তাকে ছেড়ে আছি আজকে একমাস হলো।ঠিক একমাস আগে আজকের দিনেই আমাদের সব কথার সমাপ্তি ঘটেছিল😌🥲....... তুমি হয়তো জানবে না তোমাকে আজ ও একইরকম ভাবেই মিস করি🥺,ভালো থেকো🥀....... আজকে হঠাৎ গান টা শুনে তোমার কথা ভীষণ মনে পড়ছে,,,,,তাই করে গেলাম একটা ছোট্ট কমেন্ট।যখন কেও এই কমেন্টটা তে লাইক করবে,আবারো এসে শুনবো 😊😊
শ্রেয়া ঘোষাল এর কণ্ঠ যে শ্রুতিমধুর সেটা নিঃসন্দেহে ঠিক!! তবে Arijit এর কণ্ঠ যেখানে সেটা উচ্চ থেকে উচ্চতর জায়গার ঠাই পায়!!!! যেটাতে জীবন খুজে পাও যায়!!!❤❤
"নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুই" .... লাইন টা খুব প্রিয়। প্রতিবার গানটা হৃদয় এর গভীরে গিয়ে পুরোনো স্মৃতি গুলোতে আঘাত করে , ব্যাথা গুলো আবার দগদগে , কাঁচা হয়ে যায় আর গাল গড়িয়ে অশ্রুধারা ঝরে পড়ে। একটা স্বার্থপর মানুষের দেওয়া অসহনীয় যন্ত্রণা জীবন্ত হয়ে ওঠে আর বাস্তবটাকে কঠিন করে তোলে।😣
এই সব যত মনে রাখবে কষ্ট তত বেশি হবে এই গুলো ভুলে যাওয়াই ভালো।। গানটা শুনলে এবার ওই আগের জিনিস গুলো ভুলে শুনবে কিছু না হোক কষ্ট টা পাবে না বরঞ্চ গানটার প্রেমে পড়ে যাবে
এই উনিশ বছর বয়সে ষোল বছর আগে ঘটে যাওয়া সেই বিচ্ছেদের কথা ভেবে "কোনো এক নির্জন বিকেলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠবো, মানুষটা কি আজও আমায় মনে রেখেছে? নাকি নতুন কাউকে পেয়ে সত্যি আমায় ভুলে গেল। - হয়তো মনে মনে আজও কষ্ট পাব "তখন গানটা শুনে লুকিয়ে লুকিয়ে কেদে নোবো "।। 💔🥺
পরিবার থেকে নিজের পায়ে দাঁড়ানোর চাপ,কলেজের সেমেস্টার,প্রেমিকার পরিবারের কাছে নিজের যোগ্যতা প্রমাণের লড়াই সব কিছুর মধ্যে যখন রাতের ঘুম চলে যায় তখন রাত 2টা হোক বা 3টা অরিজিৎ সিং এর বাংলা গান গুলা আগে মনে পড়ে। আর এই গান টা এমনি একটা গান আজ থেকে ১০ বছর পর শুনলেও সেই একটি মানুষের কথা মনে পড়বে।
প্রিয় পরের জন্ম বলে যদি আদেও সত্যি হয়ে থাকে..!!🥀☺️তবে সেই জন্মে যানো তোমাকে নিজের করে পাই..😇✊🏻 কারণ অসম্পূর্ণ ভালোবাসা গুলো খুবই কষ্টদায়ক।।😌🖤প্রত্যেকটা বার অনেক ভালো থাকার চেষ্টা করি প্রিয় তোমাকে ভুলে থাকার কিন্তু ওই যে তোমার সাথে কাটানো মুহূর্ত আর স্মৃতি গুলো না দেয় তোমায় ভুলতে আর না দেয় আমায় ভালো থাকতে!!..😅💔স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ না কেউ কমেন্টটা দেখে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা......😊🖐🏻
প্রায় তিন বছর হয়েগেছে আমরা এক সাথে নেই। গানটা শুনে চোখটা আজ আবারও ভিজে উঠলো। সময়ের হাত ধরে দিন পাল্টে গেছে ঠিকই কিন্তু মন মাফিক মন পলাশটা তুমিই ছিলে।🖤
প্রিয় পরের জন্ম বলে যদি আদেও সত্যি হয়ে থাকে..!! তবে সেই জন্মে যানো তোমাকে নিজের করে পাই.. কারণ অসম্পূর্ণ ভালোবাসা গুলো খুবই কষ্টদায়ক।। প্রত্যেকটা বার অনেক ভালো থাকার চেষ্টা করি প্রিয় তোমাকে ভুলে থাকার কিন্তু ওই যে তোমার সাথে কাটানো মুহূর্ত আর স্মৃতি গুলো না দেয় তোমায় ভুলতে আর না দেয় আমায় ভালো থাকতে!!.. স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ না কেউ কমেন্টটা দেখে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা......😊
মন একে একে দুই একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে, একটু হাস। নেই, মনে কি কিছুই? তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু বারোমাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাক নামে ডেকে যাই সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালেই, সর্বনাশ।। ঝড় এলে তুই, সাথে থাকলে কি ভয় তোর ঠিকানায়, পাঠালাম এ হৃদয়। প্রেম হলে এক সুরে গান বেজে যায় সে দেয় জখম, তবু সেই তো ভেজায়। ব্যথারা ফিরেছে এপাশ বালিশে জমে ভাঙা ঘুম, এ বুকে তবু বারোমাস ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। দিন, বদলে যাবে ফের হাত ধরে সময়ের, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ।।
কে বলে প্রেমের মৃত্যু হয়না? "ভালো থাকিস...নিজের খেয়াল রাখিস" এই কথাটা উচ্চারণ হওয়ার সাথে সাথেই প্রেমের মৃত্যু হয়। আর সেই প্রেমের ছাই কোনো একজনকে সারাজীবন বয়ে বেড়াতেই হয়। রেখে গেলাম কিছু স্মৃতি। সত্যিই .. "ফুটবে ঠিক মন মাফিক.. মন পলাশ।।
আজ থেকে ৪০-৫০ বছর পর যদি কখনো এই গান টা শুনি, আমার এই কমেন্ট টা নিশ্চই আবার চোখে পরবে।। তখন একবার মুচকি হাসবো আর বলবো এ বুকে তবু বারোমাস ভালোবাসার মরশুম 😁 Today's date 10th December,2022 I am in my pg alone right now Time 16:43. #for_you a****a ❤️
সবার ভালোবাসা পূর্ণতা পায়না .. জীবনের এক একটা অধ্যায় কঠিনতম হয়ে ওঠে.... একসময় আমিও খুব ভয় পেতাম, তাকে হারানোর.. পাগল এর মত ছুটে যেতাম তার বাড়ি, তাকে ফোনে না পেলে.... কিন্তু আজ আর ভয় পাইনা, ২ বছর হলো বিয়ে হয়েছে তার সাথেই.. এখনো সেই একই ভাবে পাগল আমি তার জন্যে.... Still love him like the first day.... সকালে চোখ খুলে তাকে দেখা মাত্রই মনে হয় জীবনের সবটুকু পেয়ে গেছি....
@@subrajitdas2803 @subrajitdas2803 Ami meye hye bou pagol ki vabe hobo😅 R puro ta na jene kotha bole ki lav hoi ke jane. Apni hoito karo kache dhoka kheyechen, ami khaini, takei biye korechi. Tate ei sob baseless kotha bolar ki ache.
এখানে দুইজনের ফ্যানরা বহুভাবে বলার চেষ্টা করছে অমুক সেরা তমুক সেরা। আমি বলব বারিশ নামে যিনি গান লিখেছেন আর সুর করেছেন সানাই,তারাই বস।অন্তত যারা গানটা মন দিয়ে শোনে,যারা গান কিছুটা হলেও বুঝে,মাই স্টোরি,রিলস হ্যানাত্যানা দেয়ার প্রতিযোগিতায় মাতে না,তাদের কাছে তো অবশ্যই বারিশ-সানাই সেরা।কোন কিছু সৃষ্টি না হলে তো ছড়িয়ে দেয়ার প্রচেষ্টাই তৈরি হতোনা সানাইকে সেই তারা মিউজিক এর টেক এ ব্রেক থেকে শুনি।সেখানেই শুনেছিলান সিনডেরেলা মন।মন থেকে চাইতাম কবে কেউ একজন তার উপর ভরসা রাখবে।অবশেষে সৃজিত মুখার্জি কদর করলেন প্রতিভার।অসংখ্য ধন্যবাদ জানাই ❤️❤️
যারা গানটা গাইলো তাঁদের আপনি ছোটো করেন কী হিসাবে। দুইজনই National singer. আর সংগীত পরিচালক এবং গীতিকার কাউকেই কেউ ছোটো করেনি।অবশ্যই সেরা কে সবাই সেরা বলবেই
সত্যিই গানটির মধ্যে এক অন্যরকম মায়া জড়িয়ে আছে... গানটা শুনে প্রিয় মানুষটির কথা মনে পড়ে গেল...জানিনা তুমি কেমন আছো..?? হয়তো আমাকে ছেড়ে গিয়ে তুমি খুব ভালোই আছো.... ভালো থেকো প্রিয়। কোনদিন যদি এই গানটি শুনতে আসো তোমার জন্য স্মৃতি রেখে গেলাম😢😢
"ঝড় এলে তুই, সাথে থাকলে কি ভয়" এই লাইন টা শুনলে মনে হয় এখনো কাউকে ভালোবাসতে পারি নি , ভালোবাসা কাকে বলে জানিনা তাও যদি কাছের মানুষ থাকত তাহলে হয়তো সব ঝড় সামলে নিতে পারতাম....... Thank you sir. Mam ato sundor gaan upohar dewar jonno❤❤😊
সারা জীবন ভালোবাসার মানুষটির হাত ধরে এই গান শুনে যেতে চাই। অসাধারণ ❤️🌹। ধন্যবাদ জানাই অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালকে, এই অপূর্ব স্বর্গীয় মূর্ছনা সৃষ্টির জন্য।
তোমাকে যে ভালোবাসি কোনোদিন বলা হয়নি। কোনোদিনও জানতে পারবে না তুমি। আহা কত ভালোবাসি তোমাকে। যদি কোনোদিন প্রমাণ নেয়ার সুযোগ হয়, প্রমাণ নিও। তোমার কথা স্মরণ হলে বুকের ভিতর যে আনন্দ জাগে, বর্ণনাতীত। প্রিয়তমা বড্ড বেশি ভালোবাসি তোমাকে। নিরন্তর শুভকামনা; শেষ ইচ্ছাটিও যেন অপূর্ণ না থাকে তোমার।❤❤❤❤❤❤❤❤
তাঁকে ছেড়ে আজ 10মাস হলো,, জানিনা সে কেমন আছে, কতটুকু ভালো রয়েছে,, !! ইউটিউব স্ক্রল করতে করতে গানটা সামনে এসে শোনাতে,, আজ তাকে খুব মিস করছি,, খুব,,ভিডিওটির কিছু লাইন- শাল অশ্বত্থ, গাছের স্বাক্ষী থাকার মতো হয়তো আমাদের কাছে ও কোনো একটা দিন আকাশ, বাতাস, গাছ, পাখি, এই সবুজ প্রকৃতি স্বাক্ষী ছিলো। কিন্তু...!!কাউকে মনে পড়া,, আর প্রবলভাবে মনে পড়ার মধ্যে হয়তো অনেকটা পার্থক্য রয়েছে,, সেটা একমাত্র অনুভব করা মানুষটি নিজের অন্তর থেকে অনুভব করতে পারে,, সেটা মুখের ভাষায় ব্যক্ত করাতে অন্য কাউকে বোঝানো কখনোই সম্ভব নয়।আজ আমি আমার কমেন্ট টা এখানে রেখে গেলাম,, এরপর যখনই কেউ এসে এই গানটা শুনবে,আমার এই কমেন্ট টা দেখে লাইক করবে, আর আমার কাছে নোটিফিকেশন যাবে,, তখন আবার এসে আমি এই গানটা শুনবো,, আর আবার আরও একবার করে আমার মিস করার অনুভব, অনুভূতি টা এই কমেন্টের মধ্যে দিয়ে জীবন্ত হয়ে উঠবে,,আমি না থাকলেও আমার এই কমেন্ট টা জীবিত হয়ে থেকে যাবে।
মন একে একে দুই, একাকার আমি তুই-গানের প্রথম লাইন দুটো বুঝিয়ে দিল দুটি মন এক নাহলে ভালবাসা পূণতা পায়না। সত্যি গান টা চিরস্মরণীয় হয়ে থাকবে যতদিন নিস্বার্থ ভালোবাসা থাকবে। শ্রেয়াদি ও অরিজিৎ দার কণ্ঠে এরকম সুন্দর গান আরও শোনার জন্য অপেক্ষায় থাকলাম।
অরিজিৎ সিং মানে.. যার গাওয়া প্রতিটা গানের লাইন.. কারো না কারো জীবনের অসমাপ্ত গল্পকে ব্যাখ্যা করে। এই গানটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে ।যা কখনো ভুলিবার না..!
Finally নিজের মনের মানুষটাকে নিজের বউ করে পাওয়ার পর গানটা শুনতে এসছি ❣️❣️ কত ঝড়ঝাপটা পেরিয়ে তাকে নিজের করে পেয়েছি ,, ছেড়ে যায় নি কখনো , সে ও আমাকে কখনো ছেড়ে যায়নি ... সবাই যেনো সবার ভালোবাসার পূর্ণতা পাই সেটাই কামনা করি কারণ ,, ভালোবাসা সুন্দর ❣️❣️
আফসোস এই eternal গান টাতে এত কম ভিউজ😢The best Bengali song of our generation I think❤সারাদিন সারারাত এই গান শুনতে দিলে একটুও bore হবো না।Our pride Shreya ma'am and Arijit sir❤❤
তুমি আমাকে এই গানটা গেয়ে আমার যত কষ্ট দুর করাতে, আজ তুমি অন্যের হয়ে গেছো 😢😢, এখনও আমার কষ্ট হয়, তোমার কথা খুব মনে পরে, তখন এই গান টা এসে শুনি আর চোখের জল পরে যায় 😢😢
Miss You বাবি, চলো না একবার শেষ চেষ্টা করি। হয়তো আর দুজনেরই ওইসব ছোটখাটো ভুল গুলো হবেনা যা জমে জমে আজ দূরত্ব টা এতটাই যে তুমি ছেড়ে দিলে হাত। খুব কষ্ট হয় গো তোমাকে ছারা থাকতে, এমন কোনো ভাবনাই আর পাইনা যা ভেবে ভুলে থাকতে পারবো তোমায়, সব কিছুর সাথে জড়িয়ে আছো তুমিই সুধু। এসোনা আবার একটু হাত টা ধরে নতুন করে চলতে শুরু করি। সব ঠিক হয়ে যাবে দেখো...
এই দুইজন ব্যক্তি ,,,যাদের কম্বিনেশন গান শোনার জন্য হয়ত কয়েক লাখ মানুষের অপেক্ষারত হয়ে থাকে😌😌প্রতিটা মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি যেন এই দুই কিংবদন্তির গলার সুরের সাথে আরো মিলে যায়,,❤🍁💫☺ আজ থেকে যদি 40 বছর পরেও শুনি গানটি তবেও যেন মনে হবে এক নতুনত্বের উদ্ভব। সময় টা, না হয় লিখেই রাখলাম 31/12/2022 11:25am saturday
জানি প্রিয় মানুষটিকে আর কখনও পাবনা। এই গানটা যখনি শুনি খুব পুরোনো স্মৃতি গুলো মনে পড়ে যায়।জানি তোমাকে সামনা সামনি আর কখনও বলতে পারবোনা " I LOVE YOU" কথাটা। তাই এখানেই বলছি Love you MOU....😢😢
I love this song very much and The clear pronunciation of Shreya Ghoshal especially the word "Chokh" here she pronounced Chokh 'kh' so beautifully. There is an emphasis in this word. So it's the voice modulation of Shreya Ghoshal which is something different from others. And Arijit Singh is Arijit Singh what a voice.!
তুমি হয়তো জানবে না কি করম ভাবে তোমার প্রেমে না মায়ায় পড়েছি আমি... তাই হয়তো খুব কঠিন তোমাকে ভুলে যাওয়া.... জানিনা কোনোদিন পারবো কিনা... কিন্তু সারাজীবন হয়তো তোমার অপেক্ষায় থেকে যাবো.... যদিও তুমি আমার হয়ে কোনোদিন ফিরবে না। ❤😊 এই একটা কমেন্ট করে গেলাম কেউ লাইক দিলে হয়তো আবারও গানটা শুনবো। আবারো তোমার কথা মনে করবো.....🙂❤️🥀
Bhabo Tumi ki korcho to your future husband ki korcho eta bhulte parbe na maney eta jeneo j se asbe na tao keno koshto diccho Jake Tumi bolcho bhalobasho abar to your future husband and to you
গানটি সেদিন শুনেছিলাম যেদিন সে ছেড়ে গিয়েছিল। গানটিতে ততটাই আসক্ত যতটা আমি তাতে আসক্ত। আজ তার চলে যাওয়ার ১বছর হয়ে গেল আজও এই গানে তাকে খুঁজে ফিরি 🥺 এমন কোন দিন নেই যে গানটি শুনি না 🙂 হয়ত আজও তার জন্য ভালোবাসা জমে আছে 😊 ভালো থেকো প্রিয় জীবনে অনেক সুখী হও ❤
ভালোবাসা দুই দিনের হোক আর দুই বছরের হোক, তার অনুভূতি আবহমান কাল জুড়ে মনের অন্তস্থলে লালিত থাকৈ। মানুষ টাকে হয়তো ভোলা যায় কিন্তু সময় গুলোকে, মুহূর্ত গুলোকে ভোলা যায় না। সময়ের প্রলেপে তীব্র জ্বালা যন্ত্রণাটা নিভে যায় কিন্তু এই গানগুলো শুনলেই লুকানো ক্ষতগুলো চাগাড় দিয়ে ওঠে। এই গানটা আমাদের যান্ত্রিক জীবনেও মনে করিয়ে দেয় যে এই যন্ত্রের জীবনে প্রবেশ করার আগে একসময় আমরা তীব্র অনুভূতিশীল মানুষ ছিলাম। 4:26
তাকে ছেড়ে আছি আজকে একমাস হলো।ঠিক একমাস আগে আজকের দিনেই আমাদের সব কথার সমাপ্তি ঘটেছিল😌🥲....... তুমি হয়তো জানবে না তোমাকে আজ ও একইরকম ভাবেই মিস করি🥺,ভালো থেকো🥀....... আজকে হঠাৎ গান টা শুনে তোমার কথা ভীষণ মনে পড়ছে,,,,,তাই করে গেলাম একটা ছোট্ট কমেন্ট।যখন কেও এই কমেন্টটা তে লাইক করবে,আবারো এসে শুনবো 😊😊
দিদিভাই.... মনের মানুষ কে সহজে ভোলা যায় না
Ami somapti korte cholechi😢khub kosto hoche but o vlo thakuk atai Ami chai.
Too much ignorance
Theek Amer sathe ai rokom hoyeche.ter kotha amon kono somai nai je mone na more
Tom ra to kotha bole sobta ses koreso kintu amra opomaner maddhome
" বড্ড ভালোবাসি" বলেও কেউ ছেড়ে চলে যায়। অপরদিকে "তোমার মত মানুষের সাথে সংসার করা যায় না " বলেও কেউ সারাজীবন থেকে যায়! 🖤
Jamon amader maa o baba ❤
tui 1 ti gadha
Jemon amader parents,tader moddhe koto jhamela obhiman obhijog thake tao tara din sheshe ake oporer ❤🥰
@@PriyaSaha-rp6df hmm ❤️
@@tusar1421 Hmm 😊
ওহ! লিরিক্যাল ভার্সন তাহলে চলে এসেছে। অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল গানের জগতে এক স্বর্গীয় কম্বিনেশন।
ruclips.net/video/tnH-f5jv_Dk/видео.html
এক দম তাই এই জুটি অনবদ্য হয়ে থাকবে পরের জেনারেশনের কাছে ❤️❤️
❤️❤️❤️
0
Dujonei akhn India's best singers 🔥🔥
ব্যথারা ফিরেছে এপাশ .... আর দিন বদলে যাবে ফের ....
এই পার্ট দুটো অরিজিৎ সিং এর গলায় সেরা লাগে আমার 💙✨
একদম
Sotti অসাধারণ
Amaro
Ar... সেই যে সেই... তাকালেই... সর্বনাশ?
মধ্যরাত + বৃষ্টি+ অন্ধকার ঘর + কানে ইয়ারফোন + এই গানটা = স্বর্গীয় অনুভুতি😇
বাংলার দুই সেরা সংগীতশিল্পীর কণ্ঠে গানটা অন্যরকম একটা Vive দেয়। ❤❤❤
❤❤❤❤❤❤
বাংলা কোথায় দাদা বলুন ভারতবর্ষের সেরা দুই সংগীতশিল্পী।
আপনার রুচির প্রসংশা করে হয় ❤
1:47
@@RahulRoy-vv5wt😅তোমার এতো ভালোবাসা আমি বলো কোথায় রাখি....?🌼💞? Ami kao ka valo basi na,
অরিজিৎ আর শ্রেয়া তো সবসময়েই The Best.... কিন্তু Composer আর Lyricist.... অসাধারণ সৃষ্টি করেছেন...
শ্রেয়া ম্যাম আর অরিজিৎ স্যারের কম্বিনেশন মানেই অসাধারন ৷ 😇😇❤❤❤❤❤❤
Bingso sotok er Lata Mangeshkar and kishor kumar,such a living legends ❤
সত্যি কথা 😌❤️❤️❤️
স্মৃতিরা গেছে পরবাস 💔
কথারা হয়েছে নিঝুম 😌.....
এ বুকে তবু বারোমাস 💫
ভালোবাসার মরশুম 😌❤
This line has a separate fan base ❤💫
Hi my name is Nijhum 🙂
৯০ এ কুমার সানু & ইয়ালকা ইয়াগনি = ২০২২ এর শ্রেয়া ঘোষাল & অরিজিৎ সিং গানের জগতে এদের chemistry সত্যিই অতুলনীয় 😃
সত্যি একদম ঠিক।
অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল কম্বিনেশন মানেই মাস্টারপিস।
Tania
Darun bolechen aapni
ar tomader Vugol
Akdom bro
"সাক্ষী থাকুক শাল-অশ্বত্থ-বটের পেয়াদারা,
সাক্ষী থাকুক ছাতিম-পলাশ-বুনো ফুলের ঘ্রাণ ;
সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা,
সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গোরস্থান।"
❤️😌
❤❤
সাক্ষী থাকুক শাল-অশ্বথ্ব-বটের পেয়াদারা
সাক্ষী থাকুক ছাতীম-পলাশ-বুনো ফুলের ঘ্রাণ
সাক্ষী থাকুক কাঁদায় আঁকা আহত এক থাবা
সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ায় গোরস্থো✨
যতোই বলো, Shreya Ghoshal এর কন্ঠের মিষ্টি ছোঁয়াটাই যেনো আলাদা 😌♥️
Thik bolechen..👌
Ekdm thik!! Tbe Arijit er konther jekhane seta uchuu theke ucchotoro jaygay pouchay!!!!
Akdom ❤️
Hmm
Shreya Ghoshal ♥️
ভাবিনি গানটা এতো ভালো লাগবে ❤️❤️❤️ তাও আবার শ্রেয়া & আরিজিৎ এর কম্বিনেশেন just WoW 😍🥰.
শ্রেয়া ঘোষাল এর কণ্ঠ যে শ্রুতিমধুর সেটা নিঃসন্দেহে ঠিক!! তবে Arijit এর কণ্ঠ যেখানে সেটা উচ্চ থেকে উচ্চতর জায়গার ঠাই পায়!!!! যেটাতে জীবন খুজে পাও যায়!!!❤❤
"নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুই" .... লাইন টা খুব প্রিয়। প্রতিবার গানটা হৃদয় এর গভীরে গিয়ে পুরোনো স্মৃতি গুলোতে আঘাত করে , ব্যাথা গুলো আবার দগদগে , কাঁচা হয়ে যায় আর গাল গড়িয়ে অশ্রুধারা ঝরে পড়ে। একটা স্বার্থপর মানুষের দেওয়া অসহনীয় যন্ত্রণা জীবন্ত হয়ে ওঠে আর বাস্তবটাকে কঠিন করে তোলে।😣
এই সব যত মনে রাখবে কষ্ট তত বেশি হবে এই গুলো ভুলে যাওয়াই ভালো।। গানটা শুনলে এবার ওই আগের জিনিস গুলো ভুলে শুনবে কিছু না হোক কষ্ট টা পাবে না বরঞ্চ গানটার প্রেমে পড়ে যাবে
বাংলা সিনেমার সব গান অরিজিৎ আর শ্রেয়া কে দিয়ে করা হোক...!🥺♥️
এই জুটি টা যেনো গানে প্রাণ দিয়ে দিয়েছে...🎧🥺🌸♥️
একমত
Ashish educare
"সে দেয় জখম... তবু সেই তো ভেজায়..." ❤🩹
এই ভার্সনটা just অসাধারণ ❤️❤️❤️
❤️
এই উনিশ বছর বয়সে ষোল বছর আগে ঘটে যাওয়া সেই বিচ্ছেদের কথা ভেবে "কোনো এক নির্জন বিকেলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠবো, মানুষটা কি আজও আমায় মনে রেখেছে? নাকি নতুন কাউকে পেয়ে সত্যি আমায় ভুলে গেল।
- হয়তো মনে মনে আজও কষ্ট পাব "তখন গানটা শুনে লুকিয়ে লুকিয়ে কেদে নোবো "।। 💔🥺
Teen bochor boyeshe prem Tumi pagol na amra
এই গান টার মধ্যে আমার ভালোলাগা ,ভালোবাসা , অভিযোগ, অভিমান , দুঃখ কষ্ট সব সবটাই আছে 🥀
The combination of Shreya Ghosal with Arijit Singh means a peace of mind for us❤🌻
পরিবার থেকে নিজের পায়ে দাঁড়ানোর চাপ,কলেজের সেমেস্টার,প্রেমিকার পরিবারের কাছে নিজের যোগ্যতা প্রমাণের লড়াই সব কিছুর মধ্যে যখন রাতের ঘুম চলে যায় তখন রাত 2টা হোক বা 3টা অরিজিৎ সিং এর বাংলা গান গুলা আগে মনে পড়ে। আর এই গান টা এমনি একটা গান আজ থেকে ১০ বছর পর শুনলেও সেই একটি মানুষের কথা মনে পড়বে।
প্রিয় পরের জন্ম বলে যদি আদেও সত্যি হয়ে থাকে..!!🥀☺️তবে সেই জন্মে যানো তোমাকে নিজের করে পাই..😇✊🏻 কারণ অসম্পূর্ণ ভালোবাসা গুলো খুবই কষ্টদায়ক।।😌🖤প্রত্যেকটা বার অনেক ভালো থাকার চেষ্টা করি প্রিয় তোমাকে ভুলে থাকার কিন্তু ওই যে তোমার সাথে কাটানো মুহূর্ত আর স্মৃতি গুলো না দেয় তোমায় ভুলতে আর না দেয় আমায় ভালো থাকতে!!..😅💔স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ না কেউ কমেন্টটা দেখে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা......😊🖐🏻
আজ একবার শুনে নাও।
Asob natoker kotha dekho giye ak bacchar ma hoye geche
Shat niya suntan
Koy asun
Ma'am আপনার নামের অর্থ কি জানেন আপনি? Kaya মানে শরীর 😊 আর শরীর প্রাণ খুঁজে নেবেই। All the best 😊
প্রায় তিন বছর হয়েগেছে আমরা এক সাথে নেই। গানটা শুনে চোখটা আজ আবারও ভিজে উঠলো। সময়ের হাত ধরে দিন পাল্টে গেছে ঠিকই কিন্তু মন মাফিক মন পলাশটা তুমিই ছিলে।🖤
প্রিয় পরের জন্ম বলে যদি আদেও সত্যি হয়ে থাকে..!! তবে সেই জন্মে যানো তোমাকে নিজের করে পাই.. কারণ অসম্পূর্ণ ভালোবাসা গুলো খুবই কষ্টদায়ক।। প্রত্যেকটা বার অনেক ভালো থাকার চেষ্টা করি প্রিয় তোমাকে ভুলে থাকার কিন্তু ওই যে তোমার সাথে কাটানো মুহূর্ত আর স্মৃতি গুলো না দেয় তোমায় ভুলতে আর না দেয় আমায় ভালো থাকতে!!.. স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে তখন কেউ না কেউ কমেন্টটা দেখে লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার ও শুনতে আসবো প্রিয় গানটা......😊
Aso,,, r akbar gaanta sune jao,,, 😊
Akdom thik bolecho
আবারও ফিরে এসো
Asob Charo earn money settle be better version girls will come eventually
@@lovegamer8620then stop playing games and work hard and you're not any star player
ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই,
সেই যে সেই তাকালেই, সর্বনাশ ||
What a lyrics ♥️♥️
Everyone praising Arijit Singh and Shreya Ghoshal, no one praising the musicians. Hats off to them
গানটা শুনলে প্রচুর কান্না পায় 😭
Arijit Singh + Shreya Ghoshal = Magical Combination ❤
Cry as much as u can
Shreya+Arijit=♥🔥
মন একে একে দুই
একাকার আমি তুই,
আর না চোখ ফিরিয়ে, একটু হাস।
নেই, মনে কি কিছুই?
তোর ঠোঁটের ডানা ছুঁই,
মিলবে সব জীবনের ক্যালকুলাস।
স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম,
ভালোবাসারই মরশুম।
ডাক নামে ডেকে যাই
সেই আগের তোকে চাই,
সেই যে সেই তাকালেই, সর্বনাশ।।
ঝড় এলে তুই, সাথে থাকলে কি ভয়
তোর ঠিকানায়, পাঠালাম এ হৃদয়।
প্রেম হলে এক সুরে গান বেজে যায়
সে দেয় জখম, তবু সেই তো ভেজায়।
ব্যথারা ফিরেছে এপাশ
বালিশে জমে ভাঙা ঘুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম,
ভালোবাসারই মরশুম।
দিন, বদলে যাবে ফের
হাত ধরে সময়ের,
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ
ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ।।
Arijit Singh & Shreya Ghoshal duet means feel like a heaven ❤️
স্মৃতি রেখে গেলাম,, যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে,, তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমিও আবার শুনতে আসবো প্রিয় এই গানটি
Like dilam
কে বলে প্রেমের মৃত্যু হয়না? "ভালো থাকিস...নিজের খেয়াল রাখিস" এই কথাটা উচ্চারণ হওয়ার সাথে সাথেই প্রেমের মৃত্যু হয়। আর সেই প্রেমের ছাই কোনো একজনকে সারাজীবন বয়ে বেড়াতেই হয়।
রেখে গেলাম কিছু স্মৃতি।
সত্যিই ..
"ফুটবে ঠিক মন মাফিক..
মন পলাশ।।
সান & শ্রেয়া, সনু & শ্রেয়ার পর অরিজিৎ & শ্রেয়া আলাদাই আবেগ জমায়.... Lots of love😍♥️❣️
The king of music "Arijit Singh" 😇☺❤
No one can match Shreya Ghoshal's level of singing! Such a legend 🙌❤️
You are right just amazing 👌👌
No one can beat arijit sir
No one can match arijit sir level
Apni gaan bujhen??? Bujhle ei rakam aanari kotha barta bolten na, shreya and arijit 2joni vlo geye6e
Shreya Ghoshal>>>>>>>>Arijit
আজ থেকে ৪০-৫০ বছর পর যদি কখনো এই গান টা শুনি, আমার এই কমেন্ট টা নিশ্চই আবার চোখে পরবে।। তখন একবার মুচকি হাসবো আর বলবো
এ বুকে তবু বারোমাস
ভালোবাসার মরশুম
😁
Today's date 10th December,2022
I am in my pg alone right now
Time 16:43.
#for_you a****a ❤️
আমি বেঁচে যাই
এই গান টায়🙏❤️❤️❤️
❤️❤️❤️
Apurwa 😂
🥰🥰
Eto din thakbe naki naa delete hoye jabe🤥
এই ডুয়েট ভার্সন শোনার অপেক্ষায় ছিলাম।
ইন্ডিয়া থেকে যারা প্লিজ লাইক করে দিও।
ব্যথারা দিয়েছে আভাস, কেড়েছে দুচোখেরই ঘুম!
ফেরারা না ফেরাতে থাক... ভালোবাসারই মরশুম🖤
😮
দিন বদলের যাবে ফের
হাত ধরে সময়ের "। মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। শক্তি পেলাম।লেখক গায়ক ও পুরো টিম কে জানাই ভালোবাসা ❤
সত্যি তুই ছেড়ে চলে গেছিস, কিন্তু তাও তুই আমার মনে সারাজীবন থেকে যাবি,কিছু সম্পর্ক কখনো পরিণতি পায় না কিন্তু সারাজীবন মনে জমে থাকে 💔
সবার ভালোবাসা পূর্ণতা পায়না .. জীবনের এক একটা অধ্যায় কঠিনতম হয়ে ওঠে.... একসময় আমিও খুব ভয় পেতাম, তাকে হারানোর.. পাগল এর মত ছুটে যেতাম তার বাড়ি, তাকে ফোনে না পেলে.... কিন্তু আজ আর ভয় পাইনা, ২ বছর হলো বিয়ে হয়েছে তার সাথেই.. এখনো সেই একই ভাবে পাগল আমি তার জন্যে.... Still love him like the first day.... সকালে চোখ খুলে তাকে দেখা মাত্রই মনে হয় জীবনের সবটুকু পেয়ে গেছি....
❤🎉😊
Pagla😂
@@rajumukherjee4882Boro Pagol ekta oni, Bou pagol 😂😂, Ja bojlam nijer maa baba theke oo besi valobashe bou k 😂😂😂
ভাগ্য আপনার সাথে ছিল 🙂
@@subrajitdas2803 @subrajitdas2803 Ami meye hye bou pagol ki vabe hobo😅 R puro ta na jene kotha bole ki lav hoi ke jane. Apni hoito karo kache dhoka kheyechen, ami khaini, takei biye korechi. Tate ei sob baseless kotha bolar ki ache.
Combination ta aro sundor 🔥🔥
When Arijit Singh said "দিন বদলে যাবে ফের
হাত ধরে সময়ে
ফুটবে ঠিক মন মাফিক মনপলাস..."
I feel that ❤😌
Melody King Arijit Singh
Melody queen Shreya Ghoshal
My all time favourite best duet singer 😍😘❤️❤️
এখানে দুইজনের ফ্যানরা বহুভাবে বলার চেষ্টা করছে অমুক সেরা তমুক সেরা। আমি বলব বারিশ নামে যিনি গান লিখেছেন আর সুর করেছেন সানাই,তারাই বস।অন্তত যারা গানটা মন দিয়ে শোনে,যারা গান কিছুটা হলেও বুঝে,মাই স্টোরি,রিলস হ্যানাত্যানা দেয়ার প্রতিযোগিতায় মাতে না,তাদের কাছে তো অবশ্যই বারিশ-সানাই সেরা।কোন কিছু সৃষ্টি না হলে তো ছড়িয়ে দেয়ার প্রচেষ্টাই তৈরি হতোনা
সানাইকে সেই তারা মিউজিক এর টেক এ ব্রেক থেকে শুনি।সেখানেই শুনেছিলান সিনডেরেলা মন।মন থেকে চাইতাম কবে কেউ একজন তার উপর ভরসা রাখবে।অবশেষে সৃজিত মুখার্জি কদর করলেন প্রতিভার।অসংখ্য ধন্যবাদ জানাই ❤️❤️
যারা গানটা গাইলো তাঁদের আপনি ছোটো করেন কী হিসাবে। দুইজনই National singer. আর সংগীত পরিচালক এবং গীতিকার কাউকেই কেউ ছোটো করেনি।অবশ্যই সেরা কে সবাই সেরা বলবেই
Wonderful creation of Srijit Mukherjee. Arijit and Shreya are the best duo of present time
SG~ ARIJIT DUET 🥰 THIS SONG IS SOMETHING MAGICAL.
বহুবার শোনার পরেও মনে হল নতুন করে শুনলাম । কোনো কথা হবে না কাদের গলা দেখতে হবে না !
সত্যিই খুব সুন্দর ভালো লাগলো শুনে ❤️
শ্রেয়া ঘোষাল ম্যাম এবং অরিজিৎ স্যার কে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ ❤️❤️।।
শ্রেয়া+ অরিজিৎ=❤️🔥
Combination is just mind blowing and heart touching ❤🔥🔥❤
সত্যিই গানটির মধ্যে এক অন্যরকম মায়া জড়িয়ে আছে...
গানটা শুনে প্রিয় মানুষটির কথা মনে পড়ে গেল...জানিনা তুমি কেমন আছো..?? হয়তো আমাকে ছেড়ে গিয়ে তুমি খুব ভালোই আছো.... ভালো থেকো প্রিয়।
কোনদিন যদি এই গানটি শুনতে আসো তোমার জন্য স্মৃতি রেখে গেলাম😢😢
Arijit Singh + Shreya Ghoshal... This duo can beat any singer with their melodious sound❤❤❤
প্রতি বছর এই duo র একটা বাংলা গান hit হবেই ❤❤
"ঝড় এলে তুই, সাথে থাকলে কি ভয়" এই লাইন টা শুনলে মনে হয় এখনো কাউকে ভালোবাসতে পারি নি , ভালোবাসা কাকে বলে জানিনা তাও যদি কাছের মানুষ থাকত তাহলে হয়তো সব ঝড় সামলে নিতে পারতাম.......
Thank you sir. Mam ato sundor gaan upohar dewar jonno❤❤😊
আমার প্রিয় দুই শিল্পীর কণ্ঠে গান ..... সত্যি সুমধুর সুর ....বলার আর ভাষা নেই।
সারা জীবন ভালোবাসার মানুষটির হাত ধরে এই গান শুনে যেতে চাই। অসাধারণ ❤️🌹। ধন্যবাদ জানাই অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালকে, এই অপূর্ব স্বর্গীয় মূর্ছনা সৃষ্টির জন্য।
অরিজিৎ + শ্রেয়া = আবেগ ,অনুভূতি সব মিলিয়ে অসাধারণ 🙏🙏❤️❤️🥰🥰
তোমাকে যে ভালোবাসি কোনোদিন বলা হয়নি। কোনোদিনও জানতে পারবে না তুমি। আহা কত ভালোবাসি তোমাকে। যদি কোনোদিন প্রমাণ নেয়ার সুযোগ হয়, প্রমাণ নিও। তোমার কথা স্মরণ হলে বুকের ভিতর যে আনন্দ জাগে, বর্ণনাতীত। প্রিয়তমা বড্ড বেশি ভালোবাসি তোমাকে। নিরন্তর শুভকামনা; শেষ ইচ্ছাটিও যেন অপূর্ণ না থাকে তোমার।❤❤❤❤❤❤❤❤
~``যদি কাউকে ভালোবাসো বা কাউকে ভালোবাসোর মতন ভালো লাগে, তবে গানটার প্রোতিটা লাইনের মধ্যে নীরবাক স্বগীয় স্বপ্নের আনুভূতি পাবে...❤️🩹❤️🩹🤍🤍♥️♥️💕💕❤️🔥❤️🔥
তাঁকে ছেড়ে আজ 10মাস হলো,, জানিনা সে কেমন আছে, কতটুকু ভালো রয়েছে,, !! ইউটিউব স্ক্রল করতে করতে গানটা সামনে এসে শোনাতে,, আজ তাকে খুব মিস করছি,, খুব,,ভিডিওটির কিছু লাইন- শাল অশ্বত্থ, গাছের স্বাক্ষী থাকার মতো হয়তো আমাদের কাছে ও কোনো একটা দিন আকাশ, বাতাস, গাছ, পাখি, এই সবুজ প্রকৃতি স্বাক্ষী ছিলো। কিন্তু...!!কাউকে মনে পড়া,, আর প্রবলভাবে মনে পড়ার মধ্যে হয়তো অনেকটা পার্থক্য রয়েছে,, সেটা একমাত্র অনুভব করা মানুষটি নিজের অন্তর থেকে অনুভব করতে পারে,, সেটা মুখের ভাষায় ব্যক্ত করাতে অন্য কাউকে বোঝানো কখনোই সম্ভব নয়।আজ আমি আমার কমেন্ট টা এখানে রেখে গেলাম,, এরপর যখনই কেউ এসে এই গানটা শুনবে,আমার এই কমেন্ট টা দেখে লাইক করবে, আর আমার কাছে নোটিফিকেশন যাবে,, তখন আবার এসে আমি এই গানটা শুনবো,, আর আবার আরও একবার করে আমার মিস করার অনুভব, অনুভূতি টা এই কমেন্টের মধ্যে দিয়ে জীবন্ত হয়ে উঠবে,,আমি না থাকলেও আমার এই কমেন্ট টা জীবিত হয়ে থেকে যাবে।
To my soulmate
"স্মৃতিরা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম,
এ বুকে তবু বারোমাস
ভালোবাসারই মরশুম," .......Thanks for being there , love.
মন একে একে দুই, একাকার আমি তুই-গানের প্রথম লাইন দুটো বুঝিয়ে দিল দুটি মন এক নাহলে ভালবাসা পূণতা পায়না। সত্যি গান টা চিরস্মরণীয় হয়ে থাকবে যতদিন নিস্বার্থ ভালোবাসা থাকবে। শ্রেয়াদি ও অরিজিৎ দার কণ্ঠে এরকম সুন্দর গান আরও শোনার জন্য অপেক্ষায় থাকলাম।
অরিজিৎ সিং মানে..
যার গাওয়া প্রতিটা গানের লাইন..
কারো না কারো জীবনের অসমাপ্ত গল্পকে ব্যাখ্যা করে। এই গানটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে ।যা কখনো ভুলিবার না..!
Someday ! Someday ! Just wanna hear them live together performing this 😌♥️
Dream 😌😌❤❤
Absolutely. Bangalider shopno ❤
Eta best combination chilo❤❤❤❤
এক যুগ পরও হয়তো গানটার মুগ্ধতায় আবদ্ধ থাকবো 🖤✨
Shreya Ghoshal 🌸
SVF
কথা আর সুর ! ! এই গানে সব মিলিয়ে দিলো শ্রেয়া অরিজিত্ বারিশ আর সানাই , মন পলাশরা বারোমাস ফুটুক 🍁
অরিজিত স্যার আছে তাই বাংলা গান এত সুন্দর❤
🤣🤣🤣🤣🤣😂
Hemanta , manna , kishore to Chinese e gaito bangla gan to Arijit e shuru koreche
@@tapankumarkundu6271 ekhono gaan gan onara 😊
@@mky6645 Most Sweetest Language In The World ☺️☺️☺️
@@tapankumarkundu6271 kaku rege geche
Finally নিজের মনের মানুষটাকে নিজের বউ করে পাওয়ার পর গানটা শুনতে এসছি ❣️❣️
কত ঝড়ঝাপটা পেরিয়ে তাকে নিজের করে পেয়েছি ,,
ছেড়ে যায় নি কখনো ,
সে ও আমাকে কখনো ছেড়ে যায়নি ...
সবাই যেনো সবার ভালোবাসার পূর্ণতা পাই সেটাই কামনা করি কারণ ,,
ভালোবাসা সুন্দর ❣️❣️
আফসোস এই eternal গান টাতে এত কম ভিউজ😢The best Bengali song of our generation I think❤সারাদিন সারারাত এই গান শুনতে দিলে একটুও bore হবো না।Our pride Shreya ma'am and Arijit sir❤❤
তুমি আমাকে এই গানটা গেয়ে আমার যত কষ্ট দুর করাতে, আজ তুমি অন্যের হয়ে গেছো 😢😢, এখনও আমার কষ্ট হয়, তোমার কথা খুব মনে পরে, তখন এই গান টা এসে শুনি আর চোখের জল পরে যায় 😢😢
Buka aso 🫂
অবশেষে অনবদ্য সৃষ্টির , ডুয়েট ❤️❤️
এইবার গানটা ১০০% পরিপূর্ণ লাগছে ❤️😊
Tui kheye ghumiye jaa
This is Srijit's best film in recent times. It deserves much more success and appreciation
এই গানটা শুনে অনেক স্মৃতি মনে পড়ে যগেলো যখন কেউ এই কমেন্টে লাইক করবে আবারও শুনবো গানটা
2025 এ এসে কে কে শুনছেন গানটা ❤
🎉
কাউকে হারাই নি, কাউকে পেতেও চাইনা, তবুও এই গানের সুরে যেন ভেসে যাই আর চোখে জল চলে আসে।।।।জীবিত আছি হয়তো এই ভাবেই ভেসে যাব বলে ❤
অরিজিৎ সিং আর গান মানেই বেঁচে থাকার এক নতুন আসা
The first antara " jhor ele tui sathe thakle ki bhoyy..." just reaches my heart everytime . What a voice and what music ❤
The magical duo🌟🌟🌟 Arijit Singh and Shreya Ghoshal ❤️❤️❤️❤️❤️
Miss You বাবি, চলো না একবার শেষ চেষ্টা করি। হয়তো আর দুজনেরই ওইসব ছোটখাটো ভুল গুলো হবেনা যা জমে জমে আজ দূরত্ব টা এতটাই যে তুমি ছেড়ে দিলে হাত। খুব কষ্ট হয় গো তোমাকে ছারা থাকতে, এমন কোনো ভাবনাই আর পাইনা যা ভেবে ভুলে থাকতে পারবো তোমায়, সব কিছুর সাথে জড়িয়ে আছো তুমিই সুধু। এসোনা আবার একটু হাত টা ধরে নতুন করে চলতে শুরু করি। সব ঠিক হয়ে যাবে দেখো...
Two living legend one song
Arijit singh +Shreya ghoshal ❤️❤️👏👏👏👌👌👌🔥🔥✍️✍️
অসাধারণ, কথা, সূর মিউজিক, কণ্ঠ খুব সুন্দর, বার বার শুনতে মন চাই, হাজার বছর বাঁচুক সব ভালোবাসারা ❤❤❤
I love it 💝💝😘💕😍❤️💓💖🥰
Arijit Singh+Shreya Ghoshal=🔥❤️
অরিজিৎ সিং এর গলায় "মন", "ঝড়" শব্দ গুলো সরাসরি হৃদয়ে বেঁধে
আরজিত আর শ্রেয়া অসাধারণ ❤️❤️❤️
Arijit Singh + Shreya Ghoshal + bangla song hyyyyyyyyy❤❤❤ emotion 💙
Erokom konodin ki ekta concert hote pare jekhane Shreya ghoshal ar Arijit Singh eksathe perform korben.... Eta bodhoe sudhui sopno ❤️
এই দুইজন ব্যক্তি ,,,যাদের কম্বিনেশন গান শোনার জন্য হয়ত কয়েক লাখ মানুষের অপেক্ষারত হয়ে থাকে😌😌প্রতিটা মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি যেন এই দুই কিংবদন্তির গলার সুরের সাথে আরো মিলে যায়,,❤🍁💫☺
আজ থেকে যদি 40 বছর পরেও শুনি গানটি তবেও যেন মনে হবে এক নতুনত্বের উদ্ভব।
সময় টা, না হয় লিখেই রাখলাম
31/12/2022
11:25am saturday
তোর ভালোবাসা তো আমার আর পাওয়া হল না 🥲.... আমি না হয় বাকি জীবনটা এই গান শুনে তোর স্মৃতিতে ডুবে অন্ধকারে🌚 ✨বালিশ ভিজিয়ে কাটিয়ে দেবো 🥀
Combination ta just wow ❤
Shreya ghoshal & Arijit singh one of the best singer in the whole universe.... 😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤
Me too
জানি প্রিয় মানুষটিকে আর কখনও পাবনা। এই গানটা যখনি শুনি খুব পুরোনো স্মৃতি গুলো মনে পড়ে যায়।জানি তোমাকে সামনা সামনি আর কখনও বলতে পারবোনা " I LOVE YOU" কথাটা। তাই এখানেই বলছি Love you MOU....😢😢
Same fill bro 🥺
2024 k k suncho
দারুণ একটা ভিডিও, অসাধারণ একটা গান, অনেক অভিনন্দন আমার পক্ষ থেকে অবিরাম অন্তহীন
আমি স্বশিক্ষিত গীতিকার ও সুরকার
সকলের সহায়তা কামনা করি। #Himo media
I love this song very much and The clear pronunciation of Shreya Ghoshal especially the word "Chokh" here she pronounced Chokh 'kh' so beautifully. There is an emphasis in this word. So it's the voice modulation of Shreya Ghoshal which is something different from others. And Arijit Singh is Arijit Singh what a voice.!
absolutely
স্মৃতিতা গেছে পরবাস
কথারা হয়েছে নিঝুম ❤❤
😍❤️😍😍❤️😍❤️😍😍❤️😍❤️😍😍ARIJIT SINGH 😍❤️OH HO GURUDEV....THE BEST SINGER IN THE WORLD 😍😍🔥🔥
My all time favourite duet ❤❤
Arijit+shreya ❤❤
তুমি হয়তো জানবে না কি করম ভাবে তোমার প্রেমে না মায়ায় পড়েছি আমি... তাই হয়তো খুব কঠিন তোমাকে ভুলে যাওয়া.... জানিনা কোনোদিন পারবো কিনা... কিন্তু সারাজীবন হয়তো তোমার অপেক্ষায় থেকে যাবো.... যদিও তুমি আমার হয়ে কোনোদিন ফিরবে না। ❤😊 এই একটা কমেন্ট করে গেলাম কেউ লাইক দিলে হয়তো আবারও গানটা শুনবো। আবারো তোমার কথা মনে করবো.....🙂❤️🥀
Bhabo Tumi ki korcho to your future husband ki korcho eta bhulte parbe na maney eta jeneo j se asbe na tao keno koshto diccho Jake Tumi bolcho bhalobasho abar to your future husband and to you
Don't do this
গানটি সেদিন শুনেছিলাম যেদিন সে ছেড়ে গিয়েছিল। গানটিতে ততটাই আসক্ত যতটা আমি তাতে আসক্ত। আজ তার চলে যাওয়ার ১বছর হয়ে গেল আজও এই গানে তাকে খুঁজে ফিরি 🥺 এমন কোন দিন নেই যে গানটি শুনি না 🙂
হয়ত আজও তার জন্য ভালোবাসা জমে আছে 😊 ভালো থেকো প্রিয় জীবনে অনেক সুখী হও ❤
Such a powerful song. Shreya Ghoshal Arijit Singh duet nailed it 💜🎵
ভালোবাসা দুই দিনের হোক আর দুই বছরের হোক, তার অনুভূতি আবহমান কাল জুড়ে মনের অন্তস্থলে লালিত থাকৈ। মানুষ টাকে হয়তো ভোলা যায় কিন্তু সময় গুলোকে, মুহূর্ত গুলোকে ভোলা যায় না। সময়ের প্রলেপে তীব্র জ্বালা যন্ত্রণাটা নিভে যায় কিন্তু এই গানগুলো শুনলেই লুকানো ক্ষতগুলো চাগাড় দিয়ে ওঠে। এই গানটা আমাদের যান্ত্রিক জীবনেও মনে করিয়ে দেয় যে এই যন্ত্রের জীবনে প্রবেশ করার আগে একসময় আমরা তীব্র অনুভূতিশীল মানুষ ছিলাম। 4:26