সেনাবাহিনীর পরীক্ষায় আসার মতন ১০টি প্রশ্ন সাধারণ জ্ঞান | সেনাবাহিনীর লিখিত পরীক্ষার প্রস্তুতি

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তরঃ
    ১।সেনা, নৌ, বিমানবাহিনী নিয়ে
    ২।জেনারেল আজিজ আহমেদ স্যার
    ৩।জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী স্যার
    ৪।সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে
    ৫।ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং তার ওপরে
    কৌণিকভাবে জাতীয় ফুল শাপলা।
    ৬।কুর্মিটোলা,ঢাকা
    ৭।ঢাকা সেনানিবাসে
    ৮।সোহরাওয়ার্দী উদ্যানে
    ৯।ঢাকা,বিজয় সরণীতে
    ১০।মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা
    #নতুন_ব্যাচে_ভর্তি শুরু হয়ে গেছে
    🔥সোলজার ট্রেনিং একাডেমীতে🔥
    ✅ সেনাবাহিনীর সৈনিক ও MODC পদেঃ- ১৫দিন / ১ মাসের কোর্সে ভর্তি চলছে।
    👬 প্রস্তুতি কোচিং করতে আসলে তোমাদেরকে কি শিখানো হবে জেনে নেও 👬
    ১। প্রথমত তোমার মেডিকেল চেকআপ করা হবে এবং এই চেকাআপে যদি তোমার কোন প্রকার মেডিকেল সমস্যা ধরা পরে তাহলে আমরা সঠিক পরামর্শ ও সঠিক ডাক্তারের সন্ধান জানিয়ে দিবো যাতে করে তুমি সৈনিক পদের পরীক্ষার আগেই নিজেকে মেডিকেলে ফিট করাতে পারো ১জন যোগ্য প্রার্থীর মতন করে।
    ২। সৈনিক পদের ৫০ নাম্বারের লিখিত পরীক্ষায় পাশ করার জন্য তোমাকে বাংলা,ইংরেজি,গণিত,IQ,সাধারণ জ্ঞানের শর্ট সাজেশন ও ৬০টি মডেল টেস্ট নেয়া হবে যাতে করে তুমি পরীক্ষায় ১০০ ভাগ পাশ করার সক্ষমতা অর্জন করবা।
    ৩। শারীরিক পরীক্ষার পাশ করার জন্য তোমাদেরকে নিয়ম মাফিক প্রতিদিন ২০/২২ ধরণের শারীরিক অনুশীলন করানো হবে।
    ৪। সৈনিক পদের মৌখিক পরীক্ষা একদম শেষ পর্যের পরীক্ষা আর এই পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ন তোমার ব্যক্তিত্ব যাচাই করার জন্য,তাই এই সোলজার ট্রেনিং একাডেমীতে তোমাকে প্রতিদিন ভাইভা পরীক্ষার প্র্যাকটিস করানো হবে তাহলে পরীক্ষায় পাশ করার জন্য নিজেকে আগে থেকেই যোগ্য করে তৈরি করতে পারবে।
    🔥সোলজার ট্রেনিং একাডেমী🔥
    ⏩ সোলজার ট্রেনিং একাডেমী বাংলাদেশের সর্ব বৃহৎ ও সর্ব শ্রেষ্ঠ বিশ্বস্ত ডিফেন্স কোচিং সেন্টার । এখানে ৩ বাহিনীর জন্য মেডিকেল+লিখিত+ভাইভার প্রস্তুতি মূলক কোচিং করানো হয়।
    📯 সাফল্যঃ-
    তিন বাহিনীতে প্রতিবছর অসংখ্য প্রার্থী "রংপুর সোলজার ট্রেনিং একাডেমী" থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে নিজ যোগ্যতায় সৎ পথেই চান্স পেয়ে আসছে
    📯 দূরের ছাত্র ছাত্রী দের জন্য আবাসিক সু-ব্যবস্থাঃ-
    "সোলজার ট্রেনিং একাডেমীতে" রয়েছে দূরের জেলার ছাত্র ছাত্রী দের জন্য নিজস্ব আলাদা আলাদা উন্নত হোস্টেলের ব্যবস্থা। (থাকা+খাওয়া)
    🚫 চাকুরির আগেই প্রবল প্রস্তুতির মাধ্যমে তোমাদেরকে ১০০% যোগ্য করে বাহিনী তে পরীক্ষা দেওয়ার উপযুক্ত করে গড়ে তুলাই আমাদের উদ্দেশ্য 🚫
    🔥 সোলজার ট্রেনিং একাডেমী সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংক গুলো Visit করতে পারো।
    www.youtube.co....
    🔸 কোর্স ফি 🔸 🚷 শুধু মাত্র ফেব্রুয়ারী মাসের জন্য #ডিসকাউন্ট
    ⏩ সেনাবাহিনীর সৈনিক + MODC পদের জন্যঃ ৫০০০/- (১মাসের খরচ)
    ⏩ হোস্টেল(থাকা, খাওয়া ও বেডিং)- ৪০০০/- (১মাসের খরচ)
    অফিসের ঠিকানাঃ ঠিকাদার পাড়ামোড়, ষ্টেশন রোড,রংপুর।(শাপলা চত্বরের পিছিনে)
    বিস্তারিত জানার জন্য ফোন নাম্বারঃ 01738343290
    [বিঃ দ্রঃ] বিনা প্রয়োজনে ফোন দিয়ে বিরক্ত করবেন না। ধন্যবাদ
    #দালাল_প্রতারক_চক্র_থেকে_সাবধান
    চাকুরির জন্য অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারিত হবেন না।

Комментарии • 133