ছোট বেলার সেই অরিত্র | পাকাপাকা কথা ! আজ অনেক পরিনত ! বাস্তববাদী অকুতোভয় সাহসী জীবন যোদ্ধা | প্রকৃত দেশপ্রেমিক আগামী প্রজন্মের পথপ্রদর্শকের ভূমিকা পালন করুন | স্যালুট স্যার !
অসাধারন ..অসাধারণ ..Aritra এতটা mature হয়ে গেছে ভাবতেই পারছিনা ..অনেক কিছু পেলাম ....যতোই Aritra কে দেখি ততই তাকে জানার শুনার চাহিদা বেড়ে যায় ...এর Thanks to R plus
যারা অবসর নিয়েছেন তারা বেঁচে গেলেন কিন্তু নূতন প্রজন্ম শেষ হয়েগেল দিনের পর দিন চাকরির জন্য ধন্যাদিচ্ছে ছাত্র ছাত্রিরা তারা লেখাপড়া করে ভবিষ্যৎ অন্ধকার হয়েগেল তাদের বয়স বাড়ছে আন্দোলন করলে পুলিস দিয়ে গ্রেপ্তার করছে তারা সবাই রাজনিতি না করে প্রতিবাদ করুক এই সৈরাচারি সরকারকে রাজ্য থেকে পোদে লাথিমেরে তাড়াও তানা হলে পরে হতাসা গ্রাস করবে
মাত্র কয়েক বছর আগে দেখা সেই ছোট্ট ছেলেটি আজ কত ম্যাচিওর , কত ভদ্র নম্র ভাবে কথা বলতে পারে... তোমার কথা মুগ্ধ হয়ে শুনলাম। প্রথমে ভেবেছিলাম এত বড় একটা ভিডিও দেখব না, শুরু করার পর আর স্কিপ করতে পারি নি, ঈশ্বর তোমার মঙ্গল করুন
রাতে ঘুমানোর আগে একটু সময় দেখি বলতে পারি (আমি তো এমনি এমনি খাই) কিন্তু আমার অরিত্র র কথা বলা শেষ হলে মনে হল আমার অরিত্র র কথা শোনার নেশা হয়ে গিয়েছিলো ধন্যবাদ সবাইকে
আমার একই মন্তব্য, অসাধারণ অরিত্র। ছোট বেলার অরিত্র কে দেখে আমি চিন্তাই করতে পারছিনা ও কি করে এত পরিনত হোল, ওর ভিতরে ভগবান প্রদত্ত একটা কোয়ালিটি ছিল এবং সেই সঙ্গে ঘষামাজা করেই নিশ্চয়ই ও এই জায়গায় পৌছেছে। প্রনাম অরিত্র। আমি তোমার চেয়ে বয়সে অনেক বড় হয়েও তোমায় প্রনাম জানালাম তোমার গুনকে শ্রদ্ধা জানাতে।
খুবই বিনয়ের সাথে অরিত্র পুরো অনুষ্ঠানের উত্তরগুলো দিয়েছে। এমন বিনয়ী যে, সে একদিন ঠিকই অনেক উপরে উঠতে পারবে বলে মনে করছি। পুরো অনুষ্ঠান দেখলাম এবং প্রতিটি উত্তরই মন দিয়ে শুনলাম। শুভকামনা অরিত্রর জন্য।
অরিত্র তুমি বয়সে আমার চেয়ে অনেক ছোটো। তবুও দেখা হলে তোমার আতুল চরণে😢একবার মাথা ঠেকাতে ইচ্ছে করছে। তোমার চিন্তা ধারা মানবতা বোধ কথা বলার ভঙ্গিমা সত্যি অনুকরণ যোগ্য। আজকের পুতিগন্ধময় সমাজে তোমার মত ছেলেদের দরকার।
আমার বয়স ৮২ বৎসর।বিগত বিশ বছর যাবৎ ওকে সেই এতটুকু থেকে বেড়ে ওঠা এবং তার অভিনয় দক্ষতা মুগ্ধ হয়ে দেখেছি।খুব সুন্দর এবং পরিনত বাচনভঙ্গি।কামনা করি ভবিষ্যতে ও এই রকম সাহসি কথা বলে যাবে এবং মেরূদণড সোজা রেখে চলবে ।
অরিত্র কোনো পার্টিকুলার পার্টির না।ও একদম সঠিক ও স্বতন্ত্র পন্থী।।ও এ ভাবেই চলুক ।ও আরও পরিমার্জিত হবে জীবনের চলার ছন্দের গতিতে। ও নিশ্চিতভাবেই ভীষণ মেধাবী,উচ্চ শিক্ষার সাথেই এবং জীবনের শিক্ষাবোধ, মূল্যবোধ ও রুচিবোধ সবার থেকেই অনেক অনেক বেশি।❤❤❤❤❤❤❤
অরিত্র বয়সে অত্যন্ত ছোট কিন্তু তার সমস্ত কথাগুলোই আমার এই আটাত্তর বছর বয়সে গভীর মনোযোগ দিয়ে শুনতে হল এবং আমি আনন্দিত যে তার একটা কথার সঙ্গেও দ্বিমত হতে পারলামনা। তার প্রতিভা ও বাগ্মীতাকে নমস্কার।
সত্য উন্মোচনে অনেকটা তৎপর,হাইপোথেটিক্যাল বিষয়কে সহজ করে বলার ক্ষমতা রয়েছে । আপনার মত মানুষ বাংলা ও বাঙালি কে চিনতে শেখায়। ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথ আরো বেশি সহজ হোক এটাই কামনা করি। আপনি বাঙালির গর্ব...
বাচনভঙ্গি,বিশ্লেষণী শক্তি,বুদ্ধিমত্তা,জ্ঞান,বিচক্ষণতা,দূরদর্শী ভাবনার সুস্পষ্ট ও সম্মৃদ্ধ সাবলীল প্রকাশ সব মিলিয়ে অসাধারণ অরিত্র।আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইলো।
এককথায় আজ বসন্ত অসাধারণ ❤ জীবনে ভুল না করলে সঠিক পথ নির্দশন করা যায় না একটা অদ্ভুত ধরনের বাস্তব সত্যি কথা। আর এই ভুলই নিজেকে প্রতিষ্ঠিত অন্যদের ও শেখায় সঠিক পদ্ধতি কি? অসাধারণ কথা আর অনৈকিছু শিখলাম।একটা কানছ হাত দিয়ে কথাগুলো শুনলাঊযে সব কথগুলি মাথার থাকে। অন্য কান দিয়ে বেরিয়ে না যায়। খুব ভালো লাগলো অরিত্রর এই বক্তব্য। এগিয়ে যাও সোনার ছেলে তোঊসব আশা পূর্ণ হোখ এই আর্শিবাদ করি। অনেক শুভ কামনা রইলো।❤❤❤❤
আমরা যারা নিজেদের শিক্ষিত বলে মনে করি তাদের এরকম মানসিকতা তৈরী হওয়া উচিৎ। নেতাদের দোষ না দিয়ে নিজেদের থেকে যদি আমরা তৈরী হই তাহলে আমরা সত্যিই একটা অন্য সকাল দেখতে পারবো। ধন্যবাদ অরিত্র, তুমি প্রকৃত শিক্ষিতের মানে কি সেটা বুঝিয়ে বললে তোমার নিজের মাধ্যমে।
স্কিপ করতে তো ইচ্ছে হয়ই নি বরং আরও কিছুক্ষণ শুনতে ইচ্ছে হচ্ছিলো। এতো ছোটো বয়সের খুব বড় মাপের একজন প্রকৃত শিক্ষিত 'মানুষ' এর কথা শুনছিলাম। মানুষের ভালো কাজে এসো অরিত্র। May God bless you !!
এককথায় অনবদ্য আমার ভাবনা চিন্তাও অনেক টা অরিত্র দার মত তবে উনি judiciary এর মাধ্যমে জনগণের উপকার করার চেষ্টা করবেন আর আমি যদি কোনো দিন বড়ো business man হতে পারি তবে তার মধ্যে দিয়ে মানুষের উপকারের চেষ্টা করবো
যদিও উনি আমার চেয়ে অনেক ছোট তবুও আজকের্ দিনে উনি একজন সন্মানীয় ব্যক্তি। উনি একজন স্বতন্ত্র মানুষ এবং যা বলেন অনেক ভেবে চিন্তে নিজের মতামত ব্যক্ত করেন এটাই উনার স্পেশালিটি। যাক উনার ভালো সুস্থ মঙ্গল কামনা করি।
তোমার ব্যাক্তিত্ব,বাচনভঙ্গি,সত্যবাদিতা, অভিনয় এবং বয়স অনুযায়ী জ্ঞানের পরিপক্বতা সহ আরও অনেকগুলি অজানা বিশেষন আমাকে মুগ্ধ করেছে। বয়সে তুমি আমার ছেলে/ মেয়ের বয়সী তাই তুমি করে বললাম। তোমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এটাই সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা রইল। ভালো থেকো।👌
খুব সুন্দর মন। খুব ভালো ভাবনা চিন্তা।যথাত শিখ্যিত ভদ্র একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠেছে আমাদের সেই ছোট্ট অরিএ।।ভারত মাতা র যোগ্য সন্তান।। আমি মুগ্ধ হয়েছি।।
দারুন ব্যাক্তিত্বের একজন মানুষ এবং এত স্পষ্টবাদী কথা বলবার ক্ষমতা খুব কম মানুষের থাকে আজকাল। আমি কামনা করি তুমি আরো অনেক দূরে এগিয়ে যাও ভাই আর তার সাথে সমাজের হয়েও কাজ করো । তোমার মত এত বিচক্ষণ চিন্তা শক্তির যুবককে আমাদের সমাজে খুবই প্রয়োজন । ভালো থাকো।
অরিত্র কে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি ..এই টুকু বয়সে কত জ্ঞ্যান..চিন্তা ভাবনা কত সুন্দর .. ছোট থেকে কত ম্যাচিওর ..দুর থেকে তোমাকে স্যালুট জানাই ..তোমার স্বপ্ন উচ্চ পুরণ হোক ..তুমি ভালো থেকো সুস্থ থেকো
পড়াশুনো ও অভিনয় এক সাথে চালানো কম কথা নয় সাধারণ ভাবে শিক্ষিত নয়। কত ভাল ফলাফল না হলে যাদবপুরে পড়ার সুযোগ পেতনা। আর এখন এত সুন্দর যুক্তি যুক্ত কথা খুবই গ্রাহ্য যোগ্য
যত দেখি তত অবাক হয়ে যাই ছোট থেকেই দেখে আসছি তোমাকে ছোটবেলায় যেমন অভিনয় তোমার ভালো লাগতো এখন তোমার যে গুছিয়ে কথা বলা এগুলো শুনে আরো আমরা মুগ্ধ যে মানুষ বই পড়লে শিক্ষাগত যোগ্যতা অর্জন করা যায় না কিছু কিছু ক্ষেত্রে মানুষ মানুষের সাথে মিশে বিচক্ষণ ভাবে কথা বলা যায়
প্রণাম অরিত্রকে। কাকে দেখেছি, কিভাবে দেখেছি, আর আজ কাকে দেখলাম। সম্মান বেড়ে গেলো। এত গুছিয়ে এত সত্যি কথা এবং এভাবে স্পষ্ট কথা আমাদের সমাজের মাথারাও বলার যোগ্যতা এবং সাহস এবং ক্ষমতা নেই। এরকম ভালো কথা শুনতে গিয়ে রোববারের বাজারে এত কাজ থাকা সত্বেও পুরোটা না শুনে রাখতে পারলাম না, আর এটা দেখে এবং শুনেই আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করলাম।
মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ বাচনভঙ্গি, শব্দচয়ন, মার্জিত ভাষার ব্যবহার, নিরপেক্ষ, স্পষ্টবাদী, সাহসী একটা ছেলে। এই বয়সে ওর যা আছে অনেক রাজনৈতিক নেতাদের মধ্যে নেই। অনেকদূর এগিয়ে যাও তুমি এই কামনা করি।
আমিও একদম মুগ্ধ হয়ে গেলাম এতো বিচক্ষনতা বুদ্ধিমত্তা সমস্ত বিষয়ে এত বিশ্লেষন ক্ষমতা আমি কমবয়সি ছেলের মধ্যে দেখিনি। কত ছোট দেখেছি ওকে। শিশু অভিনেতা থেকে এই পর্যায়ে আসা সত্যি ঈশ্বরের আশির্বাদ।অরিত্রর অবশ্যই রাজনীতিতে এসে যোগদান করা উচিত। ওর যা বিচক্ষনতা আছে ওকে নেতা করলে অনেক উন্নতি হবে রাজ্যের।
খুব খুব খুউব ভাল লাগলো। অবশ্যই ওর জুডিশিয়ারি তে যাওয়া উচিত। এত অল্প বয়সে এরকম জ্ঞান ও বিশ্লেষণ ক্ষমতা সাথে গুছিয়ে বলতে পারার দক্ষতা খুব কম মানুষের থাকে। অনেক শুভেচ্ছা থাকলো।
Kono kichu guchiye bolar jonyo kono pontha lage na, tobe bamponthi korte gele bojha ba vabar Moto sikkhar proyojon... R kotha sundor vabe bolar jonyo valo manush + sobdo uccharon ar valo word capacity lage...
বেঁচে থাক বাবা, আর্শীবাদ করি ,দেশ আকাশে উজ্জ্বল নক্ষত্র রূপে বিরাজ কর। তবে কোন দলে ঢুকলে কি এই নিজস্বতা রাখতে মানষিক কষ্ট পেতে হবে না? কিন্তু একা থাকলে ত জীবনের ভয় ও আছে। তুমি এত প্রকট যে আমার চিন্তা হচ্ছে। ঈশ্বরের কাছে তোমার শত আয়ু কামনা রইল।
অরিত্রকে অভিনয় জগতে ছোটো থেকে দেখছি,, আর এখন ওর কথা বার্তা শুনে ভালো লাগে,,, মনে হয় এই সেদিন ও কতো ছোটো ছিল,, দেখতে দেখতে বড়ো হয়ে গেল খুব ভালো এইভাবেই নিজের কাজের সাফল্যে উন্নতি করুক, অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো,,,❤❤
পরিষ্কার উচ্চারণ,সুগঠিত , পরিশীলিত যুক্তিযুক্ত প্রতিবেদন,খুব ভালো লাগলো।অরিত্র মানুষ হিসেবে পরিপূর্ণ। আমার আশীর্বাদ রইলো তোমার জন্য।❤
ছোট বেলার সেই অরিত্র | পাকাপাকা কথা ! আজ অনেক পরিনত ! বাস্তববাদী অকুতোভয় সাহসী জীবন যোদ্ধা | প্রকৃত দেশপ্রেমিক আগামী প্রজন্মের পথপ্রদর্শকের ভূমিকা পালন করুন | স্যালুট স্যার !
অরিত্রের কথা শুনে মুগ্ধ হলাম, আমি ওর সাফল্য কামনা করি।৷
❤❤❤
অসাধারন ..অসাধারণ ..Aritra এতটা mature হয়ে গেছে ভাবতেই পারছিনা ..অনেক কিছু পেলাম ....যতোই Aritra কে দেখি ততই তাকে জানার শুনার চাহিদা বেড়ে যায় ...এর Thanks to R plus
সেই ছোট্ট দামাল ছেলে আজ এতো সুন্দর বাগ্মিতার গুণ দেখে মুগ্ধ হলাম ।
Sob bhogoban er maya -telepathy
Bhul your@@avikdey6818
যারা অবসর নিয়েছেন তারা বেঁচে গেলেন কিন্তু নূতন প্রজন্ম শেষ হয়েগেল দিনের পর দিন চাকরির জন্য ধন্যাদিচ্ছে ছাত্র ছাত্রিরা তারা লেখাপড়া করে ভবিষ্যৎ অন্ধকার হয়েগেল তাদের বয়স বাড়ছে আন্দোলন করলে পুলিস দিয়ে গ্রেপ্তার করছে তারা সবাই রাজনিতি না করে প্রতিবাদ করুক এই সৈরাচারি সরকারকে রাজ্য থেকে পোদে লাথিমেরে তাড়াও তানা হলে পরে হতাসা গ্রাস করবে
❤❤❤❤❤
অরিত্র র বক্তব্য এতো স্পষ্ট যে মুগ্ধ হয়ে শুনতে হয়
খুব ভালো লাগলো
মাত্র কয়েক বছর আগে দেখা সেই ছোট্ট ছেলেটি আজ কত ম্যাচিওর , কত ভদ্র নম্র ভাবে কথা বলতে পারে... তোমার কথা মুগ্ধ হয়ে শুনলাম। প্রথমে ভেবেছিলাম এত বড় একটা ভিডিও দেখব না, শুরু করার পর আর স্কিপ করতে পারি নি, ঈশ্বর তোমার মঙ্গল করুন
Amio apnar sathe ekmot
Akdom satik
রাতে ঘুমানোর আগে একটু সময় দেখি বলতে পারি (আমি তো এমনি এমনি খাই) কিন্তু আমার অরিত্র র কথা বলা শেষ হলে মনে হল আমার অরিত্র র কথা শোনার নেশা হয়ে গিয়েছিলো
ধন্যবাদ সবাইকে
আমার একই মন্তব্য, অসাধারণ অরিত্র। ছোট বেলার অরিত্র কে দেখে আমি চিন্তাই করতে পারছিনা ও কি করে এত পরিনত হোল, ওর ভিতরে ভগবান প্রদত্ত একটা কোয়ালিটি ছিল এবং সেই সঙ্গে ঘষামাজা করেই নিশ্চয়ই ও এই জায়গায় পৌছেছে। প্রনাম অরিত্র। আমি তোমার চেয়ে বয়সে অনেক বড় হয়েও তোমায় প্রনাম জানালাম তোমার গুনকে শ্রদ্ধা জানাতে।
Sotti Arittra er kache anek kichu sekhar ache. God bless him.
অরিত্র এর প্রতিটি কথাই খুব মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ শুভেচ্ছা ♥️
❤❤❤
অরিত্রর মত বুদ্ধিমান বিচক্ষণ ছেলমেয়েদের এগিয়ে আসতে হবে সমাজ গঠনে । অরিত্রর সিদ্ধান্ত সঠিক , ওর সাফল্য কামনা করি।
Thik bolechen.excellent speech power.very matured.
অসাধারণ সুন্দর বক্তব্য!❤
রাজনীতি এর কেউ কে বিশ্বাস করতে নেই।।। একদিন ঠিক উল্টে যাবে অরিত্র বাবু😂😂😂
Ekdom tai, khub sundor katha bolen👌
Akdom thik kotha bolechen
সত্যি কথা বলার সাহস সবার থাকে না। তাও এতটা স্বাবলীল ভাবে। মুগ্ধ হলাম। তোমার মতো হোক আমাদের আগামী ভবিষ্যৎ। ❤❤
অরিত্র খুব ভালো গুছিয়ে কথা বলে।
Thik bolechen
Sudhu kotha na ...khati kotha bole
Hmmm
👍👍👍
@@subhajitbanerjee8087m 1:43 mmm
খুবই বিনয়ের সাথে অরিত্র পুরো অনুষ্ঠানের উত্তরগুলো দিয়েছে। এমন বিনয়ী যে, সে একদিন ঠিকই অনেক উপরে উঠতে পারবে বলে মনে করছি। পুরো অনুষ্ঠান দেখলাম এবং প্রতিটি উত্তরই মন দিয়ে শুনলাম। শুভকামনা অরিত্রর জন্য।
খুব ভালো লাগলো, অরিত্র কে একজন অত্যন্ত সচেতন নাগরিক বলে মনে হয়েছে, খুব পড়াশোনা করে বুঝতে পারলাম,ওর সাফল্য কামনা করি।
অরিত্র
তুমি বয়সে আমার চেয়ে অনেক ছোটো। তবুও দেখা হলে তোমার আতুল চরণে😢একবার মাথা ঠেকাতে ইচ্ছে করছে। তোমার চিন্তা ধারা মানবতা বোধ কথা বলার ভঙ্গিমা সত্যি অনুকরণ যোগ্য। আজকের পুতিগন্ধময় সমাজে তোমার মত ছেলেদের দরকার।
অরিত্র বাবু একদিন জাজ হবে। বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান মানুষ। ধন্যবাদ
খুব প্র্যাক্টিক্যাল, এগিয়ে যাও, অনেক আশীর্বাদ রইলো
❤❤
অরিত্র আমি হয়তো তোমার মায়ের বয়সী সেই জন্যই আমি মুক্ত কন্ঠে তোমাকে আশীর্বাদ করছি - তুমি অনেক বড় হবে
পাঠ্যক্রম শেখায় ভুল না করতে। আর জীবন যদি ভুল না করে, তাহলে সঠিক জীবন পাওয়া যায় না। অসাধারণ। 🙏
দারুন লাগলো 👍
Absolutely true bolechen
Ekdon right
একদম সঠিক ❤❤
আমার বয়স ৮২ বৎসর।বিগত বিশ বছর যাবৎ ওকে সেই এতটুকু থেকে বেড়ে ওঠা এবং তার অভিনয় দক্ষতা মুগ্ধ হয়ে দেখেছি।খুব সুন্দর এবং পরিনত বাচনভঙ্গি।কামনা করি ভবিষ্যতে ও এই রকম সাহসি কথা বলে যাবে এবং মেরূদণড সোজা রেখে চলবে ।
অরিত্র কোনো পার্টিকুলার পার্টির না।ও একদম সঠিক ও স্বতন্ত্র পন্থী।।ও এ ভাবেই চলুক ।ও আরও পরিমার্জিত হবে জীবনের চলার ছন্দের গতিতে। ও নিশ্চিতভাবেই ভীষণ মেধাবী,উচ্চ শিক্ষার সাথেই এবং জীবনের শিক্ষাবোধ, মূল্যবোধ ও রুচিবোধ সবার থেকেই অনেক অনেক বেশি।❤❤❤❤❤❤❤
একটি সেক্যুলার পার্টির নাম বলুন
K@@himadribhattacharya719
অরিত্র বয়সে অত্যন্ত ছোট কিন্তু তার সমস্ত কথাগুলোই আমার এই আটাত্তর বছর বয়সে গভীর মনোযোগ দিয়ে শুনতে হল এবং আমি আনন্দিত যে তার একটা কথার সঙ্গেও দ্বিমত হতে পারলামনা। তার প্রতিভা ও বাগ্মীতাকে নমস্কার।
অনবদ্য! অসাধারণ! নিজের সত্ত্বা টাকে এই ভাবেই চিরকাল ধরে রেখো, নিজের সত্ত্বাকে কখনও বিকিয়ে দিও না।
কথাগুলো শুনে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। লা জবাব 😮😮
এই রকম সৎ , নির্ভিক, মেরুদন্ড সোজা রাখা, বুদ্ধিমান, সুবক্তা। ওর উচিত, একজন জাজ হয়া, বা IPS officer হয়া উচিত।🎉🎉🎉😢❤🎉
Thik
IAS Hole ki khoti ache? 😊
@@aditibhowmick249
P
অরিত্র এক কথায় অসাধারণ। শিশু থেকে কৈশোর থেকে যুবা, পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে
সচেতনতা, আমাকে মুগ্ধ করেছে।
Ai West Bengal a IPA 😅
সত্য উন্মোচনে অনেকটা তৎপর,হাইপোথেটিক্যাল বিষয়কে সহজ করে বলার ক্ষমতা রয়েছে । আপনার মত মানুষ বাংলা ও বাঙালি কে চিনতে শেখায়। ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথ আরো বেশি সহজ হোক এটাই কামনা করি। আপনি বাঙালির গর্ব...
আগামী সময়কালে অরিত্র আমাদের আরো বেশি করে গর্বিত করবে ।
অসাধারণ। মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম ওর কথা গুলো। সেই প্র চ ন্ড বলা ছেলেটি আজ এত সুন্দর গুছিয়ে বাস্তব কে সামনে রেখে মা বলল সত্যই অতুলনীয়।
বাচনভঙ্গি,বিশ্লেষণী শক্তি,বুদ্ধিমত্তা,জ্ঞান,বিচক্ষণতা,দূরদর্শী ভাবনার সুস্পষ্ট ও সম্মৃদ্ধ সাবলীল প্রকাশ সব মিলিয়ে অসাধারণ অরিত্র।আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইলো।
দারুণ ব্যক্তিত্ব হওয়ার সুযোগ আছে। সেটা ভবিষ্যতের হাতে।
অসাধারণ অসাধারণ অরিএ খুব পরিস্কার কথা বলেছো এমনকি থেকো এই মানুষটিকে কোন দলের কাছে বিক্রি করেদিও না অনেক অনেক ❤❤❤❤রইল
এককথায় আজ বসন্ত অসাধারণ ❤ জীবনে ভুল না করলে সঠিক পথ নির্দশন করা যায় না একটা অদ্ভুত ধরনের বাস্তব সত্যি কথা। আর এই ভুলই নিজেকে প্রতিষ্ঠিত অন্যদের ও শেখায় সঠিক পদ্ধতি কি? অসাধারণ কথা আর অনৈকিছু শিখলাম।একটা কানছ হাত দিয়ে কথাগুলো শুনলাঊযে সব কথগুলি মাথার থাকে। অন্য কান দিয়ে বেরিয়ে না যায়। খুব ভালো লাগলো অরিত্রর এই বক্তব্য। এগিয়ে যাও সোনার ছেলে তোঊসব আশা পূর্ণ হোখ এই আর্শিবাদ করি। অনেক শুভ কামনা রইলো।❤❤❤❤
আমরা যারা নিজেদের শিক্ষিত বলে মনে করি তাদের এরকম মানসিকতা তৈরী হওয়া উচিৎ। নেতাদের দোষ না দিয়ে নিজেদের থেকে যদি আমরা তৈরী হই তাহলে আমরা সত্যিই একটা অন্য সকাল দেখতে পারবো।
ধন্যবাদ অরিত্র, তুমি প্রকৃত শিক্ষিতের মানে কি সেটা বুঝিয়ে বললে তোমার নিজের মাধ্যমে।
অরিত্র এত সুন্দর গুছিয়ে বাস্তবসম্মত কথা বলে খুব ভালো লাগে ।ভালো থেকো।এত পরিনত কথা বার্তা অবশ্যই প্রশংসনীয় ।
সত্যিই অরিত্রোর কথাগুলো খুব হার্ট টাচ করল
সত্যি ছোট্ট ছেলেটা আজ বয়সে আর মানসিকভাবে কতটা বড় হয়ে গেছে ❤
বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর। খুব ভালো।
Sotti tomar kotha manus ka aguner cheka dai, orthat manuser brain e pouche dai, bhabte badhta kore, bhalo theko bhai.
Bhai hatat theke keu jodi bhalo bhalo katha bole,media covrage paye,Tahole bhalo bhave dekhun uni ground level e ki sangarsho korechen,chatro rajneeti etc.Amar plantet mone hocche.
❤@@mohitoshmazumder2132
যাদবপুর এর ছাএ ভালো হবে না
100 right
এক কথায় অসাধারণ। খুব,খুব সুন্দর একটা সাক্ষাৎকার দেখতে পেলাম। এভাবেই এগিয়ে যাও অরিত্র।
সত্যি কারের অরিত্র একজন সমাজের বুকে ভগবান প্রদত্ত আশীর্বাদ
অরিত্র, খুব ভালো চিন্তা ধারা তোমার ।ভগবান তোমার মঙ্গল করুন । মিঠুন চক্রবর্তী কে নিয়ে যেটা বললে , খুব খুশী হোলাম ।
অত্যন্ত সুন্দর এবং মার্জিত উত্তর অরিত্র । খুব ভালো লাগলো।
ধন্যবাদ তোমাকে ভাই ।
যারা ইন্টারভিউ নিচ্ছেন, তারাও অবাক হচ্ছেন এত সুন্দর কথা যে গুলো তার অন্তর থেকে আসা।
এক কথায় অসাধারণ
স্কিপ করতে তো ইচ্ছে হয়ই নি বরং আরও কিছুক্ষণ শুনতে ইচ্ছে হচ্ছিলো। এতো ছোটো বয়সের খুব বড় মাপের একজন প্রকৃত শিক্ষিত 'মানুষ' এর কথা শুনছিলাম। মানুষের ভালো কাজে এসো অরিত্র।
May God bless you !!
এককথায় অনবদ্য আমার ভাবনা চিন্তাও অনেক টা অরিত্র দার মত তবে উনি judiciary এর মাধ্যমে জনগণের উপকার করার চেষ্টা করবেন আর আমি যদি কোনো দিন বড়ো business man হতে পারি তবে তার মধ্যে দিয়ে মানুষের উপকারের চেষ্টা করবো
পড়াশোনা টা খুব ভালো দেবের অনেক কিছু অরিত্র থেকে শেখা উচিত
খুব ভালো বললো ।নতুন প্রজন্ম এই ভাবে এগিয়ে আসলে অনেকে ভয় পাবে
Ek kothaye darun interview.
যদিও উনি আমার চেয়ে অনেক ছোট তবুও আজকের্ দিনে উনি একজন সন্মানীয় ব্যক্তি। উনি একজন স্বতন্ত্র মানুষ এবং যা বলেন অনেক ভেবে চিন্তে নিজের মতামত ব্যক্ত করেন এটাই উনার স্পেশালিটি। যাক উনার ভালো সুস্থ মঙ্গল কামনা করি।
তোমার ব্যাক্তিত্ব,বাচনভঙ্গি,সত্যবাদিতা, অভিনয় এবং বয়স অনুযায়ী জ্ঞানের পরিপক্বতা সহ আরও অনেকগুলি অজানা বিশেষন আমাকে মুগ্ধ করেছে। বয়সে তুমি আমার ছেলে/ মেয়ের বয়সী তাই তুমি করে বললাম। তোমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক এটাই সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা রইল। ভালো থেকো।👌
একদম তাই
খুব সুন্দর মন। খুব ভালো ভাবনা চিন্তা।যথাত শিখ্যিত ভদ্র একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠেছে আমাদের সেই ছোট্ট অরিএ।।ভারত মাতা র যোগ্য সন্তান।। আমি মুগ্ধ হয়েছি।।
অসাধারণ মেধাবী ছেলে। তাই এতো স্বচ্ছ ধারণা এবং যুক্তিবাদী কথা বলা।
অনবদ্য। অরিত্র দার একটা নিজের ইউটিউব চ্যানেল হওয়া উচিত।
দারুন ব্যাক্তিত্বের একজন মানুষ এবং এত স্পষ্টবাদী কথা বলবার ক্ষমতা খুব কম মানুষের থাকে আজকাল। আমি কামনা করি তুমি আরো অনেক দূরে এগিয়ে যাও ভাই আর তার সাথে সমাজের হয়েও কাজ করো । তোমার মত এত বিচক্ষণ চিন্তা শক্তির যুবককে আমাদের সমাজে খুবই প্রয়োজন । ভালো থাকো।
বাংলাদেশ থেকে অরিত্র বাবুর জন্য আশীর্বাদ করছি। ❤❤❤
অরিত্র দত্ত বণিকের কন্ঠস্বর ও অসাধারণ সফ্ট স্কিল শিক্ষনীয়।
মন্ত্রমুগ্ধ হয়ে শুধু শুনলাম ।খুব ভালো বক্তা ।অরিত্রর কথা শুনতে খুব ভালো লাগে ।❤
অরিত্র উচিৎ পন্থী।
এতো knowledgeable অরিত্র র কথা মুগ্ধ হয়ে শুনতে হয়।।।❤
ধন্যবাদ। উল্লেখযোগ্য প্রশ্ন-উত্তর শুনলাম। ধন্যবাদ অরিত্র ভাইকে🌹🙏
ছোট থাকলেও চাণক্য অরিত্ররা চাণক্য অরিত্র ই থাকে ও থাকবে।❤❤❤
অসাধারণ অরিত্র
Love you❤❤ অরিএ ভাই
Visan valo laglo. Khub valo theko. 💖💖💖
অরিত্রকে আমার খুব ভালো লাগে খুব সুন্দর ভাবে গুছিয়ে কথা বলে,ও কথা বলার মধ্যে দিয়ে একরকম দক্ষতার পরিচয় দেয়।
Akdom
অরিত্র কে যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি ..এই টুকু বয়সে কত জ্ঞ্যান..চিন্তা ভাবনা কত সুন্দর .. ছোট থেকে কত ম্যাচিওর ..দুর থেকে তোমাকে স্যালুট জানাই ..তোমার স্বপ্ন উচ্চ পুরণ হোক ..তুমি ভালো থেকো সুস্থ থেকো
Aritra is an excellent speaker, his explaining capacity so nice one has to listen to him with rapt attention. Salute to him.
পড়াশুনো ও অভিনয় এক সাথে চালানো কম কথা নয় সাধারণ ভাবে শিক্ষিত নয়। কত ভাল ফলাফল না হলে যাদবপুরে পড়ার সুযোগ পেতনা। আর এখন এত সুন্দর যুক্তি যুক্ত কথা খুবই গ্রাহ্য যোগ্য
অসাধারণ লাগল অরিত্র কথা ভিষন ম্যাচিওর, বুদ্ধিদীপ্ত, ছেলে। অনেক ভালোবাসা জানাই, আরও এগিয়ে য়াও , তোমার পথ চলা মসৃণ হোক।
অরিত্রর চিন্তাধারা পরিষ্কার ও ভাল মন্দ সবদিক চিন্তা করে আলোচনা করে।ওর অনেক উন্নতি হোক,অনেক শুভেচ্ছা রইল।
যত দেখি তত অবাক হয়ে যাই ছোট থেকেই দেখে আসছি তোমাকে ছোটবেলায় যেমন অভিনয় তোমার ভালো লাগতো এখন তোমার যে গুছিয়ে কথা বলা এগুলো শুনে আরো আমরা মুগ্ধ যে মানুষ বই পড়লে শিক্ষাগত যোগ্যতা অর্জন করা যায় না কিছু কিছু ক্ষেত্রে মানুষ মানুষের সাথে মিশে বিচক্ষণ ভাবে কথা বলা যায়
আশির্বাদ করি জীবনে অনেক বড় হও।ওর মধ্যে সততা বিরাজ মান তাই ঠিক কথা বলতে পারে।তাই আমার ওর কথা শুনে তে ভালোলাগে।
Respected, sir ritabrata and brother aritra you are both extraordinary of question and answer. Thank you for both of you.. long live sir.
অরিত্র এখন অনেক পূর্ণবিকশিত। সুন্দর গুছিয়ে উত্তর দেয়। তবে এই আলোচনায় ওর 'নায়ক হবার ইচ্ছে ' প্রশ্নটার উত্তর দেয়া হলোনা।
প্রণাম অরিত্রকে। কাকে দেখেছি, কিভাবে দেখেছি, আর আজ কাকে দেখলাম। সম্মান বেড়ে গেলো। এত গুছিয়ে এত সত্যি কথা এবং এভাবে স্পষ্ট কথা আমাদের সমাজের মাথারাও বলার যোগ্যতা এবং সাহস এবং ক্ষমতা নেই। এরকম ভালো কথা শুনতে গিয়ে রোববারের বাজারে এত কাজ থাকা সত্বেও পুরোটা না শুনে রাখতে পারলাম না, আর এটা দেখে এবং শুনেই আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করলাম।
Darun kotha bolen,,,,, Thanks
তৃনমূলের সবাইকে আপনার কাছে হোম টিউশন পড়তে হবে,,,,
খুব বুদ্ধিমান ও ব্যক্তিত্ব সম্পন্ন ছেলে।খুব ভাল।
মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ বাচনভঙ্গি, শব্দচয়ন, মার্জিত ভাষার ব্যবহার, নিরপেক্ষ, স্পষ্টবাদী, সাহসী একটা ছেলে। এই বয়সে ওর যা আছে অনেক রাজনৈতিক নেতাদের মধ্যে নেই। অনেকদূর এগিয়ে যাও তুমি এই কামনা করি।
অনেক দিন বাদে ঋতব্রত ভট্টাচার্যের সঞ্চালনায় কোনও অনুষ্ঠান দেখলাম। আমার অন্যতম প্রিয় সঞ্চালক।
আমিও একদম মুগ্ধ হয়ে গেলাম এতো বিচক্ষনতা বুদ্ধিমত্তা সমস্ত বিষয়ে এত বিশ্লেষন ক্ষমতা আমি কমবয়সি ছেলের মধ্যে দেখিনি। কত ছোট দেখেছি ওকে। শিশু অভিনেতা থেকে এই পর্যায়ে আসা সত্যি ঈশ্বরের আশির্বাদ।অরিত্রর অবশ্যই রাজনীতিতে এসে যোগদান করা উচিত। ওর যা বিচক্ষনতা আছে ওকে নেতা করলে অনেক উন্নতি হবে রাজ্যের।
অরিত্র কে যত দেখছি মুগ্ধ হচ্ছি, একজন মানুষের মত মানুষ। ❤
ছোটবেলা থেকেই অরিত্রকে ভালো লাগে।
বেশ ভালো লাগলো...👍
Darun darun bhalo lage..khub bhalo laglo ..chai aritro egie asuk
আরিত্রর উজ্জ্বল ভবিষৎ কামনা করি। ও যেনো এমনই সহজ সরল এবং প্রাণবন্ত থাকে।
খুব খুব খুউব ভাল লাগলো। অবশ্যই ওর জুডিশিয়ারি তে যাওয়া উচিত। এত অল্প বয়সে এরকম জ্ঞান ও বিশ্লেষণ ক্ষমতা সাথে গুছিয়ে বলতে পারার দক্ষতা খুব কম মানুষের থাকে। অনেক শুভেচ্ছা থাকলো।
বামপন্থী নয় বলেই ছেলেটি এতো সুন্দর গুছিয়ে নিজের মত ব্যক্ত করতে পারে। অনেক শুভেচ্ছা অরিত্র কে।
Kono kichu guchiye bolar jonyo kono pontha lage na, tobe bamponthi korte gele bojha ba vabar Moto sikkhar proyojon... R kotha sundor vabe bolar jonyo valo manush + sobdo uccharon ar valo word capacity lage...
Ekdom thik
অরিত্র এর ভাষা জ্ঞান এর তুলনা হয় না।যেমন বাংলা তেমনি ইংলিশ । অরিত্র অনেক বড় হবে । তার নাম সারা ওয়ার্ল্ড এ ছড়িয়ে পড়বে। Keep it up Aritro
প্রতিবাদ করার দম আছে বস। এগিয়ে যাও।
বেঁচে থাক বাবা, আর্শীবাদ করি ,দেশ আকাশে উজ্জ্বল নক্ষত্র রূপে বিরাজ কর। তবে কোন দলে ঢুকলে কি এই নিজস্বতা রাখতে মানষিক কষ্ট পেতে হবে না? কিন্তু একা থাকলে ত জীবনের ভয় ও আছে। তুমি এত প্রকট যে আমার চিন্তা হচ্ছে। ঈশ্বরের কাছে তোমার শত আয়ু কামনা রইল।
Katha gulo sunte khub valo laglo❤
কি অসাধারণ কথাবার্তা। এতক্ষণ মন দিয়ে শুনছিলাম।সেই ছোট্ট ছেলেটা কবে এত বড়ো হয়ে গেলো।খুব ভালো থেকো।
❤❤❤Aritra❤❤❤
অরিত্রকে অভিনয় জগতে ছোটো থেকে দেখছি,, আর এখন ওর কথা বার্তা শুনে ভালো লাগে,,, মনে হয় এই সেদিন ও কতো ছোটো ছিল,, দেখতে দেখতে বড়ো হয়ে গেল খুব ভালো এইভাবেই নিজের কাজের সাফল্যে উন্নতি করুক, অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো,,,❤❤
এইটুকু বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়ে গেলো।❤
অরিত্রকে নিয়ে যদি বলতে হয় ,নির্দিদায় বলতে হয়- অরিত্র এক ঈশ্বর প্রদত্ত নিষ্কন্ঠক চরিত্র ❤।
এ সত্যি বাঙলার রত্না, দেশ গঠনে এই রকম নেতা এই মুহুর্তে প্রয়োজন।
মন্ত্রমুগ্ধ
পুরোটা একমনে দেখলাম, অভিভূত হলাম ভাই, এগিয়ে যাও।
Osombhob practical, budhhidipto o marjito kotha .. khub bhalo ❤
সত্যিই অসাধারণ ছিল, পুরো ভিডিও দেখে নিলাম skip করতেই পারলাম না, অনেক কিছু শিখলাম 🙏🙏
এই বয়সে এত পরিণত বিচার-বুদ্ধি অরিত্রর মধ্যে ! এটা মুগ্ধ করে এবং আজকেও করেছে আমাকে ।
🎉🎉🎉
Comment porle bojha jai j ai 6eletar kno heaters nei,approx 1200 comments,total comments appreciated to aritro,god blessed you
Aritra ashadharon tomar kotha batra eato shundor j ami mugdho hoye shunchilam. Tumi bhalo theko. Anek anek ashirbad roilo. God bless you.
আমার পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ। অরিত্র ও সঞ্চালকবৃন্দকে।
ছেলেটা সত্যিই অন্যরকম বুদ্ধিমান
অরিত্র কে বাংলার সকল মানুষের ভালোলাগে। ও খুব যুক্তিসম্মত কথা বলে খুব সভ্য নম্র ভাষায় কথা বলে।। আরো এগিয়ে যাও অরিত্র 🙋🏻♀️🙋🏻♀️