এ গানটা ও পরম ব্রহ্ম পূর্ণ পুরূষ গানগুলির গীতিকার ও সুরকার হিসেবে জানাই, "কন্ঠ শিল্পী শ্রীকান্ত আচার্য এবং গীতিকার ও সুরকারের নাম আর প্রযোজক হিসেবে পরমানন্দ মিশন সঙ্গীত কলা একাডেমী(বনগ্রাম বর্ধমান) এর নাম গানের সঙ্গে প্রচার করতে অনুরোধ করছি।
পরমানেন্দর গান(অডিও) ও মনের মানুষ (অডিও ভিডিও) এলবামের এই গান গুলো থেকে অনৈতিক ভাবে শিল্পীদের নাম ও গীতিকার সুরকারের নাম বাদ দিয়ে ইউ টিউবে দেয়া হয়েছে। শিল্পীরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন।(গীতিকার সুরকার গায়ক গায়িকা) সৌরভ শর্মা নামক ব্যক্তি এই কাজটি করেছেন। তাঁকে ভুল সংশোধন করতে বলা হচ্ছে।
প্রনাম গুরুজী 🙏🙏🙏
জয়গুরু পরমানন্দ শ্রী চরণে শতকোটি প্রণাম। গুরুজি তুমি ভালো থেকো
Pronam guruji
Joyguru❤shubho guru purnima❤
"ওরে আয় আয় আয় তোরা" গানটির শিল্পীরা হলেন শ্রীকান্ত আচার্য ও দোলা মজুমদার পাল।
Joi guruji
Joy paramananda Guru Maharaj
Ases dhanna bad amader dekhanor janna
এ গানটা ও পরম ব্রহ্ম পূর্ণ পুরূষ গানগুলির গীতিকার ও সুরকার হিসেবে জানাই, "কন্ঠ শিল্পী শ্রীকান্ত আচার্য এবং গীতিকার ও সুরকারের নাম আর প্রযোজক হিসেবে পরমানন্দ মিশন সঙ্গীত কলা একাডেমী(বনগ্রাম বর্ধমান) এর নাম গানের সঙ্গে প্রচার করতে অনুরোধ করছি।
🙏🙏🙏
জয় গুরু.
আনন্দে ভেষে যেতে এ গানে।।।।।।।
পরমানেন্দর গান(অডিও) ও মনের মানুষ (অডিও ভিডিও) এলবামের এই গান গুলো থেকে অনৈতিক ভাবে শিল্পীদের নাম ও গীতিকার সুরকারের নাম বাদ দিয়ে ইউ টিউবে দেয়া হয়েছে। শিল্পীরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেছেন।(গীতিকার সুরকার গায়ক গায়িকা) সৌরভ শর্মা নামক ব্যক্তি এই কাজটি করেছেন। তাঁকে ভুল সংশোধন করতে বলা হচ্ছে।