প্রস্রাব ক্লিয়ার না হওয়ার কারণ ও করনীয়। Reasons for not clearing urine can also be done। হাসপাতাল

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • প্রস্রাব ক্লিয়ার না হওয়ার কারণ ও করনীয়। Reasons for not clearing urine can also be done। হাসপাতাল
    প্রস্রাব ক্লিয়ার না হওয়ার কারণ ও করনীয়। Reasons for not clearing urine can also be done। হাসপাতাল
    প্রস্রাব ক্লিয়ার না হওয়ার কারণ ও করনীয়। Reasons for not clearing urine can also be done। হাসপাতাল
    #urineinfection #urinarytract #healthtips
    ------------------------------------------------------------
    Advanced Center of Kidney & Urology (ACKU)
    A premier Superspeciality Urology Center of DCIMCH in Dhaka. ACKU is committed to provide it’s patients with international level comprehensive urology facilities with the latest technology and skills. ACKU is also committed to it’s foundation principles of infusing ethics and a human touch, back into the field of medicine.
    ACKU has developed state of the art programs for a number of male and female urological conditions such as: Prostate Cancer, Kidney Cancer, Bladder Cancer, Testicular Cancer, Benign Prostatic Hyperplasia (BPH), Urinary Incontinence and Erectile Dysfunction.
    ACKU has introduced for the first time in Bangladesh Thulium LASER for Prostate Surgery (THULEP). We have also Holmium LASER for Kidney Surgery by RIRS or Mini PCNL.
    ACKU has one stop stone clinic delivering it’s services by ESWL (SIEMENS, Germany), Holmium LASER for Bladder Stone, URS (Ureteric Stone), RIRS (Kidney Stone), Mini PCNL (Kidney Stone) at reasonable cost.

Комментарии • 661

  • @mdraselmolla7481
    @mdraselmolla7481 Год назад +39

    অনেক অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর করে গুছিয়ে সবাইকে বোঝানোর জন্য আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন

  • @SAROWAR-qn1ou
    @SAROWAR-qn1ou 2 месяца назад +9

    ওরে আল্লাহ কি যে জ্বালা,আল্লাহ সবাই কে এ রোগ থেকে যেন চিরদিনের জন্য মুক্তি দেয়

    • @Sajalorpo
      @Sajalorpo Месяц назад

      ভাই আপনার রোগ সমাধান হয়েছে?

  • @milankantidebmilandeb6477
    @milankantidebmilandeb6477 Год назад +10

    কত সুন্দর ভাবে যে ডাক্তার সাহেব প্রস্রাবের সমস্যা বলী বুঝিয়ে বললেন, শুনে খুব ভালই লাগলো। আমি ওতো প্রস্রাবের রোগী ও C K D রোগী। ডাক্তার সাহেবের কাছ থেকে আরো বেশি বেশি এ ধরনের সাক্ষাৎকার প্রত্যাশা করি। ডাক্তার সাহেবকে অশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন, কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা ডাক্তার সাহেবকে সর্বদা ভাল রাখুন এবং দীর্ঘায়ু প্রদান করুন এটাই প্রার্থনা করি।

  • @ratanchakraborttiy
    @ratanchakraborttiy Год назад +8

    অসংখ্য ধন্যবাদ স্যার , আপনি একদম সরল ভাবে বুঝিয়েছেন , আমার এই সমস্যা ছোট বেলা থেকেই, আমি কিছুদিন পর পর এই সমস্যায় ভুগি। ঈশ্বর আপনার মঙ্গল করুন আমার জন্য দোয়া করবেন স্যার ।

  • @FatemaAkter-cd4vd
    @FatemaAkter-cd4vd Год назад +29

    স‍্যার আপনাকে আল্লাহ্ নেক হয়াত দান করুক।

  • @user-cp6fn8ee2s
    @user-cp6fn8ee2s Год назад +94

    আল্লাহ জেনো এই রোগ থেকে সবাই কে মাপ করে দেয় আমিন

  • @MuftiSabirHossain1959
    @MuftiSabirHossain1959 День назад +1

    আল্লাহ এরকম রোগ থেকে সকলকে মুক্তি দান করুন আমীন

  • @fazlulhoque2119
    @fazlulhoque2119 Год назад +11

    অনেক অনেক মুল্যবান কথা গুলো শুনে ভালো লাগলো
    ডাক্তার সাহেবের নেক হায়াত কামনা করছি
    আল্লাহ পাক আপনাকে ভালো রাখুন

  • @sorabuddinofficial1101
    @sorabuddinofficial1101 10 месяцев назад +3

    অসাধারন , কথা বলার ধরন আপনার কাছে শিখতে হবে ,সত্যিই খুব ভালো লাগে আপনি যে ভাবে বুঝিয়ে বলেন

  • @wahidurrahman1361
    @wahidurrahman1361 Год назад +4

    স্যার আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন 🤲 💐 বিনা মূল্যে আপনার সুন্দর সাজেশন সদকায়ে জারিয়া হিসাবে কবুল হবে ইনশাআল্লাহ 🤲💐

  • @salekkhan4072
    @salekkhan4072 Год назад +17

    অসাধারণ আলোচনা।ধন্যবাদ doctor সাহেবকে।

  • @nahidangel4591
    @nahidangel4591 Год назад +16

    স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মহামূল্যবান কথাগুলোর জন্য

  • @ariyandildar4376
    @ariyandildar4376 Год назад +6

    সুন্দর কথা গুলো আমাদের বলার জন্য ভালোবাসা রইল সবসময় আল্লাহ জেনো নেক হায়াত দান করুন আপনাকে আমিন

  • @jamalhossain3201
    @jamalhossain3201 8 месяцев назад +3

    স্যার অনেক সুন্দর করে বুঝিয়ে দিলেন। কিন্তু সত্যি বলতে কি অনেক ডাক্তার রোগীর সমস্যা টাও ভালো করে শুনতে চান না।

  • @smsaddamhossain649
    @smsaddamhossain649 Год назад +7

    কী চমৎকার উপস্থাপনা! আর কী সুন্দর করে বুঝালেন স্যার!!
    আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @shakhawathossain6268
    @shakhawathossain6268 Год назад +99

    এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে খুব একটা দেখা যায়না। অন্তর থেকে দোয়া রহিল ভালো থাকবেন।ফীআমানিললাহ।

  • @user-hz4ms1nq2y
    @user-hz4ms1nq2y Год назад +6

    অনেক, অনেক ধন্যবাদ স্যার। অসাধারণ। আপনার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করি।

  • @hm.salamsarkar9788
    @hm.salamsarkar9788 Месяц назад

    অসাধারণ, সত্যিই অসাধারণ লাগলো। এত সুন্দরভাবে গোছালোভাবে সাজেশন দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @ojjulprodhan6757
    @ojjulprodhan6757 Месяц назад

    অনেক অনেক ধন্যবাদ ডাক্তার দাদু আমার প্রস্টেট চিকিৎসা হইছে কিন্তু এখনো অনেক ঘন পস্রাফ হচ্ছে এ নিয়ে অনেক চিন্তা হচ্ছিল কিনতু আপনার ভিডিও দেখে লেনসন অনেকটা কমে গেল 🤍💜😊

  • @nazirhossain4228
    @nazirhossain4228 Год назад +2

    স্যার আপনাকে অনেক্-অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা----! এমন্--- সহজ-সরল ও সাবলীল ভাষায় সুন্দর করে উপস্থাপন করার জন্য।

  • @rezaulislam9723
    @rezaulislam9723 11 месяцев назад +1

    আসালামুআলাইকুম।
    ডাক্তার সাহেব আপনার সঠিক ও সুন্দর এবং মুল্যবান মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার প্রতি ভিডিও আমি দেখি। এই সমস্যা আমার আছে। কিন্তু এই সমস্যার জন্য অপারেশন করতে কতো টাকা খরচ হবে। এটা বললে
    দর্শকদের জন্য উপকার হতো। অথবা এই চিকিৎসা মানে অপারেশন বাবদ কতো খরচ হতে পারে এর একটি ভিডিও দিলে আপনার দর্শকদের জন্য ভীষণ উপকার হতো।

  • @jahangirAlam-nd9of
    @jahangirAlam-nd9of Год назад +1

    সার আপনার কথাগুলো শুনতে খুব ভাল লাগে,স্যার আমার একটা যন্ত্রনা ও মানসিক চাপেরওযন্রনার মধ্যে আছি। মুত্রথলি ওমত্রনালীর সংযোগ স্থলে মাংস বাড়তি, ডাক্তাররা অপারেশনের কথা
    বলে,করলে নাকি অনেক সমস্যা হইতে পারে এজন্য পরিবারের সবাই চিন্তার মধ্যে আছি পরামর্শ দিলে উপকৃত হব।

  • @ssmagicking6280SHAKILAHMED
    @ssmagicking6280SHAKILAHMED Год назад +8

    আমার বয়স ২৪ বছর কিন্তু আমার পানি খেলে ঘন ঘন প্রসাব হয় এটা কি ধরনের সমস্যা হতে পারে সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করবেন

  • @mdsahidul1552
    @mdsahidul1552 Год назад +4

    মাশাআল্লাহ। অনেক সুন্দর করে বুলিয়ে বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি স্যার।

  • @mdbakhorali2654
    @mdbakhorali2654 Год назад +3

    প্রয়োজনীয় তথ্যসহ সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা মানুষের উপকারী, এই জন্য ডঃ সাহেবকে আশি'বাদ।

    • @hospital_acku
      @hospital_acku  Год назад

      Thanks

    • @jamalabdulh1040
      @jamalabdulh1040 Год назад

      @@hospital_acku স্যার আমি আপনার সাথে দেখে করতে চাই কি ভাবে করো আমি ঠিকানা জানি না দয়া সবার কাছে অনুরুদ সবাই কে বলি দয়া করে আমাকে একটু ঠিকানা দেন

    • @habiburrahman-oi1nl
      @habiburrahman-oi1nl 11 месяцев назад

      ঠিকানা, কন্টাক নাম্বারটা জরুরী দরকার ছিল

  • @drsmshafiq6583
    @drsmshafiq6583 6 месяцев назад +1

    স্যার এর পরামর্শমূলক আলোচনা খুব সুন্দর ও গোছানো। দোয়া ও শুভকামনা রইল স্যার।

  • @mdmasum8744
    @mdmasum8744 Год назад +1

    আলহামদুলিল্লাহ স্যার আপনার মত এত সুন্দর করে কেউ বুঝিয়ে বলেনি ধন্যবাদ স্যার আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন।

  • @AbdurRazzak-zy6tp
    @AbdurRazzak-zy6tp Год назад +4

    বিশুদ্ধ উচ্চারণ,সুন্দর বচনভঙ্গি,সূপরামর্শের জন্য ডাঃ সাহেবকে ধন্যবাদসহ দোয়া কামনা করি

  • @enamulhoque1618
    @enamulhoque1618 Год назад +4

    কোন ডাক্তার বিষয়টি এত বিশদভাবে ব্যাখ্যা করে বলেননা। উনার জন্য দোয়া রইল।

  • @bikromroy7580
    @bikromroy7580 7 месяцев назад +1

    আপু আপনারে ভাল লাগছে,,,সেই সাথে এমন ডাক্তারের পরামর্শ সত্যি অসাধারন।।

  • @mdalauddin1649
    @mdalauddin1649 Год назад +2

    স্যারের প্রজ্ঞাবান আলোচনা ও ভাষার মাধুর্যতা খুব সুন্দর।আমি অভিভূত!!

  • @S1.533
    @S1.533 11 месяцев назад +2

    ডাক্তার এমনই হওয়া উচিত ধন্যবাদ আপনাকে

  • @ayeashasiddika382
    @ayeashasiddika382 9 месяцев назад +1

    ধন্যবাদ স্যার। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।মহিলাদের প্রসাবের সমস্যা হলে করণীয় কী?

  • @MdNurmohammdMoral-vx6rz
    @MdNurmohammdMoral-vx6rz Год назад +2

    স্যার আাপনার কথা গুলো খুব সুন্দর স্যার আাপনি এই ভিডিওতে যেই ঔষধ গুলোর কথা বলেন সেই ঔষধ গুলো থেকে যেকোন একটা খেলেই হবে জানালে খুশি হতাম

  • @bikashchandroroy7723
    @bikashchandroroy7723 9 месяцев назад +2

    স্যার, আমি ঠিক এই সমস্যায় আছি । আমি খুবই টেনশনে আছি এবং আমি ঠিকমত টেনশনে আছি ।

  • @user-mp9ue9se3d
    @user-mp9ue9se3d Год назад +7

    মহিলাদের এই সমস্যা হলে কিভাবে সমাধান করবে, সে ব্যপারে কিছু বললে মহিলারা উপকৃত হতো। ধন্যবাদ

  • @kosterjibon3470
    @kosterjibon3470 11 месяцев назад +1

    স্যার আপনার ভাষার সাথে সুন্দর কোমল হৃদয়টিও ফুটিয়ে তোলার জন্যে আপনাকে ধন্যবাদ।

  • @user-on1zp6dp4o
    @user-on1zp6dp4o 10 месяцев назад +1

    স্যার আপনার কথাগুলো সব আমার সাথে মিলে গেছে আমার বয়স মাত্র 20 বছর আমার প্রোস্টেট বৃদ্ধি পেয়েছে একটা ঔষধের নাম বলেন

  • @SaimaAfrin-l7f
    @SaimaAfrin-l7f 2 дня назад

    Sir thank you..apnk.. Onk sondr kore bojiachen

  • @md.rashed7474
    @md.rashed7474 6 месяцев назад

    মা শা আল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন।

  • @sahjahanmohammad9838
    @sahjahanmohammad9838 Год назад +8

    মাশা আল্লাহ,সুন্দর,বাবে,আলোচনা,করেচেন

  • @user-oo5mv7zi1t
    @user-oo5mv7zi1t 10 месяцев назад +2

    আসসালামুয়ালাইকুম ডাক্তার বাবু আমার এই প্রবলেমটা অনেকদিন ধরেই হচ্ছে প্রস্রাব ক্লিয়ার ভাবে হচ্ছে না এখন কি করবো অনেক ডাক্তার দেখালাম এরপরেও ঠিক হচ্ছে না প্রস্রাব করার পর প্রায় 4-5 মিনিট প্রসাব পড়তে থাকে আমি আপনার কাছে পরামর্শ চাইছি এখন ঠিক কিভাবে হবে দয়া করে একটু জানাবেন স্যার

  • @sandipankuila1119
    @sandipankuila1119 Год назад +1

    আপনার বিশ্লেষন ও বাচন ভঙ্গী খুব সুন্দর।

  • @mnewsbd993
    @mnewsbd993 Год назад +2

    খুব সুন্দর করে বোঝানোর জন্য শুভকামনা রইলো আপনার জন্য ধন্যবাদ।

  • @Mdmizanofficial...
    @Mdmizanofficial... Месяц назад

    উপস্থাপনা অনেক সুন্দর স্যার ভালোবাসা অবিরাম আপনার জন্য

  • @manwarhossain5953
    @manwarhossain5953 Год назад +4

    স্যারের উপস্থাপনা দক্ষতা অদ্ভুত। আমি উনার উপদেশসমূহ শুনে সত্যিই মুগ্ধ!

  • @kadersalahuddin1212
    @kadersalahuddin1212 Год назад +7

    স্যার আপনার কথা শুনলেই রোগী ভাল হয়ে যাবে

  • @mhhamidvlog72
    @mhhamidvlog72 Год назад +1

    স্যার আপনার এই উপস্থাপনাটা আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার কথায় ধন্যবাদ স্যার আপনাকে

  • @user-xr8zc7if3c
    @user-xr8zc7if3c 11 месяцев назад +1

    স্যার আমার প্রসব বাধা গ্রসহ এবং বার হয়। আমি একজন বিশেষজ্ঞ অধ্যাপক দেখাইয়াছি। তিনি অপারেশন করার জন্য উপদেশ দিয়েছেন। কিন্তু আপনার সুনদারঅলোচনায় আমি খুবই মুগ্ধ হয়েছি। তাই আপনার কাছে আমি অপারেশন টা করতে চাচ্ছি। লেজার রশ্মি দ্বারা করলে মিলিয়ে কত টাকা লাগতে পারে সাধারণ একটা ধারণা পেলে খুবই খুশি হতাম
    ধন্যবাদ।

    • @Sajalorpo
      @Sajalorpo Месяц назад

      ভাই আপনার কি রোগ সমাধান হইছে? আর আপনার বয়স কত?

  • @aklasjomadder642
    @aklasjomadder642 9 месяцев назад +1

    জনাব আমি ইটালী প্রবাসী,আপনার কথাগুলো অনেক ভালো লাগে।আমি কি আপনার সাথে দেখা করতে পারি?ধন্যবাদ

  • @enamulhaque2638
    @enamulhaque2638 11 месяцев назад

    ছ্যার আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর করে কথা বলার জন্যে,, আমার ভাইয়ের ঠিক এই সম্যস্সা বহু দিন চিকিৎসা করা হয়েছে কিন্তু সাড়ে না,, কি করবো যদি একটু বলতেন

  • @mizanurrahman9089
    @mizanurrahman9089 11 месяцев назад +2

    আল্লাহ রাব্বুল আলামিন স্যার কে সব সময় সুস্থতা এবং নেক হায়াত দান করেন আমিন

  • @shahinurrahman4917
    @shahinurrahman4917 Год назад +5

    অসাধারণ, ধন্যবাদ আপনাকে।

  • @ashokkumardas4781
    @ashokkumardas4781 3 месяца назад

    Thanks doctor for giving complete knowledge which is not available anywhere. From india

  • @md.shahariarrifat6571
    @md.shahariarrifat6571 Год назад +1

    স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথা গুলো শুনে অনেক কিছু জানতে পারলাম।

  • @LiveHatBazarL28
    @LiveHatBazarL28 9 месяцев назад +3

    যাদের ফুটা ফুটা প্রসাব ঝরে তাদের বলছি।
    আমারো এই সম্যসা হয়েছিল এখনো আছে তব আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই কমেছে।
    আমি এষুধ খেয়ে দেখেছি কাজ হয়নি।
    তারপর আমি একটি আমল করি সুরা ফাতিহা একবার সুরা নাস একবার পড়ে পানিতে ফু দিয়ে খাই আলহামদুলিল্লাহ গতকয়েকদিনের তুলনায় আমি ভালো বুঝছি আল্লাহ আমাকে সারিয়ে তুলছেন।
    পাশাপাশি কিগেল ব্যায়ামটি করুন।
    ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন।

  • @manoranjanojha7121
    @manoranjanojha7121 10 месяцев назад +1

    স্যার, আমার বারবার প্রসাবের জন্য চট্টগ্রামে DR.GM Zakir sir কে দেখাইছি......
    স্যার
    Tab:Mirabeg 25 (0+0+1)
    চলবে বলছে.....
    এটা সর্বোচ্চ কত মাস খেতে হবে স্যার।
    আমি দীর্ঘ ৬ মাস যাবৎ খাইতেছি

    • @hospital_acku
      @hospital_acku  10 месяцев назад

      প্রফেসর ডাঃ সোহরাব হোসেন সৌরভ
      এমবিবিএস,এমএস(ইউরোলজি)
      প্রফেসর এন্ড হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ইউরোলজি
      চেয়ারম্যান, অ্যাডভান্স সেন্টার অফ কিডনি এন্ড ইউরোলজি
      প্রাক্তন বিভাগীয় প্রধান, ইউরোলজি -শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
      #চেম্বারঃ
      অ্যাডভান্স সেন্টার অফ কিডনি এন্ড ইউরোলজি
      ব্লক# ৪/ক , রিং রোড ,শ্যামলী ,ঢাকা-১২০৭
      ফোন :+৮৮০২৪৮১২০০৩৬-৩৮
      মোবাইল : ০১৭৪১৫০৫২৬৫,০১৭৪৬৩৪৪১৭৯,০১৩০৬৪৪৩১৩৩

  • @husinhusin2655
    @husinhusin2655 10 месяцев назад +1

    স্যার ধন্যবাদ আপনাকে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন স্যার প্রস্টেট অপারেশন করলে কি কোনদিনই সন্তান প্রয়জন হয়না..?

  • @jahirchowdhury2472
    @jahirchowdhury2472 Год назад +1

    Thank you very much for your Beautiful presentetion, Allah SWT grant you Healthy long life

  • @petar420
    @petar420 Год назад +5

    স্যার, আমার UTI হয়েছে ২০১৮ সালে।
    ইউরিন কালচার করে জানা গেলো E.Coli দাই।
    ৮ মাসের মত বিভিন্ন রকম এন্টিবায়োটিক খেলাম ডাক্টারের পরামর্শে। শেষে সকল এন্টিবায়োটিক রেজিস্টেন্ট হয়ে গেলো।
    এখন আমি কি করতে পারি?
    ভিষণ বিপদে আছি।
    আমাকে বলবেন কি, কোন সমাধান আছে কি না।

  • @mdmijanurrahoman4247
    @mdmijanurrahoman4247 Год назад +1

    স্যার আমার বয়স পয়ত্রিশ প্লাস। ঘন ঘন প্রসাব সহ তলপেটে জালা পড়া হয় এবং দিনভর তল পেট ভার,ভার থাকে কিন্তু জালা পড়া হয় রাত তিনটার পর থেকে ভোর সাতট,আটটা এমনকি ঘুম থেকে উঠার আগ পর্যনত।তারপরে যখন বাশিপেটে বাতরুমে এবং টয়লেটে যায় তখন ব্যথাটা কিছু কম অনুভব হয়।আর এমনিতে দিনভর ঘন,ঘন প্রসাব সহ তলপেট ভার হয়ে থাকে রাতেও ঘন,ঘন উঠতে হয় কিন্তু প্রসাবে জালা-পোড়া নেই। আর একটা বিষয় প্রসাব কিলিয়ার হয় না মনে হছসে প্রসাব ভিতরে জমা আছে এবং কুত দিয়ে, দিয়ে করতে হয়।এ বিষয়টা একটু জানাবেন অথবা আমি কী করতে পারি একটু বুঝিয়ে বলবেন।

  • @imrantvbangla
    @imrantvbangla 9 месяцев назад +1

    ডাঃ এমনই হওয়া উচিৎ

  • @salim-pw8xw
    @salim-pw8xw 11 месяцев назад +1

    ধন্যবাদ সার এতো সুন্দর করে বুজিয়ে বলার জন্য

  • @neamulislam2723
    @neamulislam2723 6 месяцев назад

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিলেন।

  • @MdTuhin-ff7wt
    @MdTuhin-ff7wt 2 месяца назад

    আল্লাহপাক সবাইকে সুস্থতা দান করুক আমিন আল্লাহ সর্বশক্তিমান

  • @MDkhayrulislamMDkhayrulislam
    @MDkhayrulislamMDkhayrulislam Год назад +1

    স‍্যার প্রেগনটে অবস্থায় প্রসাবে pus cell 8-10 এবং প্রসাব রাস্তা টন টন করে কি ঔষধ খাইলে ভালো হবে স‍্যার

  • @na76na19
    @na76na19 Год назад +1

    স্যার কিডনির জি এফ আর পরিক্ষা কি রক্তের পরীক্ষা নাকি আর করতে কত ঘন্টা সময় লাগে দয়া করে জানাবেন স্যার এই পরিক্ষা সব যাগায় হয় না স্যার❤❤

  • @mdakibhasan4981
    @mdakibhasan4981 6 месяцев назад +1

    কতো সুন্দর উপস্থাপনা।

  • @rumman.adsparkbd
    @rumman.adsparkbd Год назад +8

    স্যার❤ আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    আমি আমার সমস্যা সম্পর্কে একটা পরিস্কার ধারণা পেয়েছি।
    আল্লাহ্ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন🥳🥳

    • @ShopNow0.3
      @ShopNow0.3 Год назад

      আপনি কি অসুধ খেয়েছেন?

  • @phareatv
    @phareatv 8 месяцев назад +1

    All are right sir.Thanks to presentation of public health related fetal disease awarness.

  • @DebashreeJha-pc2zs
    @DebashreeJha-pc2zs 2 месяца назад

    ❤কভ ভালো dr ভারতীয় ঈশ্বর অপনি ভালো রাখে

  • @mustafachowdhury258
    @mustafachowdhury258 Год назад

    Sir এত সুন্দর করে বলার জন্য অসংখ্য ধন্যবাদ । আপনাকে কোথায় দেখাতে পারি যানাবেন please 🙏.

  • @ahmadmansur9122
    @ahmadmansur9122 Год назад +1

    মাশাআল্লাহ খুব সুন্দর বর্ণনা, আল্লাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করুন।

  • @user-dh4xs1no5p
    @user-dh4xs1no5p 9 месяцев назад +1

    অনেক সুন্দর আলোচনা করার জন্য ধন্যবাদ

  • @kawserahmed7186
    @kawserahmed7186 Год назад +2

    স্যার আমার প্রস্রাব অনেকদিন ধরে হলুদ হচ্ছে,,সকালে হলুদ হয় পরে আস্তে আস্তে গোলা হয়ে যায়। সমস্যাটা ৪ মাসের বেশি সময় ধরে। এখন আমি কী করব

  • @sorwaralam8891
    @sorwaralam8891 9 месяцев назад +1

    স্যার ইউরেত্রা প্লাস্টি সারর্জারীর পরে প্রস্রাব ক্লিয়ার করতে কত সেকেন্ড সময় লাগতে পারে যদি বলতেন?

  • @mdmuhammmadkhan6155
    @mdmuhammmadkhan6155 Год назад +1

    স্যার অপারেশন করার পর অনেক রক্ত ঝরে তাহলে বিলিীটিংগুলি কিভাবে বন্ধ করা যাবে অনেক সময় দেখা যায় যে সেগুলি বন্ধ হচ্ছে না ৭-৮ দিন দশ দিন হয়ে যাচ্ছে রক্ত বন্ধ হচ্ছে না করনীয় কি জানতে চাই।

  • @mdmintu1964
    @mdmintu1964 Год назад +7

    এত সুন্দর পরামর্শ দিয়ার জন্য অনেক ধন্যবাদ স্যার

  • @md.nazimuddinsk5384
    @md.nazimuddinsk5384 Год назад +1

    মা শা আল্লাহ ওনেক সুন্দর পরামর্শ,,,,,

  • @rayhanalikhan3430
    @rayhanalikhan3430 11 месяцев назад +1

    স্যার আপনি যে সিমটম গুলো বললেন সবই আমার মধ্যে রয়েছে আমি একবার প্রস্টেট অপারেশন করেছি, তারপরও সমস্যা গুলো একের পর এক হয়েই যাচ্ছে আমি আপনাকে দেখাতে চাই দয়া করে আপনার চেম্বারের ঠিকানা কি দেওয়া যাবে?

    • @hospital_acku
      @hospital_acku  11 месяцев назад

      PROF. DR. SHOHRAB HOSSAIN SOURAV
      MBBS, MS (Urology)
      Advanced Centre of Kidney & Urology
      Block # 4/Ka, Ring Road, Shamoly, Dhaka-1207
      Dhaka Central International Medical College Hospital
      Phone : 01306-443133, 01741-505265

  • @serajsikdar7639
    @serajsikdar7639 Год назад +2

    সুন্দর কথা বলেছেন স্যার

  • @MDISLAMTST
    @MDISLAMTST 11 месяцев назад +2

    আমার ঘনঘন প্রসাব আর পেটে ব্যথা করে। আর কোমরে ব্যথা করে আর মাথা গুড়ে আর তল পেটে ব্যথা করে আর বমি বমি ভাব হয় প্লিজ স্যার বলেন এটা কি সমস্যা

  • @MdHassan-ig6ye
    @MdHassan-ig6ye 9 месяцев назад +1

    Allahpak bless you and your family forever. Long leave our Doctor ❤ ❤ 🎉

  • @raziasultana48
    @raziasultana48 Год назад +1

    মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আলোচনা ধন্যবাদ।

  • @heartzofsongs8253
    @heartzofsongs8253 11 месяцев назад +1

    আমার যেটা হয় সেটা হচ্ছে- প্রস্রাব শেষ হয়েছে মনে হলেও ২-৩ সেকেন্ড পরে আবার হচ্ছে। প্লিজ কি করতে হবে?

  • @riponripon.2154
    @riponripon.2154 Год назад +1

    আসসালামু আলাইকূম
    স‍্যার আমার মার কিডনি সমস্যা সরিলে অনেক পানি। পস্রাব হয়না এখন কি ব‍্যাবস্থা আছে স‍্যার বলেন প্লিজ

  • @user-ej4or9je8z
    @user-ej4or9je8z 9 месяцев назад +1

    এই সমস্যা আমার আছে। ধন্যবাদ

  • @monirhossain-em7qe
    @monirhossain-em7qe Год назад +1

    I have taken his treatment.very experienced doctor

    • @bikerrony3683
      @bikerrony3683 7 месяцев назад

      Viy uni kon hospital a bosen plz

  • @reshmakhatun8351
    @reshmakhatun8351 4 месяца назад

    লেজার treatment করলে কি স্থায়িভাবে ভালো হয়ে যাবে কি ? আমার মায়ের এই smossa হয়েছে। ডাক্তার লেজার ট্রিটমেন্ট এর কথা বলছে। eta ki safe hobe.??

  • @abhisil1252
    @abhisil1252 Год назад

    Bah khub sundor vabe bojhalen sir, onek onek dhonnobad sir valo thakben ❤

  • @nafisabibinafisabibi7284
    @nafisabibinafisabibi7284 Год назад +1

    Plzz dr babu amr sem pecchap korte gele Mone hoy pecchap clear hoy na chap diye korte hoy jotokhn korbo tokhon sesh hobe na r tolpete bamdik fule thake Keno hoy bolben

  • @MDSalam-cu3gq
    @MDSalam-cu3gq Год назад +1

    আচ্ছালামুয়ালাইকুম আমার জেই সমস্যা টা সেটা হলো প্রসাপ সেস পরজায় কিলিয়ার হয় না ফুটা ফুটা পরে তল পেটে পুস করতে হয় অনেক সময় দরে বসে থাকতে হয় জদি পারেন একটা সমাদান দিবেন

  • @mosaddeqhossain8207
    @mosaddeqhossain8207 Год назад

    এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য স্যারকে অনেক ধন্যবাদ।

  • @ru-mansvlog7348
    @ru-mansvlog7348 Год назад

    খুব সুন্দরভাবে আমাদেরকে বিষয়টা বুঝিয়েছেন ❤

  • @rajibdash3738
    @rajibdash3738 11 месяцев назад +1

    স্যার বয়স যদি ৮০ বছর হয়, তবে কি অপারেশন করা নিরাপদ হবে।ডায়াবেটিস আছে তবে তা কন্ট্রোল আছে। পরামর্শ চাচ্ছি।রোগী পুরুষ।

  • @user-bx9he6xn1h
    @user-bx9he6xn1h 11 месяцев назад +1

    স্যার আমার তো ঘন ঘন প্রস্রাব হয় দিনে অন্তত দিনে এবং রাতে সহ মোট 14 বার হয় এবং প্রস্রাবের থলি অনেকটা ঝুলে গেছে আমি ইউরোলজি ডাক্তার কে দেখাইছি উনি বলছে তিন মাস ঔষধ খাইতে হবে ইউরোম্যাক্স খাইতে হবে দৈনিক পানি 6 গ্লাসের বেশি খাওয়া যাবে না প্রায় 40 দিন খাইছি কোন রেজাল্ট পাইতেছিনা এখন কোন উপায় আছে কি একটু প্লিজ জানাবেন

  • @atikurrahman5313
    @atikurrahman5313 Год назад +2

    খুব সুন্দর উপস্থাপনা

  • @ababiltravel4446
    @ababiltravel4446 Год назад +2

    মাশাআল্লাহ খুব ভাল লাগল।

  • @Nobody-qb7nf
    @Nobody-qb7nf 9 месяцев назад

    ধন্যবাদ স্যার। আমি নাজমা। বয়স ৫৫। বাসা ঢাকা আপনার বর্ননার সাথে আমার সকল সমস্যার মিল আছে।তাই আমি আপনাকে দেখানোর জন্য সহযোগিতা চাই।

  • @omorshek7996
    @omorshek7996 Год назад

    স্যার খুব সুন্দর হয়েছে কথাগুলো আপনাকে অনেক ধন্যবাদ