital HighSchool Girl's School Bangabridge Kola again Sadar Upazila nam Bola dorker chillo,chill, video korar know mane hoyna.Zar Karine Dannyabad dite parlamna
আপনি ঠিকই বলেছেন ভাই। আমি পরবর্তীতে চেষ্টা করব। ধন্যবাদ ভাই 😊😊
ভাই আপনারা তো ফালতু ফক্কর,এটা কি দেখালেন এটাকি শহর না অন্য কিছু?
খাগড়াছড়ি শহর। অন্য কিছু না ভাই।
19:55 & 37:03. shapla chottor
33:08
42:14 confectionary
43:14 mosque,