এপারে বাংলাদেশ আর ওপারে ভারত সীমান্ত | হিলি বর্ডার থেকে দুই দেশের সীমান্ত ঘুরে দেখা | Hili Border

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 мар 2022
  • দিনাজপুরের হিলি বর্ডার পার হয়ে কিভাবে কলকাতা যাবেন এবং কেমন খরচ হবে বিস্তারিত গাইডলাইন পড়ুন (নতুনদের জন্য)।
    হিলি ইন্ডিয়ান মার্কেট • ইন্ডিয়ান মালের রমরমা ব...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Disclaimer:
    Don't Download & Copy Anything From This Channel. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Md. Shahriar
    __________________________________________________
    For Invitation & sponsorship contact
    📞01724-311030 (what's app/IMO)
    📧 sponsorshahriarofficial@gmail.com
    Get connected with me 🙂
    Facebook
    / shahriar.sajon.9
    Instagram
    / sajonshahriar
    FB page
    / shahriartraveler
    Travel Group
    / 190986061246044
    ✅ Make Sure you subscribe to my channel & press the bell icon to get the notifications of my New videos 🔥
    যাদের বাড়ি দিনাজপুর শহরে বা আশেপাশে তাদের সবচেয়ে কাছের বর্ডার হচ্ছে হিলি বর্ডার। হিলি কাছে হওয়ার কারণে তাদের এই পথ দিয়ে ভারতে প্রবেশ করতে সুবিধা হয় কারণ দিনাজপুর শহর থেকে বেনাপোল আসতে যে সময় লাগে তার থেকে কম সময়ের মধ্যে হিলি দিয়ে কলকাতা গিয়ে পৌঁছানো সম্ভব।
    আপনার পাসপোর্ট, টাকা এবং ব্যাগ গুছিয়ে হিলি পোর্ট এর দিকে যেতে হবে, তারপর পোর্ট এর ট্যাক্স ৫০০ টাকা পরিশোধ করে ইমিগ্রেশন শেষ করে বর্ডার পার হবেন।
    আপনি হিলি পার হয়ে ভারতের মধ্যে প্রবেশ করে যে জেলা পাবেন সেটা হচ্ছে পশ্চিমবংগের দক্ষিন দিনাজপুর জেলা। পোর্ট পার হয়ে অনেক ইজি বাইক পাবেন যা ওইপারের মানুষ টুকটুকি বলে থাকে, এই টুকটুকি তে উঠে হিলি বাস স্ট্যান্ড যাবেন, ভাড়া নিবে প্রতিজন ১০ রুপি করে আর সময় লাগবে মাত্র ৭/৮ মিনট কারণ ২ কিমি দূরে হিলি বাস স্ট্যান্ড।
    হিলি বাস স্ট্যান্ড গেলে সেখানে বালুরঘাট যাওয়ার জন্য বাস পাবেন। প্রতিজন ৩০ রুপি করে ভাড়া নিবে এবং বালুরঘাট বাস স্ট্যান্ড যেতে প্রায় ১ ঘন্টা সময় লেগে যাবে। হিলি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে বালুরঘাট বাস স্ট্যান্ড যেতে হবে এবং প্রায় ২৫ কিমি দূরে অবস্থিত কিন্তু রাস্তা একদম ভালো হয়ে গেছে, আগে খারাপ ছিলো, এখন ফোর লেনের রাস্তা করা হয়েছে, তাই খুব ভালো রাস্তা পাবেন।
    আপনি একবার ই যদি টুকটুকি রিজার্ভ করে নেন তাহলে ৩০০ থেকে ৩২০ রুপি ভাড়া নিবে আর বাসে গেলে প্রতিজন ৩০ রুপির মধ্যে হয়ে যাবে। বালুরঘাট বাস স্ট্যান্ড নেমে টুকটুকি তে আবার উঠে বালুরঘাট রেল স্টেশন যাবেন এবং ভাড়া নিবে ১০ রুপি করে আর যদি লাগেজ না থাকে তাহলে হেটে চলে যাবেন, অল্প সময় লাগবে।
    বালুরঘাট থেকে বিকেল ৫ টা ৫ মিনিটে ট্রেন ছাড়ে এবং কলকাতা গিয়ে পৌঁছায় পরের দিন সকাল ৬ টার সময়ে, প্রায় ১৩ ঘন্টার ভ্রমণ।
    ট্রেনের নাম Gour Express যা রেগুলার ট্রেন অর্থাৎ বালুরঘাট স্টেশন থেকে প্রতিদিন ছাড়ে এবং কলকাতার শিয়ালদাহ স্টেশন এসে পৌঁছায়।
    #ট্রেনের ভাড়ার তালিকাঃ
    নন এসি স্লিপার ভাড়াঃ ২৬৫ রুপি (প্রতিজন)
    এসি স্লিপার 3A টায়ারঃ ৭২৫ রুপি
    এসি স্লিপার 2A টায়ারঃ ১০৩৫ রুপি
    বালুরঘাট থেকে আরো একটি ট্রেন আছে যা সপ্তাহে ৬ দিন চলাচল করে তবে রবিবার অফ ডে।
    ট্রেনের নাম Tebhaga Exp (তেভাগা এক্সপ্রেস), এটি ছাড়ে ভোর ৫ টা ৪৫ মিনিটে এবং দুপুর ২ টা ২৫ মিনিটে কলকাতা স্টেশনে গিয়ে পৌঁছায়।
    #ট্রেনের ভাড়ার তালিকাঃ
    নন এসি চেয়ার সিট ভাড়াঃ ১৪৬ রুপি (প্রতিজন)
    এসি চেয়ার কোচ ভাড়াঃ ৫৬০ রুপি
    এসি স্লিপার 3A টায়ার ভাড়াঃ ৭০০ রুপি
    তবে এই ট্রেনে যেতে হলে অবশ্যই আপনাকে বালুরঘাট আগের দিন এসে থাকতে হবে যেগেতু ট্রেনের সময় একদম ভোর বেলা।
    আরো একটি ট্রেন চলাচল করে যা সপ্তাহে মাত্র ২ দিন চলে যেমন সোমবার এবং মংগলবার।
    ট্রেনের নাম BLGT HWH এক্সপ্রেসস এবং বালুরঘাট থেকে ছাড়ে রাত ৮ টা ৩০ মিনিটে এবং পরের দিন সকাল ৬ টা ২৫ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে।
    #ট্রেনের ভাড়ার তালিকাঃ (HwH BLGT EXP)
    নন এসি স্লিপার ভাড়াঃ ২৬০ রুপি (প্রতিজন)
    এসি স্লিপার 3A টায়ার ভাড়াঃ ৭০০ রুপি
    এসি স্লিপার 2A টায়ারঃ ১০০০ রুপি
    কলকাতা বা শিয়ালদাহ স্টেশন নেমে তারপর যে যার মতো বিভিন্ন দিক যেতে পারবেন। কেউ যদি নিউমার্কেট এরিয়াতে যেতে চান তাহলে স্টেশন থেকে বের হলে মেইন রাস্তা পাবেন তারপর বাসে করে বা হলুদ ট্যাক্সিতে করে যেতে পারেন খুব সহজে।
    এছাড়াও বালুরঘাট বাস স্টপ থেকে কলকাতা যাওয়ার অনেক এসি এবং নন এসি বাস ছাড়ে যেমন Monoroma Travels সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ছাড়ে, ভাড়া প্রতিজন ৩৮৬ রুপি করে প্রতিজন এবং কলকাতা পৌঁছায় পরের দিন সকাল ৬ টার মধ্যে।
    আবার Kundu Travels নন এসি বাস যা রাত ৮ টায় ছাড়ে এবং ভাড়া ৩৫০ রুপি করে প্রতিজন।
    আবার Shamoly Paribahan যা এসি বাস এবং এক্সিকিউটিভ সিট ২ বাই ২ এবং ভাড়া প্রতিজন ৭১৪ রুপি করে এবং কলকাতা গিয়ে সকালে পৌঁছায়।
    তাই কেউ ট্রেনে সিট না পেলে দুশ্চিন্তার কিছু নেই, আপনারা বিকল্প হিসেবে বাসেও যেতে পারেন। তবে ট্রেনের অগ্রীম রিজারভেশন সিট নিতে হলে মিনিমাম ২০/২৫ দিন আগে ছাড়া পাওয়া সম্ভব নয়, আর অগ্রীম সিট না পেলে ততকালে ট্রাই করতে হবে।
    তাহলে হিলি দিয়ে একজনের কলকাতা পৌঁছাতে মোট খরচ হচ্ছে-
    হিলি পোর্ট ট্যাক্সঃ ৫০০ টাকা
    পোর্ট টু হিলি বাস স্টপঃ ১০ রুপি (টুকটুকি)
    হিলি টু বালুরঘাট বাস ভাড়াঃ ৩০ রুপি
    বাস স্টপ টু বালুরঘাট স্টেশনঃ ১০ রুপি
    বালুরঘাট টু কলকাতা ট্রেনঃ ২৬০ রুপি
    বালুরঘাট দুপুরে লাঞ্চঃ ১৫০ রুপি
    ট্রেনের মধ্যে রাতের খাবারঃ ১৫০ রুপি
    মোট রুপি ৬১০ রুপি*১.২০ = ৭৩২ টাকা
    কনভারসন রেট ১.২০ ধরা হলো, কম বেশি হয়ে থাকে তাই রেট একটু এদিক সেদিক হবে।
    তাহলে মোট ৭৩২ + ৫০০ (ট্যাক্স)
    = ১২৩২ টাকা খরচ হবে (প্রতিজন বাবদ)
    Music Provider tunetank.com
    #hiliborder #হিলিবর্ডার #হিলিট্রেন #বাংলাদেশকোলকাতাট্রেন #হিলিবাজার #হিলিব্যবসা #বর্ডারভিডিও #ভারতবাংলাদেশসীমান্ত #bordervideo #indianproductsbusiness #জয়পুরহাটকালাই #দিনাজপুরহিলি #dinajpurhili #joypurhatkalai

Комментарии • 170

  • @ShahriarOfficial
    @ShahriarOfficial  2 года назад +10

    কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান অথবা সরাসরি ফেসবুকে নক দিন 👇

  • @mdshakibhasan3508
    @mdshakibhasan3508 2 года назад +11

    আমার উপজেলায় আপনাকে স্বাগতম প্রিয় ভাই ❤️

  • @BappaDas-et7zo
    @BappaDas-et7zo 2 года назад +6

    I love India 🇮🇳🇮🇳🇮🇳

  • @mofidurrahman594
    @mofidurrahman594 2 года назад +3

    কি যে অপূর্ব দৃশ্য দেখে মুগ্ধ হলাম ভাইয়া।( কেমন আছেন আসাম রাজ্যের ধুবুরী থেকে অবিরাম ভালোবাসা রইলো।)

  • @rumaakhter8173
    @rumaakhter8173 2 года назад +2

    ভাইয়া আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে। আমার বাড়ি হিলিতে, ফুয়াদ ভাইকে খুব খুব চেনা লাগছে!!!!

  • @AdvocateSaddamOfficial
    @AdvocateSaddamOfficial 2 года назад +1

    আজকেই প্রথম আপনার ভিডিও দেখলাম। খুব সুন্দর ভিডিও মেকিং, অনেক গোছানো।

  • @anupkumarbagdi864
    @anupkumarbagdi864 Год назад

    ভিডিও টা খুব সুন্দর ভাই আমার খুব ভালো লাগলো সেখ রাজিব গ্রাম শিরশিটা থানা পাঁরুই জেলা বীরভূম পশ্চিমবঙ্গ ভারত থেকে দেখলাম

  • @ArmanKhan-tx8vk
    @ArmanKhan-tx8vk Год назад +1

    Love from India 🇮🇳 Assam

  • @belayethosensagor6378
    @belayethosensagor6378 2 года назад +5

    ভাই আপনার বর্ডার ভিডিও গুলা অনেক ভাল লাগে💜💜 অপেক্ষায় থাকি

  • @tns8182
    @tns8182 Год назад

    Vai border alaka khub voyonkor jayga r manus o valo mondo chena khubi kothin ami ghure aschi hili benapole gede r oipar er krisno nogor r aipare mujibnogor er border o 😔😔😔

  • @anikdas3758
    @anikdas3758 2 года назад +3

    Shahriar vai Sherpur, Mymensingh, Jamalpur ar border gula gure dekhaiyen.. 😊❤️ valobasha apnar jonno..

  • @palash3915
    @palash3915 Год назад +1

    HILI. BALURGHAT. BANGLA. DESH

  • @mdratulhossain9052
    @mdratulhossain9052 2 года назад +2

    apnr video gula onk beshi beshi vlo lage 🥰🥰🖤

  • @hshridoysheikh
    @hshridoysheikh 2 года назад +2

    কয়দিন আগেই ঘুরে আসলাম হিলি বডার থেকে😅 সামনে আবার যাবো😅 ইস এখন গেলে শাহরিয়ার ভাইয়ার সাথে দেখা হতো!!

  • @moonremixcreation8243
    @moonremixcreation8243 2 года назад +1

    পন্চগর ঠাকুরগাঁও অনেক সিমান্ত আছে আসলে জানাইয়েন ভাই

  • @soyebakhtar9992
    @soyebakhtar9992 2 года назад +2

    Great video vai onek valo lage video gulo

  • @-Farhana
    @-Farhana Год назад

    আমাদের দিনাজপুর জেলা অনেক প্রিয় আমার কাছে 🙃🙂🙂🙂🙂😇😄💝💝💝💝

  • @gopalkarmakar1765

    Dada Amar khub ichhe hoi Bangladesh ghurte jaoar

  • @RUHULAMIN-on3os
    @RUHULAMIN-on3os 2 года назад +1

    আমার বাসা জয়পুরহাট 🥀🥀🥀♥️♥️♥️

  • @abdurrazzakchoudhury3527
    @abdurrazzakchoudhury3527 2 года назад +1

    Assalamu Alaikum, 💓amazing