হুম, সঠিক। বর্তমানে তারা ল্যাপটপে ভালোই এগিয়ে যাচ্ছে। অাসা করা যায়, অাগামী ২ বছরের মধ্যে ল্যাপটপ-কম্পিউটারে সেরা অবস্থানে থাকবে। কিন্তু মোবাইলে ভালো অবস্থানে যেতে ৩-৪ বছর লাগবে
দেশি প্রতিষ্ঠানগুলো এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। শুভ কামনা থাকলো। তবে দুর্নীতিবাজ আর লুটেরারা আর চাঁদাবাজরা যেন কোন ক্ষতি না করতে পারে সেদিকটাও খেয়াল রাখতে হবে।
ভিডিওটা দেখে একজন বাংলাদেশী হিসাবে অনেক গর্ব হচ্ছে। হাজারো খারাপ খবরের মাঝে বাংলাদেশের একটি কোম্পানীর এরকম সাফল্যর খবর দেখে অনেক ভাল লাগল। সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই এত চমৎকার একটি ভিডিও তৈরী করে আমাদের দেশীয় একটি কোম্পানীর সাফল্য প্রচারের জন্য। আশা করি সামনে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে যাবেন। শুভ কামনা রইল।
ওয়ালটন এর সবকিছুই ভালো লাগে কিন্তু তাদের এন্ড্রয়েড মোবাইল এর দাম গুলো দেখলে মাথা গরম হয়ে যায়।যে যায়গায় চাইনিজ কোম্পানিগুলো কম দামে ভালো ফোন দেয় কিন্তু ওয়ালটন বেশি দামে কম specification এর ফোন দেয়। তবে যায়হোক আমাদের দেশের কোম্পানি যাকে নিয়ে গর্ব করা যায়।
Mentioning the negative points of a company along with all the good things would make these kinds of videos look less like an advertisement and more of an informative market research/analysis mini documentary.
বর্তমান সময়ের জন্য যদি negativity গুলো কে focous করা হয় ......., তাহলে কোম্পানির জন্য একটা সমস্যা তৈরি হতে পারে........ কারণ বাংলাদেশের কোম্পানির product গুলো নিয়ে এমনিতেই অনেক প্রপাগান্ডা ও ষড়যন্ত্র চলে........ আর যদি কোনো দেশের local product গুলো global market hit করতে চায়। সেই ক্ষেত্রে লোকাল মার্কেটের সাপোর্ট টা খুব বেশি জরুরী। আন্তর্জাতিক মার্কেটে যদি একবার প্রতিযোগিতায় টিকে যায় । তখন automatically দেখবেন product এর প্রযুক্তিগত মান বৃদ্ধি করে ফেলতে পারবে।
Does my comment say anywhere that "negativities" as you say should be focused on? The goal of my comment was to convey the message that the negative points should mentioned along with the positive ones. It would maintain the integrity of the video as a valid unbiased report or documentary instead of appearing like a paid/sponsored content (which this one probably isn't) or an advertisement (which I'm pretty sure this one isn't). About improving the quality of a product, we should not be blind supporters of any products just because it originated in Bangladesh. Company's aren't friends of ours. They strive to profit, they strive to make money. That is true for any company. So consumers should also strive to get the best value out of the products they consume whether they come from our country or abroad. Furthermore on the topic of quality automatically improving, take "Pran" group as an example. They are a Bangladeshi company (check). They are exporting their products abroad and doing pretty well in the international market (check). They make good products for export (check). But it doesn't need mentioning that the quality of the products they sell in their own country is significantly lower than the ones they sell abroad. What's to say that our precious "Walton" won't go the same way? Don't get me wrong. I have nothing against Walton. I like their products as a Bangladeshi company and they have done significantly well in many cases. I'm just against blindly supporting a company just because they have their origins in Bangladesh.
What Walton has been doing over the years should be praised just thinking about the mass people Walton deliver the most sustainable products at a reasonable price Day by day the development of Walton has been getting seen intensely in terms of using modern technology to use their products more sustainable to reach the world market out and put the name of Bangladesh in the world market hopefully After 5 years Walton will be in a better position
@@kasid.47 ভাই আপনি আমার কথাটা বুঝতে পারেননি........ আপনি negetive কিছু বলেছেন আমি কিন্তু সেটা বলিনি ........ আমি বলছি এখন যদি পণ্যের দুর্বলতা গুলো publicity করে mention kora হয় অন্তত বাংলাদেশের মানুষের চিন্তাধারার কথা বিবেচনা করলে কোম্পানির জন্য একটা threat হতে পারে.......আর আমরা হচ্ছি হুজুকের জাতি একটু হলে আর একটু বাড়িয়ে বলে কোনো বিষয়ের 12টা বাজাতে সময় লাগে না....... বর্তমান সময়ের বাংলাদেশী কোম্পানি হিসেবে একমাত্র ওয়ালটনই তাদের নিজস্ব প্রযুক্তিতে পণ্য তৈরি করছে .........আর আমাদের অর্থনীতির কথা চিন্তা করলে । বর্তমান electronic পণ্যের বাজার ধরে রাখতে হলে ওয়ালটনের গুরুত্ব অপরিসীম........ এখন আমরা যদি কোম্পানির শুধু দোষ ধরতে থাকি সে ক্ষেত্রে দ্রুত আগানোর জায়গায় দ্রুত পিছিয়ে পড়বে । পরবর্তীতে বাংলাদেশ নিজেদের বাজার হারাবে। আর বিদেশি পণ্য গুলো বাজার দখল করবে ।পুরো বিষয়টা চিন্তা করলে দেখা যায় যে, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আর এমন না যে তারা মান নিয়ন্ত্রণের জন্য কোনো কাজ করছে না.......হয়তো পণ্যের দুর্বলতা গুলো দূর করার জন্য একটু সময় লাগতে পারে....তার জন্য অস্থির না হয়ে ধর্য্য ধরে অপেক্ষা করতে হবে আর সেই সাথে সাপোর্টও খুব প্রয়োজন...আর প্রাণের সাথে যদি তুলনা দেন সে ক্ষেত্রে প্রাণ হচ্ছে consumer products company.......তাছাড়া প্রাণ বাংলাদেশের অনেক অভিজ্ঞ ও পুরনো কোম্পানি.......আমি মনে করি সেই ক্ষেত্রে ওয়ালটন তো নতুন হিসেবে খুব ভালো পর্যায়ে আছে ........ আর তারা যে কোম্পানির জন্য একটা advertising করছে.......... এখানে সেই বিষয়টা না বুঝার কিছু নাই .........।
walton এর উচিত সেলাই মেশিন তৈরি করা বাংলাদেশের গার্মেন্টস কোম্পানি গুলোতে ভিয়েতনাম ও চায়না থেকে সেলাই মেশিন আনা হয়। সামনে আফ্রিকার বাজারেও গার্মেন্টস বুম করবে। সুতরাং এই গার্মেন্টস এর সাথে লিংকেজ হেভি ইলেকট্রিক মেশিনারিজ এর উপর নজর দেয়া জরুরী।
বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড WALTON ওয়ালটন নিঃসন্দেহে আমাদের গৌরব। সেই সাথে এমন একটি কেয়ালিটিফুল বাংলাদেশি YouYube চ্যানেল #BusinessInspection এর জন্যও গর্বিত। ❤️
সুন্দর রিপোর্ট!!! বেশ ভালো লাগছে ❤️ তবে দেশের স্মার্টফোন আর ফিচারফোনে ওয়ালটনের মার্কেট শেয়ার কতটুকু তা জানতে পারলাম না। মোটরসাইকেলের মার্কেট শেয়ারটাও জানা হয়নি। আমার জানামতে ওয়ালটন মটর সাইকেল আমারদের দেশে এভেইলেবল অন্যতম বাজে মটর সাইকেল। আশাকরি ওয়ালটনের আরএন্ডডি টিম এটা নিয়ে আরো অনেক পরিশ্রম করবে।
ওয়ালটন আমার প্রিয় একটি ব্রান্ড.. কারণ এটা আমার দেশের ব্রান্ড... আমিও একজন উদ্যোগক্তা... ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল কম্পিলিট করেছি... যদি এই ওয়ালটনে কাজ করার সুযোগ পেতাম.. নিজেকে ধন্য মনে করতাম
আমার হাতের পণ্যটি ওয়ালটন প্রিমো nf4,, ওয়ালটন আমাদের পণ্য,, আমি পারসোনালি ভাবে ওয়ালটনের সাপোর্ট করি কারণ ওয়ালটনকে ভালোবাসি,, আমি চেষ্টা করি যেনো আমার পরিচিত সবাই ওয়ালটনের পণ্য কিনে। ওয়ালটনের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া। এগিয়ে যাক ওয়ালটন ছড়িয়ে পড়ুক বিশ্বময়।
ওয়ালটনের একজন সাধারণ কর্মী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সবই ঠিক আছে ফ্যাক্টরির ভিতরে পণ্য ডেলিভারি সিস্টেম টা আরো একটু ডেভলপ করতে পারলেই খুব ভালো।
প্রোডাক্ট কোয়ালিটি বেটার করতে হবে, যার ফলে মানুষের মধ্যে ভরসা হয়, ব্রান্ড এর জন্য কোয়ালিটি ডিসাইন এর দিকে গুরুত্ব দিতে হবে, দরকার হলে কিছু বাইরের ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে হবে ফরেন পাব্লিসিটির জন্য, যাতে world ক্লাস প্রোডাক্ট হয়।
স্যামসাং কত বড়? । How Big Is Samsung? >>> ruclips.net/video/Fv72YIcLnzk/видео.html
Dakci onk sundor hoi apnadr video
God bless your channel
😒মাঝখানে টাংগাইলের এলেংগাতে ওয়েস্টার্ন সোরুম এর দোকান দিয়েছিলো।
ইউরোপের ফুটবল ক্লাব গুলোর অর্থনৈতিক সম্পর্কে জানতে চাই
bhai golden harvest agro ltd nia report koren
Laptop, Mobile, Tv এর ডিজাইনে গুরুত্ব দিতে হবে। Software development আরও ভালো এবং দামও affordable করতে হবে।
I agree
হুম, সঠিক। বর্তমানে তারা ল্যাপটপে ভালোই এগিয়ে যাচ্ছে। অাসা করা যায়, অাগামী ২ বছরের মধ্যে ল্যাপটপ-কম্পিউটারে সেরা অবস্থানে থাকবে। কিন্তু মোবাইলে ভালো অবস্থানে যেতে ৩-৪ বছর লাগবে
@@muhammadnumanmiya2585 এখন তাদের Laptop এ সবার আগে গুরুত্ব দিতে হবে design.
@@muhammadnumanmiya2585 mobile to tara valoi banay.
Tobe komdami mobile jmn 5-10 k r moddhe amr mone hoy na walton r cheye valo mobile bazare ache
লাপ্টপের কনফিগার অনেক ভাল কিন্তু ডিজাইন অতটা ভাল না।
গর্ব করার মতো একটি কোম্পানি
এবং গর্ব করার মতো একটি ইউটিউব চ্যানেল ❤️
দেশি প্রতিষ্ঠানগুলো এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে। শুভ কামনা থাকলো। তবে দুর্নীতিবাজ আর লুটেরারা আর চাঁদাবাজরা যেন কোন ক্ষতি না করতে পারে সেদিকটাও খেয়াল রাখতে হবে।
ঠিক
আমাকে কোন কাজ কাম দেয়া যাবে আমি ওয়ালটনে কাজ করতে চাই কাজ করতে চাই
বাংলাদেশের কোন কোম্পানির সাফল্যের কথা জানতে অনেক ভালো লাগে। ভবিষ্যতে কার মার্কেট, গার্মেন্টস মেশিন তৈরিতে বাংলাদেশের কোন কোম্পানি তৈরি হবে ইনশাআল্লাহ।
Hahaha 😂🤣😹 সেই
Inshallah
ইনশাল্লাহ
মাদ্রাসার কারখানা হবে
প্রযুক্তি বিষয়ক যেকোন ধরনের বাংলা টিউটোরিয়াল দেখতে ভিজিট করুন।
Walton is the future. Just look at their factory. You will get a idea ❤️
One of my favourite companies from Bangladesh ❤️
Go ahead Walton.
আমার মাতৃভূমি আমার গর্ব।🇧🇩
বাংলাদেশি কম্পানি আমার গৌরব।🇧🇩
আমি আমার দেশকে ভালবাসি।🇧🇩
ইনশাআল্লাহ, ২০৩০ এর মধ্যে Walton বিশ্বের সেরা ৫টা কোম্পানির তালিকায় জায়গা করে নিবে।
ইচ্ছা রড় কিম্তু হতেও পারে😇
সেরা ৫ না থাকলেও ৬-৭ থাকবে অাসা করি
ইনশাআল্লাহ
মাথা
@@মিজানুররহমানআজহারী-স৯ভ walton 2030 সালে সবার মাথায় থাকবে
ওয়ালটন এর জন্য দোয়া ও শুভ কামনা রইল
ভিডিওটা দেখে একজন বাংলাদেশী হিসাবে অনেক গর্ব হচ্ছে। হাজারো খারাপ খবরের মাঝে বাংলাদেশের একটি কোম্পানীর এরকম সাফল্যর খবর দেখে অনেক ভাল লাগল। সেই সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই এত চমৎকার একটি ভিডিও তৈরী করে আমাদের দেশীয় একটি কোম্পানীর সাফল্য প্রচারের জন্য। আশা করি সামনে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে যাবেন। শুভ কামনা রইল।
ওয়ালটনের পণ্য খুব কম দামে অনেক বেশি সুবিধা সম্পন্ন হয়ে থাকে।
As a brand Walton recommendable.
ধন্যবাদ ভাই রিকোয়েস্ট করেছিলাম অনেক দিন আগে যে walton নিয়ে একটা ভিডিও বানান. love form Sirajganj ❤❤❤❤
গর্বিত হয়ে ওয়ালটনে আছি
কোন পোষ্টে আছেন ভাই
apni ki walton a job koren
আমারও খুব আশা ছিল।
শুনেছি ওয়াল্টনে নিয়োগের জন্য টাংগাইল এর লোকদের প্রাধান্য বেশি। জানিনা কতটুকু সত্য। ওয়াল্টন কে বড় হতে হলে এ ধরনের বৈষম্যমূলক নীতি বাদ দিতে হবে।
@@md.zahidiqbalchowdhury মালিকপক্ষ সব সময় তাদের নিজ জেলার লোকদের কদর বেশি করবে, এটাই সাভাবিক,,,
হাতিল - যাত্রা ও উত্থান | The History & Rise of Hatil >>> ruclips.net/video/fsZJHX71FGQ/видео.html
ওয়ালটন এর সবকিছুই ভালো লাগে কিন্তু তাদের এন্ড্রয়েড মোবাইল এর দাম গুলো দেখলে মাথা গরম হয়ে যায়।যে যায়গায় চাইনিজ কোম্পানিগুলো কম দামে ভালো ফোন দেয় কিন্তু ওয়ালটন বেশি দামে কম specification এর ফোন দেয়। তবে যায়হোক আমাদের দেশের কোম্পানি যাকে নিয়ে গর্ব করা যায়।
@@terjakamp সঠিক কথা ভাই❣️
প্রযুক্তি বিষয়ক যেকোন ধরনের বাংলা টিউটোরিয়াল দেখতে ভিজিট করুন।
এক বছর ধরে এই ভিডিও টার অপেক্ষায় ছিলাম
Mentioning the negative points of a company along with all the good things would make these kinds of videos look less like an advertisement and more of an informative market research/analysis mini documentary.
বর্তমান সময়ের জন্য যদি negativity গুলো কে focous করা হয় ......., তাহলে কোম্পানির জন্য একটা সমস্যা তৈরি হতে পারে........ কারণ বাংলাদেশের কোম্পানির product গুলো নিয়ে এমনিতেই অনেক প্রপাগান্ডা ও ষড়যন্ত্র চলে........ আর যদি কোনো দেশের local product গুলো global market hit করতে চায়। সেই ক্ষেত্রে লোকাল মার্কেটের সাপোর্ট টা খুব বেশি জরুরী। আন্তর্জাতিক মার্কেটে যদি একবার প্রতিযোগিতায় টিকে যায় । তখন automatically দেখবেন product এর প্রযুক্তিগত মান বৃদ্ধি করে ফেলতে পারবে।
Does my comment say anywhere that "negativities" as you say should be focused on? The goal of my comment was to convey the message that the negative points should mentioned along with the positive ones. It would maintain the integrity of the video as a valid unbiased report or documentary instead of appearing like a paid/sponsored content (which this one probably isn't) or an advertisement (which I'm pretty sure this one isn't).
About improving the quality of a product, we should not be blind supporters of any products just because it originated in Bangladesh. Company's aren't friends of ours. They strive to profit, they strive to make money. That is true for any company. So consumers should also strive to get the best value out of the products they consume whether they come from our country or abroad.
Furthermore on the topic of quality automatically improving, take "Pran" group as an example. They are a Bangladeshi company (check). They are exporting their products abroad and doing pretty well in the international market (check). They make good products for export (check). But it doesn't need mentioning that the quality of the products they sell in their own country is significantly lower than the ones they sell abroad. What's to say that our precious "Walton" won't go the same way? Don't get me wrong. I have nothing against Walton. I like their products as a Bangladeshi company and they have done significantly well in many cases. I'm just against blindly supporting a company just because they have their origins in Bangladesh.
What Walton has been doing over the years should be praised just thinking about the mass people Walton deliver the most sustainable products at a reasonable price Day by day the development of Walton has been getting seen intensely in terms of using modern technology to use their products more sustainable to reach the world market out and put the name of Bangladesh in the world market hopefully After 5 years Walton will be in a better position
@@kasid.47 ভাই আপনি আমার কথাটা বুঝতে পারেননি........ আপনি negetive কিছু বলেছেন আমি কিন্তু সেটা বলিনি ........ আমি বলছি এখন যদি পণ্যের দুর্বলতা গুলো publicity করে mention kora হয় অন্তত বাংলাদেশের মানুষের চিন্তাধারার কথা বিবেচনা করলে কোম্পানির জন্য একটা threat হতে পারে.......আর আমরা হচ্ছি হুজুকের জাতি একটু হলে আর একটু বাড়িয়ে বলে কোনো বিষয়ের 12টা বাজাতে সময় লাগে না....... বর্তমান সময়ের বাংলাদেশী কোম্পানি হিসেবে একমাত্র ওয়ালটনই তাদের নিজস্ব প্রযুক্তিতে পণ্য তৈরি করছে .........আর আমাদের অর্থনীতির কথা চিন্তা করলে । বর্তমান electronic পণ্যের বাজার ধরে রাখতে হলে ওয়ালটনের গুরুত্ব অপরিসীম........ এখন আমরা যদি কোম্পানির শুধু দোষ ধরতে থাকি সে ক্ষেত্রে দ্রুত আগানোর জায়গায় দ্রুত পিছিয়ে পড়বে । পরবর্তীতে বাংলাদেশ নিজেদের বাজার হারাবে। আর বিদেশি পণ্য গুলো বাজার দখল করবে ।পুরো বিষয়টা চিন্তা করলে দেখা যায় যে, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আর এমন না যে তারা মান নিয়ন্ত্রণের জন্য কোনো কাজ করছে না.......হয়তো পণ্যের দুর্বলতা গুলো দূর করার জন্য একটু সময় লাগতে পারে....তার জন্য অস্থির না হয়ে ধর্য্য ধরে অপেক্ষা করতে হবে আর সেই সাথে সাপোর্টও খুব প্রয়োজন...আর প্রাণের সাথে যদি তুলনা দেন সে ক্ষেত্রে প্রাণ হচ্ছে consumer products company.......তাছাড়া প্রাণ বাংলাদেশের অনেক অভিজ্ঞ ও পুরনো কোম্পানি.......আমি মনে করি সেই ক্ষেত্রে ওয়ালটন তো নতুন হিসেবে খুব ভালো পর্যায়ে আছে ........ আর তারা যে কোম্পানির জন্য একটা advertising করছে.......... এখানে সেই বিষয়টা না বুঝার কিছু নাই .........।
walton er phonei ei video ta dekchi 🤩 . Best of luck Walton👍 .
thank you brother..
same to bro
সেইম
@My Bro Mi বাট কম বাজেটে ভাল WALTON এই দামে এত ভাল দিবেনা আমার মোবাইল HM5 walton মূল্য ৮৯০০ ৬৪ জিবি স্টোরেজ ৪ জিবি রেম ফিঙ্গার প্রিন্ট, ফেইস লক,১৩ মেগাপিক্সেল সনি সেন্সর ক্যামেরা ৫০০০ এমপিএইচ ব্যাটারি ভাবা যায়
@My Bro এমনিতে গরম হয়না তবে টানা ৩/৪ ঘন্টা চালালে হাল্কা গরম হয় সেটা সব মোবাইলেই হয়..
একজন ইঞ্জিনিয়ার হিসেবে গোলাম মোর্সেদের জন্য গর্ববোধ করছি। ওয়াল্টন দেশের পন্য। এই স্লোগানে এগিয়ে যাক।
আলহামদুলিল্লাহ । এগিয়ে যাখ ওয়ালটন, এগিয়ে যাক Bangladesh.
ওয়ালটন কাস্টমার সার্ভিস অনেক ভালো।তারা কাস্টমার কে মূল্য দেয়।
শুভ কামনা ওয়ালটন।
মনের মত একটা ভিডিও দিলেন, ওয়ালন্টন আমাদের গর্ব আর সত্যি পৃথিবী জয় করার পথে আছে❤️
Finally walton niye video 🖤🖤🖤🇧🇩🇧🇩🇧🇩
ভাই এই ভিডিওটির জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম😍😍 ধন্যবাদ।
আমাদের পণ্য walton❤️ অনেক ভালো লাগলো দেখে গর্ব বোধ হচ্ছে ❤️
আমি অপেক্ষায় থাকি এই চ্যানেলের ভিডিওর জন্য
ওয়াল্টনের ফ্রিজ সবচেয়ে বেস্ট! 👌👌
walton এর উচিত সেলাই মেশিন তৈরি করা বাংলাদেশের গার্মেন্টস কোম্পানি গুলোতে ভিয়েতনাম ও চায়না থেকে সেলাই মেশিন আনা হয়। সামনে আফ্রিকার বাজারেও গার্মেন্টস বুম করবে। সুতরাং এই গার্মেন্টস এর সাথে লিংকেজ হেভি ইলেকট্রিক মেশিনারিজ এর উপর নজর দেয়া জরুরী।
শাবাশ।
আমার প্রথম স্মার্টফোন ওয়াল্টনের ছিল।
আমাদের ফ্রিজও ওয়াল্টনের।
ল্যাপটপের ডিজাইন উন্নত করলে একটা ল্যাপটপও নিবো ওয়াল্টনের ইনশাআল্লাহ্।
আমার মনে হয় পারবে। যারা ইনোভেশন এ ফোকাস করে এবং মার্কেট ডাইনামিক্স খেয়াল রাখে তারা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। শুভকামনা ওয়ালটনের জন্য।
বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড WALTON ওয়ালটন নিঃসন্দেহে আমাদের গৌরব।
সেই সাথে এমন একটি কেয়ালিটিফুল বাংলাদেশি YouYube চ্যানেল #BusinessInspection এর জন্যও গর্বিত। ❤️
ওয়ালটন তাদের কর্মীদের প্রতি উদাসীন
আশা করি ওয়ালটন তার স্বপ্ন পূরণে সক্ষম হবে।
এভাবেই ওয়ালটন এগিয়ে যাবে দেশের সুনাম বৃদ্ধি করবে।
মনের মতো একটা ভিডিও 😍
East or West Walton is best ❤️❤️❤️❤️ ঘরে মোবাইল ফ্রিজ দুটোই ওয়ালটন ।
ইনশাআল্লাহ Walton ২০৩০ সালের মধ্যে বিশ্বের সেরা ৫ টি ব্রান্ড এর মধ্যে একটি হবে
ওয়ালটনের নিজস্ব উৎপাদনে দেখতে চাই ফ্যানের ক্যাপাসিটি যত ধরনের হাসে চিপ
*সাহসটাই আসল, সাহস যে দেখাইছে এটাই অনেক বড় ব্যাপার।*
Nice 👍😊👌😊 nice thought......
অগ্রগতি হচ্ছে এটা মানতে হবে তবে ২০৩০ সালের ভিতর গ্লোবাল্লি কোম্পানিটি লান্ছ করতে চাইলে প্রডাক্টের গুণগত মান নিয়ে প্রথম পর্যায়ে চিন্তা করা উচিৎ।
আমার নিজের ঘরের নিজের যত আত্নীয় স্বজন আছে সবাই ওয়ালটনের পণ্য ব্যাবহার করে এবং ওয়ালটনের অনেক বড় ফ্যান
Walton is not only a brand..It's our #NationalPride❤️❤️
এত সুন্দর করে আপনারা ভিডিও বানান কিভাবে!!❤️❤️❤️
অনেক অনেক শুভকামনা রইল Walton.. আমাদের পন্য।
দারুণ ইনফরমেটিভ ভিডিও
আশা করি এগিয়ে যাবে বহুদূর
জাতি হিসেবে আমরা গর্বিত!
ওয়ালটনের উত্তর উত্তর সাফল্য কামনা করছি!
I ❤️ Walton
সুন্দর রিপোর্ট!!! বেশ ভালো লাগছে ❤️
তবে দেশের স্মার্টফোন আর ফিচারফোনে ওয়ালটনের মার্কেট শেয়ার কতটুকু তা জানতে পারলাম না। মোটরসাইকেলের মার্কেট শেয়ারটাও জানা হয়নি। আমার জানামতে ওয়ালটন মটর সাইকেল আমারদের দেশে এভেইলেবল অন্যতম বাজে মটর সাইকেল। আশাকরি ওয়ালটনের আরএন্ডডি টিম এটা নিয়ে আরো অনেক পরিশ্রম করবে।
আমার প্রথম টিভি কিনা হয় ওয়ালটন থেকে। এখন আমার নিজের হাতে কিনা ৫টা টিভি ৪টি ফ্রিজ। আমি ব্যবহার করছি খুব স্বাচনদে প্রায় ১২/১০ জাবদ।👍👍👍
I am also a walton product user.
আপনাদের ভিডিওর অপেক্ষায় ছিলাম.....
মন থেকে চাইছিলাম ওয়াল্টন নিয়ে একটা ভিডিও হোক এখানে। পেয়েছি। আর বাকি আছে এসএমসি।
পারবে ইনশাল্লাহ। এগিয়ে যাক সাথে আছি
Insa allah Walton will be a global brand by 2030.
ওয়ালটন বাংলাদেশের মানুষের মন জয় করে ফেলেছে অনেক আগেই এখন বিশ্ব জয় করার পালা 🇧🇩❤️❤️
ওয়ালটনের সদস্য আমি,,,দোয়া করি আরো অনেক দূর এগিয়ে যাক
ওয়ালটন আমার প্রিয় একটি ব্রান্ড.. কারণ এটা আমার দেশের ব্রান্ড... আমিও একজন উদ্যোগক্তা... ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল কম্পিলিট করেছি... যদি এই ওয়ালটনে কাজ করার সুযোগ পেতাম.. নিজেকে ধন্য মনে করতাম
আশা করি খুব শীঘ্রই ৩ লক্ষ সাবস্ক্রাইবের মুখ দেখবেন!
Walton product is world one cĺass product. THANK you.
This channel is seriously underrated which symbolises the lack of thirst for knowledge in our people.
of course,, ইনশাআল্লাহ অবশ্যই পারবে world এ নাম লিখতে।
Proud to be a part of Walton Family 😊
I am also member of walton group . I am proud of my company.
আমাদের পণ্য... we feel proud For Walton..
In sha allah one day World give you a global position 😊😊
আসলেই ভিডিও টা দেখে র্গবে বুক ভরে যাচ্ছে🙂🙂🙂🙂
আমার হাতের পণ্যটি ওয়ালটন প্রিমো nf4,, ওয়ালটন আমাদের পণ্য,, আমি পারসোনালি ভাবে ওয়ালটনের সাপোর্ট করি কারণ ওয়ালটনকে ভালোবাসি,, আমি চেষ্টা করি যেনো আমার পরিচিত সবাই ওয়ালটনের পণ্য কিনে। ওয়ালটনের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া। এগিয়ে যাক ওয়ালটন ছড়িয়ে পড়ুক বিশ্বময়।
I have to say walton's quality is very good
Top notch
তোমার ক্ষতি মানে দেশের ক্ষতি তোমার লাভ মানে দেশের লাভ ।দোয়া ও শুভকামনা রইল walton এর প্রতি ।
walton আমাদের গর্ব আমাদের পণ্য
Walton 🇧🇩 number 1 brands. Award in 2021 .global super brand.❤
এগিয়ে যাবই ইনশাআল্লাহ
ভাই অনেক ভালো লেগেছে আমি ওনেক দিন ধরে জানতে চেয়ে ছিলাম
বাহ ভিডিওটি দেখে অনেক কিছু শিক্ষা পেলাম খুবই ভালো লাগছে 😄😄😄
তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ, বাংলাদেশের গর্ভ,এবং টাংগাইলের মালিক তথ্য জানা ছিলোনা ধন্যবাদ আবারও।
অনকে অনেক শুভ কামনা রইলো , এগিয়ে যাও ওয়ালটন পাশে আছি
বাংলাদেশের অটোমোবাইল মার্কেট নিয়ে একটা রিপোর্ট আশা করছি 🙂
Walton কে অটোমোবাইল এ দেখতে চাই❤🇧🇩
I am Proud To Be An Employee Of Walton Family #It'sOurProduct
আমাদের দেশী কোম্পানি আরও অনেক এগিয়ে যাক
ইনশাহ্ আল্লাহ্ পারবে
আমিও গর্বিত আমাদের ঘরে একটি WALTON Fridge আছে Walton বাংলাদেশের গর্ব 💜😊🇧🇩
সহকারী ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করে সিইও অসাধারণ ব্যাপার।।
তারপর এমডি!
সবই যোগ্যতা
Most wanted episode
ঠিকই আমাদের পন্য😍👏👏
ওয়ালটনের একজন সাধারণ কর্মী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সবই ঠিক আছে ফ্যাক্টরির ভিতরে পণ্য ডেলিভারি সিস্টেম টা আরো একটু ডেভলপ করতে পারলেই খুব ভালো।
I haven't used any of their products yet but will in the future. Walton is the pride of Bangladesh.
Apex and fortun নিয়ে একটি ভিডিও দিলে ভালো হয়।
ওয়ালটনের প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো।
যখন বিদেশে ও ওয়ালটন এর পন্য দেখতে পায়, তখন একটা কথাই মাথায় আসে... "ওয়ালটন--আমাদের পন্য" গর্বে বুকটা ভরে যায়।
এগিয়ে যাও বাংলাদেশকে নিয়ে walton❤️🧡💛💚💙💜🖤
(Economic Sanction) অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানান, কিভাবে এটা কাজ করে এবং এর প্রভাব সম্পর্কে।
প্রোডাক্ট কোয়ালিটি বেটার করতে হবে,
যার ফলে মানুষের মধ্যে ভরসা হয়, ব্রান্ড এর জন্য কোয়ালিটি ডিসাইন এর দিকে গুরুত্ব দিতে হবে, দরকার হলে কিছু বাইরের ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে হবে
ফরেন পাব্লিসিটির জন্য, যাতে world ক্লাস প্রোডাক্ট হয়।
Onk informative video. Thanks
প্রাণ কোম্পানি কে নিয়ে একটি ভিডিও বানান
আমিও চাই
Walton has introduced Bangladesh with the world by”made in Bangladesh “ logo. Thanks to everyone who r involved with these creative works. Thanks.
অলটন অলটন কাজ করতে চাই
good and informative video
thanks 😊 bro nice information 👍.
Vaiya polaroid company niye ekta video banale khubei khushi hotam😍😍😍😍
মাশাআল্লাহ এগিয়ে জাক Walton
আমার পছন্দের একটি ব্রান্ড, আমাদের পণ্য নিয়ে আমি গর্বিত, আমার স্বপ্ন ওয়ালটনে কাজ করা।
if they can maintain their quality definitly they are going to be one of the top global brand !
এগিয়ে যাক বাংলার পন্য পৃথিবীর প্রতিটা পরিবারের দোর গোড়ায়।