ড্যাপ এর সংশোধন এর বিষয়ে অগ্রগতি এবং এর আপডেট নিয়ে IAB তে স্থপতিদের গোলটেবিল আলোচনা by Ar.Niloy

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025
  • НаукаНаука

Комментарии • 69

  • @karigarmedia5421
    @karigarmedia5421 Год назад +1

    Thanks Niloy vhai,,important alochona uploder jonno,,,

  • @highway6870
    @highway6870 Год назад +3

    এই জনগণ বিরোধী ডেপ বাতিল করা হোক

  • @gazirifatahmed
    @gazirifatahmed Год назад +3

    আমরা সাধারণমানুষ ভুক্তভোগী হে আল্লাহ আমাদের সহযোগিতা করো

  • @md.habibullah5081
    @md.habibullah5081 Год назад +2

    ড্যাপ তৈরী করে সকল কর্মকান্ড স্হবির করে দেওয়া, রেজিষ্ট্রেশন খরচ বাড়িয়ে দিয়ে রেজিষ্ট্রেশন স্হবির করে দেওয়া হয়েছে কার স্বার্থে? সকল কিছু শোষন করে ১.৫ কোটি টাকার গাড়ি কেনাই হলো টার্গেট।

  • @monzurulalam8062
    @monzurulalam8062 Год назад +3

    ভাই D A P নিয়ে যদি আপনারা আন্দোলন এ যান , ঢাকাতে লোকের যায়গা দিতে পারবেন না ।

  • @md.mynuddin1605
    @md.mynuddin1605 Год назад +2

    ভাই, পুরান ঢাকা নিয়ে রাজউকের বা ড্যাপের পরিকল্পনা কি এটা নিয়ে একটা ভিডিও বানালে ভালো হয়।।

  • @mohammadmahmod2024
    @mohammadmahmod2024 Год назад

    I thinks myself that’s is very good decision for our future generations. Thanks

  • @azlanongo173
    @azlanongo173 Год назад +2

    How can we general people or atleast the stakeholders of the individual areas can their designated area meetings

  • @masudparvez5612
    @masudparvez5612 Год назад +7

    আসলে ভাই সব ঘুষ খাওয়ার পাঁয়তারা। আমার পরিচিত একজন খিলক্ষেতে দশ তলার ফাউন্ডেশন প্লান পাস করিয়ে নিয়ে এসেছে 15 লক্ষ টাকা ঘুষ দিয়ে

  • @md.habibullah5081
    @md.habibullah5081 Год назад +1

    বৈষম্যের কারনেই পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম হয়েছিল। কিন্তু এখনো সকল পেশা শ্রেনীর মানুষের কেন আন্দোলন সংগ্রাম করতে হয়? সকল আইনের পিছনেই কারো কারো সুবিধা থাকে অনিয়মকে নিয়মে পরিনত করার জন্য।

  • @bangladeshsilicone1005
    @bangladeshsilicone1005 Год назад

    Khub sundor alochana. DAP Batil hoya uchit.

  • @zobayersuny
    @zobayersuny Год назад +4

    আসসালামু আলাইকুম,
    ভাই আমি বেরাইদে একটি জমি কিনতে চাচ্ছি, জমিতে বর্তমানে কৃষি কাজ হচ্ছে। আমি জমির দাগ খতিয়ান নিয়ে রাজউকের ড্যাপ সেকশন গিয়েছিলাম। তারা বললেন জমিটা water body করা। এখন আমার প্রশ্ন হল আমি এই জমি কিনলে বিল্ডিং করার পারমিশন পাব?
    দয়া করে উত্তর দিয়ে সাহায্য করবেন।
    ধন্যবাদ।

    • @ksr2070
      @ksr2070 Год назад

      ওদের পেট বড় করেন তাহলে হয়ে যাবে।
      ওরা সব ঘূ খোর

  • @JhProbas
    @JhProbas Год назад +1

    নতুন ড্যাপ নিয়ে ভিডিও তৈরি করার অনুরোধ থাকলো।
    মধ্যবিত্ত অনেক মানুষ এক সাথে জমি কিনেছে ১টা ফ্লাট এর আশায়, হয়তো ১৫ জন মিলে ১৫টা ফ্লাট হবে সে আশায় ১,২,৩... কোটি টাকায়। কিন্তু নুতুন ড্যাপ এর হিসেবে সর্বোচ্চ ৫টা ফ্লাট করা যাবে ৪-৫ কাঠা জমিতে।
    এমনও হয়েছে মানুষ নিচু জমি কিনেছে যা আগে ছিল আবাসিক জমি, ২২ আগস্ট ২০২২ এর পরে হঠাৎ করেই সেই সকল জমিকে ওয়াটার বডি ঘোষণা করে দিয়েছে রাজউক। মানুষ এখন এমন অনেক কোটি কোটি টাকার জমি নিয়ে মহাবিপদে পড়েগিয়েছে।
    আমি সাধুবাদ জানাই মানুষকে ঢাকা বিমুখ করার জন্য রাজউক উদ্যোগ নিয়েছে, কিন্তু বড় একটা জনগোষ্ঠীর সারাজীবনের সম্বল শেষ হয়ে যাবে যদি এইভাবে রাজউক কাজ করে।

  • @karigarmedia5421
    @karigarmedia5421 Год назад +1

    I m an landowners,,,apnader shathe amrao somprikto hote chai,,,please Ki hosse amrao jante chai,,apnader jas theke,,,

  • @highway6870
    @highway6870 Год назад

    দাদা ঠিক বলছে

  • @ABC-dc2nj
    @ABC-dc2nj Год назад +1

    এই বছর এর মধ্য কি আপডেট পাবো!

  • @azlanongo173
    @azlanongo173 Год назад

    Answering to the question asked at 55:00 mins - Karon jei level er strong reaction er kotha bola hocche from the panel shetar jonne jei level er community pool dorkar between land owners , engineers , developers shoho r o stake holders oita nai. it's like a individualist market , shobai achen tobe alada alada tai voice ta to durbol . ami mone kori the engineers and the architects the people on the screen speaking so passionately are the only ones with the community . Apnnader infact uchit connect kora the land owners to create a pool to make it a stronger voice. the land owners are individually weak n unaware mostly

  • @mehedihasananik7730
    @mehedihasananik7730 Год назад

    স্যার AAC ব্লক নিয়ে একটি ভিডিও দেন

  • @MD.MONWER.HOSSAIN_KHAN
    @MD.MONWER.HOSSAIN_KHAN Год назад

    IAB এর উচিত ঢাকার প্রতিটি ওয়ার্ডে পাবলিক স্পিকিং করা। ৬০ নং ওয়ার্ডে সাগতম।

  • @151samawatjoairia5
    @151samawatjoairia5 Год назад

    প্রকল্প পপরিচালক এর নিকট সবিনয় অনুরুধ : কার জন্য ? কার খতি করে কাকে লাভ দিচ্ছেন ?

  • @laminaimam8083
    @laminaimam8083 Год назад

    আমার দুটো প্রশন-
    ১)যদি DAP শুধু Dhaka Area Plan হয় সেক্ষেত্রে কুমিল্লায় কেন ড্যাপের কারনে plan effected হবে?
    ২) FAR এর হিসাব কি ঢাকা ও অন্যান্য জেলায়, কুমিল্লায় একই 31:30 31:32 ?

    • @YousufZaman
      @YousufZaman Год назад

      DAP means Detailed Area Plan (DAP) not Dhaka.
      Area wise FAR value will be different.

  • @md.golammostafa6769
    @md.golammostafa6769 Год назад +1

    private has any social responsibilities. particularly developer company. would please explain anyone.

    • @ArNiloy
      @ArNiloy  Год назад +2

      ডেভলপার কোম্পানিরাতো আসলে ব্যবসায়ী, কিন্তু এটাও সত্য ঢাকার জমির যে মূল্য ডেভলপাররা যদি প্রজেক্ট না করতো এই শহরের মানুষের আবাসনের সমস্যা সমাধান হতো না । আপনি যদি প্রশ্ন করেন নিম্নবিত্ত মধ্যবিত্তের জন্য ডেভলপাররা সামাজিক দায়বদ্ধতা থেকে কি করেছে তাহলে , সে প্রশ্নের উত্তর আমার কাছে নাই।

    • @babu1024
      @babu1024 Год назад

      ​@@ArNiloy but highier land of dhaka benefits whom? What its contribution to people, country & ebvironment. I think private developers & architects are also contributing significantly to make this city a wrost city of the region.....

    • @ArNiloy
      @ArNiloy  Год назад +3

      ঢাকার স্থাপনা নির্মাণের জন্য একটা গেজেট করা আইন আছে যেটাকে আমরা বিধিমালা ২০০৮ বলি, এই বিধিমালা মেনে ঢাকায় যতগুলো স্থাপনা হয়েছে আপনি যদি সরাসরি গিয়ে দেখেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটা স্থাপনাও আপনি দেখাতে পারবেন না যেখানে সবুজ বাগান নাই চারদিকে খোলামেলা নাই সামনে প্রশস্ত রাস্তা নাই। নগরীকে সুন্দরভাবে গড়ে তুলতে যতরকম ব্যবস্থা সবকিছুই এই স্থাপনা গুলাতে আছে, সরকার নিবন্ধিত ভালো ডেভলপার গুলা বাধ্য এই নিয়ম মেনে স্থাপনা করতে না হলে তারা অকুপেন্সি সার্টিফিকেট পায় না এবং ফ্ল্যাট বিক্রি করতে পারে না। সমস্যা হল ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা নির্মাণ প্রতিষ্ঠান এবং রাজুউকের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সহায়তার বলে নির্মিত স্থাপনা গুলো এই শহরের বারোটা বাজিয়ে দিচ্ছে। ড্যাপ এর সবচেয়ে বড় সমস্যা কি জানেন, জনঘনত্ব কমানোর নামে আবাসন প্রকল্পের উপরে হাত দিলেও কমার্শিয়াল প্রজেক্টের কিন্তু আগের অবস্থাই রেখে দিয়েছে। এই শহরে হাজার হাজার উঁচু উঁচু হাইরাইজ কমার্শিয়াল বিল্ডিং হবে সেখানে অফিস আদালত হবে, ধানমন্ডি গুলশান বারিধারা এসব জায়গায় উঁচু দালানে অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা থাকবে , কিন্তু এসব অফিসে যেসব মধ্যবিত্ত শ্রেণীর লোকজন চাকরি করবে তাদেরকে থাকার কোন ব্যবস্থা এ শহরে রাখবে না ,এমনকি এই শহরতলীর আশেপাশের যে অংশগুলো আছে যেমন সাভার গাজীপুর কেরানীগঞ্জ এখানেও বাড়ি করার সুযোগ দিবে না। সত্য কথা বলতে স্থপতিদের আসলে এখানে কাজের সমস্যা বেশি হবে না, কিছুদিনের এই স্থবিরতা সামনে হয়তো কেটে যাবে।(কারণ গুলশান বনানী বারিধারা ধানমন্ডি জলসিড়ি এইসব জায়গায় আগের নিয়মের চাইতে খুব একটা পরিবর্তন হয় নাই, যদি আট তলা পাইতো এখন হয়তো ছয় তলা অথবা সাত তলা পাচ্ছে কিন্তু যে জায়গায় ড্যাপ এর কারণে ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে এসব এলাকার বাইরে ছয় তলা বিল্ডিং এর জায়গায় তিনতলা হয়ে যাচ্ছে) ফলে সমাজের মধ্যবিত্ত শ্রেণীর লোকজনের ঢাকায় নিজের একটা আবাসনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ,এমনকি যারা ছোট্ট একটা জমির মালিক এই শহরে সেই মানুষটার স্থাপনা করার সাহস পাবে না নতুন ডেপের খড়গের কারণে।বাড়ি করা তো দূরের কথা এক একটা ফ্ল্যাটের দাম যে জায়গায় গিয়ে ঠেকবে তা মানুষ কল্পনাও করতে পারছে না। পেশাজীবী সংগঠন হিসাবে স্থাপতী ইনস্টিটিউট প্রথম থেকেই সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এর বিরোধিতা করে আসছে.....

  • @mohammadmahmod2024
    @mohammadmahmod2024 Год назад

    Why not going building developers outside Dhaka city’s?

  • @a.razzakkhan8495
    @a.razzakkhan8495 Год назад

    যে আইন অধিকাংশ মানুষ মানতে পারে না এমন কি যারা আইন করেন তারাও মানেন না এমন আইন করা উচিত নয় যেমন রাজউকের পূর্ববর্তী নিয়মে কেহই নিয়ম মেনে করে নাই এবং বিনিময়ে বহু লাখ টাকা ঘুষ দিতে হয় ।

  • @abdullahfahad6388
    @abdullahfahad6388 Год назад

    how can I attend a dap meeting

  • @mansurabu9500
    @mansurabu9500 Год назад

    Architect business! What a peculiar system of RAJUK is!

  • @SomaIslam1993
    @SomaIslam1993 Год назад

    Will dap 2022 be changed?

  • @topspeedprintingsolution387
    @topspeedprintingsolution387 Год назад

    ভাইয়া,৬ কাঠা যায়গাতে ৮ তলার অনুমতি পেয়েছি,জানুয়ারী ২০২৪ এ কাজ শুরু করবো ইনশাল্লাহ।
    এখন যদি নতুন নিয়ম হয় Floor বেশি করার,তখন কি ৮তলার বেশী করার অনুমতি পাওয়া যাবে একই যায়গায়,যদি এখানে ১০ তলা বা ১২ তলা করতে চাই?

    • @ArNiloy
      @ArNiloy  Год назад

      নতুন করে ছাড়পত্র নিতে হবে

    • @topspeedprintingsolution387
      @topspeedprintingsolution387 Год назад

      @@ArNiloy কাজ শুরু করার পরেও কি নতুন করে "নতুন অনুমতি পএ" পাওয়া যাবে?..

  • @ABC-dc2nj
    @ABC-dc2nj Год назад +2

    ২০২৩ এর মধ্য এই ড্যাপ রিভিও/সংশোধন হওয়ার সম্বভনা আছে কি?

    • @ArNiloy
      @ArNiloy  Год назад +2

      ache ,,,,

    • @ArNiloy
      @ArNiloy  Год назад +2

      June ei akta update asbe asha kora jacche…

  • @Hassan-xs4ng
    @Hassan-xs4ng Год назад

    ভাই আপনি আমাকে প্লান ফরে দিবেন আমি গ্রামে থাকি,❤❤❤❤❤❤❤

  • @tahrimarahman8321
    @tahrimarahman8321 Год назад

    Latest update ki?

    • @ArNiloy
      @ArNiloy  Год назад

      অপেক্ষায় আছি আপডেট এর।

    • @tahrimarahman8321
      @tahrimarahman8321 Год назад

      এবছরের মধ্যে সংশোধন হবার কোন চান্স আছে?

    • @ArNiloy
      @ArNiloy  Год назад +1

      Ai mash ta wait Kore dekhen.

  • @highway6870
    @highway6870 Год назад +3

    একদম বাজে নিয়ম এখন

  • @highway6870
    @highway6870 Год назад +3

    পাঁচ কাঠা জায়গায় নয়তলা বা দশতলা না করতে পারলে টিনের ঘর বা বস্তি বানিয়ে ভাড়া দিয়ে দিব মাসে দেড় লাখ টাকা ভাড়া আসবে

    • @darpankantidey2342
      @darpankantidey2342 Год назад

      সরকার আসলে ঢাকা শহরের জমিতে বস্তি বানাতে চাচ্ছে

  • @engr.md.saifulislam2709
    @engr.md.saifulislam2709 Год назад

    We want 2008 dap rule

  • @Hassan-xs4ng
    @Hassan-xs4ng Год назад

    ভাই আপনি ছিলেন এখানে?

  • @tanzirhasan7119
    @tanzirhasan7119 Год назад

    Land owner der bolen rastar jonno land kicu cere dite....

  • @tanzirhasan7119
    @tanzirhasan7119 Год назад

    Vai baddate kicu akta koren...amader 10 katha land.....but akhon shunci 10 katha only 7 tola hobe....jekhane amar loss hocce....amra shathe aci....land owner ra

  • @Hassan-xs4ng
    @Hassan-xs4ng Год назад

    আপনিতো ছিলেন, দেখলাম

    • @ArNiloy
      @ArNiloy  Год назад

      ড্যাপ রিভিউ এর IAB সাব কমিটির সদস্য হিসাবে আমিও কাজ করছি।