স্যার আমি মৎস চাষে নতুন উদ্যোক্তা, আমার ঘেরের পরিমাণ প্রায় ৪০০০ শতাংশ । কিন্তু আমি মাছের খাদ্যের জন্য অর্থনৈতিক ভাবে চাপে আছি। স্যার আমার প্রশ্ন হলো, খাবার না দিয়ে কি কোন ভাবে মাছ চাষ করা সম্ভব???
নিয়মিত খৈল ও সার ব্যবহার করেও আপনি লাভজনকভাবে মাছচাষ করতে পারেন। নিন্মোক্ত ভিডিও অনুযায়ী নিয়মিত সার ব্যবহার করুন। ruclips.net/video/21KhSs0yZEA/видео.html
ভাই শতকরা কিভাবে ভয় করতে হবে একটু বিস্তারিত লিখে দেন আপনি মাছের খাদ্য যেভাবে বলছেন সেভাবেই একটু বের করে দেন প্লিজ দাদা আর কিভাবে বের কর তাই টু লিখেন প্লিজ
স্যার আমার শুভেচ্ছা নিবেন। আপনার ভিডিও দেখে ও সঠিক সিদ্ধান্ত দেবার জন্য আন্তরিক অভিনন্দন।ওয়েস্টবেঙ্গল ইন্ডিয়া থেকে বললাম ও সাবস্ক্রাইব করলাম 👍👍।
টেংরা মাছ একক চাষের কৌশল ভিডিও চাই তারা তারি।
লেয়ার মুরগির লিটা খাবেনি পাংগাস মাছে জানাবেন ভাই
১০০০ পাঙ্গাশ মাছ ১ কেজি ওজন করতে প্রতিদিন কি পরিমাণ খাবার প্রয়োজন??? কতোদিন সময় লাগতে পারে??? জানাবেন প্লিজ,, ধন্যবাদ।
আমাদের পুকুরে হঠাৎ হঠাৎ কখনও দেখা যায় যে পাংগাস মাছ ১/২ টা মরে ভেসে আছে। কী কারনে মরে গেলো?
Chikesa korao mahc k
মৎস্য অফিসে গিয়ে পানি পরীক্ষাপূর্বক সমাধান নিন
সঠিক কথা
স্যার শীত পরবর্তী কালে পাংাস মাছ খাবার খাচ্ছে না। কিন্তু অন্য সকল মাছ খাবার খাচ্ছে। করণীয় কি যদি বলতেন।
খাবার পরিবর্তন করুন। যদি সম্ভব হয়, পানি ৩০% পরিবর্তন করুন
Sir,can I farming pangus and rupchanda both in one pond.pls one video make for rupchanda.thanks for ur good information. Again thanks.
ভাই আমি 2হাজার পাঙ্গাস ছাড়িছি মাছে সাইজ 3+ইঞ্চি হবে কিন্তু মাছ পানিতে ভাসতে ও খাবার খেতে দেখা যাচ্ছে না কেনো
মাছ মজুদ করার পর অনেক ক্ষেত্রে এমন হতে পারে। খাবার গ্রহণে অভ্যস্থ করতে থাকেন। তাছাড়া অতিরিক্ত বৃষ্টিতে মাছ খাবার গ্রহণে অনীহা দেখায়।
2 ভিঘা জমিতে কতো পুনা ছাড়তে হবে plezz reply me
৬০০ তেকে ৭০০ গ্রাম এ কতোটুকু খাবার দিব ৫মন মতো হবে স্যার
মাছের মোট ওজনের শতকরা ২ ভাগ হারে খাদ্য প্রয়োগ করতে পারেন। অর্থাৎ ৫ মন মাছের জন্য প্রতিদিন ৪ কেজি খাদ্য প্রয়োগ করতে পারেন।
সাথী ফসল হিসাবে যদি বাংলা ( রুই, কাতলা) মাছ অল্প পরিমানে (৪-৫ পিস) প্রতি শতকে দেয়া হয় তাহলে খাদ্যের পরিমান নির্নয়ে কি বাংলা মাছের পরিমান ধরে করতে হবে
সাথী ফসল হিসেবে বাংলা মাছ পুকুরে মজুদ করলে অতিরিক্ত খাদ্য প্রয়োজন নাই।
অনেক ধন্যবাদ
স্বাগতম
Bhaio ye pangasius 1 year me kya waight ker jata hy ?
স্যার ১৭ শতক পানিতে ।
কি পানগাস মাছের সাথে কি মনোসেক্স চাষ করা যাবে, গেলে অনুপাত কত হবে। জানালে অনেক উপকৃ ত হব।
পাঙ্গাস -- ১০০ পিস/শতকে
তেলাপিয়া -- ১২০ পিস/শতকে
স্যার পাংাস মনোসেক্স এর মিশ্র চাষ করবো। সেই অনুপাত জান্তে চাচ্ছি
স্যার আমি মৎস চাষে নতুন উদ্যোক্তা, আমার ঘেরের পরিমাণ প্রায় ৪০০০ শতাংশ । কিন্তু আমি মাছের খাদ্যের জন্য অর্থনৈতিক ভাবে চাপে আছি।
স্যার আমার প্রশ্ন হলো, খাবার না দিয়ে কি কোন ভাবে মাছ চাষ করা সম্ভব???
নিয়মিত খৈল ও সার ব্যবহার করেও আপনি লাভজনকভাবে মাছচাষ করতে পারেন। নিন্মোক্ত ভিডিও অনুযায়ী নিয়মিত সার ব্যবহার করুন।
ruclips.net/video/21KhSs0yZEA/видео.html
অনেক সুন্দর ভাই ধন্যবাদ।
thank you
@@onlineschool7575 vai aponar phone namber ta den
ভাই ২০০০ মাছ ১ কেজি করলে মোট কত বস্তা খাবার লাগবে
প্রতিদিন ২ বস্তা (প্রতি বস্তায় ২০ কেজি)
nice
পাঙ্গাশ কে কি ভাই পুল্টি খাওয়া নো যাবে???
পাঙ্গাস মাছে কি ভিটামিন দিবো
খাবারের সাথে ভিটামিন মিনারেল প্রিমিক্স দিতে পারেন।
ভাই শতকরা কিভাবে ভয় করতে হবে একটু বিস্তারিত লিখে দেন আপনি মাছের খাদ্য যেভাবে বলছেন সেভাবেই একটু বের করে দেন প্লিজ দাদা আর কিভাবে বের কর তাই টু লিখেন প্লিজ
জি ভাই আমিও জানতে চাই
লবনের পানিতে কতkhn শোধন করতে
আমি পাঙ্গাশ চাষ করি আমার পুকুরে পানি কালো হয়েছে কি করা প্রয়োজন
লাব কতো % ভাই ভলবেন একটু
২ কেজি হতে কতো দিন লাগবে
আমি ও জানতে চাই।
পুকুরের পরিবেশ এবং খাদ্য প্রয়োগের উপর নির্ভরশীল.. তবে ৭-৮ মাসে ২ কেজি হতে পারে
আপনার নাম্বার দিয়া য়াবে
যেকোনো প্রয়োজনে আমাকে মেইল করুন:
shamsuddin.nstu@gmail.com
Amr 2500 ghula msg ami koro keji kori adar dibo..?
আপনার মাছের বয়স কত অর্থাৎ কতটাতে কেজি সেটা ভিডিওতে যেভাবে বলা হয়েছে সেভাবে হিসেব করে প্রতিদিন খাদ্য প্রয়োগ করবেন।
জলের রং অতিরিক্ত সবুজ হলে,,,আর জলে সেউলী হলে কি করা উচিত ,,,
খাবার দেওয়া বন্ধ রাখবেন।
অতিরিক্ত শ্যাওলা দূর করার জন্য বাজারে বিভিন্ন মেডিসিন পাওয়া যায়। Sea Weed নামক মেডিসিনটি ব্যবহার করতে পারেন (শতকে ১০ মি.লি)।