Must do in Epidemic of fish । মাছের মড়ক রোধে করণীয়। Abeed Lateef

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 сен 2020
  • There may arise different types of problems fish culture due to different pressures.
    Such as extremely high temperature & temperature fluctuations.
    On the other hand, lack of oxygen, as well as adequate supply of natural food, the fish become compelled to over-feed and suffers by eating supplementary feed with them.
    If it rains with thunder after a few days, then with that rain, the amount of nitric acid in the air and the organic acid emitted by the decomposing material on the edge of the pond can enter the pond and increase the amount of acid.
    When the temperature is high, the amount of dissolved oxygen in the pond water decreases a lot due to narrowness of "intermolecular space".
    At the same time there is enough ammonia or nitrogenous substances in the pond water which can come from some fish excrement or inedible food and other animals.
    Faced with a variety of such problems, fish may float at first, failing to cope with oxygen deficiency and environmental stress, and eventually die.
    What we should do to get rid of these-
    -In monthly care
    The gas at the bottom of the pond should be expelled;
    Every month by applying
    * 100-200 grams of lime,
    * 100-200 grams of salt and
    * 50 grams of molasses can easily get rid of chemical problems;
    One of the special care at this time is to reduce the amount of fish meal by half;
    Arrange for water supply if possible;
    Applying oxygen gas tablets 3-4 tablets per decimal for oxygen deficiency;
    Set the aerator as a permanent solution
    If we can take action one day and take care of it, we can certainly be saved from the plague of the month.
    প্রচণ্ড দাবদাহে মাছের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে।
    একদিকে যেমন অসহনীয় তাপমাত্রা অন্যদিকে অক্সিজেনের ঘাটতি সেইসাথে প্রাকৃতিক খাদ্য সরবরাহ যথেষ্ট থাকলে সেগুলি সহ সম্পূরক খাদ্য খেয়ে মাছ মোটামুটি অতিভোজন (over feeding) করে থাকে।
    কয়েকদিন পর পর যদি বজ্র সহ বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টির সাথে বাতাসে থাকা নাইট্রিক এসিড এবং পুকুরের পাড়ে পচনশীল পদার্থ নির্গত অর্গানিক এসিড পুকুরে এসে এসিডের পরিমাণ বাড়তে পারে।
    তাপমাত্রা বেশি থাকলে পুকুরের পানিতে অক্সিজেন দ্রবীভূত থাকার পরিমাণ অনেক কমে আসে।
    একই সময়ে পুকুরের পানিতে যথেষ্ট এমোনিয়া বা নাইট্রোজেনাস পদার্থ যা কিছু মাছের মলমূত্র কিংবা অভুক্ত খাদ্য দ্রব্যের থেকে আসতে পারে।
    এরকমের বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয়ে মাছ প্রথমে ভেসে ওঠা, অক্সিজেন ঘাটতি এবং পরিবেশগত চাপ সহ্য করতে না পেরে পরিশেষে মাছ মৃত্যুর মুখোমুখি হতে পারে।
    এগুলি থেকে রেহাই পেতে যা আমাদের করা উচিত-
    -মাসিক পরিচর্যার মধ্যে
    #পুকুরের তলার গ্যাস বের করে দিতে হবে;
    #প্রতি মাসে
    *১০০-২০০ গ্রাম চুন,
    *১০০-২০০ গ্রাম লবণ এবং
    * ৫০ গ্রামের মতো চিটাগুড় প্রয়োগ করলে রাসায়নিক সমস্যা থেকে সহজেই রেহাই পেতে পারি;
    ##এ সময় বিশেষ পরিচর্যার মধ্যে অন্যতম হলো মাছের খাবার অর্ধেকের অর্থ কমিয়ে দেয়া;
    #সম্ভব হলে পানি সরবরাহের ব্যবস্থা করা;
    #অক্সিজেনের ঘাটতির জন্য শতকে ৩-৪টা করে অক্সিজেনের গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা;
    #স্থায়ী সমাধান হিসেবে এরেটর সেট করা
    আমরা যদি এই পদক্ষেপগুলি নিতে পারি এবং পরিচর্যা করতে পারি তাহলে অবশ্যই মাছের এমন মড়ক থেকে রক্ষা পেতে পারি।
  • НаукаНаука

Комментарии • 188

  • @munnarahman4297
    @munnarahman4297 4 года назад +11

    আসসালামু আলাইকুম স্যার । কেমন আছেন স্যার । আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন আপনার আব্বা আম্মাকে শান্তিতে রাখেন । আপনার জন্যে মাছ চাষে লাভের মূখ দেখতে পেরেছি। আল্লাহ যেন আপনার নেক হায়াৎ দান করেন সুস্থ রাখেন আমাদের মাঝে এই কামনা করি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +5

      আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন।

    • @abhigyanbiswas2388
      @abhigyanbiswas2388 3 года назад

      স্যার আমি আপনার মতামত মেনে মাছ চাষ করি তাতে আমার অনেক ভালো ফল হচ্ছে । তাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদেরকে আরও ভালো ভালো পরামর্শ দিন।

    • @ashadzaman8126
      @ashadzaman8126 3 года назад

      @@abeedlateef8059 স্যার মোলাসেস কতদিন পর পর দিতে হবে?

  • @BelalHossain-bq8fo
    @BelalHossain-bq8fo 4 года назад

    ধন্যবাদ স্যার এই মুহূর্তে পরামর্শ দেয়ার জন্য। আমার মত অনেকেই উপকৃত হবে।

  • @SaifulIslam-es3er
    @SaifulIslam-es3er 3 года назад

    আসসালামু আলাইকুম স্যার। দোয়া করি আপনি সবসময় ভালো থাকেন।। আমি কুমিল্লা থেকে বলছি।। আমি পেশায় সিএনজি চালক।। আমি প্রায় 3।4 বছর যাবৎ আপনার ক্লাস করি ইউটিউব।।। তারপর মাছ চাষে আগ্রহ হই।। এবং দুই বছর যাবত আমি দুইটা পুসকুনি লিজ নিয়ে মাছ চাষ শুরু করি।। এবং সফল হই।। প্রথম 8মাসে।। দের একর পুকুর থেকে 3 লক্ষ টাকা লাভ করি।।। তারপর আরো দুইটা পুকুর লিজ নেই ।। ইনশাআল্লাহ আপনার পরামর্শে তিনটা পুকুর থেকে 6মাস 8মাস পর পর 7।8 লক্ষ টাকা লাভ করি।।। আপনার জন্য শুভকামনা স্যার।। আপনার মত লোক যেন প্রতিটা জেলায় জেলায় একজন করে জন্ম নেয়।।। আর আপনার সন্ধান আমি পাইলে হয়তো আপনাকে ভালো কিছু একটা গিফট দিতাম।।। যদি পারেন আপনার নাম্বারটা কমেন্টে দিয়েন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      আল্লাহ্ আপনাকে মাছ চাষে সফল করুন।

  • @tanvirhuda1478
    @tanvirhuda1478 3 года назад

    Alhamdulillah, dear কি বলবো, এত এত সুন্দর করে যে বুঝিয়ে দিলেন আমাদের, খালি aktai dua আল্লাহ্‌র kase থাকবে আল্লাহ যেনো আপনাকে nek hayat বাড়িয়ে দেন, আমিন

  • @sajedaaktar8088
    @sajedaaktar8088 4 года назад

    আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ এরকম একটা পরামর্শ দেওয়ার জন্য।

  • @sumonjoynalabedin1939
    @sumonjoynalabedin1939 4 года назад +1

    অনেক অনেক সুন্দর আলোচনা প্রিয়।
    কুমিল্লা বুড়িচং থেকে

  • @rashadkhan2004
    @rashadkhan2004 4 года назад

    অনেক সুন্দর একটা পোস্ট।

  • @anowerhossain983
    @anowerhossain983 4 года назад

    আজ আমার পুকুরে তেলাপিয়া,সরপুটি মাছ মরেছে।ভিডিও দেখে এই সমস্যা উওরনের সম্যাক ধারনা পেলাম।ধন্যবাদ আপনাকে।

  • @Anikmondal428
    @Anikmondal428 3 года назад

    খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ স্যার 🙏🙏🙏

  • @mohdshahab826
    @mohdshahab826 4 года назад +3

    আচ্ছালামু আলাইকুম কেমন আছেন ওস্তাদ।
    আজকে ভিডিও ❤ আপনার গামার দেখে ভালো লেগেছে। তবে একটা চেয়ার নিয়ে
    বসে ভিডিও করবেন আপনার কষ্ট হচ্ছে।

  • @khprobal8844
    @khprobal8844 4 года назад +1

    ধন্যবাদ স্যার। আপনার সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করছি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +2

      আল্লাহ আপনারও মঙ্গল করুন।

  • @coolmax9941
    @coolmax9941 2 года назад

    মাশাল্লাহ্ অনেক সুন্দর আলোচনা 💖

  • @bappamondal392
    @bappamondal392 4 года назад +2

    কাকু
    মাগুর ও শিঙী মাছের রেনুর পরিচর্যা 0 দিন থেকে 30 দিন পর্যন্ত । সম্ভাব‍্য রোগ ও তার প্রতিকার , নিয়ে একটি ভিডিও বানালে খুব উপকৃত হতাম ।

    • @farukakash9086
      @farukakash9086 3 года назад

      এই বিষয়ে জানার জন্য অপেক্ষায় রইলাম স্যার।।

  • @mdshahadathussinbhuyanshak4041
    @mdshahadathussinbhuyanshak4041 3 года назад +1

    আজকে হেব্বি লাগছে,নায়ক নায়ক। 👍💖👍💖👍💖👍💖🤣

  • @imranlandsurveyor
    @imranlandsurveyor Год назад

    Good deshi brother

  • @sandipmukherjee1217
    @sandipmukherjee1217 Год назад

    Sir your video is excellent👍

  • @firozalmamun5434
    @firozalmamun5434 4 года назад +3

    স্যার, আড়াই বিঘা জমিতে( ৩৩ শ শতাংশ বিঘা) তে কয়কেজি চিটাগুড় দেব???
    সাথে কি ছাই দেব??
    গোবর খইল দেবার কতদিন পর চিটাগুড় দেয়া যায়???

  • @kamalkantaraul9738
    @kamalkantaraul9738 4 года назад

    অনেক ধন্যবাদ আপনাকে মহাশয়,,ভালো থাকবেন,,,

  • @mdalamin1092
    @mdalamin1092 3 года назад +1

    বাংলদেশে জে.সি বায়োটেক এর রিগেইন ও িভটাকেয়ার বাবহার করা িনয়ে আপনার মতামত জানাবেন

  • @mysohan3847
    @mysohan3847 3 года назад

    ধন্যবাদ স্যার আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদ রাখুক ❤

  • @marufalhasan9612
    @marufalhasan9612 4 года назад +2

    Thanks a lot dear sir... 😍😍😍

  • @ttube3850
    @ttube3850 3 года назад +1

    স্যার, অামার সালাম নিবেন,
    অামি ৪০ শতক পুকুরে রুই মৃগেল কাতলের মিশ্র চাষ করি অামার পুকুরে প্রচুর পরিমানে ঝিনুক, ঝিনুক কি মাছের জন্য উপকারী? উপকারী না হলে ঝিনুক ধ্বংস করবো কিভাবে? পুকরে পানির পরিমান সাড়ে তিন থেকে ৪ ফিট

  • @JahangirAlam-sy9kg
    @JahangirAlam-sy9kg 4 года назад +1

    আপনাৰ পৰামৰ্শ মতেই কাজ কৰছি আৰ ওপকাৰ পাইতেছি আল্লা আপনাকে সুস্থ ৰাখোক

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +2

      আল্লাহ আপনাদের সফল করুন।

  • @viralvedio3870
    @viralvedio3870 4 года назад

    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন।

  • @jewelmina3121
    @jewelmina3121 4 года назад

    অনেক অনেক ধন্যবাদ স্যার।

  • @yeasinalom9196
    @yeasinalom9196 11 месяцев назад

    স্যার আপনার সঙ্গে যদি মোবাইলে কথা বলতে পারতাম, আপনার নাম্বারটা যদি দিতেন। অনেক উপকৃত হতাম এবং নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। আমি বাংলাদেশের যশোর জেলার একজন উদ্যোক্তা। আপনার ভিডিও দেখে ২০২১ সাল থেকে ২৭ একর একটা ঘের পরিচালনা করে আসছি।ন্যূনতম অভিজ্ঞতা না থাকায়,এই পর্যন্ত লাভের মুখ দেখতে পারিনায়।আপনার অনুগ্রহ একান্ত কাম্য ❤অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনার জন্য স্যার।

  • @mdmijanrahman986
    @mdmijanrahman986 3 года назад

    অনেক ধন্যবাদ স্যার আপনাকে

  • @shamalbaidya8572
    @shamalbaidya8572 Год назад

    Thank you so much, sir.

  • @mdamran3622
    @mdamran3622 3 года назад

    শুভ কামনা সার আমার পুকুর আল্লাহু রমতে ভালো আছে। আমি আপনার পরামর্শ অনুযায়ী কাজ করতেছি

  • @anyvideo-fk9th
    @anyvideo-fk9th 4 года назад

    আসসালামুয়ালাইকুম আপনার সব গুলো ভিডিও দেখি আমি

  • @bidhudas2961
    @bidhudas2961 3 года назад

    Reegain vita care ব্যবহার করলে কেমন হয়

  • @SaifUllah-ly7fr
    @SaifUllah-ly7fr 3 года назад

    Ty

  • @voiceofpeace9821
    @voiceofpeace9821 4 года назад

    ভালো দরকারী কথা

  • @harakrisnabiswas9504
    @harakrisnabiswas9504 4 года назад

    Sir Happy teacher's day খুব ভালো থাকুন

  • @amarchannel477
    @amarchannel477 4 года назад +1

    Thank you sir

  • @md.sajedurrhamansuvo7754
    @md.sajedurrhamansuvo7754 4 года назад +2

    ধন্যবাদ গুরু এরকম একটা ভিডিওর জন্য অনুরোধ করেছিলাম।
    আমাদের এলাকাতে অনেক মাছ মারা গেছ, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার উছিলায় এবং আল্লাহর অশেষ রহমতে আমার পুকুরে একটা মাছও মরেনি।
    স্যার আমার পুকুরের পানি আজকে ডিও টেস্ট করেছি, ভোরে নমুনা সংগ্রহ করে টেস্ট করে ডিও পাইছি 6.3 MG/L
    কিন্তু TDS 207 এবং EC 415 পাইছি, এখন আমি কি শতাংশে ১০০-১৫০ গ্রাম লবণ দিতে পারব নাকি কম দিব।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      আল্লাহ আপনাকে সফল করুন।
      জী, লবণ দিয়ে দেন 150 থেকে 200 গ্রাম।

  • @tabibahmed9779
    @tabibahmed9779 4 года назад +2

    Thanks sir 😍

  • @rohithasan3493
    @rohithasan3493 4 года назад

    Sir assalamualikum ami ekta 2bigha puraton pukur niaci, pukurer obostha holo cari dhare ghac r ghor bari ase amar pukure mas jage, ami onek vabei cesta koreci kintu mas jaga bondho korte parini. Ami jegulo koreci segulo holo (1)hora tana(2) gasonex+y babohar koreci (3)khaber kom dia(4)lobon o cun proyog koreci,tar poreo mas jaga bondho hoyni ekhon amar koronio ki? Sir,

  • @user-sz4hm9yl5i
    @user-sz4hm9yl5i 4 года назад +1

    Latif sir ek ovisoroniyo nam.

  • @tapospaul8149
    @tapospaul8149 4 года назад

    ধন্যবাদ স্যার

  • @atiknayem7710
    @atiknayem7710 3 года назад

    sir dim teke pona utpa donon korar
    niom ta aktu video r mardome
    amder k janon plz
    thanks♥♥

  • @arifinshohag8450
    @arifinshohag8450 4 года назад +1

    Alhamdulillah.... Great Knock Man.....& Thanks Again.....!.....!.....

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      আপনাকেও অনেক ধন্যবাদ ভাই।

  • @coolmax9941
    @coolmax9941 2 года назад

    মালোশিয়া থেকে

  • @sisirroy1971
    @sisirroy1971 Год назад

    I want to নো use of waste decomposer in fish pond

  • @munirulislam9692
    @munirulislam9692 3 года назад +1

    স্যার, চুন লবন কি একত্রে দেয়া যাবে??? এর কতদিন পর সার প্রয়োগ করা যাবে??

  • @anantaroy4659
    @anantaroy4659 4 года назад

    Thank you Sir..

  • @khairulislam9063
    @khairulislam9063 4 года назад +1

    মোলাসেষ কি পুকুরে এক সাইডে ছিটানো যাবে ।।
    প্লিজ বলবেন ।

  • @mukul13244
    @mukul13244 3 года назад

    Abeed Da please let me know the English word of Dhanshya Gach ( Plant) , i tried in google to see the images of the plant but just could not get it

  • @titumia4616
    @titumia4616 3 года назад

    Thanks sir

  • @bankimroybadhon7013
    @bankimroybadhon7013 3 года назад

    Thanks YOU sir

  • @rajibpramanick3616
    @rajibpramanick3616 4 года назад

    Nice sir

  • @harryhernandez3296
    @harryhernandez3296 4 года назад

    Thank you sir❤💖

  • @comebacktoallah1156
    @comebacktoallah1156 3 года назад +1

    আসসালামু আলাইকুম স্যার
    গোবড় ছাড়া শুধু মাএ খৈল ও ডিএপি কী পুকুরে প্রয়োগ করা? যাবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      পরিমাণ নির্ধারণ করে দেওয়া যাবে।

  • @SharifulIslam-jk2rp
    @SharifulIslam-jk2rp 3 года назад

    স্যার আমার শিং মাছের পুকুরের ফোটা রোগ বা ঘা রোগ হয়েছে। এখন প্রতি দিন ৮-১০ কেজি করে মাছ মারা যাচ্ছে। এখন আমার করনীয় কি?

  • @jahirulislamsalim9505
    @jahirulislamsalim9505 4 года назад

    আসসালামু আলাইকুম স্যার, ইদানিং কয়েকটা ইউটিউব চ্যানেলে ইন্ডিয়ান একটা ঔষধ জে সি এগ্রোকেম কোম্পানির রিগেইন / ভিটাকেয়ার , দিয়ে পুকুরে মাছ চাষ করে খুব লাভবান হচ্ছে চাষিরা। স্যার দয়া করে এই ওষুধের উপকার ও অপকার নিয়ে যদি কিছু বলতেন ।

  • @naziruddinahmed1265
    @naziruddinahmed1265 3 года назад

    নাজিৰ উদ্দিন আহমেদ,দৰং ,আসাম , আচ্ছালামূ আলাইকুম ।ছাৰ আমাৰ 1000শতক পুকুৰে কাৰ্প মিশ্ৰ চাষ কৰি,কোম্পানী ৰ হাস্য মান ফিট দিয়া থাকি,আজ প্ৰায় 1মাষ ধৰে কিছু কিছু মাছ মৰতাছে বাজাৰেৰে বিভিন্ন ধৰনেৰ ঔষধ দিয়েছি এবং শতকে 150gm কৰে নেন দিয়েছি এবং জাল টেনেছি, কিন্তু মাছ মৰা কমে নাই বৰং এখন বহুত বেৰেছে,দয়াকৰে আমাৰ একটা উপায় দেন।

  • @ms7489
    @ms7489 4 года назад +1

    আল্লাহ আপনাকে নেকহায়াত দান করোক আমার৪০হাজার কার্প মাছের মধ্যে ৮০০মরা গেছিল আমি শুরুতেকেই আপনার ভিডিও দেখে চাষ করি ৫/৬দিনহল এখন আর মরেনাই। ১০/১২দিন আগে লবন চুন ওপটাস দিছিলাম হররা ওটানছিলাম এখন হররা কতদিন পরপর টানব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      পারলে লোক নামিয়ে তলার গ্যাস বের করে দিন।

    • @arifinshohag8450
      @arifinshohag8450 4 года назад

      নিয়মিত চুন & লবণ দেওয়ার পর মাছ মারা গেলো,,,, দুঃখ জনক,,, আর উপায় থাকলো কী.....??!!..??

  • @md.mehedihasanshuvo4040
    @md.mehedihasanshuvo4040 4 года назад

    অাসসালামুঅালাইকুম স্যার। অাশা করি ভালো অাছেন।
    স্যার অামার ৭-৮ ফুট পানির ৩৫ শতাংশ পুকুরে ৪০০-৫০০ লাইনের ৬০-৭০ হাজার পাবদা মাছ রয়েছে। পানি কালো হয়ে এমোনিয়া বেড়ে যাওয়ায় অাপনার পরামর্শ মত ১ম দিন ছাই মোলাসেস শতক প্রতি ৬০ গ্রাম করে পরের দিন চুন ৩০০ গ্রাম হারে এবং তার পরের দিন লবন শতক প্রতি ৩০০ গ্রাম হারে দেওয়ার পরও পানির রঙের তেমন পরিবর্তন নেই। এখন কী করতে পারি?

  • @nurmohammad3044
    @nurmohammad3044 Год назад

    Sir আপনার অনুমতি পেলে আমরা, আপনার খামার দেখতে যাবো। এবং আমরা উপকৃত হবো।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  Год назад +1

      স্বাগতম ভাই।

    • @nurmohammad3044
      @nurmohammad3044 Год назад

      @@abeedlateef8059 sir ঠিকানা এবং লোকেশন দিলে ঈদুল ফিতরের ছুটিতে গিয়ে দেখে আসবো।

  • @absarnur9936
    @absarnur9936 4 года назад

    স্যার আপনাকে ধন্যবাদ, স্যার চিনি কী গুলিয়ে দেব নাকি সাধারন ভাবে দেব। বললে খুবই উপকৃত হতাম।

  • @bahumukhikrishipam2530
    @bahumukhikrishipam2530 4 года назад

    স‍্যর, আমি শ্বরাফ উদ্দিন আহমেদ, আসাম থেকে।
    আচ্ছালামু আলাইকুম।
    স্যার, একটা তথ্য থেকে জানা গেছে যে প্রতি ১০০ গ্রাম কচুর পাতায় নাকি ৩৯ গ্রাম আমিষ থাকে। এটা মাছকে খাওয়ানোর উপায় কি? রূপচান্দা (আমাদের এখানে পালনে বাধা নেই) ছারা অন্য কোন মাছ কি সাধারণত কচু পাতা খায়?

  • @chagolpalonkhulnaagro9321
    @chagolpalonkhulnaagro9321 3 года назад

    স্যার আমার জলাশয়ের আয়তন 15 একর, গভীরতা 20 ফুট। পানির কালার আনতে কি পরিমাণে গোবর + খৈল + ডিএপি ব্যবহার করতে পারি।
    এটা কতদিন পর পর প্রয়োগ করা যেতে পারে ?
    জানিয়ে আমাকে উপকৃত করবেন প্লিজ।

  • @arindam.856
    @arindam.856 3 года назад

    Sir poultry waste pukur ey doya jbe?
    From india

  • @shahjalalbhuiyanshuvo8466
    @shahjalalbhuiyanshuvo8466 4 года назад

    স্যার, গোবর খৈল দিয়ে বানানো জৈব সার কি একদিনেই প্রয়োগ করব নাকি আস্তে আস্তে কয়েকদিন প্রয়োগ করব। জানাবেন প্লিজ

  • @skimran8528
    @skimran8528 4 года назад

    sir, পুকুরে শ্যাওলার আস্তরণ পড়েছে আর বুদ বুদের সৃষ্টি হয়েছে। কি করণীয়? এর কি কোনো খারাপ দিক আছে?

  • @miscellaneoushub8799
    @miscellaneoushub8799 4 года назад

    Sir, gurer bodole mistir dokaner gad dile hobe ki ?

  • @raihankhan2746
    @raihankhan2746 4 года назад

    স্যার আমার পুকুরে সিলনার মাছে কিছু লাল দাগ হয়েছিলো, আমি প্রাথমিক অবস্থায় দেখে পুকুরে চুন এবং লবন পটাশ দিয়েছিলাম, ৫/৭ দিন পর দেখলাম প্রায় লালচে অবস্থাটা শেরে গেছে, আমার প্রশ্ন হচ্ছে আমি পুকুরের আয়তন এবং পানি অনুযায়ী ইউরিয়া এবং টি এস পি সার কিনেছিলাম এই গোলা কি ব্যাবহার করতে পারবো পুকুরে, বলা বাহুল্য লালছে দাগ টা প্রায় নাই বললে চলে কিছু অল্প মাত্রায় দেখা গেছে। নাকি আমি আর কিছু দিন পর দিবো সার গোলি।

  • @ishratlaboni7574
    @ishratlaboni7574 3 года назад

    স্যার আমার ট্যাংকে শিং মাছ আছে (বায়োফ্লোক না) কিন্তু প্রচুর পরিমানে ময়লা হয় একই সময়ে মাছের রেনু ছেড়েছি অথচ ৪০% মাছের বৃদ্ধি ভালো না কি করতে পারি

  • @billalmiah9663
    @billalmiah9663 3 года назад

    আসসালামুয়ালাইকুম স্যার, আমার প্রায় এক একর একটা পুকুরে মিশ্র চাষ করেছি এর মধ্যে তেলাপিয়া ছাড়া অন্যান্য সব বড় মাছ । তেলাপিয়া গুলো ৩-৪ কেজি। পুকুরে অনেক কানপোনা দেখে এখন এই মাছগুলোর সাথে আবার 750পিচ 5-6 ইন্সি চিতলের পোনা দিয়েছি এবং মহাশোল মাছের পোনা দেওয়ার জন্য অডার করেছি। স্যার আমি কি ভূল করেছি ,,,,? আর যদি করে থাকি এখন কি করনীয় যদি দয়া করে দু, একটা লাইন লিখেন উপকৃত হবো।

  • @nazmulhoque5120
    @nazmulhoque5120 4 года назад

    স্যার আপনার খামার টি কোন জেলায় জানাবেন ধন্যবাদ আপনাকে আল্লাহ হাফেজ

  • @mdmaidulislam9274
    @mdmaidulislam9274 4 года назад

    আসসালামু আলা কুম স্যার আল্লাহর কাছে দোয়া করি আপনি সবসময় যেন ভালো থাকেন।স্যার লালমনিরহাটে ৬/৭তারিখ সুরযের আলো দেখা যায় নাই। স্যার চুন দেয়ার পরেও সব মাছ ভেসে উঠেছে মডার দিয়ে পানি দিতেছি। চিনিওলবন একই সাথে মিশিয়ে দিতে পারব স্যার দয়া করে জানাবেন স্যার।আর মাছ চাষ করবনা স্যার অনেক খরচ কিন্তু মাছের দাম নেই।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      জী, দিতে পারেন।
      তবে মাছ ভেসে উঠার প্রকৃত কারণটা অথবা কারণগুলি খুঁজে বের করুন।

  • @songlover8999
    @songlover8999 3 года назад

    স্যার আসসালামু আলাইকুম, আমার মাছের পুকুরের পানি সবুজ হয়ে গেছে এবং সবুজ সবুজ লন এ পুরো পুকুর ভরে গেছে,ফজর এর নামাজ এর পর পানি পরিস্কার থাকলেও বেলা বাড়ার সাথেসাথে লন ও বাড়তে থাকে।তো স্যার এখন আমার করণীয় কী??
    আশা করি উত্তর পাবো

  • @mdsaydul2877
    @mdsaydul2877 4 года назад

    Alhamdulilla balo kota bolsen ok

  • @RASELAHMED-vo5rh
    @RASELAHMED-vo5rh 4 года назад

    স্যার বর্ষার কারনে ৫ মাস ধরে আমার পুকুরে প্রাকৃতিক খাবারের জন্য কিছুই ব্যবহার করা হয় নাই। আমি প্রাকৃতিক খাবারের জন্য শরিসার খোইল, টিএসপি, ইউরিয়া, ডিএপি, গোবর, মোলাসেস, লবন আনছি, এগুলা দিয়ে কি পুকুরে প্রাকৃতিক খাবার হবে,জদি হয় তাহলে কিভাবে প্রোয়োগ করব? আমার পুকুর ২৬৪ শতাংশ ২০ ফিট গভির, কিভাবে এগুলো প্রয়োগ করব? কার্প জাতীয় মাছ।

  • @successtips8202
    @successtips8202 2 года назад

    স্যার সালাম নিবেন।আশা করি,ভালো আছেন।স্যার আমি চট্টগ্রাম থেকে বলছি।বানিজ্যিক ভাবে মাছ চাষ করি,পুকুরে এরেটরও রয়েছে।স্যার কয়দিন ধরে তীব্র গরম ও ভ্যাপ্সা আবহাওয়ার কারনে,মাছ এর মড়ক দেখা যাচ্ছে।বিশেষ করে তেলাপিয়া মাছ।পুকুর ৪০ শতাংশ, গভীরতা ৭-৮ ফুট।আজ শতকে ৩০০গ্রাম হারে চুন প্রয়োগ করেছি।স্যার কি করলে সমস্যার সমাধান হবে?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      শতকে ২০০ গ্রাম করে লবণ দেন আর পুকুরের তলার গ্যাস বের করে দেন।

  • @shajibmohammad3671
    @shajibmohammad3671 2 года назад

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ স্যার, এিপল টেংকের ক্ষেত্রে যেহেতু মাটি থাকে না সে ক্ষেত্রে চুনের প্রয়োগ কিভাবে করব (সাদা অংশসহ / তলানিতে জমার পর উপরের পানিটা ) ???. আমি আপনার ক্লাসে অংশগ্রহণ করতে চাই কিভাবে করব বুঝতেছিনা।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      এরকম জায়গায় আমি পরামর্শ দেই না ভাই।

    • @shajibmohammad3671
      @shajibmohammad3671 2 года назад

      ধন্যবাদ স্যার।

  • @ahsanhabib9279
    @ahsanhabib9279 4 года назад +1

    আস্ সালামু আলাই কুম।
    স্যার,
    লবন অথবা চুন দেওয়ার কত দিন পর চিনি বা চিটাগুর দিতে পারি।যদি এ ব্যাপারে কিছু বলতেন।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +4

      সাথে সাথেই দিন; কোন সমস্যা নেই।

  • @mdsohan3875
    @mdsohan3875 4 года назад

    Sir : আমি ৮০ শতক পুকুরে মাছ ছেরেছি।
    এখন মাছ থাকা অবস্থায় কি পরিপান লবন ও চুন দিতে হবে?

  • @davidkujur540
    @davidkujur540 3 года назад

    Sir amar ekta help dorkar chilo.
    Amar pukur e , jol er upor lal astron poreche.,(iron)..etake poriskar korar kono upai ache...sir

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      ফেসবুকে
      "পুকুরে সরের সমস্যা"
      এই টাইটেল এ সার্চ দিন।

    • @davidkujur540
      @davidkujur540 3 года назад

      ধন্যবাদ স্যার ।
      লাল সর টা কিছু কমেছে।
      স্যার এই বার আপনার সিসটাম এ সার প্রয়োগ ও পরিচর্যা করব, আসা করছি কিছু ভালো ফলন পাব। স্যার আপনাকে ও আপনার বক্তব্য আমাকে খুবই ভালো লাগে, ( ইকটু সাহায্য করবেন )

    • @davidkujur540
      @davidkujur540 3 года назад

      স্যার,,, চিটাগুড় + ইস্ট এর মিসরন দিয়ে খইল দেওয়া যাবে, এবং ডি এ পি ,ইউরিয়া একই দিনে দেওয়া যাবে ।

  • @firozalmamun5434
    @firozalmamun5434 4 года назад

    আপনার সুস্থতা কামনা করি

  • @mahealam5407
    @mahealam5407 4 года назад

    Sir maser ukon hole kibabe bojbo ar ki korle ukon mara jabe

  • @kazimunamuna8346
    @kazimunamuna8346 4 года назад

    স্যার আমার পাঁচ শতক পরিমান পুকুরের পানি কাল হয়ে গেছে,প্রতিকার জানালে উপকৃত হব।

  • @sakendarali4355
    @sakendarali4355 4 года назад

    স্যার আমার পুকুরে কিছু মাছ মার গেছে। বর্তমানে পুকুরের পানি প্রচুর সবুজ। এ অবস্থায় কি করতে পারি।

  • @bidhusarker8020
    @bidhusarker8020 4 года назад

    Sir আপনার লেখা বই প্রকাশ করা হয়েছে কি? হলে কিভাবে কিনতে পারবো অনুগ্রহ পূর্বক জানাবেন ।

  • @salahuddinrepon9856
    @salahuddinrepon9856 3 года назад

    sir misro mas er satha ki pangas chas kora jaba ki

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      অল্প কয়েকটা সাথী ফসল হিসেবে দিলে জৈব এরেটর হিসাবে কাজ করবে।

  • @hasimsorkar9682
    @hasimsorkar9682 4 года назад

    স্যার চুন এবং লবন একই দিনে দেওয়া যাবে?

  • @sadekulhossain8725
    @sadekulhossain8725 3 года назад

    স্যার রুই কাতলা ওমৃগেল মিলে শতকে কত কেজি মাছ রাখতে পারি।

  • @morsedcho5779
    @morsedcho5779 3 года назад

    সার,,আমার ৩০০ সতাংসের পুকুরে,,,প্রাকৃতিক খাবার তৈরী করতে কি পরিমান সার ব্যবহার করব,,,

    • @morsedcho5779
      @morsedcho5779 3 года назад

      গভিরতা ৫ ফিট

  • @s0umendas436
    @s0umendas436 4 года назад +1

    প্রনাম স‍্যার
    সৌমেন দাস সিঙুর হুগলি

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      আশীর্বাদ রইল ভাই।

  • @abdulsahensha8398
    @abdulsahensha8398 4 года назад

    Oxigen fold korla ki kora jabee.

  • @MizanurRahman-jr9ol
    @MizanurRahman-jr9ol 4 года назад

    স্যার আসসালামু আলাইকুম। সার আপনার পুকুরগুলি কোন জায়গায়। আমার বাসা চিরির বন্দরে।

  • @robialam385
    @robialam385 Год назад

    Sir Apnar ki konu boi pawya jabe kinte ?

  • @sabbirnahid2750
    @sabbirnahid2750 4 года назад

    রাজশাহীতে দাওয়াত নেন স্যার

  • @mdfakrulalam8034
    @mdfakrulalam8034 4 года назад +1

    স্যার আপনার নির্দেশনা ঐ দিন আমি আমার ঘেরে পানি দেয়া অব্যাহত রাখি, এবং আগামি কাল শতক প্রতি ২৫০ গ্রাম চুন প্রয়োগ করবো। আল্লাহর রহমতে মাছ সুস্থ আছে।

  • @simonsaleh
    @simonsaleh 4 года назад

    আমার তিন একর কার্পাস চাষের পুকুরে পানি গারো কালচে সবুজ হয়ে গেছে এবং PH 8.8 ভোরবেলা এখন কি করলে আমার পুকুরে পানি আবার সবুজ রঙে আনতে পারব?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      সঠিক পরিচর্যা করলেই আপনার এটা স্বাভাবিক হয়ে আসবে।

  • @pranabgayen4539
    @pranabgayen4539 3 года назад

    Chini ba chita gur per decimel a koto ta debo?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      চিটা গুর হলে ৫০ গ্রাম আর চিনি হলে ২০ গ্রাম।

  • @tinfashionbd1353
    @tinfashionbd1353 3 года назад

    সার পুকুরে কি মুরগির লিটার দেওয়া যাবে???আর দিলেও কি পরিমানে?

  • @sandipmondal7825
    @sandipmondal7825 4 года назад

    আজ সকালে পুকুরে গিয়া দেখি একটা বড়ো সাপ মরে জলে পরে আছে।কাল প্রযন্ত ছিল না। দিয়া সাপ টা ফেলে দিয়।সাপটা ফুলে একটু গন্ধ বের হচ্ছিল । টা এই অবস্থায় জল ঠিক করার জন্য কিছু দিতে হবে। একটা সিলভার কার্প মাছ মরে আছে।জল ও কম আছে ।কি করব ভেবে পাচ্ছি না ।pls help।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад

      না এটা নিয়ে টেনশন করার কিছু নাই।

  • @TV-zg8hy
    @TV-zg8hy 3 года назад

    পুকুরে সবুজ সরের সমস্যা দূর করার উপায়

  • @abulhashim2845
    @abulhashim2845 3 года назад

    Thank you sir
    Assam takaaa